Niloy

Niloy

❤️Football ❤️ Messi ❤️ Argentina ❤️Barcelona ❤️

29/11/2023

লিওনেল স্কালোনি আর্জেন্টিনার প্রতিনিধি দলের সাথে কোপা আমেরিকার ড্রতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সেখানে যাচ্ছে. 🏆🇦🇷

ℹ️ | গ্যাস্টন এডুল

29/11/2023

বিশ্বকাপ জিতে দেশে ফিরলেন প্যাট কামিন্স 😎

28/11/2023

৯৭ মিনিটের গোলে খাদের কিনারা থেকে বাচালেন আবারো Agustin Robertooooo 😓😓😓😓

28/11/2023

হাফ টাইম --আর্জেন্টিনা ২-১ জার্মানি
Agustin Roberto 2 🇦🇷
অসাধারণ খেলছে জুনিয়র আর্জেন্টিনা

28/11/2023

শুভকামনা রইল আর্জেন্টিনা🇦🇷💖

28/11/2023

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ সেমিফাইনাল: আজ দুপুর ২:৩০

আর্জেন্টিনা vs জার্মানি

26/11/2023
24/11/2023

ক্লদিও এচেভেরির হ্যাটট্রিকে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করে দিল আর্জেন্টিনা।

23/11/2023

ডিবু 🔥

22/11/2023

নাম রদ্রিগো,ভাব নেই নেইমারের মতো।আবার খেলে ব্যারিস্টার সুমন এর মতো।🥺

22/11/2023

Good Morning 🇧🇷 টানা ৩ ম্যাচ হারার পর ফিলিংস কেমন.? 🐸

21/11/2023

U17 বিশ্বকাপ 2023-এর কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

21/11/2023

গ্যাঞ্জাম ম্যাচ লোডিং 🔥 Brazil Vs Argentina 🇧🇷🇦🇷

20/11/2023

বিগ ম্যাচ 🔴 সুপার ক্লাসিকো , বিশ্বকাপ বাছাই
আর্জেন্টিনা VS ব্রাজিল
২২ তারিখ ভোর 6:30 মিনিট।
পয়েন্ট টেবিলের ১ এ আছে আর্জেন্টিনা ৫ এ অবস্থান করছে ব্রাজিল।
সাম্প্রতিক সময়ে ব্রাজিল এর অবস্থা খুবই খারাপ অপর দিকে আর্জেন্টিনা শেষ ম্যাচে হেরে ও চাপে রয়েছে।
প্রেডিকশন করুন কমেন্টে ❤️

19/11/2023

আর গান পাইলি না ভাই 😭😭😭😭

19/11/2023

"হে প্রভু...হে হরিরাম...কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দী! ইয়ে কেয়া হুয়া!"*

16/11/2023

ম্যাচ 🔴আর্জেন্টিনা VS উরুগুয়ে, কাল ভোর ছয়টা 🔥
প্রেডিকশন করুন কমেন্টে😃

09/11/2023

একটা বিশ্বকাপ বা বৈশ্বিক বড় কোন টুর্নামেন্ট আয়োজনের জন্য বাংলাদেশ (আমরা) কতটা প্রস্তুত?

ভারত বড় দেশ, তাদের সুযোগ-সুবিধা বেশি থাকবে, স্বাভাবিক, মানলাম। ছোট দেশ হিসেবে যতটুকু থাকা দরকার, অতটুকুও কী আমাদের আছে? যা আছে সেটাও কী ঠিকঠাক আছে?

ভালো কিছু দেখে সৃজনশীল মানুষরা শিখে, নিজেকে উন্নত করার চেষ্টা করে, আরো সামনে যাওয়ার জন্য ড্রাইভ দেয়। এতে লজ্জার কিছু নেই, বরংচ অন্যের ভালো কিছু দেখে নিজের মধ্যে সেটা আনার চেষ্টা করলে, একটা মানুষ, জাতি বা দেশ ছোট হয় না, বড়ই হয়, সামনে যায়।

ভারত এবারের বিশ্বকাপের একক আয়োজক। ১০টা ভেন্যুতে আয়োজন, আলোচনার পাশাপাশি সমালোচনাও হয়েছে নানান কারণে। সেটা হবেই। সিকিউরিটি, টিকেট ম্যানেজমেন্ট, লজিস্টিক সাপোর্ট, যে শহরে খেলা হচ্ছে সে শহরে আবাসন সুবিধা, ট্যুরিস্ট ম্যানেজমেন্ট, not an easy task. তবে, সবকিছুর উর্ধ্বে গিয়ে তারা সফলভাবে আয়োজনটা শেষ করতে যাচ্ছে। সে কারণে একটা ধন্যবাদ তারা পেতেই পারে।

একটাবার আমরা কী ভেবে দেখেছি, এমন একটা টুর্নামেন্ট বা বৈশ্বিক কোন বড় টুর্নামেন্ট আয়োজনের জন্য আমরা কী প্রস্তুত? কয়টা স্টেডিয়াম আছে আমাদের? কয়টা গ্রাউন্ড আছে যেটাকে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করার মতো? কয়টা গ্রাউন্ডে বাইরের দর্শকরা এসে মুগ্ধ হয়ে বলবেন- wow, what a stadium, that's amazing! কয়টা আছে? ৪-৫টা বাদ দিলাম, ১টাও কী আছে? ১টা?

