Dr. Sabiha Ansari

homeopathy

19/04/2024

ব্রন থেকে মুক্তি পেতে পারেন হোমিওপ্যাথি চিকিৎসায়।

অনেকেই আছে যারা হোমিওপ্যাথি চিকিৎসায় আস্থা রাখতে পারেন না।
কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসায় এই রোগগুলোর স্থায়ী সমাধান পাবেন, মাত্র দেড়/দুই মাসের মধ্যে সেরে যাবে এমন মুখের ব্রন ও কালো দাগ।
সঠিক নিয়মে নিয়মিত ঔষধ সেবনে হোমিওপ্যাথি চিকিৎসায় সুফল পাবেন।

ডাঃ সাবিহা আনছারি
ডি,এইচ,এম,এস(ঢাকা)
চেম্বার ১- নিরালা, খুলনা
চেম্বার ২- জয়রামপুর,বসুন্দিয়া, যশোর

মোবাইল-01604207032

19/04/2024

homeopathy existed before scientists.
It lacks support because it’s cheaper,
there’s no money for research,
so proof is harder to find;
where it is proven to work it’s put down to the placebo effect – which doesn’t explain How homeopathy work for young children and animals?!
Drug companies can’t make massive profits from herbs unless they identify the active ingredient and turn it into a pill..

18/04/2024

HOMEPAGEHEALTH-TIPS
health-tips
High Blood Pressure Threats
What is high blood pressure? High blood pressure or Hypertension happens when the blood pressure in your body is more than the normal. The normal blood pressure is 80/120Hg. It gets slightly up and down due to various activities and diet. However, if the blood pressure crosses 90/130 Hg, then it is considered as High blood pressure.

Causes of High Blood Pressure There are various causes of high blood pressure. Some of them are described below:

Age: As the person gets old, chances of high blood pressure. People above 60 years are much likely to suffer from high blood pressure as the arteries get stiff and narrow.

Weight and Size: Obesity or person not having a proper proportion of height and weight body balance is having more chances of suffering from high blood pressure.
Alcohol: Consuming an excessive amount of alcohol increases the blood pressure in the body.
Smoking To***co: Smoking, after a period of time, makes the arteries narrow and stiff. This results in high blood pressure.

S*x: As per the research, men are more prone to hypertension in comparison to women.
The other factors including:

Consuming a high amount of salty diets.
Less potassium consumption
Alcohol and to***co as mentioned above.
Diseases and medications


Some High Blood Pressure threats:
Hypertension or high blood pressure can be harmful after a period of time. Many times the high blood pressure remains undetected and continue to cause damage in the body. Here are some high blood pressure threats:

Heart Attack: Arteries got damaged, blocked, which prevents the blood flow to the heart muscles and ultimately cause a heart attack.
Stroke: High blood pressure can also cause blood vessels to get burst and clog which results in a stroke.

Heart failure: Heart failure refers to the situation in which the heart gets enlarge and fail to supply to the body. High blood pressure can also cause heart failure.

Kidney problem: When there is damage in the arteries nearby kidney due to the high BP, the kidneys are unable to filter blood properly.

Loss of vision: It can also damage blood vessels in the eyes.

Angina: After a period of time, high blood pressure can also lead to microvascular diseases or Angina.

Peripheral Artery Disease: When the arteries get narrow in legs, arms, stomach, it can cause Peripheral Artery Disease, which can cause pain and fatigue.

18/04/2024

amar sotobelar teacher jkhn amar patient hoye amake onek doa den😊

18/04/2024

বিঞ্জ ইটিং ডিসঅর্ডার (খাদ্যাভ্যাস সমস্যা) - Binge Eating Disorder

বিঞ্জ ইটিং ডিসঅর্ডার বা খাদ্যাভাস সমস্যা কি?

