Majhar Al Islam
ভূমিকম্পে হিমালয় কাঁপে—হৃদয় কাঁপে না ক্যান—
কেউ কারো না।
মনে যদি প্রেম দাও গভীর
মুখে যদি ভাষা দাও কবির
সবটুকু সঁপে দিয়ে হে প্রিয় রাসুল
তোমার চরণে দেবো কবিতার ফুল!
— Sayed Tanvir Enayet
তোমার চলে যাওয়া
অক্টোবরের মতো দীর্ঘ;—
শুনলাম ভালোবাসা নাকি পঁচে গেছে!?
যেখানে দাঁড়াও তুমি সেখানেই অপার্থিব আলো! 🙂
আলহামদুলিল্লাহ
শুভ সকাল।🌼
❑
যদি এই মুঠো ভরা বকুল ফুল
যদি এই খুলে রাখা কানের দূল—
❑
ধরো;—
টিনের চাল ফুটো করে
অগণিত অঝোরে বকুল
নাকে ও নাভিতে দুলে
গেঁথে যেতে চেইছে তুমুল!
❑
বেদনাকে ভেবে নিলে ফুল
একদিন ফোটবে বকুল!
❑
ইচ্ছাকৃত ভুলে ফেলে রেখে গেছি আমার বকুল,
ভুলে ফেলে গেছি ভেবে ফিরিয়ে দিও না।
যখনই প্রচন্ড মন খারাপ থাকে,ঠিক তখনই তেলাওয়াতে মুগ্ধ হই!
আমারে ভাঙ্গা কন্ঠে তেলাওয়াত আশা করি সকলেই শুনবেন।
দোয়ার মোহতাজ।
রোদের আগুনে নেই এতোখানি তেজ
যতোটা ঝলসে দেয় তোমার ক্লিভেজ!
আরও একটা বর্ষা চলে যাচ্ছে
হৃদয়ের কার্ণিশ ঘেঁষে
এখনও কোনো সর্বনাশ যে ঘটেনি
এই ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলছো
যদিও ধারণ করা হচ্ছে মিথ্যা স্ক্রিপ্ট
ভণ্ডামির ক্যামেরায়
সত্য এড়াতে পারলে, হতে পারলে চতুর
তুমিও ফ্রেমে থাকতে নায়কের রূপে।
অভিযোগ গুলো জমা থাক বুকের বাম পাশে,
যা কখনো আঙুল তুলবে না প্রিয় মানুষটার দিকে।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন!😪
তোমাদের জুলুম শেষ!
খুব দিয়েছো কষ্ট!
ইচ্ছে মতো দিয়েছো!
কষ্টের কিছুই বাকি রাখলে না!
তোমাদের মায়া নেই!
নেই কোনো দরদ!
ভালোবাসা নেই তোমাদের!
কী করে এতো নিষ্ঠুর হও তোমরা?
এখ কাকে কষ্ট দিবা?
জুলুম নির্যাতন কার সাথে করবা?
উনি এখন রবের কাছে আছেন।
খুব শান্তিতেই আছেন।
ও মালিক!
সে দুনিয়ায় কষ্ট করেছে, তুমি তাকে আর কষ্ট দিওনা।
একটু না অনেক খানি শান্তি দিও তাকে।
আমি কিছু লিখতে পারছিনা।
মোবাইলের স্ক্রিন ভিজে যাচ্ছে!
তন্দ্রাহীনতা। রাতভর বৃষ্টি। পাতার উপর জল পড়ার শব্দ। ফজর আজান। শ্রাবণ মাস।
কাঁচের চুড়ি ভাঙার মতন মাঝে মাঝেই ইচ্ছে করে
দুটো চারটে নিয়ম কানুন ভেঙে ফেলি!
—সুনীল গঙ্গোপাধ্যায়
দিয়েছি ফিরায়ে সব — সমুদ্রের জলে দেহ ধুয়ে
নক্ষত্রের তলে
বসে আছি — সমুদ্রের জলে
দেহ ধুয়ে নিয়া
তুমি কি আসিবে কাছে প্রিয়া!
---জীবনানন্দ দাশ
বর্ষা—প্রেমকে দ্বিগুণ করে তোলে, বিরহকে দশ গুণ।
মূলত ভালবাসা মিলনে মলিন হয়, বিরহে উজ্জ্বল।
~ হেলাল হাফিজ
প্রিয়!
তুমি বরং আকাশ হও মনের আড়াআড়ি──
নাইবা পেলাম ছুঁতে তোমায়; দেখতে যেনো পারি।
"আমি কি আর তোমার মত পারি,
নীরব হয়ে জ্বলতে?
সন্ধ্যাবাতির সলতে!"
Samarjit Sinha
জীবন সে তো অথৈ পাথারে ভাসমান এক ভেলা,
জীবন যে এক মেঘলা আকাশ রোদেলা আকাশ খেলা।
কোনো এক ভোরবেলা, রাত্রি শেষে শুভ শুক্রবারে মৃত্যুর ফেরেশতা যদি এসে দেয় যাওয়ার তাকিদ—
অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে ভালোমন্দ যা ঘটুক মেনে নেবো এ আমার ঈদ—
—কবি আল মাহমুদ।
ভালো থাকতে জানতে হয়;—
হায় খোদা;—
তোমার দুনিয়ার সবই সুন্দর, এমনকি বিপদ আপদ গুলোও।
বৃষ্টিস্নাত শহর রাজশাহী।
আর সাথে আছে কৃষ্ণচূড়া!
