ALL Jobs Apply
সকল চাকরির আবেদন ও চাকরির পরামর্শ পাবেন। জিমেইল, বিডিজবস, ব্র্যাক ক্যারিয়ার সহ।
২৫০ জন ' বিক্রিয়কর্মী ' নেবে ফ্যাশন ব্র্যান্ড ' জেন্টেল পার্ক '। ছেলে/মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন।
চাকরির বিস্তারিত জানতে ক্লিক করুন - https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1126279&ln=2
আবেদন পদ্ধতিঃ ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নারায়নগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, লক্ষীপুর, ব্রাক্ষনবাড়ীয়া, খুলনা, যশোর, বরিশাল, রাজশাহী, বগুড়া, রংপুর, ঠাকুরগাও, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, বা ময়মনসিংহ এর যে কোন শো-রুমে ছবিসহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত নিকটস্থ জেন্টেল পার্ক এর শোরুমে জমা দিতে হবে।
১ টেবিল চামচ সমান কতটুকু?
**ব্র্যাক, আড়ং ডেইরিতে নিয়োগ বিজ্ঞপ্তি***
================================
পদের নামঃ সেলস্ রিপ্রেজেনটেটিভ
শিক্ষাগত যোগ্যতাঃ HSC পাশ।
কর্মএলাকাঃ বাংলাদেশের যেকোন জেলা।
বেতনঃ ১৩,৩৯২ টাকা+সেলস্ কমিশন+TA/DA+মোবাইল বিল ও অন্যান্য সকল সুযোগ সুবিধা।
শেষ তারিখঃ ২৮ জানুয়ারী, ২০২৩ ইং।
বিস্তারিত পড়ে আবেদন করতে পারেন।
চাইলেই খুব সহজে আবেদন করতে পারবেন।
👉যেকোন সরকারি/বেসরকারি/বিসিএস/শিক্ষক নিবন্ধন/সহ সকল চাকুরিতে পরামর্শ সহ নির্ভুল/নিখুত ভাবে চাকরির আবেদন করা হয়।
👉ইমেইল একাউন্ট তৈরি সহ, বিডি জবস প্রফাইল ১০০% কম্প্লিট করা হয়, ব্র্যাক ক্যারিয়ার ওয়েব সাইটে প্রফাইল ১০০% কম্প্লিট করা হয়। প্রফাইল ১০০% কমিপ্লট করা না হলে, আবেদন করলে ডাক পাওয়া যায়না, তাই দক্ষ পরামর্শক দিয়ে প্রফাইল ১০০% কমপ্লিট করে ভেরিফাই করা হয়। যা আপনার পরিক্ষার মেসেজ বা ইন্টারভিউ কল পেতে সুবিধা হয়।
#বাংলা_ব্যাকরণ
১। ভাষার মূল উপকরণ – বাক্য
২। ভাষার মূল উপাদান – ধ্বনি
৩। ভাষার বৃহত্তম একক – বাক্য
৪। ভাষার ক্ষুদ্রতম একক – ধ্বনি
৫। বাক্যের মৌলিক উপাদান – শব্দ
৬। বাক্যের মূল উপাদান – শব্দ
৭। বাক্যের মূল উপকরণ – শব্দ
৮। বাক্যের ক্ষুদ্রতম একক – শব্দ
৯। শব্দের মূল উপাদান – ধ্বনি
১০। শব্দের মূল উপকরণ – ধ্বনি
১১। শব্দের ক্ষুদ্রতম একক – ধ্বনি
১২। ধ্বনি নির্দেশক চিহৃ – বর্ণ
১৩। ভাষার ইট বলা হয় – বর্ণকে
১৪। ভাষার স্বর বলা হয় – ধ্বনিকে
১৫। ভাষার ছাদ বলা হয় – বাক্যকে
১৬। ভাষার রীতি – ২ টি (সাধু ও চলিত)
১৭। সারা পৃথিবীতে ভাষা প্রচলিত আছে –
৩৫০০ (প্রায়)
১৮। ভাষার মৌলিক অংশ – ৪ টি
১৯। ভাষার আলোচ্য বিষয় – ৪টি
২০। বাংলা ভাষায় ধ্বনি – ২ প্রকার (স্বর
ধ্বনি ও ব্যঞ্জণ ধ্বনি)
২১। বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে –
৫০টি
২২। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ – ১১ টি
২৩। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ – ৩৯টি
২৪। বাংলা বর্ণমালায় মৌলিক স্বরবর্ণ –
৭টি ( অ,আ,ই,উ,এ,অ্যা,ও )
২৫। বাংলা বর্ণমালায় মাত্রা বিহীন বর্ণ
– ১০ টি ( এ,ঐ,ও,ঔ,ঙ,ঞ,ৎ,ং,ঃ,ঁ )
