Mahbin_art_bar

Hi, you beautiful SOUL's! It's me Mahajabin. Support me on this journey.

09/01/2024

মেঘের উপর বাড়ি।

22/12/2023

ছবির নাম - পতাকা 🇧🇩

05/12/2023

বাড়ি, মানুষ, সম্পর্ক, স্মৃতি একদিন সব পরিত্যক্ত হয়। আমরা কখনো টের পাই, কখনো পাই না। আবার কখনো টের পেলেও মেনে নেই না। খরগোশের মত চোখ বন্ধ করে ভাবি সব ঠিক হয়ে যাবে।

23/11/2023

My first clay project. Thought it would be easy to make but Trust me it wasn’t, did so many mistake although its a fun process. 🍄

05/11/2023

প্রচুর ডিটেইলস পেইন্টিং করা সত্বেও যখন তা ক্যামেরবন্দী করতে পারি না।

Photos from Mahbin_art_bar's post 29/09/2023

চিঠি যুগ পেরিয়েছে বহু আগে। ডাকঘর, পোস্টমাস্টার, পিয়ন এই শব্দগুলোর ইতিহাস হয়ে গেছে। মাঝে মাঝে ভাবি আচ্ছা ওরা কি কখনো ভেবেছিল একদিন ওরা এইভাবে বিলুপ্ত হয়ে যাবে!!! একদিনের সেই জৌলুসপূর্ণ ঘর আজ জীর্ণ, অসহায়।

28/09/2023

Trust the Univers. Let them make noise, just keep your mouth shut. Time will give them the best reply they deserve.

17/09/2023

how many breakdown do you have Whilst painting???

10/09/2023

It's a full time job, believing in yourself .

No days off!

09/09/2023

A simple reflection of myself. 🌿❤️

06/09/2023

Tuba with howl's secret garden🌿

04/09/2023

" As an artist if you like it that's all of the value. The success comes when you say I like that enough for other people see it. Not other people like it so it's successful. It doesn't mean anything. Because other people liking is out of your control. All that is in your control is making it to the best of your ability it's all an offering to god. "

Copied

17/08/2023

This one is my first big canvas painting still now, however it’s out of my comfort zone. I like to paint on small size paper. My previous big painting was probably 10/7 or could be 8/7 and i didn't like it. Doing a big painting you need to be patience also have to think ten time longer than the small one. You get a lot's of space and you need to fill them. One of the most important thing is measuring the ratio and i'm really bad on this. I even can't measure a perfectly straight line No matter how hard i try. By the way this painting is 12/10 and i just perceive that this is not as big as i though.
In 2021 i brought this paper, as i mention earlier that small paper is my comfort zone that's why i cut the paper into small pieces. But i had a long cherish dream to paint a big painting for this i cut a big portion of paper and keep them in safe place. And let me tell you that i'm a very good keeper. I keep them in a safe place and then just forget about it and this term is also applicable in this case. Then after almost two years later something happen and i determind to paint something big. I started to keep searching for a suitable subject and guess what after 2days of scrutinize i didn't find anything.
Well if this happen in an ordinary day i would give up but god knows why that time i was very enthusiastic. Nevertheless i decided to paint mountains from my imagination and i was pretty much sure i will never rely on this. At the very begining i decided to merge a sky, mountains and a hut with a flower tree. Started to paint the sky and the sky should be dramatic and vibrant and after i done, as usually it was a mess. I have never seen this type of red sky or clouds. Decided to change my plan, not to paint any mountains, try to keep it as simple as possible. Just wanted to paint pedi fields but the hut stucked in my head and didn't find suitable position to place it. After it finish i realized that the ratio is absurd. At this point i was really feeling hopeless. Again changed the plan transformed pedi field into a yellow mustard field and then went to sleep. Then the next day change my decision once more now mustard field turn into a marigold field, added some details and i am done.enough is enough.
I will never ever paint anything without any proper reference photo.

