Basic English Studies
Since 2013
সবার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে যাক। এই প্রত্যাশায় দেশে এবং প্রবাসে অবস্থানরত সকল বন্ধু বান্ধব ও শুভানুধ্যায়ীদের Basic English Studies এর পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
🌹🌹ঈদ মোবারক🌹🌹
Basic English Studies এর পক্ষ থেকে ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।
Appropriate Preposition ৫ম পর্ব
-Callous to / about (অন্যের কষ্টে কোন আবেগ,দয়া বা সহানুভূতি অনুভব করে না, এমন ব্যক্তি/ উদাসীন; নির্বিকার): My friend was callous to / about my tension and suffering – আমার বন্ধু আমার টেনশন এবং যন্ত্রণার প্রতি উদাসীন ছিলো।
My house tutor was not callous about my pain and told me to be patient. – আমার হাউস টিউটর আমার যন্ত্রণা সম্পর্কে উদাসীন বা নির্বিকার ছিলেন না এবং আমাকে ধৈর্য ধরতে বলেছিলেন।
-Capable of (কিছু করার জন্য প্রয়োজনীয় গুণাবলী বা ক্ষমতা থাকা; কিছু করতে দক্ষ বা সক্ষম): Our national cricket team is capable of beating any cricket-playing country. – আমাদের জাতীয় ক্রিকেট দল যে কোনো ক্রিকেট খেলা দেশকে হারাতে সক্ষম। My students are capable of hard work. – আমার ছাত্ররা কঠোর পরিশ্রম করতে সক্ষম।
-Capacity for (কারো একটি নির্দিষ্ট কাজ করার ক্ষমতা বা সমর্থ্য): The cricket players of our country showed their capacity for hard practice. – আমাদের দেশের ক্রিকেট খেলোয়াড়রা কঠোর অনুশীলনের জন্য তাদের ক্ষমতা দেখিয়েছে।
-Capacity of (ধারণ ক্ষমতা): This classroom has a capacity of 40 students. – এই শ্রেণীকক্ষটিতে ৪০ জন শিক্ষার্থীর ধারণক্ষমতা রয়েছে। My computer hard disk has a capacity of 500 gigabytes. – আমার কম্পিউটারের হার্ডডিস্কের ধারণ ক্ষমতা ৫০০ গিগাবাইট।
-Care for somebody (এমন কাউকে যেমন, শিশু, বৃদ্ধ বা অসুস্থ ব্যক্তিকে দেখাশোনা করা যে নিজের যত্ন নিতে সক্ষম নয়): I need to stay at home almost all the time to care for my father. – আমার বাবার যত্ন নেওয়ার জন্য আমাকে প্রায় সব সময় বাড়িতে থাকতে হয়। Synonym: to take care of; look after.
-Care for somebody/something (সাধারনত: না-বোধক অর্থে ব্যবহৃত হয়) (কাউকে বা কোন কিছুকে পছন্দ না করা বা পাত্তা না দেওয়া): I don’t care for him. – আমি তাকে পাত্তা দিই না। I don’t care for those things that happened yesterday. – গতকাল যে ঘটনাগুলো ঘটেছে সেসবের জন্য আমি পরোয়া করি না।
-Care for something (কোন কিছু বা বস্তুকে দেখেশুনে রাখা যাতে বস্তুটি ভাল অবস্থায় থাকে; কোন বস্তুর প্রতি যত্নশীল হওয়া): Your laptop won’t last long if you don’t care for it properly. – তোমার ল্যাপটপ বেশি দিন স্থায়ী হবে না যদি তুমি সঠিকভাবে এর যত্ন না করো। Synonym: to take care of.
-Careful of (কোন কিছুর প্রতি যত্নবান): I am careful of my health.
-Careless of / about (কোন কিছুর প্রতি উদাসীন): He is careless of / about his health. -সে তার স্বাস্থ্যের ব্যাপারে উদাসীন।
–Cause of (পূর্বের কোন ঘটনার কারন বা ফল): What is the cause of his such behaviour? – তার এমন আচরণের কারণ কী?
