BADC Sporting Club
স্বাগতম মাঠ প্রাঙ্গণের সকল খবরা খবর জ?
কে ভেবেছিলো সেদিন ভোরের আলো বয়ে নিয়ে আসবে অন্ধকার। ২৫ মার্চ গভীর রাতে অর্থ্যাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে পাক বাহিনীর হামলায় অজস্র নিরীহ বাঙ্গালী তাদের জীবন ত্যাগ করে। ২৬ মার্চ আসে বাংলার বুকে নতুন এক রাষ্ট্র ঘঠনের ঘোষণা, স্বাধীনতার ঘোষণা। তার পরের ইতিহাস সকলের জানা। রক্তমাখা স্বাধীনতার সংগ্রাম আমাদের। এই বাংলার স্বাধীনতা সংগ্রামের সকল শহীদ-গাজিদের আমরা কখনো ভুলবো না।
জয় বাংলা🇧🇩
"রমজানুল মোবারক" এই রমজান আমাদের জীবনে বয়ে আনুক নতুন এক কুড়ির সন্ধান। রমজানে সকলে যেনো আমরা পরিপূর্ণ সিয়াম সাধন করতে পারি আমিন। সকলের শরীর সাস্থ সুস্থ রেখে আমরা যেনো সেহরি এবং ইফতার গ্রহন করি। রমজানের পর আমাদের আবার মাঠে মিলন হবে ইনশাআল্লাহ।
শুভ জন্মদিন সুজন ইসলাম ফাহিম। ক্লাবের সার্বিক সহযোগিতায় সবসময় হাত বাড়িয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ❤️❤️
শুভ বিদায় ইফতেখার রায়হান ইতু। এই ভ্রমণ এখানেই শেষ নয়, আমাদের আবার দেখা হবে মাঠ প্রাঙ্গণে।
যাযাকাল্লাখাইরান❤️❤️
শুভ জন্মদিন বাংলাদেশ❤️ কতশত অর্জনে ভরা এই ৫১টি বছর। আসছে সময়ে আরো প্রগতি উন্নতি হবে ইনশাআল্লাহ। বাংলার মানুষের আজ বড় মহা খুশির দিন🇧🇩
মহান বিজয় দিবসের শুভেচ্ছা সকলকে❤️🇧🇩
"খেলার মাঠে সারের রাজত্ব"
#আসসালামু আলাইকুম সবাইকে। বিএডিসি স্টাফ কোয়ার্টারের মাঠে খণ্ডকালীন সারের গুদামজাত করন পরিকল্পনায় ক্ষিপ্ত সম্পূর্ণ এলাকাবাসী। সকলের বিনোদনের বড় একটি মাধ্যম হচ্ছে বিএডিসির বড় মাঠ। ছোট বড় সকলের জন্য এই মাঠ একটি আবেগ জড়ানো অনুভূতি। বর্তমানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর আনুমানিক ১০-১৫ মেট্রিক টন সার খণ্ডকালীন সংরক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে বিএডিসি স্টাফ কোয়ার্টারের খেলার মাঠ। কর্মকর্তাগন জবাবদিহিতায় কৈফিয়ত দিয়েছে সংরক্ষণের জায়গা কম পরায় তারা এই মাঠটি বেছে নিয়েছে। তাদের ভাষ্য মোতাবেক এই প্রকল্পটি সল্প সময়ের জন্য (৫দিন,৭দিন,১মাস/২মাস)।
#একটি স্বপ্ন নিয়ে ২ মাস আগে গড়ে তোলা বিএডিসি স্পোর্টিং ক্লাবের সকল সদস্য আজ খেলার মাঠ ফিরে পাওয়ার জন্য আকুতি মিনুতি করছে। সকলের একটাই দাবি " #ক্ষেতের সার মাঠে কেনো"। নিন্দুকদের এই নোংরা পরিকল্পনায় বলি হয়েছে বিএডিসি স্পোর্টিং ক্লাবের সকল সদস্য। #তীব্র নিন্দা যানাচ্ছি সকলের পক্ষ থেকে। যত দ্রুত সম্ভব এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। যে নিন্দুকেরা মাঠ দখলে উপছে পরে আছে তাদের থেকে ছিনিয়ে আনা হোক আমাদের মাঠ।
#ইনশাআল্লাহ আশা করি এই মাঠ দ্রুত আমাদের হবে আবার। আবার আমরা নামবো আমাদের পুরোনো লক্ষ্য নিয়ে।
যাযাকাল্লাখাইরান❤️
HAPPY BIRTHDAY TO OUR SENIOR TEAM CAPTAIN.❤️❤️
টানটান উত্তেজনামূলক খেলাটি শেষ হয় গোল শূন্য ড্র দিয়ে।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এরকম আরো আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ।
যাযাকাল্লাখাইরান।
আজকের ফলাফলঃ
Give your prediction in the comment section. Who will be win from today match day betweens BADC SPORTING CLUB SENIOR Vs BADC SPORTING CLUB JUNIOR. You all are invited to see the exciting match.
