Mahabur Rahman

Let's create something u n i q u e ! Hello my name is Mahabur Rahman
I am a freelance Web Developer

23/01/2022

“তোমার মাঝে যদি দক্ষতা আর চেষ্টা থাকে, তবে সাফল্য সময়ের ব্যাপার মাত্র”

ওয়ারেন বাফেট

23/08/2021

কিভাবে ওয়েবসাইট বা ব্লগ থেকে আয় করা যায় ......?

শুরুতেই বলে নেই আমাদের অনেকের মাঝে ওয়েবসাইট বা ব্লগ নিয়ে বেশ ভালো কনফিউশন দেখা যায় । সহজ ভাষায় বলতে গেলে ব্লগ হচ্ছে এক ধরনের ওয়েবসাইট যেখানে বিভিন্ন বিষয় নিয়ে লেখা লেখি করা হয় । আর ওয়েবসাইট হচ্ছে এক ধরনের সাইট যেখানে সাধারণত তেমন কোনো চেঞ্জ হয় না । আপনি ওয়েবসাইট বা ব্লগ সাইট যেটাই করেন না কেন সেখান থেকে অবশ্যই আয় করা সম্ভব ।

কোন কোন পদ্ধতিতে ওয়েবসাইট বা ব্লগ থেকে আয় করা যায় তা নিচে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব । চলুন তাহলে শুরু করা যাক ।।

১। বিজ্ঞাপন থেকে আয়ঃ আপনার ওয়েবসাইটে যদি বেশ ভালো ট্রাফিক ( ট্রাফিক হচ্ছে ভিজিটর যারা আপনার ওয়েবসাইট ভিজিট করবে ) থাকে তাহলে আপনি আপনার ওয়েবসাইটে বিভিন্ন কোম্পানীর বিজ্ঞাপন প্রদর্শন করিয়ে সেখান থেকে আয় করতে পারেন ।। যেমন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট এ ঢুকলে সেখানে বিভিন্ন কোম্পানির এড দেখতে পাই।। এই জাতীয় বিজ্ঞাপনগুলো আপনার ওয়েবসাইট এ প্রদর্শন করানোর মাধ্যমে আপনি সেখান থেকে আয় করতে পারেন ।। আপনি যে কোম্পানির এড আপনার ওয়েবসাইটে প্রদর্শন করাবেন সে কোম্পানি আপনাকে একটি নির্দিষ্ট মূল্য প্রদান করবে তাদের বিজ্ঞাপন আপনার ওয়েবসাইটে প্রদর্শন করানোর জন্য ।।
এখন আপনি বলতে পারেন আপনি এই ধরনের কোম্পানি পাবেন কোথায় যারা আপনার ওয়েবসাইটে তাদের বিজ্ঞাপন প্রদর্শন করানোর জন্য টাকা দিবে ।। এই ধরনের বিজ্ঞাপন পাওয়ার জন্য আনলাইনে অনেক জনপ্রিয় সাইট আছে ( যেমনঃ গুগুল অ্যাডসেন্স )। এসব ওয়েবসাইট থেকে কিভাবে বিজ্ঞাপন নিবেন এবং কিভাবে আয় হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা অন্য আর একদিন করা হবে ।। এখ শুধু ওয়েবসাইট থেকে আয় করার প্রসেস সম্পর্কে জানি ।।

২। নিজে কোন পণ্য বিক্রি করে আয়ঃ আপনার ওয়েবসাইট যদি জনপ্রিয় হয়ে ওঠে এবং প্রতিদিন বেশ ভালো ট্রাফিক আসে । তাহলে আপনি আপনার নিজের তৈরি করা কোনো পণ্যের বিজ্ঞাপন সেখানে দিতে পারেন এবং সেখান থেকে আপনি আপনার পণ্যের বেশ ভালো মানের সেল পেতে পারেন । তবে এটা শুধুমাত্র আপনার তৈরি করা কোন প্রোডাক্ট থাকলেই সম্ভব । এক্ষেত্রে আপনার যদি বিক্রি করার মতো কোন পণ্য না থাকে তাহলে সম্ভব না ।।

৩। অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়ঃ এটা অনেকটা সেলসম্যানের মতো । এখানে আপনাকে বিভিন্ন কোম্পানির পণ্য বিক্রি করে দিতে হবে এবং প্রতিবার যখন আপনি অন্য কোনো কোম্পানির কোন পণ্য আপনার নিজের মাধ্যমে বিক্রি করতে পারবেন তখন আপনাকে সেই বিক্রয়কৃত পণ্যের অর্থ থেকে কমিশন দেয়া হবে । আপনি চাইলে আপনার ওয়েবসাইটে এই ধরনের মার্কেটিং করতে পারেন । নিজের সাইট বা ব্লগ করে আমাদের দেশের অনেকেই অ্যাফিলিয়েট মার্কেটিং করছে । তাই চাইলে আপনিও এ জাতীয় কাজ করে আয় করতে পারেন ।।

