Liza Akter

Liza Akter

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Liza Akter, Madaripur.

Manuser sob sopno puron hoe na.....bt je sopno gulo puron na holei noe ba ja puron kora saddher moddhe ta jodi puron na hoe ta hole mone sara jibon tai britha...

01/04/2024
19/08/2022

❝এমন পুরুষ হও।
যেনো কোন নারী তোমাকে পেয়ে হাজার বার রবের দরবারে শুকরিয়া আদায় করে!❞ 🖤

-স্বামী হওয়া খুব সহজ!!
-কিন্তু মনের মতো মানুষ হওয়া কি এতো সহজ?

দরজার আড়ালে স্ত্রীর গায়ে হাত তোলা মানুষটাও স্বামী, খাবারে লবণ বেশি হলে প্লেট ছুড়ে ফেলে দেওয়া মানুষটাও স্বামী, পরিবারের অন্যদের পরামর্শে স্ত্রীর উপর নির্যাতন করা মানুষটাও কিন্তু স্বামী!!

কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এরা কেউই মনের মানুষ না! এই পৃথিবীতে স্বামীদের কোন অভাব নেই, কিন্তু অভাব হচ্ছে একজন মনের মানুষের!!___💔

আমরা যাঁর সাথে সারাজীবন কাটাবো সে শুধু স্বামী না হয়ে, সেই মানুষটা আমাদের মনের মানুষ হোক।
যার জন্য সবকিছু ছেড়ে তার বুকে মাথা লুকাবো,
সেই মানুষটা আমাদের ভরসার জায়গা হোক, সেই মানুষটা রোদে ছায়ার মতো, বৃষ্টিতে ছাতার মতো, মাথার উপর ছাদের মতো হোক। যে-ই মানুষটার কাছে থাকলে কখনো হারিয়ে যাবার ভয় থাকবেনা, যে-ই মানুষটা কখনো ছেড়ে যাবেনা, সেই মানুষটা আমাদের হোক। সেই মানুষটা শুধু আমাদের জীবনসঙ্গী না, আমাদের প্রাণের সঙ্গীও হোক।___💞

-এই পৃথিবীতে সবার একজন সৎ মনের মানুষ হোক!
সেই মানুষটার সাথে শুধু এই জীবন না, জান্নাতেও যেনো একসাথে থাকতে পারে!!__🥀💓
©

06/08/2022

avabe r koto jon k kadte hobe........
Allah....

04/08/2022

মেয়েরা তার চরম শত্রুকেও একদিন ক্ষমা করে দেয় কিন্তু তার প্রেগ্ন্যাসির সময় যে তাকে একটু কষ্ট দিয়েছে তাকে কোনদিন ক্ষমা করেনা।

প্রেগন্যান্ট অবস্থায় কে তাকে কাঁচা আম ভর্তা মাখিয়ে খাইয়েছে, কে তাকে মাথায় তেল দিয়ে দিয়েছে, কে তাকে একটু সেবাযত্ন করেছে তা আজীবন তারা মনে রাখবে।

অন্যদিকে কে কে তাকে খাওয়া নিয়ে খোঁচা মেরে কথা বলেছে, কার কাছে কদবেল খেতে চেয়েছিলো কিন্তু সে দেয়নি, কার বাড়ির বিরানির ঘ্রান নাকে এসেছিলো কিন্তু এক প্লেট দেয়নি এই কথাও সে আজীবন মনে রাখবে এবং তাদেরকে আজীবন সে বাতিলের খাতায় টুকে রাখবে।

আসলে প্রেগ্ন্যাসিটা একটা মেয়ের জীবনে এমন একটা সময় যখন তার মন কোন যুক্তি, পরামর্শ, কোন নিয়ম বোঝেনা। অবুঝ শিশুর মতো হয়ে যায়।

পাশের বাড়ির বিড়ালের ঝগড়া দেখেও সে ভেউভেউ করে কাঁদে, আবার অতি শখের জামাটা কেন গায়ে আঁটছেনা এটা নিয়েও ফুপিয়ে কাঁদে।

আমার কথা বলি- আমার প্রেগ্ন্যাসির পুরো সময়টাই আমি কলেজে চাকরি করেছি। রোজই লাঞ্চ নিয়ে যেতাম বাসা থেকে। কিন্তু লাঞ্চ টাইমে খেতে বসলেই কান্না আসতো, কারন পাশের টেবিলে কোন কলিগ হয়তো আলু ভাজি দিয়ে ভাত খাচ্ছে। আমার সেটা খেতে মন চাচ্ছে কিন্তু লজ্জায় বলতে পারছিনা, তাই এই শোকে আমি কাঁদতাম 🤭🤭🤭।

একদিন কী ভেবে আমার প্রিন্সিপাল ম্যাম আমার জন্য অনেক পদের ভর্তা বানিয়ে নিয়ে এসেছেন। আমি কলেজ থেকে বিদায় নেয়ার সময় ম্যামকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম 😭😭😭।

আসলেই এই সময়টা একটা মেয়ের জীবনের বড় আশ্চর্যের সময়। দেখবেন এই নয় মাসের ঘটনা সে যদি নব্বই বছর বেঁচে থাকে তাও ইনিয়ে বিনিয়ে বলবে- "আলামিনের বাপ প্যাটে থাকতে কতো যে ডিম ওয়ালা কই মাছ খাইতে মন চাইছে, কেউ আইনা দেয়নাই"।

