HIMU

HIMU

Sometimes I am selcouth from myself only, doesn't know what I meant for. I felt nemesis, hardly come up with motive to stand up against my situation.

28/10/2023

যা মানসিক শান্তি দিবে না, তা মূল্যবান হলেও পরিত্যাজ্য.!!💚

28/10/2023

শোনো,এই দুনিয়ায় সুদর্শন নারী/পুরুষের অভাব নেই।
তুমি যদি কোনো ছেলের কাছে জানতে চাও তার দেখা সেরা সুদর্শন নারী কে। তাহলে সেই ছেলেটা হয় তার মা কিংবা প্রেমিকার কথা বলবে।
তেমনভাবেই কোনো মেয়েকে জিজ্ঞেস করলে সেও তার বাবা কিংবা তার প্রেমিক বা প্রিয় মানুষের নামই উল্লেখ করবে।
অর্থাৎ প্রত্যেকের প্রিয় মানুষটাই তাদের কাছে সবচেয়ে সুন্দর।
"সু-দর্শন" কথার অর্থ যা দেখতে সুন্দর।অথচ সবথেকে সেরা দেখতে না হওয়া সত্ত্বেও সুদর্শন বলতেই আমরা প্রিয় মানুষটার কথাই বলি।কারণ চোখের দেখার সৌন্দর্য্যের চেয়েও মানুষের আত্মা ও ভালোবাসার সৌন্দর্য অনেক বেশি সুন্দর আর দীর্ঘস্থায়ী!!💚

28/10/2023

কি এক অদ্ভুত বয়স পার করছি তাই নাহ.?

এই সময়ে কেউ বিয়ে করছে, কেউ জীবন নিয়ে খুব স্ট্রাগল করছে, কেউ হঠাৎ করে সফলতার দেখা পাচ্ছে আবার কেউ কিছুই করতে না পেরে খুব বেশি হতাশ হয়ে যাচ্ছে।

কেউ এই বয়সেই পুরো সংসার চালাচ্ছে, কেউ খুব ফুর্তিতে জীবন কাটাচ্ছে, যাকে ছোট থেকে অকর্মা বলে গালমন্দ করা হতো সেও প্রয়োজনের তাগিদে খুব বেশি দায়িত্বশীল হয়ে যাচ্ছে। খুব আজব এক সময় তাই-না ১৮-১৯ বছর.!!💚

28/10/2023

পৃথিবীর কোন সুন্দরীই আসলে সুন্দর না। নাকটা একটু পরিচিত হলেই দেখা যাবে, নাকটা আর দশটা স্বাভাবিক নাকের মতোই। ঠোটেও আলাদা কিছু নেই। পেটটাও একই। আমরা আসলে মুগ্ধতার মতো ভয়ানক অসুখ ক্যারি করি। কারো প্রতি মুগ্ধ হলে সে থুথু দিলেও মনে হবে টম ফর্ড এর শিসিতে ভরে বডিতে স্প্রে করি !!
পৃথিবীর কোন সুন্দরীই আসলে সুন্দরী না, যতোক্ষন না তার একটা নিজস্বতা আছে। গালের টোল অথবা ফোকলা দাতের মুগ্ধতা খুব জলদিই কেটে যায়। কাটে না শুধু ব্যক্তিত্বের মাধুর্যতা। গাল ভরা ব্রণে মুখ ভরা হাসিটা!!💚

28/10/2023

কাউকে অবহেলা করা , কম প্রায়োরিটি দেওয়ার অর্থ কী জানো ?
তুমি তাদেরকে শেখাচ্ছো কিভাবে তোমাকে ছাড়া বেঁচে থাকতে হয় । একবার সেটা শিখে গেলে তাদের আর তোমাকে দরকার হবে না । তখন অভিযোগ বা আফসোসে কিছু যায় আসবে না । সময় থাকতে নিজের প্রায়োরিটি ঠিক করো । যাদেরকে জীবনে রাখতে চাও তাদের ধরে রাখো।
মোটকথা ইগো আর এক্সপেকটেশন কম রেখে ক্ষমার পরিমাণ বাড়িয়ে দাও দেখবে জীবন খুব সুন্দর চলছে.!!💚

