Mehrab Meher

কাউকে ধোকা দিলে মনে করবেন না আপনি জিতে গেছেন,আসলে তার বিশ্বাসের কাছে আপনি হেরে গেছেন।

17/10/2023

ফিলিস্তিনের জাতীয় কবি মাহমুদ দারবিশ, প্রেমে পড়েন ইজরায়েলের এক ইহুদি রমণীর। নিজ প্রেমিকার রূপক নাম দিয়েছিলেন রিটা। দারবিশ তার লেখা তিনটি কবিতায় চিত্রিত করেছেন প্রেমিকা রিটাকে।

তিনি লিখেছিলেন —
'আমি আমার জাতির সাথে বেইমানি করে, আমার শহর এবং তার পরাধীনতার শিকলগুলির বেদনা ভুলে গিয়ে হলেও তোমারে ভালোবাসি।

এরপর যখন কবি আবিষ্কার করলেন, তার প্রিয়তমা প্রেমিকা ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করেন, তিনি লিখলেন "Between Rita and my eyes,There is a rifle"

তখন গোটা বিশ্বকে নাড়িয়ে দেয় তার লেখা ‘রিটা অ্যান্ড দ্য রাইফেল’ কবিতাটি।

দারবিশ আবার লিখেন —
'তোমার কাছে কিছুই ছিলো না যেই প্রেমটা, আমার কাছে সেইটা আমার অস্তিত্ব ছিলো'
আবির আবরাজ

12/10/2023

পশ্চিমারা ব্যাপকভাবে প্রচার করছিলো যে হ।ম।স ৪০ জন ইসর।য়েলি শিশুর মাথা কেটেছে। কিন্তু কেউ প্রমাণ পাচ্ছিলো না।

