Islami Bank Mitora Outlet

Islami Bank Mitora Outlet

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং
আপনার ?

24/05/2023

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মানিকগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমানের বদলী জনিত বিদায় অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এজেন্ট ব্যাংকের মালিকগন।

22/01/2023

নিরন্তর আস্থার অটুট বন্ধনে প্রায় ২ কোটি গ্রাহকের আমানতে দেশের শীর্ষ ব্যাংক ইসলামী ব্যাংক

07/12/2022

ইসলামী ব্যাংক কি দূর্নীতিগ্রস্থ না সুদূর প্রসারী ষড়যন্ত্রের শিকার? সুদের ব্যাপারে কি ভূমিকা এই ব্যাংকের?? এই ব্যাংকটি না থাকলে কি হবে বাংলাদেশের???
জানতে চান? তাহেল শুনুন বরেণ্য ইসলামী বক্তা কি বলছেন।

14/11/2022
Photos from Islami Bank Mitora Outlet's post 13/09/2022
09/08/2022

ওমান থেকে দেশে
রেমিট্যান্স পাঠান নিশ্চিন্তে

03/08/2022

যদি থাকে সেলফিন বিদেশে বসেও হবে ব্যাংকিং

Photos from Islami Bank Mitora Outlet's post 06/07/2022

ইসলামী ব্যাংক মিতরা আউটলেট শাখায় Western Union এবং MoneyGram এর পক্ষ থেকে গ্রাহক মোঃ মিজানুর রহমান এবং মোঃ মোশারফ হোসেন কে ঈদ উপহার তুলে দেওয়া হচ্ছে।

04/07/2022

Western Union and MoneyGram এর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ।

29/06/2022

ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠালেই পাচ্ছেন সরকার ঘোষিত ২.৫% নগদ প্রণোদনা