28/10/2023

আপনি যতই ভালোমানুষ হন না কেন, সেটা দেখাই বেড়াবেন না। দেখাবেন আপনি খুব একটা সুবিধার না। আপনি হার্মফুল না হইলেও আপনার সাথে পাঙ্গা নেয়া যায় না, আপনারে ভাঙায় খাওয়া যায় না, আপনারে ইচ্ছামতন ব্যবহার করা যায় না।

আপনি খুব ভালোমানুষি দেখাইলে আপনার কাছে অন্যের এক্সপেকটেশন বাড়বে। ১৬ আনার জায়গায় ১৫ আনা দিলে আপনারে অপছন্দ করবে। আপনি ১০০% এর জায়গায় ৯৯% দিলে হা হুতাশ করবে।

এরথেকে ভালো হবে যখন আপনি দেখাবেন আপনি এত ভালোমানুষ না। আপনি ৫০% এর বেশি দিতে জানেন না। তখন আপনি কারো জন্য যতটুকুই করবেন, সেটাই সবাই এপ্রিশিয়েট করবে।

আপনিও ভালো থাকবেন, আপনার আশেপাশের সবাই ও ভালো থাকবে!💚

28/10/2023

মারজুক রাসেলের একটা কথা আছে, "তুমি কারো কাছে ডাইল-ভাত, কারো কাছে কাচ্চি।"

কথাডা ডাহা সত্য। আমরা কারো-কারো কাছে দু-পয়সারও দাম পাই না; আবার কারো-কারো কাছে বিশেষ প্রায়োরিটি পাই।

সমস্যা হইলো, আমরা ঘুইরা-ফিরা তাদের কাছেই যাই, যাদের কাছে আমরা ভ্যালুলেস। আর যারা আমাদের প্রায়োরিটি লিস্টের উপরে রাখে, তাদের সঙ্গ আমাদের ভালো লাগে না।

মানুষ হিসেবে আমরা যথেষ্টই বেকুব। ডাইল-ভাতের হোটেলে গিয়া কাচ্চির আশায় বইসা থাকি।

20/09/2023

ভালো কিছু করতে হলে আপনাকে বাড়ি থেকে বের হতেই হবে। বাড়ি কখনো সফলতার কেন্দ্র হতে পারে না। বাড়ি হলো অলসতার কারখানা।আর আপনার কোন বন্ধু কিংবা পরিচিত মানুষ যদি বাইরে গিয়ে কাজ করে তাদের কাজ ছোট হোক তাদের ছোট করে কথা বলবেন না। সামর্থ্য থাকলে অন্য সফল বন্ধুদের দাওয়াত করলে তাদেরও ডাকবেন। হয়তো আপনার সফল বন্ধুরা সেই দিনটা ভুলে যাবে - তারা মনে রাখবে ...। 🙂🖤

বন্ধু তো বন্ধুই ... বন্ধুর আজকের কোন কাজ হয়তো আপনার তার কাঁধে হাত দিয়ে - "তুই পারবি" কথাটা দিয়েই অনেক এগিয়ে দিতে পারবেন। বন্ধুর কি আছে বা কি নেই - বন্ধু আছে এটাই সবাই অনুভব করতে জানে না।

ভালো থাকিস বন্ধু .. হয়তো আগের মত কথা হয় না। কিন্তু এখনো ভালো দিনের কথা ভাবলে তোদের কথাই মাথায় আসে।

©️ Rifat Chowdhury

10/09/2023

এক বিকেলে জানা গেলো কিংবা জানা হলো না - আমার অংকের প্রশ্নে তুমি বোঝোনি কবিতা। বিকেল গড়িয়ে সন্ধ্যা থেকে যে মুহূর্তে রাত নামে ... চোখে নামে ব্যস্ততার ইতি , একটুখানি ভালো থাকতে কত শত পথ পাড়ি দিয়ে ভালো থাকার আমার সময় হয় না। সময় থাকতে মায়াবী দিনগুলো ধূসর লাগে .. অথচ রৌদ্দুরের দুপুরে ক্লান্তি কিংবা শান্তির রাত গুলোতে আমাদের চোখে থাকে কত মৃত স্বপ্ন ... একদিন বড় হবো এর স্বপ্নটা ডানা মেলতে চায় না, ক্লান্ত শহরে তবুও সবার সকালে একটা স্বপ্ন থাকে .. সুন্দর ইচ্ছে থাকে .. বেঁচে থাকুক এই স্বপ্ন দেখা মানুষেরা। 🌸