অবশেষে সে শিশুদের ছবি পাওয়া গেলো।

07/10/2023

প্রথম যেদিন রাত সাড়ে তিনটায় আমার গার্লফ্রেন্ড আমাকে বলে, গোসল করে আসলাম মাত্রই, সত্যি বলতে তখন আমার সামান্য খটকা লেগেছিলো। এতো রাতে কে গোসল করে? কেন করে?
তার পরেরদিন ভোর চারটায় তাকে অনলাইনে দেখে জিজ্ঞেস করলাম, 'কি করো?'
সে বললো, 'গোসল করে এসে বসে বসে চুল শুকাচ্ছি।'
তার পরদিন আবার দেখি ফজরের আজানের আগে অনলাইনে। দেখেই বুঝছি কি কাহিনী। জিগাইছি, 'আজও গোসল করলা?'
সে লাজুক হাসির ইমো দিয়ে বললো, 'উহু, এখনো করিনি। যাচ্ছি এখন।'
আমি মনে মনে নিজেকে বুঝালাম, যে গরম পড়তেছে আজকাল। আমারই রাতবেরাতে গোসল করতে ইচ্ছা করে। অথবা হয়তো ওদের বাসায় পানি থাকেনা দিনের বেলা। এজন্য কষ্ট করে এতো গভীর রাতে গোসল করা লাগতেছে। আহারে, বেচারী!
এতো গেল রাতের টেনশন৷ দিনেও আছে। আমার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ুয়া গার্লফ্রেন্ড, যে কিনা ড্যাডিস প্রিন্সেস আর মাম্মিস লিটল এঞ্জেল, সে কেন তিনবেলা বাসায় রান্না করে? তাও ভাত, তরকারি, সবজি, ডাল, সবকিছু৷ ডেইলি ডেইলি বলে, 'বাসায় মেহমান এসেছে আজ অনেক পদ রান্না করতে হবে। তোমার সাথে গল্প করার টাইম নাই।'
রান্না করে মেসেঞ্জারে ছবিও দেয়। দেখেই বোঝা যায় খেতে বেশ হয়েছে। কোনোদিন শুনিনা যে সে কলেজে গেছে বা আজ কোনো ক্লাস অথবা পরীক্ষা আছে। অথচ রান্না প্রতিদিনই করে।
আমি কিছুই জিজ্ঞেস করতে পারিনা। পাছে যদি রাগ করে? ভাবে আমি ওকে সন্দেহ করছি। যদি ব্রেকাপ করে দেয়?
তারচেয়ে আমি নিজেকে বোঝাই, হয়তো ওর রান্না করতে ভালো লাগে। কুকিং ওর হবি। আমার নিজেরই মাঝে মাঝে রান্না করতে ইচ্ছা হয়, আরো ও তো মেয়ে।
তবে রান্নার মাঝে শুক্রবার বাদে সপ্তাহের বাকি দিনগুলোতে প্রায় সারাদিনই আমাদের কথা হয়। কিন্তু সন্ধ্যা হলেই তার ফোন অফ হয়ে যায়। ফেসবুকে মেসেজ দিলে বলে এখন কথা বলা প্রবলেম। কাল কথা হবে দিনের বেলা। তারপর আর অনলাইনে পাওয়া যায়না ওকে। আমি কিছুক্ষণ পর ঘুমিয়ে যাই। বাথরুমের চাপে রাত তিনটা চারটার দিকে কখনো ঘুম ভাঙলে দেখি সে অনলাইনে। জিজ্ঞেস করি, 'কি করো?'
আমার ইন্টার সেকেন্ড ইয়ার পড়ুয়া গার্লফ্রেন্ড সেই পুরাতন উত্তরই দেয়, 'বালতিতে পানি ধরতেছি, গোসল করবো।'
আমি ইতস্তত করে জিজ্ঞেস করি, 'খুব গরম, না?'
সে বলে, 'আরে নাহ, এখানে তো রাতে বৃষ্টি হইলো। ঠান্ডা পড়ে গেছে।'
আমি আবার জিগাই, 'দিনের বেলা পানি থাকেনা, নাকি?'
সে হাসে, 'থাকবে না কেন? এটা কি তোমাদের ঢাকা পাইছো? মফস্বলে সারাদিনই পানি থাকে।'
আমি আর কোনো প্রশ্ন করার সাহস পাইনা। হয়তো রাতে গোসল করা ওর শখ। মানুষের কত অদ্ভুত শখই না হয়!
সমস্যা এখানেই শেষ না। ওর বিভিন্ন পোস্টে প্রায়ই একটা মেয়ে কমেন্ট করে, 'মামী খুব সুন্দর লাগতেছে তোমাকে৷ মামী এই লেখাটা ভালো ছিলো। মামী তোমার সাথে একমত।'
আমার খুব রাগ লাগে। একটা বাচ্চা মেয়েকে আরেকজন মামী কেন ডাকবে? কি সমস্যা?
পরে এই ভেবে নিজেকে সান্ত্বনা দেই যে, হয়তো ঐ মেয়ে মজা করে মামী ডাকে৷ অথবা তার মামার সাথে বিয়ে দেয়ার জন্য আমার গার্লফ্রেন্ডকে পছন্দ করে রেখেছে, এজন্য বলে।
আমার দুঃখ হয় ঐ মেয়েটার জন্য। যতই পছন্দ করে রাখুক তার মামার জন্য, আমার প্রেমিকা তো আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। ওকে এই পৃথিবীতে একমাত্র আমিই পাবো।
আমার বন্ধুরা অবশ্য বলে, খোজ নিয়ে দেখ তোর গার্লফ্রেন্ড বিবাহিত।
আমার খুব রাগ হয়। ওরা এতো উল্টাপাল্টা বলতে পারে৷ ইন্টার পড়ুয়া বাচ্চা একটা মেয়ে বিবাহিত কেন হবে?
বন্ধুরা জিজ্ঞেস করে, 'লাস্ট কবে দেখা করেছিস?'
- সে তো এক বছর হয়ে গেলো, আমি জানাই। আমাদের লং ডিসটেন্স রিলেশনশিপ। দুইজন দুই জেলায় থাকি৷ অনেকদিন পর পরই দেখা সাক্ষাৎ হয়।
