Aaronno.com

aaronno.com is an online shopping website made for your satisfaction. In this website, you will find

23/05/2023

আলহামদুলিল্লাহ

07/04/2023

🤣🤣🤣🤣

Photos from Aaronno.com's post 27/06/2021

ফ্লেলিলোড রিচার্জ সফটওয়্যার (Labonno Telecom):
অনলাইনে মোবাইল রিচার্জ করে ইনকাম করতে চাইলে ইনবক্স করুন
১টি সিম অথবা ১ টা অপারেটরের সাহায্যে ৫টি সিমে লোড করা যাচ্ছে মাত্র ৫/১০সেকেন্ডে।
সারা বাংলাদেশে ডিলার ও রিটেইলার নিয়োগ চলছে। তাই আপনার সংযোগটি নিতে এখনই যোগাযোগ করুন।
রিটেলার 50 টাকা অনলি।
আমাদের সুবিধাসমুহঃ
✴️কোন প্রকারের পেমেন্ট চার্জ দিতে হয়না।
✴️১টি মাএ অ্যাপস দিয়ে বাংলালিংক, গ্রামীণফোন, ইস্কিটো, এয়ারটেল, রবি এবং টেলিটক মোট ৬ টি সিম এ ফ্লেক্সিলোড করুন।
✴️আপনার বর্তমান সিম টিকে ফ্লেক্সিলড এর অ্যাপ এ রেজিষ্টার করে দেওয়া হবে।
✴️আপনি যে সকল সুবিধা পাবেন
✴️প্রতি হাজারে ২৭ টাকা করে কমিশন(রিটেইল)
✴️প্রতি হাজার এ ২৯ টাকা কমিশন (ডিলার)
✴️ডিলার শিপ নিলে অ্যাপ থেকে নিজের ইচ্ছা মতো রিটেইল নিয়োগ দিতে পারবেন।
✴️ড্রাইভ প্যাক সেল দিয়ে ইনকাম করতে পারবেন।
✴️রবি ১৯৪ টাকা মিনিট প্যাক ৪০_৬০ টাকা করে কমিশন পাবেন।
✴️ এয়ারটেল ১৯৩ টাকা মিনিট প্যাক ৪০_৬০ টাকা করে কমিশন পাবেন।
✴️রবি ৪৯৯ টাকা কম্বো প্যাক এ ১০০_১৬৯ টাকা কমিশন পাবেন।
✴️ এয়ারটেল ৪৪৮ টাকা কম্বো প্যাক এ ১০০-১৪৯ টাকা কমিশন পাবেন।
✴️বাংলালিংক ৩৪৯ টাকা ৩০ জিবি প্যাক এ ২৯ টাকা কমিশন পাবেন।
✴️বাংলালিংক ৩০৭ টাকা ৫১০ মিনিট প্যাক এ ১৭ টাকা কমিশন পাবেন।
✴️বাংলালিংক ১৯৯ টাকা ১৮ জিবি প্যাক এ ১৯ টাকা কমিশন পাবেন।
✴️৯ টাকা ফ্লেক্সি লোড এর সুবিধা আছে
✴️মাসিক কোনো টার্গেট এর ঝামেলা নেই এবং কোনো প্রকার চার্জ নেই।
✴️লোড এর টাকা আমাদের থেকেই নিতে হবে।
✴️আপনি ১০০০ টাকা অ্যাড করার জন্যে ১০২৭ টাকা পাবেন ইনস্ট্যান্ট ২.৭% বোনাস।
✴️অ্যাপস, ওয়েবসাইট এবং এস এম এস এর মাধ্যমে লোড দিতে পারবেন। যে কোনো মোবাইল দিয়ে লোড করা যায়।
✴️২ বার করে নাম্বার, ২ বার করে পিন কোড বসানোর ঝামেলা নেই।
✴️আমাদের থেকে সকল সুবিধা গুলো আপনারা পাবেন।
✴️ খরচ কম আর মোবাইল ১টির বেশি লাগছে না।
✴️২৪ ঘন্টা কাস্টমার কেয়ারের সুবিধা।
✴️অটো ফ্লেক্সিলোড সুবিধা(সার্ভার এর মাধ্যমে)
✴️১০-২০ সেকেন্ড এর ভিতর ফ্লেক্সি যাওয়ার সুবিধা
✴️আপনার ব্যবহৃত সিম এ ফ্লেক্সিলোড এর সার্ভিস অ্যাক্টিভ করতে আমাদের পেজে/ইনবক্স এ যোগাযোগ করুন
✴️রিটেইল এবং ডিলার আইডি এক্টিভ চার্জ প্রযোজ্য।
✴️রিটেইল চার্জ:৫০০ টাকা (ফিক্সড)
✴️সবার আগে আমাদের পেজ সম্পর্কে খোঁজ নিন এবং আমাদের পেজ এর ইউজার রিভিউ দেখুন।যদি আপনি সব রুলস মেনে সার্ভিস নিতে চান তবে আমাদের পেজ এর ইনবক্স এ মেসেজ করুন।
✴️৫_১০ মিনিট এর মধ্যে সম্পূর্ণ সার্ভিস অ্যাক্টিভ করে দেওয়া হবে।
✴️এডমিন প্যানেল ব্যতীত অন্য কারো থেকে সার্ভিস নিতে গিয়ে প্রতারিত হইলে অ্যাডমিন প্যানেল দায়ী থাকবে না।
✴️সুতরাং আপনারা যারা সার্ভিস এক্টিভ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আপনার সংযোগ টি নিতে এখনই ইনবক্স করুন

26/05/2021

শুধু ২৬মে এর জন্য এই অফার,,,
রবি কম্বো অফার ৪২জিবি ইন্টারনেট ১৩০০মিনিট মেয়াদ ২৮ দিন
রেগুলার মূল্য ৭৯৯ টাকা
অফার মূল্য ৫৯৯ টাকা

17/03/2021

🔥 বিশেষ নোটিশঃ
🔥 50% ডিসকাউন্ট।

📩 দয়া করে পুরো লেখা গুলো মনোযোগ দিয়ে পড়ুন ‌।।

১টি মাএ Apps দিয়ে Banglalink, Grameenphone, Airtel, Robi ,Teletalk & Skitto মোট ৬ টি সিম এ Flexiload করুন ।

কোম্পানি কর্তৃক নির্ধারিত ফিঃ
ডিলারঃ ১২৫০ টাকা
রিসেলারঃ ৮৫০ টাকা
রিটেইলারঃ ৬০০টাকা

