Burhan techbd
I am ready for growing your business magically. Because I am an expert digital marketer and search e
সংগ্রহে রাখতে পারেন!
টপিক : বঙ্গবন্ধু
১.বঙ্গবন্ধু স্যাটেলাইট -2 উৎক্ষেপন করবে কোন দেশ
-রাশিয়া, 2023 সালে
২। বঙ্গবন্ধু দ্বীপের আয়তন ?
- মোট আয়তন ১০ বর্গ কি.মি । সক্রিয় ৭.৮৪ বর্গ কি.মি
২। মুজিব বর্ষের লোগোর ডিজাইনার
- সব্যসাচী হাজরা
৩। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর লোগো কনসেপ্ট ও ডিজাইন করেছেন =রামেন্দ্র মজুমদার ও প্রদীপ চক্রবর্তী।
৪। বঙ্গবন্ধু মানমন্দির
= ফরিদপুরের ভাঙ্গায় । ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা ও কর্কট ক্রান্তি রেখার মিলনস্থল
৫। বঙ্গবন্ধু ট্যানেল
= দৈর্ঘ-৩.৪ কি.মি প্রস্থ ১০ মিটার । চালু হবে ২০২২ সালে । সহায়তা করছে চীন
৬। বঙ্গবন্ধুর বায়োপিকের নাম
= 'বঙ্গবন্ধু । পরিচালক শ্যাম বেনেগালক
৭। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড অ্যারো স্পেস বিশ্ববিদ্যালয় কোন জেলায় স্থাপিত হবে?
- লালমনিরহাট।
৮। বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি হবে
=গাজীপুরের কালিয়াকৈরে
৯। বঙ্গবন্ধুর সবচেয়ে বড় মুরাল নির্মিত হচ্ছে
= রাজশাহীতে
১০। বঙ্গবন্ধু শিল্পনগর
=দেশে নির্মাধীন ১০০টি অর্থনৈতিক অঞ্চলকে বঙ্গবন্ধু শিল্পনগর বলে। প্রায় ১৫ লক্ষাধিক লোকের কর্মসংস্থান হবে ।
১১। মুজিব বর্ষের কাউন্ট ডাউন শুরু
= ১০ জানুয়রি, ২০২০
১২। মুজিব বর্ষ
= ১৭ মার্চ, ২০২০ থেকে ১৬ ডিসেম্বর ২০২১
১৩। টুঙ্গিপাড়ার মিয়া ভাই চলচ্চিত্রটির পরিচালক
= সেলিম খান
১৪। বঙ্গবন্ধু পোস্টাল মিউজিয়াম কোথায় স্থাপিত হবে?
= খুলনা।
১৫। বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার কোথায় অবস্থিত ?
= নিউ দিল্লি
১৬। বঙ্গবন্ধু সাফারি পার্ক কোথায় অবস্থিত ?
=গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায়
১৭। ‘বঙ্গবন্ধু জাদুঘর’ স্মৃতি জাদুঘর
=এক সময়ের ধানমন্ডি-৩২ নম্বর রোডের ৬৭৭ নম্বর বাড়ি। যার পরিবর্তিত বর্তমান ঠিকানা ১০ নম্বর বাড়ি, রোড নম্বর-১১, ধানমন্ডি-ঢাকা।
১৮। ‘বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ কোথায় অবস্থিত
= কলকাতার ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলের ২৪নং কক্ষ ।
১৯।জাতিসংঘে বঙ্গবন্ধু বেঞ্চ
জাতিসংঘ সদর দপ্তরের উত্তর লনের বাগানে একটি বেঞ্চ উৎসর্গ করেন শেখ হাসিনা । ২১ সেপ্টম্বর , ২০২১।
২০। বঙ্গবন্ধুর বই
ক। অসমাপ্ত আত্মজীবনী বইটি সর্বশেষ মারাঠি ভাষায় অনূদিত হয়।
মারাঠি ভাষায় অনূদিত এই গ্রন্থটির নাম দেওয়া হয়েছে “অপূর্ণ আত্মকথা”। গ্রন্থটি বাংলা থেকে মারাঠি ভাষায় অনুবাদ করেছেন বিশিষ্ট লেখিকা, সাংবাদিক ও লোকমত পত্রিকার ফিচার সম্পাদক অপর্ণা ভেলনকার।এখন পর্যন্ত মোট ১৬ টি ভাষায় প্রকাশিত হয়
এবং অনূদিত হয় ১৫ টি ভাষায়।।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বইটি পাঠ্য বই হিসেবে পড়ানো হচ্ছে/ সিলেবাসে অন্তভুক্ত হয়েছে।
লেখার সময় কাল : ১৯৬৬-৬৯ । ঘটনা আছে : ১৯৫৫ ।
প্রকাশ কাল : ১৮ জুন , ২০১২ ।
খ) কাগারের রোজ নামচা
১৯৬৬-৬৮ সালের কারা স্মৃতি
গ) আমার দেখা নয়া চীন
১৯৫২ সালের ২-১২ অক্টোবর চীনের পিকিংএ এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক শান্তি সম্মেলনে পাকিস্তান দলের সদস্য হিসিবে যোগদান করতে যাওয়ার স্মৃতি রেখেন ১৯৫৪ সালে কারাগারে বসে ।
বইটি প্রকাশ করে : বাংলা একাডেমি
ঘ ) ৩০৫৩ দিন ।
জেলজীবনের ঘটনা নিয়ে। ২০১৮ সালে মোড়ক উন্মোচন হয় ।
২১। বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি –
সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়।
২২। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপাধিসমুহ:
ক। ৫ এপ্রিল ১৯৭১ সালে আমেরিকার প্রভাবশালী News Week ম্যাগাজিন বঙ্গবন্ধুকে "Poet of Politics " বা রাজনীতির কবি উপাধি দেয়।
খ। ২৩ মে ১৯৭৩ সালে বিশ্ব শান্তি পরিষদের মহাসচিব বঙ্গবন্ধুকে "বিশ্ববন্ধু " উপাধি দেয়।
গ। ২০০৪ সালে বঙ্গবন্ধুকে বিবিসি "হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি " উপাধি দেয়।
ঘ। বাংলাদেশের সংবিধানের ৪ (ক) অনুচ্ছেদে বঙ্গবন্ধুকে "জাতির পিতা" বলা হয়।( সংবিধানের ১৫তম সংশোধনী দ্বারা প্রতিস্থাপন)
ঙ।বঙ্গবন্ধু- ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯, তোফায়েল আহমদ;
চ।জাতির জনক- ৩ মার্চ ১৯৭১, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ পক্ষ থেকে আ. স. ম আব্দুর রব
১৯৭১ সালে বঙ্গবন্ধু যে উপাধিগুলো পানঃ................................................
