Mawazin

হালাল পন্য নিয়ে কাজ করছি। ইনশাআল্লাহ আপনারা সঠিক ওজনের হালাল পন্য পাবেন।

Photos from Mawazin's post 26/06/2024

কাঙ্খিত আম্রপালি আম এখন ঢাকায়। Mawazin থেকে ফুল ঢাকা সিটিতে আম্রপালি আম ক্যাশ অন হোম-ডেলিভারিতে দেওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ।

সেইসাথে থাকছে পাহাড়ি আনারস, পাহাড়ি মধু, পাহাড়ি কাঠাল, পাহাড়ি দেশি হাসের ডিম, পাহাড়ি দেশী মুরগী সহ আরো অন্যান্য পণ্য ইনশাআল্লাহ।

সম্পূর্ণ ফরমালিনমুক্ত আম পেতে Mawazin এর বিকল্প নেই।আপনার সন্তান কে এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে ফরমালিনমুক্ত আম খাওয়ান এবং আমাদের সাথেই থাকুন। আমাদের মাছ, মাংস এবং ফলসহ অন্যান্য সকল পন্যই সম্পূর্ণ ন্যাচারাল।

আম্রপালি আম মিনিমাম অর্ডার ১০ কেজি। ইনসাইড ঢাকায় ক্যাশ ইন হোম ডেলিভারি।
😍 আকর্ষনঃ ৪০ কেজি আমের অর্ডারে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি।

আমাদের আমের কালার কিন্তু চকচকা না, কারণ আমরা কোনো প্রকার ফরমালিন বা কেমিক্যাল ইউজ করিনা। শুধুমাত্র ঢাকার ভিতরে অর্ডার নিচ্ছি আমরা, তাই ফুরিয়ে যাওয়ার আগেই আপনার আম গুলো নিয়ে নিন।

☎️ অর্ডার কনফার্ম করতে কল করুনঃ 01310074280 এই নাম্বারে।
📌 অফিসের ঠিকানাঃ ৩৮৪/৭/এ, রামপুরা বনশ্রী, ঢাকা-১২১৯

#পাহারেরআম #আম্রপালিআম #দেশীমুরগী #পাহারেরমুরগী #পাহাড়ি_আনারস #পাহাড়ি_মধু #পাহাড়ি_কাঠাল #পাহাড়ি_দেশি_হাসের_ডিম #পাহাড়ি_দেশী_মুরগী #ফ্রেশইলিশ

Photos from Mawazin's post 26/06/2024

আচ্ছা এ বছর ফরমালিনমুক্ত🥭 আম্রপালি আম খেয়েছেন কি? অথবা রাংগামাটির গাছপাকা আম্রপালি আম কি কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে চিন্তার কিছু নেই! আমরা কিন্ত আপনাদের জন্য পাহার থেকে ফ্রেশ ন্যাচারাল আম্রপালি আম এনেছি। আপনাকে শুধু পরিমান জানিয়ে অর্ডার টা কনফার্ম করতে হবে।

ডেলিভারিম্যানের সামনে আম🥭 চেক করে তারপর ক্যাশ বুঝে দিবেন। ইনসাইড ঢাকায় পাচ্ছেন ক্যাশ ইন হোম ডেলিভারি।

😍৪০ কেজি আম অর্ডার করলে পাচ্ছেন ফ্রী ডেলিভারি!
🥭মিনিমাম অর্ডার ১০ কেজি।

কনফার্ম করতে ইনবক্স করুন পেইজে অথবা সরাসরি কল করুন ☎️ 01310074280 এই নম্বরে।

26/06/2024

আজকে ১ মন আম রামপুরা বনশ্রী এড়িয়াতে অর্ডার করলেই পাচ্ছেন ডেলিভারি চার্জ একদম ফ্রী!!!!
অর্ডার করতে ইনবক্সে আপনার নাম,ফোন নম্বর ও এড্রেস পাঠিয়ে কনফার্ম করুন এখুনি😍।

25/06/2024

আলহামদুলিল্লাহ হোয়াটসঅ্যাপে পাঠানো মাছের রিপিট ক্রেতার আম্রপালি আমের রিভিউ।
আমাদের আমগুলি কাচা কিন্ত পোক্ত! আপনারা কাইন্ডলি আমগুলি বাসায় নেওয়ার পর পেপারে মুড়িয়ে রাখবেন অথবা চালের ড্রামে বা বস্তায় গুজে রাখতে পারেন। এতে আমে পোকাও লাগবে না এবং দ্রুত পেকেও যাবে ইনশাআল্লাহ।

