Mirsarai Govt Model High School

Mirsarai Govt Model High School official page

07/01/2024

বলতে পারবে কি?

05/12/2023

একদিন সক্রেটিসের কাছে তার এক পরিচিত লোক এসে বলল, আপনি কি জানেন আপনার বন্ধু সম্পর্কে আমি কি শুনেছি?

সক্রেটিস তেমন আগ্রহী না হয়ে বললেন, এক মিনিট থামুন।

আমাকে কিছু বলার আগে আপনাকে ছোট্ট একটা পরীক্ষা পার হতে হবে; এই পরীক্ষার নাম ‘ট্রিপল ফিল্টার টেস্ট’।

লোকটা অবাক হয়ে প্রশ্ন করল, ট্রিপল ফিল্টার!!!
এইটা আবার কি জিনিস?

সক্রেটিস বললেন, আমার বন্ধু সম্পর্কে আমাকে কিছু বলার আগে আপনি যা বলবেন তা ফিল্টার করে নেওয়া ভালো।

তিন ধাপে ফিল্টার হবে বলে আমি এটাকে 'ট্রিপল ফিল্টার টেস্ট' বলি।

প্রথম ফিল্টার হলো ‘সত্যবাদিতা/Truthfulness.

আপনি কি নিশ্চিত যে আপনি যা বলবেন তা সত্য?
লোকটা বলল, না, আমি শুধু শুনেছি জাস্ট এতটুকুই।
পুরোপুরি সত্য কিনা, তা নিশ্চিত নই।
সক্রেটিস বললেন, ঠিক আছে।
তাহলে আপনি জানেন না এটা সত্য কিনা।

এবার দ্বিতীয় ফিল্টার। এই ফিল্টারের নাম হল ‘ভালোত্ব/Goodness.

আমার বন্ধু সম্পর্কে আপনি যা বলবেন তা কি ভালো কোনো বিষয়?
লোকটা একটু আমতা আমতা করে বলল,
না, ভালো নয়, খারাপ কিছু।
সক্রেটিস বললেন, তার মানে আপনি আমার বন্ধু সম্পর্কে এমন একটা খারাপ কথা বলতে এসেছেন যা আদৌ সত্য কিনা সে ব্যাপারে আপনি নিশ্চিত নন।

আচ্ছা, আপনি হয়ত এখনো পরীক্ষায় পাস করতে পারেন। কারণ তিন নাম্বার ফিল্টার বাকি আছে।

এটা হল ‘উপকারিতা/Usefulness.

আমার বন্ধু সম্পর্কে আপনি যা বলবেন তা কি আমার বা আপনার কোনো উপকারে লাগবে?
লোকটি বলল, না, সেরকম না। এতে আমার বা আপনার কারোই উপকৃত হওয়ার সম্ভাবনা নেই।
সক্রেটিস তখন শান্তভাবে বললেন বেশ, আপনি যা বলতে চান তা-
সত্য না, ভালো কিছুও না, আবার আমার বা আপনার কোনো উপকারেও আসবে না।

তাহলে কেনইবা আমরা এসব অহেতুক কাজে সময় নষ্ট করব?
We shall try to use our time truthfulness, goodness and usefulness.
চলুন, সময়টাকে একটা ভালো কাজে ব্যয় করি।

লোকটা তাই আর কিছু না বলে চলে গেল।

07/06/2023

প্রচণ্ড গরমে আগামীকাল বৃহস্পতিবার সব মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা! 🥺🥵