৪। ইমেইল কালেকশনঃ আমরা সবাই কম বেশি ইন্টারনেট থেকে বই , গান , ভিডিও ইত্যাদি ডাউনলোড করে থাকি । কিন্তু মাঝে মাঝে বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করার সময় দেখে থাকি সেখানে আমাদের কে ইমেইল অ্যাড্রেস দিতে বলে । আমরা ইমেইল অ্যাড্রেস দিলেই কেবল আমাদেরকে সেটা ডাউনলোড করতে দেয় । কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এমনটা হয় ? কেন ইমেইল অ্যাড্রেস চায় ঐ ডাউনলোড সাইট গুলোতে ? এমনটা হচ্ছে এই জন্য যে আপনি বই বা গান ডাউনলোড করার সময় যেই ইমেইল অ্যাড্রেস টি দিবেন তারা তা সংরক্ষন করে রাখে । এভাবে যতোজন বইটি বা গানটি ডাউনলোড করবে ততো জনের ইমেইল অ্যাড্রেস তাদের কাছে থাকবে ।। এই ভাবে ধরলাম এক হাজার জনের ইমেইল অ্যাড্রেস ওই ওয়েবসাইটের মালিকের কাছে আছে । এবার তিনি ঐ এক হাজার ইমেইল বিভিন্ন ইমেইল মার্কেটারদের কাছে বিক্রি করতে পারবেন । কারন অধিকাংশ ইমেইল মার্কেটিং এর জন্য এক্টিভ ইমাইল অ্যাড্রেসের তালিকার প্রয়োজন পরে । এই জন্য বিভিন্ন ইমেইল মার্কেটাররা ইমেইল অ্যাড্রেস কিনে নেয় নিজেদের ইমেইল মার্কেটিং করার জন্য ।। এবার আসি মুল কথায় আপনার যদি এ রকম একটি ওয়েবসাইট থাকে আর আপনি যদি এভাবে ইমেইল অ্যাড্রেস সংগ্রহ করতে পারেন তাহলে আপনিও এই ইমেইল অ্যাড্রেস গুলো বিক্রি করে আয় করতে পারেন ।।

এভাবে আপনি আরো অনেক উপায়ে ওয়েবসাইট থেকে আয় করতে পারেন । কিন্তু সব কথা মুল কথা হল আপনার ওয়েবসাইটে যদি ট্রাফিক বা ভিজিটর না থাকে তাহলে কোনো লাভ নেই । কারন যে সাইটে ভিজিটর নাই সেই সাইটে কেউ টাকা খরচ করে বিজ্ঞাপন দিবে না । তাই আপনার সাইট টি তখনই আয়ের উৎস হবে যখন প্রতিনিদ প্রচুর পরিমান লোক আপনার ওয়েবসাইট টি ভিজিট করবে । কিন্তু এই পর্যায়ে আপনার ওয়েবসাইট টি নিয়ে আসার জন্য প্রয়োজন প্রচুর পরিশ্রম আর সময় ।।

আপনাকে ওয়েবসাইট থেকে একটা আনুমানি আয়ের হিসাব দেই।। গুগুল অ্যাডসেন্স এর মতে আপনার ওয়েবসাইট এ যদি মাসিক ৫০,০০০ ভিজিটর আসে তাহলে শুধু গুগুল অ্যাডসেন্স থেকেই আপনি বছরে প্রায় ৭,০০০ ডলার ইনকাম করতে পারবেন যা বাংলাদেশি টাকায় প্রায় ৫,৮০,০০০ টাকা । আরো অন্য অন্য ইনকামের কথা তো বাদিই দিলাম ।।

টেকনোলজি সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করুন, কমেন্টের উত্তর দেয়ার চেষ্টা করব ।।
ভালো থাকবেন সবাই ।

22/08/2021

অনলাইন থেকে কিভাবে আয় করবেন.........?

অনলাইন থেকে আয়ের দুটি রাস্তা । এক, চাকরি করা দুই ব্যবসা করা । আমাদের বাস্তব জীবনের মতো অনলাইনেও আমরা চাকরি এবং ব্যবসা দুটোই করতে পারি ।।
আজ আপনাদের সাথে কথা বলব অনলাইনে একটি স্থায়ী ইনভেস্ট সম্পর্কে যেটা আপনি একবার করলে সারাজীবন বসে বশেই খেতে পারবেন । এমন একটি ইনভেস্ট হচ্ছে একটি ওয়েবসাইট । একটি ওয়েবসাইট হতে পারে আপনার সারা জীবনের স্থায়ী উপার্জনের ক্ষেত্র । তাহলে চলুন আমরা জানার চেষ্টা করি কিভাবে এটি সম্ভব ।।

