BEST Business Company
BEST Business Company (BBC) mainly trades on Bastra-Education-Shelter-Supplier-Tourism sectors.
Travels & Tourism এর #নিরাপত্তা নিয়ে কখনো কারও সন্দেহ ছিলনা। আবারও সেটা প্রমাণ হল।
**আরেকটি ইকোনমি ট্যুরের বুকিং কনফার্ম **
✅স্থান: সাজেক + খাগড়াছড়ি
✅ সময়: ৩ রাত ২ দিন
✅ তারিখ: ৩১ আগষ্ট ২০২৩ ইং থেকে ০৩ সেপ্টেম্বর ২০২৩ ইং
✅ টুরিস্ট সংখ্যা: ৪০ জন (সকলেই কিন্তুু মেয়ে)
✅ রিসোর্ট: অবকাশ ইমালুয়েশন
"ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি" ডিপার্টমেন্ট প্রধান এবং প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি ৩য় বারের মত Travels & Tourism এর উপর ভরসা করার জন্য।
আপনার যে কোন ধরনের কর্পোরেট, গ্রুপ, শিক্ষা সফর, পিকনিক এর বুকিং এর জন্য যোগাযোগ করতে পারেন।
Travels & Toursim
Travels & Tourism
Whatsapp: 01537606360 01840828281
On Going
Tangua Island - টাংগুয়া দ্বীপ
'টাংগুয়া দ্বীপ' টাংগুয়ার হাওরের প্রথম রিসোর্ট এবং রেস্টুরেন্টের কাজ চলছে দ্রুত গতিতে। সবার দোয়াপ্রার্থী 🤲
২৫ জুলাই থেকে বুকিং শুরু হবে।
For Booking Please knock our Tourism official page:
Best Travels & Tourism International
#কক্সবাজার প্রাইম লোকেশনে ০৫ কাঠা জমির উপর নির্মিত ০৬ তলা প্রিমিয়াম মানের #রেডি এবং #চলমান #হোটেলের #বায়না_রেজিস্ট্রি করার জন্য জরুরী ভিত্তিতে #একজন/দুইজন #ইনভেস্টর প্রয়োজন।
🔰🔰 #ইনভেস্টকারী ব্যক্তির সুবিধা:
➡ সম্পূর্ণ #ইনভেস্ট_মানি ফেরত দেওয়া হবে এবং সেই সাথে ৫% শেয়ার (যার মূল্য ৫০ লক্ষ টাকা) একদম ফ্রিতে দেওয়া হবে। এছাড়াও থাকছে অতিরিক্ত শেয়ার ক্রয়ের সুযোগ (প্রতি শেয়ার মূল্য ১০ লক্ষ টাকা)।
➡ সম্পূর্ণ #রেডী এবং #চলমান হোটেল হওয়ায় #বায়না_রেজিস্ট্রির দিন থেকেই হোটেলটি আমাদের #দখলে চলে আসবে সুতরাং #বায়না_রেজিস্ট্রির দিন থেকেই #ইনকাম ও লভ্যাংশ পাওয়ার সুবিধা।
➡ #ইনভেস্টকৃত টাকা কারও হাতে দিতে হবে না, শুধু বায়না রেজিস্ট্রির দিন রেজিস্ট্রি শেষ হওয়ার পর #পে_অর্ডারের মাধ্যমে রেজিস্ট্রি অফিসে দিলেই হবে। সুতরাং টাকার ক্ষতি হওয়ার কোন সম্ভাবনা নেই।
➡ #বায়না_রেজিস্ট্রি দলিলে ইনভেস্টরের নামও একজন মালিক হিসেবে বিদ্যমান থাকবে।
🔰🔰 #ইনভেস্টের পরিমান: ☝০১ কোটি টাকা।
👉 ০১ জন হলে:
➡ ০১ কোটি টাকা
(টাকা ফেরতসহ ৫% ফ্রি শেয়ার ০১ জনই পাবেন)
👉 ০২ জন হলে:
➡ জনপ্রতি ৫০ লক্ষ টাকা (টাকা ফেরতসহ ৫% ফ্রি শেয়ার ০২ জনের মধ্যে সমানভাবে বন্টিত হবে)
👉 ০৩ জন হলে:
➡ জনপ্রতি ৩৩ লক্ষ টাকা (টাকা ফেরতসহ ৫% ফ্রি শেয়ার ০৩ জনের মধ্যে সমানভাবে বন্টিত হবে)