©️Rifat Chowdhury

07/09/2023

আমার অনেক বন্ধু কিন্তু সাতটা দিন অসুস্থ হয়ে পরেছিলাম , একটা মেসেজও আসেনি , আমি ওদের ছাড়া ঘুরতে যাই না - ওরা ঘুরতে যাওয়ার আগে কোন যোগাযোগ করেনি .. জানতে চায়নি এই যে আমি অনলাইনেও নেই .. কেন ? আমার হারিয়ে যাওয়াটা ওদের কাছে নাড়া দেয় না কারন আমিই প্রথমে মেসেজ দেই.. আমিই কথা বলি .. ওরা কিছু করলেও বন্ধুত্ব ঠিক রাখতে আমিও সরি বলি ... কেবল মা প্রতিদিন খোঁজ নিয়েছে ..। একটা সময়ের পর বন্ধুরা ব্যস্ত হলেও মা বাবা ঠিকই খোঁজ রাখে সময় করে ...।

পরিবারের নিয়মকানুন কিংবা কথায় হয়তো খারাপ লাগে .. তবুও বন্ধুদের আগে নিজের পরিবারকে গুরুত্ব দিয়ে দেখুন। জীবনটা খারাপ না।

- HIMU | Rifat Chowdhury

02/09/2023

Have you ever thought about this?

In 100 years like in 2123 we will all be buried with our relatives and friends.

Strangers will live in our homes we fought so hard to build, and they will own everything we have today. All our possessions will be unknown and unborn, including the car we spent a fortune on, and will probably be scrap, preferably in the hands of an unknown collector.

Our descendants will hardly or hardly know who we were, nor will they remember us. How many of us know our grandfather's father?

After we die, we will be remembered for a few more years, then we are just a portrait on someone's bookshelf, and a few years later our history, photos and deeds disappear in history's oblivion. We won't even be memories.

If we paused one day to analyse these questions, perhaps we would understand how ignorant and weak the dream to achieve it all was.

If we could only think about this, surely our approaches, our thoughts would change, we would be different people.

Always having more, no time for what's really valuable in this life. I'd change all this to live and enjoy the walks I've never taken, these hugs I didn't give, these kisses for our children and our loved ones, these jokes we didn't have time for. Those would certainly be the most beautiful moments to remember, after all they would fill our lives with joy.

And some of us waste it day after day with greed, selfishness and intolerance.

Every minute of life is priceless and will never be repeated, so take time to enjoy, be grateful for, and celebrate your existence.

©unknown

Photos from HIMU's post 17/08/2023

ময়ূরাক্ষী উপন্যাসের কিছু অংশবিশেষঃ

“এই ছেলে এই”

আমি বিরক্ত হয়ে তাকালাম। আমার মুখ ভর্তি দাড়ি গোঁফ। গায়ে চকচকে হলুদ পাঞ্জাবি,পরপর তিনটা পান খেয়েছি বলে, ঠোঁট এবং দাঁত লাল হয়ে আছে,হাতে সিগারেট। আমাকে “এই ছেলে” বলে ডাকার কোনোই কারণ নাই। যিনি ডাকছেন তিনি মধ্যবয়স্কা একজন মহিলা।চোখে সোনালি ফ্রেমের চশমা, তার সাথে আমার একটা ব্যাপারে মিল আছে তিনিও পান খাচ্ছেন।

আমি বললাম আমাকে কিছু বলছেন..? – তোমার নাম কি টুটুল ? আমি জবাব না দিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রয়েছি,এই মহিলাকে আমি আগে কখনো দেখিনি। অথচ তিনি এমন আগ্রহ করে তাকিয়ে আছেন যে আমি যদি বলি “হ্যাঁ আমার নাম টুটুল” তাহলে ছুটে এসে আমার হাত ধরবেন।কথা বলছো না কেন? তোমার নাম কি টুটুল? আমি একটু হাসলাম । হাসলাম এই আশায় যেন তিনি ধরতে পারেন আমি টুটুল না। হাসিতে মানুষকে সহজেই চেনা যায়, সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে কিন্তু হাসার সময় একেকজন একেক রকম করে হাসে। আমার হাসি নিশ্চয়ই ঐ টুটুলের মত না । আশ্চর্য ব্যাপার ওই ভদ্রমহিলাটা আমার হাসিতে আরো প্রতারিত হলেন।

