Dream Build Consultant
সব ব্যাপারে আল্লাহর উপর ভরসা রাখুন। আপনারা জন্য কোনটি ভালো সেটা তিনিই জানেন।
বাংলাদেশের GI পন্যের তালিকা
To become successful Civil Engineer
যে পাথরগুলি পাথর নির্মাণে ব্যবহার করা হবে সেগুলি মজবুত, দীর্ঘস্থায়ী এবং শক্ত হওয়া উচিত এবং তাদের মধ্যে কোনও গহ্বর, বালির গর্ত বা ফাটল থাকতে পারে না। পাথরের প্রবেশযোগ্যতা এবং নির্মাণের তাত্পর্য বিবেচনা করে পাথর নির্বাচন করা আবশ্যক। চুনাপাথর, গ্রানাইট, বেলেপাথর, মার্বেল এবং ল্যাটেরাইট হল কয়েকটি পাথর যা প্রায়শই নির্মাণে ব্যবহৃত হয়।
আপনার স্বপ্নের স্থাপনা বাস্তবায়নের লক্ষে আমাদের সাথে পরামর্শ করুন, অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা সকল প্রকার সার্ভিস প্রদান করা হয়!
Dream Build Consultant
#কলামে রিং বাঁধার নিয়মঃ
======================
▶কলামের দুই পাশে রিং বা টাই বার দেওয়া হয় এবং তা ফ্লোর এবং ছাদ সংলগ্ন অংশ থেকে L/4 দূরত্বের ভিতরে বেশী ঘন হবে। ড্রয়িং অনুসারে তা খেয়াল করে মেন্টেইন করতে হবে।
যেমন স্পেসিং হতে পারে ৩/৪/৫ ইঞ্চি।
▶কলামের মাঝের অংশে পকেট রিং বা টাই বার দেওয়া হয় এবং তা ফ্লোর এবং ছাদ সংলগ্ন অংশ থেকে L/4 দূরত্বের বাইরে কম ঘন ভাবে দিতে হবে , ড্রয়িং অনুসারে তা খেয়াল করে মেন্টেইন করতে হবে।
স্পেসিং হতে পারে ৬/৭/৮ ইঞ্চি করে।
◀️কলামে উভয় পাশে বল্ক দিয়ে ১.৫" করে কভারিং দিতে হবে।
◀️কলাম সবসময় দুই লিফটে ঢালাই করতে হবে এবং সঠিকভাবে ভাইব্রেট করতে হবে।
কলামের ঢালাই রেশিও ১ঃ১.৫ঃ৩
◀️কলাম ঢালাইয়ের পূর্বে কভারিং, শল, রড বাইন্ডিং চেক করে নিতে হবে।
◀️রিং বা টাই বারে ডিজাইন অনুযায়ী হুক দিতে হবে। হুকগুলো অল্টারনেট করে বাঁধতে হয়।
ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়
ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে-পায়ে_____
১৯৪৭ সালের পর থেকেই পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী আমাদের প্রতিটি ক্ষেত্রেই তাদের শোষণের শেকল পরিয়ে দিতে চেয়েছে , ওরা শুরু থেকেই চেয়েছিল আমাদের ‘মা’ ডাক কেড়ে নিতে, আমাদের বর্ণমালা মুছে দিতে।
কিন্তু, শোষকদের রক্তচক্ষু আর বুলেট উপেক্ষা করে, পৃথিবীর ইতিহাসে একমাত্র জাতি হিসেবে ভাষার জন্যে রক্ত দিয়ে বাঙালি জাতি তাঁদের মায়ের ভাষার মর্যাদা রক্ষা করে।
১৩৫৮ বঙ্গাব্দের ৮ই ফাল্গুন বা ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বার আরো অনেক নাম না জানা ভাষা শহিদের রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ। বাংলা ভাষার মহাত্ম্যের স্বীকৃতিস্বরুপ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ।
মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহিদদের প্রতি ড্রিম বিল্ড কন্সালটেন্ট ফার্ম- এর বিনম্র শ্রদ্ধা।
Chair for support of top steel bars
- Plump Bob
কনসীল বীম সম্পর্কিত বিস্তারিত তথ্য ঃ
------------------------------------------------------------------
১) কনসীল বীম কি???
