Rakib Hasan

off all mental weakness, love of life is the strongest

20/05/2024

দিন শেষে ঘরে ফিরে স্ত্রীর ব্রা খুলতে ব্যস্ত থাকা স্বামী ভুলে যায়, স্ত*ন থেকে দু ইঞ্চি গভীরে একটা হৃদপিন্ড আছে!

লবনাক্ত একটা শরীর স্পর্শ করার আগে কোনদিন হয়তো জিজ্ঞেস ও করা হয়না "তুমি ভালো আছো তো?"

রাস্তার মোড় থেকে কনডম কিনে ঘরে ফেরা স্বামীর মনে থাকে না, একটা ছোট্ট কাজলের কৌটা নিয়ে আজ ঘরে ফিরলে কেমন হয়!

সংসার একটা উপভোগ করার জায়গা! অথচ, আমরা অনেক সময় শুধু ভোগ করাটাকেই সংসার ভাবতে থাকি!

ভোগ আর উপভোগের মাঝখানের পার্থক্যটা বুঝতে কষ্ট হয় বলেই আমাদের দাম্পত্য জীবনে একঘেয়ামী চলে আসে!

সংসার মানে আসলে নিয়ম করে ব্লাউজের বোতাম খোলা না, এসব খোলামেলা নিয়মের বাইরেও অনেক কিছু থাকে!

সংসার একটা দায়িত্ববোধের ব্যপার! শারিরিক আকর্ষনের উন্মাদনা শেষে উল্টা পাশ হয়ে ঘুমিয়ে যাওয়া দম্পতি টের পায়না, ভালোবাসায় কখনো অনীহা আসে না!

বীর্য স্ফলনের পর যদি মানুষটাকে অসহ্য লাগা শুরু হয়, তাহলে আপনি কামুক, এখনো প্রেমিক হয়ে উঠতে পারেননি!

প্রেমিক হলে, মাথায় হাত বুলাতে বুলাতে বিপরীত মানুষটার নিদ্রা পর্যন্ত অপেক্ষা করতে হয়!

একটা বয়সে আমরা প্রেমের পাশাপাশি শরীরটাকেও ভীষন ভাবে প্রত্যাশা করি! আবার একটা সময় শরীরের পাশাপাশি আমাদের প্রেমটাও ভীষন প্রয়োজন হয়!

নগ্ন দেহের প্রতি কোন মুগ্ধতা নেই! মুগ্ধতা পাওয়া যায় প্রেমিকার চুলে, গালের টোলে, কপালের টিপে, চোখের কাজলে!

প্রেম মানে "তোমার চোখের দিকে তাকিয়ে ২৫৬ বার মরে যাওয়া যায়!"

প্রেম মানে "তুমি ঘুমাও, আমি একটা আস্ত রাত জেগে থেকে তোমাকে দেখি!"

ভালোবাসার জন্য আপনি শরীরকে অস্বীকার করতে পারবেন না, তাহলে শরীরের জন্য কিভাবে ভালোবাসাকে অস্বীকার করেন!

ভালোবাসায় শরীর আসবেই, তবে শরীরেও যাতে ভালোবাসা আসে!

শুধু স্তন নয়, স্তন থেকে দু ইঞ্চি গভীরে থাকা হৃদপিন্ড যে দেখতে পায়না, সে আর যাই হোক ভালোবাসতে শিখেনি!

আমরা যোনীর গভীরতা আবিস্কার করতে শিখেছি, অথচ হৃদপিন্ডের গভীরতা অনুসন্ধান করতে শিখিনি!

একটা রাত কাপড় খুলে শুয়ে না থেকে, মানুষটার হাত ধরে বসে থেকে দেখুন! দু চারটা সুখ-দুঃখের কথা শুনুন! বিপরীত মানুষটাকে একটু সময় দিন! মানুষটার বুকের ভেতর আপনার জন্য একটু মুগ্ধতা আসুক! মুগ্ধতাহীনতায় আক্রান্ত হৃদপিন্ড একসময় আপনার লং টাইম ডিউরেশনাল যৌ*নতার প্রতিও আর আগ্রহবোধ করবে না! যার প্রতি প্রেম থাকে না, তার জন্য কাম ও জাগে না!