🔥 ডিসকাউন্ট মুল্য
🔥 ডিলারঃ ৬২৫ টাকা।
🔥 রিসেলারঃ ৪২৫ টাকা।
🔥 রিটেইলারঃ ৩০০ টাকা।

নিজে হালাল বিজনেস করুন অন্যকে করতে উৎসাহিত করুন।
আপনাদের সবিধা ঃ
★বিকাশ তেকে নিজর বেলেন্চ নিজেই এড করতে পারবেন
★ ড্রাইভ পেক এ অঠো কমিশন এড।
★ ২৪ ঘন্টা ড্রাইভ মারার সুবিধা।
★ অ্যাপস থেকে ০৯ টাকা রিচার্জ করার সুবিধা।
★ প্রতিদিন ২০-৩০ টি ড্রাইভ।
★ ২৪ ঘন্টা ১-৩ সেকেন্ড এর ভিতর রিচার্জ।
★ডিজিএম এক অ্যাপস থেকেই ডিলার, রিসেলার, রিটলার এড করতে পারবে এবং বেলেন্চ পেমেন্ট করতে পারবে।বার বার আলেদা আলেদা লগ আউট করতে হবে না।
★ অ্যাপস থেকে বিকাশে টাকা ক্যাশ ইন করতে পারবে।
রিটেলার কমিশন পাবে হাজারে ২৭ টাকা।
★ রিসলার পাবে হাজারে ২৮ টাকা।
★ ডিলার পাবে হাজারে ২৯ টাকা।
যোগাযোগ নাম্বারঃ 01318186741

🔥 বিঃদ্যঃ যারা রিটেলার ডিলার আছে তাদেরকে খুব কম মূল্যে ডিজিএম দেওয়া হবে ইনশাআল্লাহ।

Photos from Aaronno.com's post 11/03/2021

ফ্লেলিলোড রিচার্জ সফটওয়্যার (Labonno Telecom):
১টি সিম অথবা ১ টা অপারেটরের সাহায্যে ৫টি সিমে লোড করা যাচ্ছে মাত্র ৫/১০সেকেন্ডে।
সারা বাংলাদেশে ডিলার ও রিটেইলার নিয়োগ চলছে। তাই আপনার সংযোগটি নিতে এখনই যোগাযোগ করুন।
ডিলার ফিঃ১২৫০ টাকা❌
রিটেলার ফিঃ৫০০টাকা❌
ডিসকাউন্ট মূল্য:-
ডিলারঃ৬৯৯ টাকা✔
রিটেলারঃ২৯৯ টাকা✔
অফারটি সীমিত সময়ের যন্য এখনি লুফে নিন🎉
⚜আমাদের সুবিধাসমুহ:-

⭕কোন প্রকারের পেমেন্ট চার্জ দিতে হয়না।

⭕১টি মাএ অ্যাপস দিয়ে বাংলালিংক, গ্রামীণফোন, ইস্কিটো, এয়ারটেল, রবি এবং টেলিটক মোট ৬ টি সিম এ ফ্লেক্সিলোড করুন।

⭕আপনার বর্তমান সিম টিকে ফ্লেক্সিলড এর অ্যাপ এ রেজিষ্টার করে দেওয়া হবে।

⚜আপনি যে সকল সুবিধা পাবেন:-

⭕প্রতি হাজারে ২৭ টাকা করে কমিশন(রিটেইল)

⭕প্রতি হাজার এ ২৯ টাকা কমিশন (ডিলার)

⭕ডিলার শিপ নিলে অ্যাপ থেকে নিজের ইচ্ছা মতো রিটেইল নিয়োগ দিতে পারবেন।

⭕ড্রাইভ প্যাক সেল দিয়ে ইনকাম করতে পারবেন।

⭕রবি ১৯৪ টাকা মিনিট প্যাক ৪০_৬০ টাকা করে কমিশন পাবেন।

⭕এয়ারটেল ১৯৩ টাকা মিনিট প্যাক ৪০_৬০ টাকা করে কমিশন পাবেন।

⭕রবি ৪৯৯ টাকা কম্বো প্যাক এ ১০০_১৬৯ টাকা কমিশন পাবেন।

⭕ এয়ারটেল ৪৪৮ টাকা কম্বো প্যাক এ ১০০-১৪৯ টাকা কমিশন পাবেন।

⭕বাংলালিংক ৩৪৯ টাকা ৩০ জিবি প্যাক এ ২৯ টাকা কমিশন পাবেন।

⭕বাংলালিংক ৩০৭ টাকা ৫১০ মিনিট প্যাক এ ১৭ টাকা কমিশন পাবেন।

⭕বাংলালিংক ১৯৯ টাকা ১৮ জিবি প্যাক এ ১৯ টাকা কমিশন পাবেন।

⭕৯ টাকা ফ্লেক্সি লোড এর সুবিধা আছে

⭕মাসিক কোনো টার্গেট এর ঝামেলা নেই এবং কোনো প্রকার চার্জ নেই।

⭕লোড এর টাকা আমাদের থেকেই নিতে হবে।

⭕আপনি ১০০০ টাকা অ্যাড করার জন্যে ১০২৭ টাকা পাবেন ইনস্ট্যান্ট ২.৭% বোনাস।

⭕অ্যাপস, ওয়েবসাইট এবং এস এম এস এর মাধ্যমে লোড দিতে পারবেন। যে কোনো মোবাইল দিয়ে লোড করা যায়।

⭕২ বার করে নাম্বার, ২ বার করে পিন কোড বসানোর ঝামেলা নেই।

⭕আমাদের থেকে সকল সুবিধা গুলো আপনারা পাবেন।

⭕খরচ কম আর মোবাইল ১টির বেশি লাগছে না।

⭕২৪ ঘন্টা কাস্টমার কেয়ারের সুবিধা।

⭕অটো ফ্লেক্সিলোড সুবিধা(সার্ভার এর মাধ্যমে)

⭕১০-২০ সেকেন্ড এর ভিতর ফ্লেক্সি যাওয়ার সুবিধা

⭕আপনার ব্যবহৃত সিম এ ফ্লেক্সিলোড এর সার্ভিস অ্যাক্টিভ করতে আমাদের পেজে/ইনবক্স এ যোগাযোগ করুন