তাই আপনার কাছের মানুষ যদি কেউ প্রেগন্যান্ট থাকে তার যত্ন নিন। অন্য সবার থেকে একটু আলাদা প্রায়োরিটি তাকে দিন। একটু তার দাবীগুলো পূরন করুন।

আর স্বামী হলে- এই নয় মাসের জন্য মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে রাখেন যে রাত ৩টা বাজে তার তেতুল দিয়ে আইসক্রিম খেতে মন চাইতে পারে 😄😄।

মধ্যপ্রদেশ থেকে মিলল ৬৫ মিলিয়ন বছর পুরনো সাতটি ডাইনোসরের ডিম - World Khobor 28/03/2022

মধ্যপ্রদেশ থেকে মিলল ৬৫ মিলিয়ন বছর পুরনো সাতটি ডাইনোসরের ডিম - World Khobor সে কোন আদিম যুগে হেঁটে বেড়াতো তারা পৃথিবীর বুকে! এখন মাটি খুঁড়লে কেবল পাওয়া যাবে তাদের জীবাশ্ম। তবে শুনে অবাক হ...

05/11/2021

Owwww🥰🥰🥰

05/11/2021

একজন মা তার ছেলেকে জন্ম দেন নাড়ী থেকে,
একজন স্ত্রী সেই ছেলেকেই জন্ম দেন হৃদয় থেকে।

একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে দশ মাস,
একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন।

একজন মা জন্ম দেন একজন শিশু পুত্রকে,
একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে।

একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান,
একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাটেন।

একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান,
একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারাজীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন।

সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান,
আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন।

সন্তান না খেতে পারলে পাতের সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়েই খান, আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন।

সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয়।
আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটি স্ত্রীকে এক না একদিন নির্যাতিত হতেই হয়।

মায়ের কাছে সন্তানের জীবনে দায়িত্ব নেওয়ার শুরু প্রায় কুড়ি বছর।
স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেভানোর শেষ বাকি ষাটটি বছর(কখনো কখনো সেটি আশি বছরেও যেতে পারে যদি আয়ু একশো বছর হয়)।

সন্তানের শৈশবে তার মল মুত্র মা-ই পরিস্কার করেন।
সন্তান যখন বৃদ্ধ হন তখন তার এই একই দায়িত্ব স্ত্রীর কাঁধেই বর্তায়।

মায়ের কোল হল সেই কোল যেখানে সন্তানের জন্ম হয় অর্থাৎ প্রথম বিছানা।
স্ত্রীর কোল হল সেই কোল যেখানে মৃত্যু হয় অর্থাৎ শেষ বিছানা।

গর্ভ থেকে জন্ম নেওয়াটাই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে তাহলে শেষ কথা একটাই বলব-

"একজন আপনাকে গর্ভে ধারণ করেছেন,
অন্যজন আপনার জন্য গর্ভধারণ করবেন।"
"একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন,
অন্যজন আপনার জন্য শত কষ্ট সহ্য করে আরেক জনকে জন্ম দিয়ে মা হবেন।"

কালেক্টেড।।।

05/10/2021

Kovid19 er vaccine die aslam.....1st dose ei jor aisa porce.....amon kar kar hoice?

03/10/2021

Assalamualikum sobaik....amar new page e sobaik sagotom...asa korci sobai amar sathe thakben...

Want your business to be the top-listed Clothing Store in Madaripur?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Madaripur
7932

Other Madaripur clothing stores (show all)
Rupa Ladies Corner Rupa Ladies Corner
Madaripur, 7900

I am self employed

Online_BD_Shop Online_BD_Shop
Madaripur, 1230

In general,the main purpose of this business page is to provide welfare to the people and make our s

Ayaan Fasion Ayaan Fasion
Lake Par, Watch Tower
Madaripur, 7900

always update collection

Rafin Fashion Rafin Fashion
Rajoir
Madaripur, 7910

Rafin Fashion is an online clothing retailer. Here you will find all kinds of clothing of your choice.

Zara fashion house Zara fashion house
Madaripur

সারা বাংলাদেশে সকল ধরনের প্রোডাক্ট অনলাইনে বিক্রয় করে থাকি।

খেলা আলাপ খেলা আলাপ
Madaripur, 7900

توفيق خان La ilaha ill Allah Muhammadur-Rasul Allah

Sagor fashion world Sagor fashion world
Shariatpur
Madaripur

S.F.W

Saas Saas
Madaripur, 7920

Your Page is where people go to learn more about you. Make sure yours has all the information they ma

Trina's collection Trina's collection
Madaripur, 7902

এখানে সুলভ মুল্যে আপনার পছন্দের মেকা?

Muhtady's Fashion Muhtady's Fashion
Niramoy Hospital College Road, Madaripur Sadar Madaripur
Madaripur, 7900

Put yourself one step ahead in the world of fashion " muhtady's fashion '.

Sathi's world Sathi's world
Madaripur