ওই একটা খুঁজতে গেলে সিলেটকেই ভোট দিতে হবে। ধারামশালা থেকে পুনে বা মুম্বাইয়ের ওয়াংখেড়ে, ইডেন গার্ডেন বা আহমেদাবাদের নরেন্দ্র মোদি, একেকটা স্টেডিয়ামের লুক দেখেন। টেলিভিশনে একটা ড্রোন শট দিলে হা হয়ে থাকা লাগে, এতটাই সুন্দর। আর আমাদের?

আমাদের কী জায়গা নেই, আমাদের কী ভালো কোন লোকেশন নেই? আমরা কী চাইলে পারি না? আমাদের সবই আছে, আমাদের স্বদিচ্ছা নাই। স্বদিচ্ছা থাকলে মিরপুর স্টেডিয়ামের লুক এমন হতো না, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লাউ-কুমড়ার চাষ হতো না, ফতুল্লায় মাছের আবাদ হতো না, রাজশাহীর শহীদ কামরুজ্জামান, খুলনার আবু নাসের, বগুড়ার শহীদ চান্দু, চট্টগ্রামের এম এ আজিজ এভাবে অযত্নে অবহেলায় নষ্ট হতো না। আমাদের দরদ নাই, বড় হওয়ার ইচ্ছাও নাই, অন্যদের থেকে আলাদা হওয়ার যে আর্জ লাগে, সেটা নাই। দেখাই দেওয়ার মতো একটা জেদ, ওটা কাজ করে না। কয়ডা ভাত খাইয়া ঘুমাই গেলেই আমগো শান্তি, আমরা খুশি।

শ্রীলঙ্কা আমাদের অর্ধেকেরও ছোট। শুধু কলম্বোতেই ওদের ক্রিকেট গ্রাউন্ড আছে ২৪টা যেখানে স্বীকৃত ক্রিকেট হয়। আমাদের? ঢাকাতে কয়টা গ্রাউন্ড আছে? চট্টগ্রামে কয়টা গ্রাউন্ড আছে? কয়টা মাঠে স্বীকৃত ক্রিকেট হচ্ছে? বিসিবির বর্তমান কমিটিতে যারাই আছেন, সবার প্রতি সম্মান রেখেই বলছি, তারাওতো প্রত্যেকটা ট্যুরে দলের সঙ্গে সব জায়গায় যাচ্ছেন, ঘুরছেন। কী দেখছেন, কী করছেন? সিগনিফিকেন্ট কী এমন হয়েছে গেলো ১২/১৪ বছরে? এনএসসির দোহাই দিয়ে আর কতো? এক শেখ হাসিনা স্টেডিয়াম হবে, ওটা দিয়ে বাকি সব জাস্টিফাইড? যেখানে ১০টা সুন্দর স্টেডিয়াম ইজিলি আমাদের থাকতে পারে, সেখানে এক শেখ হাসিনা স্টেডিয়াম যেটা এখনো রেডি না, সেটা নিয়ে তৃপ্তির ঢেকুর কেনো গিলতে হবে?

খরচ বহনের দোহাই দিয়ে লাভ নাই। স্টেডিয়াম হলে খেলা বাড়তো, খেলার সঙ্গে ব্রডকাস্টিং যোগ হতো। অন্য ইভেন্টের খেলাও আসতো। স্টেডিয়াম ফাকা থাকতো না। পয়সা নিয়েও ভাবতে হতো না। পয়সা আনার চেষ্টা থাকলে সেটা আবার আটকে থাকে নাকি?

লম্বা লেখার একটাই কারণ, ভারতের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, এখনো পর্যন্ত ৬টা স্টেটে গেলাম। ওদের ক্রিকেট ইনফ্রা-স্ট্রাকচার দেখলাম। আফসোস বাড়লো। আমাদের যতটুকু আছে, অতটুকুর সদ্ব্যবহার আমরা করছি না। একটা বড় টুর্নামেন্ট আয়োজন করলে, একটা সুন্দর স্টেডিয়াম, একটা সুন্দর প্রেস বক্স, সুন্দর একটা গ্যালারি, ওয়েল ফ্যাসিলিটেড একটা গ্রাউন্ড, যেখানে যে কোন প্লেয়ার এসে বলবে- Bangladesh Best, সেই পরিস্থিতি আছে আমাদের? নাই।

