Abs It Institute

"আধুনিক প্রযুক্তির সাথে সম্পূর্ণ প্রস্তুতি - কম্পিউটার ট্রেনিং আপনার স্বপ্নকে সত্যতা করবে"

19/05/2023

ভর্তি চলছে... ভর্তি চলছে...
তিন মাসে কোর্স সম্পন্ন করার নিশ্চয়তায় ।
01976-120013

18/05/2023

ভর্তি চলছে... ভর্তি চলছে...
তিন মাসে কোর্স সম্পন্ন করার নিশ্চয়তাই ।
01976-120013

16/05/2023

ভর্তি চলছে.....

16/05/2023

ভর্তি চলছে....

15/05/2023
24/04/2023

ফাংশন কি:

অনেক ব্যবহারকারীই হয়তো ফাংশন বোতামগুলোর কাজ সম্পর্কে অবগত আছেন। যাঁরা জানেন না, তাঁরা একনজর চোখ বুলাতে পারেন।
F1 : উইন্ডোজের সব জায়গায় হেল্প মেনু হিসেবে কাজ করে।
F2: যেকোনো ফাইল, ফোল্ডারের নাম দ্রুত পরিবর্তনের (রিনেম) ক্ষেত্রে এই বোতাম ব্যবহার করা হয়।
F3: কম্পিউটারে কাজ করার সময় কোনো তথ্য খুঁজে পেতে F3 চাপতে হবে। বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার সময় F3 চেপে নির্দিষ্ট পেজে যেতে হয়।
F4: উইন্ডোজে চালু থাকা প্রোগ্রাম—তা ইন্টারনেট ব্রাউজার বা মাইক্রোসফটের যেকোনো প্রোগ্রাম হোক—মাউস ছাড়া বন্ধ করতে F4 চাপতে হয়। সে ক্ষেত্রে Alt+F4 চাপতে হয়।
F5: চালু থাকা উইন্ডোজ রিফ্রেশের জন্য এ বোতাম ব্যবহৃত হয়।
F6 ও F10: উইন্ডোজের বিভিন্ন বিষয়ের মধ্যে কারসর সরানোর ক্ষেত্রে এই বোতাম ব্যবহার হয়। ওয়ার্ডে CTRL+F6 বোতাম চাপলে চালু থাকা সব ডকুমেন্টস পর্যায়ক্রমে দেখাবে।
একইভাবে মাইক্রোসফট ডকুমেন্টে বেশ কয়েকটি অপশন হাইলাইট করতে F10 চাপতে হয়।
F7, F8, ও F9: উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে কোনো কিছু দেখার ক্ষেত্রে ভলিউম বাড়ানো-কমানো ও শব্দহীন (মিউট) করতে এই তিনটি বোতাম ব্যবহৃত হয়। F8 চেপে ভলিউম কমানো, F9-এ ভলিউম বাড়ানো এবং F7 চেপে ভলিউম মিউট করা হয়। এ ছাড়া মাইক্রোসফট ওয়ার্ডে বানান ও ব্যাকরণগত ভুল ঠিক করতে F7 ব্যবহৃত হয়।
F11: যেকোনো ইন্টারনেট ওয়েব ব্রাউজারে খোলা অবস্থায় F11 চাপলে সেটি পর্দাজুড়ে (ফুলস্ক্রিন) দেখাবে।
F12: মাইক্রোসফট ওয়ার্ডে ফাইল সংরক্ষণ করতে F12 চাপলে সেভ অ্যাজ ডায়ালগ বক্স চালু হয়।

24/04/2023

সর্বাধিক পরিচিত কি-বোর্ড শর্টকাট:

পিসি সহজে চালানোর জন্য ব্যবহারকারীকে বেশী বেশী কি-বোর্ড শর্টকাট জানা দরকার। এখানে প্রত্যেক ব্যবহারকারীর জন্য কিছু আবশ্যক পরিচিত কীবোর্ড শর্টকাট দেয়া হল
**স্ক্রিনশট নিতে Alt + print screen key শুধুমাত্র একটিভ উইন্ডো ক্লিপবোর্ডে কপি করে।

**Alt + Tab চলমান প্রোগ্রামকে সার্কেল করে।

** চলমান কোন প্রোগ্রাম কাজ না করলে Alt + Ctrl + Delete কী প্রোগ্রাম টাস্ক ম্যনেজারের মাধ্যমে বন্ধ করতে সাহায্য করে। সরাসরি টাস্ক ম্যানেজার কাজ করতে চাইলে Ctrl + Shift + Esc।