আর সীমিত পরিমানে আম্রপালি আছে, যারা কাল ডেলিভারি পেতে চান তারা আজই কনফার্ম করুন🥭🥭

Photos from Mawazin's post 25/06/2024

❝আ❞ তে আনো আরো রস, মানে আনারস😍।
এমন গাছপাকা ১০০% ফরমালিনমুক্ত ন্যাচারাল পাহারি আনারস কিন্ত শুধুমাত্র Mawazin শপেই পাওয়া যায় বুঝলেন?
ডেলিভারি ম্যানের কাছে আপনার অর্ডার করা আনারস ভালভাবে দেখে তারপর পেমেন্ট বুঝে দিয়ে রিসিভ করুন।
এরপর যত ফালি আনারস এর টুকরা খাবেন ততবারই আমাদের প্রশংসা করতে হবে😎।

প্রশংসা না করলেও আনারস ফেরত নেবনা ভয় পাবেন না প্লিজ😁।

এইটা কিন্ত ওল কচু নয় যে আপনার গলা বা মুখ ধরবে সুতরাং আমরা ভাল জিনিস আপনাকে জোর করে খাওয়াতেই পারি কি বলেন!😉

দেখিতো চট করে এবার অর্ডার টা করে ফেলুন। বেলা গড়িয়ে সন্ধ্যা নামতে চললো....

25/06/2024

শায়লা আপু আমাদের ৫ বছরের রিপিট ক্রেতা। ব্যক্তিগত আইডি থেকেই তিনি কেনাকাটা করেন Mawazin শপে। পারসোনাল ব্রান্ডিং এর পাশাপাশি তিনি আমাদের পন্যের ব্রান্ডিং গড়তেও হেল্প করে যাচ্ছেন মাশা আল্লাহ!
আজ ভোরে আমের সাথে আসা পাহারের ন্যাচারাল পেপে পাঠিয়ে দেওয়া হয়েছে আপুকে। তিনি পেপে খেয়ে খুব ভাল প্রশংসা করেছেন এবং ছবি পাঠিয়েছেন।
ওনার মন্তব্য ছিল ❝এত মিষ্টি এবং সুস্বাদু পেপে আমি আমার ৪৫ বছরের জীবনে খাইনি❞😍

যারা আমাদের ন্যাচারাল পেপের স্বাদ নিতে চান তারা এখুনি কনফার্ম করুন। আর মাত্র একটি পেপে বাকি আছে শপে।

25/06/2024

ফরমালিনমুক্ত হানিকুইন পাহাড়ি আনারস আছে ১৫ পিচের মত, প্রতি পিচ ৩০ টাকা। কারো লাগলে ইনবক্স করুন আজকেই ডেলিভারি দেওয়া হবে।
কাঠাল আছে দুই পিচ বিগ সাইজ।

24/06/2024

কাঙ্খিত আম্রপালি আম এখন ঢাকার পথে। আগামীকাল আম্রপালি ডেলিভারি হবে ইনশাআল্লাহ।
সেইসাথে থাকছে কলা,আনারস,বাশকোরল,কাঠাল, দেশী মুরগী সহ আরো অন্যান্য পণ্য ইনশাআল্লাহ।

সম্পূর্ণ ফরমালিনমুক্ত আম পেতে Mawazin এর বিকল্প নেই।আপনার সন্তান কে এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে ফরমালিনমুক্ত আম খাওয়ান এবং আমাদের সাথেই থাকুন। আমাদের মাছ মাংস এবং ফলসহ অন্যান্য সকল পন্যই সম্পূর্ণ ন্যাচারাল।

আম্রপালি আম মিনিমাম অর্ডার ১৫ কেজি। ইনসাইড ঢাকায় ক্যাশ ইন হোম ডেলিভারি।

Photos from Mawazin's post 23/06/2024

পাহারের ন্যাচারাল পেপে পেতে হলে চোখ রাখুন মাওয়াজিনে। আর কদিন পরেই পেপে পাকা শুরু হবে ইনশাআল্লাহ। আমরা সরাসরি বাগান থেকে ক্রেতাদের কাছে পেপে পৌছে দিব ইনশাআল্লাহ।
পেপের উপকারিতা জানেনা এমন মানুষ মেল দায়! কাচা বা পাকা উভয় পেপেই স্বাস্থ্যের জন্য খুব উপকারি।

22/06/2024

পাহারের বাড়ির পালা দেশী মুরগী এবং মোরগ আসতেছে পরশুদিন ইনশাআল্লাহ। যারা দেশী মোরগের অপেক্ষায় ছিলেন তারা মসলা কষিয়ে রেডি থাকুন😉।
কারন আপনাকে শুধু প্যাকেট কেটেই রান্না বসাতে হবে।

