সাকসেস টিচিং সেন্টার, মহাদেবপুর
এখানে সকল প্রকার পড়ালেখা বিষয়ক আলোচনা করা হয়?
সম্পর্ক:
1.Uncle: (আঙ্কেল)-চাচা, মামা, খালু, ফুফা
2.Aunt: (আন্ট)-চাচী, মামী, খালা, ফুফু
3.Adopted-Son: (অ্যাডপটেড-সন)-পোষ্যপুত্র
4.Adopted-Daughter: (অ্যাডপটেড-ডটার)-পোষ্যকন্যা
5.Boy: (বয়)-বালক
6.Baby: (বেবী)-শিশু
7.Brother: (ব্রাদার)-ভাই
8.Brother-in-Law: (ব্রাদার-ইন-ল)-শালক
9.Bridegroom: (ব্রাইডগ্রুম)-বর
10.Bachelor: (ব্যাচেলর)-অবিবাহিত পুরুষ
11.Child: (চাইল্ড)-সন্তান, শিশু
12.Cousin: (কাজিন)-মামাত/খালাত/চাচাত/ফুফাত ভাইবোন
13.Concubine: (কনকিউবাইন)-উপপত্নী
14.Childhood: (চাইল্ড)-শৈশব
15.Co-wife: (কো-ওয়াইফ)-সতীন
16.Daughter: (ডটার)-কন্যা
17.Daughter-in-law: (ডটার-ইন-ল)-পুত্রবধু
18.Descendant: (ডিসেনডেন্ট)-বংশধর
19.Disciple: (ডিসাইপল)-শিষ্য
20.Father: (ফাদার)-পিতা
21.Friend: (ফ্রেন্ড)-বন্ধু, বান্ধবী
22.Father-in-Law: (ফাদার-ইন-ল)-শ্বশুর
23.Foe: (ফো)-শত্রু
24.Family: (ফ্যামিলী)-পরিবার
25.Female: (ফিমেল)-মহিলা
26.Girl: (গার্ল)-বালিকা
27.Guest: (গেস্ট)- অতিথি
28.Gentleman: ( জেন্টলম্যান)-ভদ্রলোক
29.Grandfather: (গ্রান্ডফাদার)-দাদা, নানা
30.Grandmother: (গ্রান্ডমাদার)-দাদী, নানী
31.Grandson: (গ্রান্ডসন)-নাতি
32.Granddaughter: (গ্রান্ড-ডটার)-নাতনি
33.Guardian: (গার্ডিয়ান)-অভিভাবক
34.Husband: (হাসব্যান্ড)-স্বামী
35.Housewife: (হাউজওয়াইফ)-গৃহিণী
36.Heir: (এয়ার)-উত্তরাধিকারী
37.Householder: (হাউজহোল্ডার)-গৃহকর্তা
38.Infant: (ইনফ্যান্ট)-শিশু
39.Kinsman: (কিনসম্যান)-স্বজন
40.Lady: (লেডি)-মহিলা
41.Man: (ম্যান)-মানুষ
42.Maid: (মেইড)-কুমারী
43.Male: (মেল)-পুরুষ
44.Mother: (মাদার)-মা
45.Mother-in-law: (মাদার-ইন-ল)-শাশুড়ি
46.Midwife: (মিডওয়াইফ)-ধাত্রী
47.Maternal Aunt: (ম্যাটারন্যাল আন্ট)-মামী
48.Maternal Uncle: (ম্যাটারন্যাল আংকল)-মামা
49.Niece: (নীস)-ভ্রাতুষ্পত্রী, ভাগিনীয়, ভাইঝি
50.Nephew: (নেফিউ)-ভ্রাতুষ্পুত্র , ভাগিনেয়, ভাতিজা
51.Neighbour: (নেইবার)-প্রতিবেশী
52.Parents: (প্যারেন্টস)-পিতা-মাতা
53.Person: (পারসন)-লোক
54.Relative: (রিলেটিভ)-আত্মীয়
55.Sister: (সিস্টার)-বোন
56.Son: (সন)-পুত্র
57.Servant: (সারভেন্ট)-চাকর
58.Sister-in-law: (সিস্টার-ইন-ল)-বেয়াইন, শ্যালিকা
59.Son-in-law: (সান-ইন-ল)-জামাতা
60.Step-father: (স্টেপ ফাদার)-সৎ বাবা
61.Step-Mother: (স্টেপ মাদার)-সৎ মা
62.Uncle: (আঙ্কেল)-চাচা, মামা, ফুফা
63.Wet-nurse: (ওয়েট-নার্স)-দুধমাতা
64.Wife: (ওয়াইফ)-স্ত্রী
অনার্স ১ম বর্ষের জন্যে হলরুম টিপস
১. খাতায় বিষয় এবং বিষয়ের শিরোনাম থাকে। বিষয়ে লিখবেন ইংরেজী অর্থাৎ ডিপার্টমেন্ট এর নাম। শিরোনামে লিখবেন পরিক্ষার বিষয়ের নাম।
২. মার্জিন অবশ্যই মার্জিত দিবেন। অনেকে বড় করে মার্জিন করে খাতা ছোট করার জন্যে, এদের টার্গেট থাকে পাতার পর পাতা ভরানো। আসলে এভাবে ভরিয়ে লাভ নেই।
