Abu Talha Mohammad

Abu Talha Mohammad

আসসালামু আলাইকুম বন্ধুরা!এই ইসলামী পেইজটিতে সকলকে স্বাগতম।

04/10/2023

اكثروا ذكر هاذم الآذات الموت-
তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ কর,
কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়।
আল-হাদীস

02/10/2023
Photos from Abu Talha Mohammad's post 02/10/2023
02/10/2023

কপি করে নিছের U টা কেটে দিন, কালেমা চলে আসবে ইনশাআল্লাহ।

[347880847350915:0]

12/10/2022

যদি শরীর প্রদর্শনই (বেপর্দাই) হয় আধুনিকতা, তাহলে পশুরাই সবচেয়ে বেশি আধুনিক। _

11/10/2022

1. আল্লাহর সাথে শিরক করা।

2. নামায পরিত্যাগ করা।

3. পিতা-মাতার অবাধ্য হওয়া।

4. রোযা না রাখা।

5. যাকাত আদায় না করা।

6. যাদুর বৈধতায় বিশ্বাস করা।

7. প্রতিবেশীকে কষ্ট দেয়া।

8. অহংকার করা।

9. অন্যায়ভাবে মানুষ হত্যা করা।

10. আত্মহত্যা করা।

11. পিতা-মাতাকে অভিসম্পাত করা।

12. যাদু-টোনা করা।

13. এতীমের সম্পদ আত্মসাৎ করা।

14. জিহাদের ময়দান থেকে থেকে পলায়ন।

15. সতী-সাধ্বী মু‘মিন নারীর প্রতি অপবাদ।

16. চুগলখোরি করা (ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের নিকট লাগোনো)।

17. ক্ষমতা থাকা সত্যেও হজ্জ আদায় না করা।

18. আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা।

19. অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা।

20. উপকার করে খোটা দান করা।

21. মদ বা নেশা দ্রব্য গ্রহণ করা।

22. মদ প্রস্তুত ও প্রচারে অংশ গ্রহণ করা।

23. চুরি করা।

24. সুদ লেন-দেন করা, সুদ লেখা বা তাতে সাক্ষী থাকা।

25. ঘুষ লেন-দেন করা।

26. গনিমত তথা জিহাদের মাধ্যমে কাফেরদের নিকট থেকে প্রাপ্ত সম্পদ বণ্টনের পূর্বে আত্মসাৎ করা।

