Saif Rasel

Saif Rasel

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Saif Rasel, Writer, Mirsarai.

18/05/2024
30/04/2024

তোরা আমায় বলে দে
কৃষ্ণতলার ফুল গুলো মাথায় গেঁথেছে কে

ভর দুপুরে আমার গাঁয়ে নুপুর বাজে
কে সে? পরপুরুষে তাক লাগিয়ে ফুলতলায় আলতো সাজে।

তোরা তারে বলে দে
কবির দেশে রূপের মায়া দেখবে না সে

জারুল,হিজল,সবুজ ছায়া
মাঝির গানে নাচে টিয়া
কবির মন কেড়েছে সাজের মায়া।

তারে যেতে দে রূপের দেশে রূপালী বেশে
একফালি দেখবো না'হয়,হাঁটবে স লম্বা কেঁশে।

বেলা ফুরালে নদীর দেশে,মাঝির সাজে
থাকবো বসে,ফের কবে সে আসবে শেষে?

ওরে তোরা খুঁজে দে
কে সে আমায় বলে দে।

~সাইফ রাসেল

30/04/2024

আকাশপানে কারে খুঁজি
কারে দেখি মেঘমালায়;
তাঁরা গুনি তাঁরা খুঁজি
রং তাঁরাদের মেলায়।

মেঘের রাজা বেজায় খুশি
চন্দ্র যখন প্রজা;
রাত্রি এলে মলিন মুখে
তাঁরায় তাঁরায় সারা।

আমার সুখের শুকরানী সে
চন্দ্র দেশে বসবাস;
জনম জনম আকাশপানে
খুঁজি তার চির আবাস।

শত যুগে পাইনা তারে
খুঁজিতে পাওয়ার নেশায়;
কোন আকাশে মেলে ডানা;
পাকনা গজায় মোর
উড়ে যাওয়ার আশায়।

সাইফ রাসেল
||যুগায়ন||
৩০.০৪.২৪

11/10/2023

ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর পেছনে বসে থাকা অবস্থায় তিনি বললেন,
'হে বালক তোমাকে এমন কিছু কথা শিখিয়ে দেই যার মাধ্যমে আল্লাহ তোমার উপকার সাধন করবেন?' আমি বললাম, অবশ্যই।
তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন,
আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। আল্লাহকে হেফাজত করো, তাহলে তাঁকে তুমি তোমার সামনে পাবে।
যখন কিছু চাইবে, আল্লাহর কাছেই চাইবে। যখন সাহায্য চাইবে, আল্লাহর দিকেই ফিরবে।
জেনে রেখো, সমগ্র সৃষ্টিজগৎ যদি তোমার উপকার করার জন্য একত্রিত হয়, তবে আল্লাহ তাকদিরে যা নির্ধারণ করে রেখেছেন সেটা ছাড়া তারা কখনোই তোমার উপকার করতে পারবে না; তারা যদি তোমার ক্ষতি করার জন্য একত্রিত হয়, তবে আল্লাহ তাকদিরে যা নির্ধারণ করে রেখেছেন সেটা ছাড়া তারা কখনোই তোমার ক্ষতি করতে পারবে না।
কলম তুলে নেওয়া হয়েছে আর কাগজ শুকিয়ে গিয়েছে।”

[মুসনাদ আহমাদ, তিরমিযী]
وَاللَّهُ غَالِبٌ عَلَىٰ أَمْرِهِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ

08/10/2023

|| রক্তে ফিলিস্তিন ||
০৮/০৩/২২

আমি অকপটে সব কথা বলে যাবো
আমার ভিটেমাটি সব নিয়ে যা তোরা সব
গদ্দার, যে ভূমি থেকে আমার ওষ্ঠে-পিষ্ট
গ্যানেট, মিসাইল, নলে জর্জরিত
ঔটা ছিলো দান, মানবিকতা আমার ধর্ম।

এই'তো তোরা ঐ দিন ফকির বেশে এসেছিলি
পা গুঁজানোর স্থান ছিলোনা কোথাও।
গাদ্দার, কাপুরুষ জাতি,

তোদের ছোড়া প্রতিটি মিসাইল, বোমা
মাটি গুনে গুনে রাখবে
ইটের দেয়ালে চাপা পড়া শিশুটি সাক্ষী
কতশত পরিবার একি দেয়ালের নিচে।

কোলের শিশুটি বাবার কাঁদে
চির শায়িত,
আহ! কতটুকু ধৈর্য হলে যুদ্ধ আসে
আমার জানা ছিলো না।