বই - ময়ূরাক্ষী – Moyurakkhi By Humayun
লেখকঃ হুমায়ুন আহমেদ
মূল শিরোনামঃ ময়ূরাক্ষী
ভাষাঃ বাংলা
ধারাবাহিকঃ হিমু
বিষয়ঃ হিমু, মহাপুরুষ।
ধরনঃ উপন্যাস
প্রকাশিতঃ ১৯৯০
প্রকাশকঃ অনন্যা পাবলিকেশন

30/07/2023

রাত হলে পুরো ঢাকা ঘুরে মাওয়ায় গিয়ে বন্ধুদের সাথে ইলিশ খাওয়ার দিনগুলো অন্যরকম সুন্দর ❤️

27/07/2023

মানুষ লুকোলেও বোঝা যায় যখন যে তারা আর আমাদের চায় না, তখন কেবল খারাপ লাগে না - অনুভূতির এই অংশটা যে নিজের ভেতরে আছে তারা ভেতর থেকে চেপে আসে যেন ..।

23/07/2023

একদিন আসবে..
ক্লান্ত আজকের দিনটা তোমার অনেক গুলো ফেলে আসা দিনের কথা বলে, আরো দিন যাবে একদিন আজকের কথাটা ভেবে বসবে.. হয়তো সেদিন আজকের আফসোস এর দিনটা মনে আসবে.. দেখা হবে কত পরিচিত মুখের সাথে, দেখা হবে পুরনো বন্ধুদের আড্ডায়, আবার ঝড়ো বৈশাখে বয়সী বন্ধুদের আড্ডায়, হয়তো ভুল গুলোকেও তোমার মেনে নিতে সহজ হবে,আজকের দিনটার যতটুকু করে তুমি ঘুমাতে যাচ্ছো, তার বেশিও হয়তো তুমি করতে পারতে? কিন্তু আজকের দিনটার জন্যে নিজের প্রশংসা করো। হাস্যকর লাগে? তবুও.. কারন আজকের এই মানুষটা তুমি। নিজেকে ভালো রাখার দ্বায়িত্বও তোমার। যে কাজ অন্য কেউ তোমার জন্যে করলে ভালো লাগতো ভাবছো নিজের জন্যে করো, একটা সময় হয়তো তুমি কারো ঘর হবে, যে ঘর আরেকটা তোমার মত মানুষের গল্প হবে। যখন তোমার চাওয়ার থাকবে না, তখন একটা হাসিও ভালো লাগবে, তাই সবার আগে নিজের Pros and cons ভেবেই নিজেকে মানিয়ে নিন, দেখবেন জীবন আজকের থেকে সহজ হবে।

শুভরাত্রী..
এই শব্দটা নিজেই একবার নিজেকে শব্দ করে বলুন।

©Rifat Chowdhury | HIMU

22/07/2023

অন্যের অনুভূতিকে সম্মান করতে পারাটাও, একটা সুন্দর মন-মানসিকতার পরিচয়। 🖤🌸

22/07/2023

বাকের ভাই x মুনা x কোথাও কেউ নেই x বুড়িগঙ্গা ব্রীজ x সকালের বাতাস

(Try with Headphone)

06/06/2022

আমি এখনো একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসি ...

কিছু ভালোবাসা বদলায় না , বদলে যাওয়া মানুষের চলে যাওয়াও সে হৃদয় ব্যথিত করে না ..আসলে কিছু মানুষকে যে সময়টায় ভালোবাসা হয়, সারাজীবনে তার চেয়ে ভালো কোন স্মৃতিই আমাদের কাছে থাকে না .... ভালোবাসাটা সত্যি হলে সেটা থেকে যায় অনন্তকাল ধরে ..।

- himu_selcouth

08/10/2021

সেই সব শরৎ হারিয়ে গেছে, যে দিনগুলো সবচেয়ে সুন্দর। যে দিনগুলোতে নানুবাড়ি বা দাদুবাড়িতে দুরন্ত শৈশব কাটে...। মুঠোয় কোন সময়কেই ধরে রাখা যায় না। যে দিন চলে যায় সেই দিনটার ভালো দিকটাই রাখি, পুরনো দিনের ভালো দিনগুলো নিয়ে বাঁচতে শিখলে সেই পুরনো শরৎ এর অপেক্ষায় থাকতে হয়।