২৬। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ
– ৮টি ( ঋ,খ,গ,ণ,থ,প,ধ,শ )
২৭। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ –
৩২ টি ( অ,আ,ই,ঈ,উ,ঊ, ক,ঘ,চ,ছ,জ,ঝ,ট,ঠ,ড,ঢ,
ত,দ,ন,ফ,ব,ভ,ম,য,র,ল,ষ,স,হ,ড়,ঢ়,য় )
২৮। পূর্ণমাত্রাযুক্ত স্বরবর্ণ – ৬ টি
( অ,আ,ই,ঈ,উ,ঊ )
২৯। পূর্ণমাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণ - ২৬টি
( ক,ঘ,চ,ছ,জ,ঝ,ট,ঠ,ড,ঢ,ত,দ,ন,ফ,ব,ভ,ম,য,র,ল,
ষ,স,হ,ড়,ঢ়,য় )
৩০। বাংলা ধ্বনির মতো বর্ণ – দুই প্রকার।
১. স্বরবর্ণ, ২. ব্যঞ্জনবর্ণ।
৩১। স্বরবর্ণের ‘কার’ চিহ্ন – ১০টি
আ=া, ই= ি,
ঈ=ী, উ=ু,
ঊ=ূ,ঋ ৃ,
এ= ে, ঐ= ৈ,
ও= ো, ঔ= ৌ।
৩২। কার চিহ্ন নেই এমন স্বরবর্ণ – ১ টি (অ)
৩৩। বাংলা বর্ণমালায় যৌগিক স্বজ্ঞাপক
বর্ণ – ২ টি (ঐ এবং ঔ)
৩৪। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির
সংখ্যা – ২৫ টি
৩৫। মাত্রাহীন স্বরবর্ণ – ৪ টি (এ, ঐ, ও, ঔ)
৩৬। মাত্রাহীন ব্যঞ্জণবর্ণ – ৬ টি
( ঙ,ঞ,ৎ,ং,ঃ,ঁ )
৩৭। অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ – ১ টি (ঋ)
৩৮। অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জণবর্ণ – ৭টি
( খ,গ,ণ,থ,ধ,প,শ )
৩৯। বাংলা বর্ণমালায় হ্রস্বস্বর – ৪টি
( অ,ই,উ,ঋ )
৪০। বাংলা বর্ণমালায় দীর্ঘস্বর - ৭টি
( আ,ঈ,ঊ,এ,ঐ,ও,ঔ )
৪১। বাংলা বর্ণমালায় যে দুটি ধ্বনি
উচ্চরণে কোন পার্থক্য নেই - ঙ,ং
৪২। বাংলা বর্ণমালায় বর্গ আছে – ৫টি
৪৩। ঠোঁট ও নাকের ছিদ্রের সাহায্যে
উচ্চারিত
HSC পাশে ব্র্যাকে চাকুরী
শুক্র,শনি ২ দিন সাপ্তাহিক ছুটি
মেয়েদের অগ্রাধিকার/
শারিরীক ভাবে অক্ষম/প্রতিবন্ধীদের অগ্রাধিকার।
আবেদনের জন্য bdjobs follow করুন।
ব্র্যাক থেকে SMS পেতে হলে প্রথম তিন দিনের (যত দ্রুত সম্ভব) ভিতর আবেদন করুন।
শক্তি ফাউন্ডেশনে (NGO) চাকুরীর বিজ্ঞপ্তি
শেষ তারিখঃ ২৮ শে ফেব্রুয়ারি-২০২২ ইং।
J.S.C – এর পূর্নরূপ — Junior School Certificate.
💠 J.D.C – এর পূর্নরূপ — Junior Dakhil Certificate.
💠 S.S.C – এর পূর্নরূপ — Secondary School Certificate.
💠 H.S.C – এর পূর্নরূপ — Higher Secondary Certificate.
💠 A.M – এর পূর্নরূপ — Ante meridiam.
💠 P.M – এর পূর্নরূপ — Post meridiam.
💠 B. A – এর পূর্নরূপ — Bachelor of Arts.
💠 B.B.S – এর পূর্নরূপ — Bachelor of Business Studies.
💠B.S.S – এর পূর্নরূপ — Bachelor of Social Science.
💠 B.B.A – এর পূর্নরূপ — Bachelor of Business Administration
💠 M.B.A – এর পূর্নরূপ — এর পূর্নরূপ — Masters of Business Administration.
💠 B.C.S – এর পূর্নরূপ — Bangladesh Civil Service.
💠 M.A. – এর পূর্নরূপ — Master of Arts.
💠 B.Sc. – এর পূর্নরূপ — Bachelor of Science.
💠 M.Sc. – এর পূর্নরূপ — Master of Science.
💠 B.Sc. Ag. – এর পূর্নরূপ — Bachelor of Science in Agriculture .
💠 M.Sc.Ag.- এর পূর্নরূপ — Master of Science in Agriculture.
💠 M.B.B.S. – এর পূর্নরূপ — Bachelor of Medicine and Bachelor of Surgery.
💠 M.D. – এর পূর্নরূপ — Doctor of Medicine./ Managing director.
💠 M.S. – এর পূর্নরূপ — Master of Surgery.
