Md Robiul Islam

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Robiul Islam, Public Figure, Mymensingh.

01/02/2024

" -টাকা থাকলে কালো কে কালো নয় -"
.. ব্লাক ডায়মন্ড বলে!!

01/02/2024

এগিয়ে থাকা কাউকে হিংসা করতে নেই,আর পিছিয়ে পড়া মানুষকে অবজ্ঞা করতে নেই,সফলতা আর ব্যর্থতা ঠিক পৃথিবীর মতই ঘুরে!!

23/01/2024

- কবি বলেছেন.!🥴

- ভালো তাকেই বাসা উচিত.!😃

- যার পোস্ট তুমি এখন পড়তেছো.!😁🤟

22/01/2024

হাজার হাজার মাইল পাড়ি দিয়ে অতিথি পাখি বাংলাদেশে এসে দেখবে," ওমা😱 !! এইখানে আরো বেশী ঠান্ডা !!🥶
সারপ্রাইজ....🥴

07/01/2024

--সারা দিন অনলাইনে থাকি...!!😊😊
_কেউ তো একটু পটাইতে পারো..!!🙈🙈
_সব কিছু কি শিখিয়ে দিতে হবে নাকি..!😒🥱
😑😑😑

23/10/2023

আজ নিউটন বেঁচে থাকলে WIFI Password বের করার সুত্রটা ও বলে দিত।🙂

04/07/2023

বাসর রাতে বউকে দরজার আড়াল থেকে বললাম..'বউ টুকি।' বউ আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। আহা কতদিন পর একটা বিয়ে করলাম। আজ বিড়াল মা-রব সুযোগ পেলে খরগোশও মা-র-বো৷ বউকে আবারো বলল....

-বউ টুকি...!

--এত পুং-টামি না করে খাটে আসুন।

কি আজব! একটু ইয়ার্কিও করতে পারবনা? এখানে পুং-টামির কি আছে? আর তাছাড়া নতুন বউ আমায় কেন এসব বলবে। আমি দ্রুত পায়ে খাটে গিয়ে বসলাম। বউ ঘোমটা টেনে বসেছে। লাল বেনারসি শাড়িতে বউকে একদম লাল বানুর মতন লাগছে। মন চাচ্ছে খুশিতে বউয়ের হাত ধরে কিছুক্ষণ নাচি৷ নাচতে নাচতেই নেপ-চু-ন চলে যাই। আমি গলা খাঁকড়ি দিয়ে বললাম....

--এভাবে ঘোমটা টেনে কেন বসেছো?

-আমার লজ্জা করে।

--আজ থেকে আমরা স্বামী-স্ত্রী, এতে লজ্জার কি আছেগো?

-ইসস তাই বলে লজ্জা পাবনা।

আমি আর কথা বাড়ালাম না, আলতো করে বউয়ের ঘোমটা টেনে তুলে দিলাম৷ বউ মাথা নিচু করে আছে। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। মুখ ফসকে বেড়িয়ে গেলো....

-মাশাল্লাহ! কি সুন্দর!

--ধ্যাত এভাবে বলবেন না।

-এত সুন্দর কেন তুমি? সৃষ্টি কর্তা যেন তোমায় নিজ হাতে বানিয়েছেন।

--আমার কিন্তু লজ্জা লাগছে।

ঠিক তখনই দরজায় ঠকঠক আওয়াজ হলো। আমি ভ্রু-কুচকে তাকালাম। আজবতো কে দরজা টোকায়। আমি বিরক্তি নিয়ে দরজা খুললাম। বাইরে আমার নানি দাঁড়িয়ে আছে। বললাম....

--কি হয়েছে?

-কি করছিস?

--হাডুডু খেলছি।

-রাগ করিস কেন?

--আজ আমার বাসর রাত, তুমি এসে জিজ্ঞেস করছো কি করি রাগ হবেনা?

-ধূর গাধা, বাসর করার মতন বাসর করলে ১ ঘণ্টাই হয়। সারারাত বুঝি করতে হয়?

নানির এমন কথা শুনে মেজাজ গেলো খারাপ হয়ে। বুড়ি এতরাতে এসেছে এসব বলতে। আমি বললাম....

--উল্টাপাল্টা কথা বলবেনা। তুমি যাওতো।

-ইসসস নতুন বউ পেয়ে যেন সহ্য হচ্ছেনা।

আমি খট করে দরজা বন্ধ করলাম। এগুলোর কোন মানে হয়? ফাজিল নানি। আমি মুচকি হেসে আবার খাটে চলে আসলাম। বউ বলল....

--নানি কি বলল?

-কিছুনা বাদ দাও। চলো শুরু করি...?

--কি?

-না মানে বাসর রাতে কি করে?

--আমি কি জানি নাকি? আপনিই বলুন।

-আচ্ছা চলো একটু গল্প করি।

--কি গল্প?

