Hilful Fuzul Foundation

Hilful Fuzul Foundation

You may also like

Md Rasel islam Rasel
Md Rasel islam Rasel

একটি সামাজিক ও সেবামূলক সংগঠন

04/04/2024

“বুয়েটে যদি আবার সেই রাজনীতি ফিরে আসে, তাহলে তা হবে আবরার ফাহাদকে দ্বিতীয়বার হত্যা করার শামিল।'' বলছেন আবরার ফাইয়াজ।
অন্যদিকে ছাত্রলীগ ঘোষণা দিয়েছে, আধুনিক নিয়মতান্ত্রিক ধারার ছাত্ররাজনীতির সূচনা বুয়েট থেকেই শুরু হতে যাচ্ছে।

03/04/2024
18/03/2024

❝যে ব্যক্তি সুন্দর মৃত্যু কামনা করে, 💘💘

সে যেন মানুষের ব্যাপারে ভাল ধারণা পোষণ করে🙏

15/03/2024

ধ্বংস হোক সেই হাত, যেই হাত রোজাদারের গায়ে উঠেছে।
ইয়া রব

12/07/2023

জামাতকে নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন নাগরিক মঞ্চের সমন্বয়কারি ও নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম

TikTok · Baki Billa 09/07/2023

TikTok · Baki Billa Check out Baki Billa's video.

09/07/2023

ঈদের ছুটির আট দিন পর ও বাস ভাড়ায়
রী তি ম তো ডাকাতি

বিস্তারিত কমেন্টে...

09/07/2023

মাহফিলে বাধা😔😔😔

01/06/2023
01/06/2023

🌷যদি আবার কাউকে
ফিরে পাওয়ার সুযোগ থাকতো
তাহলে কাকে ফিরে পেতে চাইতেন?🥀
🥀💗🌷🌿💗

08/05/2023

হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করা পছন্দ করেন তাই আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমিন

05/05/2023

মুফতি আরিফ বিন হাবিব সাহেব হাফি. লিখিত কলাম,,,

#যারা বলেন "নবীজি নুরের তৈরী" তাদের জন্য উৎসর্গ করা হলো।
,,,,,,,,,,,নুর বললেই কি নুরের তৈরী হয়ে যায়?

মুহাব্বতের সাথে নিরপেক্ষভাবে লেখাটা শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।

এক :
আল্লাহ কি নুরের তৈরী? (নাউযুবিল্লাহ! জানিনা)
আল্লাহ তাআলা নূর একথা স্পষ্ট ভাষায় পবিত্র কুরআনে ঘোষিত হয়েছে। ইরশাদ হচ্ছে-

উদাহরণ-১

اللَّهُ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ

আল্লাহ নভোমন্ডল ও ভূমন্ডলের নূর তথা জ্যোতি। [সূরা নূর-৩৫]

উদাহরণ-২
يَهْدِي اللَّهُ لِنُورِهِ مَنْ يَشَاءُ
তিনি তার নুর দ্বারা যাকে ইচ্ছা হেদায়েত দান করেন,
[সূরা নূর-৩৫]

দুই:-
ইসলাম কি নুরের তৈরী?
یُرِیۡدُوۡنَ اَنۡ یُّطۡفِـُٔوۡا نُوۡرَ اللّٰہِ بِاَفۡوَاہِہِمۡ وَ یَاۡبَی اللّٰہُ اِلَّاۤ اَنۡ یُّتِمَّ نُوۡرَہٗ وَ لَوۡ کَرِہَ الۡکٰفِرُوۡنَ
তারা আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায় তাদের মুখের (ফুঁক) দ্বারা, কিন্তু আল্লাহ তো তাঁর নূর পরিপূর্ণ করা ছাড়া অন্য কিছু চান না, যদিও কাফিররা অপছন্দ করে। আয়াতে নুর দ্বারা ইসলাম উদ্দেশ্যে।
তাওবা-৩২


তিন :-
ঈমান কি নুরের তৈরী?

