100 Years Of School
100 Years Of School will continue to work with the online and offline education sector in Bangladesh.
৫ বছরে তিনগুণ বেড়েছে ঢাবির ভর্তি পরীক্ষার আবেদন ফি!
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যারয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে-
৬ হাজার ১১০ আসনে ঢাবির ভর্তি পরীক্ষা!
কোন ইউনিটে কতটি সিট?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট (স্নাতক) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। বিগত বছরকে অনুসরণ করে এবারের ভর্তি পরক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। তবে এখনো আসন্ন শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। গেল বছর ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টির মোট ৬ হাজার ১১০ আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ১৭টি বিভাগে নির্ধারিত আসন রয়েছে ১ হাজার ৩৬০টি। এর মধ্যে প্রতি বিভাগ হিসেবে বাংলায় ১২০, ইংরেজিতে ১২০, আরবিতে ১০০, ফারসি ভাষা ও সাহিত্যে ৭৫, উর্দুতে ৭০, পালি ও বুড্ডিস্ট স্টাডিজে ৫০, ইতিহাসে ১১০, দর্শনে ১২০, ইসলামিক স্টাডিজে ১০০, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ১১০, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনায় ৬৫, ভাষাবিজ্ঞানে ৭০, সংগীতে ৬০, বিশ্ব ধর্ম ও সংস্কৃতিতে ৬০ ও নৃত্যকলা বিভাগে ৩০টি, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজে ২৫টি আসন রয়েছে।
ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ (এফবিএস) অনুষদের ৯টি বিভাগের জন্য এবারের বরাদ্দকৃত আসন ১০৫০টি। স্বতন্ত্র বিভাগ হিসেবে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং ও ফাইন্যান্স এ চারটি বিভাগের প্রতিটিতেই আসন সংখ্যা ১৫০টি, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, ইন্টারন্যাশনাল বিজনেস ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের তিন বিভাগের প্রতিটিতে ১০০টি, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের আসন ১০০টি, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগে ৫০টি আসন রয়েছে।
সামাজিক বিজ্ঞান অনুষদের বিভাগের ১৬টি বিভাগের মোট আসন সংখ্যা মোট ১০৬৫টি। বিভাগ হিসেবে রাষ্ট্রবিজ্ঞানে ১৫০টি, আন্তর্জাতিক সম্পর্কে ৮০টি, সমাজবিজ্ঞানে ১৫০টি, গণযোগাযোগ ও সাংবাদিকতায় ৬০টি, লোকপ্রশাসনে ৯০টি, শান্তি ও সংঘর্ষ অধ্যয়নে ৪০টি, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজে ৪০টি, ক্রিমিনোলজিতে ৫০, কমিউনিকেশন ডিজঅর্ডারসে ৩০টি ও জাপানিজ স্টাডিজ বিভাগে শিক্ষার্থী আসন ৫০টি।
এছাড়া অর্থনীতিতে ১৩০টি, পপুলেশন সায়েন্সেসে ৪০টি ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ৪০টি, নৃবিজ্ঞানে ৫৫টি , টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফিতে ৩০টি ও প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজে ৩০টি আসন রয়েছে।
জীববিজ্ঞান অনুষদে আটটি বিভাগের মোট আসন রয়েছে ৪৯৫টি। এর মধ্যে মৃত্তিকা, পানি ও পরিবেশে ১০০টি, উদ্ভিদ বিজ্ঞানে ৭০টি, প্রাণিবিদ্যায় ৮০টি ও মনোবিজ্ঞানে ৮০টি।জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগে ২৫টি আসন রয়েছে। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে পাঁচটি বিভাগের মধ্যে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে ৩০টি ও রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৫টি আসন নির্ধারণ করার কথা বলা হয়েছে।
