Prabal Bhowmik Titu

এই পৃথিবী হোক সীমানাবিহীন। মানবতাই হোক মানুষ মাপার একমাত্র বাটখারা।

25/11/2023

বারে বারে আমি আসি ফিরে যেন
এই বাংলার নীড়ে

24/11/2023
Photos from Prabal Bhowmik Titu's post 23/11/2023

Sweet Memory from 2016

22/11/2023

জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়
মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়..

22/11/2023

আগে আমি কতই না বোকা ছিলাম।
In fact, এখনো আমি কতই না বোকা।

21/11/2023
20/11/2023

জীবন হোক কর্মময়,
জীবন হোক বিনয়াবনত,
জীবন হোক অন্যের প্রতি শ্রদ্ধাশীল।

20/11/2023
20/11/2023

স্মৃতি হয়ে আছে

19/11/2023

আজ
কে
হারবে?

19/11/2023

এই কূলে আমি......

18/11/2023

কয়েক হাত সামনেই ফুট ওভারব্রীজ, অথচ বাচ্চারা এভাবেই ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে। অভিভাবকদের সচেতনতা খুব জরুরী।

17/11/2023

ঘুর্ণিঝড় মিধিলি প্রভাব, মীরসরাই

17/11/2023

Itz Pippa Time

17/11/2023

আজ একটা মুভি দেখলাম। মুভিতে একটা ভূতের চরিত্র ছিল। দেখলাম, ওই ভূত চরিত্রটি অনন্যসাধারণ সব কর্মকান্ড ঘটাল; যা একজন মানুষের পক্ষে অসম্ভব।

আসলে মুভি দেখা লাগে না, সাধারণভাবেই আমরা মনে করে থাকি ভূত হচ্ছে একটি অতিপ্রাকৃতিক ব্যাপার। এটি একটি শক্তি বা অপশক্তি। এই শক্তি আমাদের চারপাশে ঘুরে বেড়ায় এবং সময়, সুযোগ ও প্রয়োজনীয়তা অনুভব করলে তারা আমাদের অর্থাৎ মানুষদের বিরক্ত করে। আমাদের সমাজে ভূতদের অনেক মন্দ ও অনিষ্টকর কল্পকাহিনীর চর্চা থাকলেও ভাল বা উপকারী কাহিনী তেমন একটা শোনা যায় না।

আমরা জানি, ভূতরা যখন যে রূপ গ্রহণ করতে চায় সে রূপ গ্রহণ করতে পারে, যখন যে কন্ঠে কথা বলতে চায় সে কন্ঠে কথা বলতে পারে, যখন যা করতে চায় তাই করতে পারে। ভূতদের অসীম ক্ষমতা, তাদের অশেষ শক্তি।

কেউ কেউ বলেন, "গভীর চাঁদনী রাত, একা একা বাড়ি ফিরছি, হাতে বাজার থেকে কেনা বড় বড় কৈ মাছের ঝুলি, হন হন করে দ্রুত পায়ে হাঁটছি, সাথে চাঁদের আলোয় সৃষ্ট নিজের ছায়াটাও সমান গতিতে ছুটে চলছে। হঠাৎ লক্ষ্য করলাম.......... যা বুঝার বুঝে গেলাম........... গা টা ছম ছম করে উঠল। ছায়া দেখে যতটুকু বুঝলাম, লম্বায় ১৫ হাতের কম হবে না,,,,, সাদা একটুকরো কাপড় দিয়ে আপাদমস্তক ঢাকা। ঠিক আমার পিছু পিছু হাঁটছিল। অল্পতেই বুঝে গেলাম, আর দেরি করলাম না, ঝুলি থেকে একটা বড় সাইজের কৈ মাছ বের করে পিছন দিকে ছুড়ে দিলাম। কৈ মাছের কাঁটা চিবানোর স্পষ্ট শব্দ শুনতে পেলাম। আস্তে আস্তে ছায়াটা অদৃশ্য হয়ে গেল।"

