The pen of Naimatul Jannat
আপনার প্রোডাক্টের সেল বাড়াতে একজন কন্টেন্ট রাইটার/কপিরাইটার� হিসেবে আমি আপনাকে সাপোর্ট দিচ্ছি।
শেহনাজ হুসেইন
"বিউটি কেয়ারের রানী" হিসাবে সমাদৃত হয়েছেন "শেহনাজ হুসেইন"।জন্ম ভারতেই।
স্কুল শেষ হতেই ১৫ বছর বয়সেই তার বিয়ে হয়ে যায়। ১৬ বছর বয়সেই তিনি মা হন। নিজে কিছু একটা করতে চেয়েছেন তিনি। প্রচন্ড উচ্চাকাঙ্খী ও ছিলেন ।যেহেতু, লিখতে ভালোবাসতেন, তাই ইরান ট্রিবিউনের জন্য বিভিন্ন বিষয়ে অনেক লিখতে শুরু করলেন।
সপ্তাহে ১ হাজার শব্দ লিখতেন, কিন্তু তার লেখার মান ভালো হওয়াতে তাকে পুরো ইংরেজি পত্রিকার দিক গুলো দেখতে বলা হয়েছিলো। তখন কার সময়ে " ম্যানুয়াল টাইপরাইটার" ছিল।টাইপ করার টার্গেট ও সময়সীমা সামলে উঠতে তিনি অনেক বেশিই দ্রুত টাইপ করতেন।ফলস্বরূপ এক পর্যায়ে তার আঙুল দিয়ে রক্ত পড়তে থাকে, তবুও তিনি থামেন নি, ব্যান্ডেজ বেঁধে টাইপ করেছেন, তার ধ্যান ব্যাথার দিকে ছিলোনা। চিকিৎসা নিতে গেলে রাশিয়ান ডাক্তার তাকে বলেন "আপনি যদি টাইপ করা বন্ধ না করেন তবে আমাকে আপনার আঙ্গুলগুলি কেটে ফেলতে হবে।"
হার্ভার্ড বিজনেস স্কুল তাকে একটি আন্তর্জাতিক ব্র্যান্ড প্রতিষ্ঠার সাফল্যের গল্প বলার জন্য আমন্ত্রণ জানায় এবং তার গল্প গুলোই হার্ভার্ড কেস স্টাডির পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হয়েছে।
শেহনাজ হুসেইন কে তার পড়াশুনার জন্য টাকার দরকারেই আয় করতে টাইপ করতে হত,আর তিনি পড়ালেখাকে অন্য কোন কিছুর সাথে অপশন হিসেবে বেছে নিতে পারবেন না তা নিজেও জানতেন।তিনি ডক্টর কে জিজ্ঞাসা করলে,তার আঙুল কেটে ফেললে বাকি আঙুলের অংশ দিয়ে তো টাইপ করতে পারবেন।তাই আঙুল কেটে ফেলার জন্য ও তিনি পূর্বপ্রস্তুতি নিয়ে নিয়েছিলেন মানসিক ভাবেই, তবু টাইপ বন্ধ করবেন না,পড়াশুনা চালিয়ে যাবেন।
তিনি তখন উচ্চ শিক্ষিত না হওয়া সত্ত্বেও - নিজেকে শিক্ষিত করার জন্য উপার্জন করেছেন। চার্লস ডিকেন্স এর একটা উক্তি আছে__
"There is nothing so strong or safe in an emergency of life as the simple truth."
হ্যাঁ! তিনি প্রয়োজন ও বাস্তবতার সাথে লড়াই করে দেখিয়েছেন।
✍️তিনি তার শিক্ষা ও অভিজ্ঞতাকে কি কাজে লাগিয়েছেন???