-------------------------------------------
স্ল্যাবের সমান পুরুত্বের বীমকে কনসীল বীম বলা হয়ে থাকে।কনসীল বীম এর অন্য একটি নাম হলো হিডেন বীম।
সহজে বলা যায়, ফ্লাট স্ল্যাবে কলাম বরাবর যেভাবে স্ট্রীপ চিন্তা করে অতিরিক্ত রিইনফোর্সমেন্ট দেয়া হয়, এমন চিন্তা থেকেই এই কনসীল বীমের ধারণা এসেছে।
কনসীল বীম করার কারণ কি ?
-------------------------------------------
১) অনাকাঙ্গিত বীম ডেপথ থাকে না বলে সৌন্দর্য বাড়ে।
২) স্যাটারিং এর খরচ কমানো যায়।
সতর্কতাঃ
-------------------------------------------
১) 200 মিমি এর নিচের পুরত্বের কোন ছাদে এই জাতীয় বীম ব্যবহার করা উচিত না।
২) কনসীল বীম করতে হলে শুধু বীম নয়, পুরো স্ল্যাব সহ মডেলটি এনালাইসিস করতে হবে।
আসলে, ইঞ্জিনিয়ারিং এ কনসীল বীম বলে তেমন কিছু নেই। মূলত ফ্লাট স্লাবে যেভাবে কলাম টু কলাম বরাবর স্ট্রীপ ধরে এক্সট্রা Reinforcement দেওয়া হয় এটাকে অনুকরন করেই কনসীল বীম ধারনা প্রতিষ্ঠা করা হয়েছে। ২০০মি.মি. বা ৭.৮৫ ইঞ্চি এর কম Thickness এর ছাদে এই জিনিস করা কোন মতেই ঠিক না। যথা সম্ভব তা পরিহার করে চলা উচিত।
কনসিল বীম করার কারণে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারেঃ
----------------------------------------------
▪️স্ট্রাকচার কলাম স্ট্রিপ এ দুর্বল হয়।
▪️ ভুমিকম্পে স্যান্ডউইচ হবার আশঙ্কা থাকে।
▪️ কনসীল বীমে Reinforcement টোটাল RCC এর ২% এর অধিক হয়ে পড়ে।
▪️ কনসিল বীম স্ট্রাকচার Lateral Load নিতে পারে না।
▪️ Normal Beam এর থেকে কনসীল বীম ১০% কম Axial Load নিতে পারে।
▪️ কনসীল বীমে Vertical Displacement নরমাল বীমের থেকে ১০% বেশী হয় বলে তা তুলনা মূলক ভাবে দুর্বল হয়।
▪️ RCC এর ২% এর বেশী হবার কারনে Concrete সব জায়গায় পৌছাতে পারে না। এতে হানিকম্ব তৈরী হয়।
বিঃদ্রঃ যত সম্ভব আমরা এই কনসিল বীম তথা হিডেন বীম পরিহার করি, নিরাপদ থাকি এবং বাড়ি তৈরিতে খরচের পরিমান কমিয়ে আনি।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন,
ধন্যবাদ
👉🏽👉সাটারিং এর হিসাবঃ
✅ দৈর্ঘ্য=৫০ ফিট, প্রস্থ = ৩০ ফিট ।
ছাদের সাটারিং এর কাঠ (প্লাই উড) প্রয়োজন (৫০*৩০)= ১৫০০ এসএফটি
প্লাই উড ৮’X১২’ এবং থিকনেস হবে ১২ মিমি.
