Homely taste- ঘরোয়া স্বাদ

Homely taste- ঘরোয়া স্বাদ

You may also like

Shabasil
Shabasil

delicious and healthy food centre.we are always concern about our customers choice nd health.

Photos from Homely taste- ঘরোয়া স্বাদ's post 14/11/2022

আসসালামু আলাইকুম,
কেমন আছেন আপনারা?? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।
কাজের চাপ আর আলসেমির কারণে পোস্ট করা হয় না, 😥😥
রান্না করি কিন্তু ছবি উঠাতে মনে থাকে না বা দেরি হবার ভয়ে তোলা হয় না😭😭
শীতকাল কিন্তু চলেই আসতেছে সাথে নিয়ে আসছে বিভিন্ন রকম শাক-সবজি, আর এ সবজি দিয়ে বানানো যায় বিভিন্ন মজার মজার আইটেম 😋😋
আজকের কথাই বলি, হঠাৎ রাতে নুডলস খাওয়ার প্রবল ইচ্ছা হলো, আমি আবার আমার মনকে কস্ট দেই না😁😁
তাই এই রাতের বেলা ঘরে থাকা শীতের সবজি দিয়ে বানিয়ে ফেল্লুম মজাদার নুডলস😍😍

স্বাদের কথা কি বলবো!! ইয়াম্মিন!! মজার চোটে দেখেন বানান ভুল করে ফেলেছি 😂😂

এমন মজার নুডলস কিন্তু পেয়ে যাবেন আমার পেইজে,,
এছাড়াও অনেক মজার মজার খাবার রয়েছে,,
আপনার চাওয়া আর আমি রান্না করে আপনার বাসায় পৌছায় দিবো।

Photos from Homely taste- ঘরোয়া স্বাদ's post 25/10/2022

আসসালামু আলাইকুম,
আমাকে তো মনে হয় ভুলেই গেসেন, যাওয়ারই কথা, কাজ করি কিন্তু পোস্ট তেমন করা হয় না,
হয় না দুটো কারণ,
এক, আমার ফোনটা ডিস্টার্ব করতেছে
দুই, দেখা যায় কাজ করে ডেলিভারি সময়মত দেওয়ার জন্য প্যাকিং এর পর আর মনেই থাকে না ছবি তুলতে।😞😞
আমি আর আমার ভুলো মন😊

তবে এবার থেকে নিয়মিত হবো ইন শা আল্লাহ,, এভাবে চললে তো আমাকে একদম ভুলে যাবেন এটা তো হতে দেওয়া যাবে না😀😀
ছবি দেখে লোভ হচ্ছে না!! আমি জানি হচ্ছে তাই দেরি না করে অর্ডার করতে নক করুন ইনবক্সে,,

যেহেতু একদম ফ্রেশ খাবার দেই তাই আগে থেকে বাজার করে ফ্রীজে রাখা হয় না, অনুরোধ রইলো আগেরদিন জানানোর,

তারপরও মানুষের মন তো হঠাৎ ইচ্ছা হতেই পারে,, তখন বলবেন সর্বোচ্চ চেস্টা করবো পছন্দের খাবারটা আপনার বাসায়/ অফিসে পৌঁছে দিতে♥♥
সরাসরি যোগাযোগঃ 01632524742

06/10/2022

আমি বহুত অলস হয়ে গিয়েছি, ইদানিং তো পোস্ট করাই ভুলে গেসি,, এভাবে করলে কেমনে চলবে বলেন তো!!,, আজকে আপনাদের জন্য অফার নিয়ে হাজির হয়েছি,,
এই অফার চলবে আগামী ৭/১০/২২ থেকে ১১/১০/২২ তারিখ পর্যন্ত,
মোরগ পোলাও আজ পর্যন্ত যারা নিয়েছেন কেউই হতাশ হননি, আশাকরি নতুন যারা নিবেন তারাও হতাশ হবেন না, তাই অফারটি মোরগ পোলাও এর উপর দিলাম,,
রেগুলার মূল্যঃ ১৭০ টাকা
অফার মূল্যঃ ১৫০ টাকা
পরিমাণঃ ফুল
মিনিমাম অর্ডারঃ ২ টা

দেরি না করে জলদি অর্ডার করে ফেলুন মজাদার এ মোরগ পোলাও,, স্বাদ মুখে লেগে থাকবে ইনশাআল্লাহ,,।