💠 Ph.D./ D.Phil. – এর পূর্নরূপ — Doctor of Philosophy (Arts & Science)
💠 D.Litt./Lit. – এর পূর্নরূপ — Doctor of Literature/ Doctor of Letters.
💠 D.Sc. – এর পূর্নরূপ — Doctor of Science.
💠 B.C.O.M – এর পূর্নরূপ — Bachelor of Commerce.
💠 M.C.O.M – এর পূর্নরূপ — Master of Commerce.
💠 B.ed – এর পূর্নরূপ — Bachelor of education.
💠 M.P. – এর পূর্নরূপ — Member of Parliament.
💠 M.L.A. – এর পূর্নরূপ — Member of Legislative Assembly.
💠 M.L.C – এর পূর্নরূপ — Member of Legislative Council.
💠 P.M. – এর পূর্নরূপ — Prime Minister.
💠 V.P – এর পূর্নরূপ — Vice President./ Vice Principal.
💠 V.C- এর পূর্নরূপ — Vice Chancellor.
💠 D.C- এর পূর্নরূপ — District Commissioner/ Deputy Commissioner.
💠 S.P- এর পূর্নরূপ — Police Super.
💠 S.I – এর পূর্নরূপ — Sub Inspector Police
💠 GPA – এর পূর্নরূপ কি? – Grade Point Average
💠 Dr. – এর পূর্নরূপ — Doctor.
💠 Mr. – এর পূর্নরূপ — Mister.
💠 Mrs. – এর পূর্নরূপ — Mistress.
💠 Miss – এর পূর্নরূপ — used before unmarried girls.
১। Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity.
২। HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol.
৩। HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol Secure.
৪। URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator.
৫। IP এর পূর্ণরূপ— Internet Protocol
৬। VIRUS এর পূর্ণরূপ — Vital Information Resourc Under Seized.
৭। SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module.
৮। 3G এর পূর্ণরূপ — 3rd Generation.
৯। GSM এর পূর্ণরূপ — Global System for Mobile Communication.
১০। CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple Access.
১১। UMTS এর পূর্ণরূপ — Universal Mobile Telecommunication System.
১২। RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
১৩। AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
১৪। SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
১৫। AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
১৬। JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
১৭। JAR এর পূর্ণরূপ — Java Archive
১৮। MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
১৯। 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation Partnership Project
২০। 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
২১। MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
২২। AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
২৩। GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable Format
২৪। BMP এর পূর্ণরূপ — Bitmap
২৫। JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert Group
২৬। SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
২৭। WMV এর পূর্ণরূপ — Windows Media Video
২৮। WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
২৯। WAV এর পূর্ণরূপ — Waveform Audio
৩০। PNG এর পূর্ণরূপ — Portable Network Graphics
৩১। DOC এর পূর্ণরূপ — Docoment (Microsoft Corporation)
৩২। PDF এর পূর্ণরূপ — Portable Docoment Format
৩৩। M3G এর পূর্ণরূপ — Mobile 3D Graphics
৩৪। M4A এর পূর্ণরূপ — MPEG-4 Audio File
৩৫। NTH এর পূর্ণরূপ — Nokia Theme(series 40)
৩৬। THM এর পূর্ণরূপ — Themes (Sony Ericsson)
৩৭। MMF এর পূর্ণরূপ — Synthetic Music Mobile Application File
৩৮। NRT এর পূর্ণরূপ — Nokia Ringtone
৩৯। XMF এর পূর্ণরূপ — Extensible Music File
৪০। WBMP এর পূর্ণরূপ — Wireless Bitmap Image
৪১। DVX এর পূর্ণরূপ — DivX Video
৪২। HTML এর পূর্ণরূপ — Hyper Text Markup Language
৪৩। WML এর পূর্ণরূপ — Wireless Markup Language
৪৪। CD এর পূর্ণরূপ — Compact Disk.
৪৫। DVD এর পূর্ণরূপ — Digital Versatile Disk.
৪৬। CRT — Cathode Ray Tube.
৪৭। DAT এর পূর্ণরূপ — Digital Audio Tape.
৪৮। DOS এর পূর্ণরূপ — Disk Operating System.
৪৯। GUI এর পূর্ণরূপ — Graphical User Interface.
৫০। ISP এর পূর্ণরূপ — Internet Service Provider.
৫১। TCP এর পূর্ণরূপ — Transmission ControlProtocol.
৫২। UPS এর পূর্ণরূপ — Uninterruptible Power Supply.
৫৩। HSDPA এর পূর্ণরূপ — High Speed Downlink Packet Access.
৫৪। EDGE এর পূর্ণরূপ — Enhanced Data Rate for GSM [Global System for Mobile Communication]
৫৫। VHF এর পূর্ণরূপ — Very High Frequency.
৫৬। UHF এর পূর্ণরূপ — Ultra High Frequency.
৫৭। GPRS এর পূর্ণরূপ — General Packet Radio Service.
৫৮। WAP এর পূর্ণরূপ — Wireless Application Protocol.
