Akhi Akter
❤️
"যা করতে তোমার ভাল লাগে তা অবশ্যই করবে। কে কি বলছে বা বলছে না তা নিয়ে মাথা ঘামাবে না। কারণ একটা জিনিস মনে রাখবে, তুমি আছ বলেই পৃথিবী টিকে আছে। তুমি নেই পৃথিবীও নেই।"
আমিতো এদের সাথে- ই খুশি থাকি😇❤️
ময়মমসিংহ মেডিকেল আজ রাত ৯ঃ৩০ এ সোনিয়া ও সোনিয়ার মায়ের সাথে দেখা! সোনিয়া হলো যাকে পিকে দেখতে পাচ্ছেন ওর নাম সোনিয়া সাথে ওর মা ও ওর ভাই! সোনিয়া মেডিকেল এ মাস্ক বিক্রি করে ও রাত হলে ওর মায়ের সাথে কেবিন এ কেবিন এ গিয়ে টাকা তুলে! 🙂 ওর এখন পড়াশোনা করার বয়স ওর হাতে থাকবে এখন বই খাতা কিন্ত অভাব এর কারনে আজ তার হাতে ভিক্ষার থালা,, যাইহোক আমাদের কাছে অনেকেই রিকুয়েষ্ট করেছিলেন যদি কোনো বাচ্চা থাকে এমন মা বা খরচ চালাতে পারেনাহ, বা বাসা বাড়িতে কাজে লাগিয়ে দিতে চাই, এইরকম কোনো বাচ্চা পেলে আমাকে দিবেন নিজের সন্তান এর মত রাখবো পড়াশোনা করাবো, যা যা লাগবে সব দিবো অনেক কিছুই বলেছিলেন অনেকেই আমার সাথে এখন অনেকের যোগাযোগ নাই বা আমার মনেও নাই কে কে মেসেজ দিয়েছিলেন।
সোনিয়ার আম্মুর সাথে কথা বলেছিলাম আমি যদি সোনিয়াকে এমন কারো কাছে দেই যে সোনিয়াকে নিজের সন্তান এর মত রাখবে বাসার কোনো কাজ করতে হবেনাহ ও তাদের বাসায় নিজের মেয়ের মত থাকবে তাহলে কি দিবেন সোনিয়ার মা দিতে বাধ্য সে বলে তার পক্ষে সোনিয়াকে পড়াশোনা করানো সম্ভব নাহ কারন তার ওইরকম অবস্থা নেই।
আমি যেন ভালো কাউকে খুজে সোনিয়ার দায়িত্ব দেই। যে সোনিয়াকে ভালো রাখবে, সুন্দর একটা লাইফ দিবে, যে সোনিয়ার হাত থেকে ভিক্ষার থালা সরিয়ে স্কুল ব্যাগ তুলে দেই।❤️❤️❤️🥰
অবহেলিত পথশিশু ফাউন্ডেশন ময়মনসিংহ ❤️
কিছুদিন আগে এক ভাই Akhi Akter আপু কে মেসেজ করে বলেছিলো আজ তার পছন্দের মানুষ এর জন্মদিন,সে উপলক্ষে তিনি বাচ্চাদের নিয়ে কেক কাটতে চান ❤️ আজ ওই ভাইয়ার ইচ্ছে পূরন হলো❤️❤️
সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের গ্রুপ ও গ্রুপের মেম্বারদের জন্য। চাইলে আপনি ও কিছু করতে পারেন পথশিশু ও অসহায় মানুষ এর জন্য। ❤️
ভালো থাকুক পৃথিবীর সকল শিশু!❤️
আমার সাথে যে আছেন ওর নাম হাসান! আমাদের ক্লাসের সবচেয়ে হাসি খুশি ছেলে! মারলেও হাসে😑বকলেও হাসে, পড়া পারলেও হাসে, না পারলেও হাসে, কানে ধরে দাড় কড়িয়ে রাখলেও হাসে🤦♀️
শুধু হাসে আর হাসে ওর হাসি দেখে আমাদের সবার হাসি পাই,, আমাদের সবার পছন্দের একজন ছাত্র হাসান🥰🥰
দোয়া চাই যেন আমরা সবাই একসাথে ওদের পাশে সবসময় থাকতে পারি ❤️
অবহেলিত পথশিশু ফাউন্ডেশন ময়মনসিংহ ❤️Join uss!