- দেখ এর মধ্যে বিয়ে হয়ে গেছে৷ তোরে কিছু বলেনাই৷
আমি বন্ধুদের কথায় কান দেই না। আমার গার্লফ্রেন্ডের ওপর আমার বিশ্বাস আছে। তবে মনে মনে যে খটকা লাগে না, তা না৷ যথেষ্ট চিন্তা হয়। টেনশনে ঠিকমত খেতে পারিনা, ঘুমাতে পারিনা। সারারাত জেগে থাকি। গভীর রাতে দেখি আমার প্রেমিকা অনলাইনে এক্টিভ নাউ। জিজ্ঞেস করি, 'কি করো?'
স্মাইলি ইমো পাঠিয়ে আমার প্রেমিকার যথারীতি উত্তর, 'গোসল করে আসলাম। কাপড় শুকাতে দিচ্ছি।'
আমার মনের মধ্যে আরো সন্দেহ বাসা বাধে৷ বন্ধুরা হাসাহাসি করে। কিন্তু আমি ওকে কিছু জিজ্ঞেস করতে পারিনা। যদি রাগ করে? যদি বলে, 'আমায় বিশ্বাস করো না?'
ভালোবাসায় তো বিশ্বাসটাই সবকিছু।
একসময় আমি আমার বিশ্বাসের ফল পাই। আমার প্রেমিকার রাতে গোসল আর সারাদিনে রান্না বন্ধ হয়ে যায়।
গভীর রাতে যখন জিজ্ঞেস করি, 'আজ গোসল করবা না?'
ও বলে, 'উহু, এই সময় এসব করা ঠিক না।'
এসব করা বলতে সে কি বুঝিয়েছে? গোসলই বোঝানোর কথা, আর কি হবে!
দুপুরে জিজ্ঞেস করি, 'রান্না করবা না?'
ও আবারো না বলে। বলে, 'এই সময় রান্নাঘরে যাওয়া ঠিক না। কাজের লোক রান্না করবে।'
আগে সন্ধ্যার পর মাঝে মাঝে ছাদে গিয়ে কথা বলত আমার সাথে। এখন আমি কথা বলতে চাইলে বলে, 'সিড়ি বেয়ে ছাদে উঠতে অনেক পরিশ্রম হয়৷ এই সময় পরিশ্রম করা ঠিক না।'
আমি মনে মনে ভেবে বের করি এই সময় বলতে ও নিশ্চয় এই সরকারের শাসনামল বুঝিয়েছে৷ এটাই হবে৷ সময়টাই তো অন্যরকম। সবকিছু চিন্তাভাবনা করে করতে হয়। আগেরমত উল্টাপাল্টা কাজ করা যায় না।
এর বেশ কিছুদিন পর যে মেয়েটা কমেন্টে আমার প্রেমিকাকে মামী ডাকতো একদিন দেখি সেই মেয়ে ওকে ট্যাগ করে পোস্ট দিয়েছে, 'আলহামদুলিল্লাহ। ফুটফুটে একটা মামাতো ভাই হয়েছে আমার। সবাই দোয়া করবেন।'
এক মুহুর্তের জন্য আমার মনে হয় এই বাচ্চা আমার প্রেমিকার। আমার প্রেমিকা বিবাহিত। হার্টবিট মিস হয়। সমস্ত স্বপ্ন ভেঙে যায় আমার। মনে হয় আমি ধোকা খেয়েছি।
কিছুক্ষণ পর হঠ্যাৎই আমার মাথায় অন্য একটা চিন্তা আসে৷ মনে পড়ে আজ থেকে কয়েক বছর আগে আমার পরিচিত একটা ছেলে ছিলো যে তার প্রতিটা পোস্টে আমাকে ট্যাগ করতো। সেটা তার প্রোফাইল পিকচার হোক বা পার্সোনাল কোনো স্ট্যাটাস। সবকিছুতেই আন্দাজে ট্যাগ করে দিত কয়েকজনকে। আমাকেও দিত মাঝে মাঝে। আমার মনে হয় ঐ মেয়েও এরকম কেউ। যেকোনো পোস্টে যাকে ইচ্ছা ট্যাগ করে। এজন্যই তার কোন মামাতো ভাই হয়েছে আর সেখানে আমার প্রেমিকাকে ট্যাগ দিয়েছে।
হঠ্যাৎ করেই বিষয়টা আমার কাছে পরিস্কার হয়ে যায়। খুব ভালো লাগে। এটাই হবে কাহিনী। আর আমি আমার গার্লফ্রেন্ডকে সন্দেহ করতেছিলাম হুদাই। তাও একটা গাধা টাইপ মেয়ের জন্য৷ ধুর। ভাগ্যিস আমার প্রেমিকা কিছু জানতে পারেনি। জানলে খুব রাগ করতো। আমার উচিত ছিলো ওর প্রতি বিশ্বাস রাখা। ভালোবাসায় বিশ্বাসই যে সব।
পরিশিষ্টঃ আমাদের প্রেম বেশ ভালোই চলতেছে। মেয়েটা আসলেই আমাকে ভালোবাসে। আমার নিজেকে ভীষণ হ্যাপি মনে হয়। রাতে ঘুমিয়ে ওকে নিয়ে সুন্দর সুন্দর স্বপ্ন দেখি। মাঝে মাঝে সুন্দর স্বপ্নের মাঝখানে ঘুম ভেঙে যায়। ঘড়ি দেখি রাত সাড়ে তিনটা বাজে। আমার প্রেমিকা অনলাইনে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করি, 'কি করো?'
সে অনেক্ষণ পর মেসেজ সীন করে বিরক্ত গলায় বলে, 'কাথা ধুয়ে দিয়াসলাম।'
যাক, গোসল তো আর করেনাই৷ এতো রাতে কাথা ধোয়া খুব স্বাভাবিক বিষয়। ধুতেই পারে। হয়তো কাথা দিনের বেলা ধুতে বোরিং লাগে। অথবা রাতবেরাতে কাথা ধোয়া ওর শখ৷ মানুষের কত আজব শখ যে হয়! এখন যে আর গোসল করেনা এতেই খুশি আমি। আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং!

