Mr. Istu シ
✍️ অশ্রুঝরা লেখক✍️
😏অভিমানের ডিব্বা😍
দুনিয়ায় সব থেকে বড় কষ্ট হলো এক মুঠো ভাতের কষ্ট।
বার্সেলোনায় নিজ বাড়ির পাশে সাইকেল চালিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি 👀
এই ছবিটা দেখে কলিজা মোচড় দিয়ে উঠেছে।
My 🐐’s last 14 games for Argentina 🇦🇷
🎯🎯
⚽⚽⚽⚽⚽
⚽⚽
⚽⚽
⚽🎯
⚽
⚽🎯
➖
⚽
⚽🎯
⚽🎯
⚽⚽
⚽
⚽⚽⚽🎯
পরবর্তী প্রজন্ম জানতে চাইবে আসলে মেসির পজিশন কোনটা?
যখন জানতে পারবে, সে ৬ টা গোল্ডেন বুটের মালিক!
তখন তারা বলবে, তাহলে তার ৩৫৩+* এসিস্ট কিভাবে? তখন নিজেকে নিজেই বলবে, সে তো প্লে মেকার!
আবার তখন তারা বলবে, IFFHS এর সর্বোচ্চ প্লে মেকার এ্যাওয়ার্ড জয়ী সর্বকালের সেরা প্লে মেকারের কিভাবে 800 * গোল?
তখন তারা বলবে, সে তো ফুটবল বিশ্বের মাফিয়া! একমাত্র কমপ্লিট ফুটবলার এবং সেই সর্বকালের সেরা! আধুনিক ফুটবলে আসলে তার সমকক্ষ কেউ নেই। সে এক রহস্যময় চরিত্র!
ছবি যখন কথা বলে 🥺💙
Argentina are enjoying international duty 😎🇦🇷
(via Leo Messi )
বিদেশে থাকিস বলে এত দাম 🙄🙄
ফুটবল মানেই মেসি!! আর্জেন্টিনা ভক্তরা পেজে একটা ফলো করে আমাদের সাথেই থাকুন।
the goat Leo Messi
প্রথমেই বলে রাখি নিচের ছবিতে স্পষ্ট বুঝা যাচ্ছে মেসি টাকা উড়তেছে! গোপন সূত্রে জানা গেছে টাকা দিয়েই সব পুরস্কার কিছেন মেসি!!!
রোনালদোর পুরস্কার কই????
বিশ্বকাপে একটি মাত্র গোল পেনাল্টি থেকে, প্রথম ভাড়াটে বাবা রোনালদো কই???
৬৯ নম্বর লীগে ২০০ মিলিয়ন বেতন রোনালদো কই?
২০২৩ সালে দুইটা হ্যাটট্রিক রোনালদো কই??
জাতি পিতা ভাড়াটে বাবা (২) এমবাপ্পে অাছে!!😍বেনজেমা আছে!!
নেইমার কই???
ভেরান্ড জুনিয়র কই?
কাসেম চাচাও অাছে!!😘
বিচারপুত কই? বিচারপতের পুসকাস এওয়ার্ড কই?
মার্কু মামু কই?
করতোয়া অাছে!!🤗
অালিসন কই?? হেডারসন কই??
সম্বা ড্যান্সের পুরস্কার কই??
ইতি হাসের সেরা কোচ হাত পা ধরেও সাংবাদিক যাকে বাংলদেশের ব্রাজিল ফ্যানদের একটা ধন্যবাদ বলাতে পারনি সেই কোচ তিতে কই????😭
পৃথিবীর সবচেয়ে বড় ফ্যানবেজ ব্রাজিলের! এই পুরস্কারও টাকা দিয়ে কিনে নিছে অার্জেন্টিনা!!
অারো অসংখ্য ব্রাজিলিয়ানদের ফিফা দ্যা বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডে রাখা হয়নি!!
বি:দ্র: ওরা অাসলে কই???