অবহেলিত পথশিশু ফাউন্ডেশন ময়মনসিংহ
শ্রেনীঃ প্রথম
সময়ঃ৩-৫ টা
তারিখঃ২৯-০৭-২০২২
অবহেলিত পথশিশু ফাউন্ডেশন ময়মনসিংহ
ক্লাসঃ প্রথম শ্রেণী❤️
সময়ঃ৩-৫ টা❤️
তারিখঃ ২৬-০৭-২২
স্কুলঃঅবহেলিত পথশিশু!
লোকেশনঃ চড়ঈশ্বদ্দী
ধন্যবাদ যানাই অবহেলিত পথশিশু ফাউন্ডেশন ময়মনসিংহের সকল মেম্বারদের এইভাবে অসহায় শিশুদের পাশে দাড়ানোর জন্য ❤️
দোয়া করবেন সবাই এইভাবে জেন মানবতার কাজে এগিয়ে যেতে পারে এই সংগঠনটি❤️
আপনারাও যুক্ত হতে পারেন এই মানবতার কাজে
যদি কেউ এড হতে চান
অবহেলিত পথশিশু ফাউন্ডেশন ময়মনসিংহ❤️
আজ ২২ জুলাই অবহেলিত পথশিশু ফাউন্ডেশন ময়মনসিংহ পক্ষ্য থেকে স্কুলের বাচ্চাদের নিয়ে খেলাধুলার আয়োজন করা হয় খেলায় অংশগ্রহণ করেন ১৯ জন বাচ্চা তাদের মধ্যে ৯ জন বিজয়ী হোন!
খেলা ছিলোঃচকলেট খেলা, ঝুড়িতে বল নিক্ষেপ, দৌড় প্রতিযোগিতা,!
চকলেট খেলায় বিজয়ী হোন, তিনজন মেয়ে (প্রথম) আখি (দ্বিতীয়) ঝিনুক (তৃত্বীয়,) আফসানা
ঝুড়িতে বল নিক্ষেপ এ প্রথম হোন তরিকুল, রবিউল, হাসান,
দৌড় খেলায় প্রথম হোন, আসরাফুল, আরাফাত, হামজা
আমাদের তরফ থেকে বিজয়ীদের ছোট কিছু উপহার তুলে দেওয়া হয়!
সবাই আমাদের সংগঠন এর জন্য দোয়া করবেন আমরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারি 🥰
ধন্যবাদ জানাই গ্রুপের উপদেষ্টা, সভাপতি, সাধারন সম্পাদক, প্রচার সম্পাদক, ও সকল মেম্বাদের ❤️❤️
এবং যদি কেউ কাজ করতে আগ্রহী থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন!