#গল্পঃবিশ্বাস
Sohail Rahman

যারা এখনো আমাদের গ্রূপে জয়েন না হয়ে গল্প পড়ছেন তারা এখনোই আমাদের গ্রূপে জয়েন হয়ে নিন আমাদের গ্রুপ টা পাবলিক করা আমাদের গ্রূপের গল্প গল্প মন ছুঁয়ে যাবে নীল লেখায় চাপ দিয়ে জয়েন হন 👉👉 📕 সাহিত্য ডাইরি 📗

28/09/2023

বুড়া হালাই কামডা করলো কি??

27/09/2023

সাকিব তামিম নিয়ে তো অনেক দ্বন্দ্ব চলছে, দেখি কার ভক্ত বেশী?

তামিম ইকবাল~❤ সাকিব আল হাসান~😮

27/09/2023
26/09/2023

ব্রেকিং নিউজ 🙋🙋

এখনো পর্যন্ত জানা গেল,, কথা বার্তার এক পর্যায়ে সাকিবকে চ*ড় মেরে বসেন তামিম 😑
এদিকে পাপন ভাই এর বিচি পাওয়া যাচ্ছে না। লাইট জ্বালানোর পর দেখা গেল একটা সাকিবের হাতে একটা তামিমের হাতে।

26/09/2023

সাকিব-তামিম কেউই খেলতে চান না বিশ্বকাপে, মাশরাফির দ্বারস্থ পাপন :

বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচটি ম্যাচ খেলবেন তামিম - এমন শর্ত বিসিবিকে দিয়েছেন তিনি। অথচ সূচি অনুযায়ী বিশ্বকাপে অন্তত ৯টি ম্যাচ খেলতেই হবে বাংলাদেশকে। দলের তারকা ব্যাটারের এমন শর্ত শুনে চটেছেন তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান।

বিসিবি সভাপতিকে সাকিব জানান, এমন হলে বিশ্বকাপে খেলবেন না তিনি। এই কথা জানার পর তামিমও নাকি বলেছেন, খেলতে চান না বিশ্বকাপে। তাতে অস্বস্তিকর এক পরিস্থিতির মুখে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাহায্যের জন্য দ্বারস্থ হন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার।