30/04/2023

শুভেচ্ছা ও অভিনন্দন

12/04/2023
02/04/2023

মোবাইলে যত বেশি চার্জ দিবে, তত বেশি সময় ধরে চালাইতে পারবে। গাড়িতে যত বেশি গ্যাস নিবে, তত বেশি দূরত্বে যেতে পারবে। ব্যাংকে যত বেশি টাকা জমাবে, তত বেশি মুনাফা পাবে। তাই লাইফের পরবর্তী লেভেলে যাওয়ার আগেই নিজের চার্জ যথেষ্ট পরিমাণে বাড়িয়ে নাও। দরকার হলে পাওয়ার ব্যাঙ্ক কিনে এক্সট্রা চার্জ সেইভ করে নাও। কারণ যুদ্ধ শুরু হয়ে গেলে তলোয়ারে ধার দেয়ার চান্স মিলবে না। শরবতে গিলে ফেললে, গুড় মিশানোর সুযোগ আসবে না।
তোমার মেধা কম-বেশি হতে পারে। তোমার বাপের টাকা কম-বেশি থাকতে পারে। কিন্তু অন্যদের সমান সময়ই তোমার হাতে থাকে। এক মিনিট কমও না। এক মিনিট বেশিও না। তবে তোমার ২৪ ঘন্টা কাটানোর স্টাইল, অন্যদের ২৪ ঘন্টা কাটানোর স্টাইলের চাইতে আলাদা হতে পারে। তাই এই বছরের ২৪ ঘন্টাগুলিই নির্ধারণ করে দিবে, পরের বছরের ২৪ ঘন্টাগুলি কেমন হবে। ক্লাসে ফার্স্ট হবে, নাকি লাস্ট বেঞ্চে বসে ঝিমাবে? লাখ টাকা বেতনের চাকরি করবে, নাকি বেকার হয়ে টাকলা মাথার চুল ছিঁড়বে?
তোমার মনোযোগে ঘাটতি থাকতে পারে। তোমার হাতের লেখা খারাপ হতে পারে। কিন্তু তোমার জিপিএ হবে, তোমার ক্লোজ ফ্রেন্ডদের এভারেজ জিপিএ এর সমান। তোমার ক্রিয়েটিভিটি-স্মার্টনেস হবে, তাদের ক্রিয়েটিভিটি-স্মার্টনেস এর সমান। তাই clash of clans, games of thrones, আড্ডাবাজির পিছনে লেগে থাকা ফ্রেন্ড বাদ দিয়ে তোমার চাইতে স্মার্ট ফ্রেন্ডদের পিছে পিছে ঘুরো। লুজারদের সাথে যত বেশি কানেক্টেড থাকবে, লক্ষ্য থেকে তত বেশি ডিসকানেক্টেড হয়ে যাবে। একদিনের মাস্তি বাদ দিয়ে, ক্রিয়েটিভ কারো সাথে অল্প একটু আড্ডা দিলেই দেখবে, অনেক কিছু শিখে ফেলছ।
ভয় আর কনফিউশনগুলো সাইডে রেখে, কি আউটপুট পাওয়া যাবে সেই চিন্তা বন্ধ করে- টানা পাঁচ দিন এক ঘন্টা করে সময় দিতে পারলে- যেকোনো কঠিন কাজই সহজ লাগা শুরু হবে। শুরু করার চিন্তা করে বসে চুপচাপ বসে থাকলে, দুই-একদিন চেষ্টা করে, ছয়মাস খোজ খবর না থাকলে- যে জায়গায় আটকে আছ, সেখানেই পচে মরবে। তাই রাতে ঘুমানোর আগে এক ঘন্টা বেশি ফেইসবুকিং না করে, নতুন কিছু শিখার পিছনে একটা ঘন্টা সময় দাও। পরীক্ষার আগের রাতের জন্য পড়া জমিয়ে না রেখে, সেমিস্টারের প্রথম থেকেই সিনসিয়ার হও। আলসেমি আর হেঁয়ালির শিকলে একটু একটু করে আঘাত করো। দেখবে শিকল ভেঙ্গে সবার আগেই ফিনিশিং লাইনে পৌঁছে গেছ।
© Razaul Karim

10/03/2023

কম্পিউটার শিখে ঘরে বসেই আয় করুন লাখ টাকা!

এমন চমকপ্রদ/লোভনীয় অফার দেখেই আমরা হুড়হুড় করে সে সব ব্যাক্তি বা প্রতিষ্ঠানের পিছে টাকা এবং সময় ইনভেস্ট করতে শুরু করি। বিশেষ করে বেকারদের ইমোশন কে পুঁজি করে কিছু অসাধু প্রতিষ্ঠান এসব কাজ করে থাকে।
শর্টকাট বলতে কিছু নেই, সবই আই ওয়াশ!
জীবনের যে কোন সেক্টরে ভালো কিছু করতে হলে পর্যাপ্ত সময় দেওয়া এবং পরিশ্রমের কোন বিকল্প নেই। সামাজিক, পারিবারিক, রাজনৈতিক কিংবা ক্যরিয়ারে কাওকে সফল হতে দেখলে স্বাভাবিক ভাবেই আমরাও তাদের অনুকরণ, অনুসরণ করতে শুরু করি। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা অনুকরণ করি তাদের বর্তমান লাইফ স্টাইল, এই অবস্থানে আসার পিছনে তাদের অক্লান্ত পরিশ্রম, সহস্র বাধা বিপত্তি পার হওয়া, দিনের পর দিনে লেগে থাকা ইত্যাদি বিষয় গুলো অনুকরণ করতে চাই না।
ফ্রিলেন্সিং এর ক্ষেত্রে এই বিষয় গুলো বেশি লক্ষণীয়। পরিচিত কেও একজন গ্রাফিক্স ডিজাইনে ভালো ক্যারিয়ার করেছে, তাকে দেখেই ভর্তি হয়ে গেলাম গ্রাফিক্স ডিজাইন শর্ট কোর্সে। কেও আবার ডিজিটাল মার্কেটিং বা ওয়েব লেভেলপমেন্টে সফল তাকে দেখে গ্রাফিক্স ডিজাইন অর্ধেকে রেখে শুরু করে দিলাম নতুন আরেকটা কোর্স। কেও ফটোগ্রাফি করে কিংবা ইউটিউবে ব্লগিং করে সফল। আমিও একটা চ্যানেল খুলে নেমে গেলাম লাখ টাকা ইনকাম করতে।
সফলরা একদিনে সফল হয়ে যায়নি। আমরা একটা শর্ট কোর্স করেই মার্কেট প্লেসে একাউন্ট খুলে বসি। এর পরে এক মাস, দুই মাস কোন অর্ডার না পেলে মনে করি আমাকে দিয়ে এসব হবে না।
আবার শুরু হয় হতাশা।
তাই এমন পরিস্থিতির সম্মুখীন হতে না চাইলে আমাদের হতে হবে পরিশ্রমী, ধৈর্য্যশীল। চমকপ্রদ অফার দেখে শর্টকাট পথে না গিয়ে সময় নিয়ে নিজেকে দক্ষ করে তুলতে হবে। সব বিষয়ে একসাথে সময় না দিয়ে ধাপে ধাপে পর্যায়ক্রমে বিভিন্ন বিষয়ে নিজেকে দক্ষ করে তুলতে হবে।
তথ্য প্রযুক্তি বিষয়ে যেকোন পরামর্শে পাশে আছে প্রাইম ডিজিটাল।