20/03/2022

জিনিসপত্রের দাম কেনো বাড়ছে জানতে চান? আসুন একটু জেনে নেয়া যাক....
★মুদ্রাস্ফীতি এবং খেলাপী ঋণ★
মুদ্রাস্ফীতির সাথে খেলাপী ঋণ ওতোপ্রোতোভাবে জড়িত।
প্রথেমেই বুঝতে হবে মুদ্রাস্ফীতি জিনিস টা আসলে কি? খুব সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি।
মুদ্রাস্ফীতিঃ কোন দেশে সর্বোপরি যতটুকু সম্পদ আছে তার মূল্য ওই দেশের বর্তমানের মোট মুদ্রামাণের(টাকা) সমান। মনে করুন, বাংলাদেশে সর্বমোট ১৫ টাকা আছে এবং এই দেশের সম্পদ বলতে সাকুল্যে আছে ৫ টি কমলা। আর কিছুই নেই। যেহেতু দেশের মোট সম্পদের মূল্য মোট মুদ্রামানের সমান, সেহেতু এই ৫ টি কমলার মূল্য ১৫ টাকা। অর্থাৎ, প্রতিটি কমলার মূল্য ৩ টাকা। এখন যদি আরো ৫ টাকা ছাপানো হয়, তাহলে মোট মুদ্রামান হয়ে যাবে ১৫+৫ = ২০ টাকা। কমলা কিন্তু বাড়েনি। তারমানে এখন[নতুন করে ৫ টাকা ছাপানোর পর] ৫ টি কমলার মোট মূল্য হয়ে গেল ২০ টাকা। অর্থাৎ প্রতিটি কমলার বর্তমান মূল্য ৪ টাকা।
এই যে সম্পদ না বাড়িয়ে অতিরিক্ত টাকা ছাপানোর ফলে কমলার দাম ৩ টাকা থেকে ৪ টাকা হয়ে গেল, এইটাই সহজ ভাষায় "মুদ্রাস্ফীতি"। একই পণ্য আগের থেকে বেশি দামে ক্রয় করা মানেই মুদ্রাস্ফীতি হয়েছে।
অর্থাৎ, আমরা বলতে পারি "কোন দেশের সম্পদের পরিমাণ না বাড়িয়ে টাকা ছাপালে মুদ্রাস্ফীতি হবে।"
এইবার আসি খেলাপী ঋণের প্রসঙ্গে। সহজ ভাষায় ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করলে সেই ঋণ কে খেলাপী ঋণ বলা যায়। আবার সেই ১৫ টাকা এবং ৫ কমলায় ফিরে আসা যাক।
মনে করুন, এই ১৫ টাকা থেকে এক ব্যক্তি ৫ টাকা ঋণ নিল। যতক্ষণ পর্যন্ত ঋণের ৫ টাকা দেশের মধ্যেই থাকছে, ততক্ষন দেশের মোট মুদ্রামান ১৫ টাকাই থাকে। মানে প্রতিটি কমলার মূল্য ৩ টাকাই থাকে। অর্থাৎ মুদ্রাস্ফীতি এখন পর্যন্ত ঘটেনি।
এইবার ধরুন ওই ব্যক্তি ঋণের ৫ টাকা ডলারে কনভার্ট করে বিদেশে গিয়ে খরচ করে ফেলেছে এবং সে ঋণ পরিশোধ করতে অক্ষম। ডলারে কনভার্ট করার মানে হচ্ছে ওই ৫ টাকা এখন আর টাকা নাই। ধরুন ১ ডলার হয়ে গেছে[ধরি, ১ ডলার = ৫ টাকা]। এখন ওই ১ ডলার কিন্তু আর বাংলাদেশে ব্যবহার করা সম্ভব নয়। যে দেশের মুদ্রা শুধুমাত্র সে দেশেই ব্যবহার করা যায়। মানে ওই ৫ টাকা বাংলাদেশের মধ্যে আর নাই!! অথচ খাতা কলমের হিসাবে বাংলাদেশের মোট টাকার মান এখনো ১৫ ই আছে!!! কিন্তু প্রকৃতপক্ষে আছে ১০ টাকা। ওই খেলাপী ৫ টাকার ক্ষতি পুষিয়ে নিতে আবার ৫ টাকা অতিরিক্ত ছাপানো হয়। অর্থাৎ খাতাকলমে মোট মুদ্রামান হয়ে যায় ২০। কিন্তু প্রকৃতপক্ষে ১৫ টাকা থাকে।
এইখানে দুইটা ভয়কংর ঘটনা ঘটেঃ
১)যেহেতু টাকা ছাপানো হয় নতুন করে, সেহেতু মুদ্রাস্ফীতি হবে। অর্থাৎ একই কমলার দাম আগে ছিল ৩ টাকা। এখন হয়ে যাবে ৪ টা।
২)উপরের সমস্যা টাও খুব একটা প্রভাব ফেলত না যদি সত্যি সত্যি দেশে ২০ টাকা থাকত। তাহলে পণ্যের দাম বাড়ার সাথে সাথে মানুষের ক্রয়ক্ষমতাও বাড়ত। কিন্তু সেটা তো হচ্ছে না। কারন দেশে তো ২০ টাকা নাই। আছে ১৫ টাকা। ৫ টা গায়েবুল হাওয়া হয়ে গেছে। মানে আমাদের কাছে ১৫ টাকা। কিন্তু পণ্য কিনতে হচ্ছে এমন দামে যেন আমাদের ২০ টাকা আছে।
২০২১ সালের সেপ্টেম্বর এর পর মোট খেলাপী ঋণের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ১৬৮ কোটি টাকা। এর অর্থ এই হিউজ পরিমাণ টাকা আমাদের দেশে নাই। অথচ আমাদের পণ্য ক্রয়ের সময় এমন দাম দিতে হচ্ছে যেন ওই ১ লক্ষ ১৬৮ কোটি টাকা আমাদের মুদ্রামাণে যুক্ত আছে। কি ভয়ংকর!!! এইসব হিসাবেই গ্যাসের সিলিন্ডার আজ ১৪০০ টাকা, অথচ মানুষের ক্রয়ক্ষমতা সেই ৭০০ টাকা ই আছে।
ভয়ংকর ব্যাপার। আপনাকে টাকা না দিয়ে বলা হচ্ছে টাকা দিয়েছি, আছে তোমার পকেটে, বেশি দাম দিয়ে চাল, ডাল, তেল কিনবা। নাহলে না খেয়ে মরবা।
আসুন সবাই মিলে টাকা খাই! না হয় টাকা পাচার রোধ করি।
Copy Post From Bank Forum

Photos from Islami Bank Mitora Outlet's post 10/03/2022

Award for E-kyc Account Open And Online Transactions.

অদ্য ৮/০৩/২০২২তারিখ, "ব্যবসায় উৎকর্ষ ক্যাম্পেইন''- ২০২২ এর আলোকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মানিকগঞ্জ শাখায় ১৯ টি এজেন্টের মালিক ও কর্মকর্তাদের মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজার অপারেশনস্ ও FAVP জনাব মোঃ আইয়ুব আলী স্যার এবং প্রশিক্ষণে ক্লাশ নিচ্ছেন শাখা প্রধান ও SVP জনাব মোঃ হাবিবুর রহমান স্যার। পরিশেষে এক জমকালো পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Specially Thanks Joy Mahmud(Jamal) Sir.