| |

25/09/2023

বাচ্চাসহ Pori Moni র দায়িত্ব নিতে চাই আমি,,,

25/09/2023

ক্ষমতায় আর আসতে পারবে বলে আমার মনে হয় না।

18/09/2023

শ্রীলংকার জায়গায় বাংলাদেশ হলে আমাদের জীবনেও ১২ রানে ৬ উইকেট যাইতো না😏

কোনো পেসার ১৫ বলের মধ্যে আমাদের ৫ উইকেট নিতে পারতো না! 😼

কারণ আমাদের প্রিয় নাঈম শেখ"একাই ২০ বল খে'লে ১ রান নেয়! 🙊

16/09/2023

আহারে সমীকরণ 😴

15/09/2023

চলো সবাই মিলে এই মালটাকে খেয়েদি,,

14/09/2023

আলহামদুলিল্লাহ ❤️

11/09/2023

🙂

পেইজটি লাইক দিয়েন প্লিজ 🙂

10/09/2023

সুরঙ্গ আর প্রিয়তমার আয়ের রেকর্ড ভেঙে প্রথম দুইদিনে ৪ কোটি টাকা আয় করেছে 'সুজন মাঝি'! 'জাওয়ানে'র মতো বিগ বাজেট আর মাস এন্টারটেইনিং মুভি বাদ দিয়ে 'সুজন মাঝি' দেখতে দর্শকের উপচে পড়া ভিড়। আগামী ৫/৬ দিনের অগ্রীম টিকেট বিক্রি শেষ। অনেকেই টিকেট না পেয়ে বাধ্য হয়ে জাওয়ান দেখছেন। দর্শকের চাপ সামলাতে শো বাড়িয়ে টানা ২৪ ঘণ্টা মুভি চালিয়েও হিমশিম খাচ্ছে মাল্টিপ্লেক্সগুলো!

*"দেশের প্রখ্যাত নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু স্যার যেমনটা ভেবেছিলেন তার থেকে বেশি সাফল্য পেয়েছেন সিনেমা থেকে,তার মতে এই সাপ্তাহে প্রিয়তমা সিনেমাকে ছাড়িয়ে বেশি অর্থ উপার্জন করবে সুজন মা*গী"

09/09/2023

বাংলাদেশের খেলা দেখতে বসলে কিচ্ছুক্ষণ পর পর বি *ছি গুলো কেপে উঠে,,😜
যাই হোক শুভকামনা রইলো 🇧🇩❤️

08/09/2023

প্রশ্নঃ খালেদ মাহমুদ সুজনকে মানুষ গতি দানব সুজন বলে কেন?

উত্তরঃ সুজনকে কি মানুষ এমনি এমনিই গতি দানব বলে? সুজনের ক্রিকেট ক্যারিয়ার সম্পর্কে তোদের কোনো ধারণ আছে? গতি দানব সুজন মুলত টি-টুয়েন্টির ক্রিকেটের স্পেশাল বোলার ছিল, এবং সুজন'ই ছিল বোলিং ইউনিটের একমাত্র ভরসা!

গতি দানব সুজন টি-টুয়েন্টিতে ম্যাচ খেলেছে মোট ২৫২টি তাঁর মধ্যে থেকে উইকেট নিয়েছে মোট ১২৮৯টি, পাঁচ উইকেট পেয়েছে মোট ১৯৭বার! তাছাড়াও ৩২বার পেয়েছে ৯উইকেটের দেখা! গতি দানব সুজনের সম্পর্কে আর কি শুনতে চাস তোরা??

গতি দানব সুজনের ব্যাটিংয়ের গল্প অন্য আরেকদিন শোনাবো! 😳

07/09/2023

এদিক থেকেও এগিয়ে আছে ভারত 😎

06/09/2023

পাকিস্তানের সাথে শুধু খেলতে বাংলাদেশ ছাত্রলীগ,

06/09/2023

সখিনার মা বলে__হাল্কা করে মরে গেলাম__😀এটা-ই দেখার বাকি ছিল__😀

02/09/2023

ধানমন্ডির মধ্যপথে হঠাৎ জাতির ডেডির সাথে দেখা 🫣🫣

Photos from Mehrab Meher's post 29/08/2023
25/08/2023

বাস্তবে হা*লাই কামডা করলো কি??
56 VS 25 🫣

25/08/2023

শুধুমাত্র দক্ষিণ মেরু কেন, পূর্ব-পশ্চিম-উত্তরে এরকম শত শত চন্দ্রযান পাঠানোর সক্ষমতা রয়েছে বাংলাদেশের।

সম্প্রতি আমরা ৫২ হাজার কোটি টাকার মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন করেছি। যার খরচ দিয়ে মোট ৫৭টারও বেশি চন্দ্রযান পাঠাতে পারি বিভিন্ন মেরুতে।

শুধু তাই নয়, ৩০ হাজার কোটি টাকার পদ্মাসেতু দিয়ে প্রায় সময় যাতায়াত করি। কয়েকদিন পরে ১৮ হাজার কোটি টাকার রেল লাইন দিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবো। ১১ হাজার কোটি টাকার বঙ্গবন্ধু ট্যানেলের কাজও শেষের দিকে। এছাড়াও এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান।