মানুষ কেন ওয়েবসাইট তৈরি করে ……?
একটি ওয়েবসাইট হচ্ছে আপনার যে কোন প্রতিষ্ঠানের অনলাইন পরিচয় । যে কোন কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের নামে একটি ওয়েবসাইট করে থাকে যাতে করে ইন্টারনেটে তাদের সম্পর্কে জানা যায় এবং তাদের বিভিন্ন সেবা বা সার্ভিস সম্পর্কে মানুষ যেন সহজেই জানতে পারে ।। এ জাতীয় ওয়েবসাইট গুলো হচ্ছে প্রতিষ্ঠানিক ওয়েবসাইট ।।

কিন্তু প্রতিষ্ঠানিক ওয়েবসাইটের বাইরেও রয়েছে আরো অনেক ওয়েবসাইট যেগুলো হলো ব্যক্তিগত এবং ব্যবসায়িক । এ ধরনের ওয়েবসাইট গুলোতে সাধারণত বিভিন্ন টিপস , আইডিয়া, বিনোদন, খবর ইত্যাদি বিষয় দেয়া হয়ে থাকে ।। এগুলোকে আপনি অপ্রতিষ্ঠানিক ওয়েবসাইট বলতে পারেন ।। এ ধরনেও ওয়েবসাইটগুলো তৈরী করা হয় সাধারণত সখের বসে বা লং টাইম ব্যবসা করার জন্য ।।

যেমনঃ বাংলা ভাষায় বর্তমানে সবচেয়ে বড় টেকনোলজি সাইট হলো টেকটিউনস ।। এটা কিন্তু কোনো প্রতিষ্ঠানিক ওয়েবসাইট নয়, এটা হচ্ছে টেকনোলজি সংক্রান্ত ওয়েবসাইট ব্লগ যেখানে বিভিন্ন মানুষ টেকনোলজি বিষয়ক বিভিন্ন জ্ঞান শেয়ার করে ।। এতে করে প্রতিদিন হাজার হাজার মানুষ টেকটিউনে প্রবেশ করে বিভিন্ন বিষয় শেখার জন্য ।।

ঠিক একই ভাবে আপনিও যদি এ ধরনের একটি ওয়েবসাইট তৈরী করে সঠিক জায়গায় নিয়ে আসতে পারেন তাহলে আপনার বাকি জীবন এই ওয়েবসাইট দিয়েই চালিয়ে দিতে পারবেন, যদি আপনি বুদ্ধিমান হন ।।

ওয়েবসাইট/ব্লগ থেকে কোন কোন পদ্ধতিতে আয় করা সম্ভব তা আমি আগামি পোষ্ট এ জানাব ।।
ভালো থাকবেন সবাই ।।

21/08/2021

"যৌবনের সোনালী সময়টুকু কোন নারীর ধ্যানে মগ্ন না থেকে ভবিষ্যত রচনার কাজে ব্যয় কর, একদিন অসংখ্য নারী তোমার সোনালী জীবনের ছায়াতলে ঠিকানা খুঁজবে..................।

20/08/2021
Want your business to be the top-listed Advertising & Marketing Company in Lalmonirhat?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Nageshwari, Kurigram
Lalmonirhat
5660

Other Web design in Lalmonirhat (show all)
Web Design & Development Web Design & Development
Bhalaguri, Hatibandha
Lalmonirhat, 5530

ওয়েবসাইট ডিজাইন বা যে কোনো ধরনের ডেভেলপমেন্ট এর কাজ করিয়ে ‍নিতে পারবেন আমার কাছ থেকে।

Elite Design Elite Design
House: 35/3, Nocher Market
Lalmonirhat, 1700

We are a digital studio company, we specialize in offering professional graphics design, Corporate I

Clipping Expert Zone Clipping Expert Zone
Chalbala, Sonarhat, Kaligonj
Lalmonirhat

We are providing world best Photoshop service. If you need any professional service then feel free t

Ude Web Design & Development Ude Web Design & Development
East Kadma, Bhalaguri, Hatibandha
Lalmonirhat

ওয়েবসাইট বানাতে যোগাযোগ করুন।

DesignAtik19 DesignAtik19
Aditmary Lalmonir Hat Rongpur
Lalmonirhat, 5501

This page is a website development video class like php js laravel jquery or new php script

Graphics Design Graphics Design
Lalmonirhat Sadar
Lalmonirhat, 5500

We are the best Graphics Design & Professional Service Logo & Brand, T-Shirt Design, Social media De

Mosarrof Sabuz Mosarrof Sabuz
Modina Para
Lalmonirhat, 5500

Web Bazar BD Web Bazar BD
Rangpur
Lalmonirhat, 5520

স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার

Sajib Ghosh Sajib Ghosh
Lalmonirhat, 5520

আমি জানি আমাকে সবাই ভালোবাসে🔥❣️