এছাড়া ফার্মেসি অনুষদে আসন সংখ্যা ৭৫টি ও আইনে ১১০টি এবং চারুকলা অনুষদের আটটি বিভাগের মোট আসন ১৩০টি রয়েছে। আর ১০টি ইনস্টিটিউটের মোট আসন সংখ্যা রয়েছে ৮৭৫টি। এদের মাঝে শিক্ষা ও গবেষণায় ১২০টি, সমাজকল্যাণ ও গবেষণায় ১০০টি ও আধুনিক ভাষা ইনস্টিটিউটে ১৪০টি এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞানে ৪০টি ও তথ্যপ্রযুক্তিতে ৫০টি আসন রয়েছে।
ইউজিসি ও বিএসএমএমইউ’র মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত-
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
অভিনন্দন 💝
অধ্যাপক ড. সাদেকা হালিম
নবনিযুক্ত উপাচার্য
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
৩,১৪০ পদে ৪৬তম BCS এর বিজ্ঞপ্তি প্রকাশ-
✅আবেদন শুরুর তারিখ: ১০ ডিসেম্বর, ২০২৩
✅আবেদন শেষ তারিখ: ৩১ ডিসেম্বর, ২০২৩
✅সম্ভাব্য পরীক্ষা: মার্চ, ২০২৪
🔹আবেদন লিংক: http://bpsc.teletalk.com.bd/
একক ভর্তি পরীক্ষা এবার হচ্ছে না: ইউজিসি চেয়ারম্যান
আসন্ন ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে একক ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। তিনি বলেছেন, গত বছরের মতো আসন্ন শিক্ষাবর্ষেও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইউজিসির ২০২৩-২০২৪ অর্থবছরের শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে অংশীজনের সাথে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার (২৯ নভেম্বর ২০২৩) ইউজিসিতে এই সভা অনুষ্ঠিত হয়।
ইউজিসি চেয়ারম্যান বলেন, মহামান্য রাষ্ট্রপতির অভিপ্রায় অনুসারে ইউজিসি সব বিশ্ববিদ্যালয়কে একক আওতাভুক্ত করে একটি ভর্তি পরীক্ষা গ্রহণের উদ্যোগ নিয়েছিলো। এ বিষয়ে কমিটি গঠন করে এবং বিস্তারিত আলোচনা শেষে একটি অধ্যাদেশের খসড়াও তৈরি করেছিলো। কিন্তু আসন্ন শিক্ষাবর্ষ থেকে সেটি কার্যকর হচ্ছে না। এবারও গুচ্ছ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ১৬ এপ্রিল বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) নির্দেশ দেন। এরপর কার্যক্রম বাস্তবায়নে বেশকিছু উদ্যোগ ও পদক্ষেপ নেওয়া হয়।
সর্বশেষ গত ১০ অক্টোবর আগামী শিক্ষাবর্ষ থেকে একক ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দ্রুত একটি অধ্যাদেশ জারির সুপারিশ করে ইউজিসি। এরপর ওই সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানো হয়। ইউজিসির সুপারিশ মন্ত্রণালয়ে পর্যালোচনা করে দেখা হয়।
ইউজিসির এ সভায় প্রফেসর আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ গুচ্ছ ভর্তি পরীক্ষার বাইরের বিশ্ববিদ্যালয়গুলোকে এবছর গুচ্ছভুক্ত হওয়ার আহ্বান জানান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো পুরাতন বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছে ভর্তিতে অংশগ্রহণ ও নেতৃত্ব দিয়ে নজির স্থাপনের পরামর্শ দেন।
অবশ্য আসন্ন শিক্ষাবর্ষ থেকে একক ভর্তি পরীক্ষা হচ্ছে বলে আগেই অনেকটা পরিষ্কার করেছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গত ২৬ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ভর্তিচ্ছুদের ভোগান্তি কমাতে চলতি বছরে বিশ্ববিদ্যালয়গুলোয় একক ভর্তি পরীক্ষা নিতে না পারলেও আগামীবার নেওয়া হবে।
সেদিন তিনি বলেছেন, একক ভর্তি পরীক্ষা নিয়ে এখনো আলাপ-আলোচনা-পর্যালোচনা চলছে। আমরা চেষ্টা করবো একটা একক পরীক্ষা, যেটা গুচ্ছ পরীক্ষা হতো। সেটাকে একটা একক পরীক্ষার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আশা করি সে জায়গায় পৌঁছাতে পারবো। আর যদি না পারি তাহলে গুচ্ছ পরীক্ষার মতো করে এবছর হয়তো হবে। কিন্তু তারপরের বছর শুরু করবো।
তখন ১৯৭০ 💌
নতুন শিক্ষা কারিকুলাম সম্পর্কে জেনে নিন ☞
® সাপ্তাহিক ছুটি ২ দিন।
® ক্লাস 10 এর আগে কোনো পাবলিক পরীক্ষা নেই।
® ক্লাস 3 এর আগে কোনো পরীক্ষাই নেই!