লন্ডনে পড়াশুনা ও প্রশিক্ষণের সময় তিনি দেখলেন যে,রাসায়নিক ও ক্যামিকেল প্রসাধনীর ক্ষতি অনেক মারাত্মক পর্যায়ের। তিনি উদ্যোগ নিলেন প্রাকৃতিক উপাদানের সমাহারেই প্রসাধনী নিয়ে ভাববেন।
আয়ুর্বেদের উপর ভিত্তি করে প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিকার সহ, ত্বক এবং চুলের সমস্যার সমাধানে তারই উদ্যোগের প্রসাধনীকে বিশ্বে ছড়িয়ে দিতে সফল হয়েছেন।৪০ বছরের ও বেশি সময় ধরে শেহনাজ হুসেইনের ভেষজ ও ক্যামিকেল মুক্ত প্রসাধনী সবার কাছে জনপ্রিয় হয়ে উঠছে। খুব নিখুঁত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যেমে তার পণ্য গুলো তৈরি করা হচ্ছে।প্রথমে তার বাসাতেই একটা ছোট পার্লার থেকেই শুরু হয়েছিলো উদ্যোগের গল্প টা।
আয়ুর্বেদিক চিকিৎসার আশ্রয়ে তিনি উদ্ভিদজাত পণ্য এবং প্রাকৃতিক পদার্থ ব্যবহার করেছেন তার সব প্রোডাক্টসে। তার মতে নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শেহনাজ হুসেইন এর ব্যাক্তিত্ব ও অর্জন সম্পর্কে আমার বলার ও প্রয়োজন নেই বলেই আমি মনে করি। কেননা,তার অর্জন ও তার পরিচয় এর কথা সবাই-ই কম বেশি জানি। তবে তার মত একজন ডেডিকেটেড মানুষ এর থেকে আমরা সব থেকে বড় যে ম্যাসেজটা পাই তা হচ্ছে আমি বা আপনি যাই করি না কেন?আমাদের কে পড়াশুনা করতে হবে। সেটা ইন্টারনেট হোক গুগল হোক,বা যেভাবেই হোক।
এই পোস্ট এর মূল ব্যাপার টা যেই অনুপ্রেরণাদায়ক শেহনাজ হুসেইন কে নিয়ে তিনি পড়ালেখা না করলে কখনোই সর্বত্র তার প্রাকৃতিক উপাদানের প্রসাধনী গুলো ছড়িয়ে দিয়ে মানুষের কল্যাণে নিজের জ্ঞান কে কাজে লাগাতে পারতেন না।ক্যামিকেল ও প্রাকৃতিক উপাদানের মধ্যেকার যে তফাৎ এটা বুঝতে হলে এবং বুঝাতে হলে ও তাকে সে বিষয়ে বিজ্ঞ হতে হয়।
একজন শেহনাজ হুসেইন ভালোবেসেছেন পড়াশুনাকে৷ সে আজ তার নামে গুগলে সার্চ দিলে শত শত কন্টেন্ট, ইউটিউবে অসংখ্য ভিডিও পেয়ে যাচ্ছি।না,সবাই তো শেহনাজ হুসেইন হবে না,এক একজন মানুষ পড়াশুনাকে তার ক্যারিয়ারে কাজে লাগিয়ে নিজ নিজ স্বপ্নপূরণে এগিয়ে যেতে পারব।
পড়াশুনার প্রতি আবেগ ও আগ্রহ থাকা টা সব থেকে বেশি দরকার।
___________________________________________
ছবি: সংগৃহীত
Naimatul Jannat
আমাদের পণ্য নিয়ে পোস্ট করবার সময় আমরা অধিকাংশ সময়-ই কঠিন শব্দ জুড়ে দেই! কিন্তু, এটা মাথায় রাখা উচিৎ -আমাদের পোস্ট যত সহজ বাক্যে হবে, কাস্টমার বা পাঠক ততটাই স্বাচ্ছন্দ্য নিয়ে পড়বে। এবং সেলের সম্ভাবনা ও বাড়বে।
আপনার পেজের রীচ বাড়াতে কন্টেন্ট/কপিরাটার হিসেবে বেস্ট সাপোর্টটুকু দিতে যেকোন সময়-ই প্রস্তুত আমি। ❤️
My grandmother used to say "Eating hilsa fish improves memory."