**Windows + D সব উইন্ডো মিনিমাইজ করতে ব্যবহার করা হয়।

**সিস্টেম ইনফরমেশন দেখতে Window + Pause/ Break

**সেকেন্ড ডিসপ্লে অথবা প্রজেক্টর সেট করতে Windows + P ব্যবহার করতে হবে।

** ফাইল নেম পরিবর্তন করতে আমরা রাইট ক্লিক করি কিন্তু F2 বাটন চেপে এই কাজ সরাসরি করা যায়।

24/04/2023

যে কোন Software uninstall করার সময় ……কন্ট্রোল প্যানেলে যান। Add or Remove-এ দুই ক্লিক করুন। Add/Remove windows components-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটির বাম পাশ থেকে অদরকারি প্রোগ্রামগুলোর পাশের টিক চিহ্ন তুলে দিন। তারপর Accessories and Utilities নির্বাচন করে Details-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটি থেকে যে প্রোগ্রামগুলো আপনার কাজে লাগে না সেগুলোর টিক চিহ্ন তুলে দিয়ে OK করুন। এখন next-এ ক্লিক করুন। Successful meassage আসলে Finish-এ ক্লিক করুন।

24/04/2023

প্রতিদিন আপনার ডেস্কটপের recycle bin Empty করে রাখুন।

22/04/2023

আপনার কম্পিউটারের হার্ডডিস্কে ২/৩টি Partition করুন। ২য় বা ৩য় Partition এ বড় বড় সফ্টওয়্যারগুলো ইন্সটল করুন। Windows এর জন্য পারলে পুরো C ড্রাইভ খালি রাখুন। কম্পিউটারের ভাল ফারফর্মেন্স পাবেন।

22/04/2023

যে কোন Program/Application ক্লোজ করার পর আপনার ডেক্সটপে গিয়ে কীবোর্ড থেকে F5 চেপে রিফ্রেস করে নিন। যা আপনার কম্পিউটারের র‌্যাম হতে অব্যবহৃত ফাইল রিমুভ করে দিবে।

22/04/2023

অনেক সময় আমাদের পিসির পাওয়ার বাটনে সমস্যা হলে কম্পিউটার চালু করতে পারিনা। এ ক্ষেত্রে আপিনি কীবোর্ডের সাহায্যে কম্পিউটার চালু করতে পারেন। এর জন্য আপনাকে প্রথমে কম্পিউটার চালু হওয়ার সময় Del কী চেপে Bios সেটআপ এ প্রবেশ করতে হবে। তারপর power management setup সিলেক্ট করে এন্টার করুন। এবার power on my keyboard সিলেক্ট করে এন্টার করুন। এরপর পাসওয়ার্ড নির্বাচন করে এন্টার দিন। এরপর কোন একটি পাসওয়ার্ড দিয়ে সেভ করে বেরিয়ে আসুন। এখন কীবোর্ড থেকে সেই পাসওয়ার্ড চেপে কম্পিউটার চালু করতে পারবেন।

22/04/2023

Computer Speed ঠিক রাখতে যে ৪টি বিষয় জানা দরকার :

কিছু নিয়ম মেনে কম্পিউটার ব্যবহার করলে কম্পিউটারের স্পিড ঠিক রাখা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক কম্পিউটারের স্পিড কিভাবে ঠিক রাখা যায়।

নিয়মিত অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করাঃ
আপনার কম্পািউটারের গতি ঠিক রাখার জন্য কম্পিউটারের ডেস্কটপে সি ড্রাইভে থাকা অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলেট করতে হবে। তাহলে আপনার কম্পিউটার গতি ঠিক থাকবে। যদি সম্ভব হয় কম্পিউটারের ডেস্কটপে প্রোগ্রাম সর্টকাট ছাড়া কোন ফাইল রাখবেনা না, এতো আপনার কম্পিউটার স্লো (Computer Slow) হওয়ার সম্ভাবনা নেই।

র‌্যাম RAM বৃদ্ধি করা ঃ
আপনার কম্পিউটারের র‌্যাম RAM যত বেশি হবে কম্পিউটারের কার্যক্ষমতাও তত বেশি হবে। অর্থ্যত র‌্যাম কম্পিউটারের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই যখন আপনার কম্পিউটারের উপর চাপ বাড়বে তখন আপনার কম্পিউটারের র‌্যাম বাড়িয়ে নিন, এতে কম্পিউটার স্লো (Computer Slow) হওয়ার সম্ভাবনা কম থাকবে।

কম্পিউটারের OS আপডেট করুনঃ
নিয়মিত আপনার কম্পিউটারের কিছুনা কিছু আপডেট এসে থাকে। এ ক্ষেত্রে প্রতিটি আপডেট ডাউনলোড করে ইনস্টল করা দরকার। আপনার কম্পিউটার আপ-টু-ডেট থাকলে স্লো হওয়ার আশংকা থাকবেনা।