اَللّٰہُ وَلِیُّ الَّذِیۡنَ اٰمَنُوۡا ۙ یُخۡرِجُہُمۡ مِّنَ الظُّلُمٰتِ اِلَی النُّوۡرِ۬ؕ وَ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اَوۡلِیٰٓـُٔہُمُ الطَّاغُوۡتُ ۙ یُخۡرِجُوۡنَہُمۡ مِّنَ النُّوۡرِ اِلَی الظُّلُمٰتِ ؕ اُولٰٓئِکَ اَصۡحٰبُ النَّارِ ۚ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ

যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। আর যারা কুফরী করে, তাদের অভিভাবক হল তাগূত। তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়। তারা আগুনের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে।
আয়াতে নুর দ্বারা ঈমান উদ্দেশ্য
বাকারা-২৫৭

চার :-
কুরআন কি নূরের তৈরী?

উদাহরণ-১
وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنزِلَ مَعَهُ ۙ أُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ

এবং সে নূরের অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে, শুধুমাত্র তারাই নিজেদের উদ্দেশ্য সফলতা অর্জন করতে পেরেছে।
[সূরা আরাফ-১৫৭]

উদাহরণ-২
یٰۤاَیُّہَا النَّاسُ قَدۡ جَآءَکُمۡ بُرۡہَانٌ مِّنۡ رَّبِّکُمۡ وَ اَنۡزَلۡنَاۤ اِلَیۡکُمۡ نُوۡرًا مُّبِیۡنًا
হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট প্রমাণ এসেছে এবং আমি তোমাদের নিকট স্পষ্ট আলো নাযিল করেছি।
নিসা-১৭৪

উদাহরণ-৩
اَوَ مَنۡ کَانَ مَیۡتًا فَاَحۡیَیۡنٰہُ وَ جَعَلۡنَا لَہٗ نُوۡرًا یَّمۡشِیۡ بِہٖ فِی النَّاسِ کَمَنۡ مَّثَلُہٗ فِی الظُّلُمٰتِ لَیۡسَ بِخَارِجٍ مِّنۡہَا ؕ کَذٰلِکَ زُیِّنَ لِلۡکٰفِرِیۡنَ مَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ
যে ছিল মৃত, অতঃপর আমি তাকে জীবন দিয়েছি এবং তার জন্য নির্ধারণ করেছি আলো, যার মাধ্যমে সে মানুষের মধ্যে চলে, সে কি তার মত যে ঘোর অন্ধকারে রয়েছে, যেখান থেকে সে বের হতে পারে না? এভাবেই কাফিরদের জন্য তাদের কৃতকর্ম সুশোভিত করা হয়।
আনআম-১২২

উদাহরণ-৪
وَكَذَٰلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا ۚ مَا كُنتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ وَلَٰكِن جَعَلْنَاهُ نُورًا نَّهْدِي بِهِ مَن نَّشَاءُ مِنْ عِبَادِنَا ۚ وَإِنَّكَ لَتَهْدِي إِلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ


এমনিভাবে আমি আপনার কাছে এক ফেরেশতা প্রেরণ করেছি আমার আদেশক্রমে। আপনি জানতেন না, কিতাব কি এবং ঈমান কি? কিন্তু আমি একে করেছি নূর, যাদ্দ্বারা আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা পথ প্রদর্শন করি। নিশ্চয় আপনি সরল পথ প্রদর্শন করেন।
{সূরা আশশুরা-৫২]

উদাহরণ-৫
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰہَ وَ اٰمِنُوۡا بِرَسُوۡلِہٖ یُؤۡتِکُمۡ کِفۡلَیۡنِ مِنۡ رَّحۡمَتِہٖ وَ یَجۡعَلۡ لَّکُمۡ نُوۡرًا تَمۡشُوۡنَ بِہٖ وَ یَغۡفِرۡ لَکُمۡ ؕ وَ اللّٰہُ غَفُوۡرٌ رَّحِیۡمٌ

হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং তাঁর রাসূলের প্রতি ঈমান আন, তিনি স্বীয় রহমতে তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার দেবেন, আর তোমাদেরকে নূর দেবেন যার সাহায্যে তোমরা চলতে পারবে এবং তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন। আর আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু।
হাদিদ -২৮

পাচ :-
হেদায়াত কি নূরের তৈরী?

