Engr. Md. Nazmus Sakib Bhuiyan

এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই, উ

10/06/2022

ইতিহাসের পাতায় হিন্দু ও মুসলমানের দায় ও কৃতিত্ব।
প্রেক্ষাপটঃ ১৯৪৭ সালের দেশভাগ নিয়ে দক্ষিন চাতরা হাই স্কুলের (পশ্চিমবঙ্গ) প্রাক্তন শিক্ষক শ্রী নকুল চন্দ্র মল্লিকের তথ্যবহুল বক্তব্য।

07/06/2022

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকান্ডের দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের আশু আরোগ্য কামনা করছি।

25/02/2022

Sylhet Polytechnic Institute (সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট)

22/02/2022

বিশ্বাস ও আশা – কাজী নজরুল ইসলাম।

বিশ্বাস আর আশা যার নাই, যেয়ো না তাহার কাছে,
নড়াচড়া করে, তবুও সে মড়া, জ্যান্ত সে মরিয়াছে।
শয়তান তারে শেষ করিয়াছে, ইমান লয়েছে কেড়ে,
পরান গিয়াছে মৃত্যুপুরীতে ভয়ে তার দেহ ছেড়ে!

থাকুক অভাব দারিদ্র্য ঋণ রোগ শোক লাঞ্ছনা,
যুদ্ধ না করে তাহাদের সাথে নিরাশায় মরিয়ো না।
ভিতরে শত্রু ভয়ের ভ্রান্তি, মিথ্যা ও অহেতুক
নিরাশায় হয় পরাজয় যার, তাহার নিত্য দুখ।

‘হয়তো কী হবে’ এই ভেবে যারা ঘরে বসে কাঁপে ভয়ে,
জীবনের রণে নিত্য তারাই আছে পরাজিত হয়ে।
তারাই বন্দি হয়ে আছে গ্লানি-অধীনতা কারাগারে;
তারাই নিত্য জ্বালায় পিত্ত অসহায় অবিচারে!

এরা অকারণ ভয়ে ভীত, এরা দুর্বল নির্বোধ,
ইহাদের দেখে দুঃখের চেয়ে জাগে মনে বেশি ক্রোধ।
এরা নির্বোধ, না করে কিছুই জিভ মেলে পড়ে আছে
গোরস্তানেও ফুল ফোটে, ফুল ফোটে না এ মরা গাছে।

এদের যুক্তি অদৃষ্টবাদ, বসে বসে ভাবে একা,
‘এ মোর নিয়তি, বদলানো নাহি যায় কপালের লেখা!’
পৌরুষ এরা মানে না, নিজেরে দেয় শুধু ধিক্কার,
দুর্ভাগ্যের সাথে নাহি লড়ে মেনেছে ইহারা হার।

এরা জড়, এরা ব্যাধিগ্রস্ত, মিশো না এদের সাথে,
মৃত্যুর উচ্ছিষ্ট আবর্জনা এরা দুনিয়াতে।
এদের ভিতরে ব্যাধি, ইহাদের দশদিক তমোময়,
চোখ বুজে থাকে, আলো দেখিয়াও বলে, ‘ইহা আলো নয়’।

প্রবল অটল বিশ্বাস যার নিশ্বাস প্রশ্বাসে,
যৌবন আর জীবনের ঢেউ কল-তরঙ্গে আসে,
মরা মৃত্তিকা করে প্রাণায়িত শস্যে কুসুমে ফলে,
কোনো বাধা তার রুধে নাকো পথ, কেবল সুমুখে চলে,
চির-নির্ভয়; পরাজয় তার জয়ের স্বর্গ-সিঁড়ি,
আশার আলোক দেখে তত, যত আসে দুর্দিন ঘিরি।
সেই পাইয়াছে পরম আশার আলো, যেয়ো তারই কাছে,
তাহারই নিকটে মৃত্যুঞ্জয়ী অভয়-কবচ আছে।

যারা বৃহতের কল্পনা করে, মহৎ স্বপ্ন দেখে,
তারাই মহৎ কল্যাণ এই ধরায় এনেছে ডেকে।
অসম্ভবের অভিযান-পথ তারাই দেখায় নরে,
সর্বসৃষ্টি ফেরেশ্‌তারেও তারা বশীভূত করে।