৩. লুজ শিটে মার্জিন করবেন। তবে খুবই সময় স্বল্পতা থাকলে দুই পাশে ভাঁজ করে লিখতে পারবেন। তবে মার্জিন টা দেখতে ভালো লাগবে।
৪. লুজ শিটের নাম্বার লুজ নেয়ার সাথেই খাতার পিছনে নাম্বার তুলে নিবেন। পরে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ডিউটি স্যার এসব চেক করেন না বললেই চলে। যাদের একাধিক লুজ লাগে তারা সিরিয়াল মেইনটেইন এর জন্যে লুজের উপরে কোনায় ছোট করে ১, ২ এভাবে দিতে পারেন।
৫. কোটেশন ইউজ করবেন মূল লেখা থেকে একটু গ্যাপ দিয়ে। নরমাল দুটি লাইনের গ্যাপ যেমন হয় তার থেকে একটু বেশি দিবেন। অন্য কালি ব্যবহার করতে চাইলে নীল কালি ব্যবহার করা শ্রেয়।
৬. প্রশ্নের ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করবেন। ধরুন, পার্ট B লিখছেন। এটার ৫টি প্রশ্ন শেষ করে তবেই পার্ট C তে যাবেন। তবে একই পার্টে প্রশ্নের নাম্বার এলোমেলো হলে সমস্যা নেই। যেমন পার্ট A তে ক, ঘ, ছ, খ এভাবে হলে সমস্যা নেই। তবুও এলোমেলো না করাই শ্রেয়। তবে দুটি পার্ট B এর প্রশ্ন লিখে ৩টি পার্ট C প্রশ্ন লিখে আবার পার্ট B লিখবেন নাহ। প্রত্যকে পার্ট লেখার আগে খাতার মাঝে একটু বড় করে লিখতে পারেন 'Part - B' ।
৭. একটি প্রশ্ন শেষ হবার নতুন প্রশ্নের জন্যে দেখা যাচ্ছে যে দুই-তিন লাইন বাকি আছে, এমন হলে নতুন পেজে উত্তর লিখবেন।
৮. অবশ্যই চেষ্টা করবেন সব উত্তর করে আসতে। প্রশ্ন রিলেটেড, চ্যাপ্টার/টপিক রিলেটেড আপনি যা জানেন সেসব লিখে আসতে চেষ্টা করবেন। আলতু ফালতু লিখবেন না।
৯. পৃষ্ঠা ভরিয়ে দিয়ে আসলে নাম্বার পাওয়া যায়না। তবে হাতের লেখা সুন্দর হলে এটা ভালো দিক। ব্রড প্রশ্নের ক্ষেত্রে প্যারা করে লিখবেন। আর প্যারা যেন বোঝা যায়। লাইন থেকে একটু সরিয়ে, স্বাভাবিক দুই লাইনের চেয়ে একটু গ্যাপ বাড়িয়ে নতুন প্যারা করবেন। আবার সাইজ বাড়ানোর জন্যে ঘনঘন প্যারা করবেন না। স্যার সবই বোঝে যে কেন মার্জিন বড় হয়, এত প্যারা হয়, এর বড় লেখা কেন হয়।
১০. প্রশ্নের উত্তর কতটুকু লিখবো এটা কেউ বলে দিতে পারবে না। আপনার লেখার সাইজ আমি জানিনা। গ্রুপ থেকে সাজেশন গুলা ফলো করলে বুঝতে পারবেন প্রশ্নের উত্তর এর সাইজ কেমন হতে পারে। আপনার লেখা দুই পেজ আমি লিখলে ৩পেজ ও হতে পারে! উত্তরের ধরন দেখে আন্দাজ করতে পারবেন যে আপনার লেখার সাইজ অনুযায়ী একটা প্রশ্ন কতটুকু হতে পারে।
১১. বাংলা বিষয় ৩টিতে পয়েন্ট আকারে লিখবেন। আমি খেয়াল করে দেখেছি এই সাবজেক্ট ৩টি তে পয়েন্ট আকারে লিখলে বেশ সুবিধা। একে তো বর্ণনা করতে সুবিধা হয়, পয়েন্ট বাড়লে সাইজ ও বাড়ছে আবার দেখতেও সুন্দর লাগছে।
১২. রিভিশন মাস্ট। রিভিশনের সময় প্রশ্নের নাম্বার খাতায় এবং প্রশ্নে মিলিয়ে নিবেন।
১৩. খাতার ডান দিকের পৃষ্ঠা গুলিতে চাইলে বাংলায় 'অঃপৃঃদ্রঃ' বা ইংরেজীতে 'P.T.O.' লিখতে পারেন। না লিখতেও সমস্যা নাই।
১৪. স্যার হাজিরাশিটে আপনার খাতার নাম্বার তুলে নিবে। সেটি আপনিও খেয়াল করবেন যে ঠিক আছে কি না!