I thought it was a trick to feed me.🙂
But now I know -- 60% of the human brain is fat. Omega 3 fatty acids boost brain function. In addition to omega 3, hilsa contains vitamin B12, which helps to keep nerve cells healthy. Reduces the risk of hallucinations.
Yes, and hilsa must be delicious, right?
On our page -👉 "Rupsa", you can get the best hilsa fish. Our delivery service can deliver to your doorstep.
♣️ Click on our page to order.
✅page Link▫️
WhatsApp Number ▫️
✅Phone number ▫️
☕ Thank you.
বিঃদ্রঃকপিরাইটিং প্রজেক্ট।♥️
"Navel Of Immortality"😲,এটা আবার কি?
ঘি -এর গুণ বিচার করে এটাকে অনেক নামে ডাকা হয়। এটাকে " Navel of immortality"ও বলা হয় জানেন❓🥰
ভাত,পরোটাসহ বিভিন্ন পিঠাতেও এই ঘি-এর ব্যাবহার। তবে জানেন কি?কিছু অসুস্থতায় এটা খাওয়া নিষেধ। উহু,একদম পুরোপুরি নিষেধ না।
কারণ,ঘি তখনই শরীরের ক্ষতি করবে যখন তা অতিরিক্ত পরিমাণে খাওয়া হয় । তাই ঘি-এর উপকারিতা পেতে হলে অবশ্যই নিয়ন্ত্রণ মেনে খেতে হবে।
কিন্তু একটা সমস্যা রয়েই গেছে।মানে, খাঁটি ঘি এর যে বড্ড অভাব। এটাইতো ভাবছেন?
আমাদের পেইজ @ভাটিয়ালী-তে পেয়ে যাচ্ছেন পাবনার বিখ্যাত খাঁটি ঘি।একটাবার ই নিন। এরপর নিজেই আবার ইনবক্সে বলবেন-"আপু আর একটা ঘি পাঠিয়ে দিন।"😇
💁♀️অর্ডার করতে আমাদের পেইজে ইনবক্স করুন।
▫️পেইজ লিংক-
▫️ইন্সটাগ্রাম আইডি-
▫️হোয়াটসঅ্যাপ -
ধন্যবাদ। 🌿
✅বিঃদ্রঃআমি ঘি সেল করছি না;কন্টেন্ট/কপিরাইটিং ক্লায়েন্টের কাজের একটা স্যাম্পল। ♥️
সাইকোপ্যাথের বৈশিষ্ট্য আসলে কি❓
আপনি কলিগ বা বন্ধু কি সাইকোপ্যাথ ❓
সাইকোপ্যাথদের কখনো বাহিরের মানুষ বুঝে উঠতে পারে না। বাসার মানুষরা কিছুটা ধরতে পারে।
সাইকোপ্যাথরা পেশাগত দিক থেকে কেমন হয়❓
আপনার পার্টনার কি সাইকোপ্যাথ ❓
এইসব জানতে আমার ব্লগারে জাস্ট একটু চোখ বুলিয়ে আসুন৷ 🌿
সাইকোপ্যাথ চেনার উপায় কি? সাইকোপ্যাথ নিয়ে অনেকেই জানে না৷ তাই তাদের জন্য আজকের এই লেখা।
২.৩৮ এর ব্লগ আমার। 😁জ্বী,৩ জন সফল ব্যাক্তি নিয়ে আজকের এই বাংলাব্লগ টা লিখেছি৷ লেখাগুলো কেমন ঝাপসা দেখছিলাম৷ কষ্ট হলেও শেষ না করে উঠিনি।
ব্লগটা ভিজিট করবেন প্লিজ। আর যদি লেখাটা ভালো লেগে থাকে নিচে সোজা একটা কমেন্ট বক্স দেখতে পাবেন৷ মতামত জানিয়ে দিয়ে আসবেন৷
😍😍😍😍
সফল ব্যক্তিদের জীবনী সফল ব্যাক্তিদের নিয়ে অল্প কথায় অনুপ্রেরণামূলক লেখা ছিলো এটা। তাদের বাস্তব জীবনের চ্যালেঞ্জিং সিদ্ধান্ত ও সংকল্...
