Md Ariful islam
sqsf.org
আল্লাহ যেন আমাদেরকে জালেম না বানান সব সময় এই দোয়া করি।
আমাদের মনে রাখা দরকার, জুলুম, অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন এমন এক অপরাধ যা সাধারণত আল্লাহ মাফ করেন না, যতক্ষণ পর্যন্ত ওই মজলুম ব্যক্তি (যার প্রতি অত্যাচার করা হয়েছে) জালিমকে (অত্যাচারী ব্যক্তিকে) মাফ না করেন। কুরআনে ইরশাদ হয়েছে, আর তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়বে না, জালেমদের সহযোগী হবে না, তাহলে আগুন (জাহান্নামের) তোমাদেরও স্পর্শ করবে (সূরা হুদ, আয়াত : ১১৩)।
রাসূলুল্লাহ (সা.) বলেন, আল্লাহতায়ালা জালিমকে দীর্ঘ সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন। অবশেষে যখন পাকড়াও করেন তখন তাকে আর রেহাই দেন না। অতঃপর তিনি এ আয়াত পাঠ করেন, তোমার প্রভুর পাকড়াও এ রকমই হয়ে থাকে, যখন তিনি জুলুমরত জনপদগুলোকে পাকড়াও করেন। তার পাকড়াও অত্যন্ত যন্ত্রণাদায়ক, অপ্রতিরোধ্য। (সহিহ বুখারি ও মুসলিম)।
SQSF Deeniyat Center & Smart Library
SQSF Smart Library & Counselling Centre
স্মার্ট লাইব্রেরী
Sqsf Channel
Sqsf.org
https://www.facebook.com/share/uXNNGQ5h3Yimxq1Y/
সময়োপযোগী অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। আসুন সকলে মিলে সিন্ডিকেট মুক্ত বাজার গড়ি।
একজন ৩৫০ টাকা কেজিতে পেঁয়াজ খাওয়ানোর পর হাসিমুখে বলেছিলো, পেঁয়াজ খাওয়া বাদ দেন, আমি পেঁয়াজ ছাড়াই তরকারি রান্না করি। ২৫০ টাকা কেজিতে বেগুন খাওয়ানোর পর বলেছিলো কুমড়া দিয়া বেগুনের কাম চালায়া দেন। গরুর গোস্ত এড়িয়ে চলার পরামর্শ দিয়া বলেছিলো, কাঁঠাল খান। ১২০০ টাকা কেজিতে মরিচ খাওয়ানোর পর বলেছিলো, মরিচ খাইলে আলসার হয়। ৩ হাজার টাকা কেজিতে ইলিশ খাওয়ানোর পর বলেছিলো, ইলিশ খাওয়া বাদ দেন, ইলিশের পরিবর্তে তেলাপিয়া মাছ খান। এসব খুব বেশি পুরানা খবর নয়, এখনো চোখের সামনে ভাসছে। মনে আছে? গত জুন-জুলাই মাসে ৭০ টাকা কেজিতে আলু কিনেছি, এখন ৫৫ টাকায় কিনতে পারছি। জুন-জুলাইয়ে পেঁয়াজ কিনেছি ১৩০/১৪০ টাকা, গতকাল কিনলাম ১০৫ টাকা কেজিতে। কাঁচা কলা কিনলাম ২০ টাকা হালি। কাঁচা মরিচ ২০০ টাকা কেজি, পেঁপে কিনলাম ২৫ টাকায় কেজি।লাউ ৩০ টাকা পিচ
আলহামদুলিল্লাহ, এখন তখনকার চেয়ে দাম কম।
Follow my page to get more information
Follow my page to get more travel information
ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর শাহ আলীবাগ থানার প্রোগ্রামে ইসলামী সমাজ ব্যবস্থা বিনির্মানে অবদান রাখা বিষয়ে আলোচনা ও দোয়া মাহফিল। আয়োজকসহ সকলের প্রতি গভির শ্রদ্ধা ও দোয়া রইলো। এভাবে আমাদেরকে ৮৭১৯১টি গ্রামে নৈতিক ও সামাজিক মূল্যবোধ শিক্ষার কার্যক্রম ছড়িয়ে দিতে হবে ইনশাআল্লাহ।
#01764444731
SQSF Smart Library & Counselling Centre
স্মার্ট লাইব্রেরী
SQSF Deeniyat Center & Smart Library
Sqsf.org
Click here to claim your Sponsored Listing.