Bio Treat

Bio Treat

Bio Treat is a skin care service where you can get solution of different types of skin problems.

20/11/2023

ত্বক নিষ্প্রাণ হয়ে যাচ্ছে দিন দিন?

আজকাল যেভাবে জীবনে চাপ বাড়ছে তাতে আমরা অনেকেই নিজের জন্য আলাদা করে সময় বের করে উঠতে পারি না। অফিস থেকে বাড়ি সব কিছুর চাপ দিন দিন বাড়ছে। বাড়ছে দায়িত্ব। আর সবের মাঝে আলাদা করে রূপচর্চা করার সময় মেলে না। ফল হিসেবে অতিরিক্ত দূষণ, ধোঁয়া, তৈলাক্ত ত্বকের কারণে ব্রণ থেকে দাগছোপ, ইত্যাদি হতেই থাকে। তাই প্রাণবন্ত, উজ্জ্বল ত্বক পেতে চাইলে মাসে অন্তত একটি হাইড্রাফেসিয়াল সবার স্কিনের জন্য প্রয়োজন।

এছাড়াও খুব অল্প সময়ে অল্প খরচে কিভাবে ত্বকের জেল্লা ধরে রাখতে পারবেন এসব পরামর্শ পেতে চলে আসুন।

আমাদের ঠিকানা👇
রোড নং ২০, বাসা-২৬, রুপনগর আ/এ, মিরপুর, ঢাকা-১২১৬,
মোবাইল -০১৭৭৫-৯৪৩৩৩৮

18/11/2023

হাইড্রাফেসিয়াল পরবর্তী ত্বকে বেসিক কেয়ারের গুরুত্ব।
শীতে ত্বককে হাইড্রেটেড রাখতে হাইড্রাফেসিয়াল খুবই উপকারী একটি ফেসিয়াল। কিন্তু আপনি যদি শুধু ফেসিয়াল করে বসে থাকেন তাহলে ত্বকের জেল্লা খুব বেশি দিন ধরে রাখতে পারবেন না, ত্বকের জেল্লা ধরে রাখতে হলে আপনাকে অবশ্যই নিয়মিত ত্বকের বেসিক কেয়ার করতে হবে। যেমন নিয়মিত আপনার ত্বকের ধরন বুঝে সানস্ক্রিন, ময়শচারাইজার, এবং ক্লিনজার অবশ্যই ব্যবহার করতে হবে।

16/11/2023

জেনে নিন শীতে কোন ফেসিয়াল আপনার ত্বকের জন্য👇

শীতে যেমন বাড়ে শরীরের নানা সমস্যা তেমনই কিন্তু ত্বকেও নানা সমস্যা হয়। শীতকালে আবহাওয়া থাকে শুষ্ক আর এই প্রভাব পড়ে আমাদের ত্বকেও। চামড়া খসখসে হয়ে যায়, টান পড়ে। তাই এ শীতে আপনি আপনার ত্বকের জন্য বেছে নিতে পারেন হাইড্রাফেসিয়াল। ত্বকের একদম গভীর স্তরে হাইড্রা ফেসিয়াল মেশিনের সাহায্যে সিরাম পৌঁছে দেওয়া হয় । তার ফলে ত্বকের যেসমস্ত টিস্যু ডিহাইড্রেটেড হয়ে যায় সেগুলি হাইড্রেটেড হয়ে যায়। এছাড়াও হাইড্রা ফেসিয়ালের সাহায্যে কিছু জেল ব্যবহার করে তা ত্বকের অভ্যন্তরে পৌঁছে দেওয়া হয় যা ত্বককে আরও হেলদি করে তুলে।

13/11/2023

এক ধাক্কায় কোনো কিছু হয় না।
Regularly, ছোট করে, But continuously কিছু করে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ।
যেমন আপনি যদি একদিনে ১০ কি. মি দৌড়ানো এইটার থেকে ৫ দিনে ২ কি. মি করে দৌড়ান এটার ইমপ্যাক্টটা অনেক বেশি।এতে করে যে রেগুলারিটি টা মেইনটেইন হবে এতে আপনার কাজ টা বেশি কার্যকরী হবে।