START: 5:00 PM
VENUE: BADC ARENA
HOST BY: BADC SPORTING CLUB.
BADC SPORTING CLUB HOSTED A BIG MATCH BETWEEN BADC SPORTING CLUB SENIOR VS BADC SPORTING CLUB JUNIOR. IT'S HELD ON A FRIDAY 5:30 PM AT BADC ARENA.YOU ALL ARE INVITED TO SEE THE EXCITING MATCH.
THANK YOU SO MUCH.
এই সিজনে মাস শেষে সর্বোচ্চ ১১ জন গোলদাতা। সর্বোচ্চ ৪ গোল করে তালিকার শীর্ষে অবস্থান করছে নাফিয।
যাযাকাল্লাখাইরান ❤️
এই সিজনের বর্তমানে সর্বোচ্চ গোলদাতা Md Nafiz। শুভকামনা বাকি সিজনের জন্য।
FIGHT ON! GAME ON!
বিএডিসি স্পোর্টিং ক্লাব এবার বাংলা কলেজর মাঠে গিয়ে তাদের সাথে ২-১ এ জয় ছিনিয়ে আনে। রিয়াযের জোড়া গোলে জয় উল্লাসে মাতে পুরো বিএডিসি।
ফলাফলঃ
বিএডিসি স্পোর্টিং ক্লাব জুনিয়র ফ্রেন্ডলি ম্যাচে তাদের প্রথম জয় উদযাপন করে। জুনিয়র দলের হয়ে ম্যাচের শুরুতে গোল করে অধিনায়ক ঈশান। পরবর্তীতে জিবিসি আর সমতায় ফেরাতে পারেনি। নির্ধারিত সময় শেষে বিএডিসি স্পোর্টিং ক্লাব জুনিয়র দল জয় লাভ করে।
বিএডিসি স্পোর্টিং ক্লাব বনাম সলিড ফাইটার্স মধ্যেকার ম্যাচটি গোল শূন্য খেলায় ড্র হয়েছে।
ম্যাচের ফলাফলঃ
First post match for BADC SPORTING CLUB against SOLID FIGHTERS. HELD ON 5:30 PM. You all are invited to see this exciting match. BADC STAFF QUARTER ARENA.
আজকের ফলাফলঃ
বিএডিসি স্পোর্টিং ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ। সকলের প্রতি অনুরোধ যে ক্লাবের সকল নিয়ম এবং শৃঙ্খলা বজায় রাখবেন। আমরা সকলেই একই সুতোতে বাধাঁ। সবাই ক্লাবের নাম বড় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
FIGHT ON! GAME ON!