الٓرٰ ۟ کِتٰبٌ اَنۡزَلۡنٰہُ اِلَیۡکَ لِتُخۡرِجَ النَّاسَ مِنَ الظُّلُمٰتِ اِلَی النُّوۡرِ ۬ۙ بِاِذۡنِ رَبِّہِمۡ اِلٰی صِرَاطِ الۡعَزِیۡزِ الۡحَمِیۡدِ ۙ

আলিফ-লাম-রা; এই কিতাব, যা আমি তোমার প্রতি নাযিল করেছি, যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আন, পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথের দিকে।আয়াতে নুর দ্বারা হেদায়েত উদ্দেশ্যে।
ইবরাহিম-১

ছয় :-
চাঁদ কি নূরের তৈরী?

উদাহরণ-১
هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاءً وَالْقَمَرَ نُورًا

তিনিই সে মহান সত্তা, যিনি বানিয়েছেন সুর্যকে উজ্জল আলোকময়,আর চন্দ্রকে নূর [স্নিগ্ধ আলো বিতরণকারীরূপে]। {সূরা ইউনুস-৫}


উদাহরণ-২
وَّ جَعَلَ الۡقَمَرَ فِیۡہِنَّ نُوۡرًا وَّ جَعَلَ الشَّمۡسَ سِرَاجًا
আর এগুলোর মধ্যে চাঁদকে সৃষ্টি করেছেন আলো আর সূর্যকে সৃষ্টি করেছেন প্রদীপরূপে’।
নুহ-১৬

সাত :-
ইনসাফ কি নুরের তৈরী?
وَ اَشۡرَقَتِ الۡاَرۡضُ بِنُوۡرِ رَبِّہَا وَ وُضِعَ الۡکِتٰبُ وَ جِایۡٓءَ بِالنَّبِیّٖنَ وَ الشُّہَدَآءِ وَ قُضِیَ بَیۡنَہُمۡ بِالۡحَقِّ وَ ہُمۡ لَا یُظۡلَمُوۡنَ

আর যমীন তার রবের নূরে আলোকিত হবে, আমলনামা উপস্থিত করা হবে এবং নবী ও সাক্ষীগণকে আনা হবে, তাদের মধ্যে ন্যায়বিচার করা হবে। এমতাবস্থায় যে, তাদের প্রতি যুলম করা হবে না।আয়াতে নুর দ্বারা ইনসাফ উদ্দেশ্য।
যুমার-৬৯

আট :-
দিবস কি নুরের তৈরী?
اَلۡحَمۡدُ لِلّٰہِ الَّذِیۡ خَلَقَ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضَ وَ جَعَلَ الظُّلُمٰتِ وَ النُّوۡرَ ۬ؕ ثُمَّ الَّذِیۡنَ کَفَرُوۡا بِرَبِّہِمۡ یَعۡدِلُوۡنَ

সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টি করেছেন আসমান ও যমীন এবং সৃষ্টি করেছেন অন্ধকার ও আলো। তারপর কাফিররা তাদের রবের সমতুল্য স্থির করে।আয়াতে নুর দ্বারা দিনের আলো উদ্দেশ্য। আনআম-১

নয় :-
ঈমানদারগণ কি নূরের তৈরী?
یَوۡمَ یَقُوۡلُ الۡمُنٰفِقُوۡنَ وَ الۡمُنٰفِقٰتُ لِلَّذِیۡنَ اٰمَنُوا انۡظُرُوۡنَا نَقۡتَبِسۡ مِنۡ نُّوۡرِکُمۡ ۚ قِیۡلَ ارۡجِعُوۡا وَرَآءَکُمۡ فَالۡتَمِسُوۡا نُوۡرًا ؕ فَضُرِبَ بَیۡنَہُمۡ بِسُوۡرٍ لَّہٗ بَابٌ ؕ بَاطِنُہٗ فِیۡہِ الرَّحۡمَۃُ وَ ظَاہِرُہٗ مِنۡ قِبَلِہِ الۡعَذَابُ

সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীগণ ঈমানদারদের বলবে, ‘তোমরা আমাদের জন্য অপেক্ষা কর, তোমাদের নূর থেকে আমরা একটু নিয়ে নেই’, বলা হবে, ‘তোমরা তোমাদের পিছনে ফিরে যাও এবং নূরের সন্ধান কর,’ তারপর তাদের মাঝখানে একটি প্রাচীর স্থাপন করে দেয়া হবে, যাতে একটি দরজা থাকবে। তার ভিতরভাগে থাকবে রহমত এবং তার বহির্ভাগে থাকবে আযাব।
হাদিদ আয়াত-১৩

দশ :-
বৃদ্ধ মানুষ কি নুরের তৈরী?