⭕রিটেইল এবং ডিলার আইডি এক্টিভ চার্জ প্রযোজ্য।

⭕৫_১০ মিনিট এর মধ্যে সম্পূর্ণ সার্ভিস অ্যাক্টিভ করে দেওয়া হবে।

⭕এডমিন প্যানেল ব্যতীত অন্য কারো থেকে সার্ভিস নিতে গিয়ে প্রতারিত হইলে অ্যাডমিন প্যানেল দায়ী থাকবে না।

⭕সুতরাং আপনারা যারা সার্ভিস এক্টিভ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আপনার সংযোগ টি নিতে এখনই ইনবক্স করুন অথবা আমাদের হেল্পলাইনে কল করুনঃ 01793233478,01994019278

07/03/2021

ফ্লেলিলোড রিচার্জ সফটওয়্যার (Labonno Telecom):
১টি সিম অথবা ১ টা অপারেটরের সাহায্যে ৫টি সিমে লোড করা যাচ্ছে মাত্র ৫/১০সেকেন্ডে।
সারা বাংলাদেশে ডিলার ও রিটেইলার নিয়োগ চলছে। তাই আপনার সংযোগটি নিতে এখনই যোগাযোগ করুন।
ডিলার ফিঃ১২৫০ টাকা❌
রিটেলার ফিঃ৫০০টাকা❌
ডিসকাউন্ট মূল্য:-
ডিলারঃ৬৯৯ টাকা✔
রিটেলারঃ২৯৯ টাকা✔
অফারটি সীমিত সময়ের যন্য এখনি লুফে নিন🎉
⚜আমাদের সুবিধাসমুহ:-

⭕কোন প্রকারের পেমেন্ট চার্জ দিতে হয়না।

⭕১টি মাএ অ্যাপস দিয়ে বাংলালিংক, গ্রামীণফোন, ইস্কিটো, এয়ারটেল, রবি এবং টেলিটক মোট ৬ টি সিম এ ফ্লেক্সিলোড করুন।

⭕আপনার বর্তমান সিম টিকে ফ্লেক্সিলড এর অ্যাপ এ রেজিষ্টার করে দেওয়া হবে।

⚜আপনি যে সকল সুবিধা পাবেন:-

⭕প্রতি হাজারে ২৭ টাকা করে কমিশন(রিটেইল)

⭕প্রতি হাজার এ ২৯ টাকা কমিশন (ডিলার)

⭕ডিলার শিপ নিলে অ্যাপ থেকে নিজের ইচ্ছা মতো রিটেইল নিয়োগ দিতে পারবেন।

⭕ড্রাইভ প্যাক সেল দিয়ে ইনকাম করতে পারবেন।

⭕রবি ১৯৪ টাকা মিনিট প্যাক ৪০_৬০ টাকা করে কমিশন পাবেন।

⭕এয়ারটেল ১৯৩ টাকা মিনিট প্যাক ৪০_৬০ টাকা করে কমিশন পাবেন।

⭕রবি ৪৯৯ টাকা কম্বো প্যাক এ ১০০_১৬৯ টাকা কমিশন পাবেন।

⭕ এয়ারটেল ৪৪৮ টাকা কম্বো প্যাক এ ১০০-১৪৯ টাকা কমিশন পাবেন।

⭕বাংলালিংক ৩৪৯ টাকা ৩০ জিবি প্যাক এ ২৯ টাকা কমিশন পাবেন।

⭕বাংলালিংক ৩০৭ টাকা ৫১০ মিনিট প্যাক এ ১৭ টাকা কমিশন পাবেন।

⭕বাংলালিংক ১৯৯ টাকা ১৮ জিবি প্যাক এ ১৯ টাকা কমিশন পাবেন।

⭕৯ টাকা ফ্লেক্সি লোড এর সুবিধা আছে

⭕মাসিক কোনো টার্গেট এর ঝামেলা নেই এবং কোনো প্রকার চার্জ নেই।

⭕লোড এর টাকা আমাদের থেকেই নিতে হবে।

⭕আপনি ১০০০ টাকা অ্যাড করার জন্যে ১০২৭ টাকা পাবেন ইনস্ট্যান্ট ২.৭% বোনাস।

⭕অ্যাপস, ওয়েবসাইট এবং এস এম এস এর মাধ্যমে লোড দিতে পারবেন। যে কোনো মোবাইল দিয়ে লোড করা যায়।

⭕২ বার করে নাম্বার, ২ বার করে পিন কোড বসানোর ঝামেলা নেই।

⭕আমাদের থেকে সকল সুবিধা গুলো আপনারা পাবেন।

⭕খরচ কম আর মোবাইল ১টির বেশি লাগছে না।

⭕২৪ ঘন্টা কাস্টমার কেয়ারের সুবিধা।

⭕অটো ফ্লেক্সিলোড সুবিধা(সার্ভার এর মাধ্যমে)

⭕১০-২০ সেকেন্ড এর ভিতর ফ্লেক্সি যাওয়ার সুবিধা

⭕আপনার ব্যবহৃত সিম এ ফ্লেক্সিলোড এর সার্ভিস অ্যাক্টিভ করতে আমাদের পেজে/ইনবক্স এ যোগাযোগ করুন

⭕রিটেইল এবং ডিলার আইডি এক্টিভ চার্জ প্রযোজ্য।

⭕৫_১০ মিনিট এর মধ্যে সম্পূর্ণ সার্ভিস অ্যাক্টিভ করে দেওয়া হবে।

⭕এডমিন প্যানেল ব্যতীত অন্য কারো থেকে সার্ভিস নিতে গিয়ে প্রতারিত হইলে অ্যাডমিন প্যানেল দায়ী থাকবে না।

⭕সুতরাং আপনারা যারা সার্ভিস এক্টিভ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আপনার সংযোগ টি নিতে এখনই ইনবক্স করুন অথবা আমাদের হেল্পলাইনে কল করুন
01318186741

Photos from Aaronno.com's post 18/08/2020

💥BUY 2 GET 1 FREE💥
🔥Available for iPhone 11 Pro Max/11 Pro/11/XS_Max/XS/XR/X/8+/7+🔥
These camera slide covers will protect your camera from all kind of scratches and dust.
🔖Price: INBOX 😍
📩 Inbox us here to place an Order
☎Call 01318186741 for details
📦 Cash On Delivery Available within Dhaka, Chittagong and Sylhet City
🚚 Courier Possible Outside All Over Bangladesh
* We are confident that you are gonna like our product but in case you don't, we have easy return policy.