-এক দেশে ছিল এক ব্যক্তি। তার বড় ছেলের নাম হলো আশিক৷ সে জন্মগতভাবে সিঙ্গেল ছিল। একদিন হুট করে তার বিয়ে হয়ে যায়, তারপর তারা বাসর রাতে....

ঠকঠক....আবার দরজায় টোকা পরলো। কেমনডা লাগে৷ বউয়ের দিকে তাকিয়ে দেখি সে মুচকি মুচকি হাসছে। অস্ফুট স্বুরে বলল....

-যান দেখুন কে এসেছে।

--এত বিরক্তি ভালো লা

12/06/2023

একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব‍্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল। পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব‍্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করল। যদিও সে চাইলেই লাফ দিয়ে বেড়িয়ে যেতে পারতো কিন্তু সে লাফ দেয় না। সে সহ‍্য করতে থাকে!!!

আস্তে আস্তে তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয় তখন ব‍্যাঙটি আর সহ্য করতে পারে না। সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার কিন্তু তখন আর তার লাফ দেওয়ার মতো শক্তি তার থাকে না। পানি আরও গরম হতে থাকে যার ফলে সেই গরম পানিতে পুড়ে একটা সময় সে মারা যায়!!!

এখন যদি প্রশ্ন করা হয় ব‍্যাঙটি কেন মারা গেছে?

তাহলে অধিকাংশ মানুষই বলবেন, গরম পানির কারণে মারা গেছে। কিন্তু না,সে গরম পানির জন্য মারা যায়নি!!!
সে মারা গেছে লাফ দেওয়ার সিদ্ধান্ত সঠিক সময় না নেওয়ার কারণে।

ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থান,কাল,পাত্র ভেদে একেকটা বিষয়ে সহ‍্য করার হ্মমতা থাকে কিন্তু আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত হ্মমতা থাকা সত্ত্বেও আমাদের বুঝতে হবে কখন সরে যেতে হবে অর্থাৎ সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। নয়তো ব‍্যাঙের মতো অবস্থা হবে!!!

আবেগ ভালোবাসা অথবা বেশি আত্নবিশ্বাস দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত নেওয়া উচিত না, সঠিক সময়ে জ্ঞান গুরুত্বপূর্ণ।

ভালো লাগলে আমার পেজটায় একটা ফলো দিয়ে পাশে থাকবেন ❤️

31/05/2023

নতুন বিয়ে করা স্ত্রীর সাথে ড্রইং রুমের সোফায় বসে টিভি দেখছিলাম। আর সোফার পাশে মেঝেতে বসে টিভি দেখছিলো দশ এগারো বছরের কাজের মেয়েটি। ওর নাম শেফালি। দরিদ্র ঘরের মেয়ে। বাবা নেই। মা আছে। আমাদের গ্রামে ওদের বাড়ি। সেই সূত্রেই আমাদের চেনে। ওর মা একদিন মেয়েকে নিয়ে গ্রাম থেকে আমাদের বাড়িতে এসে আমার মাকে বললো, মেয়েটিকে যেনো আমরা রেখে দিই। আমাদের এখানে থাকবে, কাজ করবে। মা রেখে দিলেন। তারপর থেকে মেয়েটি আমাদের বাড়িতে থাকে। মাঝে মাঝে ওর মা এসে মেয়েকে দেখে যায়।

আমার স্ত্রী মেয়েটির দিকে তাকিয়ে বললো,"তুমি নিচে কেনো বসেছো? সোফায় বসো।"

মেয়েটি আমাদের এখানে আছে দু বছর হলো। সে সব সময় নিচে বসে টিভি দেখে। তাকে কখনো আমরা সোফায় বসে টিভি দেখার কথা বলি নি।

মেয়েটি তাই অবাক এবং কিছুটা ভয় নিয়ে আমাদের দিকে তাকালো। সে বুঝতে পারছে না কী করবে?

স্ত্রী তখন উঠে গিয়ে মেয়েটির হাত ধরে দাঁড় করিয়ে সোফায় বসালো।
এবং হেসে বললো,"এখন থেকে সোফায় বসে টিভি দেখবে। কখনো নিচে বসবে না।"

মেয়েটি জড়োসড়ো হয়ে বসে টিভি দেখতে লাগলো।

কিছুটা দূর থেকে মা দৃশ্যটি দেখলেন।
পরে মা আমাকে তার রুমে ডেকে বললেন,"আমাদের সৌভাগ্য যে, আমরা খুব ভালো একটা বউ পেয়েছি।"
আর বাবা বললেন,"বউটার যত্ন নিবি। আমি নিশ্চিত এই মেয়ে আমাদের জীবন বদলে দেবে। ঠিক যেমন তোর মা আমাদের জীবন বদলে দিয়েছিলো।"