আমি দুঃসময়ের অধিবাসী
মুসলিম ভাইয়ের তাজা রক্ত আমায় হাসায়
এই হাসি বিজয়ের।

আমার অকপটে শব্দ ধ্বনি
সে এখনো শুনতে পায়নি
যে ব্যাক্তি হাসছে,
সে এখনো ভয়ঙ্কর সংবাদটি শুনতে পায়নি।

যে জোয়ান শত্রুর বক্ষে কম্পন তোলে
শহীদ, তাদের মায়েরা মুজাহিদ
দেখো না? ছেলের রক্ত তাকে হাসায়
এই হাসি বিজয়ের।

আমি অকপটে সব কথা বলে যাব
জালিম শাসক যারা মাথা নুইয়ে
বোমার মুখে ভাইকে রেখে যায়োনিস্ট লেলিয়ে
বলে- আমরা আছি পাশে।

নিমক হারাম বিশ্ব, গর্তে লুকিয়ে
দালালী তোদের কাপুরুষত্ব, কলঙ্কজুড়ে।
জানি,দমাতে পারবি না লৌহ বর্মে
এই বিজয় আমাদের, এই হাসি আমাদের।

~সাইফ রাসেল

18/09/2023

আরিফ আজাদ

খুব প্রয়োজন না হলে জমহুর উলামায়ে কেরামের কেউই মুসলিম নারীদের বাইরে কাজের ব্যাপারে মত দেন না৷ যদি প্রয়োজন থাকে এবং তাকে বাইরে কাজ করতেই হয়, তাহলে যথাযথভাবে পর্দা করে তবেই করার কথা বলেন।

স্ত্রী যদি বাইরে কাজ করে, তাহলে সন্তানদের তিনি যে যথেষ্ট সময় দিতে পারবেন না—এই কথা দুনিয়ার কে অস্বীকার করবে? শুধু সন্তান নয়, স্বামী আর সংসারেও তিনি পর্যাপ্ত সময় দিতে হিমশিম খাবেন।

এখন, কেউ যদি সংসারে সময় দেওয়ার চাইতে, নিজের বাচ্চাদের সময় দিয়ে বড় করার চাইতে নিজের ক্যারিয়ার বা ঘরের বাইরে কাজ করাকে বড় করে দেখে সেটা একান্তই তার ব্যাপার৷ কিন্তু তাতে তো এটা মিথ্যে হয়ে যায় না যে—ঘরের বাইরে সময় দিলে ঘরের মাঝে তিনি পর্যাপ্ত সময় দিতে পারবেন না৷

কেনো কিছু লোক এই সত্যটাকে এড়িয়ে গিয়ে, এটাকে কেন্দ্র করে জলঘোলা করার চেষ্টা করছে?

ভার্সিটির ফ্রি-মিক্সিয়ে অভ্যস্ত মেয়ে কি লজ্জাশীলা মা হতে পারে না?

বিষয়টা তর্কসাপেক্ষ। তবে, যদি আমরা আমাদের সমাজের প্রগতিশীল দাবিদার লোকেদের যুক্তিতর্ককে মেনে নিই, আমাদের এই সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে—‘না, ফ্রি মিক্সিংয়ে অভ্যস্ত মেয়েরা লজ্জাশীলা মা হতে পারার সম্ভাবনা কম’।

কীভাবে? বুঝিয়ে বলছি।

আমাদের দেশের প্রগতিবাদীরা সর্বদা সমাজের ট্যাবু ভাঙার কথা বলে। অর্থাৎ—ধর্মীয় আর পারিবারিকভাবে যে লজ্জার উপাদানগুলো নিয়ে আমাদের ছেলে-মেয়েরা বড় হয়, তারা সেগুলো ভাঙার কথা বলে৷ তারা চায় নারীদের পিরিয়ডের বিষয়টা একটা ‘ট্যাবু’ হিশেবে থেকে না যাক৷ তারা এমন একটা সমাজ চায় যেখানে একটা মেয়ে তার পিরিয়ড নিয়ে বাবার সাথে, ভাইয়ের সাথে, ছেলে বন্ধুর সাথে খোলামেলা আলোচনা করতে পারবে৷ যেখানে তার পিরিয়ডের রক্তাক্ত প্যাড তার বাবা দেখে ফেললে, তার ভাই দেখে ফেললে তাকে লজ্জা পেতে হবে না৷

তারা চায় মেয়েরা ছেলে বন্ধুদের সাথে যেখানে মন চায় ঘুরতে যাবে, মাস্তি করবে৷ তারা চায়—ইচ্ছা হলে মেয়েরা রাস্তায় খোলামেলা কাপড় পরে বের হবে। ইচ্ছা হলে সকলের সামনে সিগারেট ফুঁকবে।