27. স্ত্রীর পায়ু পথে যৌন ক্রিয়া করা।

28. জুলুম-অত্যাচার করা।

29. পেশাব থেকে পবিত্র না থাকা।

30. রাসূল (সা:)এর নামে মিথ্যা হাদীস বর্ণনা করা।

31. মিথ্যা স্বপ্ন বর্ণনা করা।

32. মিথ্যা কথা বলা।

33. মিথ্যা কসম খাওয়া।

34. মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা।

35. জিনা-ব্যভিচারে লিপ্ত হওয়া।

36. সমকামিতায় লিপ্ত হওয়া।

37. মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা।

38. হিল্লা তথা চুক্তি ভিত্তিক বিয়ে করা।

39. যার জন্যে হিলা করা হয়।

40. মানুষের বংশ মর্যাদায় আঘাত হানা।

41. মৃতের উদ্দেশ্যে উচ্চস্বরে ক্রন্দন করা।

42. মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা।

43. মুসলিমকে গালি দেয়া অথবা তার সাথে লড়ায়ে লিপ্ত হওয়া।

44. খেলার ছলে কোন প্রাণীকে নিক্ষেপ যোগ্য অস্ত্রের লক্ষ্য বস্তু বানানো।

45. কোন অপরাধীকে আশ্রয় দান করা।

46. আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবেহ করা।

47. ওজনে কম দেয়া।

48. ঝগড়া-বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা্।

49. ইসলামী আইনানুসারে বিচার বা শাসনকার্য পরিচালনা না করা।

50. জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমি জবর দখল করা।

51. গীবত তথা অসাক্ষাতে কারো দোষ চর্চা করা।

52. দাঁত চিকন করা।

53. অতিরিক্ত চুল সংযোগ করা।

54. পুরুষের নারী বেশ ধারণ করা।

55. নারীর পুরুষ বেশ ধারণ করা।

56. বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো।

57. কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা।

58. পথিককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরেও না দেয়া।

59. পুরুষের টাখনুর নিচে ঝুলিয়ে পোশাক পরিধান করা।

60. মুসলিম শাসকের সাথে কৃত বাইআত বা আনুগত্যের শপথ ভঙ্গ করা।

61. ডাকাতি করা।

62. প্রতারণা বা ঠগ বাজী করা।

63. রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করা।

64. স্বর্ণ বা রৌপ্যের তৈরি পাত্র ব্যবহার করা।

65. পুরুষের রেশমি পোশাক এবং স্বর্ণ ও রৌপ্য পরিধান করা।

66. সাহাবীদের গালি দেয়া।

67. নামাযরত অবস্থায় মুসল্লির সামনে দিয়ে গমন করা।

68. মনিবের নিকট থেকে কৃতদাসের পলায়ন।

69. ভ্রান্ত মতবাদ জাহেলী রীতিনীতি অথবা বিদআতের প্রতি আহবান করা।

70. পবিত্র মক্কা ও মদীনায় কোন অপকর্ম বা দুষ্কৃতি করা।

71. কোন দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেয়া।

72. আল্লাহর ব্যাপারে অনধিকার চর্চা করা।

73. বিনা প্রয়োজনে তালাক চাওয়া।

74. অস্ত্র দ্বারা ভয় দেখানো বা তা দ্বারা কাউকে ইঙ্গিত করা।

75. জুয়া খেলা।

76. তকদীর অস্বীকার করা।

77. অদৃশ্যের খবর জানার দাবী করা।

78. যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট।

79. স্বামীর অবাধ্য হওয়া।

80. স্ত্রী কর্তৃক স্বামীর অবদান অস্বীকার করা।

81. স্বামী-স্ত্রীর মিলনের কথা জনসম্মুখে প্রকাশ করা।

82. স্বামী-স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা।

83. বেশী বেশী অভিশাপ দেয়া।

84. বিশ্বাস ঘাতকতা করা।

85. অঙ্গীকার পূরণ না করা।

86. আমানতের খিয়ানত করা।

87. প্রতিবেশীকে কষ্ট দেয়া।

88. ঋণ পরিশোধ না করা।

89. বদ মেজাজি ও এমন অহংকারী যে উপদেশ গ্রহণ করে না।

90. তাবিজ-কবজ, রিং, সুতা ইত্যাদি ঝুলানো।

91. পরীক্ষায় নকল করা।

92. ভেজাল পণ্য বিক্রয় করা।

93. ইচ্ছাকৃত ভাবে জেনে শুনে অন্যায় বিচার করা।

94. আল্লাহ বিধান ব্যতিরেকে বিচার-ফয়সালা করা।

95. দুনিয়া কামানোর উদ্দেশ্যে দীনী ইলম অর্জন করা।

96. কোন ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জানা সত্যেও তা গোপন করা।

97. নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবী করা।

98. আল্লাহর রাস্তায় বাধা দেয়া।

99. গণকের কাছে ধর্না দেয়া বা গণকের কাছে অদৃশ্যের খবর জানতে চাওয়া।

100. সৌন্দর্যের উদ্দেশ্যে মুখ মণ্ডলের চুল তুলে ফেলা বা চুল উঠিয়ে ভ্রু চিকন করা।

10/10/2022

গোনাহ করার পর চারটি কাজ এমন আছে তা গোনাহের চেয়ে ও জঘন্য.....
১/গোনাহের কাজ করে মনে আনন্দ অনুভব করা।
২/অব্যাহত ভাবে গোনাহ করতে থাকা।
৩/গোনাহের কাজে গর্ববোধ করা।
৪/গোনাহকে ছোট মনে করা।

29/09/2022

টাকার জোরে কবরের উপর ফুল বাগান করা যায় । কিন্তু কবরের ভিতর টায় বাগান করতে ঈমান ও আমলের প্রয়োজন।

26/09/2022

নিশ্চয়ই একজন লোকের কোন কাজ ছাড়া অযথা বসে থাকা দেখতে আমি ঘৃণা করি, যখন সে দুনিয়ার জীবনের জন্য কোন কাজ করছে না, এমনকি আখিরাতের জন্যও কিছু করছে না। __(আবদুল্লাহ ইবনে মাস’উদ (রাদিয়াল্লাহু আনহু))