® এসএসসি -তে মাত্র ৫ বিষয়ের পরীক্ষা। বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স ও সোশ্যাল সায়েন্স। কোনো পত্র নেই। মাত্র ৫ দিনেই শেষ।
® সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপিং হবে ইন্টারমিডিয়েটে।
® হাইস্কুল লেভেলে বিষয় থাকবে ১০ টি:
কিন্তু এসএসসি-তে পরীক্ষা হবে ৫ টি
- বাংলা
- ইংরেজি
- গণিত
- জীবন ও জীবিকা
- বিজ্ঞান
- সামাজিক বিজ্ঞান
- ডিজিটাল প্রযুক্তি
- ধর্মশিক্ষা
- ভালো থাকা
- শিল্প ও সংস্কৃতি
২০২৬ এ এইচএসসি
২০২৪ এ নবম শ্রেণি
® ইন্টারমিডিয়েটে সাবজেক্ট ৬টা। প্রত্যেকটার পত্র ৩ টা করে। ফার্স্ট ইয়ারে সবগুলোর প্রথম পত্রের পাবলিক এক্সাম। সেকেন্ড ইয়ারে সেকেন্ড ও থার্ড পার্টের। তারপর ২ এক্সাম মিলিয়ে চূড়ান্ত এইচএসসির রেজাল্ট।
#ব্রেকিং নিউজ:
ওয়েবসাইট হ্যাক করে HSC রেজাল্ট পরিবর্তনের দায়ে
৩ শিক্ষার্থী আটক।
দেশে মেধাবীর অভাব নাই🧠
HSC'র ফল পুনর্নিরীক্ষার আবেদন শুরু আজ! চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিটি বিষয় ও পত্রের জন্য ১৫০ টাকা হারে চার্জ কাটা হবে...
#নার্সিং বিষয়ে পিএইচডি ডিগ্রি প্রদানে কোইকার আগ্রহ প্রকাশ -
নার্সিং বিষয়ে পিএইচডি ডিগ্রি প্রদানে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সঙ্গে কোইকা প্রতিনিধি দলের এক মতবিনিময় সভায় এ আগ্রহ প্রকাশ করা হয়।
ইউজিসি মিটিং রুমে রবিবার (২৬ নভেম্বর) বিকেলে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিশনের সদস্য ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। কোইকা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউনসি ইউনিভার্সিটির প্রফেসর ড. লি হিয়ংকিং।
এসময় ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলামসহ ইউজিসি ও কোইকার সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রফেসর লি হিয়ংকিং বলেন, নার্সিং একটি সম্মানিত ও মহৎ পেশা। বাংলাদেশে নার্সিং শিক্ষা অনেক দূর এগিয়ে গেছে এবং এ পেশার যথেষ্ট সম্ভবানা রয়েছে।
তিনি আরও বলেন, জাতীয় নার্সিং উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান (নিয়ানার) মাধ্যমে তারা বাংলাদেশে নার্সিং বিষয়ে পিএইচডি ডিগ্রি শুরু করতে চান। নিয়ানাতে বর্তমানে নার্সিং বিষয়ে মাস্টার্স ডিগ্রি চালু রয়েছে। এ খাতে ২০৩০ সালের মধ্যে ০৫ হাজার পিএইচডি ডিগ্রি প্রদানে তারা লক্ষমাত্রা নির্ধারণ করেছেন।
প্রফেসর সাজ্জাদ হোসেন বলেন, চিকিৎসা বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা লাভ ও উচ্চতর গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্যে বর্তমান সরকার বিভাগীয় পর্যায়ে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করছে। সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোর শিক্ষার মান তদারকির জন্য এগুলোকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশে নার্সিং পেশার যথেষ্ট সম্ভবনা রয়েছে। এ পেশায় দক্ষ জনবলের