02/09/2022

জানার বা শেখার কোন শেষ নেই, যত শিখবেন তত মনে হবে আপনি কিছুই জানেন না , গত ২১/৮/২২ থেকে ২৫/৮/২২ পর্যন্ত ছোট্ট একটা ট্রেনিং করলাম, নারী উদ্যোক্তাদেরকে ICT ট্রেনিং দেওয়া, অংশগ্রহণ করে উপকৃতই হয়েছি, নতুন মানুষের সাথে পরিচিত হয়েছি, সবাই খুবই আন্তরিক। সবার কাছ থেকে অনেক কিছু জানতে ও বুজতে শিখেছি।।
গতকালও এই ট্রেনিং এর workshop ছিলো, সেখানে গিয়েও আবার নতুন করে পরিচিত হলাম নতুন নতুন মুখের সাথে, অনুপ্রাণিত হয়েছি তাদের দেখে,, সবাই কত পরিশ্রম করছে অনেকের অনেক কিছু জানা তারা সেটা অন্যদের সাথে শেয়ার করছে,, নিজেদের দক্ষতা বাড়াচ্ছে বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে,,
যে কোন কাজে ট্রেনিং এর কোন বিকল্প নেই,, আর শেখার, জানার কোনো বয়স নেই,, খুবই ভালো সময় কেটেছে গতকাল,,
আলহামদুলিল্লাহ, সব সুন্দর মত শেষ করতে পেরেছি।

Photos from Homely taste- ঘরোয়া স্বাদ's post 27/08/2022

আমি জানি আমার প্রিয় কাস্টমারগণ গত ১ সপ্তাহ কষ্ট করেছেন এজন্য মন থেকে কৃতজ্ঞতা জানাই, আমার প্রত্যেকটা কাস্টমারই খুবই আন্তরিক,, 😊
আমি গিয়েছিলাম ICT একটা ট্রেনিং করতে "Ministry of finance " এর তত্বাবধানে,, ৫ দিনের এ ট্রেনিং কোর্সে অনেক কিছু শিখতে পেরেছি, কাজ যেমন শিখেছি তেমনি অনেকের অনেক অভিজ্ঞতা থেকে শিখতে পেরেছি,, যা আমরা যারা নতুন তাদের জন্য উপকারী,,

10/08/2022

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই?? আমি ভালো নেই,, শরির আলহামদুলিল্লাহ ঠিক আছে মন ভালো নেই,,
কিভাবে থাকবে বলুন তো!!
সব কিছুর দাম বাড়তেই আছে, আমার মত ক্ষুদ্র ব্যবসায়ীর টিকে থাকাই মুশকিল হচ্ছে,
খাবারের মান আর পরিমাণ নিয়ে সমঝোতা করি না দামটাও আপনাদের হাতের নাগালে রাখার সর্বোচ্চ চেস্টা করি,
আমার পরিশ্রমের মূল্য তো হিসাব ই করি না।

এভাবে সবকিছুর দাম বাড়তে থাকলে আমাকেও মূল্য বৃদ্ধি করা লাগবে এছাড়া তো কাজই করতে পারবো না😥😥
আপনাদের খারাপ খাবার দিতে চাই না, আমার বাজার খরচ বাড়ছে আমি যদি এখন কিছু না করি দুদিন পর ব্যবসা গুটিয়ে বসে থাকতে হবে,, 😭😭😭

আপনারা আমার পাশে আছেন এজন্য হাজার শুকরিয়া, মন থেকে সবার জন্য দোয়া,,

সবাই আমার জন্যে দোয়া করবেন, পাশে থাকবেন আর আমার অবস্থাটা বুঝার চেস্টা করবেন,,
আমি জানি আপনারা আমার অবস্থা অবশ্যই বুঝবেন,,

ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ।

Photos from Homely taste- ঘরোয়া স্বাদ's post 01/08/2022

আজ সারাটা দিন বৃষ্টি ছিলো, এই বৃষ্টির মাঝে সবচেয়ে ঝামেলা হলো খাবার ডেলিভারি দেওয়া,
তাও আলহামদুলিল্লাহ সবাইকে খাবার পৌঁছে দিতে পারছি,,
সবাই দোয়া করবেন যেন এভাবেই কাজ করে যেতে পারি,
আজ ডেলিভারিতে ছিল
🌺খিচুড়ি, ২ রকমের ভর্তা, ডিম ভুনা
🌺চিকেন তেহারি
🌺মোরগ পোলাও
🌺 রেগুলার মিল ( ভাত,ভর্তা,ডাল,ছোট মাছ)

এগুলো হলো বৃষ্টির দিনের ডিমান্ডিং খাবার,, তো এমন বৃষ্টির দিনে মজার মজার খাবার খেতে ইচ্ছা হলে অবশ্যই নক দিবেন আমাদের পেইজে,,

খাবারের মান নিয়ে চিন্তা করতে হবে না, আপনাদেরকে আমরা অবশ্যই স্বাস্থ্যকর খাবার সার্ভ করবো,,
সবাই ভালো থাকবেন,,

Photos from Homely taste- ঘরোয়া স্বাদ's post 29/07/2022

আলহামদুলিল্লাহ,
রাত ১১ টায় অর্ডার আসছে, তারপর বাজার করা রান্না করা, সময় মত পৌছানো চেলেন্জিং ছিলো,
শহরে তানজিন তিশা এসেছিলো এটা তো অনেকেরই জানা, তারই ইভেন্টে এই খাবার গিয়েছে,,,
চিকেন বিরিয়ানী (হাফ)
ডিম
সালাদ
মূল্যঃ
৯৫ টাকা ( ডিম ছাড়া)
ডিম সহঃ ১০৫ টাকা

আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবার কাস্টমাইজ করে নিতে পারবেন,

আপনাদের ছোট বড় ইভেন্টে আমাদের স্মরণ করতে পারেন, খাবারের মান ও পরিমাণ নিয়ে হতাশ হবেন না ইনশাআল্লাহ,,

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন,,😊😊

28/07/2022

আসসালামু আলাইকুম,
অনেকদিন যাবৎ পেইজে কোন কিছু পোস্ট করা হয় না,
রান্না তো আমার কিচেনে প্রতিদিন ই হয় ৩ বেলা করে, ছবি তোলা হয় না তাই পোস্ট ও করা হয় না,
আজকে ভাবলাম ছবি না থাকুক এমনি লিখি,,,
আজকে খুবই ব্যস্ত একটা বেলা গেলো, ভোর থেকে বেলা ২ টা পর্যন্ত কাজ ই করলাম, খাওয়ার ও সময় পাইনি😩😩
একা হাতে সব কাজ করলে সময় কিভাবে পাবো?
৪০ জন লোকের জন্যে চিকেন বিরিয়ানী আর সাথে আমার রেগুলার মিল, সব মিলিয়ে ৫০ জনের রান্না।

**** রেগুলার মিলঃ ভাতের সাথে ডাল
মাছ/ মাংস/ ডিম
ভাজি/ ভর্তা
আলহামদুলিল্লাহ, সব ঠিকঠাক মত করতে পেরেছি,,
দোয়া করবেন আর আমার পাশে থাকবেন,, 😊😊

Photos from Homely taste- ঘরোয়া স্বাদ's post 11/07/2022

আলহামদুলিল্লাহ,
এক আপু তার হাসবেন্ড এর জন্য ২ বক্স, আরেক আপু তার বাবার জন্য নিয়েছেন
পোলাও
রোস্ট
মাছ ভাজা
ফিরনি
গরুর মাংস ভুনা
খাবার খেয়ে তারা সন্তুষ্ট, আলহামদুল্লিলাহ।

ঘরের বানানো খাবারের মজাই আলাদা, আর স্বাস্হ্যকর ও। আপনারা কনফার্ম করার পর রান্না করা হয় তাই খাবার হয় একদম ফ্রেশ।
যেহেতু হোটেলের মত আগে রান্না করা থাকে না সেহেতু আগের দিন রাতে কনফার্ম করাই ভালো।

দূরে থাকা প্রিয়জনকে এমন সুস্বাদু খাবার পরিবেশনে আমাদের স্মরণ করতে ভুলবেন না😊😊

10/07/2022

সবাইকে গরম গরম ঈদের শুভেচ্ছা,,
এখন বলতে পারেন, গরম গরম কেন??
এক তো ভীষণ কড়া রোদ উঠেছে, তো বুঝতেই পারছেন, কি পরিমাণ গরম!
আর এক হলো এই ঠাডা পড়া গরমে আমরা ঘরে বানানো গরম গরম খাবার খাচ্ছি,,
হলো তো গরম গরম ঈদ😁😁

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

Photos from Homely taste- ঘরোয়া স্বাদ's post 05/07/2022

আলহামদুলিল্লাহ, আমার সকাল বেলার কস্ট স্বার্থক।
সে আমার রেগুলার কাস্টমার,, গতরাতে বলতেছে বাসায় গেস্ট আছে একটা আস্ত মুরগির রোস্ট আর পোলাও পাঠিয়ে দিয়েন তাও সকালে,,
কি আর করা ভোরে উঠে লেগে গেলাম কাজে, আর সময়মতই দিতে পারছি,,
সেও অনেক পছন্দ করছে খাবারটা,আমার কস্ট নিমেষেই উধাও,,
কিন্তু কেন জানি আজকে এই একটা পিক ছাড়া আর কোন ছবি ভালো আসনি,, 😢😭
এটাই স্বান্তনা খেয়ে ভালো লাগছে,,
সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন,৷
শুভরাত্রি😊😊

Photos from Homely taste- ঘরোয়া স্বাদ's post 27/06/2022

সকাল থেকেই বৃষ্টি হচ্ছে,, বৃষ্টি মানেই আবেগ বৃষ্টি মানেই ভালোবাসা আর মজার মজার খাবার আরাম করে খাওয়া,,
আকাশে মেঘ দেখলেই বাঙালির মনে বাসনা জাগে গরম গরম খিচুড়ি খাওয়ার,,
সাথে মাছ ভাজা, ডিম, মুরগি, গরু বা হাঁস,, ভর্তা,,😋
উফ! কি দারুণ কম্বিনেশন!!
বৃষ্টির দিনে যেমন খেতে ইচ্ছে হয় তেমনি আলসেমি ও কিন্তু লাগে মনে হয় আরাম করি শুয়ে বসে😃😃
কিন্তু মনকে কি কষ্ট দেওয়া যাবে! যাবে না। এজন্যই তো আমরা আছি আপনি ঘরে বসে আরাম করবেন আর আমরা আপনার পছন্দের খাবার পৌঁছে দিবো আপনার ঘরে,, 😊