উপরের কাহিনী থেকে আমরা কি বুঝলাম? বুঝলাম, ভূত অনেক লম্বা হতে পারে, এত লম্বা হয়েও একটুকরা সাদা কাপড় দিয়ে আপাদমস্তক ঢাকতে পারে, বাজারে গিয়ে সাদা কাপড় কিনতে পারে বা নিজে বানাতে পারে, কোন মানুষকে টার্গেট করে তার পিছু পিছু হাঁটতে পারে, এমনকি কৈ মাছও খেতে পারে।

আবার ভূত ধরার কবরেজ -রা যখন ভূতকে কবজা করে ফেলতে পারেন, তখন তারা ভূতকে ছোট বোতল বা শিশিতে ঢুকিয়ে পানিতে ফেলে দেন। সুতরাং ভূত অনেক ছোটও হতে পারে।

আমার বন্ধু শাহীন নিজে একদিন একটা ভূত উড়তে দেখেছে। কোন ঘরে ঢুকতে ভূতের কোন দরজা জানালা লাগে না, দেয়ালের গা ঘেঁষে দাঁড়ালেই ভূত যে কোন ঘরে অটো ঢুকে যেতে পারে। নিজে অদৃশ্য থেকে মানুষদের মারতে পারে, আবার ইচ্ছে করলে দৃশ্যমান হতে পারে।

শেষ করা যাবে না। আরো অনেক অনেক অনেক কিছু করতে পারে। এককথায়, ভূত সব করতে পারে।

16/11/2023

পাথুরে নদীর জলে

16/11/2023

প্রাণ ও প্রকৃতি

15/11/2023
14/11/2023

৩য় / শেষ খণ্ড
জোরারগঞ্জ টু শান্তিরহাট

14/11/2023

অভিজ্ঞতা মানুষকে সমৃদ্ধ করে
অভিজ্ঞতা মানুষের সহনশীলতা বৃদ্ধি করে

13/11/2023

২য় খণ্ড
জোরারগঞ্জ টু শান্তিরহাট

13/11/2023

প্রণব তার প্রিয় হানিফ বাস এঁকেছে

13/11/2023

মেলা দেখা

12/11/2023

১ম খণ্ড
জোরারগঞ্জ টু শান্তিরহাট

12/11/2023

গ্রাম বাংলা

11/11/2023

২০১৩ সালে বারইয়ারহাট বা করেরহাটের কাছাকাছি কোন একটি বড় দিঘীর পাড়ে ছবিটি তোলা।
দিঘীটির নাম বা সুনির্দিষ্ট লোকেশন মনে করতে পারছি না।

10/11/2023

শীতের হাওয়া বইছে

10/11/2023

নেত্র

08/11/2023

এইতো জীবন

07/11/2023

শীতের আগমনী

06/11/2023

Journey

05/11/2023

পত্রাঙ্ক

Want your school to be the top-listed School/college in Mirsarai?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

ঘুর্ণিঝড় মিধিলি প্রভাব, মীরসরাই
জোরারগঞ্জ - বারইয়ারহাট - শান্তিরহাট (২য় খণ্ড)
জোরারগঞ্জ - বারইয়ারহাট - শান্তিরহাট (১ম খণ্ড)
শুভ সকাল বাংলাদেশ শুভ কামনা বাংলাদেশ ক্রিকেট দল
ক্লাস সিক্স ও সেভেনের বার্ষিক মূল্যায়ন প্রসঙ্গে
ফারাজ মুভি, হলি আর্টিজান এর ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্র
ঠাকুরদীঘি - দুর্গাপুর - ঝুলনপোল - মাদবার হাট (৩য় / শেষ খণ্ড)

Category

Telephone

Address

Mirsarai

Other Tutors/Teachers in Mirsarai (show all)
Teacher Foisul Teacher Foisul
Mirsarai, 4324

I am not doing this as my full-time job. I do not have premium courses for sale. All of my posts and

Sazzad Uddin Sazzad Uddin
Mirsarai
Mirsarai

Sazzad sir English teacher at Markazul ulum Arabic and English medium Senior teacher at E.Light.