ঘাটতি রয়েছে। কোইকার নার্সিং বিষয়ে পিএইচডি ডিগ্রি চালুর বিষয়ে তিনি বলেন, এটি একটি চমৎকার প্রস্তাব। তিনি প্রস্তাবটিকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিনিধি দলকে উপস্থাপনের পরামর্শ দেন। দেশের কোন প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা, এমফিল ও পিএইচডি প্রোগাম চালুর আগে প্রয়োজনীয় অবকাটামো, ল্যাব ও দক্ষ জনবল রয়েছে কী না সেটি ইউজিসি সরেজমিনে পরিদর্শণ করে সুপারিশ করে বলে তিনি প্রতিনিধি দলকে অবহিত করেন।
ড. শামসুল আরেফিন
পরিচালক, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ, ইউজিসি।
পরীক্ষায় A+ পেলেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায়, এটা নিতান্তই ভুল ধারণা! তুলনামূলকভাবে বিচার করলে দেখা যায় পাবলিক ভার্সিটির অধিকাংশ শিক্ষার্থীদের জিপিএ-A, কিংবা তার থেকেও কম। সুতরাং ধৈর্য হারাতে নেই, কঠোর সাধনা-পরিশ্রম করো, সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখো, নিজের ওপর আত্মবিশ্বাস তৈরী করো: মানুষের মন থেকে দোয়া নাও। দেখবে, সফলতা তোমার হাতে ধরা দিবেই- ইনশাআল্লাহ!....🌻💞
প্রকৃত GPA-5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ও বোর্ডভিত্তিক পাসের হার বেলা দুইটায় শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর জানা যাবে....
#এইচএসসি ও সমমান পরীক্ষায় ছাত্রীদের পাসের হার ও GPA 5 বেশি।
Maestros who are successfully leading Startups in Bangladesh at a Glance.....✌️
৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিতকরণ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি-
When Allah wants you to grow, nothing can stop you😊
বাংলাদেশ ঋণ নিতে নিতে সেঞ্চুরি করে ফেলেছে! এখন বাংলাদেশের জনগণ এত খুশি কিভাবে সামলাবে🙂
🌐 With the theme ‘Utilizing Institutional Assets to Enhance Global Outreach’, the 𝟑𝟔𝐭𝐡 𝐀𝐧𝐧𝐮𝐚𝐥 𝐂𝐨𝐧𝐟𝐞𝐫𝐞𝐧𝐜𝐞 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐀𝐬𝐬𝐨𝐜𝐢𝐚𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐢𝐞𝐬 𝐨𝐟 𝐀𝐬𝐢𝐚 𝐚𝐧𝐝 𝐭𝐡𝐞 𝐏𝐚𝐜𝐢𝐟𝐢𝐜 (𝐀𝐔𝐀𝐏) took place at Siam University, Thailand, from November 16-17, 2023 in presence of around 120 participants from 79 universities and 23 countries.
🌀Dr. Md. Sabur Khan, Chairman of Daffodil International University and President of AUAP, delivered the opening address to welcome this year’s participants. Additionally, he presented a keynote address on “Entrepreneurship: Role of Universities in Developing Local Small Businesses and their Impact on the Local Economy.” He highlighted the best practices undertaken by Daffodil International University to build a robust ecosystem for aspiring entrepreneurs and discussed how universities worldwide can replicate similar initiatives.