যেওনা গোধূলি বেলা ফুরালে
জীবনে যদিও গো সন্ধ্যা নামে!
সন্ধ্যে পাখি নীড় ভুলে তুমি
কোথায় দিয়েছো ডুব?
তুমি ছায়ার মতো থাকলে
আমার ঘুম হতো আজ খুব।
অন্তত ভেতরটা মরে না গেলেই আমরা সুখী!
দিনশেষে এটাই চাওয়া!
আসুন কান্না জরিপ করিঃ
১)কাউকে জড়িয়ে ধরে কেঁদেছেন?
২)কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়েছেন?
৩)গান শুনতে শুনতে কেঁদেছেন?
৪)ওয়াশরুমে ঢুকে কেঁদে আবার মুখ মুছে বের হয়েছেন?
৫)কারো কথায় কষ্ট পেয়ে কেঁদেছেন?
৬)প্রিয় মানুষের সামনে কেঁদেছেন?
৭)মুভি দেখে কেঁদেছেন?
৮)খাবার সামনে নিয়ে কেঁদেছেন?
৯)কারো কান্না দেখে কেঁদেছেন?
১০) হাসতে হাসতে কেঁদেছেন?
১১) আকাশের দিকে তাকিয়ে কেঁদেছেন?
আপনার স্কোর কতো?
ভূমিকম্পে হিমালয় কাঁপে—হৃদয় কাঁপে না ক্যান—
যে প্রাণ দিলাম তোমায় সে তো তোমারই দেয়া;—
আসল কথা এই;—তোমাকে কিছুই দেয়া হলো না।
ভুলে যেও আমাকে;—
কী আমার নাম
কে ছিলাম!
আলহামদুলিল্লাহ,
আরো ৩ টি মামলা সহ মোট১৮টি মামলায় জামিন পেয়েছে মাওলানা মা-মুনুল হক হাফিঃ।❤
কৃষ্ণচূড়ার রঙ চেনো?
কালো হওয়ার কথা ছিল।
কিন্তু দেখো, কেমন রক্তবর্ণ!
৫ই মে ২০১৩
মনে কি পড়ে?
মনে কি আছে?
কিছু স্মৃতি সারা জীবন মনে থেকে যায়!
আসসালামু আলাইকুম।
ফজরের স্নিগ্ধ বাতাসের শুভেচ্ছা! 🌼
আপনার ভুলে যাওয়া বন্ধুটিকে ম্যানশন দিন।
জীবন তো মাগরিবের সালাতের আযান আর ইকামাতের মধ্যকার সময়ের মতোই— সংক্ষিপ্ত।
আরিফ আজাদ
ইশ—এমন একটা দৃশ্য যদি থাকতো;
আমার কাঁধে যদি তোমার মাথা থাকতো!
তোমারে দেখিল পরান ভরিয়া, আসমান জমিন দরিয়া!
বুখারী প্রথম হাদিস "أنما الاعمال بالنيات" এর দরসের মাধ্যমেই প্রতিবছর হাদিসের পাঠদান শুরু হয় মাদরাসাগুলোতে। কিন্তু এই হাদিসের শিক্ষা থেকে আমরা আজ কতদূরে তা পুনর্বিবেচনার সময় এসেছে।
আজ নারায়ণগঞ্জ কোর্টে প্রিজনভ্যানের বাইরে দাঁড়িয়ে যে সকল সৌভাগ্যবানরা দরসে অংশগ্রহণ করলেন তারা ইতিহাসের অংশ হয়ে থাকলেন। ধারণ করা ভিডিওচিত্রের ব্যাকগ্রাউন্ডে ভেসে আসা কান্নার আওয়াজ সাক্ষী করে রাখলো সারাবিশ্বের লাখো কোটি তৌহিদী জনতাকে।
সত্যের পক্ষে রাসুলুল্লাহর সংগ্রামী সীরাতের শিক্ষা ও ইমাম বুখারীর বিপ্লবী জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠছে আল্লামা মামুনুল হকের মাঝে। তাইতো হাদিসের ব্যাখ্যায় বলা শব্দগুলোর জলন্ত দৃষ্টান্ত যেন তিনি নিজেই। প্রিজনভ্যানের ছোট্ট জানালা দিয়ে হাত নেড়ে দীপ্তকণ্ঠে দরস দিয়ে তিনি প্রমাণ করলেন যতই দমিয়ে রাখা হোক, ঈমানী শক্তি ততই তীব্র হবে। যত জুলুম হবে দরসের শাগরিদ থেকে মাঠের নেতাকর্মীরা ততই উজ্জীবিত হবে।
প্রিজনভ্যান থেকে বলা দরসের প্রতিটা শব্দ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে..
"আল্লাহ এবং আল্লাহর রাসুলের জন্য হিজরত করার অর্থ হল দুনিয়ার সবকিছু ছাড়া, আল্লাহ এবং আল্লাহর রাসুলকে খুশি করার জন্য দুনিয়ার সমস্ত স্বার্থকে ত্যাগ করা, সমস্ত মিথ্যাকে ত্যাগ করা, সমস্ত অন্যায়কে ত্যাগ করা, এই হিজরতের শিক্ষা দিয়েই বুখারী শরিফের কিতাব শুরু। তোমরা যারা বুখারী শরিফ পড়বা এই নিয়ত, এই চেতনা বুকে ধারণ করবা"
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Telephone
Address
DURGAPURNETROKONA