আপনাদের ইন্ডিয়ার চন্দ্রযান ৩,৮৪,৪০০ (তিন লক্ষ চুরাশি হাজার চারশ) কি.মি. দূরে পাঠিয়েও খরচ করতে পারেননি ৯০০ কোটি। আর আমরা পাঁচ বছর আগেই ৩৬ হাজার কি.মি. দূরে স্যাটেলাইট পাঠিয়েই তিন হাজার কোটি খরচ করেছি।

এখন বলতে পারেন, আমাদেরও তো মেট্রোরেল আছে, ফ্লাইওভার আছে, ব্রিজ আছে, হেন আছে তেন আছে। যতই থাকুক না কেন, বাজেটের কাছে আমাদের সাথে জীবনেও পারবে না। শুধু আপনারা কেন, বিশ্বের কোনো দেশই কখনো পারে নাই, পারবেও না।

Mehrab Meher

20/08/2023

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দূর্ঘটনায় মাইক্রোবাস রাস্তার পাশের খাদের পানিতে ডুবে গেলে সন্তানকে এভাবেই বুকে জড়িয়ে রক্ষায় শেষ চেষ্টা করে বাবা।
মৃত্যু নিশ্চিত জেনেও আদরের মেয়েকে বুক থেকে ছাড়েননি এই বাবা।
পানিতে ডুবে মৃত্যু হয় দু' জনেরই।

বাবা এমনই হয়।

14/08/2023

কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেব আর নেই...😭😭😭😭😭
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

আল্লাহ তায়ালা প্রিয় হাফিজুল্লাহ কে বেহেস্তের উচ্চ মাকাম দান করুক। 😭

Photos from Mehrab Meher's post 06/08/2023

ভাবুন এর জায়গায় আপনার বোন!!
অস্বাভাবিক কিছুই না সামনে হতেও পারে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি মানুষের জন্যে বিপদজনক হয়ে উঠছে?
মানুষ এটিকে খারাপ ভাবে ব্যবহার করতেছে।
এটির প্রভাব একটা মানুষের জীবনে অনেক খারাপ ভাবে প্রভাবিত করতে পারে।
Ai এর সঠিক ব্যবহার করলে অনেক দিক দিয়ে এগিয়ে যাবে মানুষ। কিন্তু আমরা বাঙালি এইটাকে খারাপ ভাবে ব্যবহার করতেছি।
আজকে Noureen Afrose এর যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা সম্পুর্ণ Ai দিয়ে বানানো প্রতারক চক্রের কাজ।
শুধুমাত্র একটি ছবি দিয়ে একদম আপনার মতো করে অন্য জনের অ*শ্লীল ভিডিওতে আপনার ছবি বসিয়ে ভিডিও ভাইরাল করলে সেটা কেমন হবে!!!
একটু ভাবুন।

সম্পূর্ণ Ai দ্বারা বানানো ৯ সেকেন্ডের একটি ভিডিও প্রিয়ার ভাইরাল ভিডিও বলে চালিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রল করতেছে।
দয়া করে এইসব করবেন নাহ।

Photos from Mehrab Meher's post 30/07/2023

6 মাসে কেমনে কি??
হালায় কামডা করলো কি??

29/07/2023

বিদেশি যখন জেলের কাছ থেকে মাছ কেনে

বিদেশি : How are you?
জেলে : হাওয়া, হুম আজকের হাওয়া খুব ঠান্ডা।

বিদেশি : What do you do?
জেলে : আরে রাখেন আপনার হাডু ডু দেখেন না মাছ ধরতেছি!

বিদেশি : How much ?
জেলে : ইলিশ মাছ।

বিদেশি : How funny !
জেলে : নাইমা দেখেন, অনেক পানি!

বিদেশি : ok
জেলে : আরে ওরে চিনেন না ও আমার ভাতিজা!🙂

29/07/2023

I've received 25,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

29/07/2023

আমিও একদিন গর্তে ভিতরে বসে যুদ্ধ করবো🖕

29/07/2023

পোস্ট'টি এসএসসি পরীক্ষার্থী 'ভাই-বোন'দের জন্য, যারা আজ (২৮ জুলাই) আশানুরূপ ফলাফল না পেলে হতাশায় নিমজ্জিত হয়ে খারাপ'কিছু করা'র পরিকল্পনা করবেন! মনে রাখবেন, এই এক ফলাফল দিয়ে জীবন থেমে থাকবে না, কোন কিছুই শেষ হয়ে যাবে না! বরং জীবন চলবে তার নিজস্ব গতিতে - অদম্য ও অনবদ্য হয়ে...

