Shaykh Yusuf Hamidi
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shaykh Yusuf Hamidi, Video Creator, Munshiganj.
শবে বরাআত কিভাবে কাটাবো?
শবে বরাআতের ফজিলত।
জুমার বয়ান
ভিডিও থেকে শরীফ থেকে শরীফা জানতে পারবেন
সূরা বানী ইসরায়েলের ফজিলত। মিরাজুন্নাবীসাঃ সত্য
শরীফ থেকে শরীফা গল্পের উদ্দেশ্য কি।
ব্রাক বিশ্ব বিদ্যালয়ের ক্লাস 7 এর বইয়ে শরীফ থেকে শরীফা গল্পের মাধ্যমে সমাজে সমকামিতা ছড়ানোর সুক্ষ পথ অবলম্বন করা হয়েছে। এর প্রতিবাদ সরুপ বক্তব্য রাখেন শায়খ ইউসুফ হামীদী মুহাদ্দিস মক্কীনগর মাদরাসা কেরানীগঞ্জ ঢাকা এবং খতীব দিঘীর পার জামে মসজিদ। সিরাজদিখান মুন্সীগন্জ
দুনিয়ার নারীরা আইনা হুরের চেয়ে সুন্দরী হবে। মুফতি ইউসুফ হামীদী মুহাদ্দিস মক্কীনগর মাদরাসা কদমপুর কেরানীগঞ্জ ঢাকা জামিয়া মুহাম্দিয়া বাবুর দীর্ঘির পাড় শ্রীনগ মাহফিল
শরীয়তের দৃষ্টিতে বিয়েতে কাবিন রেজিষ্ট্রি করা জরুরী কি না। এই ধরণের আলোচনা আমাদের চ্যানেল হতে পাবে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন আশাবাদী।
বছর আগে কাদীয়ানীদের নিয়ে বক্তব্য
আল্লাহ এই কথা গুলো নাজাতের মাধ্যম বানান। আলোচক ইউসুফ হামীদী
খতমে নবুওয়াত সম্মেলনে। হযরত মাওলানা মুফতি ইউসুফ হামিদী সাহেব। Hojrot Maulana M***i Yousuf Hamidi কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করার লক্ষে, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যো....
ওহাবী কারা। নামধারূ সুন্নী কারা। বিদআত।
বর্তমান বিদআতীরা আমাদেরকে ওহাবী বলে এটা মিথ্যা অপবাদ ছাড়া কিছুই নয়।
মাহিদের চুল কাটা জায়েজ আছে কি না
উত্তর না নেই।
আমাদের নেতারা বলে আমরা যা বলি শুনতে থাক দেখতে এসো না। রসূল্লাহ( সাঃ)৷ যা বলতেন করে দেখাতেন।
বিশ্ব নবী ( সাঃ) এর বৈশিষ্ট্য কি ছিল!
আমাদের নবী ( সাঃ) ছিলেন বিশ্ব নবী ও বিশ্ব নেতা। আর বিশ্ব নবী হওয়ার জন্য যত কোয়ালিটি প্রয়োজন সমস্ত কোয়ালিটি নবী কারীম সাঃ এর মধ্যে ছিল আর কারো মধ্যে ছিল নাবি #বিশ্ব #নেতা
প্রশ্ন ফিকাহ কাকে বলা হয়?
উঃ
দ্বীন হচ্ছে আল্লাহর কিতাব কুরআন এবং এবং রাসুল (সাঃ) হাদীসের ভান্ডার সমূহ। । আর এই দুই জিনিসের সমন্বয়ে যা সঠিক অনুধান হয় সেটাই ফিকাহ এবং কুরআন কারীমে উল্লেখিত তাফাক্কুহ ফিদ দ্বীন।
কুরআন হাদীস পড়েও হিদায়াত পাওয়া যাবে না যতক্ষন না সঠিক অনুধাবন হাসিল না হয়। কেননা নবী (সাঃ) বলেছেন আল্লাহ যার কল্যাণ চান শুধু তাকেই দ্বীনের সঠিক বুঝ বা অনুধাবন দান করেন। বোখারী! হাদীস নং ৭১
এই জন্যই ইমাম বোখারী রহঃ কিতাবুল ইলমে অনুচ্ছেদ এনেছেন, ফাহাম ফিল ইলম, মানে ইলমের ক্ষেত্রে সঠিক অনুধাবন করা।
আর কুরআন হাদীসের সঠিক অনুধাবন বাজার হতে দুই তিনটা বই কিনে নিয়ে পড়ে নিলে এবং মেধার জোরে মুখস্থ করে নিলেই অর্জিত হয় না। এর জন্য প্রয়োজন আরবী ভাষার গভীর জ্ঞান, সকল হাদীসের বিষয়ে পুরিপূর্ণ জ্ঞান, বিশেষ করে নাসেখ মানসুখের জ্ঞান। আলবানী রহঃ বলেন অবশ্যই কুরআন হাদীসের জ্ঞানের ধারক হতে হলে আরবী ভাষার ও তার আদব এবং নাসেখ মানসুখের পরিপক্ক ইলম এবং শরীয়তের সকল কাওয়ায়েদ জানা থাকা আবশ্যক এবং শিক্ষার্থীদেরকে সে গুলি আহলে হাদীস ও ফুকাহাদের অনুকরণে তা বুঝে নিতে হবে। সূত্র।ফিতনাতুত তাকফীর।