💥 2 টি কিনলে 1 টি বিনামূল্যে পান 💥
🔥 আইফোন 11 প্রো ম্যাক্স / 11 প্রো / 11 / এক্সএস _ ম্যাক্স / এক্সএস / এক্সআর / এক্স / এক্স / 8 +/ 7 +🔥
এই ক্যামেরা স্লাইড কভার আপনার ক্যামেরাকে সব ধরনের দাগ এবং ধুলো থেকে রক্ষা করবে ।
🔖 মূল্য: ইনবক্স 😍
📩 অর্ডার করতে আমাদের এখানে ইনবক্স করুন
☎ বিস্তারিত জানার জন্য কল করুন 01318186741
📦 ক্যাশ অন ডেলিভারি ঢাকা, চট্টগ্রাম ও সিলেট শহরের মধ্যে পাওয়া যাচ্ছে
🚚 সারা বাংলাদেশের বাইরে কুরিয়ার করা সম্ভব
* আমরা আত্মবিশ্বাসী যে আপনি আমাদের পণ্য পছন্দ করবেন কিন্তু আপনি যদি না করেন, তাহলে আমাদের কাছে সহজ রিটার্ন পলিসি আছে ।






+
+

Photos from Aaronno.com's post 11/06/2020

#আমাদের_পোরশা_নওগাঁর
#ফরমালিন_মুক্ত_সুস্বাদু_আম_পেতে_যোগাযোগ_করুন।
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••√

উৎকৃষ্ট মান ও স্বাদের রাজধানী নওগাঁ পোরশার আম বাগান হতে সরাসরি আমরা নিয়ে আসছি আপনাদের জন্য।

হিমসাগর, ন্যাংড়া, আম্রপালি, লখনা, মল্লিকা, ফজলি ও Bari-4 আম ধারাবাহিকভাবে আমরা নিয়ে এসে স্বশরীরে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিবো ইনশাল্লাহ।

আপনি যদি ঘরে বসে সুস্বাদু ফরমালিনমুক্ত ন্যায্যমূল্যে আমের স্বাদ পেতে চান, তাহলে নিম্নে প্রদত্ত মোবাইল নাম্বার ও ম্যাসেঞ্জারে যোগাযোগ করুন।

মোবাইল-
📱01318186741

🥭সম্পূর্ণরূপে ফরমালিনমুক্ত
কেউ যদি আমাদের সরবরাহকৃত আমে সামান্য পরিমাণ ফরমালিন উপস্থিতির প্রমাণ দিতে পারেন, তবে তাকে পুরস্কৃত করা হবে।

হিম সাগর,পার কেজি ১০০ টাকা
(ডেলিভারি চার্জ কেজি প্রতি 10 টাকা)
ন্যাংড়া ,পার কেজি ....৯০ টাকা
বর্তমান এই দুই জাতের আম ডেলিভারি দেয়া হবে।
বাকিগুলো জন্যও এখনিই অর্ডার করুন

Photos from Aaronno.com's post 08/06/2020

সম্মানিত গ্রাহক
অপরিপক্ব আম কিনে ক্ষতিগ্রস্ত হবেন নাহ।
সঠিক সময়ে সরবরাহকৃত আম আপনার দোরগোড়ায় পৌঁছে দিব।
সকল প্রকার স্বাস্থ্য সুরক্ষা মেনে আম প্রক্রিয়াজাত ও ডেলিভারির জন্য aaronno.com কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।
আপনার সুবিধার জন্য আমরা ডেলিভারি টিম প্রস্তুত করছি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেই।
ইতিপূর্বে ও সস্বাদু ও সুরক্ষিত আম দিয়ে আমরা আপনাদের পাশে ছিলাম। এখনো আছি ভবিষ্যতেও থাকবো।
প্রয়োজনে প্রি-বুকিং করতে ইনবক্সে আপনার মোবাইল নাম্বার ও চাহিদা মেসেজ করুন। আমরা যোগাযোগ করবো শীঘ্রই।
aaronno.com

08/06/2020
15/05/2020

মানুষকে পশু থেকে আলাদা করে তোলে এটাই মানবাতা ।
আপনি যদি মানুষ হন তাহলে আপনার সাহায্য করা উচিৎ ।

11/05/2020

"মা" বুঝি এমনই হয়____
আজকের দিনের সেরা হৃদয়স্পর্শী ঘটনা....
প্রিয় সন্তান মৃত্যু বরণ করছে, মহামারী করোনা ভাইরাসে সন্দেহ ,কেউ লাশ দাফন করতে আসেনি, কেউ এগিয়ে আসলেন না, যদি তারাও সংক্রমিত হন। বুকের ধনকে দাফনের জন্য নিজে সন্তানকে কোলে নিয়ে কবরস্হান পর্যন্ত আনলেন। মায়েরা হারতে জানেনা, প্রিয় সন্তানদের জন্য শেষনিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত লড়তে প্রস্তুত থাকেন।

#আল্লাহ তুমি এই মাকে নেক হায়াত দান করুন এবং সন্তানকে বেহেশত নসিব করিও

09/05/2020

একটা ট্রাক লাশ নিয়ে নোয়াখালী থেকে বরিশাল যাচ্ছে❗🚑
পথের মধ্যে ড্রাইভার চায়ের নেশা ধরলো❗☕🚬
তাই পথের মধ্যে গাড়ি থামিয়ে ড্রাইভার & হেলপার চা খেতে নামল❗☕

তারা দোকানে বসে চা খাচ্ছে❗☕
এইদিকে একটা লোক বন্ধুদের সাথে আড্ডা দিয়ে অনেক রাত হয়ে গেছে❗🌌
গাড়ি না পেয়ে রাস্তায় বসেছিল❗🙇

লোকটা এখন ট্রাকটি দেখে ভাবলেন এই ট্রাকটি খালি -- ওদের না দেখিয়ে উঠে পড়ি❗🚶
যেমন ভাবনা তেমনি কাজ উঠে পড়ল ট্রাকে। ট্রাকে উঠে লাশটার ওপর বসে পড়ল❗💀🙇😰🙈

কারন, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না❗😳👻
অতঃপর ( ড্রাইভার & হেলপার) চা খাওয়া শেষ করে গাড়ি চালিয়ে যাচ্ছে❗🚚🚙

কিচ্ছুক্ষণ পর ট্রাকে বসা লোকটা একটা সিগারেট ধরে মনের সুখে টানতে লাগলো❗🚬💀 হঠাৎ হেলপার দেখলো পিছনে লাশটা বসে সিগারেট টানছে❗😮🚬👽
হেলপার ভয়ে ভয়ে বলল 😟💀👿