৪০ পিচ মুরগী আসতেছে ২০ পিচ বুকড আছে। যারা অর্ডার করেন নি তারা আজই কনফার্ম করবেন।

#দেশীমুরগী #পাহারেরমুরগী

20/06/2024

গোশ খাইতে খাইতে আবার চিকিৎসালয়ের দিকে হাটা দিয়েন না ভাই🤌! গোশ আপাতত ফ্রীজে রেখে মাছের দিকে ফিরে আসুন। কালো চোখের নদীর তাজা ইলিশ পাওয়া যাচ্ছে মাওয়াজিনে। তাও আবার ফুল ক্যাশ ইন হোম ডেলিভারিতে!
মাছ চেক করে তারপর ক্যাশ দিন ডেলিভারিম্যানের হাতে।

রেডি টু কুক বা আস্ত দুইভাবেই মাছ নিতে পারবেন।

অর্ডার করতে ইনবক্স করুন এখুনি।
#নদীরইলিশ #পদ্মারইলিশ #ফ্রেশইলিশ

Photos from Mawazin's post 19/06/2024

আপনি জানেন কি?
হৃদ্‌যন্ত্র সুস্থ রাখার পাশাপাশি ক্যানসার হওয়ার আশঙ্কা কমাতে পারে হাঁসের ডিম!! এছাড়াও চোখের স্বাস্থ্য ভালো রাখতে, ত্বকের উজ্জ্বলতা ও রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে, পেশি মজবুত করতে এমনকি দ্রুত প্রেশার বাড়াতেও হাঁসের ডিম একটি আদর্শ খাবার হিসেবে কাজ করে।

গ্রাম থেকে বাড়ির পালা দেশী হাসের ডিম আনা হচ্ছে এবার! যারা হাসের ডিমের অপেক্ষায় ছিলেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন।

আমরা এর আগেও দেশী হাস ও মুরগীর ডিম ডেলিভারি করেছি এবং আপনারা আমাদের পাঠানো ডিমের ভাল রিভিউ করেছিলেন। আশা করছি এবারো ভাল ডিম পাবেন।

18/06/2024

আগামীকাল থেকে কিন্ত আমাদের প্রোডাক্ট ডেলিভারি শুরু হয়ে যাচ্ছে। যারা মাছ মিস করছেন তারা অর্ডার করতে পারেন।

16/06/2024

কোরবানির গোশত অমুসলিমদের দেওয়া যাবে বা খাওয়ানো যাবে?

কোরবানির অন্যতম অনুষঙ্গ কোরবানির গোশত খাওয়ানো, হাদিয়া দেওয়া ও দান করা। কোরআনে আল্লাহ কোরবানির গোশত নিজে খাওয়ার পাশাপাশি দুই শ্রেণীর দরিদ্রদের দান করার নির্দেশ দিয়েছেন; যারা চায় তাদের দিতে বলেছেন, যারা চায় না তাদেরও দিতে বলেছেন। (সুরা হজ: ৩৬)

কোরবানির গোশত মুসলমানদের পাশাপাশি অ/মু/সলিমদেরও খাওয়ানো যায়, হাদিয়া দেওয়া বা দান করা যায়। অমুসলিম প্রতিবেশীর বাসায় কোরবানির গোশত পাঠানো বা তাদের দাওয়াত দিয়ে খাওয়ানো যেতে পারে। অমুসলিম দরিদ্র ব্যক্তিকে কোরবানির গোশত দান করা যায়, কোরবানির চামড়াও অমুসলিম দরিদ্র ব্যক্তিকে দান করা যায়।

মুসলমানদের সদকাসমূহের মধ্যে শুধু জাকাত অমুসলিমদের দেওয়া যায় না। এ ছাড়া সদকায়ে ফিতরসহ বাকি সব সদকা ও দান মুসলিমদের পাশপাশি অমুসলিম দরিদ্রদেরও দেওয়া যায়।

মুসান্নাফে ইবনে আবী শাইবার বর্ণনায় সাঈদ ইবনে যুবাইর বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একবার সাহাবিদের বলেছিলেন তোমরা শুধু তোমাদের ধর্মের মানুষদের দান করো। তখন আল্লাহ তাআলা কোরআনের এ আয়াত অবতীর্ণ করেন, (হে নবি) মানুষকে সত্যপথ গ্রহণ করানোর দায়িত্ব তোমাকে দেয়া হয় নি। আল্লাহ যাকে চান সৎপথে পরিচালিত করেন। (হে মানুষ!) যে অর্থবিত্ত তোমরা দান করো, সে দান তো তোমাদের নিজেদের কল্যাণের জন্যেই। তোমরা তো আল্লাহর সন্তুষ্টির জন্যে ব্যয় করো। অতএব দানের পুরোপুরি প্রতিদান তোমাদেরকে অবশ্যই দেয়া হবে। তোমাদের হক কখনো নষ্ট করা হবে না। (সুরা বাকারা: ২৭২)