عَنْ شُرَحْبِيلَ بْنِ السِّمْطِ،
শুরাহবীল ইব্‌ন সিম্‌ত (রহঃ) থেকে বর্ণিত থেকে বর্ণিতঃ
قَالَ لِكَعْبِ بْنِ مُرَّةَ: -
তিনি কা'ব ইব্‌ন মুররাহ্‌ (রাঃ)-কে বললেনঃ

يَا كَعْبُ
হে কা'ব!
حَدِّثْنَا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে আমাদের নিকট হাদিস বর্ণনা করুন

وَاحْذَرْ
এবং সাবধানতা অবলম্বন করুন।

قَالَ
তিনি বললেন,

سَمِعْتُهُ يَقُولُ
আমি তাঁকে বলতে শুনেছিঃ

«مَنْ شَابَ شَيْبَةً فِي الْإِسْلَامِ فِي سَبِيلِ اللَّهِ،
যে ব্যক্তি মুসলিম অবস্থায় আল্লাহ্‌র রাস্তায় বৃদ্ধ হয়েছে,

كَانَتْ لَهُ نُورًا يَوْمَ الْقِيَامَةِ»
কিয়ামতের দিন তা তার জন্য নূর হবে।
সুনানে আন-নাসায়ী, হাদিস নং ৩১৪৪

এগারো :-
সাদা/শুভ্র চুল,দাড়ি কি নুরের তৈরী?

উদাহরণ-১
عَن عَبْدِ اللهِ بْنِ عمرو قال قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم
আব্দুল্লাহ বিন আম্‌র (রাঃ) থেকে বর্ণিতঃ:
আল্লাহর রসূল (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,

الشَّيْبُ نُورُ المُؤْمِنِ
“শুভ্ৰ কেশ মুমিনের নুর (জ্যোতি)।
لاَيَشِيبُ رَجُلٌ شَيْبَةً فِي الإسْلاَمِ إلاَّ كانَتْ لَهُ بِكُلِّ شَيْبَةٍ حَسَنَةٌ وَرُفعَ بِهَا دَرَجَةً
ইসলামে যে ব্যক্তিরই একটি কেশ শুভ্র হবে, সেই ব্যক্তির প্রত্যেক শুভ্ৰ কেশের পরিবর্তে একটি করে নেকী লাভ হবে এবং একটি করে মর্যাদায় সে উন্নীত হবে।”
সহিহুল জামি ৩৭৪৮

উদাহরণ-২

عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ،
আমর ইবনু শু’আইব (রহঃ) হতে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদা থেকে বর্ণিতঃ:

قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ

‏ لاَ تَنْتِفُوا الشَّيْبَ
তোমরা পাকা চুল-দাঁড়ি উপড়ে ফেলো না।

مَا مِنْ مُسْلِمٍ يَشِيبُ شَيْبَةً فِي الإِسْلاَمِ.‏
قَالَ عَنْ سُفْيَانَ ‏"‏ إِلاَّ كَانَتْ لَهُ نُورًا يَوْمَ الْقِيَامَةِ ‏"‏ ‏
কেননা কোন মুসলিম ইসলামের মধ্যে থেকে চুল পাকালে (সুফিয়ানের বর্ণনায় রয়েছে) এটা তার জন্য ক্বিয়ামাতের দিন উজ্জ্বল নূর হবে।
‏ وَقَالَ فِي حَدِيثِ يَحْيَى ‏"‏ إِلاَّ كَتَبَ اللَّهُ لَهُ بِهَا حَسَنَةً وَحَطَّ عَنْهُ بِهَا خَطِيئَةً ‏"‏ ‏.‏
(ইয়াহইয়ার বর্ণনায় রয়েছে) আল্লাহ তার প্রতিটি পাকা চুলের পরিবর্তে তাকে একটি নেকী দান করবেন এবং একটি গুনাহ মিটিয়ে দিবেন।
সুনানে আবু দাউদ, হাদিস নং ৪২০২
أَوَّلُ كِتَابِ التَّرَجُّلِ | بَابٌ : فِي نَتْفِ الشَّيْبِ