বিঃদ্রঃ প্রযুক্তিগত ক্রুটির জন্য আগের পোস্টটি পেজ থেকে ডিলেট করা হয়েছে। তাই আমরা ক্ষমা প্রার্থী।
#যাযাকাল্লা_খাইরান ❤️🖤
জন্মদিনে দলের সমতায় গোল করেন বিএডিসি স্পোর্টিং ক্লাব জুনিয়র দলের সাইমন। অপর দিকে আসরে নিজের প্রথম গোল করে সিনিয়র দলের সহ-অধিনায়ক রিয়াজ।
আজকের ফলাফলঃ
খেলার শেষ মুহুর্তে ইতুর গোলে জয়ের উল্লাসে যোগ দেয় বিএডিসি স্পোর্টিং ক্লাব জুনিয়র দল।
আজকের ফলাফলঃ
বাম প্রান্ত থেকে জন্টির বাড়িয়ে দেওয়া বল জুনিয়র দলের জালে বেড়ায় সিনিয়র দলের টিপু। তার একক গোলে ১-০ ব্যবধানে জয় পায় বিএডিসি স্পোর্টিং ক্লাব সিনিয়র।
আজকের ফলাফলঃ
গোল মেশিন নাফিয যেনো থামছেই না। প্রতি ম্যাচেই স্কোর শীটে নাম লেখার চেষ্টা করেই যাচ্ছে। ইতিমধ্যে এই সিজনের সেরা গোলদাতা হিসেবে রয়েছে নাফিয। অপর দিকে সিনিয়র দলের জন্টি টানা ২ ম্যাচে স্কোর করে দল কে সমতা এনে দেয়।
আজকের ফলাফল
বিএডিসি স্পোর্টিং ক্লাব জুনিয়র দলের সহ-অধিনায়ক অভিক মল্লিক লিখন।
" আল্লাহ'র কাছে সুস্থতা কামনা করছি,বিনোদনের পাশাপাশি যেন একজন ভালো খেলোয়াড় হতে পারি এবং সকলে নিজেদেরকে এক সুতোয় বেঁধে নিবো ইনশাআল্লাহ। "
অভিক মল্লিক লিখন,
সহ-অধিনায়ক বিএডিসি স্পোর্টিং ক্লাব জুনিয়র।
বিএডিসি স্পোর্টিং ক্লাব জুনিয়র দলের অধিনায়ক ইসতিয়াক আহাম্মেদ ঈশান।
" আশা করি ছোটদের নিয়ে বড়দের থেকেও বেশি পথ পাড়ি দিবো ইনশাআল্লাহ। "
ইসতিয়াক আহাম্মেদ ঈশান,
অধিনায়ক বিএডিসি স্পোর্টিং ক্লাব জুনিয়র।
বিএডিসি স্পোর্টিং ক্লাব সিনিয়র দলের সম্মানিত সহ-অধিনায়ক মেহরাজ হোসেন রিয়াজ। বিএডিসি স্পোর্টিং ক্লাবের অন্যতম সদস্য। তার খেলায় প্রাণ মুগ্ধতা ছড়ায় পুরো ক্লাব জুড়ে।
মেহরাজ হোসেন রিয়াজ,
সহ-অধিনায়ক বিএডিসি স্পোর্টিং ক্লাব সিনিয়র।
বিএডিসি স্পোর্টিং ক্লাব সিনিয়র দলের সম্মানিত অধিনায়ক মোহাম্মদ যাহিদুল ইসলাম যাহিদ।
" খেলাধুলার সাথে যেনো ছোট বড় সবাই সম্পৃক্ত থাকে এটাই আমার চাওয়া। "
মোহাম্মদ যাহিদুল ইসলাম যাহিদ,
অধিনায়ক বিএডিসি স্পোর্টিং ক্লাব সিনিয়র।
বিএডিসি স্পোর্টিং ক্লাবের সম্মানিত সমন্বয়কারী মোহাম্মদ সুজন ইসলাম ফাহিম। বিএডিসি স্পোর্টিং ক্লাবের সর্বাধিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্বপূর্ণ একজন ব্যাক্তি। ক্লাব গঠনেও রয়েছে তার অক্লান্ত পরিশ্রম।
মোহাম্মদ সুজন ইসলাম ফাহিম,
সমন্বয়কারী বিএডিসি স্পোর্টিং ক্লাব।
বিএডিসি স্পোর্টিং ক্লাবের সম্মানিত ব্যবস্থাপক মোহাম্মদ ফারুক খান।
" ছোটদের কে আরো ভালো করতে হবে যেনো সব যাগায় আমাদের নাম পৌঁছাতে পারে। "
মোহাম্মদ ফারুক খান,
ব্যবস্থাপক বিএডিসি স্পোর্টিং ক্লাব।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
23/1, H Block, Mirpur/2
Mirpur, 1217
All news & live sports coverage including results, video, audio and analysis on Sports
Mirpur
Get exclusive football accessories from us at a reasonable price. Connect with our page for all sports updates and news and get Jersey from us.
Mirpur
Bangladesh Cricket is our emotion by blood🥺❤️ PonchoPandob is a brand of Bangladesh Cricket 🇧🇩🏏
Mirpur
Bangladesh cricket board ��� cricket Laver ��� favourite player shakib all Hasan #Bcb
House:24, Road: 7, Mirpur:10, Dhaka
Mirpur, 1216
The official 2019-20 Men's Basketball schedule for the West Virginia University Mountaineers. ... 2020 at 7:00 p.m.. Location: Austin, Texas / Erwin Center ... WVU Coliseum. Duques...