ক।৩মার্চ পল্টন ময়দানে "স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদ" কর্তৃক আয়োজিত সমাবেশে ওনাকে জাতির জনক ও বাংলাদশের সর্বাধিনায়ক ঘোষণা করা হয়।
খ।এপ্রিল মাসে "নিউজ উইক" ম্যাগাজিন ওনাকে "Poet of Politics" (রাজনীতির কবি) বলে আখ্যায়িত করে।
গ।মুক্তিযুদ্ধের কমান্ডে ওনার উপাধি ছিল "সুপ্রিম কমান্ডার অব দি আর্মড ফোর্সেস"।
২৩। ১৯৭২ সালের ১০ অক্টোবর পৃথিবীর ১৪০টি দেশের শান্তি পরিষদের ২০০ প্রতিনিধির উপস্থিতিতে বিশ্ব শান্তি পরিষদ বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জুলিও কুরি’ শান্তিপদক দেয়ার সর্বসম্মত সিদ্ধান্ত নেয়।
১৯৭৩ সালের ২৩ মে ঢাকায় আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিশ্ব শান্তি পরিষদের প্রতিনিধিরা যোগদান করেন। বাংলাদেশ জাতীয় সংসদের উন্মুক্ত প্লাজায় বিশ্ব শান্তি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বিশ্ব শান্তি পরিষদের তৎকালীন মহাসচিব রমেশ চন্দ্র বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক প্রদান করেন এবং বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু বঙ্গবন্ধু নন, আজ থেকে তিনি বিশ্ববন্ধুও বটে।’
২৪। ৫। পাকিস্তানি কারাগার থেকে মুক্তি>৮জানু, ১৯৭২।
২৪। স্বদেশ প্রত্যাবর্তন >>> ১০জানুয়ারি ১৯৭২।
২৫।আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার > ২২ ফেব্রু ১৯৬৯।
২৬। বাঙালির মুক্তিসনদ বা বাঙালির ম্যাগনাকার্টা ৬দফা দাবি পেশ।> ৫-৬ফেব্রু ১৯৬৬।
২৬।ছয় দফা দিবস> ৭জুন । কারণ ১৯৬৬ এইদিনে সালে শেখ মুজিবকে গ্রেফতার করা হয় ও কারফিউ জারী করা হয়।
২৭।বাংলাদেশ -এর নামকরণ করেন> ৫ডি: ১৯৬৯।
২৮। আওয়ামী মুসলিম লীগ গঠন >> ২৩জুন ১৯৪৯।শেখ মুজিব যুগ্ন সম্পাদক।।মুসলিম শব্দটি বাদ দেয়া হয় ২২-২৩সেপ্টম্বর,১৯৫৫। । সম্পাদক হন ১৬নভে:১৯৫৩।
শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি হন> ১৯৬৬।
২৯।বিশেষ ক্ষমতা তথা অস্থায়ী সংবিধান জারি করেন ১২ জানু, ১৯৭২।
৩০। বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরন করেন কত সালে?
উত্তর: ৫ ডিসেম্বর, ১৯৬৯
৩১। বঙ্গবন্ধুর ছেলে–মেয়ে কত জন? তাদের নাম কী?
উত্তর: ৫ জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেল
৩২। বাঙালি জাতির মুক্তির সনদ’ হিসেবে পরিচিত কোনটি?
উত্তর: ছয় দফা।
৩৩। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল কত জন? বঙ্গবন্ধু কততম আসামী ছিলেন?
উত্তর: ৩৫ জন। বঙ্গবন্ধু ছিলেন ১ নং আসামী।
৩৪। আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল?
উত্তর: রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য।
৩৫। ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কী পদ পান?
উত্তর: যুগ্ম সম্পাদক।
৩৬। বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে, কত তারিখে?
উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।
৩৭। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা কোন ভাষায় দিয়েছিলেন?
= ইংরেজীতে
৩৮। বঙ্গবন্ধু কিসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেন ?
= ওয়্যারলেস
৩৯। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা বাংলাদেশের সকল স্থানে প্রচার করা হয় কিসের মাধ্যমে?
=ট্রান্সমিটার, টেলিগ্রাফ, টেলিপ্রিন্টারের মাধ্যমে
৪০। বাংলাদেশ ছাত্রলীগ কবে প্রতিষ্ঠিত হয়?
= ১৯৪৮ সালের ৪ ঠা জানুয়ারী
৪১। ৭মার্চের ভাষণ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখে নিই
------
১৯৭১ সারের ৭ মার্চ রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় বঙ্গবন্ধুর ভাষণে ৪টি দাবি উল্লেখ করা হয়
ক.চলমান সামরিক আইন প্রত্যাহার
খ. সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া
গ. গণহত্যার তদন্ত করা
ঘ. নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা।
ভাষণটির সময়সীমা :
১৮মিনিট ( সূত্র >> বিভিন্ন গাইড ও উইকিপিডিয়া
১৯মিনিট ( সূত্র > উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন > ড. মোজাম্মেল হক)
১৪.০৩ মিনিট ( ইউটিউব )
৭মার্চের ভাষণ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ‘বজ্রকণ্ঠ’ নামে প্রচার করে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করত ।
এটি ৪৩টি ভাষায় অনুবাদের উদ্যোগ গ্রহণ করা হয় । ১২টি ভাষায় অনুবাদ করা হয়েছে
ভাষণটি
আন্তর্জাতিকভাবে বিশ্বসেরার তালিকায় স্থান করে নিয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ।
ইংরেজিতে অনুদিত ভাষণের বইটির নাম ‘উই শ্যাল ফাইট অন দ্য বিচেস’- দ্য স্পিচেস দ্যাট ইন্সপায়ার্ড হিস্টরি [we shall figth on the beaches: the speeches that inspired history]’।
বইটির সঙ্কলক - জ্যাকব এফ ফিল্ড। খৃস্টপূর্ব ৪৩১ সাল থেকে ১৯৮৭ খ্রিস্টাব্দ পর্যন্ত সেরা
ভাষণ নিয়ে ২২৩ পৃষ্ঠার বই এটি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিলের ভাষণ থেকে নেয়া শিরোনামের এই সঙ্কলন গ্রন্থের শেষ ভাষণটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগ্যানের ‘টিয়ারস ডাউন ওয়াল’।
/
বইটির ২০১ পৃষ্ঠায় ‘দ্য স্ট্রাগল দিস টাইম ইজ ট্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স’ শিরোনামে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর ভাষণ।
৪২।.জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে দুটি কালজয়ী গানের গীতিকার ও সুরকার
১।শোন একটি মুজিবরের থেকে ......