যেহেতু খাবার আপনি বলার পর তৈরি করবো সেহেতু আগের দিন বা ৩/৪ ঘন্টা আগে জানাতে হবে,,
তো যখন মন চাইবে তখনই আমাদের পেইজে নক দিবেন অথবা সরাসরি কল দিবেন
👉01632524742

Photos from Homely taste- ঘরোয়া স্বাদ's post 16/06/2022

বৃষ্টির এমন দিনে "আলুর পুরি"/ ডাল পুরি সাথে এক কাপ চা, আর কি চাই!!
আমার তো চাই না কিছুই!! ঠান্ডা দিন গরম গরম পুরি আর চা,,, মজা!!
আপনারা এখন থেকে আমাদের পেইজে
**পুরি, সিঙ্গারা, সমুচা এগুলো পেয়ে যাবেন।
ভাজা ও ফ্রোজেন দুটোই,,,

আমার মনে হয় ভাজা নেওয়ার চেয়ে ফ্রোজেন নেওয়া ভালো, কারণ এগুলো গরম গরম খেতেই ভালো লাগে। আর ঘরে থাকলে যখন ইচ্ছা বের করে ভেজে নিলেন অপেক্ষা করা ছাড়াই।
প্রাইসঃ
****ফ্রোজেনঃ ৬০ টাকা
ভাজাঃ ৮০ টাকা
পরিমাণঃ ১০ পিস ( ১ বক্স)

অর্ডার করতে নক করুন পেইজের ইনবক্সে।
মিনিমাম ওর্ডারঃ ২ বক্স

Photos from Homely taste- ঘরোয়া স্বাদ's post 11/06/2022

সব সময় ত রেগুলার খাবার খাই, মাঝে মধ্যে ত পোলাও, বিরিয়ানী, খিচুড়ি খেতে ইচ্ছে হয়,,
কিন্তু রান্না করার প্যারা নিতে মন চায় না তখন আমরা রেস্টুরেন্ট এর কথা চিন্তা করি, কিন্তু সব রেস্টুরেন্ট কি আমাদের ভালো/ স্বাস্থ্যকর খাবার দেয়!! এর উত্তর সবারই জানা,,, তাই ত একদম ঘরের পরিবেশে তৈরি করা খাবার অবশ্যই স্বাস্থ্যসম্মত উপায়ে।
খাবারের কোয়ালিটির সাথে কোনো আপোষ নয়,,
**ছবিতে "চিকেন তেহারি " দেওয়া আছে।
দাম অবশ্যই আপনাদের হাতের নাগালে,,
হাফঃ ৭৫ টাকা
ফুলঃ ১২০ টাকা

Photos from Homely taste- ঘরোয়া স্বাদ's post 09/06/2022

আলহামদুল্লিলাহ 😊
আজকে মেন্যুতে কি ছিলো বলুন তো!!!
আজকে ছিলো ১৬ টা কাচ্চি (মাটন) বিরিয়ানী ,, নিজস্ব বিরিয়ানি মশলায় বানানো কাচ্চি,,
এতটুকু বলতে পারি নিরাশ হবেন না,, যারা আজ নিয়েছে আলহামদুলিল্লাহ সবাই ভালো বলেছে😊😊
যারা নিয়েছেন তাদের এত্তগুলা ভালবাসা❤

আমি কাচ্চি বানাতে বাশমতি না, বরং "দিনাজপুরের কালিজিরা" চালটা ব্যবহার করি, স্বাদে গন্ধে এ চালের তুলনা হয় না,,❤

অনেকেই "বাশমতি চালের কাচ্চি" খেতে ভালবাসেন কিন্তু আমার কাছে বাশমতি চালের চেয়ে অন্যান্য পোলাও এর চালের বিরিয়ানী পছন্দ। (একান্তই নিজস্ব মতামত) আপনারা চাইলে অবশ্যই বাসমতি চালের বিরিয়ানী রান্না করে দিবো।
"আপনাদের সন্তুষ্টি আমাদের একমাত্র লক্ষ্য "😊

***দেরি না করে অর্ডার করে ফেলুন মজাদার কাচ্চি,,
মূল্যঃ ২৩০ টাকা
পরিমাণঃ ১ জনের জন্য যথেষ্ট

**বাজার দর অনুযায়ী মূল্য নির্ধারন করা হয়।দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য দামটা একটু বেশি।
তবে এটুকু গেরান্টি দিতে পারি খাবার স্বাস্থ্যকর হবে।
স্বাদ ও মান ভালো হবে ইনশাআল্লাহ। 😊
শুভরাত্রি।😊😊