🔰During the conference, DIU has signed numbers of academic partnerships with universities from Hungary, Philippines, Cambodia and India with the aim of collaborating on mutual exchanges of student, faculty and research development initiatives. The conference boasted a rich agenda, including numerous other keynote speeches from practitioners and academics, research paper presentations, panel discussions, and a research award ceremony, all aimed at promoting collaboration and cooperation among Universities in the Asia-Pacific region.
🌟 Exciting Day at Daffodil International University!
Daffodil International University Cultural Club hosted a vibrant gathering, bringing together teachers, students, and parents for a fantastic সেতুবন্ধন event on 17 November 2023. 🎉Parents explored our beautiful campus and joined in various engaging activities with their amazing students all day long.
🤝A day filled with joy, connections, and unforgettable moments!!🌼
"Small actions, big impact: Immediate skin to skin care for every baby everywhere" এই প্রতিপাদ্যকে সামনে রেখে "World Prematurity Day" উপলক্ষ্যে আয়োজন..
"প্রেস বিজ্ঞপ্তি"
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে ‘৫৮তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপিত
=====
বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে আড়ম্বরপূর্ণ পরিবেশে ১৮ নভেম্বর ২০২৩ ‘‘৫৮তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস’’ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ১০:০০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দেন। এরপর মাননীয় উপাচার্যের নেতৃত্বে সুসজ্জিত ব্যান্ড দলের সুরের মুর্চ্ছনায় আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে চবি বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। অতঃপর চবি বঙ্গবন্ধু চত্বরে চবি মাননীয় উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিবার এবং অতিথিবৃন্দকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১১:০০ টায় চবি সমাজ বিজ্ঞান অনুষদ ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব চবি এলামনাই এসোসিয়েশনের সভাপতি ড. মোঃ আবদুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব কে এম নুর আহমদ। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সভাপতি ও চবি এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মাহবুবুল আলম এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক বিশিষ্ট স্থপতি প্রফেসর শামসুল ওয়ারেস। এতে স্বাগত বক্তব্য রাখেন চবি প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার। অনুষ্ঠানে মাননীয় উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে সাথে নিয়ে ‘৫৮তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবসের’ কেক কাটেন।।
#বেসরকারি_বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে বিডিরেনের সেবা গ্রহণের আহ্বান ইউজিসি’র......
শিক্ষা ও গবেষণায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) সেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন ইউজিসি সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ।
‘বিডিরেনের সেবা গ্রহণের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউজিসি অডিটোরিয়ামে বৃহস্পতিবার এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌরিত- এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর বিশ্বজিৎ চন্দ বলেন, বিডিরেন বিশ্বমানের নেটওয়ার্ক প্রতিষ্ঠার মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা প্রদান করছে। এসব সেবা প্রদানে বিডিরেন পেশাদারিত্ব বজায় রাখছে এবং ইউজিসি’র কার্যক্রম আরও গতিশীল করার জন্য সফটওয়্যার অ্যাপ্লিকেশন তৈরি করছে। শিক্ষা ও গবেষণা এগিয়ে নিতে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ বিডিরেনের সেবা গ্রহণের বিষয়টি বিবেচনা করতে পারেন বলে তিনি জানান। কোভিডকালীন জুম প্লাটফর্মের মাধ্যমে অনলাইন ক্লাসের জন্য বিডিরেনের সেবার ভূয়সী প্রশংসা করেন।
ইউজিসি পরিচালক ওমর ফারুখ বিডিরেনের গুণগত সেবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিইও বিডিরেনকে আহ্বান জানান। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। বিডিরেনের সেবা গ্রহণ করে বেরকারি বিশ্ববিদ্যালয়সমূহ দুর্যোগময় পরিস্থিতিতে অনলাইনে পাঠদান করে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পারেন বলে তিনি মনে করেন।
বিডিরেনের সিইও মোহাম্মদ তৌরিত বলেন, ‘রিসার্চ হ্যাভেন’ এই স্লোগানকে সামনে রেখে বিডিরেন এগিয়ে চলছে। বর্তমানে ১৯৫ টি প্রতিষ্ঠানকে তারা নেটওয়ার্ক, ডেটা, হোস্টিং আইডেনটিটিসহ বিভিন্ন ধরনের সেবা দিচ্ছে। ইউজিসি’র সহযোগিতায় বিডিরেনের কার্যক্রম আরও গতিশীল করে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সেবা প্রদানে চেষ্টা করছে।
তিনি আরও বলেন, বিডিরেনের নেটওয়ার্কে নিজস্ব অর্থায়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সম্প্রসারণ করতে বিডিরেন কাজ করছে।
কর্মশালায় বিডিরেনের সিটিও এখলাস উদ্দিন আহমেদ বিডিরেন ট্রাস্টের কার্যক্রম নিয়ে একটি তথ্যচিত্র তুলে ধরেন। ঢাকাস্থ ৩২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, আইটি পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
ড. শামসুল আরেফিন
পরিচালক, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ, ইউজিসি।
#সংবাদ বিজ্ঞপ্তি- ১৩ নভেম্বর ২০২৩
উচ্চশিক্ষায় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের....