বিঞ্জ ইটিং ডিসঅর্ডার (বিইডি) হল খুবই জটিল অবস্থায় পৌঁছাতে পারে অথচ একদমই গুরুত্ব দেওয়া হয় না এমন ধীরে ধীরে বাড়তে থাকা অনিয়ন্ত্রিত খাদ্যাভাস, যার ফলস্বরূপ অপরাধবোধের মতো মানসিক প্রতিক্রিয়াও দেখা যায়।

এটা প্রাপ্তবয়স্ক যুবক-যুবতীদের মধ্যে সাধারণভাবে দেখা যায় এমন একটি রোগ।

এই রোগে আক্রান্ত ব্যক্তি অল্প সময়ের ব্যবধানে সাধারণের চেয়ে বেশি পরিমাণ খাবার খেয়ে থাকে। যার ফলস্বরূপ, বেশি খাওয়ার জন্য, তারা মানসিক চাপ অনুভব করে, নিজেদের উপর অপরাধ, রাগ অনুভব করে।

অন্যান্য উপসর্গগুলি হল:

যতক্ষণ না অস্বস্তি অনুভব করছে, ততক্ষণ খেয়ে যাওয়া
খুব তাড়াতাড়ি খাওয়া
অন্যদের সাথে বসে খাবার খেতে লজ্জাবোধ, এবং নিজের খাবার পরিমাণ সম্বন্ধে অন্যদের জানতে দিতে লজ্জাবোধ।
মানসিক চাপ-এর সময়, উদ্বেগ-এর সময়, রাগের সময় খাওয়া, আবার পরে অপরাধ বোধ করা
এই প্রবণতা ছেলেদের থেকে মেয়েদের মধ্যে বেশি দেখা যায় এবং কুড়ি থেকে তিরিশ বছর বয়েসের মানুষজন বেশি আক্রান্ত হন।

বিঞ্জ ইটিং আচরণগত ও মানসিক কারণে ঘটে থাকে, এর ঝুঁকির বিষয়গুলিকে চিহ্নিত করা হয়েছে:

স্থুলতার সাথে বিঞ্জ ইটিং বিশেষভাবে যুক্ত, যেহেতু 30% ক্ষেত্রে বিইডি আক্রান্তরা স্থুলকায় হন। এই বিষয়টি চক্রাকারে ঘটতে থাকে যেহেতু অতিরিক্ত ওজন এই রোগটির কারণ আবার ফলও।
জিনগত কারণ: গবেষকরা বলছেন, যাদের মস্তিষ্কে ডোপামিনের স্তর বেশি থাকে তাদের বিঞ্জ ইটিংয়ের সমস্যা থাকবে, কারণ তারা ডোপামিনের প্রভাবে অধিক সংবেদনশীল হয়।
মানসিক কারণগুলো যেমন মানসিক চাপ, বিষন্নতা, একাকীত্ব এবং আত্মসম্মানবোধের বিষয়গুলিও বিশেষভাবে দায়ী হয়, যাতে কেউ নিজেকে ভালো রাখার জন্য খাওয়ার দিকে বেশি করে ঝুঁকে পড়ে।

এই রোগ নির্ণয় ও চিকিৎসা কিভাবে হয়?

বিইডি-র ক্ষেত্রে রোগ নির্ণয় একমাত্র তখনই সম্ভব যখন রোগী নিজে স্বীকার করে যে তাঁর সমস্যা রয়েছে।

বিঞ্জ ইটিং ডিসঅর্ডারের চিকিৎসা কাউন্সেলিং, ওজন কমানোর ব্যায়াম এবং হোমিওপ্যাথি ওষুধ।
যদি বিঞ্জ ইটিং কোনো বিশেষ অবস্থার কারণে হয়ে থাকে, তাহলে কাউন্সিলিং দ্বারা সেই অবস্থাটির সম্মুখীন হওয়ার চেষ্টা করতে হবে।
ওজন কমানোর দ্বারা, একজন ব্যক্তির আত্মসম্মান বোধ বা কেমন দেখাচ্ছে তাকে, এই বিষয়গুলির নিষ্পত্তি সম্ভব।
এই চিকিৎসার সাথে সাথে একজন রোগীকে বিষন্নতারোধী চিকিৎসাও দেওয়া হয়, যাতে তার মানসিক স্বাস্থ্য উন্নত হয়।
Dr. Sabiha Ansari
DHMS (Dhaka)
whatsapp 01604207032