আপনার স্কিনের কেয়ারের ব্যপারটাও ঠিক এমনই। একটু একটু করে শুরু করুন দেখবেন আস্তে আস্তে আপনার স্কিন হেলদি হয়ে উঠবে।

11/11/2023

আপনার স্কিন কি অতিরিক্ত সেনসেটিভ?
অথবা অতিরিক্ত ড্রাই?
বা অতিরিক্ত ওয়েলি?
একটি নরমাল স্কিন অ্যাচিভ করা মোটামুটি সবারই ড্রিম! স্কিন যদি অতিরিক্ত অয়েলি বা ড্রাই না হয় অথবা স্কিনে যদি কোনো সেন্সিটিভিটি না থাকে, তার মানেই স্কিন টাইপ নরমাল। ন্যাচারালি যাদের স্কিন টাইপ নরমাল তাদের লাইফে স্কিন নিয়ে ঝামেলা অনেক কম। কিন্তু তার মানে এই না যে নরমাল স্কিনের কোনো টেক কেয়ার এর প্রয়োজন নেই! নরমাল স্কিন মেইনটেন করতে রেগুলার টেক কেয়ার খুবই ইম্পর্ট্যান্ট।

তাই পরামর্শ পেতে আপনিও আস্থা রাখতে পারেন Bio Treat স্কিন কেয়ার এর উপর।

Photos from Bio Treat's post 08/11/2023

GFORS

Made in Korea ❤️

Acid যুক্ত ক্লিনজার ত্বকের মৃতকোষকে পুনরুজ্জীবিত করে, র্র্যাশ দূর করে, ওয়েল কন্ট্রোল করে।

#পিম্পল দূর করার পাশাপাশি পিম্পল হওয়া রোধ করে।

#ডার্ক স্পট এবং ব্লেমিশ দূর করে।

#ত্বকের পোরস ক্লিন রাখে।

#ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস দূর করে।

#ত্বককে এক্সফোলিয়েট করে ডেডসেলস দূর করে।

কন্ট্রোল করে।

ত্বককে পিম্পল থেকে সুরক্ষিত রাখতে
.

05/11/2023

কুঁচকে যাওয়া ত্বক,বলিরেখা, সূক্ষ্মরেখা, দাগছোপ এগুলোই ত্বকের বার্ধক্যের লক্ষণ। নিয়মিত ত্বকের যত্ন না নিলে, সহজেই এই সব সমস্যা দেখা দেয়। সাধারণত ত্বকের বার্ধক্য দূর করতে কেউ বোটক্সের সাহায্য নেন, আবার কেউ নামীদামি প্রসাধনীর। কিন্তু এগুলো একটা সময় আপনার ত্বকে পার্শ্বপ্রতিক্রিয়া ফেলতে পারে।
তাই পরামর্শ পেতে চলে আসুন Bio Treat স্কিন কেয়ার এ।

Photos from Bio Treat's post 04/11/2023

আপনি ত্বক সরাসরি সানস্ক্রিন ব্যবহার করেন?

এই শীতে আপনার ত্বকের সরাসরি সানস্ক্রিন মাখবেন না। সানস্ক্রিন মাখার আগে অল্প করে ময়েশ্চারাইজার মেখে নিন। এতে ত্বকে আদ্রতা বজায় থাকবে।

02/11/2023

আশার আলো একবার ডুবে গেলেই যে আত্মহত্যা করতে হবে এমন কিছু নেই।

হুমায়রা হিমু মারা গেছেন!
ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

02/11/2023

ত্বকের যত্ন করবেন করবেন ভাবছেন কিন্তু করা হয়ে উঠছে না?