বারো :-
নামাজ কি নূরের তৈরী?
قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ الطُّهُورُ شَطْرُ الإِيمَانِ
আবূ মালিক আল আশ’আরী (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:পবিত্রতা হল ঈমানের অর্ধেক অংশ।

وَالْحَمْدُ لِلَّهِ تَمْلأُ الْمِيزَانَ ‏
আলহাম্‌দু লিল্লা-হ’ মিযানের পরিমাপকে পরিপূর্ণ করে দিবে।

وَسُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلآنِ - أَوْ تَمْلأُ - مَا بَيْنَ السَّمَوَاتِ وَالأَرْضِ
এবং “সুবহানাল্লা-হ ওয়াল হাম্‌দুলিল্লা-হ” আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে পরিপূর্ণ করে দিবে।

وَالصَّلاَةُ نُورٌ
‘সলাত’ হচ্ছে একটি উজ্জ্বল জ্যোতি।

وَالصَّدَقَةُ بُرْهَانٌ
সদাকাহ্’ হচ্ছে দলীল।

وَالصَّبْرُ ضِيَاءٌ
ধৈর্য’ হচ্ছে জ্যোতির্ময়।

وَالْقُرْآنُ حُجَّةٌ لَكَ أَوْ عَلَيْكَ
আর ‘আল কুরআন’ হবে তোমার পক্ষে অথবা বিপক্ষে প্রমাণ স্বরূপ।

كُلُّ النَّاسِ يَغْدُو فَبَائِعٌ نَفْسَهُ فَمُعْتِقُهَا أَوْ مُوبِقُهَا ‏
বস্তুতঃ সকল মানুষই প্রত্যেক ভোরে নিজেকে ‘আমালের বিনিময়ে বিক্রি করে। তার ‘আমাল দ্বারা সে নিজেকে (আল্লাহর ‘আযাব থেকে) মুক্ত করে অথবা সে তার নিজের ধ্বংস সাধন করে।
সহিহ মুসলিম, হাদিস নং ৪২২
كِتَابٌ : الطَّهَارَةُ | بَابٌ : فَضْلُ الْوُضُوءِ

তেরো :-
সময় কি নুরের তৈরী?
عَن أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ أَنَّ النَّبِىَّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ فِى يَوْمِ الْجُمُعَةِ أَضَاءَ لَهُ مِنَ النُّورِ مَا بَيْنَ الْجُمُعَتَيْنِ
আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃ:
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “যে ব্যক্তি জুমআর দিন সূরা কাহ্‌ফ পাঠ করবে তার জন্য দুই জুমআর মধ্যবর্তীকাল জ্যোত হবে।
সহিহুল জামে ৬৪৭০(আলবানি রহঃ)

যেমন আল্লাহ রাব্বুল আলামীন নূর, কিন্তু নূরের তৈরী নয়। কুরআনে কারীম নূর কিন্তু নূরের তৈরী নয়। হেদায়াত নূর কিন্তু নূরের তৈরী নয়। চাঁদ নূর কিন্তু নূরের তৈরী নয়। নামাজ নুর কিন্ত নুরের তৈরী নয়। ইত্যাদি।ঠিক তেমনি রাসূল সাঃ অবশ্যই নূর কিন্তু নূরের তৈরী নয়।

আরিফ বিন হাবিব,,,,,,,

04/05/2023

প্রিয়নবী হযরত মুহাম্মাদ (স) এঁর প্রতি সর্বাধিক ভালোবাসা, ঈমান লাভ করার শর্ত - এ সম্পর্কে একটি প্রসিদ্ধ হাদীস ও অনুবাদ -
عَنْ أَنَسٍ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ : لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتّى أَكُوْنَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِه وَوَلَدِه وَالنَّاسِ أَجْمَعِيْنَ. مُتَّفَقٌ عَلَيْهِ

আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (স) বলেছেনঃ তোমাদের মধ্যে কেউ (প্রকৃত) মু’মিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতা, তার সন্তান-সন্ততি এবং অন্যান্য সকল মানুষ হতে প্রিয়তম হই।

সহীহ : বুখারী ১৫, মুসলিম ৪৪, ইবনু মাজাহ ৬৭, দারিমী ২২৭৮৩, আহমাদ ১২৮১৪; শব্দ বুখারীর।
হাদিসের মানঃ সহিহ হাদিস

04/05/2023

অনলাইনে আসার
৩ টি উদ্দেশ্য হোক!

