Md Sopon Sheikh 01
This is my entertainment ar video creator and comedy page everyone support me.
এই গরমে যে সব ভাইয়েরা মাঠে কাজ করতেছে এবং যে সব বোনেরা লাকড়ি দিয়ে চুলার মধ্যে রান্না করতেছে তাদেরকে জানাই হাজার ও স্যালুট
আল্লাহ সবাইকে হেফাজত করো
গজল Part.(2)
আমার মনের ঘরেতে রেখেছি যারে।
গজল Part.(1)
গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে।
゚viral
Hay Assalamualikum my all Friends
I've received 400 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন আল্লাহর রহমতে আমিও আপনাদের দোয়ায় ভালো আছি
হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক।
দান খয়রাত নিয়ে কোরআনের আলোকে একটু আলোচনা করা যাক। যদিও আমার জ্ঞান ক্ষুদ্র। তবু আমি আমার বুঝকে বিশ্লেষণ করছি।
"যদি তোমরা প্রকাশ্যে দান-সদকা কর, তবে তা কতই না উত্তম। আর যদি গোপনে ফকির-মিসকিনকে দান করে দাও, তবে আরো বেশি উত্তম। আর তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন।" (সূরা: বাকারা, আয়াত: ২৭১)
অর্থাৎ আপনি প্রকাশ্যেও দান খয়রাত করতে পারবেন। যদি উদ্দেশ্য পরিষ্কার থাকে তবে আল্লাহ আপনার দান কবুল করবেন। আর যদি গোপনে দান করেন, তা আরও বেশি উত্তম আপনার জন্য। তাই কাউকে প্রকাশ্যে দান করতে দেখলেই তাকে কটুক্তি করে, তার দান কবুল হবেনা এসব বলে নিজের ঈমানকে নড়বড়ে করবেন না। কার দোয়া, দান, কর্ম আল্লাহ তা'আলা কবুল করবেন, সেটা তিনি আপনাকে বোঝার ক্ষমতা দেন নি। বরং কটুক্তি করায় আপনার খাতায় গুনাহ লেখা হতে পারে।
সদকা দুই প্রকার। (১) সাধারণ সদকা (২) সদকায়ে জারিয়া। গরিব দুঃখীকে টাকা পয়সা দান করা, ভালো ব্যবহার করা সাধারণ সদকার অন্তর্ভুক্ত। আর সাদকায়ে জারিয়া বলা হয় ঐ সমস্ত সৎকর্ম যেগুলোর কল্যাণকারিতা স্থায়ী হয়।
তারমানে আপনি যদি কাউকে টাকা না দিতে পারলেও তার সাথে ভালো ব্যবহার করেন, সেটাও এক প্রকার দান।
শরীয়তে দান সাধারণত: দুই ভাগে বিভক্ত; একটি এমন দান যা বিশেষ কিছু শর্তে মুসলিম ব্যক্তির বিশেষ কিছু সম্পদে ফরয হয়, যা থেকে একটি নির্দিষ্ট অংশ দান করা তার উপর অপরিহার্য হয়। এমন দানকে বলা হয় যাকাত। আর অন্য দানটি এমন যে, মুসলিম ব্যক্তিকে তা করতে উদ্বুদ্ধ করা হয়েছে কিন্তু তার উপর অপরিহার্য করা হয়নি। এমন দানকে বলা হয় সাদাকা।
"এটা (যাকাত) প্রাপ্য সেসব অভাবগ্রস্ত লোকদের, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় নিয়োজিত থাকায় জীবীকার জন্যে জমিনে পদচারণা করতে পারে না এবং (আত্মসম্ভ্রমের কারণে) কারো নিকট হাত পাতে না বলে অজ্ঞ লোকেরা তাদেরকে অভাবমুক্ত মনে করে।তোমরা তাদের (দারিদ্র্যের) লক্ষণ দেখে চিনতে পারবে। তারা মানুষের নিকট মিনতি করে যাচনা করে না। আর যে কল্যাণকর কিছু তোমরা ব্যয় কর, নিশ্চয় আল্লাহ তা সবশেষ অবহিত।" (সূরা- বাকারাহ ২:২৭৩)
সাধারণ দান কারো জন্য বাধ্যতামূলক নয়। কিন্তু যাকাত নির্দিষ্ট কিছু মুসলিমের জন্য ফরজ বা আবশ্যক।
আমরা যদি একে অন্যকে ফলো করি তাহলে
200K হওয়া কোন ব্যাপার না।
এতে সকলের উপকার হবে।
ইনশাআল্লাহ।
আমাকে একটা নতুন পাঞ্জাবি কিনে দেবেন আমি ঈদের পড়ব।
এক অসহায় ছোট ভাইকে ঈদের জন্য একটা নতুন পাঞ্জাবি কিনে দিয়ে তার স্বপ্ন পূরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ।❤️
টাকা পামু কই ওষুধ খাইতে তিন বেলা ভাত ই জোটে না 🙂কোনরকম খাইয়া বাইচ্চা আছি 🥺😭
এই খালা অনেক অসুস্থ।টাকার অভাবে চিকিৎসা করাইতে পারতাছে না আমার যতটুকু সমর্থ্য ছিল আমি দিছি। গাইস তোমরা যদি এই অসহায় মানুষ টার পাশে দাঁড়াও এই অসহায় মানুষটাকে সাহায্য করো তাহলে হয়তোবা একটু ভালো থাকতে পারবে ।🙂🙂
আমি কোন লোক দেখানোর জন্য ভিডিও করিনি আমি চাই এই ভিডিও দেইখা অসহায় মানুষের পাশে আপনারও দাঁড়ান ভিডিওটা কেউ খারাপ মনে করবেন না 🙏
Sopon Sheikh 01
আসসালামু আলাইকুম সবাই আমার পেজটা একটু ফলো দিয়ে আমাকে একটু সাপোর্ট করেন।
হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি ফেসবুকে নতুন পেজ খুলছি আপনারা সবাই আমাকে ফলো দিয়ে সাপোর্ট করবেন আমি যেতে ভালো ভালো ভিডিও কনটেন্ট তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি ইনশাআল্লাহ।
জার যা সামর্থ আছে গরীব দুঃখী দের পাশে দাড়ান
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
The Whole Of Bangladesh
Munshiganj, 1500
I don’t care about popularity I live in reality 🙂
Munshiganj
মুন্সীগঞ্জ জেলার ঘটে যাওয়া সকল অপরাধ,অপকর্ম,অনিয়ম,দূর্নীতি সহ সকলতথ্য জানতে চোখ আমাদের ফেসবুক পেইজে
Betka Hat
Munshiganj, MAMUDATPUR
Hi my self Afroja Islam esha 🥰 and this is my officeal page .pls do follow my Page