কথা: গৌরী প্রসন্ন মজুমদার
সুর: অংশুমান রায়
২।যদি রাত পোহালে শোনো যেত....
কথা : হাসান মতিউর রহমান
সুর ও কণ্ঠ : মলয় কুমার গাঙ্গুলী, সাবিনা ইয়াসমিন
৩। কবিতা : বঙ্গবন্ধু -অন্ন দাশ শঙ্কর রায়
যতকাল রবে পদ্মা যমুনা
গৌরী মেঘনা বহমান
ততকাল রবে কীর্তি তোমার
শেখ মুজিবুর রহমান।- অন্ন দাশ শঙ্কর রায়
৪৩।বঙ্গবন্ধু কতদিন জেল খাটেন ?
= মোট ৪৬৮২ । বৃটিশদের সময় ৭ দিন ও পাকিস্তান শাসনামলে ৪৬৭৫ দিন ।
৪৪।পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় কবে?
=২৩ মার্চ, ১৯৫৬ সালে।
৪৫।পূর্ব পাকিস্তানের নাম " বাংলাদেশ " করা হয় কবে ?
= ৫ ডিসেম্বর , ১৯৬৯
৪৬।বঙ্গবন্ধু "বাংলাদেশ " নামটি নিয়েছিলেন
= রবীন্দ্রনাথের " বাংলাদেশের হৃদয় " নামক কবিতা থেকে । যা রবীন্দ্র সঙ্গীতও । আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি ......
৪৭। ১৫আগস্ট, ১৯৭৫ বঙ্গবন্ধু সহ মোট কতজনকে খুন করা হয় ?
=২২জন / সুত্র: শেখ মুজিব মার্ডার ইনকোয়ারি: প্রিলিমিনারি রিপোর্ট অব দ্য কমিশন অব ইনকোয়ারি
৪৮। বঙ্গবন্ধুর ঘাতক কে ?
= মেজর নূর
৪৯। বঙ্গবন্ধুর শরীরে কতটি গুলি পাওয়া যায়?
=১৮টি
৫০। বঙ্গবন্ধু হত্যামামলায় কতজনের ফাঁসির আদেশ দেয়া হয়?
= ১২জনের
৫১। বঙ্গবন্ধু হত্যা মামলার ফাঁসির আদেশ প্রাপ্ত কতজনের ফাঁসি কার্যকর করা হয়?
= ৫জনের
৫২। ১৪ বছর বয়সে বঙ্গবন্ধুর কোন রোগ হয়?
= বেরিবেরি
৫৩। ১১ সেপ্টেম্বর , ১৯৪৮ ফরিদপুরে কোন প্রথার বিরুদ্ধে আন্দোলন করার জন্য বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়?
=কর্ডন প্রথার
৫৪।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র
-- গন্তব্য ।গন্তব্য চলচ্চিত্রের মূল গল্পটি নেয়া হয়েছে সঞ্জীবন শিকদারের পথনাটক 'কই বলল' থেকে ।
গন্তব্য চলচ্চিত্রের পরিচালক -- অরণ্য পলাশ ।
৫৫। বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকান্ড নিয়ে নির্মিত কাহিনীচিত্র
-- ইতিহাসের কৃষ্ণপক্ষ ।
৫৬।'মহামানবের দেশে' নামক গল্প অবলম্বনে 'ইতিহাসের কৃষ্ণপক্ষ' কাহিনীচিত্রটি নির্মিত হয়েছে।
৫৭।বঙ্গবন্ধু "বাংলাদেশ " নামটি নিয়েছিলেন
= রবীন্দ্রনাথের " বাংলাদেশের হৃদয় " নামক কবিতা থেকে । যা রবীন্দ্র সঙ্গীতও । আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি ......
৫৮। ১৫আগস্ট, ১৯৭৫ বঙ্গবন্ধু সহ মোট কতজনকে খুন করা হয় ?
=২২জন / সুত্র: শেখ মুজিব মার্ডার ইনকোয়ারি: প্রিলিমিনারি রিপোর্ট অব দ্য কমিশন অব ইনকোয়ারি
৫৯।বঙ্গবন্ধু গোটা জীবনে কারাগারে ছিলেন কতদিন ?
= -- ৪৬৮২ দিন।
৬০।বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণ নিয়ে রচিত গ্রন্থের নাম কী?
-- ওঙ্কায় সমগ্র ।
৬১,১.শেখ মুজিবুর রহমান কোথায় প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন?
উত্তরঃ ধানমন্ডিস্থ নিজ বাস ভবনে ২৩ মার্চ, ১৯৭১
৫৪। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপন
= ১২ মে , ২০১৮ ( বাংলাদেশি সময়)
বাংলাদেশে নিজস্ব স্যাটেলাইটের কততম দেশ?
উঃ ৫৭ তম
। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটে ট্রান্সপন্ডার কয়টি?
উঃ ৪০ টি
। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট মহাকাশে অবস্থান করবে?
উঃ ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে
। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরি প্রাথমিক কাজ শুরু হয় কত সালে?
উঃ ২০১২ সালে
। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরির মূল কাজ শুরু হয় কত সালে?