কম্পিউটার সঠিক উপায়ে বন্ধ করা / রিস্টার্ট করাঃ
অনেক সময় আমারা কাজ শেষে কম্পিউটার সঠিক নিয়মে বন্ধ না করার কারনে কম্পিউটার স্লো করে। তাই প্রতিবার কাজ শেষ করার পর সঠিক নিয়েম কম্পিউটার বন্ধ করতে হবে। সবকিছু মেনে চলার পরও যদি কম্পিউটার স্লো চলে, তাহলে কম্পিউটার রিস্টার্ট দিন। যখন আপডেট দিবেন আপডেট দেওয়ার পর কম্পিউটার রিস্টার্ট দিবেন।
এছাড়াও কম্পিউটারে অনেকগুলো প্রোগ্রাম একসাথে চালু রাখবেন না।

22/04/2023

ডেক্সটপে প্রয়োজনের বেশী সর্টকাট রাখবেননা। কারন ডেক্সটপে রাখা সর্টকাটগুলো র‌্যাম ব্যবহার করে।

22/04/2023

আপনার পিসি সম্পূর্ণভাবে চালু না হওয়া পর্যন্ত কোন Program/Application চালু করবেননা।

22/04/2023

কম্পিউটার ফাস্ট রাখার কিছু কমান্ড।
* Windows Key + R চাপুন Run ডায়ালগ বক্স আসবে, tree লিখে এন্টার করুন।

* Windows Key + R চাপুন Run ডায়ালগ বক্স আসবে, prefetch লিখে এন্টার করুন। একটা উইন্ডো আসবে এখানে সবগুলো ফাইল ডিলেট করুন।

* Windows Key + R চাপুন Run ডায়ালগ বক্স আসবে, %temp% লিখে এন্টার করুন। একটা উইন্ডো আসবে এখান থেকে সবগুলো ফাইল ডিলিট করুন।

* Windows Key + R চাপুন Run ডায়ালগ বক্স আসবে, temp লিখে এন্টার করুন। একটা উইন্ডো আসবে এখান থেকে সবগুলো ফাইল ডিলিট করুন।

*প্রত্যেকটি ড্রাইভের উপর মাউসের রাইট ক্লিক করে প্রপারটিজ এ যান এবং ডিস্ক ক্লিনআপ করুন। এখন আপনার কম্পিউটারের গতি আগের চেয়ে অনেকগুন বেড়ে যাবে।

Want your school to be the top-listed School/college in Mymensingh?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Thana Road, Ishwarganj
Mymensingh
2280

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Other Computer Training in Mymensingh (show all)
Maxsop IT Institute Maxsop IT Institute
5B Green House, 27/2 Ram Babu Road
Mymensingh, 2200

Start exploring globally. Build your career as an IT Professional.

Moshiur Academy Moshiur Academy
Trishal Bazar
Mymensingh, 2220

Computer Course

Graduate Training Institute - GTI Graduate Training Institute - GTI
Bangladesh Agricultural University
Mymensingh, 2200

The Graduate Training Institute is the first institute of BAU, established in 1976

Digital marketing for beginners Digital marketing for beginners
Mymensingh, 2200

We are support all new freelancers who are interested in learning digital marketing

Shopno Puron it Shopno Puron it
Khairullah School Gate. College Road, Gafargaon
Mymensingh, 2230

স্বপ্ন এবার সত্যি হবে। স্বপ্নপূরণ-Shopno p

Uddokta It Limited Uddokta It Limited
Sadar
Mymensingh, 2200

Uddokta IT is Leading IT Institute in Bangladesh.

Creative ICT Training Center Creative ICT Training Center
Dewkhola Bazar(Hospital Road ), Fulbaria
Mymensingh

ক্রিয়েটিভ আই.সি.টি সেন্টার একটি যোগপয?

Kazi Professional Computer Training Center Kazi Professional Computer Training Center
Mymensingh, 2200

Various types of courses for Children to Adults (Students & Corporate persons)

Freelancer Masud Freelancer Masud
Mymensingh, 2200

This is a popular online marketing service provider, Contact us for freelancing job support.

Favouriteict mymensingh branch Favouriteict mymensingh branch
Mymensingh, 2240

ফেভারিট আইসিটি কম্পিউটার প্রশিক্ষণ ক

Projukti Computer Training Institute Projukti Computer Training Institute
Jamirdia Road, Abdul Malek Tower (Ground Floor), Square Masterbari, Bhaluka
Mymensingh, 2240

We training Microsoft Office Program, Graphics Design, and Computer Hardware & Software.

Bornomala Computers Bornomala Computers
Kashor (Advance Road), Square Masterbari, Bhaluka
Mymensingh, 2240

Computer training centre, Studio, Printing services and Online services in one places.