১৫. কিছু বিষয় নিয়ে ঘাবড়াবেন না। দেখবেন কিছু পন্ডিত পরিক্ষার ১ঘণ্টার মধ্যেই লুজ শিট নিচ্ছে। এসব বিষয় নিয়ে প্যারা খাবার কিচ্ছু নাই। আপনার মত লিখবেন।
১৬. পরিক্ষার হলে কারো কাছে কিছু শুনতে চাইলে তাড়াহুড়ো করবেন না। ধৈর্য ধরে লিখতে থাকুন। এসব স্যার সাধারণত একটানা ৪ঘণ্টা ডিউটি করে না। কিছুক্ষণ পর বাইরে যায়, আবার আরেকজন যায়। শুনে নেয়ার পর্যাপ্ত সময় পাবেন। শুরুতে কথা বললে স্যারের টার্গেটে পড়ে যাবেন। তাই সময় নিন । আর স্যার খাতা নিলে কিছু বলবেন না। ৫মিনিট পর চাইবেন, দিয়ে দিবে।
১৭. লাস্ট ৩০মিনিটে কথা বলবেন না। খাতা টান দিয়ে নিবে।
১৮. আপনার ক্লোজ বন্ধু অন্য রুমে সিট পড়লো অথচ আপনার তার সাহায্য দরকার! তার সাথে কথা বলে টাইম সেট করুন। ধরুন দুজনেই ২.৩০মিনিটে বের হয়ে বাথরুম যাবেন। সেখানে তার কাছে দুই তিনটি প্রশ্নের উত্তর শুনে আসতে পারবেন । তবে প্রশ্ন/কলম নিয়ে যাবেন নাহ।
১৯. ১বিষয়ে অনুপস্থিত থাকলে বাকি সব বিষয়ে পাশ করতে হবে। আর সব বিষয়ে উপস্থিত থেকে আপনি যেকোনো ৩বিষয়ে পাশ করলে দ্বিতীয় বর্ষে প্রমোট হবেন।
কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন।
প্রাকৃতিক বিষয়(Natural Object)
১| উপসাগর = Bay (বে)
২| ছোট সাগর = Gulf (গালফ)
৩| সাগর = Sea (সী)
৪| মহাসাগর =Ocean (ওশন)
৫| সমুদ্র তীর =Coast (কোস্ট)
৬| সমুদ্র তট =Sea shore (সী শোর)
৭| জলপ্রপাত =Water - fall ( ওয়াটার ফল )
৮| স্রোত = Current (কারেন্ট)
৯| জোয়ার = Flow tide (ফ্লো - টাইড)
১০| ভাটা=Ebb - Tide(এব- টাইড)
১১| বজ্র=Thunder (থাণ্ডার)
১২| মেঘ =Cloud (ক্লাউড)
১৩| শিশির =Dew (ডিউ)
১৪| আবহাওয়া =wheather(ওয়েদার)
১৫| বিদ্যুৎ =Lightning(লাইটনিং)
১৬| জলবায়ু = Climate (ক্লাইমেট)
১৭| রংধনু=Rain - bow (রেন বো)
১৮| তুষারপাত =Snowfallস্নো ফল )
১৯| গাঢ় কুয়াশা =Mist ( মিষ্ট)
২০| তুষার = Snow (স্নো)
২১| বন্যা =Flood (ফ্লাড)
২২|বাষ্প =Vapour(ভেপার)
২৩| ঝড়= Storm (স্টর্ম)
২৪|ধূমকেতু =Comet (কমেট)
২৫|রাত্রি =Night(নাইট)
২৬|ধোঁয়া =Smoke(স্মোক)
২৭|হ্রদ=Lake (লেক)
২৮|পুকুর =Pond(পণ্ড)
২৯|ঢেউ =Wave(ওয়েভ)
৩০|পানি =Water(ওয়াটার)
৩১|ঝর্ণা =Spring (স্পিং)
৩২|দ্বীপ =Island(আইল্যান্ড)
৩৩|উপদ্বীপ =Peninsula(পেনিনসুলা)
৩৪|কুয়াশা =Fog(ফগ)
৩৫|শিলাবৃষ্টি =Hail (হেল)
৩৬|বৃষ্টি =Rain(রেন)
৩৭|পাথর=Stone (স্টোন)
৩৮|মঙ্গলগ্রহ=Mars (মারস)
৩৯|শুক্রগ্রহ=Venus(ভেনাস)
৪০|গ্রহ =Planet(প্ল্যানেট)
৪১|শনিগ্রহ=Saturn(স্যাটার্ন)
৪২|বৃহস্পতিবার গ্রহ=Jupitar(জুপিটার)
৪৩|বুধগ্রহ=Mercury(মার্কিউরি)
৪৪|উপগ্রহ=Satellite(স্যাটালাইট)
৪৫|ধূলি =Dust(ডাস্ট)