আত্মা থাকিতে দেহে যারা সহে আত্ম-নির্যাতন,
নির্যাতকেরে বধিতে যাহারা করে না পরান-পণ,
তাহারা বদ্ধ জীব পশু সম, তাহারা মানুষ নয়,
তাদেরই নিরাশা মানুষের আসা ভরসা করিছে লয়।

হাত-পা পাইয়া কর্ম করে না কূর্মধর্মী হয়ে,
রহে কাদা-জলে মুখ লুকাইয়া আঁধার বিবরে ভয়ে,
তাহারা মানব-ধর্ম ত্যজিয়া জড়ের ধর্ম লয়,
তাহারা গোরস্তান, শ্মশানের, আমাদের কেহ নয়!

আমি বলি, শোনো মানুষ! পূর্ণ হওয়ার সাধনা করো,
দেখিবে তাহারই প্রতাপে বিশ্ব কাঁপিতেছে থরথর।
ইহা আল্লার বাণী যে, মানুষ যাহা চায় তাহা পায়,
এই মানুষের হাত পা চক্ষু আল্লার হয়ে যায়!

চাওয়া যদি হয় বৃহৎ, বৃহৎ সাধনাও তার হয়,
তাহারই দুয়ারে প্রতীক্ষা করে নিত্য সর্বজয়।
অধৈর্য নাহি আসে কোনো মহাবিপদে সে সেনানীর,
অটল শান্ত সমাহিত সেই অগ্রনায়ক বীর।

নিরানন্দের মাঝে আল্লার আনন্দ সেই আনে,
চাঁদের মতন তার প্রেম জনগণ-সমুদ্রে টানে।
অসম সাহস আসে বুকে তার অভয় সঙ্গ করে,
নিত্য জয়ের পথে চলো সেই পথিকের হাত ধরে!

পূর্ণ পরম বিশ্বাসী হও, যাহা চাও পাবে তাই,
তাহারে ছুঁয়ো না, সেই মরিয়াছে, বিশ্বাস যার নাই!

20/02/2022

উপমহাদেশে বিখ্যাত সংগীতশিল্পী প্রয়াত বাপ্পী লাহিড়ীর আদিবাড়ী সিরাজগন্জ জেলার উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর। বাপ্পী লাহিড়ীর পূর্বপুরুষরা ছিলেন বিখ্যাত লাহিড়ী পরিবার তৎকালীন জমিদার, বৃটিশ বিরোধী আন্দোলনে এই পরিবারটি সক্রিয় ভূমিকা পালন করেন।

ঈশ্বরদী-সিরাজগঞ্জ রেলপথ স্থাপনের সময় বাপ্পী লাহিড়ীর পিতা পরেশ লাহিড়ীর পিতামহ অমূল্য লাহিড়ীর কাছ থেকে চাটমোহর থেকে উল্লাপাড়া পর্যন্ত রেলপথের বহু জায়গা কিনে নেয় ব্রিটিশ রেলকোম্পানি। তারা ছিলেন পাবনা তথা সিরাজগঞ্জের প্রতাপশালী সনাতন ব্রাহ্মণ জমিদার। স্টেশনের নাম করতে চেয়েছিল মোহনপুর। কারন গ্রামের নামও মোহনপুর। কিন্তু স্টেশনর জায়গার জমি যেহেতু জমিদার নিজেই দান করেছিলেন, তাই স্টেশনের নাম হয় লাহিড়ী পরিবারের নামে, "লাহিড়ী মোহনপুর"।

কিংবদন্তি এই শিল্পীর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।

19/02/2022

আপনি সুবিধাবাদী! অধিকার প্রতিষ্ঠার জন্য রাস্তায় নামবেন না? রাস্তায় নামানোর ব্যবস্থা করা হচ্ছে। এবার ভিক্ষা করার জন্য রাস্তায় নামতে হবে।

14/02/2022

সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা।

14/02/2022

শীতের শেষে বসন্তের আগমন
ভালোবাসার গানে ফাগুনের নিমন্ত্রণ।
উৎসবের আমেজ ছড়িয়ে যাক সবার মাঝে।

Photos from Engr. Md. Nazmus Sakib Bhuiyan's post 09/02/2022
09/02/2022
09/02/2022
09/02/2022