-Cause for (কোন কিছুর পরবর্তী কারন বা ফল): There is no cause for any anxiety about what will happen. – কি হবে তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।
-Cautious of ( চরম বিপজ্জনক হতে পারে এমন জিনিসগুলির বিষয়ে সতর্ক হওয়া বা থাকা): Everybody should be cautious of snakes while walking at night because some of them may bite. – রাতে চলাফেরা করার সময় সাপ থেকে সবাইকে সতর্ক থাকতে হবে কারণ তাদের কেউ কেউ কামড়াতে পারে।
Cautious about (সাধারনভাবে কেহ যা কিছু করতে চায় বা বলতে চায়, সে সম্পর্কে খুব সতর্ক থাকা এবং ঝুঁকি নিতে না চাওয়া কারণ সে সম্ভাব্য সমস্যাগুলি এড়াতে চায়): Good students are always cautious about utilizing their time properly. – ভালো শিক্ষার্থীরা তাদের সময়কে সঠিকভাবে কাজে লাগাতে সবসময় সতর্ক থাকে। I am always cautious about speaking with unknown people on the street. – রাস্তায় অপরিচিত লোকের সাথে কথা বলার ব্যাপারে আমি সবসময় সতর্ক থাকি।
Certain of / about (নিশ্চিত বা কোন বিষয়ে কোন সন্দেহ না থাকা): Most of the students were quite certain about/of their good results in the Exam. – বেশিরভাগ শিক্ষার্থীই পরীক্ষায় তাদের ভাল ফলাফল সম্পর্কে বেশ নিশ্চিত ছিল।
Charge against (‘Charge’ শব্দটি যখন noun হিসাবে ব্যবহৃত হয়ে তার অর্থ ‘অভিযোগ’ বুঝায়, তখন preposition হয় ’against’): I have no charge against him. – তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।
Charge of (‘Charge’ শব্দটি যখন noun হিসাবে ব্যবহৃত হয়ে তার অর্থ ‘দায়িত্ব’ বুঝায়, তখন preposition হয় ’of’): He is in the charge of running the school. – তিনি বিদ্যালয় পরিচালনার দায়িত্বে রয়েছেন।
Charge for (‘Charge’ শব্দটি যখন noun হিসাবে ব্যবহৃত হয়ে তার অর্থ ‘কোন কাজের ফি বা পারিশ্রমিক প্রভৃতি’ বুঝায়, তখন preposition হয় ’for’): What is the charge for repairing this refrigerator? – এই রেফ্রিজারেটর মেরামতের জন্য চার্জ/ফি কত?
Charge with (‘Charge’ শব্দটি যখন verb হিসাবে ব্যবহৃত হয়ে তার অর্থ ‘কোন বিষয়ে অভিযোগ অভিযোগ আনা ’ বুঝায়, তখন preposition হয় ’with’): The man was charged with theft and robbery. – ওই ব্যক্তির বিরুদ্ধে চুরি ও ডাকাতির অভিযোগ আনা হয়েছে। The court has charged him with murdering an innocent man. – আদালত তার বিরুদ্ধে একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যার অভিযোগ এনেছে।
-Charge for (‘Charge’ শব্দটি যখন verb হিসাবে ব্যবহৃত হয়ে তার অর্থ ‘কোন বিষয়ের বা কাজের ফি ধরা ’ বুঝায়, তখন preposition হয় ’for’): The doctor didn’t charge any fee for this prescription. – এই প্রেসক্রিপশনের জন্য ডাক্তার কোন ফি নেননি।
-Charge to (‘Charge’ শব্দটি যখন verb হিসাবে ব্যবহৃত হয়ে তার অর্থ ‘কোন বস্তু বা কাজের মূল্য/দাম ধরা/নেয়া’ ’ বুঝায়, তখন preposition হয় ’to’): Please give me a bag of rice and charge the price to me. – দয়া করে আমাকে এক বস্তা চাল দিন এবং আমার কাছে দাম দিন।
Appropriate Preposition ৪র্থ পর্ব।
-Blind to (কোন দোষ দেখতে না পাওয়া; মন্দ কিছু বুঝতে না চাওয়া): He is blind to his son’s faults. – তিনি তার ছেলের দোষের প্রতি অন্ধ। অর্থাৎ তিনি তার ছেলের দোষ দেখতে পান না।
-Blush at (দোষ বা ভূলের জন্য লজ্জা বা বিব্রত বোধ করার কারনে মুখ লাল হওয়া): He blushed at his own mistake at the meeting. – তিনি সভায় নিজের ভুলের জন্য লজ্জিত হন।
-Boast of / about (নিজের উপর অতিরিক্ত গর্ব প্রকাশ করা; বড়াই করা): Rahim boasted of / about his parent’s wealth. – রহিম তার পিতামাতার সম্পদ নিয়ে গর্ব করেছিল।