এবং কাঠ লাগবে = এরিয় X ০.০২ ( থাম্ব নেল রুলস অনুযায়ী)
= ১৫০০ X ০.০২
= ৩০ টি
✅বীমের নিচের কাঠের জন্য (থিকনেস থাকে ১.৫”)
= এরিয়া X ০.২৪ (থাম্ব নেল রুলস)
= ১৫০০ X ০.২৪
= ৩৬০ আর এফ টি
✅মাঝে বসাতে কাঠ লাগবে (৩” X ৩” লম্বা কাঠ)
= এরিয়া X ০.০৪ (থাম্ব নেল রুলস)
= ১৫০০ X ০.০৪
= ৬০০ আর এফ টি
✅পেরেক (নেইল ) = ১৫০০ X ০.০২ = ৩০ কেজি
✅বীমের নিচের জন্য বাঁশ লাগবে = ৩৬০ X ০.৫
= ১৮০ টি
✅স্ল্যাবের নিচের জন্য বাঁশ লাগবে = ১৫০০ X ০.১৬
= ২৪০ টি
✅কাঠ বাঁশকে আটকাতে ক্ল্যাম্প লাগবে = ১৫০০ X ০.০৮
= ১২০ টি
✅সাটারিং এর তেল লাগবে = ১৫০০ X ০.০০৬ = ৯ লিটার
⏩Soil Test কি❓
সয়েল টেস্ট’ এর বাংলা অর্থ হলো মাটি পরীক্ষা, তবে ইঞ্জিনিয়ারিং ভাষায় স্থাপনা বা বিল্ডিং এর ভূনিন্মস্থ মাটির পরীক্ষা করাকে ‘সয়েল টেস্ট’ বা ‘সাব-সয়েল ইনভেস্টিগেশন’ বলে।
⏩Soil Test কেন করা হয়❓
ভূনিন্মস্থ মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা নিরুপণের জন্য সয়েল টেস্ট করা হয়। মনে রাখবেন যে কোন ধরনের স্থাপনা যেমন, আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, হাসপাতাল, শপিং কমপ্লেক্স, ব্রিজ-কালভার্ট, সড়ক-মহাসড়ক, রেললাইন, এয়ারপোর্ট, পাওয়ার প্লান্ট ইত্যাদি ডিজাইনের জন্য সয়েল টেস্ট অপরিহার্য।
তবে আমাদের দেশের মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা বর্গমিটারে ৯-১০ টন থাকে বলে প্রকৌশলীগন সাধারনত Light Structure (এক দুইতলা ভবন) এর জন্য সয়েল টেস্ট রেফার করেন না, এই হালকা ভবনগুলোর ফাউন্ডেশনে এর থেকে বেশি লোড আসে না। তবে অবশ্যই তিনের অধিক ভবনের জন্য সয়েল টেস্ট জরুরী।
⏩ মনে রাখবেন সয়েলটেস্ট ছাড়া ডিজাইন করা আর ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ঔষধ খাওয়া একই কথা। ইহা ছাড়া ভূনিন্মস্থ মাটির বৈশিষ্ট্য জানা কারও পক্ষে সম্ভব নয়, একমাত্র সয়েল টেস্ট রিপোর্ট দেখেই একজন প্রকৌশলীর পক্ষে বলা সম্ভব স্থাপনা সুরক্ষার জন্য কি ধরনের ফাউন্ডেশন প্রয়োজন ।
⏩Soil Test কিভাবে করা হয়❓
আমাদের দেশে সাধারনত ওয়াশ বোরিং পদ্ধতিতে সয়েল ইনভেস্টিগেশনের কাজ করা হয়। এই পদ্ধতিতে পানির সাহায্যে ২” ব্যাসের পাইপকে হ্যামারিং করে মাটির অভ্যন্তরে প্রবেশ করানো হয়। প্রতি ৫ ফুট বা ১.৫ মিটার পর পর মাটির নমুনা এবং ঘাতের সংখ্যা 👎 কাউন্ট করা হয়।
প্রতি ৫ ফুট পর পর পরবর্তী ১.৫ ফুট বা ১৮ ইঞ্চি পাইপ মাটির অভ্যন্তরে প্রবেশ করানো সময় N এর মান লিপিবদ্ধ করতে হয়, তবে এই ১৮ ইঞ্চির মধ্যে প্রথম ৬ ইঞ্চির জন্য ঘাত সংখ্যা বিবেচনায় নেওয়া হয়না।
অর্থাৎ পরবর্তী ১২ ইঞ্চি প্রবেশের জন্য যতগুলো আঘাতের প্রয়োজন হয় সেই সংখ্যাই হলো N এর মান। যদি ১২ ইঞ্চি ঢুকাতে ১৫ বার ঘাতের প্রয়োজন হয় তবে N এর মান হবে ১৫। এই N এর মান মাটির লেয়ার ভেদে ভিন্ন ভিন্ন হয়, যেমন প্রথম ১০-১৫ ফুটের মধ্যে N এর মান থাকে খুবই কম হয়।
⏩ N এর মান ১৫ এর উপরে পেলে বুঝতে হবে শক্ত মাটি লেয়ার⏪
⏩ Soil Test করার সময় সর্তকতা সমূহ কি কি❓
✅ হ্যামারের ওজন ৬৩.৫ কেজি কিনা নিশ্চিত করতে হবে এবং ইহা ৩০ ইঞ্চি উচ্চতা থেকে ড্রপিং হচ্ছে কিনা?