An old bookstore in Rabat, Morocco.
Thinking about the long-term growth of your brand? You need to hire a copywriter for that. Choose the solution to the problem.
Who will write for the page daily based on your opinion and skills? yes, he/she is a copywriter.
When you find a content writer/copywriter that you like, make him/her permanent for a long period.
Yes, I am with you as a professional copywriter to give you the best support for your brand.😍
একটা চা পাতার ব্র্যান্ডের সাথে প্রজেক্টে আমার কন্টেন্টরাইটিং/কপিরাইটিং স্যাম্পল👇
"টি(tea)"-নাকি 'চি'❓
গ্রীকদেবি থিয়া-এর নামানুসারে নামকরণ করা হয়েছে।সেই অনুসারে চীনে 'টি'-এর উচ্চারণ ছিলো 'চি'।এরপর এটা হয়ে যায় " চা"।
আমি বলি কি জানেন?এর নাম 'রা,রি,রু'ও হত!😅তবুও এটা সবার প্রিয় হত৷ প্রিয়তমার সাথে গল্প আড্ডায় চা,বন্ধুর সাথে সুখ ভাগাভাগি হয় চায়ের কাপে।এক কাপ চা বিষন্ন মনের ও তৃষ্ণা,নিয়ন বাতির আলোয় টঙের দোকানে রাজনৈতিক আলাতেও চা।
সেই চা যদি সুস্বাদু না হয়। 🥺না একদম সেই চিন্তা করতে হবে না।
জ্বী,আমাদের 'দেশী' পেইজে সিলেটের ক্লিন চাপাতা আমরা আপনাদের বাড়ি অবধি পৌছে দিচ্ছি।চাইলে কুরিয়ার অফিস থেকেও নিতে পারেন।
গ্যারান্টি দিতে পারি -আপনি একবার আমাদের এই চাপাতার স্বাদ নেয়ার পর পরবর্তীতে আবার ও স্মরণ করবেন। 🌿
অর্ডার করতে আমাদের পেইজে ইনবক্স করুন।
পেইজ লিংকঃ 👉
হোয়াটসঅ্যাপঃ 👉
ফোন নম্বর ঃ 👉
আসসালামু আলাইকুম।। হেয়ার কেয়ার টিপস নিয়ে আমার আজকের বাংলা ব্লগ। সবাই ঢু দিয়ে আসবেন এবং লাইক কমেন্ট করবেন আশা করি৷ 🌿
চুলের যত্নে পরামর্শ || Herbal hair oil আপনার হেয়ার কেয়ার রিলেটেড সমস্যার সমাধানগুলো আমার ব্লগে নিয়মিত দেয়ার চেষ্টা করছি৷ সাথে থাকবেন।
রাত হলেই চোখে মোবাইলের সব ঝাপসা দেখি। তাও ব্লগে লেখা পাবলিশ করলাম।
এই লেখাটা আমার নিজের ই অনেক পছন্দের।।
বেশ ইন্টারেস্টিং এবং তথ্যবহুল।
আপনাদের ভালো লাগবে।
(জ্বী, বাংলা ব্লগ পোস্ট) 🥰
blog post||ব্লগিং করে টাকা আয় একজন blogger(ব্লগার)-এর লেখালেখি পেশাটাকে কতটা গুরুত্ব দেয়া উচিৎ সেটিই বোঝানোর চেষ্টা করেছি এই blog post (ব্লগ পোস্ট) টিতে।
আলহামদুলিল্লাহ বাংলা ব্লগার একাউন্টে লেখা পাবলিশ করলাম। ইংরেজী ব্লগে আর আজ করা হবে না৷ যথেষ্ট অলসতা জেঁকে বসেছে আমাকে। 🙃সকালে উঠেই ইংরেজীটাতে লিখতে হবে।🥺
শুভ রাত্রী।
আর হ্যা,কন্টেন্ট রাইটিং এর পাশাপাশি আমার কপিরাইটিং এর গুণের ব্যাপারে তো আর ঢাকঢোল পেটানো হচ্ছে না। কাজ করলে হবে শুধু?