হেলপারঃ-- ওস্তাদ গাড়ি থামান❗🚙🙏

ওস্তাদঃ-- কেন❓😱😒

হেলপারঃ-- দেখেন লাশটা বসে সিগারেট টানছে❗😮🚬 👻
ওস্তাদঃ-- দূর বেটা এইটা কেমনে হয়❓😎

হেলপারঃ-- দেখেন না আপনি ওস্তাদ আমি ভাগলাম এবার দুইজনে ( ড্রাইভার & হেলপার) গাড়ি থেকে নামল দেখার জন্য যে ব্যাপারটা কি❓😎😟👮
লাশের ওপর বসে থাকা লোকটা সিগারেট টানতে টানতে বললঃ-- কিরে গাড়ি থামালি কেন❓🚙�😠😠�🚬

এই শুনে ওস্তাদ বলল এবার কাম সারছে অতঃপর দূইজনে মিলে দিল খিচ্ছা দৌড়❗🏃🏃 😂😂
দৌড়ের দূশ্য দেখে লোকটা ভাবলো মনে হয় কোনো সমস্যা হইছে❗😂😝
নইলে ওরা দৌড় দিল কেন❓🏃😂😜

সেও ওদের পিছনে দিল দৌড়❗🏃
হেলপার পিছনে তাকাইয়া দেখে লাশটা ওদের পিছনে দৌড়াইতাছে❗🏃😁😝😜

হেলপার বললঃ ওস্তাদ আজ আর রক্ষা নেই ঐ লাশটা ও আমাদের পিছনে দৌড়াচ্ছে তাড়াতাড়ি জান বাঁচাইয়া ভাগেন❗🏃🏃😖😂😝😂

👉👉 মন খুইলা কতদিন পর সবাই হাসলেন, পড়া শেষে ধন্যবাদ দিতে ভুলবেন না😂😂😂😂

হাসি না পাইলে বুঝতে হবে কাজের চাপে বা কোনো চিন্তার মধ্যে আছেন, তাই আবার পুনারায় একবার পড়ে খিল খিল করে হাসবেন😂😂😂
হাসিলে শরীর মন সব ভালো থাকে😝😜

Torikul Islam
Torikul Islam

Photos from Aaronno.com's post 07/05/2020

করোনায় মারা যাওয়া পিতার লাশের পাশে
#একমাত্র_হাফেজ_সন্তান।
পাড়াপ্রতিবেশি কিংবা আত্মীয়স্বজন কেউ আসেনি।
হাফেজে কুরআন সন্তান একাই পিতার লাশ দাফন করলো।
করোনা দেখিয়ে দিল কেউ কারো নয়।
পিতার জিন্দেগী ধন্য অন্তত একটা সন্তানকে কুরআনি শিক্ষায় শিক্ষিত করতে পেরেছে!
ছবি :নয়াদিল্লি, ভারত.
রয়টার্স।
#আল্লাহতালা_সবাইকে_হেফাজত_করুন।

03/05/2020

সন্তান অসুস্থ
মা বুকফাটা কান্না 😭
সকলের কাছে দোয়া প্রার্থী
সন্তান যেন সুস্থ হয়ে ঘরে ফিরে 🤲

24/04/2020

""সত্যি দুই চোখের পানি ধরে রাখতে পারলাম না""

করোনায় আক্রান্ত এক ভাইয়ের শেষ কথাগুলো ছিল এমন,
------------------------------------------
হাসপাতালের বিছানা থেকে বলছি,
দয়া করে শুনবেন কি মানুষ?

আমি তাগড়া যুবক, বয়স-২৭, নিরোগ, তরতাজা।

ভেবেছিলাম, এই করোনাভাইরাস ঘটিত মহামারি আমার রোগপ্রতিরোধ ব্যবস্থা ভাঙতে পারবে না।

ষোলো দিন আগে, জ্বর হলো আমার; সাধারণ ফ্লু ভেবে চুপচাপ কাটিয়ে দিলাম দিনটা।

পনেরো দিন আগে, শরীর ব্যথা; জ্বর কমে, বাড়ে; পেইনকিলার খেলাম দু'টো।

চৌদ্দ দিন আগে, জ্বর আসে, যায়; শরীর ব্যথা বাড়ে তো বাড়েই; সিজন চেইঞ্জ হচ্ছে, আমি ফ্লুতেই থাকলাম, আমি ল্পেইনকিলারেই থাকলাম।

তেরো দিন আগে, সারাদেহে ব্যথা কমলো, এলো গলা ব্যথা।

বারো দিন আগে, খুশখুশে কাশি, গলা ব্যথা বাড়ে, কমে; জ্বর ছিলো; আশঙ্কিত আমি ডায়াগনোসিসে গেলাম।

এগারো দিন আগের ভোরে, জানলাম, আমি কোভিড-১৯ পজিটিভ; স্বাদ ও ঘ্রাণ এই দুই ইন্দ্রিয় ক্ষমতা হারাতে আরম্ভ করলো।

দশ দিন আগে, দু'কানের ভিতরে তীক্ষ্ণ ব্যথা; স্বাদ নেই, গন্ধ নেই; ব্যথা গলায়, কাশি, জ্বর দেহে।

নবম দিন থেকে, বাকি সব উপসর্গের সাথে আরম্ভ হলো শ্বাসে কষ্ট।

অষ্টম, সপ্তম, ষষ্ঠ দিন গেলো; সে কী প্রাণপণ চেষ্টা আমার, একটু বাতাস নিতে বুকের ভিতরে! হায়, এ-জগতে একমুঠো হাওয়া কি নাই!