৫৯। ARPANET এর পূর্ণরূপ — Advanced Research Project Agency Network.
৬০। IBM এর পূর্ণরূপ — International Business Machines.
৬১। HP এর পূর্ণরূপ — Hewlett Packard.
৬২। AM/FM এর পূর্ণরূপ — Amplitude/ Frequency Modulation.
৬৩। WLAN এর পূর্ণরূপ — Wireless Local Area Network
৬৪। USB এর পূর্ণরূপ — Universal Serial Bus.
৬৫। HD এর পূর্ণরূপ — High Definition
৬৬। APK এর পূর্ণরূপ — Android application package.
৬৭। BBA এর পূর্ণরূপ — Bachelor of Business Administration
৬৮। SSC এর পূর্ণরূপ — Secondary School Certificate
৬৯। HSC এর পূর্ণরূপ — Higher Secondary Certificate
৭০। JSC এর পূর্ণরূপ — Junior School Certificate জুনিয়র স্কুল সার্টিফিকেট।
৭১। BCS এর পূর্ণরূপ — Bangladesh Civil Service
৭২। NCTB এর পূর্ণরূপ — National Curriculam & Text Book
৭৩। DPE এর পূর্ণরূপ — Directorate of Primary Education
৭৪। BA এর পূর্ণরূপ — Bachelor of Arts
৭৫। MBA এর পূর্ণরূপ — Master of Business Administration
৭৬। LLB এর পূর্ণরূপ — Bachelor Of Law
৭৭। MBBA এর পূর্ণরূপ — BACHELOR OF MEDICINE AND BACHELOR OF SURGERY
৭৮। VIP এর পূর্ণরূপ — Very Important Person
৭৯। PHD এর পূর্ণরূপ — Doctor of Philosophy
৮০। UNICEF এর পূর্ণরূপ — United Nations Children’s Fund
৮১। OK এর পূর্ণরূপ — All Correct
৮২। GMT এর পূর্ণরূপ — Greenwich Mean Time
৮৩। এক্সেল — এক্সেল একটি হিসাব রক্ষার কাজে ব্যবহৃত প্রোগ্রাম।
৮৪। MA এর পূর্ণরূপ — MASTER OF ARTS
৮৫। yahoo — নরপশু
৮৬। সফটওয়্যার — ২ প্রকার সিস্টেম সফটওয়্যার ও এপ্লিকেশন সফটওয়্যার
৮৭। ওয়াই ফাই এর কাজ — দ্রুতগতির ইন্টারনেট
৮৮। FBC এর পূর্ণরূপ — Federal bureau corporation
৮৯। fb এর পূর্ণরূপ — Foreign body/ Facebook
৯০। ABC এর পূর্ণরূপ — Alphabetically Based Computerized
৯১। ব্যাকটেরিয়া যে প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে — Amitosesis
৯২। DDR এর পূর্ণরূপ — Double data rate
৯৩। VAT – এর পূর্নরূপ — Value Added Tex (মুল্য সংযোজন কর)
৯৪। IP- এর পূর্নরূপ- Internet Protocol
৯৫। WWW এর পূর্ণরূপ — World Wide Web.
৯৬। XY এর পূর্ণরূপ — Male Chromosome
৯৭। XXY এর পূর্ণরূপ — Klinefelter Syndrome chromosomes
৯৮। A-Level এর পূর্নরূপ — Advanced Level
৯৯। BL এর পূর্নরূপ — Bachelor Of Law
১০০। LLB এর পূর্ণরূপ — Bachelor Of Law
১০১। BTV এর পূর্নরূপ — Bangladesh Television
১০২। LP এর পূর্নরূপ — Long Playing
১০৩। PIN এর পূর্নরূপ — Pin Index Number
১০৪। KG এর পূর্নরূপ — KiloGram / Kindergarten
১০৫। Kg এর পূর্নরূপ — Kilogramme
১০৬। PSC এর পূর্ণরূপ — Primary School Certificate.
১০৭। JDC- এর পূর্ণরূপ — Junior Dakhil Certificate
১০৮। RAM এর পূর্ণরূপ — Random Access Memory
১০৯। ROM এর পূর্ণরূপ — Read Only Memory
১১০। Mbps এর পুর্নরূপ — Megabytes Per Second(MBps)
১১১। DJ- এর পূর্নরূপ — Disc jockey
১১২। AM এর পূর্ণরূপ – Ante Meridiem যার অর্থ “দ্বিপ্রহরের পূর্বে”
১১৩। PM এর পূর্ণরূপ – Post Meridiem যার অর্থ “অপরাহ্ন”
১১৪। VAT – এর পূর্নরূপ — Value Added Tex (মুল্য সংযোজন কর)
১১৫। OTG – এর পূর্নরূপ — On The Go.
: Collected.