09/08/2023

" রমন্থন করি ফেলে আসাল
দৃশ্যপট স্বপ্নে আঁকা "

ছোটবেলায় আমার নানুবাড়ি ছিল ছবির মত সুন্দর। ওই যে বইয়ে পড়তাম না স্বপ্নের মত গ্রাম ঠিক ওই রকম। বাড়ির পাশে একটা মাঝামাঝি সাইজের কিন্তু গভীর খাল ছিল। ভয়ে কোন দিন নামার সাহস করিনি। খালের একপাশের পাড়জুড়ে ছিল সারি সারি নারিকেল, তাল আর সুপারি গাছ। সেইসব গাছে বাসা ছিল টিয়া পাখিদের। ঠিক সন্ধ্যে নামার আগে পাখিগুলো দলবেঁধে ডাকাডাকি করতে করতে বাড়ি ফিরে আসতো।

25/07/2023

One dream come true moment 🥺❤️

Photos from Mahbin_art_bar's post 19/07/2023

হুদাই

10/07/2023

Ghibli studio

06/07/2023
Photos from Mahbin_art_bar's post 05/07/2023

My first ever kintsugi. Happy me 💫

The art of kintsugi is inextricably linked to the Japanese philosophy of wabi-sabi: a worldview centred on the acceptance of transience, imperfection and the beauty found in simplicity.

27/06/2023

ভালো লাগে তাই দিলাম।

24/06/2023

Couldn’t take an aesthetic photo that enhance its beauty. I love this painting specially Lily leaves.

I paint this koi pond on a box that i got from an online shop. Actually i love to collect box, bottle and various stuff like this. I collect them and keep them in a safe place and then delete the information from my mind. After ages when will i attempt to clean my room, will find all of this. That's why All my cabinet are looks like garbage 😑.

15/06/2023

*কৃষ্ণচূড়া*

গত বছর মে মাসে আমার বিয়ের রিসিপশন হয়। ফিরানির পর যখন শ্বশুরালয়ে ফিরছিলাম তখন রাস্তার দুই ধার লাল হয়েছিল কৃষ্ণচূড়ার রঙে। কি অপূর্ব সুন্দর সেই রঙ।যেনো মনে হচ্ছে বনে আগুন লেগেছে।সারারাস্তা আমি গাছ গুনে গুনে এসেছি। তারপর একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছি।ঘুম ভেঙে দেখি সন্ধ্যা প্রায় হয়ে গেছে। মাগরিবের আযানের পরে আমাদের ড্রাইভার নামায পড়ার জন্য গাড়ি থামায়। ড্রাইভার যাওয়ার পর আমার সাহেব আমাকে জিজ্ঞাস করল "কফি খাবা?"। আমি বললাম খাবো না। তারপর সে বলল ঠিক আছে আমি তাহলে একটু আসছি কফি খেয়ে। এই বলে আমাকে গাড়িতে লক করে সে বের হয়ে গেল। আমাদের গাড়িটা যেখানে দাড়িয়ে ছিল তার পাশেই একটা কফির দোকান ছিল। কিন্তু আমার সাহেব সেখানে না গিয়ে রাস্তা পার হয়ে অন্য পাশে রওনা দিল। আমি বসে বসে ভাবছি এই ভদ্রলোক তো আমাকে গাড়িতে একা ছেড়ে দূরে যাওয়ার মানুষ না। কি করতে যাচ্ছে তাহলে!!কিছুক্ষন পর দেখি সাহেব আমার দৌড়ে আসছে। কিছুটা কাছে আসার পর ভালো করে খেয়াল করে দেখলাম মহাশয়ের হাতে কৃষ্ণচূড়া ফুল। আমার খুশি আর দেখে কে। কি যে করব ভেবেই পাচ্ছিলাম না। ঐ মুহূর্তটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। ওটাই আমার জীবনের প্রথম কৃষ্ণচূড়া। আমি সেই ডাল সযত্নে রেখে দিয়েছি যদিও তার অস্থিমজ্জা ছাড়া আর কোন সৌন্দর্য ই বাকি নেই।