০১.দাওয়াত
মানুষের কাছে সঠিক দ্বীন পৌঁছে দেওয়া।

০২. জ্ঞান
অন্যের কাছ থেকে ইসলামিক জ্ঞান অর্জন করা।

০৩.আমল
অর্জনকৃত জ্ঞানগুলো আমলে পরিনত করা।

03/05/2023

আলহামদুলিল্লাহ

03/05/2023

আল্লাহ দিয়েও পরীক্ষা করেন,
আবার কেড়ে নিয়েও পরীক্ষা করেন।

আল্লাহ যেটা দেন সেটা নিয়ামত,
যেটা দেন না সেটা হিকমত,
যেটা দিয়ে আবার নিয়ে নেন সেটা পরীক্ষা,
ধৈর্যের পর যেটা দেন সেটা কুদরত।

সমস্ত কিছুর জন্য আলহামদুলিল্লাহ।🤲

18/04/2023

সবচেয়ে উওম দোয়া হলো আলহামদুলিল্লাহ
(তিরমিজি --৩৩৮৩)
Alhamdulillah

18/04/2023

পবিত্র ঈদুল ফিতর
উপলক্ষে
২০ এপ্রিল থেকে পদ্মা সেতুর উপর দিয়ে মোটরসাইকেল চলার অনুমতি দিল সরকার।

17/04/2023

পর কে যতই আপন মনে করো,পর কখনো আপন হয়না।যখন স্বার্থে আঘাত লাগে তখন আসল পরিচয় ফুটে উঠে।

06/04/2023

কাজটা কি ঠিক হল........
পুলিশকে একা পেয়ে জনতার ধোলাই!

06/04/2023

আলহামদুলিল্লাহ
অসাধারণ এক মুহূর্ত

04/08/2022

📌 #কেমন_ছিলেন_প্রিয়_রাসুল(সঃ)?
১/ তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন।
২/ তিনি কম হাসতেন।
৩/ তিনি মুচকি হাসতেন,হাসি ওনার ঠোঁটে লেগে থাকতো।
৪/ তিনি অট্রহাসি হাসতেন না।
৫/ তিনি তাহাজ্জুদ নামাজ ত্যাগ করতেন না।
৬/ তিনি শতবার ক্ষমা প্রার্থণা করতেন।
৭/ তিনি নিজের জন্যে কখনোই প্রতিশোধ গ্রহণ করতেন না।
৮/ তিনি যুদ্ধক্ষেত্র ছাড়া কাউকেও আঘাত করেননি।
৯/ তিনি বিপদে পড়লে তাৎক্ষনিক নামাজে দাড়িয়ে যেতেন।
১০/ তিনি অসুস্থ হলে বসে নামাজ পড়তেন।
১১/ তিনি শিশুদের সালাম দিতেন।
১২/ তিনি সমাবেত মহিলাদের সালাম দিতেন।
১৩/ তিনি শিশুদের পরম স্নেহ করতেন।
১৪/ তিনি পরিবারের সদস্যদের সাথে কোমল আচরণ করতেন।
১৫/ তিনি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন।
১৬/ তিনি ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন।
১৭/ তিনি মিথ্যাকে সার্বাধিক ঘৃণা করতেন।
১৮ তিনি উপহার গ্রহণ করতেন।
১৯/ তিনি সাদকাহ (দান) করতেন।
২০/ তিনি সব সময় আল্লাহ কে স্মরণ করতেন।
২১/ তিনি আল্লাহ কে সার্বাধিক ভয় করতেন।
২২/ হাতে যা আসত, তা আল্লাহর রাস্তায় দান করে দিতেন।
১. কেউ কথা বলতে বসলে সে ব্যক্তি উঠা না
পর্যন্ত তিনি উঠতেন না।
২. লৌকিকতার প্রয়োজনেও ছোট প্লেটে
খাবার খেতেন না।
৩. সর্বদা আল্লাহর ভয়ে ভীত থাকতেন।
৪. অধিকাংশ সময়ই নিরব থাকতেন।
৫. বিনা প্রয়োজনে কথা বলতেন না।
৬. কথা বলার সময় সুস্পষ্টভাবে বলতেন যাতে
শ্রবনকারী সহজেই বুঝে নিতে পারে।
৭. বক্তব্য দীর্ঘস্হায়ী করতেন না যাতে
শ্রোতারা বিরক্ত হয়ে যায়।
এবং এত সংক্ষিপ্ত করতেন না যাতে কথা
অসম্পূর্ণ থেকে যায়।
৮. কথা, কাজে ও লেন-দেনে কঠোরতা
অবলম্বন করতেন না।
৯. নম্রতাকে পছন্দ করতেন ।
১০. তার নিকট আগত ব্যক্তিদের অবহেলা
করতেন না।
১১. কারো সাথে বিঘ্নতা সৃষ্টি করতেন না।
১২. শরীয়ত বিরোধী কথা হলে তা থেকে
বিরত রাখতেন বা সেখান থেকে উঠে
যেতেন।
১৩. আল্লাহ তায়ালার প্রতিটি নিয়ামতকে
কদর করতেন।
১৪. খাদ্য দ্রব্যের দোষ ধরতেন না। মন চাইলে
খেতেন না হয় বাদ দিতেন।
১৫. ক্ষমাকে পছন্দ করতেন।
১৬. যে কোন প্রশ্নের যথাযথ উত্তর দিতেন,
যাতে প্রশ্নকারী সে ব্যাপারে পরিপূর্ণ
অবহিত হয়।
১৭. সর্বদা ধৈর্য্য ধরতেন।
রাসুল (সা.) এর গুণাবলী বর্ণনা করে শেষ করা
যাবে না।
আল্লাহ তায়ালা আমাদেরকে নবী (সা.) এর
চরিত্রে চরিত্রবান হওয়ার তাওফীক দান
করুন,,আমিন