Photos from Islami Bank Mitora Outlet's post 03/03/2022

এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন ২০২২।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং ঢাকা নর্থ জোনের অধীনস্থ সকল এজেন্ট মালিক গণ।
স্থান: ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, কাকরাইল ঢাকা।

30/01/2022

৩০ জানুয়ারি ২০২২ তারিখ দৈনিক আজকের পত্রিকায় এজেন্ট ব্যাংকিং বিষয়ে ইসলামি ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা -র সাক্ষাৎকার

22/01/2022

সকল মানদণ্ডে সব ব্যাংকের শীর্ষে
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর ৩১ডিসেম্বর ২০২১এর পজিশন।
-----------
★ডিপোজিটঃ১লক্ষ ৩৮হাজার কোটি টাকা
★বিনিয়োগঃ১লক্ষ ১৮হাজার কোটি টাকা
★মোট শাখাঃ৩৮৪টি
★উপশাখাঃ২১৯টি
★মোট এজেন্টঃ২৬৭৮টি
★আমদানিঃ৬৪৫৩০কোটি
★রপ্তানিঃ৩০১৭৮কোটি
★রেমিটেন্সঃ৫০৫১৮কোটি
★মোট ATM/CRMমেশিনঃ২৩১৮টি।

তথ্য- সংগৃহিত।

21/12/2021

ব্যাংকের_সম্মানিত_একাউন্ট_হোল্ডারদের_জ্ঞাতার্থেঃ

আপনার ব্যাংক একাউন্টে (লোন বা সঞ্চয়ী বা ডিপিএস) যদি বছরের কোনো একদিন এক মিনিটের জন্যও ব্যালান্স ১ লাখের ওপর হয়, ১৫০ টাকা আবগারি শুল্ক কেটে নেবে ব্যাংক।
তদ্রূপ
ব্যালান্স ৫ লাখ+ এর জন্য ৫০০ টাকা
ব্যালান্স ১০ লাখ + এর জন্য ৩,০০০ টাকা
ব্যালান্স ১ কোটি+ এর জন্য ১৫,০০০ টাকা
ব্যালান্স ৫কোটি+ এর জন্য ৪০,০০০ টাকা
আবগারি শুল্ক কাটা হবে। অবশ্যই এই শুল্ক সরকারি কোষাগারে জমা দেয়া হবে।

আপনার ব্যাংক একাউন্ট যদি মুনাফা যোগ হয়ে থাকে তবে মুনাফার ১০% (With TIN number ) উৎস কর এবং ১৫% (Without TIN number ) উৎস কর কাটা হবে। অবশ্যই এই উৎস কর সরকারি কোষাগারে জমা দেয়া হবে।

আবগারি শুল্কের পাশাপাশি বিবিধ প্রকার চার্জও কাটবে ব্যাংক। যেমন ধরেনঃ সার্ভিস চার্জ, এসএমএস চার্জ, অনলাইন চার্জ, আরো নানা নামীয় চার্জ এবং প্রতিটি চার্জের সাথে ১৫% ভ্যাট।

ব্যাংকে একাউন্ট রাখতে হলে এই চার্জ দিতেই হবে, ভাইয়া/আপু
অবশ্য, আপনি যদি মোবাইলে একাউন্ট মেইনটেইন করতে চান, সেইটা আপনার ইচ্ছা বা খুশ খেয়াল।

(আর যদি মাটির ব্যাংকে টাকা রাখেন তবে উপরের অনুরোধ গুলি আপনার জন্য না)।
✍️ সংগৃহিত

15/12/2021

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এর শুভেচ্ছা।

Photos from Islami Bank Mitora Outlet's post 04/11/2021

Campaign for service excellent প্রোগ্রাম শেষে Ibbl agent ডিভিশনের কর্মকর্তা জনাব মাহবুব আলম স্যার, ইসমাইল হোসেন পাভেল স্যার, এসএম রেজাউল করিম স্যার এবং মানিকগঞ্জ শাখা প্রধান জনাব হাবিবুর রহমান স্যারের সাথে ফটোসেশনে আমরা এজেন্ট মালিকবৃন্দ।

Photos from Islami Bank Mitora Outlet's post 27/10/2021

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সার্ভিস এক্সিলেন্স ক্যাম্পেইন উদ্বোধন

12/10/2021

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট - আপনার পাশেই

09/10/2021

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট - আপনার পাশেই, দেশজুড়ে প্রতিটি জনপদে

Photos from Islami Bank Mitora Outlet's post 04/10/2021

ইসলামী ব্যাংক
লোকেশন:মিতরা বাজার

29/09/2021

দেশজুড়ে ২৬০০ এজেন্ট ব্যাংকিং আউটলেট আছে আপনার পাশেই

Want your business to be the top-listed Finance Company in Manikganj?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

চলমান বৈশ্বিক সংকটে মহান আল্লাহর রহমত বর্ষিত হোক সর্বত্র। দেশ ও প্রবাসের সবাইকে  ঈদ মুবারক।

Category

Telephone

Website

Address

Manikganj
1800

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Other Banks in Manikganj (show all)
BRAC BANK Joymontop Agent Banking Outlet BRAC BANK Joymontop Agent Banking Outlet
Manikganj, 1822

লেনদেন করুন আস্থার সাথে আমরা আছি আপনার পাশে

Dutch Bangla Agent Bank limited Shantipur Bazar Dutch Bangla Agent Bank limited Shantipur Bazar
Manikganj

Dutch-Bangla Bank started operation is Bangladesh's first joint venture bank. It was the first bank