07/06/2023

আমি বৃষ্টি খুব একটা পছন্দ করি না। কিন্তু ফেবু স্ক্রল করতে গিয়ে একটা সুদিং বৃষ্টির ভিডিও দেখলাম। এখন মনে হচ্ছে এইবার বৃষ্টি হলে খুব আয়েস করে বৃষ্টিতে ভিজবো।

02/06/2023

ছবি আঁকার ক্ষেত্রে আমার সবচেয়ে বড় barrier হচ্ছে সাবজেক্ট সিলেক্ট করা। যে সাবজেক্ট দেখে ইন্সটেন্টলি মনে হবে 'আমি এইটা আঁকবো ',কেবল সেই ছবিটাই আমি আঁকতে পারবো। সাবজেক্ট সিলেকশন এর পর মস্তিষ্ক অটোমেটিকেলি এক্টিভ হয়ে যায়। সারাক্ষন মাথার ভিতর ছবিটা ঘুরতে থাকে। রঙগুলো হরেক রকম বিক্রিয়া ঘটাতে থাকে। ছবি আঁকার সময় অনেকটা instinctively রং চলে আসতে থাকে।
কিন্তু এই ছবিটা আঁকার সময় আমার মাথা সম্পূর্ণ ব্ল্যাংক ছিল। মস্তিষ্ক কোন প্রকার রঙের খেলাই খেলছিল না। ওরা যে রঙ চিনে কিংবা চিনত এমন কোন সিগ্ন্যালই পাচ্ছিলাম না। সেহেতু রং আইডেন্টিফাই করতে পারছিলাম না, তাই ছবিটা আঁকতে প্রচুর বেগ পেতে হয়েছে। ভুলভাল অনেক রং বসিয়েছি। ছবিটা আঁকার পুরো সময় জুড়ে মনে মনে একটা কথা বলেছি "এই একটা কাজই তো ভালোবেসে করতাম, সেটাও ভুলে গেলাম 🙂"।
খুব জোর করেই ছবিটা এঁকেছি। অনেকদিন ছবি না আঁকতে আঁকতে মনে ভয় ডুকে গেছে, সাথে আসলেমী তো আছেই। জোর করে কোন কাজ করলে তার আউটপুট জুতসই হয় না।
তবে ছবি যাই হোক, একটা ভয় তো কাটানো গেল। আজকের জন্য এই যথেষ্ট।

30/05/2023

Once i had a ginger colour cat. My husband found him in our garage. Though he is cat, we named him "PAKHI". And after 1 week we lost him. Pakhi's owner found him and take him back.

17/03/2023

I have reached 400 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

Photos from Mahbin_art_bar's post 01/12/2022

ছবি আঁকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি বিষয়
১. ধৈর্য
২. ধৈর্য এবং
৩. ধৈর্য
দুর্ভাগ্যবশত এর সবকটিই আমার বিলুপ্তির পথে। তাই আর ছবি আঁকা হয় না। এই কৌটাখানা আমি বিবাহের পর প্রথম যখন রান্নাবান্না করা শুরু করেছি তখন আবিষ্কার করেছিলাম। খালি কৌটা, কেবিনেটএ যত্ন করে রাখা। মা বলেছে এই কৌটা নানু মা কে কিনে দিয়েছে, তাই মা রেখে দিয়েছে। আমি একটা কৌটা মার কাছ থেকে নিয়ে এসেছি। ভেবেছি কিছু আঁকবো। তারপর কত মাস পেরিয়ে গেছে। কিছুই আর আঁকা হয়নি। মাস দেড়েক আগে এইটা কে বেস কালার করে রেখে দিয়েছি। কিন্তু কি আঁকবো তা আর ভেবে পাইনি। মনের মত কোন সাবজেক্ট পাচ্ছিলাম না।