আজ থেকে ছয় দিন আগে ঘর থেকে বের করা হয়েছিলো আমাকে-

পুলিশ ছিলো দু'জন, দু'জন স্বাস্থ্যকর্মী ছিলো, ছিলো একটি অ্যাম্ব্যুলেন্স।

আমার মাকে উঠতে দেওয়া হয়নি অ্যাম্ব্যুলেন্সে, আমার বাবাকে আসতে দেওয়া হয়নি আমার সাথে, আমার ভাইকে আটকে দেওয়া হয়েছে ঘরের দুয়ারেই, আমার বোন তখন অজ্ঞান আমার শোকে।

অ্যাম্ব্যুলেন্স চলে আসছিলো তার প্রিয় সাইরেন বাজিয়ে;

ভেতরে চিৎ শোওয়া আমি, একটি শ্বাসের খোঁজে আথালি পাথালি আমি, মাথাটা একটু তুলে আমার দু'পায়ের ফাঁক গলে, অ্যাম্ব্যুলেন্সের দরোজার ছোট্ট জানলা দিয়ে দেখেছিলাম-

আমার বিদায়পথের দিকে অপলক তাকিয়ে ধুলায় শুয়ে আছেন আমার মা,

দু'হাতে মাথাটা চেপে দু'হাঁটু ধুলায় গেঁথে অবিশ্বাসে তাকিয়ে আছেন আমার বাবা,

আমার কাছে পৌঁছুবে বলে, ছুটছে... ছুটছে... ছুটছে... আমার ছোট দুই ভাই,

আমার বোন তখন ঘরের মেঝেয় অচেতন।

আমি শেষ দেখা দেখেছিলাম আজন্ম প্রিয়তম মানুষগুলোকে আমার।

আজ ছয়দিন, হাসপাতালের আইসিইউ-কক্ষের ভিতরে, শুভ্র বিছানায় শুয়ে আছি আমি;

ওষুধ নেই এই জগতে এ-ব্যাধির;

এই যে ছয়-ছয়টা দিন বেঁচে ছিলাম, রোগপ্রতিরোধী পথ্য খেয়ে, যদি মিরাকল হয়, যদি সেরে ওঠে পরাজিত দেহটা আমার!

হাজারে-হাজারে তো এভাবেই ফিরে যেতে পেরেছে মায়ের কোলে, বাবার বুকে!

আমি না-ফেরার দলে;

আজ, ডাক্তারের চোখের দিকে তাকিয়ে, বুঝতে অসুবিধে হয়নি, আমি মারা যাচ্ছি;

নার্সের চোখে আমি জল দেখেছি গতকাল, জেনেছি এই জন্মভূমি, এই পৃথিবী, আমার মায়ের বুক, আর আমার নয়।

এখন আমি মারা যাচ্ছি।

জানি, আমার লাশটাকে ছুঁতে দেওয়া হবে না আমার পরিজনদের কাউকেই,

জানি, আমার জানাজা হবে পাঁচজন পুলিশের সামনে,

জানি, আমাকে দাফন করা হবে চারজন অনাত্মীয়ের কাঁধে চড়ে;

মা নিষিদ্ধ, বাবা নিষিদ্ধ, নিষিদ্ধ আমার ভাই ও বোন, আমার কাছে, আমার লাশেরও কাছে।

আমি আইয়ান, তাগড়া যুবক ছিলাম এক, বয়স-২৭, করোনাভাইরাসের কাছে হেরে যাওয়া, কাবু।

পৃথিবীতে আজ বেঁচে থাকা প্রিয় মানুষেরা, হাসপাতালের বিছানা থেকে বলছি, দয়া করে শুনবেন প্লিজ?-

আজ থেকে সতেরো দিন আগে মায়ের নিষেধ সত্ত্বেও ঘর ছেড়ে বেরিয়েছিলাম আমি।

জানি না, আমার দেহতে বয়ে নেওয়া এ-মরণব্যাধি আমার মা, বাবা, ভাই কিংবা বোনের দেহে সংক্রমণ করে দিয়ে মরে যাচ্ছি কিনা।

মানুষ, ঘরে থাকবেন প্লিজ? এ মৃত্যু জগতের নির্মমতম মৃত্যু।

#সংগৃহীত

#ঘরে_থাকি
#সুস্থ_থাকি_সুস্থ_রাখি
#পোষ্টটি শেয়ার করি এখনি

18/04/2020

Spanish Vol-9 By Rani Fashion- 29002

Fabrics:
Top- Cotton Satin Digital Printed.
Bottom- Cotton (2.50 MTR).
Dupatta- Royal Silk (2.25 MTR)
Type: Semi Stitched.
Size: Unstitched.
Price: 3330 TK
Contact: 01318-186741 , 01308678396

18/04/2020

Spanish Vol-9 By Rani Fashion- 29004

Fabrics:
Top- Cotton Satin Digital Printed.
Bottom- Cotton (2.50 MTR).
Dupatta- Royal Silk (2.25 MTR)
Type: Semi Stitched.
Size: Unstitched.
Price: 3330 TK
Contact: 01318-186741 , 01308678396

18/04/2020

Spanish Vol-9 By Rani Fashion- 29009

Fabrics:
Top- Cotton Satin Digital Printed.
Bottom- Cotton (2.50 MTR).
Dupatta- Royal Silk (2.25 MTR)
Type: Semi Stitched.
Size: Unstitched.
price: 3330 TK

Contact: 01318-186741 , 01308678396

17/04/2020

চারপাশের পাহাড় ছাড়া কেউ আমাদের কান্না দেখে না, ইয়েমেনের মেয়ে মুনতাহার বুকফাটা আর্তনাদ।

মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে থাকি, যদি আল্লাহ আকাশ থেকে কোন খাবার পাঠাতো! যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনের ১৯ বছরের মেয়ে সিদরাতুল মুনতাহা এভাবেই নিজের আকুতি জানিয়েছেন। দেশটির মানুষ অনেক আগে থেকেই তীব্র কষ্টে জীবনযাপন করছে। বর্তমান বিশ্ব যে লকডাউন ভোগ করছে এটার সঙ্গে তারা পরিচিত অনেক আগ থেকেই। গত দুদিন ধরে সামাজিক মাধ্যমে মুনতাহার একটি মেইলের বঙ্গানুবাদ ঘোরাঘুরি করছে।

গত ১৮ ঘণ্টায় এখানে খাবার পানি আসেনি। আমি গত ১দিন আগে শেষ রুটি খেয়েছি। আজ সকালে দু’টো খেজুর, দুপুরে এখন পর্যন্ত কিছু খাইনি। বাবা-মা দাঁড়াতে পারে না। গত এক সপ্তাহ ধরে চার পায়ের জন্তুর মত মাটিতে হাটে, এত ক্ষুধা তাদের।

গত কয়েক সপ্তাহ টক গাছের পাতা সিদ্ধ করে ভর্তা করে খেয়েছিলাম। এখন সে পাহাড়ের গাছগুলোর পাতা ও শেষ হয়ে গেছে। সামনে রমাদান আসছে! জানিনা কিভাবে সাহরি করব কি দিয়ে ইফতার করব৷ আপনারা যারা এসেছিলেন যদি দয়া করে রমাদানের আগে আরেকবার আসেন! অন্তত একটু খাবার পানি নিয়ে আসেন! অথবা, ৫ কেজি আটা দেন যাতে আমি, আমার মা আর বাবা রমাদানের রোজাগুলো রাখতে পারি।