#ফলো_দিয়ে_সাথেই_থাকুন।
মেগা পোস্টঃ ভুল ত্রুটি,ক্ষমাপ্রার্থী।
ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন 👍
টাইমলাইনে রাখতে পারেন।
❤ ধন্যবাদ❤
ব্র্যাকে চাকরির বিজ্ঞপ্তি সহ,
কিভাবে bdjobs এবং career brac থেকে অাবেদন করতে পারবেন।
ভিডিওটি দেখলে অনেক সহজ হবে।
ধন্যবাদ।
এতদিন যারা নিয়মিত ব্র্যাকে ভুয়া চাকরির বিজ্ঞাপন দিয়ে, মানুষকে ঠকিয়েছে, সেই প্রতারক চক্র অবশেষে ধরা পড়ল।
ভিডিওতে বিস্তারিত দেখুন।
সমাজসেবা অধিদপ্তরের শিক্ষক পদের পরীক্ষার প্রশ্ন ও সম্পূর্ণ সমাধান
পদের নামঃ শিক্ষক
পরীক্ষার তারিখঃ 03-04-2021
1.এক কথায় প্রকাশ করুন:
যা সাধারণের মধ্যে দেখা যায় না = অসাধারণ
যে ব্যক্তির দুই হাত সমান চলে- সব্যসাচী
যার অন্য উপায় নেই- অনন্যোপায়
যে বিষয়ে কোনো বিতর্ক নেই= অবিসংবাদী
যা বলা হয় নি = অনুক্ত
2. বাগধারা গুলোর অর্থসহ বাক্য রচনা করুন:
গোবরে পদ্ম ফুল = অ-স্থানে মূল্যবান বস্তু (মেথর পুত্র প্রকৌশলী গোবরে পদ্মফুল ফুটেছে
আট কপালে=হতভাগ্য (আট কপালে লোকের ক্ষেত্রে চাকরি জোটা মুশকিল)
তামার বিষ=অর্থের কুপ্রভাব (হঠাৎ বড়লোক কি না, তাই তামার বিষে বিবেকহীন হয়ে পড়েছে)
গৌরচন্দ্রিকা= ভূমিকা (অনেক তাে গৌরচন্দ্রিকা করলে, এবার আসল কথাটা বলে ফেল তাে)
ঘোড়ারোগ= সাধ্যের অতিরিক্ত সাধ (ভাত জোটে না,বড়লোকের মেয়ে বিয়ে করতে চায় গরিবের ঘোড়ারোগ আর কি!)
3. সন্ধি বিচ্ছেদ করুন:
বিদ্যালয়= বিদ্যা + আলয়
গোষ্পদ=গো + পদ
পুনরায় =পুনঃ+আয়
শঙ্কা= শম+কা
যাচ্ছেতাই= যা + ইচ্ছা + তাই
4.বানান শুদ্ধি করুন:
বিধানাবলী =
বুদ্ধীমতি=বুদ্ধিমতী
মুলত=মূলত
নিশব্দ=নিঃশব্দ
কান্ডারি= কান্ডারী
5.ইংরেজিতে অনুবাদ করুন:
ক)নাচতে না জানলে উঠান বাাঁকা= If you don't know how to dance, the yard is crooked.
খ)সে কি আসবে না= Will he not come?
গ)সকাল থেকে বৃষ্টি হচ্ছে= It has been raining since morning
ঘ)আমাদের গ্রামে দুইটি স্কুল আছে= There are two Schools in our Village
ঙ)ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল= The patient had died before the doctor came
6.নিচের Phrases/Idioms গুলোর অর্থসহ ইংরেজি বাক্য লিখুন:
a)At all= সম্পূর্ণরূপে
b)Get rid of=পরিত্রাণ পাওয়া (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ৪৭৪)
c)At sixes and Seven=বিশৃঙ্খলা অবস্থা (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ৪৭৬)
d)Blue blood=আভিজাত্য (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ৪৭৪)
e)By hook or by crook= যে ভাবেই হোক
7. Fill in the gaps
a)He called ___ a doctor.Ans:in
b)She lives ---the USA Ans:in
c) He is ---one eyed man Ans:a
d) She is very good----Mathematics Ans:in
e) We should not deviate ____ the right path. From
8. Use Right Form of verbs in the following sentences:
a) The man (come) home yesterday. Ans: came
b) It is many years since I (come) to Dhaka. Ans: came
c) I saw him (go) Ans: Going
d) He will not go out if it (rain). Ans: Rains
e) He (leave) last night. Ans: Left
9.একজন দোকানদার একটি দিয়াশলাই বক্স ১.৫০ টাকায় ক্রয় করে, ২.০০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? .৫০ টাকা
10. p-1/p=8 হলে প্রমাণ করুন যে, p^2+1/p^2=66
দেওয়া আছে,
p-1/p = 8
(p-1/p)² = (8)2 [ উভয় পাশে বর্গ করে]
P2 - 2.p.1/p+ 1/p2 = 64
p2-1/p2= 64 + 2 = 66
11. উৎপাদকে বিশ্লেষণ কর: x2 + 7x + 12
12. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:
ক. সমদ্বিবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? ১৮০ ডিগ্রি
খ. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী? ক্ষেত্রফল = দৈর্ঘ্য Xপ্রস্থ
গ. ০.২২ ০.০২ =? ০.০৪৪
ঘ. ১২০ ডিগ্রি এর সম্পূরক কোণের মান কত?=৬০ ডিগ্রি
ঙ. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কী বলে? = অতিভুজ
13. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:
ক. বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সরকারি বাসভবনের নাম কী? = গণভবন
খ. বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলার নাম কী? = ভোলা
গ. রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?=সোহরাওয়ার্দী উদ্যান
ঘ. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কোন তারিখে? =২রা মার্চ
ঙ. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত? =বঙ্গোপসাগরে অবস্থিত
চ. সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? = নেপালের রাজধানী কাঠমান্ডু
ছ. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির নাম কী? =জো বাইডেন (সাম্প্রতিক)
জ. WHO-এর পূর্ণরুপ কী? = World Health Organization.