ম্যানচেস্টার ইউনাইটেডের পাওয়া গেলো আরেক শাহীনকে😉
🖤🥀
siiuuuuuuuuu🤣
সন্তানের কাঁধে চড়ে বাবার হজ্জ পালন,,❤️❤️
এমন বাবারা সত্যিই খুব ভাগ্যবান 💙💙
প্রতিটি ঘরে যেন এমন সন্তানের জন্ম হয়
প্রতিটি সফলতায় মা যেনো পাশে থাকে ! ❤️🇲🇦
💔
কথায় কথায় এই (🙂) ইমোজি দেওয়া মানুষদের কখনো বিয়ে হবে না!🙂
❤️🥀🖤
বিশ্বাস করেন একদিন আমাদের দেখা হবে।
তবে টানটান উত্তেজনা থাকবে না।
একদিন আমাদের দেখা হবে।
তবে আমাকে দেখে হাসির বদলে চোখ লুকানোর চেষ্টা তোমার থাকবে।
একদিন আমাদের দেখা হবে।
তবে তুমি আমার পছন্দের পোশাক পরা থাকবে না।
একদিন আমাদের দেখা হবে।
তবে আগামি দেখা হবার দিনক্ষণ আমরা করব না।
একদিন দেখা হবে।
তবে সেদিন তুমি আমার হাতটা আর ধরবে না।
একদিন দেখা হবে।
তবে হৃদস্পন্দন বেড়ে যাওয়ার বদলে থেমে যাবে।
একদিন দেখা হবে।
তবে ভালোবাসা থাকবে না।
একদিন দেখা হবে। পথে ঘাটে কোন এক অলিতে গলিতে। অথবা আমি রিকশায় তুমি যাচ্ছো হেঁটে। অথবা বৃষ্টিতে বাঁচতে দুজনই এক ছাউনির আশ্রয় নিতে গিয়ে।
হয়ত সেদিন মুখ লুকিয়ে অন্য পথে হাঁটা দেবো।
চোখের পানি খুব লুকিয়ে আঙ্গুল দিয়ে মুছে নিবো।
একদিন দেখা হবে …………
তবে সেদিন আমি তোমার আর তুমি আমার থাকবে না।
মূলত একদিন দেখা হবে কিন্তু সব আগের মত থাকবে না।🙂
॥এক দিন দেখা হবে॥
One Day insha'Allah 🖤🥀
ব্লন্ড মেয়েদেরকে নিয়ে ইউরোপিয়ানরা সবাই জোক করে । মনে করে এরা বোকা। এই নিয়ে এই জোক।
তিনজন ব্লন্ড মেয়ে গোয়েন্দা বিভাগে এসেছে পরীক্ষা দেয়ার জন্য। তারা ডিটেকটিভ হতে চায়।
পরীক্ষক এসে একজন ক্রিমিনালের ফটো প্রথম মেয়েটিকে পাঁচ
সেকেন্ড দেখালেন , তার পর সরিয়ে নিলেন।
এবার জিজ্ঞাসা করলেন, বলুন তো কীভাবে একে খুঁজে বের করবেন ?
ব্লন্ড মেয়েটি উত্তর দিল, এটা তো খুব সহজ, এর একটি কান
নেই।
পরীক্ষক রেগে গিয়ে বললেন, এটা তো একটি প্রোফাইল ছবি, এক পাশ থেকে তোলা হয়েছে।
এবার দ্বিতীয় মেয়েটিকে পরীক্ষক ছবিটি দেখালেন। সাথে সাথে
উত্তর, এটা তো খুব সহজ, এর একটি চোখ নেই।
এবার পরীক্ষক ভীষণ রেগে গেলেন, বললেন, আরে বাবা, এটা তো এক পাশ দিয়ে তোলা হয়েছে। সেই জন্যে আরেকটি চোখ
দেখা যাচ্ছে না।
যা হোক, এবার তৃতীয় জনের পালা। পরীক্ষক তাকেও দেখালেন।
সাথে সাথে উত্তর এলো , এটা তো একদম সহজ, এই ক্রিমিনালটি কন্টাক্ট লেন্স পরে। একটু খোঁজ করলেই তাকে
পাওয়া যাবে।
পরীক্ষক এবার অবাক হয়ে গেলেন। উনি নিজেই জানতেন না এটা সত্যি কিনা। কমপিউটারে খোঁজ নিলেন এটা সত্যি কিনা। আসলেই তাই। এই ক্রিমিনালটি কন্টাক্ট লেন্স পরে।
খুশিতে বাগ বাগ হয়ে হয়ে বললেন, সত্যি আপনার মত মেধাবী মেয়ে আমি দেখি নি। অথচ সবাই বলে ব্লন্ড মেয়েরা নাকি বোকা।
আচ্ছা, বলুন তো আপনি কীভাবে এটা বুঝলেন ?
ব্লন্ড উত্তর দিলেন :
এটা তো কমন সেন্স। যে লোকের একটি কান নেই, একটি চোখ নেই, সে কি চশমা পরবে ?
Istiak Raj
- অপর্ণা
- হুম
- তোমার অনুশোচনা হয়না?
- কি হয়না?
- অনুশোচনা
- অত শক্ত কথা বুঝিনা
- আফসোস বোঝো, আফসোস?
- বুঝি
- আফসোস হয়না?
- কিসের আফসোস?
- তাও বুঝিয়ে দিতে হবে?
- হ্যাঁ হবে
- বড়লোক বর ফসকে গেলো, তাই আফসোস..
- তা হয় বৈকি, কেমন পায়ের ওপর পা দিয়ে বসে থাকতে পারতাম
- চললুম
- কোথায়!
- ঝিয়ের খোঁজ করতে
- ঝিয়ের মাইনে দেবে কে?
- আরেকটা টিউশনি নেবো
- তাহলে আমায় বাপের বাড়ি পাঠিয়ে দিও
- কেন?
- এমনিতেই তো অফিস করে, ছেলে পড়িয়ে সেই তো রাত্তির করে বাড়ি ফেরো, তার ওপর আবার..!
- আর উপায় কি বলো
- আমি বলবো? যে টিউশনিটা আছে সেটাও ছেড়ে দাও
- তারপর?
- তারপর আমার গরীব বর সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসবে, আর আমার কোনো অনুশোচনা থাকবেনা!
🎥 অপুর সংসার (১৯৫৯)
পরিচালক- সত্যজিৎ রায়
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Kulaura, 3233
Life story of helpless people. How difficult human life can be. Walking my way with people's lives.
Joypasha
Kulaura, 3230
❝ইয়া রব” প্রত্যেক ঐ জিনিসকে আমার থেকে দূরে রেখে দিন‚যা আমার থেকে আপনাকে দূরে রাখে !❞ #Firaah
3230
Kulaura
I’m a freelance Writer, Exercise Journalism and Hobbyist Photographer.