উঃ ২০১৫ সালে
। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরি করে ফ্রান্সের?
উঃ থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি
। এটি তৈরিতে মোট খরচ হয়েছে কত?
উঃ ২ হাজার ৯৬৭ কোটি টাকা
। এটি যে রকেটে পাঠানো হয়ছে তার নাম কি?
উঃ ফ্যালকন ৯, ব্লক ৫
। যে প্রতিষ্ঠান এটি মহাকাশে পাঠায়?
উঃ মার্কিন মহাকাশ সংস্থা স্পেসএক্স
। এটির ওজন কত?
উঃ ৩ হাজার ৫০০ কেজি
। মেয়াদ কত?
উঃ ১৫ বছর
। নিয়ন্ত্রন করবে কে?
উঃ থ্যালেস ও বিটিআরসি
। ৪০ টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা কত?
উঃ ১ হাজার ৬০০ মেগাহার্টজ
। বর্তমান কক্ষপথ “ ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশটি “ বাংলাদেশ সরকার কিনে নেয়?
উঃ ২১৯ কোটি টাকায়, ২০১৩ সালে, রাশিয়ার ইন্টারস্পুটনিক এর কাছ থেকে।
বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মালিকানা ও দায়িত্ব লাভ করে - ০৯ নভেম্বর ২০১৮ (collected)
ঐতিহ্যবাহী গ্রাম বাংলার 10 প্রকারের লাঠি খেলা।
না দেখলে মিস করবেন....
ব্রেকিং নিউজ....
সিলেটে ভয়াবহ বন্যার কারণে সারা দেশে ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা স্থগিত...!
সূত্রঃ প্রথম আলো
গেলো রাতে সম্পূর্ণ হলো ফিফা ওয়ার্ল্ডকাপ এর ড্র অনুষ্ঠান। ✅
২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের অবস্থান 'জি' গ্রুপে। 🔥
ব্রাজিলের প্রতিপক্ষ দল গুলো হলোঃ-
১।সুইজারল্যান্ড 🇨🇭
২।সার্বিয়া 🇷🇸
৩। ক্যামেরুন 🇨🇲
সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন এর বিপক্ষে ব্রাজিলের হেড টু হেড রেকর্ড দেখে নেওয়া যাকঃ- 👀
ব্রাজিল 🇧🇷 🆚 🇷🇸 সার্বিয়া
মুখোমুখি হয়েছে মোটঃ ২ বার।
ব্রাজিল জয়ঃ ২ টি
সার্বিয়াঃ ০
ব্রাজিল গোল করেছেঃ ৩ টি
সার্বিক গোল করেছেঃ ০
ব্রাজিল 🇧🇷 🆚 🇨🇭 সুইজারল্যান্ড
মুখোমুখি হয়েছে মোটঃ ৯ বার।
ব্রাজিল জয়ঃ ৩ টি
সুইজারল্যান্ড জয়ঃ ২ টি
ড্রঃ ৪ টি
ব্রাজিল গোল করেছেঃ ১২ টি
সুইজারল্যান্ড গোল করেছেঃ ৯ টি
ব্রাজিল 🇧🇷 🆚 🇨🇲 ক্যামেরুন
মুখোমুখি হয়েছে মোটঃ ৫ বার।
ব্রাজিল জয়ঃ ৪ টি
ক্যামেরুন জয়ঃ ১ টি
ব্রাজিল গোল করেছেঃ ১২ টি
ক্যামেরুন গোল করেছেঃ ২ টি
পরিসংখ্যানে সর্বদা ব্রাজিল এগিয়ে থাকবে! 😍🤟
গ্রুপ চ্যাম্পিয়ন হবো, ইনশাল্লাহ কাতার বিশ্বকাপে ভালো কিছু হবে। 🔥💪
শুভকামনা রইল প্রিয় দল ব্রাজিলের জন্য 🌹
🇧🇷🇧🇩
😃জেনে রাখুন 😃
গ্রাম্য কিছু কুসংস্কার
" ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে মোরগ
ডাকলে ভোর,,
• কুকুর ডাকলে লেজ গুছিয়ে
ছিটকে পালায় চোর।
• পেঁচা ডাকলে অশুভ হয় শকুন
ডাকলে মরণ,,
• হঠাৎ কোন বিপদ নাকি কাকে
ডাকার কারণ।
• পাখি ডাকলে কুটুম আসে মিষ্টি
হাতে নিয়ে ,,
• বৃষ্টির মাঝে রোদ হাসিলে
শেয়াল মামার বিয়ে।
• সত্য-মিথ্যা যাচাই করি
টিকটিকির
টিক টিক ডাকে,,
• বউ পাগল হয় সেই ছেলেটার,
ঘাম থাকে যার নাকে।
• হঠাৎ করে চোখ কাঁপিলে দুঃখ
আসে বটে,,
• বসা নাকি যাবে না ঐ ঘরেরই
চৌকাটে।
• যাত্রা নাকি অশুভ হয় দেখলে
খালি কলস পথে,,
• কাড়িকাড়ি টাকা আসে
চুলকালে
ডান হাতে।
• ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে
মুরুব্বিদের মানা,,
• কুসংস্কারে আমরা আজও চোখ
থাকিতে কানা.....?