এ আয়াত অবতীর্ণ হওয়ার পর রাসুল (সা.) বললেন, তোমরা সব ধর্মের মানুষদেরকেই দান করো।

অন্য বর্ণনায় এসেছে প্রথম দিকে মুসলমানরা অমুসলিমদের দান করতে অনাগ্রহ দেখাতো। তারা ভয় করতো হয়তো তারা এই দানের জন্য সওয়াব পাবে না। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন।
©

15/06/2024

❝Keep your hard-earned money in a halal and safe location ❞

Mawazin is taking halal investment. If you want to grow your money in a halal way then you can invest in Mawazin.

❝Introduction to the Business❞

The owner has a vision to establish a spacious workspace for halal activities and to minimize human time wastage. His business, Mawazin BD, revolves around the concept of a measuring device. The goal is to provide halal products of precise weight to every customer. The journey of Mawazin BD began in 2019. A distinctive feature of Mawazin BD is that customers determine the exact price they are willing to pay. Through the sale of halal products, Mawazin BD ensures halal earnings.

MawazinBD's recent project is:-

MawazinBD ❝Outlet project ❞

Investment Goal : 30,00000 tk
Amount Raised : 11,00000 tk
Profit share : 12-Month
Minimum Invest : 1,00,000 tk
Project duration : 12-Month
Project return : 15%-18%(on profit)
& after sell of 2%
Last date of invest : 28 June
Shariah system : Musharaka

If you want to invest in a halal way then MawazinBD's outlet project is the best option for you. Please contact us if you want to invest.

☎️What’sApp ☎️ 01829-662348

Or Call - 01310074280

Stay with MawazinBD

15/06/2024

ইয়া রাব্বি ক্ষমা করে দিন।

15/06/2024

জিলহজ মাসের ৯ তারিখ আরাফা দিবস। এটি অত্যন্ত মহিমান্বিত ও মর্যাদাপূর্ণ দিন। আরাফাতের দিনটি মূলত হজের দিন।

আরাফাত দিবসে বান্দার দিকে প্রবল বেগে আল্লাহর রহমতের জোয়ার আসে। অসংখ্য বান্দাকে তিনি ক্ষমা করে থাকেন এই দিনে। আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আরাফার দিনের মতো আর কোনো দিন এত বেশি পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না।

এই দিন আল্লাহ দুনিয়ার নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করেন। আল্লাহ বলেন, কী চায় তারা?’ (মুসলিম)

জাবের (রা.) থেকে বর্ণিত আরেক বর্ণনায় এসেছে, আল্লাহ তাআলা নিকটতম আসমানে আসেন এবং পৃথিবীবাসীকে নিয়ে আসমানের অধিবাসী অর্থাৎ ফেরেশতাদের সঙ্গে গর্ব করেন। বলেন, দেখো তোমরা, আমার বান্দারা উষ্কখুষ্ক চুলে, ধুলোয় মলিন বদনে, রোদে পুড়ে দূর-দূরান্ত থেকে এখানে সমবেত হয়েছে। তারা আমার রহমতের প্রত্যাশী।

অথচ তারা আমার আজাব দেখেনি। ফলে আরাফার দিনের মতো আর কোনো দিন এত বেশি পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। (ইবনে হিব্বান, হাদিস : ৩৮৫৩)
আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া

হাদিস শরিফে আরাফাতের দিনের দোয়াকে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে। নবীজি (সা.) বলেন, শ্রেষ্ঠ দোয়া আরাফাতের দোয়া। দোয়া হিসেবে সর্বোত্তম হলো ওই দোয়া, যা আমি এবং আমার পূর্ববর্তী নবীরা করেছেন।

তা হলো-
لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ: ‘লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শায়ইন কাদির।’

অর্থ : আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই, রাজত্ব একমাত্র তাঁরই, সমস্ত প্রশংসাও একমাত্র তাঁর জন্য, আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। (তিরমিজি, হাদিস : ৩৫৮৫)

Photos from Mawazin's post 12/06/2024

দাম কমেছে নদীর রুই,কাতল ও কালিবাউশ মাছের! সেইসাথে ইলিশ তো আছেই।
এছাড়াও বিলের পাব্দা,তেলাপিয়া মাছের দামটাও কিন্ত আছে হাতের নাগালেই😍।
মাছখোর ক্রেতারা তাহলে চট করে অর্ডার করে ফেলুন আপনার পছন্দের মাছ টি।