চিন্তা করে দেখুন, যে কোনো কাজে যদি আপনার ইচ্ছা থাকে কিন্তু আগ্রহ কম থাকে তাহলে আর সেটা করা হয়ে উঠে না। তাই আপনার মন যদি আপনাকে নিয়ন্ত্রণ করে তাহলে হবে না। আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন তাহলেই সম্ভব হবে।

02/11/2023

সানস্ক্রিন ব্যবহার করার নিয়ম👇

বাইরে বের হওয়ার ২০ থেকে ৩০ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করতে হবে এতে ত্বকের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পাওয়া যায়। না হলে সূর্যের আলোতে বের হওয়ার পর সানস্ক্রিন ব্যবহার করে কোনো লাভ হয় না। রোদ না থাকলেও সানস্ক্রিন ব্যবহার করতে হবে কারণ সূর্যের অতিবেগুনি রশ্মির প্রায় ৮০ ভাগই আটকাতে পারেনা মেঘ।

31/10/2023

স্কিন কেয়ারের প্রথম ধাপই হচ্ছে ফেইস ওয়াশ।

ত্বকের ধরন অনুযায়ী ফেইস ওয়াশ বাছাই করাও যে খুব ইমপোর্টেন্ট সেটা আমরা অনেকেই জানি না। যেমন বিশেষ করে যাদের ড্রাই স্কিন তাঁদের জন্য স্কিন টাইপ অনুযায়ী ফেইসওয়াশ বাছাই করা খুব জরুরি। কারন ভুল ফেইস ওয়াশ ব্যবহারের কারনে স্কিনের এইজিং প্রসেস ফার্স্টার হতে পারে। তাই ড্রাই স্কিনের জন্য সবসময় এমন একটা ফেইস ওয়াশ বাছাই করা উচিত যাতে করে ত্বক সবসময় ময়শ্চারাইসড রাখবে।

30/10/2023

টিনেজে ত্বকের যত্ন কেন প্রয়োজন?

বয়ঃসন্ধিকালটা সবার জন্যই বেশ চ্যালেঞ্জিং। এইসময় শারীরিক পরিবর্তনের সাথে সাথে কিছু মানসিক পরিবর্তনও আসে। এমনকি স্কিনে প্রথম একনি দেখা দেয়, পোরস ভিজিবল হতে শুরু করে! আবার পড়ালেখা, সোশ্যাল লাইফ, হরমোনাল প্রবলেম, মুড সুয়িং এই সবকিছুর মধ্যে দিয়ে যেতে হয়। হেলদি স্কিন পেতে এই সময় অবশ্যই বেসিক স্কিনকেয়ার রুটিন মেনটেইন করতে হবে। সেই সাথে টিনেজে ত্বকের যত্নে উইকলি কিছু treatment অ্যাড করতে হয়। এই সময়ে স্কিনে কমন কিছু প্রবলেম দেখা দেয়, যেমন- ব্রণ, অতিরিক্ত তৈলাক্তভাব, ডার্ক প্যাচ, সানট্যান ইত্যাদি। তাই একটু এক্সট্রা কেয়ার তো নিতেই হবে।

সব বয়সের এবং সব ধরনের ত্বকের সমস্যা সমাধান পেতে আপনাদের পাশে আছে Bio Treat স্কিন কেয়ার।

28/10/2023

আপনার ত্বকের জেল্লা দেখে হিংসে করবে সবাই, মুখে দাগছোপ থাকবে না আর!
কিন্তু কীভাবে?
Advance Hydrafacial treatment পারবে আপনার ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে।

26/10/2023

ত্বক ফর্সাকারী ক্রিম কি আসলেই ফর্সা করে?

উত্তর হচ্ছে হা করে, কারন এসব ফর্সাকারী ক্রিমে থাকে মার্কারি, স্টেরয়েড ও হাইড্রোকুইনোনের মতো গোপন ঘাতক। যার ফলাফল খুব দ্রত আসে কিন্তু 👇

মার্কারি বা পারদঃ আপনার ত্বকের জন্যে বিপদ!

স্টেরয়েডঃ দ্রুত ফলাফল কিন্তু ভোগান্তি চিরকাল!