ধন্যবাদ
বাংলাদেশের সকল দিবস জেনে রাখুন
০১। জাতীয় শিক্ষক দিবস- ১৯ জানুয়ারী
০২। জাতীয় পতাকা দিবস - ২ মার্চ
০৩। বিশ্ব নারী দিবস- ৮ মার্চ
০৪। শিশু দিবস- ১৭ মার্চ
০৫। বিশ্ব আবহাওয়া দিবস- ২৩ মার্চ
০৬। স্বাধীনতা দিবস- ২৬ মার্চ
০৭। বিশ্ব স্বাস্থ্য দিবস- ৭ এপ্রিল
০৮। মুজিবনগর দিবস- ১৭ এপ্রিল
০৯। বিশ্ব মেধা সম্পদ দিবস- ২৬ এপ্রিল
১০। মহান মে দিবস- ১ মে
১১। আন্তর্জাতিক শিশু দিবস- ৪ মে
১২। বিশ্ব মা দিবস- ১৩ মে
১৩। বিশ্ব পরিবার দিবস- ১৫ মে
১৪। বিশ্ব টেলিযোগাযোগ দিবস- ১৭ মে
১৫। নিরাপদ মাতৃত্ব দিবস- ২৮ মে
১৬। বিশ্ব তামাকমুক্ত দিবস- ৩১ মে
১৭। বিশ্ব পরিবেশ দিবস- ৫ জুন
১৮। ছয় দফা দিবস- ৭ জুন
১৯। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস- ১২ জুন
২০। পলাশী দিবস- ২৩ জুন
২১। বিশ্ব সংগীত দিবস- ২১ জুন
২২। জন্ম নিবন্ধন দিবস- ৩ জুলাই
২৩। বিশ্ব সমবায় দিবস- ৭ জুলাই
২৪। মুসক দিবস- ১০ জুলাই
২৫। বিশ্ব জন সংখ্যা দিবস- ১১ জুলাই
২৬। ম্যান্ডেলা দিবস- ১৮ জুলাই
২৭। বিশ্ব বাঘ দিবস- ২৯ জুলাই
২৮। হিরোশিমা দিবস- ৬ আগস্ট
২৯। বিশ্ব যুব দিবস- ১২ আগস্ট
৩০। জাতীয় শোক দিবস- ১৫ আগস্ট
৩১। বিশ্ব স্বাক্ষরতা/ নিরক্ষরতা দিবস- ৮ সেপ্টেম্বর
৩২। জাতীয় আয়কর দিবস- ১৫ সেপ্টেম্বর
৩৩। মহান শিক্ষা দিবস- ১৭ সেপ্টেম্বর
৩৪। শিক্ষক দিবস- ৫ অক্টোবর
৩৫। বিশ্ব ডাক দিবস- ৯ অক্টোবর
৩৬। বিশ্ব খাদ্য দিবস- ১৬ অক্টোবর
৩৭। জাতীয় সড়ক নিরাপদ দিবস- ২২ অক্টোবর
৩৮। জেলহত্যা দিবস- ৩ নভেম্বর
৩৯। সংবিধান দিবস- ৪ নভেম্বর
৪০। সশস্ত্রবাহিনী দিবস- ২১ নভেম্বর
৪১। মুক্তিযুদ্ধা দিবস/ বিশ্ব এইডস দিবস- ১ ডিসেম্বর
৪২। রোকেয়া দিবস- ৯ ডিসেম্বর
৪৩। বিশ্ব মানবাধিকার দিবস- ১০ ডিসেম্বর
৪৪। শহীদ বুদ্ধিজীবী দিবস- ১৪ ডিসেম্বর
৪৫। বিজয় দিবস- ১৬ ডিসেম্বর
৪৬। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২১ ফেব্রুয়ারি
৪৭। সুন্দরবন দিবস - ১৪ ফেব্রুয়ারি
৪৮। জাতীয় আয়কর দিবস- ৩০ নভেম্বর
৪৯। মূসক দিবস- ১০ ডিসেম্বর
৫০। জাতীয় বিমা দিবস- ১মার্চ
৫১। জাতীয় গণহত্যা দিবস- ২৫মার্চ
পরবর্তী আপডেট ধারাবাহিক ভাবে পাওয়ার জন্য রিকোয়েস্ট বা ফলো করো।
বিগত সালে প্রাইমারিতে আসা বাছায়কৃত....
#প্রাথমিক_শিক্ষক_নিয়োগ_পরীক্ষার প্রশ্নপত্র থেকে প্রশ্নোত্তর #পর্বঃ১
০১) "জীবনতরী"কত সালে যাত্রা শুরু করে?
®__১৯৯৯ সালে।
®মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাট থেকে।
০২) বৃত্তের যে কোন দুটি বিন্দুর সংযোজক রেখাংশ কে কী বলে?
®__জ্যা বলে
০৩) The word "Reproduction"is a__
®__noun
০৪)"গম্ভীর ধ্বনি"বাক্যসংকোচন কী?
®__মন্দ্র
০৫)কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক?
®__শুক্র গ্রহের
০৬)"বাগধারা"কোথায় আলোচিত হয়?
®__বাক্যতত্ত্বে
০৭)"মহা পৃথিবী"কার কাব্যগ্রন্থ?
®__জীবনানন্দ দাশের
০৮)"আরব বসন্ত বা রবিউল আরাবি"বলতে কী বুঝায়?
®__২০১০ সালের শেষের দিকে আরবে বিভিন্ন দেশের শুরু হওয়া আন্দোলন।
০৯)The book"Man and Superman"is
written?
®__বার্নাড'শ
১০)কবে থেকে দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে?
®__১ জানু,১৯৯৩
১১)"উচাটান"এর বিপরীত অর্থ কী?
®__প্রশান্ত
১২)"আফতাব"শব্দের অর্থ কী?
®__অর্ক বা সূর্য
১৩)A person leaves his or her country to settle in another country.
®__Emigrant
১৪) বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন(BSEC)কত সালে প্রতিষ্ঠিত হয়?
®__১৯৯৩ সালে
১৫)কত সালে মার্কিন যুক্তরাষ্ট্র ২য় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে?
®__১৯৪১ সালের ১ডিসেম্বরে।
১৬) ঈষৎ পাংশুবর্ণ"এর বাক্য সংকোচন?
®__কয়রা
(ঈষৎ পাণ্ডুবর্ণ=ধূসর,
ঈষৎ রক্তবর্ণ=আরক্তিম
১৭) নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা"
পংক্তিটি কার?
®__রামনিধি গুপ্তের
(মোদের গরব,মোদের আশা-অতুল প্রসাদ
১৮)ঈশ্বরচন্দ্র কোন গ্রন্থে প্রথম যতি চিহ্নের সফল ব্যবহার করেন?
®__বেতালপঞ্চবিংশতি(১৯৪৭)
১৯)কোথায় বাংলাদেশ,ভারত ও মিয়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে?
®__রাঙামাটিতে
২০) কর্বুর" শব্দের অর্থ কী?
®__রাক্ষস
®__নোট→রমজান
২১) ভবন নির্মাণের সময় কী মেনে চলা উচিত?