-Born of / to (পিতামাতার থেকে জন্মগ্রহণ করা): Rahim was born of / to wealthy parents. – রহিম ধনী পিতামাতার থেকে জন্মগ্রহণ করেছিলো। Faruk was born of / to poor parents. – ফারুক দরিদ্র পিতামাতার থেকে জন্মগ্রহণ করেছিলো। He was born of/to Bangladeshi parents. – সে বাংলাদেশী পিতা -মাতার থেকে জন্মগ্রহণ করেছিলো।
-Born into (পরিবারে জন্মগ্রহণ করা): Rafiq was born into an aristocratic family. – রফিক একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলো। Faruk was born into a wealthy family. – ফারুক একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলো। These children were born into poor families. – এই শিশুরা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলো।
-Born on (জন্মগ্রহণের দিন বা তারিখ): Rahim was born on April 29, 2010. – রহিমের জন্ম ২৯ এপ্রিল, ২০১০।
-Born in (জন্মগ্রহণের বছর বা স্থান): Rahim was born in 2010. – রহিমের জন্ম ২০১০ সালে। Rahim was born in Rajshahi on April 29, 2010. – রহিমের জন্ম রাজশাহীতে ২৯ শে এপ্রিল, ২০১০। Rahim was born in a small village in Bangladesh. – রহিমের জন্ম বাংলাদেশের একটি ছোট গ্রামে।
-Born with (কোন রোগ, ব্যাধি বা সমস্যা নিয়ে জন্মগ্রহণ করা): This baby was born with weak eye vision. – এই শিশুটি দুর্বল চোখের দৃষ্টি নিয়ে জন্মগ্রহণ করেছিল।
-Borrow something from (কারো কাছ থেকে কিছু ধার নেওয়া): I borrowed a pen from my friend. – আমি আমার বন্ধুর কাছ থেকে একটি কলম ধার নিয়েছিলাম। Yesterday he borrowed one hundred taka from me. – গতকাল সে আমার কাছ থেকে একশ টাকা ধার নিয়েছিল।
-Bound for (কোন ব্যক্তি বা বস্থু কোন একটি অবস্থানের দিকে বা গন্তব্যের দিকে যাওয়ার জন্য নির্ধারিত): I am bound for my home today. – আমি আজ আমার বাসার দিকে যাবো। The train is bound for Dhaka. – ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাবে।
-Burdened with [কোন কাজ বা কোন দায়িত্ব (যা সাধারনত: (মানসিকভাবে) বহন করা হয়, তা দ্বারা ভারাক্রান্ত হওয়া বা থাকা]: I was burdened with many problems. – আমি অনেক সমস্যায় ভারাক্রান্ত ছিলাম। Rahim was burdened with a huge bank loan. – রহিম ব্যাংকের বিশাল লোনের বোঝা দ্বারা ভারাক্রান্ত ছিল। That man is burdened with guilt. – সেই মানুষটি অপরাধবোধে ভারাক্রান্ত।
-Burst into [সাধারনত: আবেগ প্রকাশ করার জন্য হঠাৎ করে একটা শব্দ শুরু করা, বিশেষ করে গান গাওয়া, কান্না করা বা হাসতে শুরু করা প্রভৃতি): Getting the exam result, Rahim burst into tears. – পরীক্ষার ফলাফল পেয়ে রহিম কান্নায় ভেঙে পড়লো (অর্থাৎ হটাৎ কান্না করতে শুরু করলো)। He burst into laughter. – সে হাসিতে ফেটে পড়ল (অর্থাৎ হটাৎ হাসতে লাগলো)। Rahim burst into song at the good news. – সুসংবাদে রহিম গানে ফেটে পড়ল (অর্থাৎ হটাৎ গান গাইতে শুরু করলো)।
-Busy with (কোন সুনির্দিষ্ট কাজ নিয়ে ব্যস্ত থাকা): I am busy with my English learning course. – আমি আমার ইংরেজি শেখার কোর্স নিয়ে ব্যস্ত।
Busy at (কোন স্থানে ব্যস্ত থাকা): My English teacher remains busy at school. – আমার ইংরেজি শিক্ষক স্কুলে ব্যস্ত থাকেন। His wife is busy at the hospital to take care of her husband. – তার স্ত্রী তার স্বামীর যত্ন নেওয়ার জন্য হাসপাতালে ব্যস্ত।
Note: কোন সুনির্দিষ্ট কাজ নিয়ে ব্যস্ত থাকা বুঝাতে busy-এর পর কোন preposition ব্যবহার না করে gerund অর্থাৎ verb-ing ব্যবহার করা যায়। যেমন, I am busy learning English. – আমি ইংরেজি শিখতে ব্যস্ত।
Appropriate Preposition-৩য় পর্ব।
-Ask (a person) for (a thing) (কোন জিনিষ বা বস্তুর জন্য কোন ব্যক্তিকে বলা): I asked him for help. – আমি তাকে সাহায্যের জন্য বলেছিলাম। I asked him for coming to my house for dinner. – I asked him for coming to my house for dinner.