আশানুরূপ ফলাফল না পেলে'ও তাসকিনের মত করে'ই উচ্ছ্বসিত হোন! দেখবেন জীবন আপনাকে তাসকিনের মত করে'ই সাফল্যের চূড়ায় পৌঁছে দিবে, ইনশাআল্লাহ! 🙏🏻

28/07/2023

স্টুডেন্ট এর SSC রেজাল্ট হাতে পেলাম!
বকেয়া বেতনের টাকাটা কি আনতে যাওয়া ঠিক হবে?🤔

28/07/2023

এখন পর্যন্ত প্রিয়তমা মুভি দেখে নাই এমন একটা মানুষ দেখান....

28/07/2023

বাবা যখন নামাজ অবস্থায় ছেলের সাথে কথা না বলে,,,,,
ছেলে কান্ড দেখুন, মাশাল্লাহ 🥰
#বাবা_ছেলে
#জুমা_মোবারক

27/07/2023

এক বাংলাদেশী ভারতে গিয়া এক সকালে ব্রেড আর জেলি মাখায়া মনের সুখে খাচ্ছে,, তখন সেখানে এক ভারতিয় চুইংগাম চাবাইতে চাবাইতে তার কাছে এসে আজাইরা আলাপ শুরু করলো।

ভারতিয় ়ঃ তোমরা কি বাংলাদেশে ব্রেড এর সাথে জেলি খেয়ে মজা পাও??

বাংলাদেশীঃ অবশ্যই!!

ভারতিয় আবার চুইংগাম চাবাইতে চাবাইতে বললঃ “আমরা জেলি খাইনা,কারন আমরা ব্রেকফাস্ট এ ফল খাই আর ওই গুলার ছোকলা আর ঝুটা গুলা দিয়ে জেলি বানাইয়া বাংলাদেশে পাঠাইয়া দেই!!!”

এ বার বাংলাদেশী বললঃ তোমরা কি ভারতে সে**র সময় ক*ডম ব্যবহার কর??

ভারতিয়ঃ অবশ্যই করি!!

বাংলাদেশীঃ তাইলে ক*ডম ইউজ করার পর ঐটা কি কর??

ভারতিয়ঃ ফেলে দেই!!

বাংলাদেশীঃ আমরা ব্যবহারের পর ক*ডম ফালাই না!! অই গুলা দিয়া চুইংগাম বানাইয়া ভারতে পাঠাইয়া দেই

26/12/2022

লিওনেল মেসিকে তার সাফল্যের মূলমন্ত্র সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন:

আমি যখন জিমে যাই, তখন বাংলাদেশী সুপারস্টার নাজমুল হোসেন শান্তের একটা ছবি আমার সামনে রাখি, তাকে দেখে সবসময় অনুপ্রেরণা পাই। যার কারণে এই বুড়া বয়সেও আমি পারফর্ম করে যাচ্ছি।

মেসি আরো বলেন, নাজমুল হোসেন শান্ত হচ্ছেন ধ্রুব তারার মতো, শত সহস্র বছরে তারা একবার পৃথিবীতে আসেন। ভিনগ্রহে আমরা একসাথে বড় হয়েছি। তারপর সে ক্রিকেট বেছে নেয়, এবং আমি ফুটবলকে বেছে নিয়েছি।
আর হ্যা, আমাদের প্রানপ্রিয় গুরুর সাথে পরিচয় করিয়ে দিই, যিনি আমাকে শান্তে জাতির সামনে তুলে ধরতে অনেক অবদান রেখেছেন,তিনি হলেন স্যার নাজমুল হাসান পাপন ( বিসিবি)
স্যার এর দীর্ঘ আয়ু কামনা করি, স্যার যতদিন সভাপতি থাকবে আমি আর শান্ত জাতিকে নতুন কিছু উপহার দিতে থাকবো।

ফলো করুন: Go Meher

#পাপনদা
#শান্ত

26/12/2022

বিয়ে বাড়ীতে খেতে বসেছি ! খাবার সামনে আসতেই মনে পড়লো গিফট এনেছি ৬০০/গাড়ি ভাড়া দিয়েছি ৬০/সবমিলিয়ে এই বিয়েতে খরচ করেছি ৬৬০/সুতরাং এই খরচ খাওয়ার টেবিলেই তুলতে হবে ⚠️

এমন মনোভাব নিয়ে চিন্তা নিয়ে কয়েক জনের খাবার একা খাবো ভেবে সব আইটেম প্লেটে নিলাম । খাওয়া শেষে দেখলাম প্লেটে ৬০ ভাগ খাবারই খেতে পারিনি । এতে আমার কোন আফসোস নেই, কারণ খরচের পয়সা তো উসুল করতে পেরেছি !!