সাদকার জন্য কিছু সুন্দর টিপসঃ 🟪
🟣 ১. আপনার পুরাতন অথবা ব্যবহার হচ্ছে না এমন পোশাক গরিবকে দান করুন।
🟣 ২. একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে দিন, যে ব্যক্তি তাতে নামাজ আদায় করবে, ইনশাআল্লাহ আপনি সেই আমলের জন্য পুরস্কৃত হবেন।
🟣 ৩. একটি বাটি বা গ্লাসে কিছু পানি আপনার জানালায় রেখে দিন পাখিদের জন্য, এটাও এক ধরনের সদকা। এটিকে অভ্যাসে পরিণত করুন। আপনি পুরস্কৃত হবেন।
🟣 ৪. আপনার রুমে একটি বক্স রাখুন এবং যখনই আপনি মনে করবেন যে আপনি কোন অন্যায় করেছেন, তখনি তাতে সাধ্যমতো পয়সা রাখুন। মাস শেষে তা খুলে দেখুন এবং তা দান করে দিন। এতে নিজের ভুলগুলোর পরিমাণ বুঝতে পারবেন এবং অনুতপ্ত হয়ে নিজেকে সংশোধনের জন্য এটা সুন্দর একটি পন্থা।
🟣 ৫. বাড়িতে ঢুকার ও বের হবার পথে দোয়া লিখে রাখুন একটি কাগজে। যে এই দোয়াগুলো দেখতে পেয়ে পাঠ করবে, ইনশাআল্লাহ আপনি সেজন্য পুরস্কৃত হবেন৷ একইভাবে ঘরের এমন কোন স্থানে দোয়া লিখে রাখতে পারেন যেটা সবার নজরে আসে।
🟣 ৬. আপনার হাত খরচের টাকা দিয়ে একজন এতিমকে সহায়তা করুন আপনার সাধ্যমতো।
🟣 ৭. আপনার বাড়ির আশপাশে যদি কোন নির্মাণ কাজ চলে কিংবা শ্রমিকেরা কাজ করে, তবে কিছু ঠাণ্ডা পানি বা খাবার তাদেরকে দিতে পারেন। ইনশাআল্লাহ আপনি পুরস্কৃত হবেন।
🟣 ৮. কোন মসজিদে কোরআন শরীফ দিন, যে কোন ব্যক্তি যখন অন্তত একটি অক্ষর পাঠ করবে সেটার জন্য ১০ গুন সওয়াব লিখিত হবে আপনার আমলে।
🟣 ৯. আপনি পান করা গ্লাসে পানি অবশিষ্ট থেকে গেলে তা একটি ফুলদানির পাত্রে রেখে দিন, অপচয় করবেন না।
🟣 ১০. আপনার মুসলমান ভাই বোনদের উৎসাহ দিন, দুর্দিনে সাহায্য করুন, সহানুভূতিশীল হোন যখন তারা মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন।
🟣 ১১. অসুস্থ আত্মীয় কিংবা পরিচিতদের দেখে আসুন। একটু হাসুন, কথা বলুন। এটাও সাদকা। মৃদু হাসি বিনিময় করাও সদকা।
🟣 ১২. ততক্ষণ পর্যন্ত ঘুমাবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করেছেন।
🟣 ১৩. কাউকে এক অক্ষর হলেও দীন শিক্ষা দিন। সেই ব্যক্তি যখন তার সন্তানসন্ততি, বন্ধুবান্ধব কিংবা তার সন্তানদের মাধ্যমে তার পরের প্রজন্ম এই দীন অর্জন করবে, সে সকল সওয়াব মৃত্যুর পরেও আপনার কবরে পৌঁছাবে।
🟣 ১৪. সামর্থ্য থাকলে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল স্থাপনে সহায়তা করুন। গাছ লাগান, টিউবওয়েল বা পান করার পানির ব্যবস্থা করুন। আপনার মৃত্যুর পরেও মদজিদ মাদ্রাসা দীন শিক্ষা দিতে থাকবে।
#অবহেলিত পথশিশু ফাউন্ডেশন ময়মনসিংহ!
তারিখঃ১৯-০৭-২২
শ্রেণীঃ প্রথম
সময়ঃ৩-৫ টা
স্থানঃ চড় ঈশ্বরদ্দী
স্কুলঃঅবহেলিত পথশিশু ফাউন্ডেশন ময়মনসিংহ!
মানুষকে সাহায্য করার চেষ্টা করুন, দান করুন, মানুষের হাসি ফোটান। আপনি জীবনে যত বেশি চান, তত বেশি লোভী হয়ে উঠবেন। এটি আপনার মন এবং আপনার অভ্যন্তরীণ শান্তি নষ্ট করবে।
সর্বদা লোকেদের উপকার না করে তাদের সাহায্য করার কথা ভাবুন। বিশ্বাস করুন, আপনি এর চেয়ে বেশি শান্তি পাবেন না। এটা আপনাকে সত্যিকারের সুখী করবে।❤
আজ পার্কে থাকে আসার সময় ফুড পার্কের সামনে ওর সাথে দেখা হয় ওর নাম ইবাদী ও ফুল বিক্রি করছিলো আগে কখনো দেখিনি আমি ওরে ইদানীং পার্কে অনেক নতুন মুখ দেখা যায় যাদের আমি আগে কখনো দেখিনি আর আমি ও পার্কে খুব কম যায় ইদানীং তাই হয়তো চিনিনাহ!
