Rabiullah Niam
নিরন্তর পথচলায় আমি একলা পথিক.. জীবনের দৌড়ঝাঁপে হতে চাই সফল ও ঈর্ষান্বিত
আমি দাঁড়াতে চাই বাস্তুহারাদের পাশে,প্রকাশিত করতে চাই তাদের ভিতর লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভার। সেই সন্ধানে আমি শুর করেছি আমার পথচলা। নিরন্তর এই জীবনের।
আমি স্বপ্ন দেখি নিজে আলোকিত হতে। ছড়িয়ে দিতে চাই সেই আলো বিশ্বময়। আমার নেই কোন যোগ্যতা, নেই কোন শক্তি। আছে শুধু বিশ্বাস আর তাওয়াক্কল আল্লাহর প্রতি। সেই বিশ্বাস ও তাওয়াক্কল আর মা- বাবা ও আপনাদের দুআ আমার সম্বল।
শ্রদ্ধেয় বড় মিজান মিযান হারুন ভাইয়ের বই দুটি সংগ্রহ করলাম। আকিদাহ তহাবিয়াহ করেছি বই মেলায়, মা'আ রাসুলিল্লাহ সংগ্রহ করলাম আজকে।
আরবিতে রাসুলের সিরাত পড়ার যে মজা, অন্য রকম অনুভূতি সেটা অন্য কোন ভাষায় পায়নি।
মাশাল্লাহ অনেক চমৎকার ভাবে সহজ সরল প্রাঞ্জল ভাষায় আরবিতে লিখেছেন। আশা করি বইটি ওদের ভবিষ্যতে কওমি অঙ্গনে সারা ফেলবে।
3.5 বছরের শিশু শিক্ষার্থী যেভাবে আরবিতে কথা বলছে।
মাদ্রাসায় দ্বীনি শিক্ষার পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা যেন জাগতিক শিক্ষায় শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে, তারই ক্ষুদ্র প্রয়াস।
যে ছেলে কিছুদিন পূর্বে এবিসি ভালোভাবে পড়তে পারতো না, আলহামদুলিল্লাহ নিরলস প্রচেষ্টায় একটু একটু করে শিখছে।
তাহারেই মনে পড়ে❤️❤️❤️❤️
কত স্মৃতি, এই ব্রিজে। কত আলপনা এঁকেছি, এই নদীকে নিয়ে।
ফুল মানুষের মনকে আন্দোলিত করে,
প্রকৃতি আমার খুব পছন্দ, তাই যেখানেই খোজ পাই সেখানেই চলে যাই, প্রকৃতির টানে
Mission 21
Target fixed
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
Manikganj
1800
Manikganj
সময় পেলেই ভ্রমন করুন, কেও না থাকলে একা যান..! নিজেকে খুশি রাখার দ্বায়িত্ব আপনার নিজের..!!
Koiil Doloutpur Manikganj Dhaka
Manikganj, 1860
না আমি কারো নেশায় আসক্ত �আর না কারো কাছে বিষাক্ত আমার শহরে আমি একাই যথেষ্ট