07/06/2022

Attention‼️ Attention ‼️Attention ⁉️
🅾️ ডেলিভারি নিয়ে কিছু কথা। সকলের দৃষ্টি আকর্ষণ করছি।
আশা করে সকলে ১ মিনিট সময় নিয়ে পুরো নোটিশ টি পরবেন।
এবং আপনাদের মতামত জানাবেন। ☺️

🔺আমাদের এ পেইজের কার্যকারীতা শুরু মাত্র ১৮ দিন হয়েছে।
আলহামদুলিল্লাহ আপনাদের ভালো সারা পেয়েছি। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ🙇‍♀️ আশা করি এভাবেই সাথে থাকবেন। 🥰
🔺আমরা আমাদের এ কাজে প্রথম যে সমস্যায় পরেছি তা হচ্ছে ডেলিভারি চার্জ নিয়ে। অনেকেই আছেন যারা ২০ টাকা ডেলিভারি চার্জ দিতে অনিচ্ছা প্রকাশ করেন। আমরা শুরু থেকেই চেষ্টা করেছি খাবারের মান ঠিক রেখে যত কম টাকায় আমাদের সার্ভিস দেওয়ার।
বর্তমান বাজার দর সম্পর্কে আমাদের সকলের কম বেশি ধারণা আছে।
সে ক্ষেত্রে আমরা আমাদের স্টুডেন্ট মেন্যুর দাম বৃদ্ধি করছি না।
কিন্তু যে বিষয় টি যুক্ত হবে তা হচ্ছে ডেলিভারি চার্জ।
🔺আমরা দিন প্রতি ২০ টাকা ডেলিভারি চার্জ করেছি। এক্ষেত্রে আপনার কাছে ডেলিভারি বয় ২ বেলা যাবে ২০ টাকায়। যারা শুধু এক বেলা বা ২ বেলা নিবেন। (ইরেগুলার) ১ বেলা নিলেও ২০ টাকা ডেলিভারি চার্জ।
🔺যারা সাপ্তাহিক চুক্তিতে নিচ্ছেন বা নিবেন। পরবর্তিতে ১ সপ্তাহের জন্য ৫০ টাকা ডেলিভারি চার্জ যুক্ত হবে। ( ১/২ বেলা)
🔺 যারা মাসিক চুক্তিতে নিচ্ছে বা নিবেন। পরবর্তিতে ১৫০ টাকা ডেলিভারি চার্জ যুক্ত হবে। (১/২ বেলা)
আশা করি আমাদের সার্ভিসে এ নগণ্য মূল্য বৃদ্ধি করায় আপনাদের কোনো আপত্তি থাকবে না। ☺️☺️

06/06/2022

উফ! কি একটা আবহাওয়া,
বৃষ্টির এমন দিনে কেবল আরাম করতে মন চায়, আর মন চায় খিচুড়ি খেতে,,

👉ছবিটা আমার স্টুডেন্ট মেন্যুর অংশ

**বাকিদের জন্যে আমার খিচুড়ি প্লেটার রয়েছে,, মেন্যু ছাড়াও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন।
**যেহেতু ঘরে বানানো সেহেতু এটা অবশ্যই স্বাস্থ্যকর,,

তো আর কি করবেন! ঘরে বসে বৃষ্টি দেখবেন আর আরাম করে খিচুড়ি খাবেন,,

পেইজে নক দিয়ে বলবেন আপু খিচুড়ি খাবো আমি গরম গরম খিচুড়ি পাঠিয়ে দিবো আপনার ঠিকানায় 😊

Photos from Homely taste- ঘরোয়া স্বাদ's post 05/06/2022

সবসময় ত ভারি খাবার খেতে মন চায় না, ভালোও লাগে না,
তাই আজকে হাজির হলাম রেগুলার খাবারের আইটেম নিয়ে,,
ছবিতে যা দেওয়া হয়েছে তাছাড়াও আপনাদের পছন্দমত আইটেম রান্না করে দেওয়া হবে,
**যে কোন ধরনের ভাজি, ছোট বা বড় মাছের আইটেম, ভর্তা, শাক ভাজি মোটকথা আপনার মন যা খেতে চাইবে,, আমাদের জানাবেন আপনার পছন্দের খাবার আপনার ঘরে দিয়ে আসবো।😊
"আপনাদের সন্তুষ্টি আমাদের একমাত্র লক্ষ্য "

খাবারের মান,স্বাদ, পরিমাণ খারাপ হবে না ইনশাআল্লাহ ❤❤

02/06/2022

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আমি আপনাদের দোয়া ও ভালবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি।।
আজকের রেগুলার মিলের ডেলিভারি শেষ করে আরাম করছিলাম,, হঠাৎ একটা কল আসলো
জিগ্যেস করলো ১ ঘন্টার মাঝে ১ টা মোরগ পোলাও করে দিতে পারবো কি না!
আপনাদের আবদার কি আমি ফেলতে পারি বলেন!! বললাম পারবো,,,
তারপর আর কি লেগে গেলাম মোরগ পোলাও রান্না করতে,, ঝামেলা করলো মুরগীর পিস, সে ত মনে করেন, জীদ করে বসে আছে আজকে সে ছুটবে না( একসাথে অনেকগুলো ছিলো) আমিও কি কম জিদ্দি নাকি একরকম যুদ্ধ করে বিজয়ী হলাম😁😁
রান্না করে পাঠালাম, আলহামদুলিল্লাহ্ ক্রেতা খেয়ে ফিদা,, 😊😊