আনন্দ প্রকাশের ১৫টি ইংরেজি বাক্য।
1. I’m over the moon- আমি ভীষণ খুশি ।
2. I am delighted- আমি আনন্দিত ।
3. I’m so happy- আমি খুবই খুশি ।
4. Oh, how marvelous! - ওহ, কী দারুণ!
5. Oh what a pleasant! - ওহ কী আনন্দদায়ক!
6. That is awesome- ওইটা দারুণ!
7. Having a whale of a time- সময়টা দারুণ কাটাচ্ছি ।
8. It is really delightful- এটা সত্যিই আনন্দের ।
9. I’m really grateful- আমি সত্যিই কৃতজ্ঞ।
10. Wow, that sounds exciting- বাহ্্ সত্যিই উত্তেজনাপূর্ণ।
11. On cloud nine (very happy, cheerful) - ভীষণ উৎফুল্ল।
12. What fantastic news! - কী দারুণ সংবাদ ।
13. What wonderful news! - কী অসাধারণ খবর ।
14. I’m glad to hear that- শুনে খুশি হলাম।
15. I have a good time- আমার দারুণ সময় কাটছে।
আগামী (০৭/০৯/২০২৪)ইং তারিখ থেকে [একাদশ-দ্বাদশ] শ্রেণিতে নতুন ব্যাচ শুরু হবে।
সেবাসমূহ:
১.ICT ২.ইংরেজি ৩.হিসাব বিজ্ঞান ৪.ফিন্যান্স ও ব্যাংকিং॥
অফিস নম্বর: 01515-219127
🎼𝟏.নিজে চেষ্টা কর - 𝐓𝐫𝐲 𝐢𝐭 𝐲𝐨𝐮𝐫𝐬𝐞𝐥𝐟.
🎼𝟐.চিন্তা করো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐰𝐨𝐫𝐫𝐲.
🎼𝟑.প্রশ্নই ওঠে না - 𝐔𝐧𝐪𝐮𝐞𝐬𝐭𝐢𝐨𝐧𝐚𝐛𝐥𝐞.
🎼𝟒.একটু বুঝতে চেষ্টা কর - 𝐓𝐫𝐲 𝐭𝐨 𝐮𝐧𝐝𝐞𝐫𝐬𝐭𝐚𝐧𝐝.
🎼𝟓.কথাটা মন্দ না - 𝐓𝐡𝐚𝐭’𝐬 𝐧𝐨𝐭 𝐚 𝐛𝐚𝐝 𝐢𝐝𝐞𝐚.
🎼𝟔.বিশেষ কিছুই না - 𝐍𝐨𝐭𝐡𝐢𝐧𝐠 𝐬𝐩𝐞𝐜𝐢𝐚𝐥.
🎼𝟕.আদৌ নয় - 𝐍𝐨𝐭 𝐚𝐭 𝐚𝐥𝐥.
🎼𝟖.হতাশ হবেন না – 𝐃𝐨𝐧’𝐭 𝐛𝐞 𝐝𝐢𝐬𝐚𝐩𝐩𝐨𝐢𝐧𝐭𝐞𝐝.
🎼𝟗.হাল ছেড়ে দেবেন না - 𝐃𝐨𝐧’𝐭 𝐠𝐢𝐯𝐞 𝐮𝐩.
🎼𝟏𝟎.সংকোচ করবে না - 𝐃𝐨𝐧’𝐭 𝐡𝐞𝐬𝐢𝐭𝐚𝐭𝐞.
🎼𝟏𝟏.ঠিক ঠিক উত্তর দাও - 𝐀𝐧𝐬𝐰𝐞𝐫 𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐩𝐨𝐢𝐧𝐭.
🎼𝟏𝟐.মূল বিষয়ে আসো - 𝐂𝐨𝐦𝐞 𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐩𝐨𝐢𝐧𝐭.
🎼𝟏𝟑.ব্যাপারটা দারুন হবে - 𝐓𝐡𝐚𝐭 𝐰𝐢𝐥𝐥 𝐛𝐞 𝐠𝐫𝐞𝐚𝐭.
🎼𝟏𝟒.ওটা হলে খুব ভালোহয়-𝐓𝐡𝐚𝐭 𝐰𝐢𝐥𝐥 𝐛𝐞 𝐯𝐞𝐫𝐲 𝐧𝐢𝐜𝐞
🎼𝟏𝟓.মাথা গরম করো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐥𝐨𝐬𝐞 𝐲𝐨𝐮𝐫 𝐭𝐞𝐦𝐩𝐞𝐫.