জানান দিতে হবে তো?সময় ই পাই না।
ঘুম ঘুম চোখেই একটু বলি __
💁♀️আমি একজন প্রোফেশনাল কপিরাইটার ও আলহামদুলিল্লাহ। আপনার ব্র্যান্ডের সেল বাড়াতে বা ব্র্যান্ডকে আর ও পরিচিত করে তুলতে আমি বেস্ট সাপোর্টটুকু দিচ্ছি৷।। আপনি শুধু আমাকে সিডিউল বলে দিবেন কোন কোন সময়টিতে আমার লিখতে হবে আপনার পেইজ ওয়েবসাইটে ❓
অথবা,আমি আপনাকে লিখে দিব আপনি পাবলিশ করবেন৷
অপশন কয়েকটা ই আছে।
বেছে নিন।
আমার কাজ ও লেখাগুলো যাচাই করুন৷ ধন্যবাদ।। ♥️
কালোজিরার উপকারিতা || Blackseed. কালোজিরা তেল এর উপকারীতা সম্পর্কে আমরা সবাই জানি। তবে চুলের যত্নেও যে এটা কত উপকারী সেটাও জানি না।আজ এই তেলের গুণ....
মেডুসা,যার মাথায় চুলের বদলে ছিলো সাপ। চুল নিয়ে এমন কিছু কুসংস্কার ও মজার ঘটনা নিয়ে লিখেছি আজ৷ সাথে হেয়ার কেয়ার টিপস ও দিয়েছি।
ব্লগারের এই পোস্ট টি পড়ে আসার দাওয়াত রইলো।♥️
গ্রীক মিথোলজিতে মেডুসা ও তার চুল চুলের যত্ন নিয়ে অনেকেই চিন্তিত থাকে। তবে আজ শুধু যত্ন নিয়ে না,চুল নিয়ে প্রাচীন মিথ সম্পর্কে ও আলোচনা করেছি যেগুলো....
Yeeee, hurraah!!!
আজকে দুটো ব্লগারে দুটো লেখা পাবলিশ করেছি।
আর এটা ইংরেজী ব্লগ।এটাতেও মাত্র ই পাবলিশ করলাম।
দুটো ব্লগে আমি হেয়ার কেয়ার, স্কিন কেয়ার এবং ইন্সপায়ারেশনাল কন্টেন্টগুলো লিখব। ♥️🔥✍️
আপনাদের প্রিয় এই মেয়েটা কিন্তু শুধু কন্টেন্ট রাইটার ই না একজন কপিরাইটার ও!!আলহামদুলিল্লাহ। 😎
how to deal with depression! Naimatul Jannat, content about depression, some activities of Famous people, Oh yeah, I am a content writer.
Go ahead
Move foreward
Beacause all you have is Allah
All you have is your passion.🔥
ব্লগারে আজকের প্রথম লেখা।
ছোট হলেও লিখেছি।
অনিয়মিত হতে ভালো লাগে না৷ 🥰🔥
Value of time Welcome to my blogger "Naimatul Jannat". How are you spending time in your life? want to explain in a few words how important it is to evaluate time.