®__বিল্ডিং কোড
২২)"১,৩,৬,১০,১৫,২১......ধারাটির একাদশতম পদ কত?
®__৬৬
২৩) বাকু"কোন দেশের রাজধানী?
®__আজারবাইজান
২৪)সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে?
®__রাজা ধর্মপাল
২৫)কোন সংখ্যার বর্গমূলের সাথে ২০ যোগ করলে ৫ এর বর্গ হবে?
®__২৫
২৬)"সন্ধি"ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
®__ধ্বনিতত্ত্বে
২৭) মিহির"এর প্রতিশব্দ কী?
®__সূর্য
২৮)গম্ভিরা"গানের উৎপত্তি কোথায়?
®__মালদহ
২৯)এশিয়ার সবচেয়ে ছোট দেশ "মালদ্বীপ"এর আয়তন কত?
®__২৯৮বর্গ.কি.মিটার
৩০)The verb 'succumb'means?
®__submit
টাকা তুমি অনুষ্ঠানের প্রধান অতিথি।
টাকা তুমি গ্রামের জনদরদি।
টাকা তুমি বিশিষ্ট সমাজ সেবক।
টাকা তুমি গণমানুষের নেতা।
টাকা তুমি গরিবের বন্ধু।
টাকা তুমি মা-বাবার দায়িত্বশীল ছেলে।
টাকা তুমি শশুর বাড়ির আদরের জামাই।
টাকা তুমি শালা শালীর প্রিয় দুলাভাই।
টাকা তুমি আত্মীয় স্বজনের কাছে সবচেয়ে নামি দামি মানুষ।
টাকা তুমি বন্ধুর খুবই ঘনিষ্ঠ বন্ধু।
টাকা তুমি বউয়ের কাছে সেরা জামাই।
টাকা তুমি সন্তানের কাছে সেরা বাবা।
টাকা তুমি নাই কিছু নাই।
টাকা ছাড়া এই জীবন মূল্যহীন..!!
টাকার অভাব যখন আসে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় ।
একজন পুরুষের আসল শক্তি হলো- তার কত টাকা আছে সেটা ।
তোমার যখন অনেক টাকা থাকবে, তখন তুমি ভুলে যাবে সবাই কে, আবার তোমার যখন টাকা থাকবে না, তখন সবাই ভুলে যাবে তুমি কে ।
অভিজ্ঞতার মূল্য দিতে না জানলে, টাকা ভালো কোন কিছু দিতে পারবে না ।
টাকার পিছনে না ছুটে, কর্মের পিছনে ছুটুন, কর্মই আপনাকে টাকা এনে দিবে ।
টাকা দিয়ে সব কিনে নেয়া যায়, কিন্তু সুখ কিনে নেয়া যায় না ।
আপনি অনেক টাকার মালিক হতে পারেন, কিন্তু সময় সীমিত ।
জীবনে সুখী হতে হলে, টাকার প্রয়োজন ।
টাকার কারনেই মানুষ হবে যায় অমানুষ ।
পৃথিবীতে ভালো থাকার জন্য টাকার দরকার,
আর পরকালে ভালো থাকার জন্য আমল দরকার ।
: Collected.
#ফলো_দিয়ে_সাথেই_থাকুন।
পোস্টঃ ভুল ত্রুটি,ক্ষমাপ্রার্থী।
ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন 👍
টাইমলাইনে রাখতে পারেন।
❤ ধন্যবাদ❤
[][][] 🥰 Mi2🥰 [][][]
✪ কারো সাথে পরিচিত হলে- Hello, Nice to meet you.
✪ উৎসাহ দিতে - Good job/Well done – (সাবাশ!)
✪ কারো কথা বুঝতে পারলে - I see/ I understand/ I got it
✪ কারো কথা বুঝতে না পারলে - Sorry?
✪ গভীরভাবে দু:খ প্রকাশ - I'm extremely sorry, I regret – আমি অনুতপ্ত।
✪ অভিনন্দন জানাতে- Best wishes - (শুভ কামনা)
✪ ধন্যবাদ জানাতে - I am grateful to you – (আমি তোমার প্রতি কৃতজ্ঞ।)
✪ কেউ কুশল জিজ্ঞাসা করলে – I'm extremely well (আমি বেশ ভাল আছি)
✪ কারো দৃষ্টি আকর্ষণ করা- Excuse Me – শুনুন, Hey, got it? – এই, বুঝতে পেরেছো?
May I have your attention please- আপনি যদি একটু এদিকে নজর দেন।
✪ কাউকে অপেক্ষা করতে বললে - Just a moment/Hang on a moment- (একটু অপেক্ষা করুন)
✪ মতামত প্রকাশ করতে-
In my point of view– আমার দৃষ্টিকোণ থেকে,
As far as I'm concerned – আমার মনে হচ্ছে যে।
✪ বিদায় জানাতে- See you later- (পরে দেখা হবে)
✪ কারো নাম জানতে - Can I have your name? - (আমি কি তোমার নাম জানতে পারি?)
✪ প্রস্তাব দেওয়া- Would you like something to drink? - আপনি কি কিছু পান করবেন?
✪ হতাশা প্রকাশ করা - What a pity - কি দুঃখজনক।
✪ সাহায্য চাওয়া - Could you give me a hand? - তুমি কি আমাকে সাহায্য করতে পারবে?
✪ কারো খোঁজ/খবর নেওয়া - What’s up - কি ব্যপার?, What’s going on – কেমন চলছে?
✪ বিরক্তি প্রকাশ করা- How disgusting/How absurd! (কি বিরক্তিকর/হাস্যকর).
পড়াশেষে Done লিখুন
একটা ম্যাচে ড্র করা কোনো অপরাধ নয়। অন্ধ সমালোচনা নয়, এই ম্যাচটিই হোক জেগে ওঠার ডাক।
কিছু বলার আগে ২টা পয়েন্টের দিকে ফোকাস করতে চাই।
১)আমাদের অনেক সমর্থকের ধারণা ছিলো,লাতিন অঞ্চলে ব্রাজিলকে হারানোর বা ঠেকানোর কেউ নেই। ব্রাজিলের উচিত ইউরোপের টিমের সাথে খেলা।
২)এটাও অনেকে বলতেন,ব্রাজিল কবে আরও স্পিডি খেলা খেলবে? ২ ডিফেন্সিভ ফুলব্যাক সান্দ্রো ও দানিলোকে বাদ দিচ্ছেনা কেন?