🎼𝟏𝟔.আর কিছুই বলবে না - 𝐃𝐨𝐧’𝐭 𝐬𝐚𝐲 𝐚𝐧𝐲𝐦𝐨𝐫𝐞.
🎼𝟏𝟕.বাজে কথা বলো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐭𝐚𝐥𝐤 𝐧𝐨𝐧𝐬𝐞𝐧𝐬𝐞.
🎼𝟏𝟖.আপনি যেতে পারেন - 𝐘𝐨𝐮 𝐜𝐚𝐧 𝐠𝐨.
🎼𝟏𝟗.পরে দেখা হবে - 𝐒𝐞𝐞 𝐲𝐨𝐮 𝐚𝐠𝐚𝐢𝐧
🎼𝟐𝟎.পরে কথা হবে - 𝐓𝐚𝐥𝐤 𝐭𝐨 𝐲𝐨𝐮 𝐥𝐚𝐭𝐞𝐫.
🎼𝟐𝟏.বকবক কর না - 𝐃𝐨𝐧’𝐭 𝐠𝐚𝐛.
🎼𝟐𝟐.পাগলামি করো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐠𝐞𝐭 𝐦𝐚𝐝.
🎼𝟐𝟑 ভয় পেয়ো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐛𝐞 𝐚𝐟𝐫𝐚𝐢𝐝.
🎼𝟐𝟒.সন্তোষজনক নয় - 𝐍𝐨𝐭 𝐬𝐚𝐭𝐢𝐬𝐟𝐚𝐜𝐭𝐨𝐫𝐲.
🎼𝟐𝟓.এদিকে এসো - 𝐂𝐨𝐦𝐞 𝐡𝐞𝐫𝐞.
🎼𝟐𝟔.শান্ত হও - 𝐊𝐞𝐞𝐩 𝐪𝐮𝐢𝐭𝐞.
🎼𝟐𝟕.দয়া করে বসুন - 𝐏𝐥𝐞𝐚𝐬𝐞 𝐡𝐚𝐯𝐞 𝐚 𝐬𝐞𝐚𝐭.
🎼𝟐𝟖.বোকামী করো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐛𝐞 𝐬𝐢𝐥𝐥𝐲.
🎼𝟐𝟗.এতো অধৈর্য হয়ো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐛𝐞 𝐬𝐨 𝐢𝐦𝐩𝐚𝐭𝐢𝐞𝐧𝐭
🎼𝟑𝟎.চলো শুরু করি - 𝐋𝐞𝐭’𝐬 𝐠𝐞𝐭 𝐬𝐭𝐚𝐫𝐭𝐞𝐝
1. তুমি কোথা থেকে ইংরেজি শিখেছ?
Where did you learn English?
2. তুমি এটা কোথা থেকে শিখেছ?
Where did you learn it?
3. তুমি এটা কোথায় রেখেছো?
Where did you put it?
4. এর আগে তুমি কোথায় কাজ করতে?
Where did you work before you worked here?
5. তুমি কোথায় থাকো?
Where do you live?
6. তুমি কোথায় যেতে চাও?
Where do you want to go?
7. তুমি কোথায় কাজ কর?
Where do you work?
8. কোথায় ব্যাথা?
Where does it hurt?
9. তোমার স্ত্রী কোথায় কাজ করে?
Where does your wife work?
#ইংরেজিতে_৫০টি_গালি!
1. Stupid - বেকুব
2. Rascal - বদমাশ
3. Cad - লুচ্ছা
4. Incaution - বেয়াক্কেল
5. Witless - বুদ্ধিহীন
6. Devil - শয়তান
7. Demon - শয়তান
8. Lucifer - শয়তান
9. Imp - শয়তানের বাচ্চা
10. Fool - বোকা
11. Chuckle-headed - বোকা
12. Dumbb - বোবা/বোকা
13. B***y - বোকালোক
14. Dullardb- বোকালোক
15. Foolish - নির্বোধ
16. Idiot - নির্বোধ/গাধা
17. Nincompoop - আহাম্মক
18. Impudent - বেহায়া
19. Barefaced - নির্লজ্জ
20. Shameless - লজ্জাহীন
21. Absurd - অদ্ভুত
22. Rubbish - আবর্জনা
23. Cruel - নিষ্টুর
24. Oaf - গন্ডমূর্খ
25. Ass - গর্দভ
26. Mutt - বুদ্ধু লোক/গাড়ল
27. Nasty - বিশ্রি
28. Sinner - পাপী
29. Yahoo - নরপশু
30. Graceless - হতচ্ছাড়া
31. Lascivious - লম্পট
32. Cheater - প্রতারক
33. Swindler - ঠগবাজ/জোচ্ছোর
34. Dissolute - চরিত্রহীন
35. Senseless - অচেতন
36. Nonsense - আজেবাজে কথা
37. Irrational - বিচার শক্তিহীন
38. Thick-head - মাথামোটা
39. Thick-skinned - গন্ডালের চামড়া
40. Black sheep - কুলাংগার
41. Bastard - জারজ সন্তান
42. Go to the hell - যাহান্নামে যাক
43. Son of a bitchb - কুকুরের বাচ্চা
44. Young devil - শয়তানের বাচ্চা
45. Kick ass - পাছায় লাথি মারা
46. Scoundrel - খচ্চর/বজ্জাত
47. Damn it - গোল্লায় যাও/জাহান্নামে যাও
48. Criminal - গুরু অপরাধী
49. Oh s**t - ফালতু জিনিস
50. Who the hell are you? - ঐ শালা তুই কে
SSC - 2024
কিছু ⇨A few.