ঢাকা সিটিতে পাচ্ছেন ক্যাশ ইন হোম ডেলিভারি।
সারাদেশে থাকছে কুরিয়ার যোগে মাছ পাঠানোর ব্যবস্থা।

ইনবক্স করুন পেইজে অথবা কল করুন
☎️01885069563 নম্বরে।

11/06/2024

ঈদের আগেই বাসায় এমন মজার আম রাখলে বিভিন্নরকম ডেজার্ট বানানোর আইডিয়া কিন্ত মাথায় এমনিতেই চলে আসবে! সেইসাথে একটু এক্সপেরিমেন্ট ও করে নিলেন আমের রেসিপির! ধরুন আম পোলাও,আম গোশ,আম রোস্ট,আম কাবুলি পোলাও,আম কাচ্চি,আম বিরিয়ানি,আম মাছ,আম কাবাব,আমের শরবত,আমের ভর্তা, আম ফেসিয়াল প্যাক,আমের হজমি ইত্যাদি👌🥴

যাইহোক ফ্রীতে মেলা রেসিপি শেয়ার করিলাম😁।
পাহারি আম্রপালি আম কিন্ত বাংলাদেশে বেশ বিখ্যাত। আমরা ঈদের আগেই আপনাদেরকে এই সুস্বাদু আম টি দিতে চাচ্ছি।

মিনিমাম অর্ডার ১৫-২০-২৫ কেজি।
প্রতি কেজি আম খরচ সহ হিশেব করে দাম ধরা হয়েছে। ডেলিভারি ডেইট ১৩-১৪ তারিখ ইনশাআল্লাহ।

আপনার আমের অর্ডার টা কনফার্ম করেছেন তো?

10/06/2024

১৩ বা ১৪ তারিখ ইনশাআল্লাহ পাহাড়ি আম্রপালি আম আসতেছে। সাথে থাকছে মিঃ ল্যাংড়া😁।
দুই টাইপ আমের স্বাদ ই অত্যন্ত মজার।
যারা আম নিতে আগ্রহী তারা আজই বুকড দিয়ে রাখুন।

মিনিমাম অর্ডার ১৫-২০ কেজি।
ক্যাশ ইন হোম ডেলিভারি ইনসাইড ঢাকায়।

#পাহারেরআম #আম্রপালিআম

Photos from Mawazin's post 09/06/2024

ল্যাংড়া এবং আম্রপালি আমের প্রি-অর্ডার নেওয়া হচ্ছে।
মিনিমাম অর্ডার ১৫-২০ কেজি।
ঢাকায় চেক ইন হোম ডেলিভারি।
সারাদেশে এস এ পরিবহনে আম পাঠানো হবে।

08/06/2024

আম নিয়ে জরুরি কিছু কথা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করতে চাই। আমাদের আনা গত পরশুর আমের চালানে সমস্যা হয়েছে। বৃষ্টির পানি পড়ায় আমে পোকা হয়েছে এবং আমরা যেহেতু আমে ফরমালিন ব্যবহার করিনা সেহেতু আমের সমস্যা গরমে আরো তীব্র হয়ে গেছে।
এজন্য যাদেরকে আম দিয়েছি তাদেরকে আমের পরিমানের উপর ডিপেন্ড করে টাকা ব্যাক করেছি। এবং আমরা গত রাতেই আমাদের ডেলিভারি স্টপ করে দিয়েছি। যারা অত্যন্ত বিশ্বস্ততার সাথে অগ্রীম পেমেন্ট করেছিলেন তাদের টাকাও ব্যাক করে দিয়েছি।
(খুব কাছের কয়েকজন এডভান্স করেছিলেন অন্যথায় আমরা কারো টাকা এডভান্স নিইনা (ইনসাইড ঢাকায়)

আশা করছি সবাই ব্যাপার টা পজিটিভলি নিবেন। কারন আমরা এবার বেশ সাফার করলাম এই আম নিয়ে।
নেক্সট চালানে আর কোনো সমস্যাযুক্ত আম আসবে না ইনশাআল্লাহ। ভরসা রাখুন আল্লাহর উপর😊।

07/06/2024

জিলহজ মাসের প্রথম ১০ দিনের ফজিলত...