দেশের উচ্চশিক্ষা ও গবেষণার প্রসার ও মানোন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়সমূহকে তদারকির জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রতিষ্ঠা করেন। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান নিশ্চিত করা এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
ইউজিসি’র ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে শুদ্ধাচার সংক্রান্ত একটি প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আজ সোমবার ইউজিসিতে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।
কমিশনের সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইএমসিটি বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভুইয়া।
অনুষ্ঠানে প্রফেসর মুহাম্মদ আলমগীর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে মানসম্মত উচ্চশিক্ষার গুরুত্বকে অনুধাবন করেছিলেন। সে লক্ষ্যে তিনি ১৯৭৩ সালের ১৫ই ফেব্রুয়ারি ইউজিসি প্রতিষ্ঠা করেন এবং দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের ইউজিসি পরিচালনার দায়িত্ব দেন।
তিনি আরও বলেন, ইউজিসির সাথে জাতির পিতার নাম জড়িয়ে আছে। বঙ্গবন্ধুর আধুনিক, গণমুখী, অসাম্প্রদায়িক ও সর্বজনীন শিক্ষাব্যবস্থার জন্য ইউজিসি কাজ করছে । দেশের উচ্চশিক্ষার কাঙ্ক্ষিতমান নিশ্চিত করতে এবং ইউজিসিকে আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে তিনি মনে করেন।
প্রফেসর মুহাম্মদ আলমগীর আরও বলেন, প্রতিষ্ঠার শুরুতে মাত্র ০৬টি বিশ্ববিদ্যালয়ের তদারকির দায়িত্ব ছিলো ইউজিসির। বর্তমানে দেশে পাবলিক, বেসরকারি ও আন্তর্জাতিক মিলিয়ে প্রায় ১৭০ টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধিতে ইউজিসি কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিয়ম-নীতি প্রতিষ্ঠার লক্ষ্যে শুদ্ধাচার কার্যক্রম বৃদ্ধি করছে।
সভাপতির বক্তব্যে ড. ফেরদৌস জামান বলেন, উচ্চশিক্ষা সেবা সহজ করতে হবে এবং সেবা প্রদানে সংশ্লিষ্টদের আন্তরিক ও সময়নিষ্ঠ হতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউজিসির উপসচিব ও জাতীয় শুদ্ধাচার কৌশলের ফোকাল পয়েন্ট মো. আসাদুজ্জামান। প্রশিক্ষণে ইউজিসির বিভিন্ন পর্যায়ের ৭৫ জন কর্মচারী অংশগ্রহণ করেন।
ড. শামসুল আরেফিন
পরিচালক, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ, ইউজিসি।
2nd National Leprosy Conference 2023 on Efforts to Zero Leprosy by 2030
"All government departments, citizens, health workers, doctors, and development workers to treat leprosy patients as citizens, not just patients", an urge by Mr Zahid Malek, MP Hon’ble Minister, Ministry of Health and Family Welfare Health and Family through his closing speech.