হাইড্রোকুইনোনঃ ত্বকে উজ্জ্বলতা আসবে সঙ্গে মারাত্মক ক্ষতিও

তাই ফর্সা হওয়ার চিন্তা করার আগে এসব সম্পর্কে একটু কস্ট করে গুগোল করে নিন। তারপরও যদি মনে হয় আপনি ফর্সা হবেন তাহলে আর কিছু বলার নাই।

Photos from Bio Treat's post 26/10/2023

সানস্ক্রিনের ব্যবহার
বাড়িতে থাকুন বা বাইরে বের হন, নিয়ম করে সানস্ক্রিনের ব্যবহার কিন্তু খুবই জরুরি। এতে অযথা দাগ, ছোপ পড়ে না। তাছাড়া অতিরিক্ত রোদ, তাপ থেকে বাড়ে ত্বক ক্যান্সা‌রের ঝুঁকিও। কমপক্ষে SPF 50 সানস্ক্রিন ব্যবহার করুন। এতে ক্ষতিকর UVA-রশ্মি থেকে ত্বক রক্ষা পাবে।

25/10/2023

সারা দিন কাজ শেষ করে যখন বিশ্রাম নিতে বসি, তখন আমাদের শরীরও কিন্তু রিলাক্সিং মোডে চলে যায়। ফ্রেশ হয়ে আমরা যখন ঘুমাতে যাই তখন আমাদের স্কিনের সেলগুলো নিজ থেকে রিপেয়ার হওয়া শুরু করে। এজন্যই আমরা রাতের বেলার ঘুমকে বিউটি স্লিপ বলে থাকি। কিন্তু যদি আমরা আমাদের ত্বকের বিশেষ করে মুখের ত্বকের যত্ন না নেই তাহলে ত্বক নিঃশ্বাস নিতে পারে না, ফলে ধীরে ধীরে আমাদের ত্বক হয়ে পড়ে নিস্তেজ ও মলিন। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই স্কিন কেয়ার করতে হবে। রাতে ত্বকের প্রোপার ময়শচার করার সাথে সাথে রিপেয়ার নিশ্চিত করতে এই ক্রিমটি আপনারা বেছে নিতে পারেন।

24/10/2023

আপনার সৌন্দর্যের পথচলায় সাথে আছি আমরা।
ত্বকের সমস্যার সব আধুনিক স্কিন কেয়ার সার্ভিস নিয়ে কাজ করছে Bio Treat স্কিন কেয়ার। যেখানে আপনি সবচেয়ে Reasonable price এ পেয়ে যাচ্ছেন আপনার ত্বকের ধরন অনুযায়ী সকল প্রকার কোরিয়ান স্কিন কেয়ার Service এবং Products

নিজেকে আরো বেশী স্টাইলিশ এবং আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন Bio treat স্কিন কেয়ার সেন্টার রুপনগর আবাসিক।

বিস্তারিত তথ্যের জন্যে কিংবা এপয়েন্টমেন্ট নিতে কল করুন 01775983338 নাম্বারে অথবা মেসেজ করুন পেইজের ইনবক্সে।

23/10/2023

আজকের ওয়েদার স্কিন কেয়ার Treatment করার জন্য পারফেক্ট। কিন্তু কেউ বলতে পারবেন কেন?

22/10/2023

কী ভাবে বুঝবেন আপনার ত্বকের প্রকৃতি?

★সাধারণ ত্বক,
আপনার ত্বক ব্যালেন্সড মনে হয়। খুব তৈলাক্তও নয়, আবার খুব শুষ্ক ত্বকও আপনার নয়। কোনও প্রোডাক্ট ব্যবহার করলে মুখে জ্বালা করে না বা লাল হয়ে যায় না।

★তৈলাক্ত ত্বক,
আপনার মুখের টি-জোন সব সময়ই তৈলাক্ত হয়ে থাকে। তাহলে আপনার ত্বক হয়তো তৈলাক্ত। এছাড়া আপনার মুখে সব সময় অতিরিক্ত তেল নিঃসরণ হয়।