আরবি ক্যালেন্ডারে মাস ১২টি। এরমধ্যে ৪টি মাস সম্মানিত। এ মাসগুলোতে আল্লাহ তাআলা যুদ্ধ-বিদ্রোহ ও রক্তপাতকে হারাম ঘোষণা করেছেন। এই চারটি পবিত্র মাসের মধ্যে জিলহজ মাস একটি। এই ফজিলতপূর্ন মাসটি বছর ঘুরে আবারও আমাদের মাঝে এসে সমবেত হয়েছে। এ মাসের প্রথম ১০ দিনের রয়েছে বিশেষ ফজিলত। এ দশদিনে আমরা যে আমলগুলো করতে পারি:

১. বেশি বেশি তাওবাহ করতে পারি। তাওবাহ অর্থ ফিরে আসা বা প্রত্যাবর্তন করা। ইসলামে তাওবাহ’র অর্থ হলো- আল্লাহ তা‘আলার নাফরমানি থেকে ফিরে আসা, আল্লাহর হুকুম মেনে চলার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা এবং অতীতের কৃত কর্মের উপর অনুতপ্ত ও লজ্জিত হয়ে তা ছেড়ে দেওয়া এবং ভবিষ্যতে আর কখনো আল্লাহর নাফরমানি না করা ও তার হুকুমের অবাধ্য না হওয়ার ব্যাপারে দৃঢ় সংকল্প করা।

২. ফরজ ও ওয়াজিবসমূহ সময়-মত সুন্দর ও পরিপূর্ণভাবে আদায় করা। সুন্নত, মুস্তাহাবগুলো ও আদব সহকারে আদায় করা। ফরজ সালাতগুলো সময় মত আদায় করা, বেশি বেশি করে নফল সালাত আদায় করা। যেহেতু এগুলোই আল্লাহর নৈকট্য অর্জন করার সর্বোত্তম মাধ্যম।

৩. জিলহজ মাসের প্রথম দশ দিনের রোজা রাখা একটি গুরুত্বপূর্ণ আমল। যেহেতু অন্যান্য নেক আমলরে মধ্যে সিয়ামও অন্যতম, তাই এ দিনগুলোতে খুব যত্নসহকারে সিয়াম পালন করা। বিশেষ করে আরাফার দিন রোজা রাখা।

৪. হজ ও ওমরা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুটি মর্যাদাপূর্ণ ইবাদতের জন্য উম্মতকে উৎসাহিত করেছেন। এ দুটি ইবাদতে রয়েছে পাপের কুফল থেকে আত্মার পবিত্রতা, যার মাধ্যমে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় ও সম্মানিত হতে পারে।

৫. বেশি বেশি জিকির করা। এ দিনসমূহে অন্যান্য আমলের মাঝে জিকিরের এক বিশেষ মর্যাদা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: এ দশ দিনে [নেক] আমল করার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় ও মহান আর কোনো আমল নেই। তোমরা এ সময়ে তাহলীল [লা-ইলাহা ইল্লাল্লাহ] তাকবীর [আল্লাহু আকবার] তাহমীদ [আল-হামদুলিল্লাহ] বেশি করে আদায় কর। (আহমাদ: ১৩২)

৬. ৯ জিলহজ ফজর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত নামাজ। এর প্রত্যেক ফরজ নামাজের পর একবার তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব। জামাতে নামাজ পড়া হোক বা একাকি, পুরুষ হোক বা নারী, মুকিম হোক বা মুসাফির সবার জন্যই এই তাকবিরে তাশরিক পড়া জরুরি। তাকবিরে তাশরিক পুরুষের জন্য জোরে পড়াও ওয়াজিব। তাকবিরে তাশরিক হলো, ‘আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।

আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার এবং এর পাশাপাশি আরো যত বেশি সম্ভব আমল করে বছরের অন্যতম সেরা ও বরকতময় এ দিনগুলোর কল্যাণ হাসিল করার তাওফিক দিন। আমিন।
©

06/06/2024

কষ্ট তো কষ্ট এরপর খরচের কথা আর নাই বা বলি! রাংগামাটি থেকে আম আনতে গেলে পদে পদে কত টাকা যে দিতে হয় তাতো কেবল তারাই বুঝবে যারা পণ্য আনে।
যাইহোক তবুও একটা প্রশান্তি কাজ করে এই ভেবে যে, ফরমালিনমুক্ত ফ্রেশ পণ্য আমরা ক্রেতাদের হাতে তুলে দিতে পারছি আলহামদুলিল্লাহ।

আমের সাইজের পাশাপাশি স্বাদ ও তুষ্ট করার মত মাশা আল্লাহ! সকালেই হাতে এসেছে আমগুলি। আজ সারাদিন ডেলিভারি চলবে। এবং হিমসাগর আর হারিভাংগা শেষের পথে প্রায়। আগামীকাল হয়তো টেনেটুনে অল্প কিছু ডেলিভারি করা যাবে।