26/09/2022

নায়ক নায়িকাদের পিক পোস্ট করলে লাইকের বন্যা বইয়ে দেয় কিন্তু ইসলামী পোষ্টে লাইক পাওয়া যায় না 🤔🤔🤔🤔🤔🤔🤔

25/09/2022

মহিলা ফুটবল দলের শিরোপা জেতায় যারা অতি উৎফুল্ল, মেডিকেল ভর্তি পরীক্ষায় পর্দানশীন মেয়ে প্রথম স্থান অধিকার করার ঘটনায় তাদের উৎফুল্ল হতে দেখা যায় নি কেন? লক্ষ্য যদি নারীর উন্নতি হয় তাহলে দ্বিতীয় ঘটনায় কেন অভিনন্দন জানানো হয় না?

25/09/2022

একদিন আমিও বৃষ্টিতে ভিজবো শত শত লাশের মাঝে কোন এক কবরস্থানে!

23/09/2022

রাসূল সাঃ বলেছেন, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের দ্বারপ্রান্তে একটি বাড়ির প্রতিশ্রুতি দিচ্ছি, যে সঠিক হওয়া সত্ত্বেও তর্কে লিপ্ত হয় না।
-সুনানে আবু দাউদ, ৪৮০২

22/09/2022

খুব মিস করি সেই স্মৃতি মধুর মুহুর্ত গুলো🌱🌱🌱😢😢😢😢🚀🚀🚀

20/09/2022

সমাজে শিক্ষিত মানুষের অভাব নেই।
কিন্তু জ্ঞানী মানুষের খুবই অভাব।

18/09/2022

আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
যারা সকল মুমিনের দ্বীনি পথের বিপরীত দিকে চলবে, আমি তাদেরকে দুনিয়ায় তারা যা কিছু পছন্দ করে তা করতে দিব,আর আখেরাতে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবো। আর জাহান্নাম হল অত্যন্ত নিকৃষ্ট স্থান।
(সূরা নিসাঃ১১৫)

18/09/2022

আল্লাহর দেওয়া সেরা উপহার মা❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

18/09/2022

বাবা অমূল্য সম্পদ।তার বাবা নেই সেই বুঝে বাবা হারানোর ব্যথা😢😢😢😢😢

16/09/2022

খুঁজে ফিরি হারিয়ে যাওয়া সেই সময়টাকে,
মিস করি হারিয়ে যাওয়া সেই বন্ধুদেরকে।

15/09/2022

বৃষ্টি এলো বর্ষা এলো
ছিল ঝড়ো হাওয়া,
ঝড়বৃষ্টি ছাড়িয়ে খোকার
নদীর জলে নাওয়া।

নদীজল আর ঝিলের জল
সবই খোকার জানা
সেই জলেতে নাইতে তাকে
কে করিবে মানা?

14/09/2022

দ্বীন ইসলাম।
জিন্দাবাদ

30/08/2022

তুমি দুনিয়ার সবকিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাওনি, তাহলে তুমি কিছুই পাওনি।
আল্লামা শামসুল হক ফরীদপুরী রহ
:

24/08/2022

আল্লাহর জন্য সকলেই একবার বলি আল্লাহু আকবার

11/08/2022

কেউ খাবার যোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে।
আবার কেউ অতিরিক্ত খেয়ে, খাবার হজমের জন্য দৌড়াচ্ছে।

গভীর রাতে, কারো পাজেরো গাড়ি থামছে, নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে.!
কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে।

কেউ ভাবছে আর কয়েকটা দিন! ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলছে।

কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে। কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে!

কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছেনা!
কেউ পেঁয়াজ, কাঁচামরিচ কচলিয়ে গোগ্ৰাসে ভাত গিলছে।

কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে! কেউ আবার হিমেল হাওয়ায় অঘোরে ঘুমোচ্ছে।

কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছে করছেনা।
কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে!