04/08/2022

এই দিন দিন নয় আরো দিন আছে
জুলুমের মাত্রাটা খুবই বেড়ে গেছে,
# #কারাবন্দী আলেমদের কে নিয়ে একটি ইসলামিক গজল।

Want your public figure to be the top-listed Public Figure in Madaripur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

জামাতকে নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন নাগরিক মঞ্চের সমন্বয়কারি ও নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম
মাহফিলে বাধা😔😔😔
মাশাআল্লাহ। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
ক্যারিসমেটিক নেতা এরদোয়ান 💗

Category

Telephone

Website

Address

Madaripur

Other Public Figures in Madaripur (show all)
SikderRifat SikderRifat
Madaripur

Like comment & share pliz

Shopno Buzz -সপ্ন বাজ Shopno Buzz -সপ্ন বাজ
Madaripur, 3321

আসসালামু আলাইকুম প্রিয় আমার পেইজে আপনাকে স্বাগতম

ÎMpÖRtàñts // ÎMpÖRtàñts //
Kalkini
Madaripur, 8050

এটা আমার প্রথম পেজ সকলের কাছে অনুরোধ সাপোর্ট করে পাশে থাকবেন । ধন্যবাদ �

Rafi Ahmed Minhaj Rafi Ahmed Minhaj
Madaripur

নেভার বিলিভ আপনজন 🙂

Sikhder Sakil Sikhder Sakil
Madaripur

আনন্দ পাবে ভরপুর। বাসা আমার মাদারীপুর

Gamingxx.Rahman Gamingxx.Rahman
Kalikapur
Madaripur

https://www.youtube.com/@gamingrahmanyt6035

Umme Hafsa SR Umme Hafsa SR
Madaripur
Madaripur

Umme Hafsa SR

Saad Ahmed Saad Ahmed
Madari Pur
Madaripur

ভাইরাল Express ツ ভাইরাল Express ツ
Madaripur

আমদের পেইজটি ভালো লাগলে একটা লাইক দিব?

Tanu Trade International Tanu Trade International
Takerhat
Madaripur

A Complete Solution for Health.

Mujahidul Islam Mujahidul Islam
Madaripur

Nayon Ahmed 02 Nayon Ahmed 02
Madaripur
Madaripur, 7900

Always view the bright side of life �