যারা এখনো অর্ডার করেন নি তারা কিন্ত লসে আছেন😁 কারন এহেন স্বাদের জিনিস হেলায় ফেলায় পাস করা উচিত না।

অর্ডার করতে ম্যাসেজ করুন পেইজে অথবা সরাসরি কল করুন ☎️ 01885069563 এই নম্বরে।

ঢাকা সিটিতে পাচ্ছেন ক্যাশ ইন হোম ডেলিভারি। সারাদেশে থাকছে কুরিয়ার যোগে আম পাঠানোর সুবিধা।

06/06/2024

আসসালামু আলাইকুম সন্মানিত ক্রেতাগন। আজ আপনাদের আম পৌছে যাচ্ছে ইনশাআল্লাহ 😍🥭🥭
আমের সাইজ আর ঘ্রান এবং টেস্ট চেখে মনে হচ্ছে ইহা আমি কাহাকে পাইলাম😍।

05/06/2024

🥭বাছাই করা প্রিমিয়াম সাইজের আমগুলিই আমরা আপনাদের কাছে পৌছে দিব ইনশাআল্লাহ। আমাদের নিজস্ব তত্বাবধায়নে সংরক্ষণ করা ফ্রেশ আম। সরাসরি বাগান থেকে কেটেই পৌছে দিচ্ছি আপনাদের দরজায়।

আম বাসায় নেওয়ার পর পেপারে মুড়িয়ে রেখে দিবেন। অথবা পুরাতন পদ্ধতিতে রাখতে পারেন চালের ড্রামের ভেতরে। সেক্ষেত্রে পেপারে মুড়াতে হবেনা। গ্রামে আমরা ধান চালের ড্রাম বা বস্তার মধ্য রেখেই আম পাকাতাম। এতে করে পোকা হবার সম্ভাবনা থাকেনা এবং আমের স্বাদ ও বজায় থাকে।
আমাদের আমগুলি রাংগামাটির আম। সম্পূর্ণ ন্যাচারাল ফ্রেশ এবং ফরমালিনমুক্ত।

🥭মিনিমাম অর্ডার ১০ কেজি। ক্যাশ ইন হোম ডেলিভারি অনলি ঢাকা সিটি।

🥭ইনসাইড ঢাকায় ৪০ কেজি অর্ডার করলে পাচ্ছেন ফ্রী ডেলিভারি।

🥭ঢাকার বাইরে আম অর্ডার করতে হলে ফুল পেমেন্ট এডভান্স করতে হবে।

☎️কল করুন -01885069563 এই নম্বরে অথবা ম্যাসেজ করুন সরাসরি পেইজে।

04/06/2024

রাংগামাটির ফ্রেশ ফরমালিনমুক্ত হিমসাগর এবং হাড়িভাংগা আম পাচ্ছেন আমাদের পেইজে। আমরা আপনাদেরকে দিচ্ছি ১০০% ন্যাচারাল আম যাতে নূন্যতম পরিমান ও ফরমালিন নেই।
আমাদের আমগুলির সাইজ প্রিমিয়াম, যা ভিডিওতেই আপনারা দেখতে পাচ্ছেন।

মিনিমাম অর্ডার ১০ কেজি।

কিন্ত ৪০ কেজি আম ইনসাইড ঢাকায় নিলে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রী ডেলিভারি!!

সারাদেশে থাকছে কুরিয়ারে আম পাঠানোর ব্যবস্থা। এবং ঢাকার বাইরের ক্ষেত্রে ফুল পেমেন্ট এডভান্স করতে হবে।

#রাংগামাটিরহিমসাগরআম #হাড়িভাংগাআম

ক্যাশ ইন হোম ডেলিভারি ইনসাইড ঢাকায়।

04/06/2024

আলহামদুলিল্লাহ! মাশা আল্লাহ!
যারা অপেক্ষায় ছিলেন তাদের সমস্ত অপেক্ষার অবসান হতে যাচ্ছে আগামীকাল ইনশাআল্লাহ 😍।
আমাদের আম কাটা হচ্ছে এবং আপনারা আমাদের ১০০% ফরমালিনমুক্ত আমগুলোর সাইজ দেখে নিন।
এমন ন্যাচারাল ফ্রেশ আম কিন্ত শুধু মাওয়াজিনেই পাওয়া যায়😎।

৪০ কেজি আম অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ এক্কেবারে ফ্রী!!!!!😍