ঝ. অস্থায়ী মুজিবনগর সরকার কোন তারিখে শপথ করে ? = ১০ এপ্রিল
ঞ. ‘ঐতিহাসিক ছয় দফা’ কত তারিখে ঘোষিত হয়? = ৭ জুন
ট. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?= ১০ জানুয়ারি
ঠ. শহীদ বুুদ্ধিজীবী দিবস কোন তারিখে পালিত হয়? ১৪ ডিসেম্বর
ড. জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৪৫ সালে
ঢ. ‘বাঁশের কেল্লা’ কে নির্মাণ করেন? তিতুমীর
সমাজসেবা অধিদপ্তরের চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
পদের নামঃ ফিল্ড সুপারভাইজার
পরীক্ষার তরিখঃ 03-04-2021
1.এক কথায় প্রকাশ করুন:
ফল পাকলে যে গাছ মরে যায়- ঔষধি
যে ব্যক্তি দুই হাত সমান চলে- সব্যসাচী
যার অন্য উপায় নেই- অনন্যোপায়
যে বিষয়ে কোনো বিতর্ক নেই= অবিসংবাদী
দুইবার জন্মে যে- দ্বিজ
2. বাগধারা গুলোর অর্থসহ বাক্য রচনা করুন:
অর্ধচন্দ্র= গলা ধাক্কা দেওয়া (বেয়াদব লোকটাকে অর্ধচন্দ্র দিয়ে মজলিস থেকে বিদায় করে দাও)
আট কপালে=হতভাগ্য (আট কপালে লোকের ক্ষেত্রে চাকরি জোটা মুশকিল)
তামার বিষ=অর্থের কুপ্রভাব (হঠাৎ বড়লোক কি না, তাই তামার বিষে বিবেকহীন হয়ে পড়েছে)
গৌরচন্দ্রিকা= ভূমিকা (অনেক তাে গৌরচন্দ্রিকা করলে, এবার আসল কথাটা বলে ফেল তাে)
বকধার্মিক=ভণ্ড ধার্মিক (সমাজে বকধার্মিক লোকের অভাব নেই)
3. সন্ধি বিচ্ছেদ করুন:
প্রত্যুষ=প্রতি+ঊষ
গোষ্পদ=গো + পদ
পুনরায় =পুনঃ+আয়
শঙ্কা= শম+কা
দুর্লভ= দুঃ+লভ
4.বানান শুদ্ধি করুন:
তীগ্রী=ডিগ্রী
বুদ্ধীমতি=বুদ্ধিমতী
মুলত=মূলত
নিশব্দ=নিঃশব্দ
প্রনিত=প্রনীত
5.ইংরেজিতে অনুবাদ করুন:
ক)অল্প বিদ্যা ভয়ংকরী= A little learning is a dangerous things
খ)আমার গরম লাগছে= I feel hot
গ)সকাল থেকে বৃষ্টি হচ্ছে= It has been raining since morning
ঘ)আমাদের গ্রামে দুইটি স্কুল আছে= There are two Schools in our Village
ঙ)ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল= The patient had died before the doctor came
6.নিচের Phrases/Idioms গুলোর অর্থসহ ইংরেজি বাক্য লিখুন:
a)Burning question=তীব্র বিতর্কের বিষয়
b)Get rid of=পরিত্রাণ পাওয়া
c)At sixes and Seven=বিশৃঙ্খলা অবস্থা
d)Bad blood=শত্রতা
e)By turns=গতি বদলানো
7. Fill in the gaps
a)He is too weak----walk Ans: to
b)She lives ---the USA Ans:in
c) He is ---one eyed man Ans:an
d) She is very good----Mathematics Ans:-at
e) We should not hanker-------wealth Ans:After
8. Transform the following sentences as directed
a) Man is mortal (negative)=No man is immortal
b) Shut the door (passive)= Let the door be shut
c) I called him (Passive)=He was called by me
d) This sight is very beautiful (Exclamatory)=How beautiful the sight is!