✅ প্রতি ৫ ফুট পর পর আলাদা আলাদ প্যাকেটে নমুনা মাটি সংরক্ষন করছে কিনা?
✅ N Value সঠিকভাবে কাউন্ট এবং লিপিবদ্ধ করা হচ্ছে কিনা?
⏩ মাটি ভাল থাকলেও কমপক্ষে ৬০ ফুট পর্যন্ত স্যাম্পল কালেকশন করা উত্তম ⏪
⏩কতটুকু জমির জন্য কতটি বোরহোল করতে হবে❓
✅ ৩ কাঠা পর্যন্ত জমির জন্য ৩ টি।
✅ ৩-৫ কাঠার জন্য ৫টি।
✅ ৫-১০ কাঠার জন্য ৮ টি বোরহোল প্রযোজ্য।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং (এনএই) সদস্য নির্বাচিত হয়েছেন আমেরিকা প্রবাসী বাংলাদেশি প্রফেসর ড. তাহের সাইফ। এনএই সদস্য নির্বাচিত হওয়াকে ইঞ্জিনিয়ারিংয়ে সর্বোচ্চ পেশাগত পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। জীববিজ্ঞান ও ম্যাটেরিয়াল সায়েন্সের এ্যপ্লিকেশন দিয়ে ক্ষুদ্র স্কেলে পদার্থের যান্ত্রিক বৈশিষ্ট্যগুলিকে চিহ্নিত করার জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন।
অধ্যাপক সাইফ চট্টগ্রামের সেন্ট প্লাসিডস স্কুল থেকে থেকে মাধ্যমিক পাস করেন। ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিকে ঢাকা বোর্ডে চতুর্থ স্থান অধিকার করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশলে ১৯৮৪ সালে বিএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ওয়াশিংটন স্টেট বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশলে ১৯৮৭ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন এবং কর্নেল ইউনিভার্সিটি থেকে ১৯৯৩ সালে তাত্ত্বিক ও ফলিত বলবিদ্যায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় এট আরবানা-শ্যাম্পেইন এর মেকানিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর।
🌺ফাউণ্ডেশন ইন্জিনিয়ারিং এর কিছু প্রশ্ন ও উত্তর 🌺
১।ভিত্তি (Foundation) বলতে কী বুঝায়?
উত্তর : প্রত্যেকটি কাঠামো প্রধানত দুটি অংশে বিভক্ত। একটি সুপার স্ট্রাকচার এবং অপরটি সাব-স্ট্রাকচার বা ফাউন্ডেশন। কোন কাঠামোর সর্বনিম্ন অংশ, যা মাটির ভিতরে থাকে অর্থাৎ কাঠামোর নিম্নতর অংশকে ফাউন্ডেশন বা ভিত্তি বলে।
২।ভিত্তি কত প্রকার ও কি কি?
ভিত্তি (Foundation) প্রধানত দুই প্রকার -
১। গভীর ভিত্তি ( Deep Foundation)
২। অগভীর ভিত্তি (Shallow Foundation)
৩।অগভীর ভিত্তি বলতে কী বুঝায়?
উত্তর : যে সকল ভিত্তির গভীরতা এর প্রস্থের সমান বা কম তাকে অগভীর ভিত্তি বলে। অর্থাৎ যে সকল ভিত্তি খনন করে নির্মাণ করা হয় তাকে মুক্ত বা অগভীর ভিত্তি বলে।
৪।অগভীর ভিত্তি কত প্রকার ও কি কি?
এটি চার পরকার-
১।স্প্রেড ফুটিং (Spread Footing)
২।কম্বাইন্ড ফুটিং (Combined Footing)
৩।স্ট্রাপ বা ক্যান্টিলিভার ফুটিং (Strap or Cantilever Footing )
৪।ম্যাট ফুটিং (Mat or Raft Footing
৫।গভীর ভিত্তি বলতে কী বুঝায়?
উত্তর : যে সকল ভিত্তির গভীরতা প্রস্থের তুলনায় অনেক বেশি হয় তাকে গভীর ভিত্তি বলে। সাধারণভাবে খাদ বা গর্ত করে গভীর ভিত্তি নির্মাণ করা হয় না।
৬।গভীর ভিত্তি কত প্রকার ও কি কি?