কিছু কম ⇨A little.
কিছু মনে করনা ⇨ Never mind.
কেন নয়? ⇨ Why not?
চিন্তা করনা ⇨ Don't worry.
চেষ্টা করে দেখ ⇨ Take a chance.
ঠিক আছে ⇨Okay.
তাই নাকি ⇨Really?
তাড়াতাড়ি⇨Hurry!
থাম! ⇨Stop!
বলদ, বোকা ⇨Nonsense.
অবশ্যই/নিশ্চয়ই ⇨Of course.
পরে দেখা হবে ⇨ See you later.
ফোন কর ⇨Call me.
বল আমাকে ⇨Tell me.
এখন বিদায় হও। ⇨ Be off now.
এখানে কি হচ্ছে?> What's going on here?
অল্প একটু ⇨ Just a little.
আপনাকেও ধন্যবাদ ⇨ You're welcome.
আমি পরোয়া করিনা ⇨ I don't care.
আর কিছুই নয় ⇨Nothing else.
আর কিছু? ⇨ Anything else?
কোনরকম ⇨ So far, so good.
আমার অনুমান. ⇨ I guess.
🌈 Sentence Connector
▶ And = এবং।
▶ Or = অথবা।
▶ But = কিন্তু।
▶ As = যেহেতু।
▶ When = কখন।
▶ While = যখন।
▶ Where = সেখানে।
▶ Since = যখন/যেহেতু।
▶ Because = কারন।
▶ Though = যদিও।
▶ Although = যদিও।
▶ First of all = সর্বপ্রথম।
▶ Rather = বরং।
▶ That = যে।
▶ Thus = এইভাবে।
▶ Therefore = সুতরাং।
▶ In order to = জন্য।
▶ In order that = কারনে/নিমিত্তে।
▶ Such as = যেমন।
▶ Similarly = অনুরূপভাবে।
▶ As well as = এবং।
▶ Along with = সাথে।
▶ Above all = সর্বপুরি।
▶ Sometimes = মাঝে মাঝে।
▶ Furthermore = অধিকন্তু।
▶ Moreover = অধিকন্তু।
▶ Besides = তাছাড়া।
▶ Even if = এমনকি যদি।
▶ Really = মূলত।
▶ In addition = আরও।
▶ However = যাহোক।
▶ In fact = বাস্তবিক পক্ষে।
▶ Firstly = প্রথমত।
▶ Secondly = দ্বিতীয়ত।
▶ Thirdly = তৃতীয়ত।
▶ Here = এখানে।
▶ There = সেখানে।
▶ Yet = তথাপি।
▶ So that = যাতে।
▶ Whatever = যাই-হোক-না কেন।
▶ Whenever = যখনই।
▶ Accordingly = যথার্থভাবে।
▶ Then = তখন।
▶ Than = চেয়ে।
▶ As is = যেন।
▶ Finally = চুড়ান্তভাবে।
▶ For instance = উদাহরণসরূপ।
▶ For example = উদাহরণসরূপ।
▶ Before = পূর্বে।
▶ After = পরে।
▶ As a result = ফলে।
▶ Consequently = ফলসরূপ।
▶ Similarly = সাদৃশ্যপূর্ণভাবে।
▶ Nevertheless = তথাপি।
▶ Now that = যেহেতু।
I am impressed.= আমি মুগ্ধ।
I was impressed.= আমি মুগ্ধ ছিলাম।
I will be impressed.= আমি মুগ্ধ হব।
I am convinced.= আমি রাজি।
I was convinced.= আমি রাজি ছিলাম।
I will be convinced.= আমি রাজি হব।
I am inspired.= আমি উৎসাহিত।
I was inspired.= আমি উৎসাহিত ছিলাম।
I will be inspired.= আমি উৎসাহিত হব।
He is concerned.= সে চিন্তিত।
He was concerned.= সে চিন্তিত ছিলো।
He will be concerned.= সে ছিন্তিত হবে।
He is motivated.= সে উদ্দিপ্ত।
He was motivated.= সে উদ্দিপ্ত ছিলো।
He will be motivated.= সে উদ্দিপ্ত হবে।
She is educated.= সে শিক্ষিত।
She was educated.= সে শিক্ষিত ছিলো।
She will be educated.= সে শিক্ষিত হবে।
She is respected.= সে সম্মানিত।
1) একটু আস্তে বলবেন?