15/02/2024
08/02/2024

হোমিওপ্যাথিক চিকিৎসায় আরোগ্য কোন প্লাসিবো ইফেক্ট নয়, বরং কম খরচে বিনা অপারেশনে অনেক ধরনের টিউমার, সিস্ট, পলিপ আরোগ্য হয়।
হোমিওপ্যাথিক চিকিৎসারর মাধ্যমে বহু নারীদের জরায়ু সিস্ট ভ্যানিস হয়ে গেছে।
এরপরও একদল লোক বলবে হোমিওপ্যাথি ভোগাস, কাজ করেনা, সব প্লাসিবো ইফেক্ট।
সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া হোমিওপ্যাথির মাধ্যমে তুলনামূলক অনেক অল্প খরচে মানুষের রোগের চিকিৎসা করতে পারছি এবং মানুষ উপকৃত হচ্ছে। হোমিওপ্যাথি একটি স্বার্বজনীন চিকিৎসা পদ্ধতি, এর মাধ্যমে জটিল ও কঠিন রোগের চিকিৎসা সম্ভব তার প্রমান আমরা প্রতিনিয়ত দিচ্ছি।
তাই সকলের কাছে অনুরোধ আপনারা হোমিওপ্যাথি চিকিৎসাকে অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য না করে আপনাদের যেকোন সমস্যার জন্য ভালো হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে যোগাযোগ করুন।

08/02/2024

যোগাযোগ করুনঃ ০১৭৯৯০৪৩২৪৮

15/01/2024

হোমিওপ্যাথি রোগিকে স্বল্প খরচে এবং অহিংসার মাধ্যমে চিকিৎসা করার সর্বাধুনিক ও বিশুদ্ধ পদ্ধতি। ঠিক যেমন আমার অহিংস নীতি কখনই পরাজিত হবে না, তেমনি হোমিওপ্যাথি কখনও অকৃতকার্য হতে পারেনা-তবে নীতির ভুল প্রয়োগের ফলে অনুগামীগণ অকৃতকার্য হতে পারে।
-মহাত্মা গান্ধী।

06/01/2024

I'm Dr. Sabiha Ansari

Embracing a new chapter and getting my eating habits under control!

I’m too old to worry about what number shows on the scale. What I am not too old for is getting myself back on track of eating well and feeling great!
I've decided it's time to focus on what truly matters - nourishing my body and soul! 🍏✨

Are you feeling the same way? - wanting to regain control of your health but drowning in a sea of confusing diets and endless counts of carbs and whatever - you're not alone! 🤷‍♀️ Say goodbye to the overwhelm and join me on a journey to make lasting, healthy habits a part of our everyday lives 🥰

✨ Benefits Await You: ✨

🔥 Increased Energy
⚖️ Weight Loss/Management
😴 Better Sleep
🌟 Clearer Skin
🍏 Healthy Digestion
😊 Better Mood

🤝 Support Galore! 🤝

👥 Private FB Messenger Group
🍽 Nutrition Education, Meal Ideas, Healthy Living Tips
🙏weightloss motivation

🌈 An Uplifting & Supportive Community to Keep You on Track

Let's empower ourselves and inspire each other to make those positive choices! 🚀

Drop a 🙏 below if you're ready to take the leap or send me a message for more details.

Let's make health a lifestyle! 💚

03/10/2023

হোমিওপ্যাথি নিয়ে নানা ভ্রান্ত ধারণা রয়েছে মানুষের মনে।
হোমিওপ্যাথি দেরিতে কাজ করে, জটিল কোনও অসুখের ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা কাজ করে না বলে নানা ধারণা পোষণ করেন বহু মানুষ।
কিন্তু এই সমস্ত ধারণা একেবারেই সঠিক নয় বলে মত বিশেষজ্ঞদের। তাঁরা বেশ কিছু ভ্রান্ত ধারণা এবং সঠিকটা সম্পর্কে বিশ্লেষণ করলেন-