কষ্টগুলো কষ্ট মনে হয় না যখন কেউ খাবার খেয়ে তৃপ্তি পায়,
"আপনাদের সন্তুষ্টি আমাদের একমাত্র লক্ষ্য "

আইটেমঃ মোরগ পোলাও
প্রাইসঃ ১৪০ টাকা
পরিমাণঃ ১ জনের জন্য যথেষ্ট

Photos from Homely taste- ঘরোয়া স্বাদ's post 01/06/2022

আলহামদুলিল্লাহ,
আজকে এক আপু তার ছোট্ট সোনামণির "অন্নপ্রাশন " এর জন্য খাবার নিলো, ঘরোয়া আয়োজন।
২৫ জন মানুষের জন্য পোলাও, রোস্ট, সবজি নিয়েছেন।
এমন ছোট ছোট আনন্দের সময় আমরা আপনাদের পাশে থাকতে চাই,, খাবারের ঝামেলাটা নাহয় আমাদেরকে দিলেন😊😁। আপনার পছন্দমত খাবার পৌঁছে দিলাম আপনার ঘরে,, আপনার উৎসবে আমরা ভাগিদার হলাম। 😊

তো যখন আপনার ঘরে এমন কোন অনুষ্ঠান থাকবে আমাদের স্মরণ করতে ভুলবেন না 😊

খাবারের মান ও স্বাদ ভালো পাবেন ইনশাআল্লাহ। যেহেতু ঘরোয়া খাবার এখানে অস্বাস্থ্যকর কোন কিছু ব্যবহার করা হয় না।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যা সুস্থ থাকতে ঘরোয়া খাবার খান। আপনাদের সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদ।

Photos from Homely taste- ঘরোয়া স্বাদ's post 28/05/2022

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই?? অবশ্য এই গরমে কতই আর ভালো থাকা যায়,, আপনাদের দোয়ায় ও সাপোর্টে আমাদের এই পেইজের দৈনন্দিন কার্যক্রম চলছে। যদিও কচ্ছপের গতিতে😀, তারপরও আলহামদুলিল্লাহ।
রান্না ত প্রতিদিন ই করছি কিন্তু ছবি তোলা হয় না,,(অালসেমি করে) 😞
যাই হোক , আজকে হাজির হয়েছি গতকালের কিছু খাবারের ছবি নিয়ে, যদিও রাতের অর্ডারের ছবি নাই😒
রাতে এক আপু পোলাও ও রোস্ট নিয়েছেন।

আর হ্যাঁ, গতকাল কিন্তু যারা আমার রেগুলার কাস্টামার মানে যারা মিল নেন প্রতিদিন তাদেরকে *পোলাও, সবজ্বী, রোস্ট দেওয়া হয়েছে,,

আর একজন আপু নিয়েছেন
* চিকেন মোমো আর ফ্রেঞ্চ ফ্রাই
যারা নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ,, আর যারা নেননি দ্রুত অর্ডার করে ফেলুন😊😊
ধন্যবাদ।😍😍

Photos from Homely taste- ঘরোয়া স্বাদ's post 23/05/2022

স্পেশাল মেন্যু
১. পোলাও
২. রোস্ট
৩. সবজি
৪. সালাদ
দাম : ১৫০টাকা ( সর্বোনিম্ন ওর্ডার ২)

Photos from Homely taste- ঘরোয়া স্বাদ's post 23/05/2022

আজকের খাবার কেমন লাগলো?
😊😊

22/05/2022

স্পেশাল মেন্যু নিয়ে কিছু কথা,,,,,
এটা মুলত স্টুডেন্ট / ব্যাচলর ভাই/ আপুদের জন্য। যারা সাপ্তাহিক / মাসিক চুক্তিতে খাবার নিবেন। কারণ শুক্রবারে সবার বাসায় কম বেশি ভালো মন্দ রান্না হয়। তাই আমার থেকে যে আপু আর ভাইয়ারা সব সময় নিবেন তারা কেনো বাদ যাবে!!
তারাও যেনো একদিন একটু ভালো করে পোলাও মাংস খেতে পারে বাসার মায়ের খাবার আপসোস না করে সেই জন্যই এ মেন্যু। এর জন্য যারা চুক্তিভিত্তিক নিচ্ছে তাদের এক্সট্রা টাকা দিতে হবে না।

▶️কিন্তু যারা শুধু এক বেলার জন্য নিচ্ছেন বা আমাদের স্পেশাল মেন্যু টা এক বেলা নিতে চাচ্ছেন। তারা অনেকেই ভাবছেন এটাও ৫০ টাকায়। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে এই আইটেম এই দামে দেওয়া একদম সম্ভব নয়। কিন্তু খুশির সংবাদ হচ্ছে আপনারা এ মেন্যু নিতে পারবেন। রেগুলার দামে।