National strategic plan for Leprosy in Bangladesh 2022-2030 has been developed by National Leprosy Program to implement the declaration of our Honorable Prime Minister Sheikh Hasina “Zero Leprosy Initiative by 2030”
The strategy incorporates World Health Organization (WHO)’s latest global recommendation on leprosy suspect identification, case diagnosis and management, referral system and effective recording and reporting.
In 2022, Bangladesh reported 2988 new cases of Leprosy, the 6th highest number in the world and total disable patients due to Leprosy is 186, the 10th highest number in the world. Despite achieving public health elimination in 1998 by Bangladesh, the presence of undiagnosed leprosy cases within the community is a challenge.
Bangladesh government provides all sorts of medical facilities for the Leprosy patients completely free of cost. To ensure that healthcare services are accessible to even the most remote areas, the government has established a network of healthcare facilities.
TB Leprosy Control Assistant (TLCA), Program Organizer (PO) and Community health workers have played a crucial role in raising awareness and providing healthcare services towards Leprosy patients.
Multi drug therapy has been made available from all 500 rural sub-district Health Complexes.Leprosy was once feared as highly contagious and devastating disease, but now we know it doesn’t spread easily and treatment is very effective. With early diagnosis and treatment, the disease can be cured.
The government through National Leprosy Program intend to introduce Single Dose Rifampicin therapy as a prophylactic measure to prevent Leprosy. Various research has shown that SDR can be a good appliance to prevent Leprosy disease in Bangladesh.
Hon’ble Minister also added, " We believe we can end the transmission of Leprosy by 2030 through active case findings and treating all case of Leprosy.We will work hand to hand to established our Honorable Prime Minister goal of “Zero Leprosy Initiative by 2030”
I again thank Sasakawa Health Foundation to arrange such a beautiful program and also thanks all the participants, Ministry of Health and Family Welfare, Directorate General of Health Servicesectorate General of Health and National Leprosy Program for all their efforts to make todays program successful "
সুন্দর উপস্থাপন ম্যাডাম❤️💞
সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের উচিত ম্যাডামের এই বক্তব্যকে সমর্থন করা👍
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক মারা গেছেন। আজ শনিবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সরকারি মেডিকেল কলেজে এক হাজার আসন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
প্রতিবছরই প্রশ্ন ফাঁস হয়; বাংলাদেশে এমন কোন পরীক্ষা নেই যার প্রশ্ন ফাঁস হয় না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে যে, এই প্রশ্ন ফাঁস হওয়ার বিষয়টি চেষ্টা করেও আটকানো সম্ভব হচ্ছে না!
মধ্যরাতে সিআইডির হানা, ভড়কে গেলেন 'ডাক্তার তৈরির কারিগররা' | Medical Admission Question Leak Welcometo the Official YouTube Channel of Channel24 »» One-Click Subscription Link: https:/...
Good luck to you both❤️❤️💞
Ayman Sadiq Munzereen Shahid
I am studying economics. But I want to be a space researcher in future.
Many will say, it is not possible! In reply I would like to say, "Bangladesh's job is to make the impossible possible". And I am a Bengali. Joy Bangla, Joy Bangabandhu🙂
Video collected by MBA Times
#এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর পাসের হার ৮৭.৪৪ শতাংশ, যা আগের বছরের তুলনায় ৬.১৪ ভাগ কম। এবার জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ শিক্ষার্থী। গত বছরের চেয়ে জিপিএ-৫ বেড়েছে ১ লাখ ৫ হাজার ৭৬২।
উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের জানাই অভিনন্দন ও শুভকামনা ❤️
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the school
Telephone
Website
Address
Manikganj
1850
Tepra, Shibalaya
Manikganj
শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী প্রাথমিক বিদ্যালয়
Manikganj
SANDHANI is a voluntary nonprofit institution operated by medical and dental students of Bangladesh and Sandhani Colonel Malek Medical Colllege unit was founded on its 40th central...
Manikganj
This is useful for students, i believe that if we try to get a good combination, we must success
Manikgonj District Central Jame Masque
Manikganj
আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া।