উপরোক্ত আলোচনার সারাংশ হচ্ছে কুরআন হাদীসের ফিকাহই হচ্ছে মুল। আর এই ফিকাহ আল্লাহ তায়ালার বিশেষ দান যা তিনি নবী রসুলের পর বিশেষ বান্দাদের দিয়ে থাকেন। এই ফিকাহ বিভন্ন জনের বিভিন্ন রকম হয় তবে তারা সকলেই আল্লাহর খাস বান্দা হয়।
তাই আমাদের জন্য মডেল হচ্ছে ফুকাহায়ে মুহাদ্দীন।
উল্লেখ্য আহলে হাদীস দুই প্রকার এক. শুধু মুহাদ্দীস যারা শুধু হাফিজ কোরআনদের মত হাদীস সমূহ সনদসহ সংরক্ষণ রাখতেন।কিন্তু তাদের হাদীস থেকে ফিকাহ করার সময় ও সুযোগ ছিল না। এই জন্য ফিকাহের ক্ষেত্রে তারা ফিকাহ জ্ঞানের পন্ডিতদের অনুসরন করতেন এবং অনেক বড় বড় মুহাদ্দীসকে মাযহাবের অনুসরন করতে দেখা যায়।এদের লিষ্ট আমি অন্য পোষ্টে দিব।
দুই. ফুকাহায়ে মুহাদ্দীস তারা নিজেরাই মুজতাহিদ তারা নিজেরাই হাদীস থেকে ফিকাহ বের করে আমল করতেন এবং সকল লোক তাদের অনুসারী ছিলেন। এবং শুধু মুহাদ্দীসদের সাথে দেখা হলে বলতেন হে মুহাদ্দীস সাহেব আমরা তোমাদের অমুক হাদীস হতে এই মাসআলা বুঝেছি তখন মুহাদ্দীসরা আশ্চর্য হয়ে যেত। উল্লেখ্য যে,আমার লেখায় আহলে হাদীস, বলতে আমাদের দেশে তথা কথিত আহলে হাদীস বুঝাইনি। আমাদের দেশের আহলে হাদীসরা হচ্ছে ইংরেজ রানী ভিক্টরিয়ার দেয়া লকবধারনকারী কিছু আলেম ফিৎনা ছড়ানো এবং ইংরেজেদের গোমালি ছিল যাদের ধর্মীয় চেতনা। চিরচারিত সমাধানকৃত মাসআলায় বিশৃংখলা করা তাদের কাজ।এবং আগে থাকতে চলা আসা বিরুধপূর্ণ মাসআলা নিতুনভাবে তুলে ধরে মুসলমানদের বিভ্রান্ত করা।
ফুকাহায়ে মুহাদ্দীসের মাঝে ইমাম আবু হানীফা রহঃ শ্রেষ্ঠ।
তাই পৃথিবাীর ৮০% মানুষ তার ফিকাহ গ্রহণ করে নিয়েছে।
লিখেছেন
ইউসুফ হামীদী বিক্রমপুরী।
ভুল বিশ্বাস, ভ্রান্ত ধারণা , মূর্খতা এই গুলো পাপ বলেছেন মহা নবী (সাঃ)। আজ আমাদের যত অধপতন বিদআত অপকর্ম এর পিছনো রয়েছে মূর্খতা। তাই যুগে যুগে উলামায়ে কেরাম আমাদেরকে তাদের লিখনী বক্তৃতা ইত্যাদির মাধ্যমে মুসলিম জাতিকে সতর্ক করেছেন। আমরা তাদের কথাগুলোই শুধু নকল করে থাকি। আশরাফ আলী থানবী রহঃ এর আগলাতুল আওয়াম কিতাবটি এই ক্ষেত্রে একটি অনন্য।
সাবস্ক্রাইব করে সাথে থাকবেন জ্ঞান চর্চায় নিজেকে ধন্য করবেন।
মির্জা গোলাম আহমাদ তার বই আরবায়ীনের ভাষ্য অনুযায়ী সে ১৯০১ সনে স্বতন্ত্র নবুয়াতের দাবি করে বসে যা সুষ্পষ্ট কুফরী, ইসলামে থেকে খারিজ।তাদের একটি প্রসিদ্ধ গ্রন্থ ‘ হাকীকাতুন নুবুওয়াহ ' গ্রন্থে বলা হয়েছে , ' মির্জা গোলাম আহমদ ঐ অর্থে নবী , যে অর্থে পূর্ববর্তী হযরত মুসা ও ঈসা আলাইহিমুস সালাম নবী ছিলেন । যেমনিভাবে কোনো একজন নবীকে অস্বীকারকারী কাফের , তেমনিভাবে মির্জা গোলাম আহমদের নবুওত অস্বীকারকারীও কাফের । #মির্জাগোলামআহমদকাদিয়ানীকাফিরকেন?
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
Jeddah Saudi Arabia
Munshiganj, 22230
Assalamualaikum Welcome everyone to my page. I want your love and support. Love to all my friends.
Munshiganj
I am Priya From, Arob Emeritus, I am a Bangladeshi YouTuber. Like to make Bangladeshi Vlog Video