এটি তিন পরকার-
★পাইল ফাউন্ডেশন
★কফার ড্যাম
★কেইসন বা ওয়েল ফাউন্ডেশন
৭।কেইশন কী?
উত্তর : মাটি অথবা পানির নিচে প্রয়োজনীয় গভীরতায় ভিত্তি স্থাপনের জন্য যে কাঠামো নির্মাণ করা হয় তাকে কেইশন বলে। এটি কাঠ, স্টিল, কংক্রিট, RCC ইত্যাদি দ্বারা নির্মিত হয়।
৮।কফারড্যাম বলতে কী বুঝায়?
উত্তর : কফারড্যাম এক ধরনের অস্থায়ী বেষ্টনি, যা নদী, হ্রদ ইত্যাদি এলাকায় নির্মাণ কাজ চলাকালীন পানি প্রবেশে বাঁধাদান করে। সুতরাং নির্মাণ এলাকা শুষ্ক রাখার জন্য নির্মাণ এলাকায় পানি প্রবেশে বাঁধাদান করার জন্য যে অস্থায়ী বেষ্টনি নির্মাণ করা হয় তাকে কফারড্যাম বলে।
৯।পাইল ভিত্তি বলতে কী বুঝায়?
উত্তর : প্রয়োজনীয় ভারবহন ক্ষমতা সম্পন্ন স্তরের গভীরতা বেশি হলে অথবা ভূপৃষ্ঠ অত্যাধিক ঢাল বিশিষ্ট হলে সেথানে যে ভিত্তি নির্মাণ করা হয় তাকে পাইল ভিত্তি বলে।
১০।পাইল কত প্রকার ও কি কি?
পাইল দুই প্রকার।যথাঃ
১।প্রি-কাস্ট পাইল
২।কাষ্ট ইন সিটু পাইল
১১।প্রি-কাস্ট পাইল কাকে বলে।
কার্যস্থল থেকে দূরে সুবিধা মত স্থানে ঢালাই করে যে পাইল তৈরি করা হয় তাকে প্রি-কাস্ট পাইল বলে
Ramp Design For Basement Floor Car Parking
Pythogorous theory of right angle
Soil important properties and pavement Design
ল্যাপিং এর স্থানে ঘন করে স্টিরাপ দিতে হবে
American style and British style
Foundation
Lateral Tie
বিল্ডিং এর ড্রয়িং এবং ডিজাইন করাতে চান?
আমাদের রয়েছে অভিজ্ঞ ও যোগ্যতা সম্পন্ন প্রকৌশলী ও আর্কিটেক্ট এর সমন্বয়ে গঠিত টিম।
আমাদের সার্ভিস সমূহ:-
* সয়েল টেস্ট
* প্ল্যান(2D, 3D)
* আর্কিটেকচারাল ডিজাইন
* স্ট্রাকচারাল ডিজাইন
* ইলেকট্রিক্যাল ডিজাইন
* ফায়ার ফাইটিং ডিজাইন
* প্লাম্বিং ডিজাইন
* পাইলিং
* ভবনের নির্মান কাজের তদারকি।
* পৌরসভার, ডিসি অফিস, সিটি কর্পোরেশন এবং রাজউক থেকে ড্রয়িং পাশ।
আরো বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন
ইনবক্সে অথবা উপরে প্রদত্ত নাম্বারে। ধন্যবাদ।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Contact the business
Telephone
Address
9000
Opening Hours
Monday | 09:00 - 17:00 |
Tuesday | 09:00 - 17:00 |
Wednesday | 09:00 - 17:00 |
Thursday | 09:00 - 17:00 |
Saturday | 09:00 - 17:00 |
Sunday | 09:00 - 17:00 |
Biswas Plaza (1st Floor), 944, Upper Jashore Road
Khulna, 9000
Kawshik Associates is a full-service architecture and urban design resource. We offer any kind of
Khulna
Khulna, 9203
❤️০৭/০৯❤️ ১০০ ভাগ সততার সাথে গ্রাহকের সেবা দেয়াই আমাদের মূল লক্ষ্য।
50/A, Khan Tower, 6th Floor, Majid Sarani, Shibbari
Khulna, 9100
Archita is the name of interior design department of Vitti Nirman Limited.
Khulna, 9000
Are you looking for a creative and innovative way to design your home or office space?