ফেইসবুক থেকে পাওয়া কপিরাইটিং এর ক্লায়েন্ট আমার যে কাজটিতে সন্তুষ্ট ছিলেন সেটি আজ ব্লগারে শেয়ার করেছি। 👇
copywriting portfolio,writing sample আমি প্রথম কপিরাইটিং ক্লায়েন্ট পেয়েছিলাম ফেইসবুকের মাধ্যেমে।আজ একটি কাজের স্যাম্পল শেয়ার করব।আমার সেই ক্লায়েন.....
portfolio for copywriting | Copywriter client, copywriter job, copywriter, an example of copywriter portfolio, portfolio for copywriting.
"You define your own life. don't let other people write your script"
"Oprah Winfrey"
💁♀️এই আপু আমার পেইজ টাতে হ্যান্ডমেইড গহনা সেল করি আমি।
আমিঃমাশা আল্লাহ
"প্রতিদিন আমার পেইজে আপনি গুণে গুণে ৪ টা পোস্ট করবেন আপু।আমি আপনাকে টাইম সিডিউল টা জানিয়ে দিচ্ছি। "
এরপর আসে পেমেন্ট এর কথা।
💁♀️ডিল ফাইনাল।
আসলে কম কথায় কম সময়ে ক্লায়েন্ট পাওয়াটাও আনন্দের অভিজ্ঞতা।তাই না❓
How to become a freelnace copywriter❓ When you write to motivate the customer to buy a product, it is copywriting. Those who write interesting things about their products.
You are invited 👇
How to become a freelnace copywriter❓ When you write to motivate the customer to buy a product, it is copywriting. Those who write interesting things about their products.
My pen,my blogg♥️
This is just the beginning✍️
Are you hungry❓ Are you hungry❓
🌸 গরুর দুধ সেল বাজারের কাছেই। ২ লিটার কিনে আনার পর কি মনে করে ওজন করলাম। দেখি ৩০০ মিলি কম আছে।
কাল গিয়ে আমি তাদের যদি বলি তারা অস্বীকার করবে।কারণ প্রমাণ নেই,তাদের বোতল তো লোকাল৷
কিংবা কাল হয়ত অন্য কোথাও এটা নিয়ে বসতে পারে।🙄
অথচ আমি যদি একটা সুপার শপ/ব্র্যান্ড শপ থেকে কিনতাম অবশ্যই তারা এই ভুল করত না। করলেও সংশোধন করত।কেননা একটা ব্র্যান্ড অনেক বড় লক্ষ্য নিয়ে এগোয়।কাস্টমারকে মূল্যায়ন করে।
💁♀️ বিভিন্ন ব্র্যান্ড এর সেল বাড়াতে যে আমিও তাদের সেল প্রোমোটার হিসেবে কাজ করছি এতে এজন্য ই আনন্দ পাই। সেল প্রোমোটার বলতে সেলস ওমেন ভাববেন না আবার❗
আমি বিভিন্ন কোম্পানীর সাথে চুক্তিবদ্ধ হই🤝যে তাদের পেইজ বা ওয়েবসাইটে তাদের পণ্য নিয়ে লিখে দিব।✍️ জ্বী! ঠিকই ধরেছেন আমি একজন কপিরাইটার।
আমাদের দেশে আমরা অনেকেই এই কপিরাইটের সংজ্ঞা জানি না।কপিরাইটারদের মূল্যায়ন করি না।অথচ,আপনি গুগলে একটু সার্চ করলেই দেখবেন একজন কপিরাইটার একটা ব্র্যান্ডের জন্য কত ইম্পর্ট্যান্ট।♥️
Without dreams, life is like chasing an invisible shadow that has no meaning. Even those who succeed in life have to chase that dream. ✊
Famous people never give up on their dreams.
And you know? I see my dreams in my method.