বাবার কথা অক্ষরে অক্ষরে মিলে গেলো। শহরের আমাদের এক খণ্ড জমি নিয়ে বারো বছর ধরে মামলা চলছিলো। জমিটির বর্তমান মূল্য প্রায় এক কোটি টাকা। জমিটি এক প্রভাবশালী লোক জোর করে দখল করে রেখেছিলো। কিছুদিন পর ঐ মামলার রায় হলো। এবং আমরা জিতলাম।

বাবা সেদিন আদালত কক্ষে আমাকে আবারো বললেন,"বউটার যত্ন নিবি।"

কিন্তু বাবার কথা শেষ পর্যন্ত রাখতে পারলাম না।
একদিন রান্নায় লবণ একটু বেশি হয়েছিলো বলে গলা চড়িয়ে স্ত্রীকে বললাম,"কী রেঁধেছো এসব! মুখেই তো দেয়া যাচ্ছে না।"
আরো বেশ কিছু কথা বললাম।

বাবা তখন ছুটে এসে ধমকে আমাকে বললেন,"ঐ খাবার তো আমরাও খেয়েছি। কই আমাদের তো সমস্যা হয় নি।"

আর মা বললেন,"কথা ভদ্র ভাবে বলবি। বেয়াদবের মতো কথা সহ্য করবো না।"

আমি আর কিছু না বলে বড়ো বড়ো কদম ফেলে ডাইনিং রুম থেকে বেরিয়ে গেলাম।

পরদিন অফিসে গিয়ে জানলাম, বড়ো অংকের টাকার হিসেব গণ্ডগোল হয়েছে। আর অফিসের টাকার দায়িত্ব যেহেতু আমার, তাই দোষটা আমার ওপর পড়লো।

বস আমা

29/05/2023

এই যুগে যেই মেয়েরা খোলামেলা পোশাক পরে নিজেকে মডেল ভাবতেছো,আসলে ঠিকই তুমি মডেল আর এই মডেল কেই নব্বই দশকে মা'গি বলতো! 🐸

03/04/2023

সন্ধা চাঁদের আলো আলোবিসমিল্লাহ পোল্ট্রি ফিশারীজ হ্যাচারিপ্লাজমা নার্সিং ভর্তি কোচিংচিঠিবাংলা বাংলা নিউজ.২৪বাংলা নিউজ.২৪বাংলা নিউজ.২৪ময়মনসিংহ পরিবারনিউ বাংলা নিউজনিউ চাইনা বাজারসময়ের কণ্ঠস্বরখেলার সময় - প্রজাপতি শরীরে বসলে বিয়ে হয় শুনে.!🦋

- টানা ২ ঘন্টা প্রজাপতির পিছে দৌড়ানো আমার বান্ধবী.!🤦‍♂️🐸

03/04/2023

আসুন আজকে আমরা Sumon Swarnali এর
কিছু মাউথ স্পেলিং এর কয়েকটা নাইস নাইস মিস্টেকের কথা শুনে আসি🙄।

🙂।
১/আজকে সে আবারো তাড়াহুড়া করে ফোন রিসিভ করতে গিয়ে
"আসসালামু আলাইকুম" বলার বদলে 😑
"বিসমিল্লাহির রাহমানির রাহিম" বলে ফেলছে 🙂।
আসেন আরো কতগুলা তার বলদামির কাহিনী কই😒.......