সহজ ব্যাপার আমাদের কাছে সবচেয়ে দূর্বহ কঠিন বাস্তব লাগে, সহজ ব্যাপার দেখে আমরা অভ্যস্ত না, তাই সব সহজ হলে আমরা সেখানে অভিজ্ঞতাবসত কঠিন ব্যাপারগুলো রিলেট করি।

নিজেও জানি সত্য কি .. তবুও সেটা না মেনে নিজস্ব যুক্তিতে মুখ ফিরিয়ে নেই।

মানুষ হিসেবে আমাদের ইমোশনাল জায়গাগুলোতে আসলে হিসাব থাকে না যে কি করলাম কি পেলাম। যখন পেলাম না ভেবে সেটা নিয়েই যুদ্ধ বাঁধিয়ে বলি, ভুলে যাই পাশাপাশি বসে একটা কফির কাপ শেয়ার করে সেই গল্পটা অন্যরকম হয়।

যা কিছু সত্য তার সবকিছু সামনেই থাকে, আমরাই কেবল খুঁজে দেখি না সেই সত্যের অংশ , মিথ্যা অংশগুলো হয়তো Anxiety বাড়িয়ে দেয়। তবে জীবনে আমরা প্রতিনিয়ত বিশ্বাস নিয়েই বাঁচি। বিশ্বাস নিয়ে ঘুমোতে যাই যে সকালে উঠবো নাকি। সেটাও কিন্তু ৫০/৫০। নিজে ঠিক থাকলে যা করছি , মন থেকে করছি, পেছনে ফেরার কি আছে ?
জীবনে যা আছে যতটুকু আছে তার হয়তো আরো চাওয়া আছে তার জীবনে , কিন্তু যে জায়গায় সে নিজেই আছে কখনো বদলে ফেলে নি তার অনুভূতি সেই অনুভূতি থেকে দূরে সরিয়ে হয়তো কিছু কথা বেশি হবে। কিন্তু সেখানে মৃন্ময়ের সাথে হৈমন্তীর গল্প এগোবে না।

যেখানে দাঁড়িয়ে আছি দুজন, সামনে একটা আকাশ, একটা সমুদ্র , বড় ঢেউ আর হাতদুটো ধরে রাখা যেন যত বড় ঢেউ আসলো তার চেয়েও পাশাপাশি দাঁড়িয়ে দুজন সেই দৃশ্যটা তো দেখা দরকার।
সেই সময়ে সেই দৃশ্যটা হয়তো আবার একসাথে দেখলেও এমন হবে না।

প্রতিটা দিন সুন্দর, প্রতিদিন আমরা আরেকটু বড় হই, আরেকটু বুঝতে শিখি, শান্ত হই। আর এই প্রসেসে আমরা প্রতিদিন একটা দিনে তার আগের দিনের চেয়ে একটু বেশি অভিজ্ঞতা নিয়ে বাঁচি, প্রতিদিন নতুন কিছু জানতে শুরু করি।

জীবনটা সমুদ্রের মত, ঢেউ আসবেই , ঢেউ এর চেয়ে সমুদ্র অনেক বেশি বড় কিন্তু আমাদের ঢেউ নিয়েই যত ভয়, সমুদ্র দেখার সময় কই?

আকাশ দেখার মুগ্ধতায় দীর্ঘশ্বাস জমতে জমতে ব্যস্ত সকাল শুরু হয়, এই আমরাই অসুস্হ শহরের মধ্যে ভীড়ে বাসের সীটে বসে জ্যামে ঘামতে থাকা মানুষ হই, যার চোখের স্বপ্ন তাকে প্রতিদিন জ্যামে বসেও কাজ থেকে বাড়ি আসার অনুপ্রেরণা দেয়।

সেই মানুষের গল্প হই যে তার সমস্তটা দিয়েও কখনো ছোট বলে কোন কাজ করেনি, সেইসব মানুষ যাদের প্ররিশ্রমে আমরা আমাদের বর্তমান অবস্থানে.. সেই বাবার পরিশ্রম আর মায়ের ত্যাগের দিনগুলো পেরিয়ে এই নতুন সকাল আসবে।