Will you please speak slowly?
2) একটু তাড়াতাড়ি!
Hurry up, please!
3) একটু সরে বসবেন?
Will you please move.
4) একটুও নয়!
Not the least.
5) একটুও না।
Not a bit.
6) এখনি যাও।
Go at once.
7) এখান থেকে চলে যাও।
Go away.
😎 এখানে অপেক্ষা কর।
Wait here.
9) এখানে থামো।
Stop here.
10) এটাকে ভেঙো না।
Don’t break it.
11) এদিকে এসো।
Come here.
12) এদিকে দেখো।
Look here.
13) ওরে বাবা!
Oh dear!
14) কখনই নয়।
No, not at all
* I don't care if you meet him or not.
(তুমি তার দেখা কর বা না কর আমার কিছু যায় আসে না)
*I don't care if you go for a walk or not.
(তুমি বেড়াতে যাও বা না যাও আমার কিছু যায় আসে না।)
*I don't care if you eat rice or not.
(তুমি ভাত খাও বা না খাও আমার কিছু যায় আসে না।)
*I don't care if you work or not.
(তুমি কাজ কর বা না কর আমার কিছু যায় আসে না।)
*I don't care if you are angry or not.
(তুমি রাগ কর বা না কর আমার কিছু যায় আসে না।)
*I don't care if you go to school or not.
(তুমি স্কুলে যাও বা না যাও আমার কিছু যায় আসে না।)
*I don't care if you are happy or not.
(তুমি সুখে থাক বা না থাক আমার কিছু যায় আসে না।)
*I don't care if you wear new clothes or not.
(তুমি নতুন কাপড় পড় বা না পড় আমার কিছু যায় আসে না।)
*I don't care if you stay here or not.
(তুমি থাক বা থাক আমার কিছু যায় আসে না।)
*I don't care if you study or not.
(তুমি পড়াশুনা কর বা না কর আমার কিছু যায় আসে না।
ইংরেজিতে কখন, কি বলবেন! ১৮ টি বাক্য একসাথে! 😮
✪ কারো সাথে পরিচিত হলে- Hello, Nice to meet you.
✪ উৎসাহ দিতে - Good job/Well done – (সাবাশ!)
✪ কারো কথা বুঝতে পারলে - I got it
✪ কারো কথা বুঝতে না পারলে - Sorry?
✪ গভীরভাবে দু:খ প্রকাশ - I'm extremely sorry
✪ অভিনন্দন জানাতে- Best wishes
✪ কৃতজ্ঞতা জানাতে - I am grateful to you – (আমি তোমার প্রতি কৃতজ্ঞ)
✪ কেউ কুশল জিজ্ঞাসা করলে – I'm good (আমি বেশ ভাল আছি)
✪ কারো দৃষ্টি আকর্ষণ করা- Excuse Me – শুনুন
May I have your attention please- আপনি যদি একটু এদিকে নজর দেন।
✪ কাউকে অপেক্ষা করতে বললে - Hang on a minute- (একটু অপেক্ষা করুন)
✪ মতামত প্রকাশ করতে-
In my point of view– আমার দৃষ্টিকোণ থেকে,
As far as I'm concerned – আমার মনে হচ্ছে যে।
✪ বিদায় জানাতে- See you later- (পরে দেখা হবে)
✪ কারো নাম জানতে - Can I have your name? - (আমি কি তোমার নাম জানতে পারি?)
✪ প্রস্তাব দেওয়া- Would you like something to drink? - আপনি কি কিছু পান করবেন?
✪ হতাশা প্রকাশ করা - What a pity - কি দুঃখজনক।
✪ সাহায্য চাওয়া - Could you give me a hand? - তুমি কি আমাকে সাহায্য করতে পারবে?
✪ কারো খোঁজ/খবর নেওয়া - What’s up - কি ব্যপার?, What’s going on – কেমন চলছে?
✪ বিরক্তি প্রকাশ করা- How disgusting/How absurd! (কি বিরক্তিকর/হাস্যকর)
#কারক মনে রাখার কৌশল
# # # #অধিকরণ কারক মনে রাখার কৌশল
(+) যোগ হলে অধিকরণ কারক হবে। আমরা জানি (+)যোগ মানে বৃদ্ধি পাওয়া। কোনো কিছু বৃদ্ধি পাওয়া বুজালে অধিকরণ কারক হবে।
*****
০১.পুকুরে মাছ আছে।
এখানে পুকুরে মাছ থাকার জন্য পুকুরটি মাছে পূর্ন মানে বৃদ্ধি (+).