-Aspire to (আকাংখা করা): I do not aspire to a high position or riches in my life. – আমি আমার জীবনে উচ্চ পদ বা সম্পদের আকাঙ্ক্ষা করি না।
-Aspiration for or after (আকাংখা): I do not have an aspiration for a high position or riches in my life. – আমার জীবনে উচ্চ পদ বা সম্পদের আকাঙ্ক্ষা নেই।
-Ashamed of (বিব্রতবোধ হওয়া, লজ্জিত হওয়া): He is ashamed ofhis conduct. – সে তার আচরণে লজ্জিত।
-Assign to (নির্দিষ্ট করে দেওয়া; ধার্য্য করে দেওয়া; ন্যস্ত করা): This English lesson has been assigned to our most senior teacher. – এই ইংরেজি পাঠটি আমাদের সবচেয়ে সিনিয়র শিক্ষকের উপর ন্যস্ত করা হয়েছে।
-Assure somebody of something (কাউকে কিছু নিশ্চিত করা): I assured him of getting good marks in English. – আমি তাকে ইংরেজিতে ভালো নম্বর পাওয়ার আশ্বাস দিয়েছি।
-Astonish (কাউকে) ব্যাপকভাবে বিস্মিত বা প্রভাবিত করা। (Active voice-এ preposition ব্যবহৃত হয় না): His behavior, as well as intellect, astonished me. – তার আচরণ ও বুদ্ধি আমাকে বিস্মিত করেছে। His success astonished everybody. – তার সাফল্য সবাইকে চমকে দিয়েছে।
-Astonish at / by (কোন কিছুতে) ব্যাপকভাবে বিস্মিত বা প্রভাবিত হওয়া। (Passive voice-এ preposition ব্যবহৃত হয়): I was astonished at his pronunciation of English words. – তার ইংরেজী শব্দের উচ্চারণে আমি বিস্মিত হয়েছিলাম।
-Attacked by a person: (কান ব্যক্তির দ্বারা আক্রমনের স্বীকার হওয়া): I was attacked by a gang of robbers. – আমি একদল ডাকাত দ্বারা আক্রান্ত হয়েছিলাম।
-Attacked with fever or something (জ্বর, অসুখ বা অন্য কোন কিছু দ্বারা আক্রমনের স্বীকার হওয়া বা আক্রান্ত হওয়া): He was attacked with coronavirus, but now he is well. – সে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু এখন সে ভালো আছে। He attacked me with a knife. – সে আমাকে ছুরি দিয়ে আক্রমণ করেছিলো।
-Attitude to / towards (কোন ব্যক্তি বা বস্তুর প্রতি দৃষ্টিভঙ্গি বা মনোভাব প্রকাশ করার জন্য attitude শব্দের পর to অথবা towards ব্যবহার করা যায়): What is your attitude to / towards your friend? – তোমার বন্ধুর প্রতি তোমার মনোভাব কী? I don’t have a negative attitude to / towards him. – তার প্রতি আমার নেতিবাচক মনোভাব নেই।
-Authority over: (আদেশ দেওয়ার, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা অধিকার): Our teacher has full authority over his students. – আমাদের শিক্ষকের তার ছাত্রদের উপর সম্পূর্ণ কর্তৃত্ব আছে।
-Avail (oneself) of (a thing / an opportunity) (কোন একটি বিষয় বা সুযোগ কাজে লাগানো): He did not avail himself of my advice. – সে আমার উপদেশ কাজে লাগিয়েছে।
Welcome to my newest followers! Excited to have you onboard! Monir Hossain Shaikat, Nurul Amin, Harun Ar Rashid, Sabnoor Esrat
Appropriate Preposition-২য় পর্ব।
-Addicted to (আসক্ত): A lot of people have been addicted to the Facebook. – অনেকেই ফেসবুকে আসক্ত হয়ে পড়েছে।
-Adept in (দক্ষ; পারদর্শী): He is adept in computer programming. – তিনি কম্পিউটার প্রোগ্রামিংয়ে পারদর্শী।
-Adequate to (পর্যাপ্ত, যথেষ্ট): This amount of money is adequate to our expectation. – এই পরিমাণ অর্থ আমাদের প্রত্যাশার জন্য পর্যাপ্ত।
-Adhere to (শক্তভাবে লেগে থাকা): Try to adhere to your plan. – তুমি তোমার পরিকল্পনার সাথে লেগে থাকার চেষ্টা করো। He adhered to the kito diet. – সে কিটো ডায়েটে শক্তভাবে আছে বা কিটো ডায়েটে লেগে আছে।