★শুষ্ক ত্বক,
আপনার মুখ সব সময় শুষ্ক হয়ে থাকে। চুলকাতে থাকে। বিশেষ করে মুখ ধোয়ার পরে এমন শুষ্ক হয়ে যায় যে, হাত দিতেও পারেন না। তাহলে আপনার ত্বকের প্রকৃতি শুষ্ক। আপনার ত্বকে কিন্তু সময়ের আগেই বয়সের ছাপ পড়তে পারে।

★কম্বিনেশন ত্বক,
আপনার মুখের টি-জোন তৈলাক্ত। মুখের অন্যান্য অংশ খুবই শুষ্ক।

★সংবেদনশীল ত্বক,
রোদে বেরনোর পরেই ত্বক জ্বালা করতে শুরু করে। ব়্যাশ বেরিয়ে যায়। মুখে কোনও প্রোডাক্ট লাগালেই ব়্যাশ বেরিয়ে যায়। চুলকানি শুরু হয়।

20/10/2023

শুভ সকাল ❤️
যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন তাই সবারই বাহিরে যাওয়ার কিছু না কিছু প্ল্যান থাকবে এটাই সাভাবিক তাই বাহিরে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না।
অনেকেই জানতে চায় যে,

সানস্ক্রিন কতটুকু পরিমাণে লাগাবো?

খুব সহজেই যদি বুঝাতে চাই, তবে আপনি যতটুকু পরিমাণ ময়েশ্চারাইজিং ক্রীম ব্যবহার করেন তার চেয়ে একটু বেশি পরিমাণে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার ফুল ফেইস যেন ভালোভাবে কভার হয়।

19/10/2023

Bio Treat স্কিন কেয়ার থেকে লাইভে আসছি আজ রাত ৯ টায়।

বর্তমান সময়ের সবচেয়ে পপুলার ও কার্যকরী স্কিন কেয়ার Treatment হচ্ছে Hydrafacial আর এই Hydrafacial নিয়ে লাইভে আসছি আজ রাত ৯ টায়।
Hydrafacial কি?
কারা করতে পারবেন?
এবং আমরা কিভাবে Hydrafacial করে থাকি এসব কিছুর বিস্তারিত জানতে চাইলে আমাদের আজকের live টা মিস করবেন না কেউ।

18/10/2023

শীতে ময়েশ্চারাইজার ব্যবহার করা অপরিহার্য। শুষ্ক কিংবা তৈলাক্ত, সবধরনের ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন। এসময় জেল বা ক্রিম বেইজড ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। ক্লেনজার দিয়ে মুখ ধোয়ার পর ময়েশ্চারাইজার ব্যবহার করুন। জেল ময়েশ্চারাইজার সব ধরনের স্কিনের সাথে মানিয়ে যায়, বিশেষ করে অয়েলি স্কিনে। জেল ময়েশ্চারাইজার ত্বককে হাইড্রেটেড রাখে এবং রুক্ষতা দূর করতে সাহায্য করে।

তাই এই শীতে আপনি বেছে নিতে পারেন।
intense care all in one repair snail cream
এতে আপনার স্কিন ময়শচার তো হবেই সাথে রিপেয়ারও হবে।

17/10/2023

Happy Birthday to the world's cutest baby boy,

❤️sarfaraz❤️

️ Sanvee's by Tony You are very lucky because you have such a cute baby❤️❤️❤️

17/10/2023

বাহিরে যাওয়ার অন্তত ৩০ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করুন।

16/10/2023

আপনার কি স্কিন কেয়ারের কোন রুটিন নেই?