তারিখ
- রিফাত

26/08/2021

এ শহরে আলোর মেলায় তুমি আমি আর নেই।

19/08/2021

কবিতা — ভালোবাসা
~ রুদ্র গোস্বামী ❣️

19/08/2021

“আমি কখনো অতিরিক্ত কিছুদিন বাঁচার জন্য সিগারেটের আনন্দ ছাড়ার জন্য প্রস্তুত ছিলাম না। আমি ভেবে রেখেছিলাম ডাক্তারকে বলব, আমি একজন লেখক।

নিকোটিনের বিষে আমার শরীরের প্রতিটি কোষ অভ্যস্ত। তোমরা আমার চিকিৎসা করো, কিন্তু আমি সিগারেট ছাড়ব না। তাহলে কেন ছাড়লাম?

পুত্র নিনিত হামাগুড়ি থেকে হাঁটা শিখেছে। বিষয়টা পুরোপুরি রপ্ত করতে পারেনি। দু-এক পা হেঁটেই ধুম করে পড়ে যায়। ব্যথা পেয়ে কাঁদে। একদিন বসে আছি। টিভিতে খবর দেখছি। হঠাৎ চোখ গেল নিনিতের দিকে।

সে হামাগুড়ি পজিশন থেকে উঠে দাঁড়িয়েছে। হেঁটে হেঁটে এগিয়ে আসছে আমার দিকে। তার ছোট্ট শরীর টলমল করছে। যেকোনো সময় পড়ে যাবে এমন অবস্থা। আমি ডান হাত তার দিকে বাড়িয়ে দিতেই সে হাঁটা বাদ দিয়ে দৌড়ে হাতের ওপর ঝাঁপিয়ে পড়ে বিশ্বজয়ের ভঙ্গিতে হাসল।

তখনই মনে হলো, এই ছেলেটির সঙ্গে আরও কিছুদিন আমার থাকা উচিত। সিগারেট ছাড়ার সিদ্ধান্ত সেই মুহূর্তেই নিয়ে নিলাম।”

19/08/2021

“যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক । কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়।

আর অনেকদিন পরে সে আগের চেয়েও অনেক বেশী খুশি থাকে যখন সে বুঝতে পারে যে কারো ভালবাসায় জীবনে অনেক কিছুই আসে যায় কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না”।

19/08/2021

ভালোবাসা আর ভালোবাসাবাসি ব্যাপারটা সবার জীবনে আসে। কখনো তা হয় পারস্পারিক সত্ত্বার, কখনো বা একপাক্ষিক সত্ত্বার। মানুষের জীবনে এই সত্যটাকে উদঘাটন করেছেন সাহিত্যের এই প্রবাদ পুরুষ। তিনি বলেন,



“ভালবাসাবাসির ব্যাপারটা হাততালির মতো। দুটা হাত লাগে। এক হাতে তালি বাজে না।

অর্থাৎ একজনের ভালবাসায় হয় না……”