প্রথমেই যেটা বলবো, আমাদের উচিত নয় কোনো টিমকে ছোট করে দেখা। ইকুয়েডর টিমটা বিশ্বকাপ কোয়ালিফায়ারের ১ম ৪ ম্যাচে ১৫ গোল দিয়েছে। আজ তারা টুর্নামেন্টে টিকে থাকার জন্য জানপ্রাণ দিয়ে লড়েছে।
একটা হরিণ কোনো বাঘের কাছে সাধারণ শিকার হতে পারে,কিন্তু সেই হরিনের কাছে বেচে থাকাটা বাঘের খাবারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তাই বাঘ যখন হরিনকে ধরতে যায়, হরিনকে তার প্রানের ভয়ে জীবনের সবচেয়ে কঠিন দৌড় দিয়ে পালাতে হয়। আজকে ইকুয়েডরও ব্রাজিলের সাথে এমনই খেলেছে, ম্যাচ হারলেই তারা বাদ এটা তারা জানতো।
এই ড্র টা খুবই দরকার ছিলো। লাতিন আমেরিকার দেশগুলো যে চাইলে ফাইট দিতে পারে,এই বোধদয়টা সবার মধ্যে হওয়া উচিত। কয়দিন আগে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সও হাঙ্গেরির সাথে ড্র করলো। ফুটবল শুধু বড় দলের খেলা নয়, এটা বোঝা উচিত।
গত কোপার কথা মনে আছে? গ্রুপপর্বে এমনি একটা ম্যাচে ভেনেজুয়েলার সাথে ড্র করেছিলো ব্রাজিল। সেই ড্র করাতে কি সব শেষ হয়ে গিয়েছিলো? একটা ড্র কখনও একটা দলের সামর্থ্যকে কমিয়ে দেয় না । আজকের ম্যাচ ড্র করায় কি কি ক্ষতি হয়েছে আমাদের? ক্লিনশিট মিস গেছে,ব্যক্তিগত অর্জন সমৃদ্ধ করা যায়নি। কিন্তু একবার খুব ভালোভাবে চিন্তা করে দেখুন৷ ক্লিনশিটের প্রয়োজন বেশি নাকি সব প্লেয়ারকে গেম টাইম দেওয়ার প্রয়োজন বেশি ছিলো? নক আউট ম্যাচে ফ্রেশ নেইমারকে পাওয়া উচিত নাকি এই ফিজিক্যাল ম্যাচে নেইমারকে নামিয়ে তার ইনজুরির ঝুকি বাড়িয়ে গোল,এসিস্টের প্রয়োজনীয়তা বেশি ছিলো?
গ্রুপপর্বের ৪ ম্যাচের মধ্যে এই ম্যাচে সম্ভবত ব্রাজিল এতো স্পিডে খেলেছে। ব্রাজিল যে স্পিডে খেলতে পারে,এটা কি দেখাতে পারেনি? হুট করে ১ ম্যাচে ১০ পরিবর্তন নিয়ে মাঠে নেমে স্পিডি খেলতে গেলে ভুল হবে এটাই স্বাভাবিক । ভুলগুলো নিয়ে অনেকেই আলোচনা-সমালোচনা করছেন। আমি সেদিকে যাবো না। শুধু এটাই বলবো,একসাথে ২ জন অফেন্সিভ ফুলব্যাক নামানোতে প্রতিপক্ষ দল উইং দিয়ে স্পেস পেয়েছে অনেক বেশি। লোদি আর এমারসন বাজে খেলেছে এটা কখনওই বলবো না, কিন্তু অফেন্সে তারা যতটা স্পিডি,এটাকিং ছিলো, ডিফেন্সে তাদের কনফিডেন্সের অভাব দেখা গেছে। এটা থেকে স্পষ্ট কেন দানিলো আর সান্দ্রোকে খেলানো হচ্ছিলো আগের ম্যাচগুলোতে!
দানিলো আর সান্দ্রোকে নিয়ে আমাদের অবসেশন এতোটাই বেশি যে তাদেরকে আমরা প্লেয়ারই মনে করিনা। কোচের স্বজনপ্রীতি বলে উল্লেখ করি। ভাই,আমরা কি কোচের চেয়ে বেশি জানি? তিনি তাদেরকে খেলাচ্ছেন,অন্যরা চান্স পাচ্ছে না,তার নিশ্চয়ই কারন আছে। তিনি ডিফেন্সকে কম্প্যাক্ট রাখার জন্য তাদের উপর ভরসা করেন৷ আজকে বারবোসাকে নিয়ে একই কথা বলা হচ্ছে। তার গোল মিসের জন্য তাকে কাঠগড়ায় দাঁড় করাতে পারেন,কিন্তু তাকে খেলানোর জন্য কোচকে দায়ী করাটা শোভা পায় না।
বিশ্বের কোনো কোচই নির্ভুল নন। তারাও রক্ত মাংসের মানুষ। তারাও ভুল করেন,করবেন, এটা স্বাভাবিক। তাই বলে কি কোচের আগের কাজগুলো ভুলে গিয়ে তার থেকে আস্থা সরাতে হবে? উচলের সেমিফাইনালে রিয়ালের কোচ জিদান ভিনিকে রাইট উইং ব্যাক,আনফিট রামোস,ছন্দহীন হ্যাজার্ডকে নামিয়েছিলেন। তার ফাটকা কাজে লাগেনি,কিন্তু মাদ্রিদিস্তারা তার থেকে আস্থা হারিয়েছে? উচল ফাইনালে ডিএম ছাড়া একাদশ সাজিয়েছিলেন গার্দিওলা,তবুও তার উপরই আস্থা রাখা হয়েছে৷ আমাদেরকেও কোচ তিতের উপর আস্থা রাখতে হবে। আজকের ম্যাচটা তিতের কাছে শুধুই একটা এক্সপেরিমেন্ট ছিলো৷ তিনি প্লেয়ারদের নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন,খেলার স্টাইল নিয়েও করেছেন। এটা এমন কোনো ম্যাচ ছিলোনা যে তিনি খুব বড় ভুল করে ফেলেছেন৷ নক আউট ম্যাচে কখনও যদি কোনো প্লেয়ারকে নামাতে হয়,যদি স্পিডি খেলতে হয়,যদি ফর্মেশনে চেঞ্জ করতে হয় এসব আগে থেকেই কিছুটা অনুশীলন করে রাখাটা মন্দ নয়।