সারাদিনের ব্যস্ততার মাঝে সময় হয় না ত্বকের যত্ন নেওয়ার। তাছাড়া এমন অনেকেই আছেন যাঁরা সময় থাকতে ত্বকের খেয়াল রাখেন না। ফলে সময়ের আগেই দেখা দেয় বলিরেখা, দাগ-ছোপের সমস্যা। কিন্তু অনেকের ধারণা ত্বকের যত্ন নিতে গেলে অনেক কিছু করতে হবে। নিয়ম করে ত্বকে নানা রাসায়নিক পণ্য ব্যবহার করতে হবে ইত্যাদি। কিন্তু এই ধারনা ভুল। এক্ষেত্রে আপনি সাধারন কিছু স্কিন কেয়ার রুটিন মেনে চললেও ত্বককে ভাল রাখতে পারবেন। তবে যাই করবেন নিয়মিত একদিন করে ৩ দিন ভুলে যাবেন তাহলে হবে না।

14/10/2023

আপনার ত্বকের যে কোনো সমস্যা সমাধান করতে পাশে আছে Bio Treat স্কিন কেয়ার।

12/10/2023

Cos De BAHA AN Arbutin Niacinamide Serum (30 ml)
Made in Korea

কার্যকারীতা👇

★স্কিন ব্রাইট করে
★পোরস মিনিমাইজ করে
★হাইপারপিগমেন্টশন কমায়
★অতিরিক্ত ওয়েল বা সেবাম দূর করে
★স্কিনের পিগমেন্ট ‚ সান ট্যান ‚মেছতা সমস্যা সমাধান করে।
★ব্রনের দাগ দূর করে।
★স্কিন সেনসিটিভিটি কমায়।

নিয়াসিনামাইড আর আরবিউটিন এক সাথে ইউজ করলে স্কিনে যে কোন ধরনের দাগ রিমুভ হয়ে যাবে। আর সাথে সানব্লক টা নিয়ম মেনে এপ্লাই করতে হবে।

11/10/2023

অফার! অফার! অফার!😱😱😱

১২০০ টাকার হাইড্রোফেসিয়াল মাএ ৬৯৯ টাকায় পাচ্ছেন।
যারা হাইড্রাফেসিয়াল করেন বা করতে যাচ্ছেন তাদের জন্য এটাই একটা সুবর্ন সুযোগ।
দেরি না করে এখনি বুকিং করে ফেলুন 👇

রোড নং-২০, হাউজ-২৬, রুপনগর আ/এ, মিরপুর, ঢাকা-১২১৬,
মোবাইল ০১৭৭৫-৯৪৩৩৩৮

#অফার

02/10/2023

Silk'n Face Tite,
Skin tightening treatment

3 Sources of Energy
* BI-POLAR RF ENERGY
* LED LIGHT ENERGY
* IR HEAT ENERGY

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বলিরেখা পড়বেই। তবে খুব তাড়াতাড়ি যাতে বলিরেখা না পড়ে, সে জন্য ত্বকের যত্ন নিতে হবে।
সব সময় হাসিমুখে থাকুন। মনকে চিন্তামুক্ত ও পরিচ্ছন্ন রাখুন। মনের সঙ্গে ত্বকের একটি ভিন্ন রকম সম্পর্ক থাকে।
সূর্যের সরাসরি আলো এড়িয়ে চলুন। নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করুন।

আর আপনার ত্বকের বলিরেখা ও বয়সের ছাপের কার্যকরী পদক্ষেপ হতে পারে আমাদের Skin tightening treatment

তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের Bio Treat Skin care এ

রোড নং-২০, হাউজ-২৬, রুপনগর আ/এ, মিরপুর, ঢাকা-১২১৬,

মোবাইল-০১৭৭৫-৯৪৩৩৩৮

অথবা বিস্তারিত জানতে আমাদের ইনবক্সে মেসেজ করুন।

পাটায় বাটা
Rupnagar R/A - রূপনগর আবাসিক

01/10/2023

অফার!! অফার!! অফার!!