রেগুলার দাম: ১৫০ টাকা মাত্র।
সর্বোনিম্ন ওর্ডার- ২ টি।
প্রতি শুক্রবার এ মেন্যু রান্না হবে। যারা শুক্রবার নিবেন। অবশ্যই আগের দিন রাতে ওর্ডার কনফার্ম করে দিবেন।
ধন্যবাদ।

Photos from Homely taste- ঘরোয়া স্বাদ's post 21/05/2022

আলহামদুলিল্লাহ, আজকে একটা ব্যস্ত দিন কাটালাম,, আমাদের স্টুডেন্ট মেনু নিয়ে একটা পোস্ট করেছিলাম গতকাল রাতে, আজকে তারই খাবার ডেলিভারি দিলাম,,
অনেক অনেক ভালবাসা সেই ভাইয়া এবং আপুদের যারা পোস্ট দেখে খাবার অর্ডার করেছেন এবং আমাকে উৎসাহ দিয়েছেন আমার খাবার এর প্রসংশা করে,,,
আশাকরি ভবিষ্যতেও আমার পাশে থাকবেন,, অনেক অনেক দোয়া ও ভালবাসা😍😍

17/05/2022

মেয়োনিস,,,,,,
বার্গার, সেন্ডুইস, টোস্টেড ব্রেড, শর্মা,এর স্বাদ বহুগুণে বৃদ্ধি করতে মেয়োনিস চাই-ই চাই।
সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানানো আমাদের এই মেয়োনিস।সম্পূর্ণ ভিন্ন স্বাদে। এক বার না খেলে বুঝবেন না। আমি বাসায় সবসময় বানিয়ে রাখি। আমার পরিচিত যারা আছেন আমার হাতের নুডলস / পাস্তা খেয়েছেন তাদের রিকুয়েস্ট ছিলো মেন্যু যুক্ত করার। তাই আমাদের মেন্যুতে এখন থেকে মেয়োনিস পেয়ে যাব। সবাইকে একবার ট্রাই করার অনুরোধ রইলো।
জারের ওজন বাদ দিয়ে মেয়োনিসের ওজন : ৩৭০+ গ্রাম।
প্রাইসঃ ২৫০ টাকা
আরো বিভিন্ন স্বাদের মেয়োনিসের আপডেট পাবেন।

10/05/2022

pasta with shrimps nd chicken
যারা আমার মত ঝাল পছন্দ তাদের এই পাস্তা না ভালো লাগার উপায় নেই,, এর মাঝে চিকেন এন্ড স্রিম্প দেওয়ায় স্বাদ বেড়ে গেসে অনেক গুন,
এমন বৃষ্টির দিনে গরম গরম ঝাল ঝাল পাস্তা খেতে মন্দ হয় না,,, বরং ভালোই লাগবে😊😊

Photos from Homely taste- ঘরোয়া স্বাদ's post 08/05/2022

chicken Burger
বলেছিলাম না পিকচার বাকি আছে এই হচ্ছে সেই পিকচার,, ইয়াম্মি জুসি এন্ড ক্রিসপি বার্গার,, 😊😉😊
প্রাইসঃ ৮০ টাকা

Photos from Homely taste- ঘরোয়া স্বাদ's post 08/05/2022

ট্রেইলার,,,,, পিকচার আভি বাকি হে মেরে দোস্ত 😁😁

02/05/2022

আসসালামু আলাইকুম, রমজান মাস তো শেষ হয়ে গেল, আগামীকাল ঈদ,,
ছোটবেলায় চাঁদরাতে বিটিভির সংবাদের অপেক্ষায় থাকতাম কখন গানটা বাজবে,,
"ও মোর রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ"
আর বিটিভিতে এই গান বাজানো মানেই পরদিন ঈদ,,😊
কি সোনালি ছিলো দিনগুলো 😊😊
গান তো বাজাতে পারবো না তাই এই পোস্টের মাধ্যমে আপনাদের ঈদের শুভেচ্ছা জানাই,,
ঈদ মোবারক,,,,,

01/05/2022

Yaammy!😊
মাঝরাতে ইদানিং খুব এটা সেটা খাওয়ার ক্রেভিং হয়, গতরাতেও তাই, মোমো খেতে মন চাইলো
তারপর কি হলো তা ত দেখতেই পাচ্ছেন,,,😁😁😁
চিকেন মোমো সাথে স্পাইসি চিলি অয়েল
উফফফফ কি বলব!!
দারুণ হয়েছে খেতে,,
এটা দেখে কারো খেতে মন চাইলে ইনবক্সে নক করুন জলদি,,,