কিছু দিন আগে আমার বোনের টিচারের বাসায় গিয়েছিলাম।ম্যাডামের বিশাল ছাদ বাগান। হরেক রকম ফুলের গাছ। এত শত গাছের ভিতর হাইড্রেঞ্জিয়াও ছিল। ম্যাডাম সেদিন অনেক গাছের চারা দিয়েছিল। কিন্তু হাইড্রেঞ্জিয়া দিতে পারেনি। ওই গাছের কোন চারা হয় না। তবে ম্যাডাম বলে দিয়েছেন কলম করতে পারলে আমাকে দিবেন। ওই গাছের কথাটা আমি বাসায় এসেও ভুলতে পারি নি। তখন থেকেই মাথায় ভূত চেপেছে হাইড্রেঞ্জিয়া আঁকবো।
বহু চিন্তা ভাবনা করে অবশেষে এই ছবি আঁকা।

হাইড্রেঞ্জিয়া এর একটা দেশি ভার্সন হল হাজারী বেলী বা সহস্র বেলী। আমার বেস্ট ফ্রেন্ড পলির কাছে এই গাছ ছিল। ও আমাকে একটা চারাও দিয়েছিল। কিন্তু চারাটা চুরি হয়ে গিয়েছিল।তারপর প্রতিবার গাছে ফুল ফুটলে ও আমাকে ছবি তুলে পাঠাতো। এই ছবিটা যখন আঁকছিলা তখন ওর কথা মনে পড়ছিল।

অনেক লিখে ফেলছি, টাটা, বাই -বাই, খতম ✌️।

27/10/2022

the power of colour can trun a trash into an art. ✨

09/05/2022

নিজের বিয়েতে করা আলপনা।

14/01/2022

Customize

Want your public figure to be the top-listed Public Figure in Mymensingh?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Today it is 2 months since we left our country. Time goes so fast. Now its two  months, maybe oneday it will be 2 years ...
Doesn’t matter how i ended up,at least i tried. 🙂
জিনিসটা কেমন হইল????
Artists heaven 💘
A simple reflection of myself. 🌿❤️#doodling #doodlife #doodlingartwork
My neighbour totoro.#studioghibli #painting #artreel #artvideo
BEHIND  the scene. #paintingoftheday #goodvibes #workstation #lotsofcolor
Life goes on..💚#acrylicart #acrylicpainting #acrylic #fungi #greenery #goodvibes

Category

Address

Mymensingh

Other Artists in Mymensingh (show all)
Touhid Chanchal Touhid Chanchal
Mymensingh

Omor vai Omor vai
Mymensingh

Follow my page... its.Abid gaming.,,,

Trollface.jpg Trollface.jpg
Mymensingh, 2200

nice page, my husband gave it to me

Tithi Das Tropa Tithi Das Tropa
Mymensingh

Crafty Riya Crafty Riya
Mymensingh

Md Robin Mia Md Robin Mia
Mymensingh

My name is Md. Robin Mia.I am a Bangladeshi guy.I am studying class new 10 in a secondary School 🏫

Ritik cartoon gallery Ritik cartoon gallery
Mymensingh, 2282

i am simply cartoon or animation creator

ভালোবাসার  nisha ভালোবাসার nisha
Jamalpur
Mymensingh, 53559000

গানের জন্য এই পেইজ

Sr Mizan Sr Mizan
Dhaka Mymensingh High Way
Mymensingh

Iam a Bangladeshi Singer 🥰 Lyricist And Tuner 🥰 I love Music 🥰 I will be a musician 🥰 INSHALLAH

Jayed Ahmed Jayed Ahmed
Mymensingh

“অপসংস্কৃতি রোধ করে “ “তোমার দেশের পাড়ায় পাড়ায়”» ★❝ছড়িয়ে দাও ইসলামী সংস্কৃতির আলো❞✍

MH KUKON MH KUKON
Mymensingh Dhaka
Mymensingh, 2900

এসো বন্ধু এসো সত্যের পথে চলি

Moin Hasan Moin Hasan
Mymensingh

LIFE HAS NO REMOTE. GET UP AND CHANGE IT ........... YOURSELF.........