Photos from Aaronno.com's post 15/04/2020

করোনা ভাইরাস এ সৌদি, ইতালি, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন ও বিশ্বের আধুনিক দেশগুলো যেখানে হিমসিম খাচ্ছে প্রতিদিন চলছে মৃত্যুর মিছিল লাশের পর লাশ যদি বাংলাদেশের মানুষ দু-চোখ এ সরাসরি দেখতো তা হলে ভয়ে ঘরের জানালাটা ও খোলে দেখতো না।।।। 😥😥😥😥😥😥
তা বার বার বলছি
ঘরে থাকুন- সুস্থ থাকুন
আল্লাহকে ডাকেন ইনশাআল্লাহ একদিন সোনালী দিন আবার ফিরে আসবেই

15/04/2020

একজন মালয়েশিয়ান ডাক্তার ৭ মাসের গর্ভবতী অবস্থায় ও ফ্রন্টলাইনে করোনা রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন ❤
এই মুহুর্তে এদের প্রতি ভালোবাসা জানানোর ভাষা জানা নেই 💖💖

15/04/2020

----------------------নিশ্চুপ আর্তনাদ-------------

#আপনারা যে ভাবে হোক আমাদের যে কোন ভাবে সাহায্য করুন, খাদ্য বা অর্থ দিয়ে, আমাদের বাসায় এসে দেখুন আমরা কি ভাবে দিন জাপন করছি, চোখ লজজায় কারো কাছে হাত ও পাততে পারি না, আপনাদের কাছে মানবিক সাহায্যের জন্য হাত বাড়িয়ে ছি, ফিরিয়ে দিবেন না, আশা করি, আমাদের এখানে সরকারীভাবে বা বেসরকারী কোনো সহযোগিতা পাই নি, আল্লাহ আপনাদের মঙ্গল করুন।

নিশ্চুপ আর্তনাদ
– এম.এম. হাওলাদার

হারিয়ে যাওয়া সেই মুহূর্তগুলো-
কখনো আবার ফিরে আসতে চায়;
যেখানে অতীতের মৃত্যু হয়েছিলো।

অতীতকে ফিরিয়ে আনতে পারে না-
বৈজ্ঞানিক সময়ের সংরক্ষণশীলতা;
তাই নিঃসঙ্গতার কখনো মৃত্যু হয় না।

ব্যর্থ হয় নিঃসঙ্গ সময়ের প্রতিবাদ;
পৃথিবীর কাছে গোপন থেকে যায়-
আহত হৃদয়ের নিশ্চুপ আর্তনাদ।

15/04/2020

#আমেরিকায় করোনা দেখে যারা আজ কষ্ট পায়, সেই - সব লোকদের জন্য এই পোষ্ট____

ছবিতে যাকে দেখতে পাচ্ছেন,উনার নাম ডাঃ আফিয়া সিদ্দীকা।তিনি পৃথিবীর একমাত্র নিউরো-সাইন্টিস এবং কুরআনের হাফেজা বিজ্ঞানী।তার জীবনের সবচেয়ে বড় ভূল হলো তিনি একজন উচ্চ শিক্ষিত মুসলিম নারী এবং ইসলাম সম্পর্কে পশ্চিমা বিশ্বের অভিযোগগুলো নিয়ে আলোচনা করতেন।
আজ বিশ্বের মানবতার বুলি উড়িয়ে বেড়ানো আমেরিকা তাকে গত প্রায় ১৫ বছর যাবৎ কারাগারে বন্দি করে রেখেছে। বন্দি থাকা অবস্থায় তার উপর চালানো হচ্ছে পাশবিক নির্যাতন এবং গণধর্ষণ। ডাঃ আফিয়ার বাড়ী পাকিস্তানে।
২০০৩ সালে প্রথমে কিডন্যাপ করা হয় ড. আফিয়াকে। এ কিডন্যাপিংয়ে সহায়তা করে খোদ পাকিস্তান সরকার। গুম করে রাখা হয় ২০০৮ পর্যন্ত। নিয়ে যাওয়া হয় আমেরিকান টর্চার সেলে। চলতে থাকে দিনের পর দিন গণ ধর্ষণ। তাকে উলঙ্গ করে কুরআন মাজিদের পাতা ছিড়ে মেঝেতে বিছিয়ে রেখে বলা হত, যাও! কুরআনের উপর দিয়ে গিয়ে কাপড় নিয়ে এসো। ড. আফিয়া সেটি করতে পারতেন না। কারণ, তিনি মুসলমান।
কারণ তিনি কুরআনকে ভালবাসতেন। ৩০ পারা কুরআন তার বুকে ছিল। তিনি একজন হাফেজা ছিলেন। ফলে তার উপর নির্যাতনের মাত্রা আরো বেড়ে যেত।
২০০৮ সালে তাকে নিয়ে সাজানো হল মূল নাটক। এক মার্কিনী খ্রিষ্টান সেনা হত্যা চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হল। শুরু হয় বিচারিক প্রহসন।
আমেরিকান আদালত তাকে ৮৬ বছরের সাজা ঘোষণা করে! একজন নারী, একজন মুসলিম সাইন্টিস্ট কুরআনে হাফেজাকে নিয়ে বিশ্ব মোড়লরা মেতে উঠলো নোংরা খেলায়। ছয়’শ কোটি মানুষের এ পৃথিবীতে দেড়’শ কোটি মুসলমানের এ দুনিয়ায় কেউ কিছু বললো না!
আশ্চর্য এক পৃথিবীতে আমাদের আবাস ! ড. আফিয়ার বিরুদ্ধে প্রহসনের বিচারিক রায় ঘোষণার সময় তাকে কিছু বলতে বলা হলে বিচারকের উদ্দেশ্যে তিনি বলেছিলেন :
" আপনি তাদের ক্ষমতা দিয়েছেন আমাকে রেফ করার, উলঙ্গ করে সার্চ করার! আপনার কাছে কিছুই বলবার নেই আমার। আমি আমার আল্লাহর কাছে যেয়েই যা বলার বলবো। আমি তো সেদিনই মরে গেছি, যেদিন আমাকে প্রথম ধর্ষণকরা হয়েছিলো। আমাকে ছেড়ে দিন। আমাকে আমার দেশে যেতে দিন "
ডাঃ আফিয়াকে নিয়ে মুসলিম বিশ্বের কোনো দেশই কোনো আগ্রহ দেখায়নি।আরব বিশ্বের দেশগুলো হাতে চূড়ি পড়ে বসে আছে।
কয়েকটি মিডিয়ার দাবী ডাঃ আফিয়া মারা গেছেন।কিন্তু তার মৃত্যুর খবর এখনো নিশ্চিত হওয়া যায়নি।যদি তার মৃত্যু হয়ে তাকে তবে সেটা তার জন্য মুক্তি হবে,কেননা এই কয়েকবছর যাবৎ তার উপর যে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে তার মুক্তির একমাত্র পথ মৃত্যু।
বিশ্বে আজ যারা নারীবাদের স্লোগান দিচ্ছেন,তারাও ডাঃ আফিয়ার বিষয়ে কোনো শব্দ করছেনা।বিশ্ব মিডিয়া যেহেতু পশ্চিমা নিয়ন্ত্রিত তাই মিডিয়াগুলোতেও ডাঃ আফিয়ার কোনো খবর আসছে না।
এই বোনটি যদি মারা গিয়ে থাকে তবে আল্লাহর কাছে দোয়া করছি " হে আল্লাহ! আপনি ডাঃ আফিয়াকে সুমাইয়া ( রাঃ)র মতো শাহাদাতের মর্যাদা দান করুন "