-Adjacent to (সংলগ্ন; পার্শ্ববর্তী): His house is adjacent to my house. – তার বাড়ি আমার বাড়ির সংলগ্ন বা পাশেই।
-Adjourn until (কোন সময়, দিন, তারিখ বা মাস পর্যন্ত কোন গুরুত্বপূর্ণ কোন আলোচনা, সিদ্ধান্ত বন্ধ রাখা, স্থগিত করা, মুলতবি করা): Our discussion on the cricket match was adjourned until Tuesday. – ক্রিকেট ম্যাচ নিয়ে আমাদের আলোচনা মঙ্গলবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।
-Adjourn something for (কোন কিছুর জন্য আলোচনা, সভা প্রভৃতি বন্ধ রাখা, স্থগিত করা): We adjourned our meeting for lunch. – আমরা মধ্যাহ্নভোজের জন্য আমাদের সভা মুলতবি করেছি।
-Advance toward (কোন কিছুর দিকে বা কোন স্থানের দিকে অগ্রসর হওয়া): He is advancing towards success. – সে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে।
-Advance through (কোন কিছুর ভিতর দিয়ে অগ্রসর হওয়া): He is advancing through so many problems. – সে অনেক সমস্যার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে।
-Advance on / against (প্রতিপক্ষের দিকে অগ্রসর হওয়া): Our troops advanced against the enemy. – আমাদের সৈন্যরা শত্রুর দিকে এগিয়ে গেলো।
-To take advantage of (সুযোগ বুঝে অসৎ উদ্দেশ্যে সুবিধা নেওয়া): They took advantage of my mistakes. – তারা আমার ভুলের সুযোগ নিয়েছে।
-To gain / get / have advantage over (তুলনামূলকভাবে অন্যের চেয়ে বেশী সুবিধা পাওয়া): They gained / got / had advantage over me in the competition. – তারা প্রতিযোগিতায় আমার চেয়ে বেশী সুবিধা লাভ করেছিল।
-Adverse to (বিপরীত; বিরুদ্ধে; বিরোধী): What you are doing is completely averse to our interest. – তুমি যা করছো, তা আমাদের আগ্রহের সম্পূর্ণ বিপরীত।
-Affection for (স্নেহ, মায়া ইত্যাদি): She felt no affection for her baby. – সে তার সন্তানের জন্য কোন স্নেহ অনুভব করেনি।
-Afraid of (কোন বিষয়ে চিন্তায় ভীত; ভয়ে ভীত): The boy is afraid of the dog. – ছেলেটি কুকুরকে ভয় পায়। Small children are afraid of the dark. – ছোট শিশুরা অন্ধকারকে ভয় পায়।
-Agree with (কোন ব্যক্তির সংগে একমত হওয়া): I agree with you about your plan. – তোমার পরিকল্পনার ব্যাপারে আমি তোমার সাথে একমত।
-Agree to (কোন বিষয়ে যেমন পরিকল্পনা, বক্তব্য ইত্যাদিতে একমত হওয়া বা সম্মত হওয়া): I agree to your plan / proposal. – আমি তোমার পরিকল্পনা / প্রস্তাবে সম্মত।
-Agree on (কোন বিষয়ের কোন সুনির্দিষ্ট point-এর উপর সম্মত বা রাজী হওয়া): I agree on this point. – আমি এই সুনির্দিষ্ট বিষয়ে একমত।
-Aim at (আঘাত করার জন্য কোন কিছুর দিকে তাক করা বুঝাতে aim-এর পর at + যার দিকে তাক করা হয়): He aimed at the bird. – সে পাখিকে (আঘাত করার জন্য) তাক করেছিলো।
-Answer for (কারো কোন কৃত কর্মের জন্য উত্তর দেওয়া বা কৈফিয়ত দেওয়া): I am not responsible for that work. You must answer for your conduct. – আমি সেই কাজের জন্য দায়ী নই। তোমার আচরণের জন্য তোমাকে অবশ্যই উত্তর দিতে হবে।
-Antidote to (প্রতিষেধক) There is no effective antidote to coronavirus. – করোনা ভাইরাসের কোন কার্যকর প্রতিষেধক নেই।
-Antipathy to / towards ( কোন ব্যক্তি বা বস্তুর উপর বিরাগ, বিতৃষ্ণা বা অপচ্ছন্দের অনুভূতি; প্রতিপক্ষতা): He had an antipathy to/towards his senior friends. – তার সিনিয়র বন্ধুদের প্রতি তার একটা প্রতিপক্ষতা ছিল। I have an antipathy to smoking. – আমার ধূমপানের প্রতি বিরাগ বা বিতৃষ্ণা আছে।