👉 ০৪ জন হলে:
➡ জনপ্রতি ২৫ লক্ষ টাকা (টাকা ফেরতসহ ৫% ফ্রি শেয়ার ০৪ জনের মধ্যে সমানভাবে বন্টিত হবে)
☝☝আমরা ১ জন বা ২ জন ইনভেস্টকারীর বিষয়ে বেশী প্রাধান্য দিচ্ছি।
☝বি.দ্র.: ইনভেস্টকৃত কোন টাকাই আগে দিতে হবে না; বায়না রেজিস্ট্রি সম্পূর্ণ হওয়ার পরে পে- অর্ডার করলেই হবে।
🔰🔰 #হোটেলের বর্তমান অবস্থা ও বৈশিষ্ট্যসমূহ:
➡ কক্সবাজারের #সুগন্ধা ও #লাবনী পয়েন্ট সংলগ্ন প্রাইম লোকেশনে প্রিমিয়াম মানের এই হোটেলের অবস্থান ।
➡ সম্পূর্ণ রেডী এবং চলমান হোটেল।
➡ ০৫ কাঠা জমির উপর ২০১১ সালে তৈরি হয়ে ১২ বছর ধরে চলমান হোটেল।
➡ ০৬ তলা ফাউন্ডেশন ভবনের ০৬ তলাই সম্পূর্ণ করে চলমান হোটেল।
➡ এসি ও নন এসি মিলিয়ে সর্বমোট রুম সংখ্যা ৪৩ টি।
➡ হোটেল থেকে লাবনী বীচ পয়েন্টের দুরত্ব পায়ে হাঁটা ৩-৪ মিনিট (২৫০ মিটার)।
➡ হোটেল থেকে সুগন্ধ্যা বীচ পয়েন্টের দুরত্ব পায়ে হাঁটা ৫-৬ মিনিট (৩৫০ মিটার)।
➡ হোটেলের সাথে ৩০ ফিট প্রসস্থ রাস্তা যে কোন ধরনের গাড়ী পার্কিং করে রাখা যায়।
➡ নামাজের জায়গা।
➡ ২৪ ঘন্টা রুম সার্ভিস।
➡ বড় ওয়েটিং রুম।
➡ ফায়ার ফাইটিং সিস্টেম।
➡ দক্ষ এবং অভিজ্ঞ টুরিস্ট গাইড।
➡ সার্বক্ষনিক সিসি ক্যামেরায় তত্ত্বাবধান।
➡ ওয়াইফাই সুবিধা।
🔰🔰 #হোটেলের আয়:
বর্তমানে হোটেলটির বাৎসরিক আয় আছে [০৪-০৫ কোটি] টাকা।
🔰🔰 উদ্যোক্তা:
"ইঞ্জি. মো: ফরিদুল ইসলাম"
➡ M.Sc in Textile Engineering (DUET)
➡ MBA in Human Resource Management (PUB)
👉 প্রতিষ্ঠাতা পরিচালক:
➡ মাওলানা ভাসানী ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ। (কোড:৪২৪২২৩)
👉 পরিচালক:
➡ বেষ্ট ট্রাভেলস এন্ড ট্যুরিজম ইন্টারন্যাশনাল।
➡ BEST
(Bastra-Education-Shelter-Tourism)
👉প্রাক্তন প্রভাষক ও কো-অর্ডিনেটর
টেক্সটাইল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট
সিটি_ইউনিভার্সিটি, বাংলাদেশ।
➡ : 01537606360
🔰🔰 হোটেলে কেন বিনিয়োগ করবেন!!
➡ সম্পদের রাজা হোটেল, বাড়বে যেমন, রিটার্ণও তেমন।
➡ আজীবন নিজের হোটেলে নিশ্চিন্তে অবকাশ যাপনের পাশাপাশি আয় করতে পারবেন বাৎসরিক হালাল মুনাফা।
➡ হোটেল ইনভেষ্টমেন্ট সবচেয়ে নিরাপদ ও লাভজক ও পরিবারের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার শ্রেষ্ঠ উদ্যেগ; যা আপনার অবর্তমানে পরিবারকে আপনার মতই সারাজীবন আর্থিক সাপোর্ট দিবে।
➡ ট্রাভেল ও ট্যুরিজম সেক্টর’এ বিনিয়োগ বিধায় এখানে রিটার্ন যে কোন ব্যাবসা থেকে বহুগুনে বেশি।
➡ অন্যান্য সম্পদ বা সেক্টরে বিনিয়োগের চেয়েও ট্যুরিজম এবং হোটেল সেক্টরে বিনিয়োগ বেশি লাভজনক ও সুরক্ষিত।
🔰🔰 কক্সবাজারে কেন বিনিয়োগ করবেন!!