দয়া করে সবাই পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।

15/04/2020

উনার নাম Faizan Gazhnavi, ডাকনাম আদিল!
বাড়ি পাকিস্তান করাচী হলেও পড়ালেখার সুবাদে তিনি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়াশোনা করছেন!
যেখানে বাংলাদেশের চিকিৎসকরা নিজের প্রাণ হারানোর ভয়ে মানুষকে সেবা করছেন নাহ অনেকই, সেখানে এক পাকিস্তানি নাগরিক বাংলা দেশের মানুষের ২৪ ঘন্টার মধ্য ২০ ঘন্টা সেবা দিয়ে যাচ্ছেন!💝
কর্মরত আছেন ঢাকা শিশু হসপিটাল করােনা
ওয়ার্ডে।
#স্যালুট আপনাকে...❤

15/04/2020

ছবিতে যে শিশুটিকে দেখছেন তার বয়স 9 বছর। করোনায় আক্রান্ত, হুম সে পজেটিভ (Covid - 19) পিতা-মাতা পরিবার পরিজনদের ছেড়ে সে চলছে মৃত্যুকে জয় করতে।আদৌ কি সে পারবে জয়ী হতে? কারণ এই যুদ্ধ তার একার। তার সাথে থাকবে না তার পিতা-মাতাও। যাদের ছেড়ে শিশুটির ঘুম আসে না, তাদের ছেড়ে কি করে সে পারবে , এই মারণ রোগ থেকে নিজেকে মুক্ত করতে? সত্যিই খুব দুঃখজনক। এমন রোগ যা কাছের মানুষকে আগে থেকেই দূরে সরিয়ে দেয়। 😢

এমন ঘটনা যেন আর কোন পরিবারের সদস্যের না হয়। সকলে চরম দুরবস্থা, অস্বস্তি, বিরক্ত, বিষন্ন মন নিয়ে ও ঘরে থাকুন। নিজে বাঁচুন অপরকে বাঁচতে সাহায্য করুণ। আমরা আশাবাদী। আমরা করবো জয়।

Photos from Aaronno.com's post 15/04/2020

এর চাইতে করুন আর কি হতে পারে। মায়ের খাটিয়া ধরে বসে আছে সন্তান। হে আল্লাহ্‌ তুমি তাকে হেফাজত কর. আমিন।

Want your business to be the top-listed Clothing Store in Mohammadpur?
Click here to claim your Sponsored Listing.

Aaronno.com best online shop

aaronno.com is an online shopping website made for your satisfaction. In this website, you will find all your necessary clothing that you need. This website has products for both male and female, but focuses mainly in the female clothing.

Telephone

Address

17/1, Babor Road, Shamoly
Mohammadpur
1207

Other Mohammadpur clothing stores (show all)
Arisha Fashion House Arisha Fashion House
Mohammadpur
Mohammadpur, 1207

Stay with us to get all kinds of collections for women's #women #kids #clothes #shari #3pics 4pics #I

EStilo SeeKer EStilo SeeKer
Plot 2, Main Road, Nobodoy Housing
Mohammadpur, 1207

Contemporary Fashion Solution. As well we arrange authenticated cosmetics from reputed brands worldwide.

Jahan Jahan
Dhaka
Mohammadpur

Collection of handcrafts

BLU Kurti BLU Kurti
Mohammadpur
Mohammadpur, 1207

We import Indian & Pakistani Dresses for you.

AaS Closet AaS Closet
316/4, Jafrabad
Mohammadpur, 1207

Coming Soon!

Amar Poshak Amar Poshak
HOUSE # 21, Road # 01, MOHAMMADI HOUSING LTD.
Mohammadpur, 1207

Exclusive থ্রী-পিছ / Three Piece Collections! Exclusively ONLINE Delivery. মোবাইলে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন: 01643253920 ধন্যবাদ

Hayaati Fashion Hayaati Fashion
Adabar Mohammadpur
Mohammadpur, 1207

We sell 100% authentic products with pleasure.

Honey Bunny As Fashion Honey Bunny As Fashion
Dhaka Uddan
Mohammadpur

We exhibit the most stylish and exquisite ensemble of women outfit and dresses. Experience the best online shopping in your budget. We will be capable of providing every kinds of s...

Satrang Satrang
Mohammadpur
Mohammadpur

পন্যসমূহ হ্যান্ড পেইন্ট, ব্লক-স্ক্রিন প্রিন্ট, বাটিক, দেশি-বিদেশি শাড়ী-থ্রিপিস-ব্লাউজ, গহনা ও ব্যাগ।

Indigo Dressup & Makeup Indigo Dressup & Makeup
16/9 Azam Road
Mohammadpur, 1207

Exclusive foreign Beauty care items,Indian/Pakistani Saree, Indian/ Pakistani Three piece, Kurti,Tops

Choice Express By Mou Choice Express By Mou
Dhaka
Mohammadpur, 1207

🦋An Entrepreneur, blogger,life presenters,brand promoters,social media influencer,lifestyle,makeup

RaniGolapi-রানীগোলাপি RaniGolapi-রানীগোলাপি
House#03, Road#07, Shuchona Model Town, Bosila
Mohammadpur, 1207

রানীগোলাপি; এটা একটা স্পর্শ, আপনার সবটুকু আবেগ আর ভালোবাসা।