-Anxious about (anxious-এর অর্থ যখন উদ্বিগ্ন বা চিন্তিত বুঝানো হয়, তখন anxious-এর about ব্যবহৃত হয়): My mother is anxious about my health. – আমার মা আমার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন।
-Anxious for (anxious-এর অর্থ যখন কোন কিছুর প্রত্যাশা করা হয়, তখন anxious-এর পর for বসে): Every mother is anxious forher children’s success. – প্রতিটি মা তার সন্তানের সাফল্যের প্রত্যাশা করে।
-Appeal to (কোন ব্যক্তির কাছে কোন কিছুর জন্য প্রার্থনা বা আবেদন করা): He appealed tothe Principal for pardon. – সে অধ্যক্ষের কাছে ক্ষমা প্রার্থনা করলো।
-Appeal for (কোন কিছুর জন্য আবেদন করা): The students appealed for pardon. – ছাত্ররা ক্ষমার জন্য প্রার্থনা করলো। The students will appeal to the Principal for pardon. – ছাত্ররা ক্ষমা চেয়ে অধ্যক্ষের কাছে আবেদন করবে।
-Appeal against (কোন সিদ্ধান্ত বা রায়ের বিরুদ্ধে আবেদন করা): They will appeal against the decision of the committee. – তারা কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে।
What is an appropriate preposition?
যে সকল preposition-এর বাক্য গঠনের ক্ষেত্রে নিজস্ব অর্থ থাকে না, এবং যারা বাক্যের কোন একটি শব্দের উপর ভিত্তি করে ব্যবহৃত হয়, সেটিকেই উক্ত শব্দের appropriate preposition বলে।
Appropriate preposition- আরও দুইটি বৈশিষ্ট্য, তারা হচ্ছে:
সাধারনত: এই preposition-এর নিজস্ব হুবহু শ্বাব্দিক অর্থ (word meaning) থাকে না।
Preposition-টি কোন একটি word বা শব্দের উপর ভিত্তি করে ব্যবহৃত হবে।
Example:
-Abide by (মেনে চলা): এখানে Abide শব্দের preposition হিসাবে by ব্যবহৃত হয়েছে। লক্ষ্য করলে দেখা যাবে যে, Abide by দ্বারা কোন বাক্য তৈরী করলে by-এর নিজস্ব কোন অর্থ পাওয়া যাবে না। তৎসঙ্গে এটিও লক্ষ্যনীয় যে, by শব্দটি Abide শব্দের উপর ভিত্তি করে ব্যবহৃত হয়েছে।
He abides by the rules of the college. – সে কলেজের নিয়ম মেনে চলে।
Appropriate preposition-এর বিষয়ে যে ধারনা পাওয়া গেল, সেটা থেকে বুঝা যাচ্ছে যে, শুদ্ধভাবে ইংরেজি লিখা ও বলার জন্য কোন বিশেষ শব্দের জন্য যে preposition-টি appropriate, তা মুখস্ত রাখতে হবে। এ ধারণার আলোকেই এখন আমরা বিভিন্ন শব্দের জন্য কোন preposition–টি appropriate হিসাবে ব্যবহৃত হয়, সে বিষয়ে স্ববিস্তারে জানবো।
Words starting with ‘A’
-Abide by (কোন সিদ্ধান্ত, আদেশ বা ইচ্ছা ই মেনে চলা): The students promised to abide by the rules of the college. -শিক্ষার্থীরা কলেজের নিয়ম মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছিল।
– Abound in / with (কোন কিছু দ্বারা পরিপূর্ণ হয়ে থাকা): Sundarbans abound in / with wild animals. – সুন্দরবন বন্য প্রাণীতে পরিপূর্ণ।
-Absent + from + a place / occasion (যেখানে থাকার কথা ছিল, সেখানে না থাকা; অনুপস্থিত থাকা): He was absent from class today. – সে আজ ক্লাসে অনুপস্থিত ছিল। The student was absent from the school. – ছাত্রটি স্কুলে অনুপস্থিত ছিল।
-Absorbed in (মগ্ন হওয়া): He is absorbed in thought. – সে চিন্তায় মগ্ন হয়ে আছে।
– Abstain from (কোন কিছু করা অথবা কোন কিছু খাওয়া বা পান করা থেকে বিরত থাকা ): He promised that he would abstain from drinking / smoking / overeating. – সে প্রতিশ্রুতি দিয়েছিলো যে সে মদ্যপান / ধূমপান / অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকবে।
-Accede to (অন্য কোন ব্যক্তির প্রস্তাব, অনুরোধ ইত্যাদিতে রাজী হওয়া বা মেনে নেওয়া বা সম্মত হওয়া): Our head teacher graciously acceded to our request for going to picnic. – আমাদের প্রধান শিক্ষক অনুগ্রহ করে পিকনিকে যাওয়ার জন্য আমাদের অনুরোধ মেনে নিয়েছেন। I have a problem to accede to your proposal. – তোমার প্রস্তাব মানতে আমার সমস্যা আছে।