মাএ 99 টাকায়!😱
Skin Glowing facial 😱

৬০০ টাকার Skin glowing facial পাচ্ছেন মাএ ৯৯ টাকায় 😱😱😱

শুধু মাএ আপনারা যারা আমাদের কোনো সেশন এখন পর্যন্ত ট্রাই করেন নাই তাদের জন্য থাকছে এই অফারটি।

অফার পাচ্ছেন শুধু মাএ আগামী ৪ অক্টোবর একদিন। সারাদিন চলবে এ অফারটি। যারা আগ্রহি আছেন আগে থেকে বুকিং দেওয়ার জন্য অনুরোধ করছি। কারন আগেই যারা বুকিং দিয়ে আসবেন তাঁরাই এই অফারটি পাবেন।

বুকিং করতে আমাদের Bio Treat ফেইসবুক পেইজের ইনবক্সে যোগাযোগ করুন।
আমাদের ঠিকানা👇
রোড নং-২০, হাউজ-২৬, রুপনগর আ/এ, মিরপুর, ঢাকা-১২১৬,

মোবাইল ০১৭৭৫-৯৪৩৩৩৮

01/10/2023

JIGOTT Snail UV sunblock

সানস্ক্রিন বেসিক স্কিনকেয়ার রুটিনের অ্যাসেনশিয়াল একটি পার্ট। ঘরে বাইরে সব সিজনে সারা বছরই দিনের বেলায় সানস্ক্রিন ইউজ করা মাস্ট! যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন, তারা স্কিন আরও অয়েলি হয়ে যাওয়ার ভয়ে সানস্ক্রিন ইউজ করতে চাই না, যা স্কিনের জন্য বেশ ক্ষতিকর। এই ধরনের ত্বকের জন্য দরকার এমন একটি সানস্ক্রিন যেটার টেক্সচার হবে লাইট এবং খুব স্মুথলি ত্বকে মিশে যেয়ে অয়েলিনেস ছাড়াই ত্বককে রাখবে সান প্রোটেক্টেড।

30/09/2023

ব্রন কেন হয়?🤔

ব্রণ হওয়ার অনেকগুলো কারণ রেয়েছে, এর মধ্যে প্রধান হলো হরমোন ক্ষরণের তারতম্য বা অভাব, জীবাণুর সংক্রমণ, ত্বকের অযত্ন, অতিরিক্ত দুশ্চিন্তা, তৈলাক্ত ও অস্বাস্থ্যকর খাবার খাওয়া, ঘুম না হওয়া, অতিরিক্ত ঘাম হওয়া ইত্যাদি।
এখন আপনার ত্বকে আসলে কি কারনে ব্রন হচ্ছে সেটা আগে খতিয়ে দেখতে হবে। আগেই ব্রন কমানোর চেষ্টা না করে ব্রন যে কারনে হচ্ছে সেটাকে নির্মুল করার চেষ্টা করুন।

যেমন অতিরিক্ত অয়েল সিক্রেশন হলে সেটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন। হরমোনের সমস্যা থাকলে ডাক্তার দেখিয়ে সমস্যা দুর করার চেষ্টা করুন তার পর ব্রনের চিকিৎসা করুন।

29/09/2023

শুভ সকাল ❤️
শুক্রবার মানেই বাড়তি কাজ, বাড়তি রান্না, একটু ঘুরতে যাওয়ার প্ল্যান এই সবকিছুর মাঝেই হারিয়ে যায় নিজের ত্বকের প্রতি যত্ন করার চিন্তা। কিন্তু কেন? একটু সময় তো রাখা উচিৎ স্পেশাল ডে তে নিজের একটু স্পেশাল কেয়ার করার জন্য।

Videos (show all)

শুক্রবার ছুটির দিন যদিও তবুও কাজের কোন শেষ নেই, সারাদিনের ব্যস্ততার মধ্যে সময় হয় না ত্বকের যত্ন নেওয়ার। সকালে ঘুম থেকে উ...
বয়স হলে ত্বক কুঁচকে যাবে এটাই স্বাভাবিক। বলিরেখার কথা উঠলে মাথায় খেলে যায় চেহারার কথাই। এতে যত্ন নেওয়ার বিষয়টি ওই চেহারা...
আপনি কি আপনার অবাঞ্ছিত লোমকে লুকিয়ে রাখছেন? দিনে দিনে আপনার গ্রোথ যে আরও বাড়ছে তাকি আপনি জানেন?আপনি যদি আপনার অবাঞ্ছিত ল...

Telephone

Website

Address

Mirpur
1216