♣️♣️নানা সময়ই বহু মানুষ বেশ কিছুটা অবজ্ঞার চোখে দেখেন হোমিওপ্যাথি চিকিৎসাকে।
১. তাঁদের মতে, হোমিওপ্যাথি চিকিৎসার কাজ দেরিতে শুরু হয় বলে জটিল রোগের ক্ষেত্রে এই চিকিৎসা করাতে চান না বহু মানুষ।
কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধারণা একেবারেই সঠিক নয়। হোমিওপ্যাথি চিকিৎসার ধরন কিছুটা আলাদা। বিভিন্ন জটিল অসুখের ক্ষেত্রেও এই চিকিৎসা শুরু হয় খুব কম সময়ের মধ্যেই।
২.জটিল রোগের ক্ষেত্রে কাজ করে না হোমিওপ্যাথি ওষুধ। এই ধারণা একেবারেই সঠিক নয়।
জ্বর, ঠান্ডা লাগা, টনসিলের সমস্যা, নিউমোনিয়া প্রভৃতি সমস্যায় দারুণ কার্যকরী হোমিওপ্যাথি। একেবারে ভিতরে গিয়ে সারিয়ে তুলতে সাহায্য করে হোমিওপ্যাথি।
৩.হোমিওপ্যাথি ওষুধে ধাতু এবং স্টেরয়েড থাকে। বিশেষজ্ঞরা এই ধারণাকে ভ্রান্ত জানিয়ে বলছেন, হোমিওপ্যাথি ওষুধে একেবারেই ধাতব কোনও বস্তু কিংবা স্টেরয়েড থাকে না। তাঁদের মতে, হোমিওপ্যাথি ওষুধ তৈরি হয় নানাপ্রকার ভেষজ জিনিস দিয়ে।
৪.চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কোনও সময় গুজবে কান দেওয়া উচিত নয়। অথবা কোনও প্রকার ভ্রান্ত ধারণায় কান দেওয়াও সঠিক নয়।
৫. পরিবর্তে যেকোনও পরামর্শের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।

25/09/2023

💁‍♀️

22/09/2023

হোমিওপ্যাথিক ওষুধ পেটের চিকিৎসার জন্য খুব কার্যকর। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান থেকে বেছে নেয়া হোমিওপ্যাথিক ওষুধগুলো পেটফোলার ক্ষেত্রেও খুবই উপকারি। হোমিওপ্যাথি ফোলাভাব, কোষ্ঠকাঠিন্য সম্পূর্ণভাবে সারিয়ে দেয়। পেটের গ্যাস কমিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসার ফলে রোগী স্বস্তি পায়। পেটে ব্যথা, জ্বলন এবং অন্যান্য সম্পর্কিত লক্ষণগুলি হোমিওপ্যাথিক ওষুধের ব্যবহারের সাথে সাথে ভাল হয়ে যায়।

কেন আমি হোমিওপ্যাথির ডাক্তার! – DW – 26.06.2018 21/09/2023

তার কথাগুলো আমার সাথে মেলে, ছোটবেলায় যখন আমাকে ২ মাস বাচার মেয়াদ নির্ধারণ করে দিয়েছিলো তখন একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসা দ্বারা আল্লাহ আমাকে বাচিয়ে দিয়েছেন।
এখন আমার উদ্দেশ্য মানুষকে হোমিওপ্যাথি দ্বারা সুচিকিৎসা প্রদান করা।
তবে আজও কিছু লোক আছে যারা হোমিওপ্যাথি কে অনেক ছোট করে।

কেন আমি হোমিওপ্যাথির ডাক্তার! – DW – 26.06.2018 একে তো নেই নিশ্চিত উপার্জনের প্রতিশ্রুতি৷ তার ওপর বন্ধুদের টিটকারি৷ কথায় আছে, ‘যার নাই কোনো গতি, সে খায় হোমিওপ্যা....