সমালোচনা করাটা ভুল নয়। গঠনমূলক সমালোচনা, আত্নবিশ্লেষক সমালোচনা থেকে ভুলগুলো বের হয়ে আসে। কোচের সিদ্ধান্তের সমালোচনা হতেই পারে। যেমন আজকে ডগলাস লুইজকে তোলার সময় ফ্রেডকে নামিয়ে দেওয়াটা উচিত ছিলো বলে আমি মনে করি। এখন অনেকের মতো কোচও হয়তো মনে করেছেন,একসাথে ২ জন ডিফেন্সিভ মিডফিল্ডারকে খেলালে দল কেমন করে দেখা যাক। আবার,আমার মতে ফিরমিনোকে না তুলে বারবোসাকে তুললে হয়তো ভালো হতো৷ কিন্তু কোচ হয়তো মনে করেছেন,বারবোসার মতো ফক্স ইন দ্যা বক্স স্ট্রাইকার শেষ মুহুর্ত পর্যন্ত খেললে হয়তো একটা গোল হলেও হয়ে যেতে পারে। এরকম অনেক সিদ্ধান্তের সমালোচনা কোচকে নিয়ে করা যায় । আমরা সবসময় পারফেকশন খুজি,তাই সমালোচনা হওয়াটা অবশ্যই যৌক্তিক। সব মানুষেরই ভিন্ন চিন্তাধারা,ভিন্ন মতামত থাকে। কখনও সেগুলো ঠিক হয়,কখনও ঠিক হয় না। কিন্তু তাই বলে কোচের উপর থেকে তো আমরা আস্থা হারাতে পারি না,তাই না?
আজকের এই একটা ম্যাচ নিয়ে আমি হতাশ নই। ম্যাচ ড্র করার পর সবার মতোই আমারও খারাপ লেগেছিলো। কিন্তু পরে ঠান্ডা মাথায় ভেবে দেখলাম, আপনাদেরকেও সেটা ভেবে দেখতে হবে। নেইমারের সাথে খেলে অভ্যস্ত ব্রাজিলের প্লেয়াররা হঠাৎ একটা ম্যাচে নেইমার না থাকলে বোঝাপড়ার একটা সমস্যা হবেই। আগের ম্যাচের ১০ জনকে পরিবর্তন করে নামিয়ে দিলে কম্বিনেশনে সমস্যা হওয়া আরও স্বাভাবিক,কিন্তু ১০ জনকে পরিবর্তনের জন্য কোচকে দোষী করা যায় না। তিতের জায়গায় অন্য যেকোনো কোচ থাকলেও তিনি এতোগুলা পরিবর্তন করে বেঞ্চের শক্তি বাজিয়ে দেখতে চাইতেন। প্রথমার্ধে শুধু আক্রমণ করে যাওয়ায় মিডফিল্ডে দূর্বলতা সেভাবে চোখে পড়েনি,এখানে প্রতিপক্ষ কোচকে ধন্যবাদ দিতে হয়,তিনি দ্বিতীয়ার্ধে এই দূর্বলতা খুজে বের করে দারুনভাবেই প্রেশার দিয়েছেন ব্রাজিলকে৷ ইকুয়েডরের হাই প্রেসিং খেলাটা কলম্বিয়ার চেয়েও দুর্দান্ত হয়েছে, বারবার আহত হয়ে পড়ে যাওয়া ভাদ দিলে ইকুয়েডরের খেলার মাঝে ইউরোপীয় ধাচ ছিলো,এটা ইতিবাচক হিসেবেই দেখছি।
সবশেষে এটাই বলবো, এতো বেশি নেগেটিভিটি ছড়িয়ে কোনো লাভ হবে না। ভুল,দূর্বলতার জায়গাগুলো গ্রুপপর্বের শেষ ২ ম্যাচে বের হয়ে এসেছে। আশা করি,তিতে এবং তার দলকে এই ভুলগুলো খুব ভালোভাবেই তাতিয়ে দেবে। নক আউটে কম্প্যাক্ট, বেস্ট ব্রাজিলকেই আমরা দেখতে পাবো৷
Let's spread some positivity. Because we love Brazil
👍Social media analytics is the practice of gathering data from social media websites and analyzing that data using social media analytics tools to make business decisions. The most common use of social media analytics is to mine customer sentiment to support marketing and customer service activities.
Social media gives businesses an unprecedented opportunity for connecting with customers and prospects. … Social media is crowded. It’s competitive. And it’s essential to test and track your results so that you can identify the most effective strategies – which is why social media analytics are so important
I am an expert digital marketer.I can grow your bussiness . I also can seo and social marketing.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Mymensingh
2290
Notun Bazer
Mymensingh, 2200
সোশাল মিডিয়ার সার্ভিস পেতে মেসেজ করুন। Facebook marketing|Instagram marketing|boost|promote|linked|
Mymonshig
Mymensingh, 24080
আপনাদের প্রফেশনাল লাইফের সকল প্রয়োজনীয় জিনিস সরবারহ করবে খুবই সাশ্রয়ী দামে।
Mymensingh, 2200
"🚀Digital & Social Media Marketer 🎨 Graphics Design Let's Elevate Your Brand Online!
Bangladesh. Mymensingh, Jamalpur
Mymensingh, 2010
Amra Sototar Sate 100% Real Dolar Diye Boost kore Dei . We honestly boost it with 100% real dolars.
Shop No. 12, Floor-2, New Super Market, Muktagacha
Mymensingh, 2210
প্রফেশনাল কোয়ালিটি মানসম্পন্ন ডিজিটাল সার্ভিসের জন্যই আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।
Chorpara Bylane
Mymensingh, 2200
Welcome to Dozen.I am congratulated you to visit dozen.It is the best marketing place in internet.I