➡ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত একমাত্র পর্যটন নগরী ও পর্যটন রাজধানী হওয়ার কারনে বছরের ১২ মাসই হোটেল ব্যবসা থাকে জমজমাট। তাই দিন দিন হোটেলের চাহিদা বাড়লেও এর সংখ্যা সীমিত। চাহিদা অনুযায়ী হোটেল সংখ্যা সীমিত থাকায়, বিনিয়োগকারীরা ছুটছেন হোটেল ব্যবসায়ের দিকে। কারণ, বর্তমানে যে সকল হোটেল আছে এবং ভবিষ্যতে এখানে যারা বিনিয়োগ করবেন তারাই কেবল এককভাবে এই খাতে ব্যবসা করে যেতে পারবেন।
➡ এছাড়াও সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী, বর্তমানে কক্সবাজার-এ পর্যটন কাঠামো নির্মাণে ২৫টি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিনিয়োগ হবে “২ লাখ ৩৪ হাজার কোটি টাকা”।
☝প্রকল্পগুলোর মধ্যে রয়েছেঃ
➡ কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন ও আন্তর্জাতিককরণ।
➡ আধুনিক হোটেল- মোটেল নির্মাণ।
➡ চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ নির্মাণ।
➡ মহেশখালীতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ।
➡ ইনানি সৈকত উন্নয়ন।
➡ টেকনাফের সাবরায়েং ইকো ট্যুরিজম পার্ক নির্মাণ।
➡ চকোরিয়ায় মিনি সুন্দরবনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।
➡ ডুলাহাজরা সাফারি পার্ক আধুনিকায়নসহ নানাবিধ প্রকল্প।
☝ এসব প্রকল্প বাস্তবায়নের পর এটা বলাবাহুল্য যে, পর্যটন রাজ্য হচ্ছে কক্সবাজার। হোটেল ব্যবসায় বিনিয়োগের এখনই সুবর্ণ সুযোগ।
একটি #প্রিমিয়াম_হাউজ_বোটের (১৫% -২০%) 📣 #শেয়ার বিক্রি হবে; শুধুমাত্র ০১ জন ব্যক্তি #অংশীদার হতে পারবেন। #জরুরী ভিত্তিতে।
বর্তমানে এই #প্রিমিয়াম_হাউজ_বোটটির ৭০% কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে।
🔰🔰একজন সৎ, বিশ্বস্থ ও ভ্রমণপিপাসু শেয়ার হোল্ডার প্রয়োজন।
🔰 বোটটির বৈশিষ্ট্যসমূহ:
➡ #বোট স্টাইল: কেরালা স্টাইলের দ্বিতল প্রিমিয়াম হাউজ বোট; যা বাংলাদেশে প্রথম।
#বোটের_সাইজ: দৈর্ঘ্য: ৬২ ফিট, প্রস্থ: ১৮ ফিট (কেবিন রুম: ০৬ টি, লবি: ০১ টি, বিশাল রুপটপ রেস্টুরেন্ট)
➡ নান্দনিক ডিজাইন ও আসবাবপত্রসহ, সেলো ইঞ্জিন, সার্বক্ষণিক জেনারেটর + সোলার সিস্টেম।
➡ #বোটের তলা: লোহা এবং স্টিল দিয়ে তৈরি হয়েছে, সুতরাং বছর বছর পরিবর্তন বা বাড়তি খরচের কোন ঝামেলা নেই।
➡ #কেবিন + #লবি: সব কাঠ দিয়ে তৈরি হবে শুধু বাহিরে টুকু বাঁশ ব্যবহার করা হবে; যাতে কেরালা স্টাইল হয় এবং ইচ্ছামতডিজাইনের পরিবর্তন করা যায়। বর্তমানে ৪টি কেবিন করা হবে এবং পরের সিজনে ০২টি কেবিন করা হবে।
➡ #কেবিন : প্রতিটি ৭ ফিট /৬ ফিট ( এটাস্ট বাথরুমসহ সুসজ্জিত হবে), প্রয়োজনীয় ফার্নিচারসহ টাইলস ওয়াসরুম থাকবে।
➡ রুপটপে থাকবে ৩৬০ ডিগ্রী ভিউয়ের নান্দনিক রেস্টুরেন্ট।
➡ #টুরিস্ট ক্যাপাসিটি: ২০—২৫ জন।
➡ #বোটের কাজ: ২০ মার্চ থেকে শুরু হয়েছে, ১৫ মে এর মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে; বর্তমানে বোটের তলানীর কাজ সম্পূর্ণ হয়ে গেছে।
➡ #লাইসেন্স: Bangladesh Inland Water Transport Authority ( ).