“আল্লাহ আকবার” যে ধ্বনি যে শুধু দুটি শব্দের উচ্চারণ বা আওয়াজের নাম নয়, হয়তো তা ওদের ধারনা নেই বা ওরা বোঝে না বা বোঝেও না বোঝার ভান করে। ওরা বুঝুক আর না বুঝুক “আল্লাহ আকবার” ধ্বনি শুধু দুটি আওয়াজ-এর নাম নয়। একি একটি সত্ত্বা, একটি শ্রষ্টা, একটি অস্তিত্ত্ব, একটি বিশ্বাস, একটি চেতনা, একটি প্রেরণা, একটি বিপ্লব যা কোন মাখলুখের অন্তরে একবার প্রবেশ করলে তা কখনো দমানো যায় না। এই চেতনাকে যে কখনো দমানো যায় না, তা যুগে যুগে অসংখ্য উদাহারণ আমাদের মাঝে স্মরনীয় হয়ে আছে। ওরা যত বাধা দিক না কেন, যত কু-পরিকল্পনা করুক না কেন, যত অনিয়ম -অবিচার করুক না কেন তা একদিন, একসময় চুরমার হবেই হবে, ইনশাআল্লাহ। ওদের শত জনের সম্মুখে একজনের “আল্লাহ আকবার”-এ সারা বিশ্ব প্রকম্পিত, ওরা শংকিত হয়! এখানেই বুঝার বিষয়, যারা বোঝার তারা এখানেই বুঝতে পারবেন। মহিয়সি বোনটি নিজেদের সংখ্যা হিসাব করে নাই, মৃত্যু বা অপমানের তয়াক্কা করে নাই। শুধু হিসাব করেছে যে ওরা ইসলাম, মুসলিম বা মুসলিম কালচারকে তিরস্কার করেছে, তার প্রতিবাদ দ্বিধাহীন চিত্তে করতে হবে। সফল হোক বোনটিসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর চেতনা, জয় হোক ইসলামের, কায়েম হোক ইসলাম সারা বিশ্বে। “আল্লাহ আকবার” “আল্লাহ আকবার” “আল্লাহ আকবার” “আল্লাহ আকবার”।

Want your public figure to be the top-listed Public Figure in Kishoreganj?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

ইতিহাসের পাতায় হিন্দু ও মুসলমানের দায় ও কৃতিত্ব।
Sylhet Polytechnic Institute.
বিশ্বাস ও আশা – কাজী নজরুল ইসলাম।
সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা।
Kishoregonj
Kishoregonj

Category

Telephone

Website

Address

Hossainpur
Kishoreganj

Other Entrepreneurs in Kishoreganj (show all)
Mr. Rabbi.002 Mr. Rabbi.002
Kishoreganj, 2310

Everything seems impossible before it is done

পনির পল্লী অষ্টগ্ৰাম পনির পল্লী অষ্টগ্ৰাম
Katiadi, Kishoreganj
Kishoreganj, 23626

অষ্টগ্রামের ফ্রেশ,টাটকা গরু/মহিষের দুধে তৈরি পনিরের জন্য আমরা আছি আপনার পাশে!!

NB .Buaya NB .Buaya
Kishoranj
Kishoreganj, 4611

MD Mojammel Haque MD Mojammel Haque
Kishoreganj

BSC IN ZOOLOGY

Dujon Dujonar Golpo Dujon Dujonar Golpo
Bonogram
Kishoreganj, 2331

এই পেইজে প্রতিনিয়ত ভালোবাসার গল্প ভ?

Somya zahen business organisation Somya zahen business organisation
Dhaka
Kishoreganj, BURUDIA

insallah akdin gora darabo sobai support koiran amake.......

All In One All In One
Katiadi
Kishoreganj, 2338

কোনো কালে একা হয় নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্মী নারী। (বাগনান)

Priya's Lifestyle Priya's Lifestyle
Kishoreganj, 2300

Follow my page and keep in touch.

Akram Hossain Akram Hossain
Makraund
Kishoreganj, 2300

SEO Professional | Google Ads Specialist | WordPress Designer

Md Monjil Md Monjil
Kishoreganj

AGC Bangladesh AGC Bangladesh
Kishorganj
Kishoreganj

আমাদের কাছে রয়েছে মেয়েদের সকল কালেকশন।