২/ সে যখন প্রথম বার বান্ধবী ছাড়া একা বের হয় তো সেদিন রিক্সার জন্য দাড়াই থেকে রিক্সাওয়ালারে বলতেছে নিউমার্কেট যাবেন?? রিক্সাওয়ালা চুপ করে তার দিকে তাকাই আছে, সে রাগে বলতেছে মামা যাবেন কিনা বলেন, তখন মামা বলে এটাই তো নিউমার্কেট 🐸। (এই কাহিনী বহুত আছে😑)।
৩/ একবার তার আম্মু তাকে বললো তোর বশির কাকা কে শরবত খাইতে দে.. তো সে গিয়ে বললো কাকা বশির খাবেন? 😬😬
৪/ এক্সাম এর জন্য পড়তে পড়তে, এক্সাম দিতে যাওয়ার কথা ভুলে গিয়েছিল সে 🙂।
৫/ রিক্সায় উঠে কোথায় যাবে বলতে ভুলে যাওয়া সে... মামা বলে, কই যাবেন?
সে : মনে পড়ছে না 😑😑।
৬/ছোটো বেলায় তার আম্মু আর ফুপুর সাথে ঘুরতে ঘুরতে এইটা খাবো ঐটা খাবো বলতে বলতে জুতা খাইতে চাওয়া সে🙂।
৭/ তার ছোটো কাকাই বিদেশ যাবে তো সবাই কান্নাকাটি করতাছে। তখন মনে হয় সে 10 এ পড়ে।
দেখে সবাই তাকে ধরে কাদতেছে আর বড় মানুষদের মত কথা বলতেছে, ভুল-ত্রুটি ক্ষমা চাইতেছে। তো সেও তারাহুরো করে কাদতেছে আর বলতেছে........কাকাই আমার যদি মাফ হয় ভুল করে দিয়েন।।😐
৮/ একদিন সে তার আম্মুকে ভুলে বলছে-আম্মু দরজা আসছে আব্বু খোলো😕।
৯/ কলেজের স্যার কে একবার জন্মদিনে হ্যাপি বার্থডে না বলে ঈদ মোবারাক বলে ছিল🙂।
১০/ সে একবার টিচারের সিগনেচার নিতে গিয়া খাতা দেখাইয়া বলতাছে.....এখানে একটা ইঞ্জেকসন দেন☺।
(যদিও এইটা তার জাতীয় অভ্যাস, কখনোই সিগনেচার কথাটা তার মনে থাকেনা। বাই দ্যা ওয়ে এই মাত্র তার আম্মুর থেকে নামটা জিগাইয়া লিখছে😐)।
১১/ রাত্রে ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহ ইয়া না পইড়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কবরের দোয়া পড়া সে👉😐।
(বাকি কাহিনী তার আর মনে পড়ছেনা🙂)

25/08/2022

এক দেশে দুই bondu ছিল😌
একজনের নাম
I Like You 🙃
আরেক জনের নাম
I Love You ❤️
হঠাৎ একদিন
I like you মা*রা গেলো।

- তাহলে এখন কে বেঁচে রইলো....!!😁🤭🙈

04/08/2022

লুঙ্গিতে আগুন লাগলে
যেমন খুললে ও বিপদ, না
খুললে ও বিপদ, ঠিক তেমন কিছু আত্নীয় আছে তাদের সাথে সর্ম্পক থাকলে ও বিপদ ,না
থাকলে ও বিপদ!

25/07/2022

┏╮/╱🌺🌿
💔•••⊰❂⊱
╱/ ╰┛ সিলেটের চা 🌿 বগুড়ার দই 🌿

আমার --- বাবুর আম্মু তুমি কই🙈
"-★ ★ ★ ★ ★
┊┊┊┊ 💞
┊┊┊💞
┊┊💞
┊💞
💞🥵😐😋😂😂

20/07/2022

চলুন না
ব্যস্ততার মাঝেও
আল্লাহকে স্মরণ করি! 💚
Allah

Want your public figure to be the top-listed Public Figure in Mymensingh?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Category

Address

Mymensingh

Other Public Figures in Mymensingh (show all)
SN Naim Ahsan SN Naim Ahsan
Mymensingh
Mymensingh, MUKTAGACHHA

Hi, I am Naim, I have a YouTube channel, I am a blogger in my page, so all my friends support me,

Sheikh Tofayel Ahmed Opurbo Sheikh Tofayel Ahmed Opurbo
Mymensingh, 2400

I am indeed a king, because I know how to rule myself.

Ţ Â ŃĴĭĽ  ノシ Ţ Â ŃĴĭĽ ノシ
Mymensingh, 2200

EmotionaL fun&masty EmotionaL fun&masty
Haluaghat
Mymensingh

best father

Hasibul Islam Hasibul Islam
Mymensingh

this is hasibul islam

ʟᴀᴍɪᴀ ʙɪɴᴛᴇ ʟᴀᴍɪᴀ ʙɪɴᴛᴇ
Mymensigh , Dhaka
Mymensingh

Creativity is your best makeup skill, don’t be afraid to experiment.. Stay connected to youtube channel : LAMIA BINTE

MH Zahirul Islam MH Zahirul Islam
Mymensingh
Mymensingh

❣-༊'ভালোবাসা༊'তাকেই༊দেও'!༊࿐'💙🌺! -༊🌻😻༊┅ღ'যার༊চারপাশে এতো༊ সুন্দর ༊মানুষ ༊থাকা সত্ত্বেও ༊তার ༊চোখ

তথ্য ও বিনোদন 47 তথ্য ও বিনোদন 47
Gafargaon
Mymensingh, 2233

This page is dedicated to all categori video.specially we make sad and amazing videos

Mohammad  Akbar Ali Ahsan Mohammad Akbar Ali Ahsan
Naha Road
Mymensingh, 2200

Best wishes for everyone. keep your environment clean.

Gaming emon Gaming emon
Mymenshing Mucktagacha
Mymensingh, GAMINGEMON

Alhamdulila

Farzana Mim Farzana Mim
Mymensingh
Mymensingh

Hello, I, Farzana Meem, requested you to like my YouTube channel