e) He is the best boy (Comparative)=He is better than any other boy in the class
9.নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি ২৫০ টাকা হিসেবে ২ কেজি সন্দেশ ক্রয় করলো । ভ্যাটের হার শতকরা ৪ টাকা হলে সে সন্দেশ ক্রয় বাবদ দোকানদারকে কত টাকা দিবে? = ৫২০ টাকা
10. p-1/p=8 হলে প্রমাণ করুন যে, p^2+1/p^2=66
11. দুইটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে, সংখ্যা দুইটি নির্ণয় করুন। =৬০ও ৪০
12. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:
ক. চতুর্ভূজের চার কোণের সমষ্টি কত? =৩৬০ ডিগ্রি
খ. ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী? = ½*ভূমি* উচ্চতা
গ. ০.০৩* ০.০২ =?০.০০০৬
ঘ. ১০০ ডিগ্রি এর সম্পূরক মান কত?=৮০ ডিগ্রি
ঙ. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কী বলে? = অতিভুজ
13. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:
ক. বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কী? =বঙ্গভবন
খ. বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলার নাম কী? = ভোলা
গ. রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?=সোহরাওয়ার্দী উদ্যান
ঘ. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কোন তারিখে? =২রা মার্চ
ঙ. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত? =বঙ্গোপসাগরে অবস্থিত
চ. সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? = নেপালের রাজধানী কাঠমান্ডু
ছ. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির নাম কী? =জো বাইডেন
জ. ILO-এর পূর্ণরুপ কী? = International Labour Organization
ঝ. অস্থায়ী মুজিবনগর সরকার কোন তারিখে গঠিত হয়? = ১০ এপ্রিল
ঞ. ‘ঐতিহাসিক ছয় দফা’ কত তারিখে ঘোষিত হয়? = ৭ জুন
ট. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?= ১০ জানুয়ারি
====সাউন্ড সংযোগ করা হল===
ব্র্যাক ইয়ং প্রফেশনাল পদের
অাবেদনের নিয়মাবলী,
অাবেদনের যোগ্যতা, কাজের ধরন, বেতন, সুযোগ সুবিধা বিস্তারিত জানতে পারবেন, ভিডিওর মাধ্যমে সুন্দর ভাবে উপস্থাপন করা হয়ছে।
একটি ভাল মানের নিয়োগ
সবাই নিজ নিজ যোগ্যতা অনুযায়ী অাবেদন করতে পারেন।
গুজবে কান না দেওয়ার পরামর্শ
DPE
ট্রাই করতে পারেন
৪১তম বিসিএস পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন ও সমাধান ২০২১
অনুষ্ঠিত ঃ ১৯/০৩/২০২১
সেটঃ ০৪
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী অংশ সমাধানঃ
১. আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তবর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে? উত্তরঃ ৪ টি
২. কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালের নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়
উত্তরঃ ইরিত্রিয়া ও ইথিওপিয়া
৩. ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে?
উত্তরঃ ১২ ডিসেম্বর ১৯১১ (সঠিক উত্তর নাই)
৪. আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?
উত্তরঃ ১৯৪৫
৫. জাতিসংঘের কোন সংস্থা টি করোনাভাইরাস কে “pandemic” ঘোষণা করেছে ?
উত্তরঃ WHO
৬. যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য নূন্যতম কত জন ডেলিগেটের সমর্থন প্রয়োজন?
উত্তরঃ ১৯৯১
৭. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা
উত্তরঃ জার্মানী (বার্লিন)
৮. সামরিক ভাষায় WMD অর্থ কি? উত্তরঃ Weapons of mass destruction
৯. ২০২০ সালে প্রকাশিত আইনের শাসন সূচকে শীর্ষ স্থান অর্জন কারী দেশের নাম কি? উত্তরঃ ডেনমার্ক
১০. ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? উত্তরঃ দক্ষিণ আমেরিকা
১১. নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান? উত্তরঃ উজবেকিস্তান
১২. ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? উত্তরঃ রাশিয়া
১৩. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? উত্তরঃ বাবেল মান্দেব প্রণালী
১৪. জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে? উত্তরঃ UNCTAD
১৫. আন্তর্জাতিক আদালত মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ? উত্তরঃ গাম্বিয়া
১৬. কোন বিদেশী রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? উত্তরঃ সিয়েরা লিওন
১৭. জাতিসংঘ নামকরণ করেন? উত্তরঃ রুজভেল্ট
১৮. কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য? উত্তরঃ তুরস্ক
১৯. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ ১৯৪৯
২০. জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে? উত্তরঃ অ্যাঙ্গেলা মের্কেল
ভূগোল ও পরিবেশবিদ্যা অংশ সমাধানঃ
২১. একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চল সমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম? উত্তরঃ আইসোহাইট
২২. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? উত্তরঃ পুন্ড্রবর্ধন