13/05/2024

"প্রজন্মের 'মা' ধ্বংসের মাষ্টার প্লান"

ভার্সিটি পড়ুয়া মেয়েদের একটা অংশ দেহ ব্যবসা করছে। আরেকটা বড় অংশ প্রেমীকের সাথে রুমডেট, মেস, আবাসিক হোটেল, ডার্ক রেস্টুরেন্ট, হাইড আউট, পার্কে যাচ্ছে। আমার নিজের শহরে এরা সংক্রামক ব্যাধির মত ছড়িয়ে পড়েছে।

আমার এক বন্ধু পড়ালেখার পাশাপাশি আবাসিক এক হোটেলের ম্যানেজারের দায়িত্ব পালন করছে। ওর ডিউটি রাতে। বিশাল বড় হোটেলের কোনো রাতেই খুব একটা রুম ফাঁকা থাকেনা। ও বলছে, বন্ধু বেশিরভাগই ভার্সিটির স্টুডেন্ট। পার নাইট ১৫০০-৫০০০/- পর্যন্ত খরচ করে থাকছে এক রাতের স্বামী-স্ত্রীর মত। বলছে, বেশির ভাগই তো মুখে হিজাব পড়ে আসে,তারপরও যখন আমি ক্যামপাসে যাই তখন অনেকে আমাকে দেখে মুখ ঢেকে চলে যায়। একটা হোটেলের তথ্য, অথচ অসংখ্য হোটেল শহরে!

আরেকটা অংশ ভার্সিটির খরচসহ লাক্সারিয়াস লাইফ পার করতে এটাকে ব্যবসা হিসেবে নিয়েছে। একটা চক্র দালালের ভূমিকায় কন্টাক্ট করে দেয়। এরকম একজনকে চিনি, আমার কলেজের সিনিয়র যিনি মেসের ছেলেদেরকে চড়া সুদে টাকা ধার দেওয়ার পাশাপাশি কমিশন সিস্টেমে এই দু'নাম্বারি বিজনেস করেন। প্রশাসনের সাথেও এদের কানেকশন শক্তিশালী। যেকারণে হুট করে এদের বিরুদ্ধে দাড়িয়ে টিকে থাকা কঠিন!

জি আমার প্রিয় অভিভাবকেরা এই হচ্ছে আমার বোন। অর্থাৎ, আপনাদের মেয়েদের অবস্থা! পুরো রমরমা ক্যারিয়ার বানাতে যে পাঠিয়েছেন তার যথাযথ অর্জন করেই আপনার ঘরে ফিরবে।

অনার্সের বয়সটা এমন যে, কনজারভেটিভ পরিবার থেকে উঠে আসা মেয়েটা ছেলেদের সাথে দীর্ঘ সময় উঠাবসা করে। আর এই বয়সের ছেলেদের তেমন ভয় থাকেনা। তাই এরা নিঃসংকোচে গোপন কথাবার্তা মেয়ে বন্ধুকে ট্রিট করে বলে। এসব শুনতে শুনতে এক সময় মেয়েদের লজ্জা কমে যায়। আর জৈবিক চাহিদা যেহেতু নারী-পুরুষের সব চেয়ে তীব্র ও বড় মাপের চাহিদা তাই ভয়হীন ছেলে আর লজ্জাহীন নারীর জন্য এটা সহজ হয়ে যায়। তাই অবাধে চলছে আপনার মেয়ের যৌন প্রেম অথবা রমরমা যৌন ব্যবসা।

এখানে বড় পরিতাপের বিষয় হচ্ছে, এই মেয়েগুলো তো সারাজীবন আর এভাবে চলতে পারেনা। ভার্সিটি শেষে একটা পর্যায়ে এদেরই কেউ না কেউ আপনার আমার ঘরে স্ত্রী হিসেবে আসছে। এবং লজ্জাহীন এই নারী তখন স্বামীকে মমতা, প্রেম, তীব্র আবেগানুভূতি দিতে পারেনা। পারেনা সন্তানকে নৈতিকতার শিক্ষা দিতে। এভাবেই প্রজন্মের মায়েরা ধ্বংস হচ্ছে।

এখন অভিভাবক হিসেবে কি আপনি চান ভার্সিটি ক্যারিয়ারের নামে আপনার কলিজার টুকরো মেয়েটা এভাবে নিজের ইজ্জত বিলিয়ে দিক? অনেকে বলছে বিকল্প অপশন কি?
বিকল্প অনেক আছে, কিন্তু আপনার পুঁজিবাদী মস্তিষ্ক বিকল্প দেখতে পায়না, দেখিয়ে দিলেও মানতে পারেনা। কারণ আপনার চাহিদা বস্ত্রহীন, লজ্জাহীন, ইজ্জতহীন রং মাখানো ক্যারিয়ার।