মিনিমাম অর্ডার শুধুমাত্র ১০ কেজি যা কিনা ৫ জনে বসেই গায়েব করিতে পারিবেন 😁।

Photos from Mawazin's post 03/06/2024

হিমসাগর, গোপালভোগ এর পাশাপাশি আম্রপালি আম ও পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ।
আবহাওয়া পরিবর্তন এর কারনে সময়ের আগেই আম্রপালি আম পরিপক্ক হয়েছে এবং পাকতে শুরু করেছে। যারা আম্রপালি আম পছন্দ করেন তারা প্রি-অর্ডার করে রাখতে পারেন ইনশাআল্লাহ।

Want your business to be the top-listed Grocery Store in Mirpur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

#NaturalPapaya #Mawazinpapaya
কষ্ট তো কষ্ট এরপর খরচের কথা আর নাই বা বলি! রাংগামাটি থেকে আম আনতে গেলে পদে পদে কত টাকা যে দিতে হয় তাতো কেবল তারাই বুঝবে ...
🥭বাছাই করা প্রিমিয়াম সাইজের আমগুলিই আমরা আপনাদের কাছে পৌছে দিব ইনশাআল্লাহ। আমাদের নিজস্ব তত্বাবধায়নে সংরক্ষণ করা ফ্রেশ আ...
রাংগামাটির ফ্রেশ ফরমালিনমুক্ত হিমসাগর এবং হাড়িভাংগা আম পাচ্ছেন আমাদের পেইজে। আমরা আপনাদেরকে দিচ্ছি ১০০% ন্যাচারাল আম যাত...
আলহামদুলিল্লাহ!  মাশা আল্লাহ!যারা অপেক্ষায় ছিলেন তাদের সমস্ত অপেক্ষার অবসান হতে যাচ্ছে আগামীকাল ইনশাআল্লাহ 😍।আমাদের আম ক...
বৃষ্টি হয়ে যাবার পর প্রকৃতি যখন নতুনকরে উজ্জিবিত হয়😊
Children of well mannered parents shine
🥭Investment Update🥭Mawazin BD mango garden Project.Investment Goal    : 13,00,000 tkAmount Raised      :  8,00,000 tkPro...
চাষের পাব্দার মধ্য  এভাবেই ইঞ্জেকশন দিয়ে জেল পুশ করে ওজন বাড়ানো হয়। এই জেল মাছের মধ্যই ঘাপটি মেরে থাকে, তারপর?তারপর মানু...
#হাওরেরদেশীবোয়াল #viralreelsfb #readytocook

Category

Telephone

Address

Pallabi, Eastern Housing
Mirpur
1216

Other Fish Markets in Mirpur (show all)
Online Fish Mirpur Online Fish Mirpur
Mirpur, 1216

Fish Fish and Fish

Sea Crown Sea Crown
H/23, Road/06, Block/E , Rupnagar Residential Area (Extended) , Kalshi, Pallabi, Mirpur/12, Dhaka
Mirpur, 1216

Taste The Delicacy Of The Sea. Buy Any kind Of Fresh, Tasty, Demanded Raw Sea Foods From 'Sea Crown'.

মাছের বাজার মাছের বাজার
Dhaka
Mirpur, 1206

আমাদের কাছে সব ধরনের সামগ্রী এবং ফরমা

কল্যাণপুর মাছ বাজার - kallyanpur fish bazar কল্যাণপুর মাছ বাজার - kallyanpur fish bazar
Mirpur, 1207

:) কল্যানপুর বাসীর জন্য সুখবর :) টাটকা ম?

Dhaka Fish & Meat Dhaka Fish & Meat
Flat-5A, House-6, Block-2C, Pallabi, Dhaka
Mirpur, 1216

Dhaka Fish and Meat aims to bring a change in society by establishing itself a one-stop trusted plat

Zarin Vlog's Zarin Vlog's
Mirpur 11
Mirpur, 1216

ভোলা,চাঁদপুর, কক্সবাজারের তাজা ইলিশ প?

Fresh Fish and Food Fresh Fish and Food
House-13, Road-5, Shialbari Mirpur, Dhaka
Mirpur, 1216

This Is Fresh Fish and Food Official page. Fish Market. Alive Fish Market. Live Fish Market

দইওয়ালা হাওরের মাছ দইওয়ালা হাওরের মাছ
Dhaka
Mirpur, 1216

সাগরের, হাওড়ের মুক্ত জলাশয়ের দেশীয় মাছ এবং নদীর যেকোনো ফ্রেশ মাছ পাবেন আমাদের পেজে।

Fresh Sea Fish Fresh Sea Fish
Section 6
Mirpur, 1216

Agri Concern Agri Concern
# 745 Shewrapara, Begum Rokeya Saroni, Dhaka/
Mirpur, 1216

Create opportunities & influence local people with modern technology and methods in the field of Ba