শাবানার সংসারে শাবানা একা একটা মানুষ হয়ে রান্না,বাচ্চা সামলানো,সেলাই সব করতে পারে।🙄
💁♀️মূহুর্তে ই একটা গার্মেন্টসের মালিক হয়ে যায়।🙃 আমরা পারি না। যেকোন একটা দিক স্যাক্রিফাইস করতে হয় নয়ত হেল্পিং হ্যান্ড দরকার হয়।
যেমন আমার কপিরাইটিং এর এই কভার বানিয়ে দেয় আমার 👉বেটার হাফ।
বাকি কাজগুলো আমি করছি। কভার আমি বদি বানাতে পারতাম ও আমি বানাতাম না। সেই সময় টা আমি আমার ক্লায়েন্টের কাজে দেই। ✍️
তেমনি আমার ক্লায়েন্ট রাও তাদের বিজন্যাসের ব্র্যান্ডের কাজে সময় দেন আর আমি তাদের প্রোডাক্ট নিয়ে লিখে দেই। 😇পরিবর্তে তাদের প্রোডাক্টের সেল বাড়ে। 🤝
জ্বি আমি আপনার ব্র্যান্ডের সেল বাড়াতে বেস্ট সাপোর্ট টুকু দেয়ার জন্য ২৪*৭ তৈরি। ♥️
এখন আমি যেটা লিখেছি সেটা ও একটা "কপিরাইটিং"❗
🥰কারণ আমি চাচ্ছি এই পোস্টের মধ্যে দিয়ে আমার কপিরাইটিং এর ক্লায়েন্ট আসুক। ✍️
💁♀️একটা উদাহরণ দেই__ধরুন,নিউজফিড স্ক্রল করতে করতে চোখে পড়লো একটা মেক আপ ব্র্যান্ডের পেইজ।
একটা কাজল নিয়ে অল্প কথায় গুছিয়ে একটা পোস্ট।পোস্ট টা ছোট হলে ও সেখানেও এর উপকারীতা নিয়ে বা ডিটেইলস নিয়ে বোঝানো আছে।
আপনার মত আর ও অনেক কাস্টমারদের নজরে যাতে পড়ে এবং আপনারা যাতে ক্রয় করেন সেই প্রোডাক্টটি,,সেই উদ্দেশ্যেই পোস্ট টি লেখা।
তার মানে ওটাই কপিরাইটিং❗♥️
আমি প্রথমে ভেবেছিলাম আমার ক্লায়েন্টের সাহথে আমার কাজ গুলো✍️ আপনাদের সাথে বেশি শেয়ার করব কিন্তু আমার মনে হচ্ছে আগে এটার প্রকৃত সংজ্ঞা আপনাদের জানানো উচিৎ। 🤝
আত্মবিশ্বাস ও অতিমাত্রায় আত্মবিশ্বাস এর পার্থ্যক্য,,,
আমি পেরেছি, আমার এটাকে ধরে রাখতে হবে✊,এমন মনোভাব হচ্ছে আত্মবিশ্বাস।
আম পেরে গেছি, হ্যা এটা আমার দ্বারাই সম্ভব হওয়ার ছিলো (অতিমাত্রায় আত্মবিশ্বাস)।
আমরা অনেকেই অতিমাত্রায় আত্মবিশ্বাসী।তাই কোন কিছু নিয়ে হঠাৎ হঠাৎ উদ্যোগী হয়ে তার আর খবর থাকেনা।যেমন,✍️ফ্রিল্যান্সিং এর কন্টেন্ট রাইটিং ও কপিরাটিং সেক্টর।এই দুটো সেক্টর নিয়ে অনেকেই জল্পনা কল্পনা করে।
যখন দেখে প্রথমে তেমন রেস্পন্স পাচ্ছে না তখন হাল ছেড়ে দেয়।👎কারণ প্রথমেই তারা টাকা আয় করাটাকে বেশি গুরুত্ব দেয়।