যাইহোক যা বলতে চাচ্ছিলাম আমি আর সাকিব আসছিলাম ঠিক তখন ফুল নিয়ে এসে বলতেছে ভাই আফারে একটা ফুল কিন্না দেন, আমি কইলাম ফুল কিন্না আমারে দিতে হবে কেন আমি ওর বইন লাগি বাচ্চা মেয়েটা কইতাছে সবাই খালি এক কথাই-ই কই আমি ওরে দাড়া কড়িয়ে কইলাম আমারে তুমার নাম কি, কই থাকো, কইলো ওর নাম ইবাদী নদীর ওই পার থাকে,, আমি কইলাম তুমি হয়তো আমারে চিনোনা আমাকে পার্কের সব বাচ্চারা চিনে ওদের কাছে আমার নামটা কইয়ো আর ও আমার কি লাগে বইলা দিবো বুচ্ছো ওই আমার ভাই লাগে!
আমি ওরে জিগাইলাম তুমি পড়াশোনা করো ইবাদী কইলো না আফা আমি পড়িনাহ আমার বাপের ক্যান্সার এই ফুল গুলা বেইচা সংসার চালাইতে হয় পড়াশোনা করার সুযোগ নাই 🙂 আমি কইলাম কত পাও প্রতিদিন ফুল বেইচা ইবাদী কইলো ২০০-৩০০ টাকা আমি কইলাম এই টাকা দিয়ে তুমার বাবার চিকিৎসা ও সংসারতো চলেনাহ তাইনাহ আর তুমার ও একটা ভবিষৎ আছে, আমি যদি তুমারে স্কুলে ভর্তি করে দেয় তুমি কি যাইবা ইবাদী কইলো আমার অনেক ইচ্ছা পড়ার আফা আমি পড়াম সাথে আমার এই ছোট বইনেরেও পড়াবেন আমি কইলাম আচ্ছা আমি এখন থেকে তুদের পড়াবো তারপর স্কুলে ভর্তি করে দিমু তুই আমার নাম্বারটা রাখ আমাকে কল দিস আমি এইবার যায়,,,,,,,,,আমি হাটা শুরু করি অনেকটা পথ আসার পর কে যেন দূর থেকে আফা আফা কইয়া দৌড়ে আসছে পিছোনে ফিরে তাকিয়ে দেখি ইবাদি,, আমি কইলাম কিসে কিছু কইবি দেখলাম ওর হাতে ছোট একটা গোলাপ ফুল ওইটা আমাকে দিয়ে বলছে আফা ছোট হোক বড় হোক, বেশী দামী হোক আর কম দামী হোক এই ফুলটা আপনার জন্য আপনাকে আমার ভালো লাগছে🥰🥰 কথাটা শুনে সত্যি আমার এতো পরিমান ভালো লাগছে!
এই ভালোবাসা গুলা ভুলার মত নাহ ভুলতেও চায়নাহ! ভালো থাকু পৃথিবীর সব শিশু 🥰
১৯ দিনের বাচ্চাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে চার বছর এর আরেক বাচ্চা। সম্পর্কে ভাই বোন তারা।
১১ দিন পর বাচ্চাকে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছিলো।বড় বাচ্চাটা কিছুতেই ছোট বাচ্চাটাকে মেনে নিতে পারছিলোনা। সবসময় বলছিলো ওকে হাসপাতালে দিয়ে আসো।
আরও আত্মীয়রা ওকে মজা করে বলেছের তোমার ভাইকে সবাই আদর করবে তোমাকে আর কেউ ভালোবাসবে না।
এই রাগে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে বাবুটাকে।
এই জন্য ছোট বাচ্চাদের একে আপরের সাথে কখনোই কোন তুলনা দেবেননা।তাদের মনে ভালোবাসার কম বেশীর ভয় ঢুকাবেননা।
বরং তাদের বুঝাবেন খেলার সাথী পাবে একসাথে খেলতে পারবে,মজা করবে।
এই শিশুটি আজ সকালে মিন্টু কলেজে রেল লেভেলক্রসিং এলাকায় জামালপুর গামী কমিউটার ট্রেন এর ছাদ থেকে পড়ে যায়। শিশুটি তার নাম বলে আজিজা। বাবার নাম আতাব আলী। মা’র নাম বলে মোমেনা। সম্ভবত শিশুটির বাড়ি শেরপুর সদর উপজেলায়। শিশুটি বর্তমানে কোতোয়ালী থানা পুলিশের হেফাজতে আছে। যদি কেউ চিনে থাকেন থানায় যোগাযোগ করুন।
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে🌸🖤
#অবহেলিত পথশিশু ফাউন্ডেশন ময়মনসিংহ
ক্লাসঃপ্রথম শ্রেণী
সময়ঃ৩-৫ টা
তারিখঃ৮-০৭-২০০২২
চড়ঈশ্বদ্দীয়া এলাকা!