একটা সুন্দর স্টেডিয়াম বানাচ্ছি না, বানালে সেটার যত্ন নিচ্ছি না, একটা ফকিরা ভাব নিয়া থাকি। কেনো? এত দুর্নীতি কেনোরে ভাই? লুটপাট বন্ধ করে একটু দেশটার জন্য কিছু ভালো করলে কী হয়? বাইরে গেলে নিজেদের লজ্জাওতো লাগার কথা। সেটাওতো হচ্ছে না। এনএসসি থেকে বিসিবি, কিংবা বড় সংগঠক বা ক্রিকেটের পৃষ্ঠপোষক যারা সময়ে সময়ে ক্রিকেটের মধুটা খেয়ে যান, কেউই এই দায় এড়াতে পারেন না।

সব ভুলে আপনারা একটু মন দিন, একটু এফোর্ট দিন। আমাদেরকেও গর্ব করার কিছু উপলক্ষ্য করে দিন। বাকী সফল আয়োজক দেশগুলোর মতো আমাদের ইনফ্রা-স্ট্রাকচারকেও প্রস্তুত করুন, যাতে তাক লাগানো যায় পুরো ক্রিকেট বিশ্বে। যেনো, ক্রিকেট বিশ্বে একটা আলোচনা খুব জোর গলায় হয়- বাংলাদেশ আয়োজক হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট। বাংলাদেশ ক্রিকেটের।

09/11/2023

দুই লিজেন্ড 😃🔥

07/11/2023

GREATEST ODI KNOCK OF ALL TIME

06/11/2023

অনেক খুশি 😭

06/11/2023

টাকা দিয়ে কিনে নিলো ম্যান অফ দ্যা ম্যাচ। শোওরুম আল হাসান 😡 বয়কট
শোওরুম আল হাসান কালা পারা না

ভুয়া ভুয়া ভুয়া সাকিব মারে তোদের গো*য়া🤑

06/11/2023

Shameless me getting ready for today's match!

04/11/2023

A 18 year old old Delhi-boy was playing a Ranji match against Karnataka back in the winters of 2006. Someone gave Kohli the news about the passing of his father Prem Kohli. The lad didn't only stood the ground but scored a valuable 90 to deny Karnataka a follow-on.

This was Virat Kohli back in 2006 when had just attained the adulthood and nothing has changed even today!

His determination to achieve more for himself and his team is unmatched. It has been 13 years since Kohli made his debut, no other player has achieved so much in all three formats like Kohli yet the person is unstoppable. His hard work has brought so many glories to the Indian cricket team yet he doesn't want to stop and wants to achieve more, more and more. He is a kind of player every other team would die to have.

Don't be fooled by seeing his on-field aggression, he is just a simple human being like you and me off the field. Helps old age people, protects the environment, speaks openly about animal rights, smiles after a humiliating defeat against arch-rivals. All these qualities on top of his cricketing skills make him one of the best in business, he is not just one of the best cricketers, he is also one of the best sportsperson the world can look forward to.

Happy birthday My Idolo🤍🐐

28/10/2023

দিলি তো ভাইরাল করে 😓

24/10/2023

মাথায় রাখবেন। সব সময় আমাদের টার্গেট নেক্সট ওয়াল্ডকাপ 😍

24/10/2023

হিন্দু ভাইরা আপনাদের দোহাই লাগে দেবী দুর্গার লগে এই টিমটাকেও বিসর্জন দিয়ে দেন 🤝🇧🇩

22/10/2023

Some 95s are bigger than 100! The Chasemaster did this yet again that too against NZ 🤍

22/10/2023

মাত্র ৫ রানের জন্য আরেকটি শতক মিস করলেন Virat Kohli 🥲🤦🏻‍♂️👑

22/10/2023

এবার বিশ্বকাপ শেষে কি এমন ছবি দেখতে পাবো.? Virat Kohli👑

21/10/2023

ইনশাআল্লাহ একদিন আমাদের স্বপ্ন পূরণ হবেই 🥲🏆

21/10/2023

🏆🥰

Photos from Niloy's post 19/10/2023

Virat Kohli 👑

19/10/2023

আপনি যেই দেশেরই হোন না কেন,আপনি ভিরাট কোহলি কে কিভাবে ঘৃনা করবেন.?? 🫡

19/10/2023

Another 100 King Virat Kohli 👑

19/10/2023

হুহ 😏 চশমা পরলেই কি ইতিহাসের সেরা হওয়া যায়.? 🫣

18/10/2023

মেসিকে জাদু করে আটকানো যায় না। কারণ মেসি নিজেই এক বড় জাদুকর🤩

14/10/2023

এই ফ্যানবেজ আরো ভালো দল ডির্জাব করতে পারতো।তারা দলকে যে পরিমাণ ভালোবাসে।দলের প্লেয়াররা তার ছিটেফোঁটা ও দেয় না।আমার তো মনেহয় তারা এসব জানে ও না।আর জানলে ও তাদের ডেডিকেশন লেভেল অনেক লো।
They just played with our emotions.

Want your public figure to be the top-listed Public Figure in Kushtia?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Kushtia