Videos by Wahab's Travel Story in Mirpur. Hi! I am Wahab Ahmed. Traveling is my hobby. I like to make travelling blog in our beautiful country
আজ শুভ উদ্বোধন হলো স্বপ্নের পদ্মা সেতু। চির প্রবাহমান পদ্মার বহু বছরের নিঃসঙ্গতা ঘুচলো এবার।
রাতে সেতু পার হতে গিয়ে অন্ধকার নদীর বাতাস গায়ে লাগতেই দৃশ্যপটে ভেসে উঠবে কত স্মৃতি!
হাঁকডাকে সরগরম ঘাটের কোলাহল থেমে যাবে। আহা, দোতলার হোটেলে ধোঁয়া ওঠা গরম ভাত আর ইলিশ মাছ!
নতুন প্রজন্মের যারা সেতু করে পার হবে তারা কোনদিনই জানবে না কত স্মৃতি, গল্প আর ভালোবাসা এই নদী পারাপার ঘিরে।
গল্প আর গণমাধ্যমের খবর ঘনীভূত হয়েছে সেতুর নির্মাণ পর্বের শুরু থেকেই।
মাননীয় প্রধানমন্ত্রী যখন নিজস্ব অর্থায়নে সেতুর কাজ শুরু করতে চাইলেন, ব্যাপক সাড়া পড়েছিলো চাঁদা দিয়েছিলেন বহু মানুষ। অসংখ্য মানুষের মেধা, শ্রম আর আমাদের অর্থে নির্মিত হয়েছে এই সেতু।
মাঝে ছেলেধরার গুজবে এতিম হলো যে শিশু দুটি, তাদেরকেও স্মরণে রাখা উচিত। অপূরণীয় ক্ষতি হয়েছে তাদের জীবনে।
সর্বোপরি এই সফলতার দাবিদ
আজ শুভ উদ্বোধন হলো স্বপ্নের পদ্মা সেতু। চির প্রবাহমান পদ্মার বহু বছরের নিঃসঙ্গতা ঘুচলো এবার। রাতে সেতু পার হতে গিয়ে অন্ধকার নদীর বাতাস গায়ে লাগতেই দৃশ্যপটে ভেসে উঠবে কত স্মৃতি! হাঁকডাকে সরগরম ঘাটের কোলাহল থেমে যাবে। আহা, দোতলার হোটেলে ধোঁয়া ওঠা গরম ভাত আর ইলিশ মাছ! নতুন প্রজন্মের যারা সেতু করে পার হবে তারা কোনদিনই জানবে না কত স্মৃতি, গল্প আর ভালোবাসা এই নদী পারাপার ঘিরে। গল্প আর গণমাধ্যমের খবর ঘনীভূত হয়েছে সেতুর নির্মাণ পর্বের শুরু থেকেই। মাননীয় প্রধানমন্ত্রী যখন নিজস্ব অর্থায়নে সেতুর কাজ শুরু করতে চাইলেন, ব্যাপক সাড়া পড়েছিলো চাঁদা দিয়েছিলেন বহু মানুষ। অসংখ্য মানুষের মেধা, শ্রম আর আমাদের অর্থে নির্মিত হয়েছে এই সেতু। মাঝে ছেলেধরার গুজবে এতিম হলো যে শিশু দুটি, তাদেরকেও স্মরণে রাখা উচিত। অপূরণীয় ক্ষতি হয়েছে তাদের জীবনে। সর্বোপরি এই সফলতার দাবিদ