২. ছাদে বৃষ্টি পরে।
এখানে ছাদে বৃষ্টি পরে পানি জমা আছে তার মানে পনি
৩.নদীতে পানি আছে।
০৪.ট্রেন আসল।
এখানে ট্রেনটি এসে স্হান পূরন করল অথাৎ (+)হলো তার মানে বৃদ্ধি পেল।
# # # # #অপাদান কারক মনে রাখার কৌশল
** ** (---)বিয়োগ হলে অপাদান কারক হবে।আমরা জানি বিয়োগ মানে কমে যায়
***** হইতে থেকে থাকলেও অপাদান কারক হবে
অপাদান কারক এর কয়েকটি উদাহরণ নিচে দেওয়া হলোঃ
০১. গাছ থেকে পাতা পরে
এখানে গাছ থেকে পাতা পরে গেছে। তার মানে গাছে পাতা ছিল তা বিয়োগ হয়ে গেছে। তাই অপাদান কারক
২. মাঠ থেকে ফসল পাই।
এখানে মাঠের ফসল মাঠ থেকে বিয়োগ হয়েছে।
৩.সুক্তি থেকে মুক্ত মেলে
এখানে সুক্তি থেকে বিয়োগ
৪ ছাদ থেকে বৃষ্টি পরে।
এখানে ছাদ থেকে বৃষ্টি নিচে পরে বিয়োগ হয়েছে।
০৫ট্রেন ছেরে গেলো।
এখানে যখন ট্রেনটি ছেরে গেলো তখন (-) হলো।
সংগৃহীত
★ জরুরী কিছু ইংরেজি শব্দঅর্থ ★
As - যেহেতু
And - এবং
Always - সর্বদা
At present - বর্তমানে
At last - অবশেষে
At this moment - এই মুহূর্তে
At that moment - সেই মুহূর্তে
Again and again - বার বার
All day long -. সারাদিন
After - পরে
Before - পূর্বে
Because - কারন
But - কিন্তু
If - যদি
So that - যাতে
So - তাই
That - যে
Than - চেয়ে
That day - সেদিন
Never - কখনো না
Later - পরে
Or - অথবা
Often - প্রায়ই
Now - এখন
Now a days - আজকাল
Then - তখন
When - যখন
While - যখন
Whenever - যখনই
Where - কোথায়
Where As - যেখানে
Some day - কোন একদিন
Shortly - অল্প সময়ের মধ্যেই
Recently - সাম্প্রতিককালে
Immediately - অবিলম্বে
🔥পড়া মনে রাখার ৫টি বৈজ্ঞানিক উপায়:
🛑(১) নেমোনিক পদ্ধতি: ছড়া, গল্প ও ছবি সংযুক্ত করে পড়া খুব সহজে মনে রাখা যায়।
🛑(২) পোমোডোরো পদ্ধতি: টানা ২৫মিনিট পড়ার পর ৫মিনিট বিরতি নেওয়া।
🛑(৩) ফাইনম্যান পদ্ধতি: যেকোনো কিছু পড়ার পর অন্যকে বুঝানোর চেষ্টা করলে সহজেই পড়া মনে থাকে।
🛑(৪) বিরতি নিয়ে রিভিশন: টানা পড়লে প্রায় ৪৪% পড়া মনে থাকে। তাই নির্দিষ্ট দিন বা সময় পর পর রিভিশন দিতে হবে শতভাগ মনে রাখার জন্য।
🛑(৫) পর্যাপ্ত ঘুম: দীর্ঘ সময় পড়ার পর নির্দিষ্ট সময় ঘুমিয়ে নিলে পড়া মনে থাকে।
Busy= ব্যস্ত Bestow= দান করা
Flower= ফুল Full= পরিপূর্ণ Fool = বোকা
Wife= বৌ Bow= ধনুক
Fay= পরী Pori= বিল
Queen= রাণী Runny= ঢলঢলে
Smile= হাসি Hussy= বেহায়া
Call= ডাক Duck= হাঁস
Quilt = লেপ Lap= ভাঁজ
Tent= তাঁবু Taboo= নিষিদ্ধ
Chest= বুক Book= বই
Forest= বন Bon= উপভোগ
I= আমি Ami= বন্ধু
You= তুমি Tumi= তল
Left= বাম Bum= নিতম্ব
Profit= লাভ Love=ভালোবাসা
Month= মাস Mass= সম্পদ
Doll= পুতুল Putul= খাদ
Eraser= রবার Robber= ডাকাত।
What=কী key=চাবি
hand=হাত hat=টুপি
♦️ How many? - কতগুলো?
♦️ How much ? - কি পরিমান?
♦️How often ? - কতদিন ?
♦️How far ? - কত দূর ?
♦️How fare ?- কত ভাড়া ?
♦️How long ? - কতক্ষন ?
♦️How fast ? - কত দ্রুত ?
♦️How dare ? - কোন সাহসে ?
♦️How much longer ? - আর কতক্ষন ?
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the school
Telephone
Website
Address
Mohadebpur