20/09/2023

অসংখ্য রোগী হোমিওপ্যাথি দিয়েই এলার্জি সমাধান পায়,
🙏কিছু ভুল ধারনা
👉 হোমিওপ্যাথি নিলে এলার্জি প্রথমে বাড়বে (এমনটা কখনোই না, যদি সঠিক মেডিসিন দেওয়া হয়)
👉হোমিওপ্যাথি অনেক ধীরে কাজ করবে (এইটাও সবক্ষেত্রে সঠিক না)
👉স্কিন এলার্জির দাগ প্রসাধনী ব্যবহার ছাড়া দূর হবে না ( হোমিওপ্যাথি সেবনে যেকোনো প্রসাধনী ব্যবহার ছাড়াই দাগ পুরোপুরি দূর করা সম্ভব)

Photos from Dr. Sabiha Ansari's post 16/08/2023

REDUCE THE RISK OF OVERWEIGHT OR OBESITY, WITH HEALTHY DIET, ADEQUATE EXERCISE AND RIGHT HOMEOPATHY TREATMENT.
send us a dm now to book your appointment..

04/07/2023

ত্বকের দাগের কথা বলতে যে দাগ গুলো আমাদের চোখে সামনে ভেসে আসে তা হল মুখের মেছতা,চোখের নিচে কালো দাগ, ব্রণের দাগ। ত্বকের দাগ দুর করতে অনেকে অনেক ধরনের চিকিৎসা ব্যবস্থার আশ্রয় নিয়ে থাকে,এর মধ্যে কিছু কিছু সঠিক পদ্ধতি হলেও বেশি ভাগ ক্ষেত্রে দেখা যায় ক্ষতিকর পদ্ধতি।এমনকি কিছু পদ্ধতিতে অনেক ক্ষেত্রে ত্বকের স্থায়ী ক্ষতি করে দেয়।
কিন্তু হোমিওপ্যাথিতে সঠিক ভাবে চিকিৎসা করা সম্ভব হলে খুব দ্রুত ত্বকের দাগ সমুহ স্থায়ীভাবে দুর করা সম্ভব।
যোগাযোগ করুন :
01799043248
ডাঃ সাবিহা নাজনীন আনসারি(হোমিওপ্যাথ)
ইথা হোমিও হল।
নিরালা খুলনা।

Want your practice to be the top-listed Clinic in Khulna?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Khulna

Other Khulna clinics (show all)
Electronics and Communication Engineering Discipline, Khulna University Electronics and Communication Engineering Discipline, Khulna University
Electronics And Communication Engineering Discipline, Academic Building 1, Khulna University
Khulna, 920800

Official page of Electronics and Communication Engineering Discipline, Khulna University.

Hamdard Paikgacha, Khulna Hamdard Paikgacha, Khulna
Holding# 19, Main Road, Paikgacha
Khulna

• হামদর্দের যেকোন প্রোডাক্ট হোম ডেলি?

Natural And Homoeopathy Healing Center Natural And Homoeopathy Healing Center
Khulna, 9201

homeopathy doctor

Manik Alternative Health Care Manik Alternative Health Care
Daulatpur
Khulna, 9202

ডাঃ এম মুহাদ্দিস হোসাইন

Dr S M Ahasan Habib Dr S M Ahasan Habib
Khulna, 9230

Homoeopathy

রুকইয়াহ সেন্টার খুলনা - Ruqyah Center Khulna রুকইয়াহ সেন্টার খুলনা - Ruqyah Center Khulna
Khulna

রুকইয়াহ সার্ভিস খুলনা হিজামা সার্ভি?

কেন্ট হোমিও চেম্বার কেন্ট হোমিও চেম্বার
House/720, South Shiromoni
Khulna, 9204

পুরাতন ও জটিল রোগের চিকিৎসক

md asadul md asadul
Khulna
Khulna, 9242

নামাজ জান্নাত এর চাবি

Dr-Md Rejaul Karim Dr-Md Rejaul Karim
Khulna

Hello Everyone

বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংক বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংক
Bazardanga
Khulna, 9210

একটি সামাজিক,অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন

HUG Physiotherapy HUG Physiotherapy
Deara. Digholiya. Khulna. Banglabesh
Khulna, 9220

হাগ ফিজিওথেরাপি হোম সার্ভিস, ঘরে বসে আপনার কাঙ্ক্ষিত ফিজিওথেরাপি সেবা পেতে এখনি কলকরুন:01960789399