কেউ বিলাস বহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো?
কেউ পায়ে হেঁটে পথ চলছে, মনে মনে ভাবছে... সন্তানতো মানুষ করতে পেরেছি! আল্লাহ চাইলে, ওরাই জীবনটা এখন গড়ে নিবে।

সত্যিই নানান রঙের মানুষ, নানান রঙের স্বপ্নের ঘুড়ি...! ,
তবে শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটি।

09/08/2022

িকহ_বা_মাযহাব

আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
যারা সকল মুমিনের দ্বীনি পথের বিপরীত দিকে চলবে, আমি তাদেরকে দুনিয়ায় তারা যা কিছু পছন্দ করে তা করতে দিব,আর আখেরাতে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবো। আর জাহান্নাম হল অত্যন্ত নিকৃষ্ট স্থান।
(সূরা নিসাঃ১১৫)

আল্লাহ তায়ালা আরও ইরশাদ করেন,
মুমিনদের সকলে একসাথে জিহাদে বের হওয়া সংগত নয়,তাদের প্রত্যেক দলের এক অংশ কেন বের হয় না, যাতে তাঁরা দ্বীন শিক্ষা করতে পারে এবং নিজ সম্প্রদায়কে সর্তক করতে পারে, যেন তারা সর্তক হয়।
(সূরা তাওবা)

আল্লাহ তায়ালা আরও ইরশাদ করেন,
আপনি বলে দিন,কল্যান-অকল্যান সবই আল্লাহর পক্ষ থেকে, এ সম্প্রদায়ের কি হলো,এরা যে, কোনো কথাই বুঝে না।
(সুরা নিসাঃ৭৮)

#সাহাবী এবং তাবেঈনদের আমল শরীয়তের অন্যতম দলিলঃ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
আমার সাহাবীগণ আমার উম্মতের জন্য দ্বীনের আমানতদার।

আরেক হাদিসে আছে,
আমি এবং আমার সাহাবাগণ যে মতাদর্শের উপর আছি।
(মুসলিম)

তাই সাহাবী ও তাবেঈনদের আমল শরীয়তের অন্যান্য দলীলের ন্যায় একটি শক্তিশালী দলিল।
বিষয়টি আরো স্পষ্ট হয় উম্মতে মুহাম্মদীর তারাহবীতে কুরআন খতমের প্রতি দৃষ্টি দিলে।

(১) হযরত উমর রা. হযরত আবূ মূসা আশ'আরী রা. কে এ কথাও লিখে পাঠান,
تفقهوا في السنة و تفقهوا في العربية
তোমরা সুন্নাহর ফিকহ অর্জন কর এবং আরবী ভাষার ফিকহ অর্জন কর।

(আল মুসান্নাফ লি ইবনে আবী শাইবা,
খ.৫,পৃ.২৪১)

(২)হযরত উমর রা. একথাও বলেছেন,
تفقهوا قبل ان تسودوا
নেতৃত্ব গ্রহণের পূর্বে ফিকহ অর্জন কর।

(সহীহ বুখারী,খ.১,পৃ.১৭
যারা সহীহ্ বুখারীকে পৃথিবীতে একমাত্র সমাধানদাতা কিতাব মনে করেন,
তাদের জন্য এ বিষয়গুলো কি ভাবার নয়৷?)

(৩)হযরত উমর রা. আরো বলেন,
تفقه في الدين
لايبع في سوقنا الا من
যে ব্যক্তির দ্বীনী বিষয়ে ফিকহ অর্জিত হয় নি,
সে যেন আমাদের বাজারে ক্রয়-বিক্রয় না করে।

(জামে তিরমিযী, খ.১,পৃ.৪৪৯ হাদিস নং ৩০৪)

(৪)হযরত আলী রা. বলেন,
عبادة لا فقه فيها
لا خير
ফিকহ শূন্য ইবাদতে কোনো কল্যান নেই।

(দাওযী,ইতহাফ শরহুস শামাইল,পৃ.৩৪২)

(৫)হযরত মাস'উদ রা.উমর রা.এর মাযহাব মানতেন

(৬)হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাযিঃ বলেন,
আমি হযরত উমর রাযিঃ থেকে বেশি কুরআন পাঠকারী, দ্বীনি বিষয়ে অধিক ফিকহী ইলমের অধিকারী এবং আল্লাহর মারেফাতের অধিকারী অন্য কাউকে দেখি নি।

(মুসান্নাফে ইবনে আবী শাইবা, খ.৬,পৃ

07/08/2022

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না।

06/08/2022

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন : নামাজ বেহেশতের চাবি।

05/08/2022

---- BTS কী ?