-Access to (কোন ব্যক্তি, বস্তু বা স্থানের নিকটে যাবার সুযোগ / প্রবেশাধিকার): The students have free access to the college principal. – আমাদের প্রধান শিক্ষক অনুগ্রহ করে পিকনিকে যাওয়ার জন্য আমাদের অনুরোধ মেনে নিয়েছেন।
-Accessible to (কোন ব্যক্তি, বস্তু বা স্থানের নিকটে সহজে পৌছানো যায়, এমন): Our college principal is accessible to all. -আমাদের কলেজের অধ্যক্ষ সকলের কাছে সকলের জন্যই পৌছানো সহজ।
-Accuse + a person + of (কোন ব্যক্তিকে কোন অন্যায় কাজের জন্য বা ব্যহারের জন্য অভিযুক্ত করা): They accused him of lying. – তারা তাকে মিথ্যা বলার জন্য অভিযুক্ত করেছে।
Note: কিন্তু ‘charge’-এর অর্থ যখন ’অভিযোগ করা বা অভিযোগ আনা’ হয়, তখন ‘charge’-এর পর with বসে। The man was charged with murder. Why do you charge me with telling lies to you?
-Accustomed to (কোন কিছুতে অভ্যস্থ হওয়া): He is not accustomed to cold weather. – সে ঠান্ডা আবহাওয়ায় অভ্যস্ত নয়।
-Acceptable to (গ্রহণ করার জন্য উপযুক্ত; কোন কিছু কারো কাছে গ্রহণযোগ্য ): Your proposal is not acceptable to us. – তোমার প্রস্তাব আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। Your offer is not acceptable to me. – তোমার প্রস্তাব আমার কাছে গ্রহণযোগ্য নয়।
-Accompanied by (a person) – কারো সঙ্গী হওয়া: I was accompanied by my friend. – আমি আমার বন্ধুর সঙ্গী হয়েছিলাম।
-Accompanied with (a thing): My friend is suffering from fever accompanied with headache. – আমার বন্ধু মাথাব্যথার সাথে জ্বরে ভুগছে।
-According to (অনুসারে; অনুযায়ী): According to your advice, I studied regularly. – তোমার পরামর্শ অনুযায়ী আমি নিয়মিত পড়াশোনা করেছি।
– In accordance with (অনুসারে; অনুযায়ী): In accordance with your request, I am going there. – তোমার অনুরোধ অনুযায়ী, আমি সেখানে যাচ্ছি।
-Account for (account শব্দটি যখন verb হিসাবে ব্যবহৃত হয়, তখন account-এর for বসে এবং অর্থ হবে: কোন বিষয়ের আর্থিক হিসাব দেয়া): They will have to account for the money they spent. – তাদের খরচ করা অর্থের হিসাব দিতে হবে।
-Accountable to (দায়ী বা দায়বদ্ধ): He is accountable to his boss for his action. – তিনি তার কর্মের জন্য তার বসের কাছে দায়বদ্ধ।
-Acquainted with(পরিচিত): I am acquainted with him. – আমি তার সাথে পরিচিত।
-Acquit + a person + of + blame / crime or something (কোন অভিযোগ / অপরাধ থেকে অব্যহতি দেওয়া): They acquitted him of the blame. – তারা তাকে দোষ থেকে মুক্তি দিলো।
-Add + something + to something (কোন কিছুর সাথে কোন কিছু যুক্ত করে সংখ্যায় বা পরিমানে বৃদ্ধি করা): They added some amount of money to their collection. – তাদের সংগ্রহের সাথে কিছু পরিমান অর্থ যোগ করেছে।
নিচের শব্দগুলোতে শেষের t উচ্চারিত হয় না।
1. bouquet (বুকেই/বুখেই)- ফুলের তোড়া
2. buffet (বুফেই)- বুফে
3. ballet (ব্যালেই)- ব্যালে, নৃত্যের মাধ্যমে অভিনয়।
4. depot (UK, ডেপৌ; US, ডীপৌ) - গুদাম, ভাণ্ডার, যানাগার
5. debut (ডেইবিউ) - অভিষেক; গায়ক/গায়িকা/নায়ক/নায়িকা/খেলোয়াড়দের প্রথম উপস্থিতি/প্রকাশ
6. cachet (ক্যাশেই) - বিশেষ গুণ
7. rapport (UK, র্যাপো; US, র্যাপোর) - বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
৩ মাসেই মাত্র ২৫০০/- টাকায় ইংরেজি বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি!!!