সময়ঃ৩-৫টা
তারিখঃ ১-০৭-২২
ক্লাসঃ শিশু শ্রেনী
স্কুলঃঅবহেলিত পথশিশু ফাউন্ডেশন ময়মনসিংহ
আসসালামু অলাইকুুম
আল্লাহ তায়ালা'র অশেষ দোয়া তে আমরা ময়মনসিংহ বাসি খুব ভালো ও সুস্থ আছি।শুুদু ভালো নেই নেএকোনা,সিলেটের বসবাস করা মা-বাবা ভাই বোন গুলো, এইবার নিজেকেই অসহায় মনে হচ্ছে না পারছি তাদের পাশে দাঁড়াতে না পাচ্ছি তাদের জন্য কিছু করতে, আমাদের জন্য থেমে নেয় কেনো কিছু কিন্তু আফসোস এইটায় আমরা এইবার পিছিয়ে গেলাম মহৎ কাজ করা থেকে আল্লাহ হয়তো এইটাই চেয়েছিলো আমরা চেয়েছিলাম ময়মনসিংহের প্রতিটি সংঘটন মিলে একএিত হয়ে কাজ করবো নেএকোনা ও সিলেটের বন্যা পরিস্থিতি থাকা মানুুষের সাহায্য ও সাহযোগিতা করবো কিন্তু আশা পূর্ন হলো না 🙂
আমরা হয়তো চাইলে পারতাম টাকা তুলতে কিন্তু যখন দেখলাম ময়মনসিংহ এর প্রতিটা স্কুল কলেজ এমন কি ভার্সিটি থেকে টাকা তুলা হচ্ছে তখন আমরা তাদের সাথে শরিক হতো চাইলাম কারন,অনেক যায়গায় এমনটা হয়েছে নেএকোনা সিলেটের বন্যার্ত মানুুষের কথা বলে টাকা উঠিয়ে নিজেরাই তা খেয়ে ফেলছেন আমাদের চিন্তা ভাবনা অন্যরকম ছিলো যাইহোক অবশেষে বলতে চাই
আজ যখন দেখলাম, ফেসবুুকের কিছু সিলেব্রটি বড় মনের কিছু ভাই বোনেরা মিলেমিশে দাড়িয়ে যেসব অসহায় মানুুষের পাশে তখন সত্যি গর্বে আমার বুক ভরে গেছিলো, তাদের জন্য অভিরাম দোয়া ও ভালোবাসা, ❤
বিস্তারিত জানতে আমাদের পেজের সাথে থাকুন
প্রচারেঃ
অবহেলিত পথশিশু ফাউন্ডেশন ময়মনসিংহ
অবহেলিত পথশিশু ফাউন্ডেশন ময়মনসিংহ স্কুলে আজ স্টুডেন্টদের অভিবাবোকদের সাথে মিটিং ছিলো বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও বন্যা দূর্যোগ নিয়ে আলহামদুলিল্লাহ আজকের মিটিং সম্পূর্ন হয়েছে❤️
তারিখঃ ২৪-০৬-২২
সময়ঃ ৩-৫ টা পর্যন্ত
লোকেশনঃ চড়ঈশ্বদ্দীয়া
#অবহেলিত পথশিশু ফাউন্ডেশন ময়মনসিংহ
ক্লাস
তারিখ-২১-০৬-২২
সময়ঃ৩-৫ টা
লোকেশন ঃ চর ঈশ্বদ্দী।
আহারে আমার সোনার বাংলা🙂প্রধানমন্ত্রী আসতেছে তাই রাস্তা বন্ধ। ৫০০
~মানুষের খাবার নিয়ে ফিরে যেতে হচ্ছে__🙂
প্রধানমন্ত্রীর আগমনের কারণে স্বেচ্ছাসেবীরা যদি সিলেটে প্রবেশ না করতে পারে তাহলে তো আগ থেকেই ঘোষণা করে দেওয়া উচিত ছিল।🙂🙂
এটা কেমন কাজ? যার আগমনে মানুষের খাবার বন্ধ হয়ে যায়,যার জন্যে অন্যরা সেবা করতে পারেনা, এই সময়টাতে এমন মানুষের আগমন না করাটাই উচিত!!
কলিজাটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে___😭😭
অবহেলিত পথশিশু ফাউন্ডেশন ময়মনসিংহ স্কুলের তৃতীয় দিনের ক্লাস নেওয়া হলো।
তারিখ ১৪-০৬-২২
স্থান ঃচড় ঈশ্বদী
সময়ঃ ০৩-৫ টা
অবহেলিত পথশিশু ফাউন্ডেশন ময়মনসিংহ থেকে অসহায় দরিদ্র বাচ্চাদের জন্য একটি স্কুল দেওয়া হয়েছে🥰
বাচ্চাদের নিয়ে আমরা কত দূর যেতে পারি, কি কি হেল্প করবো ওদের শিক্ষ্যা কেন দরকার ওই বিষয় এ আজ অবহেলিত পথশিশু ফাউন্ডেশন ময়মনসিংহ থেকে বাচ্চাদের মা, বাবা দের নিয়ে একটি মিটিং করা হয়❤️❤️
আমাদের অবহেলিত পথশিশু ফাউন্ডেশন ময়মনসিংহ পরিবার এর জন্য সবাই দোয়া করবেন আমরা যেন অসহায় মানুষ ও পথশিশুদের জন্য ভালো কিছু করতে পারি❤️ এবং কেউ যদি সাহায্যের হাত বাড়াতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা আমাদের গ্রুপে জয়েন হতে চান নিজ মন থেকে কাজ করতে চান তারা ইনবক্স করবেন❤️
ধন্যবাদ সবাইকে ❤️
🔻খুব বেশি দূরের নয়,ছবিটি তোলা হয়েছে আনন্দমোহন কলেজের সামনে থেকে।উনি একদিকে দারিদ্রতার কারনে মানুষের কাছ থেকে সাহায্য নিচ্ছেন আর অন্যদিকে মোমবাতি জ্বালিয়ে দুই সন্তানকে পড়াচ্ছেন।
♦️জীবন যেখানে যেমন
👉শিশু দুইটির পড়াশোনার আগ্রহ দেখে আমি বিস্মিত।
#অবহেলিত পথশিশু ফাউন্ডেশন ময়মনসিংহের পক্ষ থেকে ৫০ জন অসহায় গরিব বাচ্চাদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হলো আলহামদুলিল্লাহ 🥰❤️
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Trishal
Mymensingh
Our Initiatives: •To create consciousness about sexual harassment to women. •To create awareness against domestic violence for making a peaceful society. •To work on mental health...
Purabari
Mymensingh
দ্যা স্টুডেন্ট'স ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক পরিচালিত " রাণীগঞ্জ পাঠাগার "
Mymensingh
কাল নয় যদি কিছু শুরু করতেই হয় কাল নয?
Mymensingh, 2200
This is the only PMS Alumni Association official page, there is no other page except this page.
Gafargoan, Gafagoan
Mymensingh, 2230
"Save The Society Foundation” is a non-profit and non-government charitable organization dedicated to helping the poor and disadvantaged people to ensure the better life for them. ...
Bidyaganj, Mymensingh Sadar
Mymensingh
একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন।