Hasib Qadri
Artist Bangladesh Tv Media
Anush Rubel এর নাটক "প্রেম পদ্ম" আসছে খুব শীঘ্রই দেখতে ভুলবেন না।
শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনায় বন্যার পানিতে ভেসে যাচ্ছে ঘরবাড়ি।😭
ই'ন্না-লি'ল্লাহ' মুফতি আমির হামজা এর স্ত্রী লা'ইফ সাপোর্ট বাচ্চাটা এখন ICUতে ভর্ভি হে আল্লাহ আপনি দ্রুত সু'স্থ তা দান করুন।🤲
কিশোরগঞ্জ বত্রিশ গোপীনাথ জিউর আখরায় মূর্তি ভাঙচুর তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই।
:
:
:
:
:
:
:
:
রুবেল আনুশ এর "দম" দেখে নিতে পারেন।🌸
আব্বু শোন, জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকো, নাম্বার এক ব্যস্ত মানুষ, নাম্বার দুই স্বার্থপর মানুষ, কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে।
Rubel Anush এর "দম" আসছে... আগামীকাল
শ্রীমঙ্গল চায়ের দেশে। 🌿
দুনিয়ার প্রেমে পড়ে মানুষ ঈশ্বরের প্রেম ভুলে যায়।🌿
শিরক না বিদআ'ত পরে, আগে বল তুই মারবি ক্যান?
এই যদি হয় মুসলমান দের অবস্থা, তাহলে মুসলমান মুসলমান ভাই ভাই কি ভাবে হয়?
অলি আউলিয়ার মাজার ভাঙার বিরোধিতা করার কারণে, উগ্রবাদীরা আমার চাচাকে হুমকি ধামকি এবং আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে, আমার এবং আমার ফ্যামিলির কিছু হলে এ দায়বার কে নিবে?
কিছু মাজারে নাকি ভন্ডামী হচ্ছে তাই তারা মাজার ভাঙ্গছে! আমি বলতে চাই, প্রায় সব কওমী মাদরাসায় তো বলৎকার হচ্ছে তা ভন্ডামী নয়? সরাসরি খোদাদ্রোহীতা।
মাজারের গান বাজনা বন্ধ করে মাদ্রসাতে সমকামিতা বলতকারীর লাইসেন্স জায়েজ করা হোক,নাকি?
"যে নিজের মুখমন্ডল সত্যের দিকে ফিরিয়েছে সে মূর্খের কাছে মন্দ হয়ে গেছে"
~মাওলা আলী (আঃ)
🌸🌿
আমি একজন শিল্পী" আমি কোন রাজনৈতি বুঝিনা আর বুঝতেও চাই না। আমার ব্যক্তিগত ভালোলাগা থাকতে পারে, সেই ভালোলাগা থেকে বলছি, সরি!!
তোমার নাম খাটাইয়া , তোমার দলের কাধে পা দিয়ে, শত অমানবিক কাজ করে তোমাকে আজ অপমানিত করেছে৷ আজ তোমার লোক যাদের অপকর্মের জন্য অপমানিত হচ্ছে, তাদের বিচার হবে এবং হচ্ছেও। তোমার আসল লোক আবার মাথা উঁচু করে দড়াবে৷ এই দেশকে যারা ভালোবাসে তারা তোমার লোক৷ তোমাকে অসম্মানিত করা যায় না৷ তুমি শ্রদ্ধার পাত্র। জন্মের পর বাবা-দাদা ও প্রিয় সরল মানুষের কাছে তোমার গুনগান শুনেছি৷ সেই থেকে শ্রদ্ধা৷ গভীর শ্রদ্ধা। বিশ্বাস করেছি তুমি অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ছিলে। তাই শ্রদ্ধা। গভীর শ্রদ্ধা।
টাঙ্গুয়ার হাওড়🌿
"বিকৃত লাল সবুজ" 💔
This is Bangladesh 🇧🇩
❤️
"ভজ গোপী খেলে হরি"🙏🌸
স্থান: গড় পাড়া, ইমাম বাড়ি, মানিকগঞ্জ 🌿
ভিডিও: মুসাফির সুমন 🌸
আজ ১০ ই মহররম। আজ সেই বেদনা বিধুর দিন, যেই দিনে মাওলা ইমাম হোসাইন (আ:) কে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করা হয়। সকল পাক পান্জাতন প্রেমিকদের জানাই গভীর শোক ও সমবেদনা । 😭
কারবালায় মাওলা ইমাম হোসাইন (আ:) এর শেষ ভাষণ: কারবালার মাঠে একে একে যখন সবাই শাহাদাত বরণ করেছেন এবং হযরত ইমাম হোসাইন (আ:) যখন কেবল একা দাড়িয়ে ছিলেন তখন ইয়াজিদের (লা:) বাহিনীর উদ্দেশ্যে বলেছিলেন, কেনো আমাকে হত্যা করতে চাও ❓ আমি কি কোনো পাপ অথবা অপরাধ করেছি ❓ ইয়াজিদের সৈন্যবাহিনী বোবার মতো দাড়িয়ে রইলো। পুনরায় ইমাম হোসাইন (আ:) বললেন, আমাকে হত্যা করলে আল্লাহর কাছে কি জবাব দেবে ❓ কী জবাব দেবে বিচার দিবসে মহানবীর কাছে ❓ইয়াজিদের সৈন্যবাহিনী পাথরের মতো দাঁড়িয়ে থাকে। আবার ইমাম হোসাইন (আ:) বলেন, "হাল মিন নাসরিন ইয়ানসুরুনা ❓" অর্থাৎ - "আমাদের সাহায্য করার মতো কি তোমাদের মধ্যে একজনও নেই❓" তারপরের আহ্বান টি সাংঘাতিক মারাত্মক। মাওলা ইমাম হোসাইন (আ:) বলেছিলেন, আলাম তাসমাও ❓আলাইসা ফিকুম মুসলিমু ❓ অর্থাৎ - " আমার কথা কি শুনতে পাও না ❓ তোমাদের মাঝে কি একজনও মুসলমান নেই❓ মাওলা ইমাম হোসাইন (আ:) এর শেষ বাক্যটি মাত্র একটি ছোট বাক্য। অথচ এর ব্যাখ্যা যদি কাঁচ ভাঙার মতো টুকরো টুকরো করে দেখানো যায় তবে সেই বাক্যটি হবে খুবই বেদনাদায়ক।
ইয়াজিদের বাহিনীর মধ্যে সবাই মুসলমান ছিলো কিন্তু একটিও সত্যিকার আসল মুসলমান ছিলো না বলেই ইমাম হোসাইন (আ:) এই আহ্বান জানিয়ে পৃথিবীর সকল মানুষ কে বুঝিয়ে দিয়ে গেলেন যে সবগুলো নামধারী মুসলমান ছিলো।
ইয়া হোসাইন! ইয়া হোসাইন! ইয়া হোসাইন 😭
লাব্বাইক ইয়া মাওলা হোসাইন (আ:) 🌺
লাব্বাইক ইয়া মাওলা হোসাইন (আ:) 🌺
লাব্বাইক ইয়া মাওলা হোসাইন (আ:) 🌺