🔰অন্যান্য হাউজবোট #টাংগুয়ার_হাওর সীজন শেষে ফেলে রাখতে হয়; কিন্তু ‘ ’ লাইলেন্স থাকায় বাংলাদেশের যে কোন পর্যটন স্পটে (টাংগুয়ার/নিকলী হাওর, রাঙ্গামাটি, সুন্দরবন) প্রিমিয়াম এই হাউজ বোটটি সারাবছর চালানো যাবে।
➡ #সিজনবেদে যে সকল #পর্যটন_স্পটে বোটটি চলবে: টাংগুয়ার/নিকলী হাওর, রাঙ্গামাটি, সুন্দরবন
🔰 #শেয়ার বিস্তারিত:
➡ বর্তমান শেয়ার হোল্ডার সংখ্যা: ০৩ জন = ১০০%;
➡ #নতুন শেয়ার হোল্ডার যোগ হবে: ০১ জন = ১৫% = ০৫ লক্ষ বা ২০% = ৬.৫ লক্ষ
➡ ১৫ মে এর মধ্যে নিতে হবে কেননা #জুনে টাংগুয়ার হাওর সিজন শুরু হবে।
➡ স্বল্প সময়ের মধ্যে বুকিং মানি জমা দিতে হবে।
🔰উল্লেখ্য, জুন মাস থেকে শেয়ার মূল্য ০৩গুণ বেড়ে যাবে; কেননা ০১ জুন থেকে টাংগুয়ার হাওর সীজন শুরু এবং হাউজ বোটটি সম্পূর্ণ রেডি হয়ে যাত্রা শুরু করে দিবে।
➡ শেয়ার অংশ: ইনশাল্লাহ ০১ সিজনে সম্পূর্ণ টাকা উঠে যাবে। শুধু প্রতি বছর বোটের উন্নয়নে সর্বসাকুল্যে ৩০০০০/- খরচ হবে।
➡ #লভ্যাংশ: প্রতি সপ্তাহে ১০,০০০/- ; মাসিক (৪০,০০০-৫০,০০০ টাকা)।
🔰আগ্রহী কেউ থাকলে যোগাযোগ করুন:
Best Travels & Tourism International
➡ Whatsapp/Call:
☎ 01537606360
☎ 01840828281
➡ Nurjahan Road, Mohammadpur, Dhaka -1207
Travels & Tourism International এর
অফিশিয়াল কার্যক্রম #পরিচালনা করার জন্য কিছু জনবল নিয়োগ দেওয়া হবে।
🔰প্রার্থীর ধরণ: ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।
🔰 শিক্ষাগত যোগ্যতা: অনার্স চলমান
🔰কর্মস্থল: বাসা ও অফিস উভয়ই
🔰 আবেদন শুরু: ০৭ এপ্রিল
🔰 আবেদন শেষ: ১০ এপ্রিল
🔰 অতীব গুরুত্বপূর্ণ বিষয়:
➡ ফেসবুক মার্কিটিং সম্পর্কে আইডিয়া থাকতে হবে, অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
➡ ভ্রমণে অভিজ্ঞতা থাকতে হবে।
➡ দেশের বিভিন্ন পর্যটন স্থান সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
🔰আগ্রহী প্রার্থীরা আবেদন করতে আমাদের অফিসিয়াল পেইজে ম্যাসেজ করুন নিচের লিংকের মাধ্যমে⤵
m.me/besttravelstourism.p/
➡ Whatsapp: +8801537606360
**Our Address***
Travels & Tourism International
🌐 Nurjahan Road, Mohammadpur, Dhaka.
☝Email: [email protected]
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Mohammadpur
1207
Mohammadpur
Mohammadpur
Home made food You will find variety of dishes here and of course traditional pithas you always crave for.
10/11, Aziz Mohalla
Mohammadpur, 1207
Welcome to Cloud house, One of a kind v**e shop in Bangladesh : https://cloudhouse.cc/
Mohammadpur
Mohammadpur, 1207
Hi i am Md Hossain wellcome to my facebook page please follow my page
House 25/20(4th Floor), Khilji Road, Shyamoli
Mohammadpur, 1207
Our interior designs are grounded in the belief that you should love the home you live in. Each day it ought to be a welcoming place that reflects your life and loves.
Mohammadpur
Mohammadpur, 1207
This is the official page of Frazee!Here you can find such as luxury products.We provide 100% orginal and authentic products.The page is mainly created to be an alternativ...
Housing Limited 6
Mohammadpur, 1207
Web Design, Development, Online Marketing, Domain,Hosting Company http://www.serviceever.com/
Dahka
Mohammadpur, 1207
UAE Etisalat Social Package working Softlayer Windows Base Voipswitch Linux Server For I-tel Byte-Saver Available HOTLINE : +880 191 226 23 23