আসলে আপনার পেশা শুধুমাত্র আপনার টাকা আয়ের মাধ্যেম না,বরং এটা আপনাকে ভালোবাসতে হবে।কন্টেন্ট রাইটিং এর প্রতি ভালো লাগা ও প্র্যাক্টিস এবং এটাকে সিরিয়াসলি নেয়ার কারণে ই আজ আমি কপিরাইটিং কে পেশা হিসেবে বেছে নিয়েছি। 🌿
জার্মানির পিটার হেললেইন নামে ১৫১০ সালে প্রথম স্প্রিং চালিত ঘড়ি আবিষ্কার করেন।তবে সেই ঘড়িতে নির্ভুল সময় দেখাত না।
⌚দিনে দিনে ঘড়ি শুধু এখন প্রয়োজন ই না,এটা ফ্যাশনের আওতায় ও পড়েছে।
ছবিতে গোল্ডেন কালার এর হ্যান্ড ওয়াচটা এমন ডিজাইন সেন্স নিয়ে করা হয়েছে যে জন্য সকল বয়সী নারীদের জন্য পারফেক্ট। 😎
⛱️🌊 ১০০ ফুট (৩০মিটার) পর্যন্ত ওয়াটার প্রুফ ঘড়ি।
স্ক্র্যাচ ফ্রি ওয়াচ। 🥰
📲অর্ডার করতে ওয়েবসাইট ভিজিট করুন👇 .com
বিঃদ্রঃএটি আমার বিজন্যাস প্রোডাক্ট না,কপিরাইটিং প্রোজেক্ট টি আমাজন এর জন্য করা হয়েছে। ✍️
💁♀️গ্রাফিক্স ডিজাইনার ক্লায়েন্টের সাথে আমার কাজ এর একটি স্যাম্পল👇
🟦 ব্র্যান্ডিং ডিজাইন কি❓
কাস্টমারের মনে আপনার ব্র্যান্ডকে আলাদাভাবে পরিচিতি করার প্রতিটি ধাপ-ই ব্র্যান্ডিং ডিজাইন।
🔵আপনার বিজন্যাসের জন্য ব্র্যান্ডিং ডিজাইন কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ❓
☑️ ব্র্যান্ড কখনো তার কাস্টমারকে প্রোডাক্ট কিনতে পুশ করে না,বরং "পুল" করে।প্রলুব্ধ করে না বরং প্রোডাক্টের প্রতি আকৃষ্ট করে।কোম্পানীর প্রোফাইল,ভিজিটিং কার্ড,ক্যাশম্যামো,গিফট,প্যাকেজিং-সহ সবকিছুতেই আপনার ব্র্যান্ডের লোগো,নাম ও পরিচয় থাকা উচিৎ। বিজন্যাস মানে শুধু পণ্য বা সেবা বিক্রি নয়,বরং আপনাকে তার প্রচার করতে হবে।🥰
☑️বিক্রি তখন হবে, যখন সবাই আপনার ব্র্যান্ড সম্পর্কে জানবে।ব্র্যান্ডিং ডিজাইন করতে অবশ্যই একজন প্রোফেশনাল ডিজাইনার প্রয়োজন।এটি করতে অনেক ইনভেস্ট করতে হবে না আপনাকে। আপনার সামর্থ্য অনুযায়ী একটা সেরা মানের ব্র্যান্ডিং ডিজাইন করতে পারবেন সুন্দর পরিকল্পনার মাধ্যেমে।😍
👉 তাই, আপনি যদি আপনার কোম্পানির ব্র্যান্ডিং ডিজাইনিং নিয়ে ভাবছেন এবং আপনার যদি কোন প্রশ্ন থাকে,যোগাযোগ করুন আমাদের পেইজের ইনবক্সে অথবা হোয়াটসএপ নাম্বারে।📞
ধন্যবাদ। 😇
▪️হোয়াটস এপ
0123345
▪️ইমেইল
[email protected]
▪️ওয়েবসাইট
gtfdgh. Com....
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Website
Address
9100