Photos from Homely taste- ঘরোয়া স্বাদ's post 28/04/2022

আজ ভীষণ গরম পড়েছে তাই না! এই গরমে ইফতারের আইটেম হিসেবে দই হলে মন্দ হয় না।
তাই ত আজ বানিয়ে ফেললাম মজাদার দই, মিস্টি দই।
মুখে স্বাদ লেগে থাকার মতন একটা দই, এই দই খাইলে বুঝতে পারবেন কি পরিমাণ মজাদার এটা,
তাই দেরি না করে order করে ফেলুন এই মজাদার দই,
অর্ডার করতে ইনবক্সে নক করুন,,

Photos from Homely taste- ঘরোয়া স্বাদ's post 25/04/2022

ভর্তা পছন্দ করেন না এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর,
আমি নিজেও একজন ভর্তা লাভার সেটা টক জাতীয় হোক আর ভাত দিয়ে খাওয়ার,,
আজকে আমি কোন সেল পোস্ট দিচ্ছি না আমার বাসায় আজকে ভর্তা বানালাম তাই ভাবলাম আপনাদেরও একটু লোভ লাগাই😁
১. ঢেড়স ভর্তা, একটু পিচ্ছিল কিন্তু খেতে সহজ কেন সহজ তা ত আপনারা জানেন ই 😀
২. চিংড়ি ভর্তা,, এটার কথা আর কি বলবো!

আর কি ভর্তা পছন্দ? কমেন্ট করে জানান ,,,

Photos from Homely taste- ঘরোয়া স্বাদ's post 22/04/2022

আলহামদুলিল্লাহ, আমার বিজনেস এর প্রথম কাজ সফলভাবে সম্পন্ন হলো। 😊
আজকের অর্ডার ছিলো ১২০ জন দরিদ্র মানুষের জন্য চিকেন(🐔) তেহারি।
প্রথম অর্ডার এমন একটা কাজ দিয়ে শুরু করে ভালই লাগছে,,
সবাই আমার জন্য দোয়া করবেন,,
আর হ্যাঁ আর কেউ এমন কিছু করতে চাইলে অবশ্যই জানাবেন,,

Photos from Homely taste- ঘরোয়া স্বাদ's post 09/04/2022

আসসালামু আলাইকুম ,
আজকে আমি হাজির হয়েছি ২ টা ইফতার প্লেটার নিয়ে😊
১. ছোলা,
পেয়াজু,
বেগুনী,
আলুর চপ(পিকে নাই😁),
খেজুর
মুরগীর তেহারি ও সালাদ ( মূল্য ঃ ১৫০ টাকা)
২.
ছোলা,
পেয়াজু, (২ পিস)
বেগুনী,
ডিম চপ( পিক তুলতে ভুলে গেসিলাম😞,)
খেজুর (২ পিস)
ভুনা খিচুড়ি,
মুরগীর মাংস, সালাদ ( মূল্যঃ ১৭০ টাকা)

বিঃদ্রঃ-- ২/১ টা পিক দেওয়া নাই এর মানে এই না ওগুলো পাবেন না, যে আইটেমগুলো উল্লেখ করা হয়েছে ওগুলো অবশ্যই পাবেন।
**(মিনিমাম ওর্ডার ৩ টা)
খাবারের মান ও স্বাদ ভালো হবে ইনশাআল্লাহ। ১০০% হালাল ও ভেজালমুক্ত খাবার দিবো।

Want your business to be the top-listed Home Improvement Business in Mymensingh?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Category

Telephone

Website

Address

Mymensingh

Other Kitchen supplies in Mymensingh (show all)
Rehena's kitchen Rehena's kitchen
Mymensingh

Assalamu Alaikum welcome this page.. Actually i love cooking and eating

shammi's Kitchen shammi's Kitchen
Mymensingh

cooking

Shapla Cooking Shapla Cooking
Mymensingh

Hi! thanks for checking out my Page. My name is Shapla Islam, I enjoy Bengali Food Cooking. Thank You.

Sathir Ranna Ghor Sathir Ranna Ghor
Kalibari Koborkhana
Mymensingh

আসসালামুআলাইকুম। আমার চ্যানেল এ আপনাদের সাগতম �

Rupa's Kitchen Rupa's Kitchen
82/B Sarda Ghosh Road By Lane
Mymensingh, 2200

বাঙালী মানেই রান্না

Afroza's kitchen Afroza's kitchen
Mymensingh

Cooking content creator. Various kinds of cooked food items are posted in this page.

Duwel Duwel
Batikesor
Mymensingh

Hi friends,welcome my page ,please like and comment page and share video

Ovi's kitchen Ovi's kitchen
Mymensingh, 2209

cooking and daily life.

FOOD KHOR FOOD KHOR
Ishwargonj
Mymensingh, ISHWARGONJ

This page has been customized with good quality To make delicious food. And delivering the food to you while maintaining its quality. You can find various types of delicious food o...

Cake Crush Cake Crush
Mymensingh

We provide Home made fresh cake � Like Lemon cake , orange cake, vanilla, chocolate cake and more more ! we provide cup cakes and jar cakes also � (All over mymensing)

HennaLance by Smriti HennaLance by Smriti
Akua
Mymensingh