২৩. নিচের কোনটি সত্য নয়? উত্তরঃ গোবী মরুভূমি ভারতে অবস্থিত
২৪. দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি? উত্তরঃ জানুয়ারি
২৫. মার্বেল কোন ধরনের শিলা? উত্তরঃ রূপান্তরিত
২৬. মধ্যম উচ্চতার মেঘ কোনটি? উত্তরঃ কিউমুলাস
২৭. বেঙ্গল ফ্যান ভূমিরূপটি কোথায় অবস্থিত? উত্তরঃ বঙ্গোপসাগরে
২৮. UDMC এর পূর্ণরূপ হল? উত্তরঃ Union Disaster Management Committee
২৯. ২০১৫ সালের প্যারিস চুক্তি সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো? উত্তরঃ জলবায়ু পরিবর্তন হ্রাস
৩০. বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত? উত্তরঃ সুন্দরবনের দক্ষিণে
বিজ্ঞান সমাধান অংশ সমাধানঃ
৩১. আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা হয়? উত্তরঃ দূরত্ব
৩২. সূর্যের নিকটতম নক্ষত্রের নাম? উত্তরঃ প্রক্সিমা সেন্টরাই
৩৩. ১০০ ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব এক ঘন্টা চললে কত শক্তি ব্যয় হয়? উত্তরঃ ৩৬০০০০ জুল
৩৪. ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট যার দ্বারা তৈরি? উত্তরঃ টাংস্টেন
৩৫. গ্রাফিন কার বহুরূপী? উত্তরঃ কার্বন
৩৬. আইনস্টাইন নোবেল পুরস্কার পান? উত্তরঃ আলোক-তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা প্রদানের জন্য
৩৭. মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন? উত্তরঃ উপরের কোনটিই নয় (১২০ দিন)
৩৮. নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য? উত্তরঃ COD> BOD
৩৯. পাথফাইন্ডার এর মঙ্গলে অবতরণ সাল? উত্তরঃ ১৯৯৭
৪০. ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? উত্তরঃ স্ট্রাটোমণ্ডল
৪১. কাঁদুনে গ্যাসের অপর নাম কি? উত্তরঃ ক্লোরোপিকরিন
৪২. কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি? উত্তরঃ নদীর পানিতে
৪৩. হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় কোন রক্তনালী? উত্তরঃ আর্টারি
৪৪. প্রোটিন তৈরি হয়? উত্তরঃ অ্যামিনো এসিড
৪৫. কোনটি পানিতে দ্রবীভূত হয় না? উত্তরঃ ক্যালসিয়াম কার্বনেট
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশ সমাধানঃ
৪৬. যে ইলেকট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক () শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক। তার নাম? উত্তরঃ
৪৭. নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম? উত্তরঃ
৪৮. নিচের কোনটি 100 এর 1 কম্প্লেমেন্ট? উত্তরঃ
৪৯. RFID বলতে বোঝায়? উত্তরঃ
৫০. নিচের কোনটি সঠিক নয়? উত্তরঃ
৫১. Apache এক ধরনের? উত্তরঃ
৫২. ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল কোনটি? উত্তরঃ
৫৩. কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব (hub) ব্যবহার করা হয়? উত্তরঃ
৫৪. একটি কম্পিউটার বুট (boot) করতে পারেনা যদি তাতে না থাকে? উত্তরঃ
৫৫. নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? উত্তরঃ
৫৬. যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলে? উত্তরঃ
৫৭. API মানে? উত্তরঃ
৫৮. মাইক্রোসফ্ট HS হচ্ছে একটি? উত্তরঃ
৫৯. ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে? উত্তরঃ
৬০. একটি সিস্টেম যেখানে আইটেমগুলো একপ্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম? উত্তরঃ
গণিত ও মানসিক দক্ষতা অংশ সমাধানঃ
৬১. ত্রিভুজ ABC এর
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Khulna
9100
Khulna, 9000
প্রতিদিন নতুন নতুন সরকারী চাকুরির সকল তথ্য পেতে এবং অনলাইনে আবেদন করতে আমাদের সাথে যুক্ত থাকুন।
Khulna
When you start making money of your own, you tend to become more cautious about how you spend your hard-earned cash.
Khulna, 9201
Private train,T,Cum Lady Guard Check Post,Railway Train Booking Master,Marketing Officer,Supervisor,Computer operator,Welder 6G,Carpenters,Electrician,Security Assistant,Supervisor...
Khulna
Khulna, 9100
We help's you developing your skills and ensure a better career in your life.
#240/16 ( 2nd Floor) Sher/e/Bangla Road, Gollamri
Khulna, 9100
assalamualikum... welcome to our dream international travel agency. its a govt.approved travel agncy
Gobor Chaka Road, Shibbari
Khulna, 9100
Our agency has all the responsibility to take you safely to Europe with a visa for work.
Khulna
Khulna
Work with Asia's top award-winning digital marketing agency. Acquire customers with data-driven insig
17 No. Road, Nirala Residential Area
Khulna, 9100
This platform is your go-to source for all the latest job news from renowned companies across BD
Khulna
Khulna, 9000
EliteDesk the largest gathering of professionals from all around the globe, Hire a professional and get your job done.