04/03/2021
23/01/2021

মানব সম্প্রদায়ের,একটাই আকাঙ্খা হারিয়ে যাওয়া।
সবাই হারিয়ে যেতে চায় কিন্তু হারিয়ে যাবার মতো জায়গাটা কই💙🖤
~~~~~~~~আজ হিমুর বিয়ে

26/10/2020

আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি।
শোনো।
পাহাড়টা, আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে
আর মেঘ কী ভাবে শুকনো খটখটে পাহাড়টাকে
বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকরা
সে তো আগেই শুনেছো।

সেদিন ছিল পাহাড়টার জন্মদিন।
পাহাড় মেঘেকে বললে
আজ তুমি লাল শাড়ি পরে আসবে।
মেঘ পাহাড়কে বললে
আজ তোমাকে স্মান করিয়ে দেবো চন্দন জলে।

ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী
পুরুষেরা জ্বলন্ত কাঠ।
সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনেরআগুনে
পাহাড় ছিল মেঘের ঢেউ-জলে।
হঠাৎ,
আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প
ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এল
এক ঝাঁক হাওয়া
মেঘের আঁচলে টান মেরে বললে
ওঠ্ ছুড়ি! তোর বিয়ে।

এখনো শেষ হয়নি গল্পটা।
বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই
কিন্তু পাহাড়কে সে কোনোদিনই ভুলতে পারল না।
বিশ্বাস না হয় তো চিরে দেখতো পারো
পাহাড়টার হাড় পাঁজর,
ভিতরে থৈ থৈ করছে
শত ঝর্ণার জল।

"সেই গল্পটা"

___পূর্ণেন্দু পত্রী ।

26/10/2020

সুখ-দুঃখ মিলিয়েই মানুষের জীবন।একটা সময় মানুষ খুব ভালো থাকবে আর একটা সময় খুব খারাপ।ভালো খারাপের ভেতর দিয়েই জীবন পেরিয়ে যায় জীবনের মতো করে।কারণ এটায় জীবনের রীতি....
একটা সময় থাকে যখন আমরা খুব বেশি খারাপ থাকি।পরিস্থিতি এমনও তৈরি হয় যে,আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলে মনে হয় জীবনে সুখ বলতে কিছুই নেই।মন বলে-“ইসসস হয়তো এ পৃথিবীতে আমিই সবচেয়ে অসুখী মানুষ।”এই খারাপ সময়গুলোতে একদল মানুষ আছে যারা বুকের ভেতর হাজার কষ্ট চেপে রেখে অনায়াসেই মুখে এক চিলতে হাসি নিয়ে ঘুরে-বেড়াতে পারে আর একদল মানুষ থাকে যারা শুধু কেঁদেই যায়।চিৎকার করে সবার কাছে নিজের যন্ত্রণাটা প্রকাশ করতে চাই।নিজের কষ্টটা সবাই প্রকাশ করে।কেউ অতি গোপনে আর কেউ সবার সামনে।কিন্তু দিন শেষে না চাইতেও সবাইকে কাঁদতেই হয়।এভাবেই কাটে পৃথিবীতে বেঁচে থাকা প্রতিটা মানুষের জীবন....

তবে কখনো কখনো খারাপ সময়টা পেরিয়ে যখন হঠাৎ একটু ভালো সময়ের দেখা মেলে তখন কিন্তু সবার আনন্দের প্রকাশটাই এক হয়।তখন আমরা কেউ গোপনে,আবার কেউ সবার সামনে নিজের আনন্দ প্রকাশ করি না!তখন আমরা সবাই সবার সামনে চিৎকার করে বলি-“হ্যাঁ,আমি ভালো আছি।”
জীবনে খারাপ সময় আসবেই।কখনো কখনো এমনও পরিস্থিতি আসবে যখন দেখবেন চারপাশে ভালো বলতে কিছুই নেই।কিন্তু বিশ্বাস করুন,একবার মন থেকে চারদিকে তাকান আর নিজেই নিজেকে প্রশ্ন করুন-“আসলেই কি সুখ নেই?” উওরটা আপনার মন আপনাকে দিয়ে দেবে।হয়তো শুরুতেই বড় রকম সুখের উৎস খুঁজে পাবেন,আর না হয় ছোট ছোট সুখময় ব্যাপার খুঁজে পাবেন। তবে সুখের দেখা আপনি পাবেনই।অল্প অল্প সুখ থেকেই একদিন সুখের পাহাড় খুঁজে পাওয়া সম্ভব।পেছনে কি আছে তা না ভেবে সামনে থাকা সুখটাকে আপন করে নিতে জানতে হয়।আজ ভালো আছি এটায় তো বড় কথা।কাল কেমন থাকব,কি হবে সেসব ভেবে বর্তমানের সুখটাকে নষ্ট করার কি দরকার??বর্তমানে যা আছে,যতটুকু আছে তার সবটুকু নিয়েই সুখে থাকাটাই শ্রেয় নয় কি???
যায় হোক না কেন,আমি মনে করি দিনশেষে সবারই নিজেকে এইটুকু বলে সান্তনা দেয়া উচিৎ যে,-“জীবনটা বিচ্ছিরি হলেও তেঁতো রকমের সুন্দর”
~তিথি 🍁

Videos (show all)

রাত হলে পুরো ঢাকা ঘুরে মাওয়ায় গিয়ে বন্ধুদের সাথে ইলিশ খাওয়ার দিনগুলো অন্যরকম সুন্দর ❤️
🤍

Telephone

Address


Muhammadpur