© সংগৃহীত

পোস্টটির জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।

06/12/2023

বিশ্বাস অবিশ্বাস মিশিয়ে হয় প্রেমযুগল, একজনে করে মন বিনিময়, আরেক জন হয় প্রতারক।

Photos from Rakib Hasan's post 20/11/2023
12/11/2023

হতাশা নিয়েই নিজ থেকে চলে যেতে বাধ্য হলেন ডোনাল্ড।

যার থাকার দরকার সে চলে যাচ্ছে😕যার দরকার নাই বছরের পর বছর দলের সাথে থেকে শোষন করে যাচ্ছে😬
আমার দেখা বাংলাদেশের সেরা একজন কোচ ছিলেন তিনি।

Photos from Rakib Hasan's post 15/08/2023

•পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত তিন ব্যক্তির গায়েবানা জানাজা পবিত্র কাবা শরীফে অনুষ্ঠিত হলো:

১. রাসূলের যুগে বাদশা নাজ্জাসী

২. সাইয়্যেদ আবুল আ’লা মওদূদী
৩. আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী

এ সম্মাননা আল্লাহ্ তুমি জান্নাতেও দান করো। •আমিন

14/07/2023

হাসি আত্মার সৌন্দর্য🖤🤍

08/07/2023
16/06/2023

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প,হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ্ সেতু।



#রূপপুর_পারমাণবিক_বিদ্যুৎ_কেন্দ্র
#বাংলাদেশের_পারমানবিক_যুগে_প্রবেশ
#পারমাণবিক_বিদ্যুৎ_কি_পরিবেশবান্ধব ?
#পারমাণবিক_বিদ্যুৎ_কি_নিরাপদ

অল্প ইচ্ছে

15/06/2023

Videos coming soon

Want your business to be the top-listed Media Company in Kushtia?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

ইশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। "ইশ্বর " গানটি বার বার শুনার মতনচমৎকার ইমোশনাল গানের লিরিক,তার সাথে চোখ জুড়ানো ...
চলচ্চিত্রের গল্প , টিজার, লুক নিয়ে এমন সুস্থ প্রতিযোগিতা এদেশে অনেকদিন পরে দেখা দিচ্ছে .. কারণ ফাইনালি ডিরেক্টরদের হাতে ...
বুদ্ধির খেলা
আকার কিংবা দামে নয় নিয়তে কোরবানি কবুল হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প,হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ্ সেতু

Category

Address

Kushtia

Other Digital creator in Kushtia (show all)
Ripon & Riva vlog Ripon & Riva vlog
Mirpur
Kushtia, 7030

👉নতুন নতুন ভিডিও পেতে পেইজটি ফলো দিয়ে পাশে থাকুন👈

Reactors BD Reactors BD
Kushtia

Digital Content Creator

Free Mottion By Sakib Free Mottion By Sakib
Kushtia, 7000

এটা আমার নতুন পেইজ প্লিজ সবাই একটু সার্পোট করবেন, ধন্যবাদ। ��

HitAslam Kushtia HitAslam Kushtia
Mahatab Uddin Road
Kushtia, 7000

@ all time funny video post and live concart and more @

Nishoafranmasud Nishoafranmasud
Kushtia

I am nisho afran masud. I am a personal Bologer..plz suport me all.

saif your vlog saif your vlog
Kushtia

M Razibul islam M Razibul islam
Kushtia
Kushtia, 7010

ragib handicrafts

Dev's World Dev's World
Kodaliapara, Bheramara
Kushtia, 7040

Never give up �

Rasel Ahmed Rony Rasel Ahmed Rony
Daulatpur
Kushtia, 7042

I am a Freelancer of Digital Marketing

XploreHasan XploreHasan
Kushtia

জীবনের গল্পের কোনো শেষ নেই, জীবন মনেই জীবন্ত গল্প আকাশের দিকে তাকিয়ে থাকো.

Free World Free World
Kushtia
Kushtia, 7001

Always Safe Ride. Because life is one .

it's Fahim it's Fahim
Bangladesh, Khulna Division
Kushtia

you can get gaming & other entertainment from here ��