08/03/2023

Happy Women's Day

26/01/2023

প্রতিযোগিতার এই যুগে পাল্লা দিয়ে বাড়ছে বেকারত্ব।

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যারা প্রযুক্তিগত প্রশিক্ষণ গ্রহণ করছে তারাই সাধারণ শিক্ষিত জনগোষ্টি থেকে অনেকাংশে এগিয়ে। অনেকেই ভাবছে আগে পড়াশোনা শেষ করি তারপরে না হয় নিজের স্কিল বাড়াবো। আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে সেই সুযোগ নাই। যারা শিক্ষার্থী নিজের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর এখনই উপযুক্ত সময়। প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং তথ্য প্রযুক্তির উপর দক্ষতা উভয়ের সমন্বয়ে আপনার সামনের পথ চলা সহজ হবে। অন্যতায় শিক্ষা জীবন শেষ করেও হতাশায় নিমজ্জিত হতে হবে।

তাই শিক্ষা জীবনের অবসর সময় টুকু নষ্ট না করে এই সময়ে বিভিন্ন বিষয়ের উপর নিজের স্কিল বাড়াতে হবে। হতে পারে সেটা সুন্দরভাবে কথা বলতে শেখা, নিজেকে অন্যের সামনে উপস্থাপন করতে শেখা, কিংবা ছোট কোন ব্যবসা শেখা, চাকুরির জন্য ছোট ছোট ধাপে নিজেকে প্রস্তুত করা, হতে পারে কম্পিউটার এবং আইসিটির উপর নির্দিষ্ট কোন বিষয়ে দক্ষতা অর্জন করা, ফ্রিলেন্সিং করা, নিজের দক্ষতা বাড়ানোর বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা ইত্যাদি ইত্যাদি।

কম্পিউটার প্রশিক্ষণ এখন সবার হাতের নাগালেই। মানস্মমত প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে সরকারি সার্টিফিকেট অর্জন করুন প্রাইম ডিজিটাল থেকে।
শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ে ভর্তি চলছে। প্রতিযোগিতার যুগে নিজেকে দক্ষ করার যাত্রা শুরু করুন আজকেই।

প্রাইম ডিজিটাল
ভাটিয়ারী উত্তর বাজার, যমুনা ব্যাংকের নিচে, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
যোগাযোগঃ 01681-252414
অথবা মেইল করুনঃ [email protected]

Want your school to be the top-listed School/college in Mirsarai?
Click here to claim your Sponsored Listing.

Category

Address

Mirsarai Upazilla Parishad
Mirsarai
4320

Other Schools in Mirsarai (show all)
Ssc 2k23 batch mirsharai Ssc 2k23 batch mirsharai
Mirsarai

����������

দারুল ইকরা মীরসরাই দারুল ইকরা মীরসরাই
Mirsarai
Mirsarai, 4320

প্রশিক্ষণপ্রাপ্ত নূরানী শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত একটি আদর্শ ইসলামী শিক্ষা কেন্দ্র।

S. Rahman  Ideal  School S. Rahman Ideal School
Noapara
Mirsarai, 4320

বিদ্যালয়ে যা শিখেছে তা ভুলে যাওয়ার পর যা থাকে তা হলো শিক্ষা।:-আলবার্ট আইনস্টাইন

মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয় মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয়
Moghadia Miapara, Mirsarai Chittagong
Mirsarai, 1234

মঘাদিয়া স্কুল ছাত্র-ছাত্রী বৃন্দ,এই পেইজ টি তাদের উদ্দেশ্যে করা

মিঠানালা সুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিঠানালা সুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
Mirsarai

বিদ্যালয়ের যাবতীয় কর্মকান্ড পরিচালন?

Janarddanpur High School Janarddanpur High School
Vill: Jonarddanpur, PO: Chaitanner Hat
Mirsarai, 4324

Welcome to Janardanpur High School! Follow us for updates on school news, events, and achievements.

J.M Model High school J.M Model High school
Mirsarai, 4325

own school

পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্ পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্
পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্
Mirsarai, 4321

বিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত একমাত্র ফেসবুক পেইজ।