এই প্রতিটা কাজ করতে হলে একটা মেয়েকে তার লজ্জার ‘খোলস’ ছেড়ে বের হয়ে আসতে হবে৷ ভাঙতে হবে পারিবারিক আদব-আখলাকের সীমারেখা এবং বরণ করে নিতে হবে ধর্মীয় শিক্ষার চূড়ান্ত নৈতিক অবক্ষয়কে।

এই সমস্ত কাজ রপ্ত করার জন্যে ফ্রি-মিক্সিং একটা সুবর্ণ সুযোগ৷ এখন—কেউ যদি বলে ফ্রি মিক্সিংয়ে অভ্যস্ত মেয়েদের লজ্জাশীলা হওয়ার সম্ভাবনা কম, সেই কথায় তেলে-বেগুনে তো জ্বলে উঠার কোনো কারণ দেখি না৷ ফ্রি মিক্সিং জিনিসটা আছেই তো ট্যাবু ভাঙতে, লজ্জার দেওয়াল টপকাতে।

এই সত্যি কথাটা একজন ক্রিকেটার অবলীলায় বলে ফেলেছেন—এতে দলবেঁধে তার পিণ্ডি চটকানোর কী আছে?

28/08/2023

মানুষের জীবন স্থির নয়। নানা রকম সমস্যা ও দুঃখ-দুর্দশা আসবে জীবনে এটাই স্বাভাবিক। এখনও তা অনেক বড় হয়ে আসে আবার কখনো তা ছোট হয়ে। সবসময় রবকে স্মরণ করতে হবে। জীবন নদীতে অনেক সময় হঠাৎ করে মুসিবত ও দুঃখ-দুর্দশা শুরু হয়ে যায়। এটা হয় রবের পক্ষ থেকে। রব তার বান্দাদেরকে দুঃখ দিয়ে পরিক্ষা করেন। তিনি বান্দাদেরকে ধৈর্যশীল দেখতে চান।
ধৈর্যধারণের পুরষ্কার রব নিজ হাতেই দেন। এর জন্য শুধু প্রয়োজন 'সবর'। জীবন নদীতে দুঃখের ঢেউয়ের সবরের বৈঠা ধরেই পেতে হবে মহান রবের সেই মহা পুরষ্কার।

"হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপরাগতা ও অলসতা থেকে, ঋণের ভার ও মানুষের দমন-পীড়ন থেকে। "

[সহিহ বুখারি: ২৮৯৩]

25/04/2023

জীবন রাঙাই,আল্লাহর রঙে।

Want your public figure to be the top-listed Public Figure in Mirsarai?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Category

Telephone

Website

Address

Mirsarai
4327

Other Mirsarai public figures (show all)
হিমু হিমু
Mirsarai

মনে কথা গুলো তুলে ধরা হয় �

ইসলাম এবং সুন্দর জীবন ইসলাম এবং সুন্দর জীবন
Mirsarai, 4320

Assalamualaikum, this is the page of ismamic education. in this page we are discuss about the histor

MD Mehedi Hasan Nisat MD Mehedi Hasan Nisat
Mirsarai, 01770592525

অপ্রিয়

𝙵𝚊𝚛𝚞𝚚𝚞𝚎'𝚜 𝙳𝚒𝚊𝚛𝚢 𝙵𝚊𝚛𝚞𝚚𝚞𝚎'𝚜 𝙳𝚒𝚊𝚛𝚢
Mirsarai

দিনশেষে এটাই প্রমাণিত “মানুষ মূলত একা”

MFRSC 2K21 MFRSC 2K21
Mirsarai, 4320

Our Batch page #MFRSC2K21

Bʌŋʛɭʌ cʌptɩoŋ Bʌŋʛɭʌ cʌptɩoŋ
Mirsarai

আসসালামু আলাইকুম আমার নতুন পেজটি লাইক করবেন এবং ফলো করবেন❤️‍🩹

Crush & Confession Of Mirsarai Crush & Confession Of Mirsarai
Mirsarai
Mirsarai

- পাশে থাকবি বলে আজ একলা করে গেলি.!� - স্?

Nur Mohammad Nur Mohammad
Zorargonj
Mirsarai

Islamic video

Shariya Tanvir Shariya Tanvir
.. . .
Mirsarai, 162416

Tanvir Jihad

𝑮𝑶𝑳𝑷𝑶 𝑮𝑶𝑳𝑷𝑶
Mirsarai

NOW মানে এখন, লেখক কই আছে জানিনা!!

Damage - MinD Damage - MinD
MiRsarai, Chattogram
Mirsarai

Itz〆Sᴜᴊoɴ࿐ Itz〆Sᴜᴊoɴ࿐
Dhaka To Chittagong
Mirsarai, 247

আসসালামু আলাইকুম একদম নতুন একটি পেজ।?