এমনটা ভেবে হাসিমুখে বিজয়ীর বেশে যখন খাবার টেবিল ছেড়ে আসছি , তখন পেছনে একজন পিতার বহু বছরের শ্রমে তিল তিল করে জমানো টাকায় মেয়ের বিয়ে উপলক্ষে আয়োজন করা খাবার ।

এখানে যখন আমি বিজয়ীর হাসি হাসছি , তখন হয়তো সেই পিতা হিসাব করছেন, দুশ্চিন্তা করছেন , এই খাবার আয়োজন করতে গিয়ে হওয়া দেনা নিয়ে।

যে মুহুর্তে আমি অপচয় করে সগৌরবে অট্টহাসি দিচ্ছি , সে মুহুর্তেই হয়তো বিশ্বের নানান প্রান্তে খাবারের অভাবে বুকফাটা আর্তনাদ করছে আমারই মতো রক্তমাংসের কোন অসহায় মানুষ ।

সুতরাং , সামর্থ্য থাকলে গিফট দেবেন , না থাকলে দেবেন না । কিন্ত গিফটের পয়সা উসুলের অজুহাতে বিয়ে বাড়িতে খাবার অপচয় করবেন না প্লিজ 🥺

আসুন অপচয় নয় , প্রয়োজন অনুযায়ী খাবার নিই

Want your public figure to be the top-listed Public Figure in Lakshmipur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

বুড়া হালাই কামডা করলো কি??
🥺🥺🥺
দ্বিতীয় স্ত্রীকে তালাক দিলাম অভাবের কারণে😭
নাউজুবিল্লাহ, পর*কিয়ায় হাতে নাতে ধরা 😡

Category

Website

Address

Sadar
Lakshmipur
3700

Other Athletes in Lakshmipur (show all)
Kgoyfphchp Kgoyfphchp
Char Alexander, Ramgoti Lakshmipur
Lakshmipur

সম্পদ তুমি পাহারা দিয়ে রাখবে হয়। জ্ঞান তোমাকে পাহারা দিয়ে রাখবে।

Sagor Jr Sagor Jr
Paniala, Ramganj
Lakshmipur, 3720

Footballer

Md Kowsar Hossain Md Kowsar Hossain
Lakshmipur

Official fan Page Bangladesh cricket🇧🇩🏏 Md kowsar Hossain . @mdkowsar_190

Mohin uddin Masud Mohin uddin Masud
Lakshmipur

i love cricket and football

Brazil Fan”,,” Brazil Fan”,,”
Lakshmipur

nadim hasan

Little Rocket Little Rocket
Uttar Station Lakhsmipur
Lakshmipur

I am a Professional MTB Stunt Athlete of Bangladesh�� Representing The Team Lakshmipur Stunt WarriorZ

ARFAN ARFAN
Kushakhali
Lakshmipur, 3705

Watch FIFA WORLD CUP QATAR 2022 Full Match With 👉'ARFAN'⚽️

The Lakshmipur Express The Lakshmipur Express
Lakshmipur
Lakshmipur, 3705

Assalamualikum everyone This is Fans page of Hasan Mahmud. He is a cricket player of Bangladesh na

Jebon chowdhury Jebon chowdhury
Lakshmipur

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য

AKRAM AKRAM
Lakshmipur

The eyes are useless when the mind is blind.

Aftab Ahmed Chowdhury Aftab Ahmed Chowdhury
Lakshmipur, 3707RUPACHARA

This is the Official page of Aftab Ahmed Chowdhury . Follow Now For future updates.

Media Flicks Media Flicks
Hiramon Bazaar, Lakshmipur Sadar, Lakshmipur
Lakshmipur, 3702

As a passionate Athlete and video creator on the 'media flicks' page