✅সচারাচর ব্যবহৃত কিছু ইংরেজি শব্দের ব্যবহার।
1. – “The sky is blue.” be – “Will you be my friend?”
2. be – “Will you be my friend?”
3. and – “You and I will always be friends.”
4. of – “Today is the first of November.”
5. a – “I saw a bear today.”
6. in – “She is in her room.”
7. to – “Let’s go to the park.”
8. have – “I have a few questions.”
9. too – “I like her too.”
10. it – “It is sunny outside.”
11. I – “I really like it here.”
12. that – “That door is open.”
13. for – “This letter is for you.”
14. you – “You are really nice.”
15. he – “He is my brother.”
16. with – “I want to go with you.”
17. on – “I watch movies on my iPad.”
18.do – “What will you do now?”
19. say – “Can I say something?”
20. this – “This is my favorite cookie.”
21. they – “They are here!”
22. at – “Can you pick me up at the mall?”
23. but – “I’m sorry but she’s away.”
24.we – “We are going to watch a movie.”
25. his – “This is his box.”
26. from – “This card came from my cousin.”
27. that – “That’s a really cool trick!”
28. not – “That’s not what I want.”
29. can’t – “I can’t open it.”
30. won’t – “I won’t open it.”
31. by – “Will you come by and see me?”
32. she – “She is very happy.”
33. or – “Do you like blue or yellow?”
34. as – “Her role as an English teacher is very important.”
35. what – “What are you thinking of?”
36. go – “I want to go there.”
27. their – “This is their house.”
38. can – “What can I do for you?”
39. who – “Who can help me?”
40. get – “Can you get me my eyeglasses?”
41. if – “What if I fail?”
42. would – “Would you help me out?”
43. her – “I have her book.”
44. all – “All my favorite books are on this shelf.”
45. my – “My mom is coming to visit.”
46. make – “Can we make our projects together?”
47. about – “What is this movie about?”
48.know – “Do you know where this place is?”
49.will – “I will help you find that place.”
50. up – “I live up in the mountains
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the school
Telephone
Website
Address
Mymensingh
Mymensingh Sadar
Mymensingh, 2200
Global-IT Pathshala is one of the best (online based) IT Training Institute in Bangladesh.
Zilla School Road
Mymensingh, 2250
This is the official page of "Origin Academic and Admission Care"
97/8 Patgudam, Bridge More
Mymensingh, 2200
👉🏻যে নিজেকে মুসলিম হিসাবে দাবী করবে ?
Jatiya Kabi Kazi Nazrul Islam University, Trishal
Mymensingh
Help Desk for Department of Film & Media JKKNIU
5B Green House, 27/2 Ram Babu Road
Mymensingh, 2200
Start exploring globally. Build your career as an IT Professional.
Mymensingh
A reliable tuition media that provides quality private teachers from MMC, BAU and Nazrul University for your kids in Mymensingh.
Rasheed Tower, Zilla School Road
Mymensingh
Never let the fear of striking out keep you from playing the game. -Babe Ruth
Trishal Bus Stand Moor ( Beside Mymensingh Mohila College Building 4th Floor)
Mymensingh, 2200
Chase Your Dream to be a Nurse. 💉🩺