- ভয় পাবেন না, এখন ধর্ম টানবো না। ধর্মের বিষয় পরে
বলছি।

- আজ থেকে প্রায় কয়েক মাস আগে থেকেই আমি লক্ষ করি বাংলাদেশের কিছু ছেলে মেয়ে দিন দিন BTS ব্রেন্ডের প্রতি আকৃষ্ট হচ্ছে, সেখানে অধিকাংশ মেয়ে। কৌতুহলবশত আমিও F**k I'd খুলে এদের সম্পর্কে জানার চেষ্টা করি।ফেসবুকে কয়েকটা ভিডিও দেখলাম, BTS সম্পর্কে কিছু বললে মেয়েরা রেগে আগুন। এতে কৌতুহল আরো বাড়তে লাগলো। আসলে আকৃষ্টের কারণ কি এদের সুন্দর চেহারা ?নাকি অন্য কিছু ?

- BTS দের গান গুলা সামাজিক হলেও, এদের গানের কিছু স্লো-মোশন ভিডিও, এদের অঙ্গী-ভঙ্গি এবং এদের
ড্রেস-আপ আপনাকে এদের ফ্যান হতে বাধ্য করে যা
একধরনের ব্রেইন-ওয়াশ করা হচ্ছে। কিছু দিন আগে দেখি Abrarul Haque Asif সাহেব BTS এর বিরুদ্ধে কথা বলায় তাকে অনেক মুসলিম ভাই বোনদের গাল-মন্দ শুনতে হয়। পরে সম্ভবত একটা ভুলের কারনে, তিনি Vedio টি ডিলেট করতে বাধ্য হন।

- PUBG, FREE FIRE, TIKTOK নিয়ে মিডিয়া কথা বললেও, BTS ব্রেন্ড নিয়ে চুপ। কারন BTS সরাসরি সামাজিক কাজে সম্পর্কিত থাকলেও, মানুষের অগোচরে অধিকাংশ মেয়েদের কাছে একটা নেশার নাম BTS, যা Virus এর মতো পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে। বিশ্বাস না হলে BTS ফ্যানদের পরীক্ষা করে দেখতে পারেন। কিছু মেয়েদের স্ট্যাটাস দেখে বুঝলাম, এই নেশার কারনে অনেক মেয়ে নিজ দেশের ছেলেদের প্রতি আকর্ষণ হারাচ্ছে।

----- চলুন এবার ইসলাম দিয়ে ব্যাখ্যা করিঃ-

- BTS কেনো হারাম ?🚫
- একজন মুসলিম হিসেবে কেনো BTS ত্যাগ করা দরকার।

- ঐসব পুরুষদের... রাসুল (সঃ) অভিশপ্ত করেছেন যারা
পুরুষ হয়েও নারীর বেশভূষা ও চলাফেরায় নারীদের সাজ অনুসরণ করেন।
[ আবু দাউদ - ৪০৯৭..ইবনে মাজাহ - ১৯০৪ ]

- যেসব চিহ্ন BTS সদস্যদের মধ্যে পাওয়া যায় - নাক, কান ফোরানো, মেয়েদের মত সাজ-সজ্জা ইত্যাদি।

রাসুল (সঃ) বলেন - কিয়ামতের দিন তাদের সাথেই তোমাদের হিসাব হবে যাদের তোমরা ভালোবাসবে
[ বুখারী - ৩৬৮৮ ]

- এখন আপনিই বলুন, একজন মুসলিম হয়ে আপনি কি চাইবেন হাশরের ময়দানে বিধর্মীদের কাতারে দাড়াতে ?😐

- BTS এর ব্যাপারে অল্প কিছু বিষয় তুলে ধরলাম...

আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন....আমিন🤲

©️

Want your public figure to be the top-listed Public Figure in Mymensingh?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আল্লাহ তায়ালা ইরশাদ করেন, যারা সকল মুমিনের দ্বীনি পথের বিপরীত দিকে চলবে, আমি তাদেরকে দুনিয়ায় তারা যা কিছু পছন্দ করে তা ক...
খুঁজে ফিরি হারিয়ে যাওয়া সেই সময়টাকে,মিস করি হারিয়ে যাওয়া সেই বন্ধুদেরকে।
আল্লাহর একবার বলি আল্লাহু আকবার.....

Category

Telephone

Address

Mymensingh