EEE DOST

EEE DOST

Nearby computer & electronics services

Artroom
Artroom
2200

About of Electrical And Electronics Knowledge

24/02/2022

বিষয়ঃ ইলেকট্রিক্যাল সাব-স্টেশন।
February 22
প্রশ্নঃ সাব-স্টেশন কি?
উত্তরঃ সাবস্টেশন হচ্ছে পাওয়ার সিস্টেমের একটি অংশ যা বিদ্যুৎ উৎপাদন, পরিবহণ, সঞ্চালন, বিতরণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা।
প্রশ্নঃ ১১ কেভি সাবস্টেশনের কি কি ইকুইপমেন্ট থাকে?
Ø ট্রান্সফরমার।
Ø LT সুইচগিয়ার।
Ø HT সুইচগিয়ার।
Ø PFI প্লান্ট।
প্রশ্নঃ সুইচগিয়ার কি?
উত্তরঃ সুইচগিয়ার বলতে সাধারণত ইলেকট্রিক্যাল সিস্টেমে সুইচিং ব্যবস্থা, নিয়ন্ত্রণ, প্রটেকশন, পরিমাপ ও সিস্টেমে ভারসাম্য রক্ষাকারী সরঞ্জাম এবং ঐ সব সরঞ্জাম স্থাপনের কাঠামো, কক্ষ ও ওয়্যারিং এর সমষ্টিকে বুঝায়। সুইচগিয়ার হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি, যা বৈদ্যুতিক ব্যবস্থাকে সুইচিং, কন্ট্রোলিং এবং রক্ষা করে থাকে।
প্রশ্নঃ সুইচগিয়ার কত প্রকার?
Ø LT সুইচগিয়ার
Ø HT সুইচগিয়ার
প্রশ্নঃ LT & HT সুইচগিয়ার বলতে কি বুঝ?
উত্তরঃ LT সুইচগিয়ারঃ সাবস্টেশনের লো-সাইডের বৈদ্যুতিক ব্যবস্থাকে সুইচিং, কন্ট্রোলিং এবং রক্ষা করার প্রক্রিয়াকে LT সুইচগিয়ার বলে।
HT সুইচগিয়ারঃ সাবস্টেশনের হাই-সাইডের বৈদ্যুতিক ব্যবস্থাকে সুইচিং, কন্ট্রোলিং এবং রক্ষা করার প্রক্রিয়াকে HT সুইচগিয়ার বলে।
প্রশ্নঃ কি ধরনের সার্কিট ব্রেকার LT & HT ব্যবহার করা হয়?
উত্তরঃ
LT সুইচগিয়ারঃ
MCB, MCCB, ACB সার্কিট ব্রেকার।
HT সুইচগিয়ারঃ VCB সার্কিট ব্রেকার।
প্রশ্নঃ সার্কিট ব্রেকার কি?
উত্তরঃ সার্কিট ব্রেকার হচ্ছে এক ধরনের সুইচিং ডিভাইস, যা দ্বারা বৈদ্যুতিক সার্কিটকে সাপ্লাই এর সাথে সংযুক্ত ও বিচ্ছিন্ন করা যায়। তবে সার্কিট ব্রেকারের সবচেয়ে বড় কাজ হল, যখন অতিরিক্ত কারেন্ট বা ত্রুটিপুর্ন কারেন্ট লাইনে প্রবাহিত হয়, তা থেকে সার্কিটকে অটোমেটিক রক্ষা করা।
প্রশ্নঃ কি ধরনের সার্কিট ব্রেকার সাবস্টেশনে ব্যবহার করা হয়?
উত্তরঃ MCB, MCCB, ACB সার্কিট ব্রেকার, VCB সার্কিট ব্রেকার।
প্রশ্নঃ LT & HT সাইডের মেইন কাজ কি?
উত্তরঃ HT সুইচগিয়ার মূলত: ট্রান্সফরমারকে সাট-ডাউন করানো এবং LT সুইচগিয়ার মূলত: লোডকে কন্ট্রোল করে অথবা রক্ষা করে।
প্রশ্নঃ PFI কি?
উত্তরঃ পাওয়ার ফ্যাক্টর ইম্প্রোভমেন্ট যা পাওয়ার ফ্যাক্টর ইম্প্রোভমেন্ট করে।
প্রশ্নঃ কেন PFI ব্যবহার করা হয়?
উত্তরঃ কারন আমাদের ট্রান্সমিশন লাইনে ভোল্টেজ এবং কারেন্ট এর কারনে একটি এঙ্গেল সৃষ্টি হয় যা লস হিসাবে ধরা হয়। এই লসকে কমানোর জন্য পাওয়ার ফ্যাক্টর ইম্প্রোভমেন্ট ব্যবহার করা হয়।
প্রশ্নঃ PFI রেটিং কিভাবে নিতে হয়?
উত্তরঃ ট্রান্সফরমারের রেটিং এর ৬০% হিসাবে নিতে হয়।
প্রশ্নঃ PFI স্টেপ কি এবং কিভাবে স্টেপ সিলেকশন করতে হয়?
উত্তরঃ ট্রান্সফরমারের রেটিং যদি ১০০ কেভি থেকে ২৫০ কেভি পর্যন্ত তাহলে ৬ স্টেপের ১টা।
ট্রান্সফরমারের রেটিং যদি ৩১৫ কেভি থেকে ২০০০ কেভি পর্যন্ত তাহলে ১২ স্টেপের ১টা।
ট্রান্সফরমারের রেটিং যদি ২৫০০ কেভি থেকে ৪০০০ কেভি পর্যন্ত তাহলে ১২ স্টেপের ২টা।
প্রশ্নঃ সাবস্টেশনে কিভাবে লোড বের করতে হয়?
উত্তরঃ ট্রান্সফরমারের রেটিং এর ৮০% হিসাবে নিতে হয়।
প্রশ্নঃ সাবস্টেশনে LT & HT সাইড কোন অংশকে বলে?
উত্তরঃ ৩৩ কেভি থেকে ১১ কেভি পর্যন্ত ট্রান্সমিশন লাইনকে বলা হয় HT সাইড এবং ১১ কেভি থেকে ০.৪ কেভি (৪০০ ভোল্ট) পর্যন্ত ট্রান্সমিশন লাইনকে বলা হয় LT সাইড।
প্রশ্নঃ জেনারেশন পাওয়ার এবং ডিস্ট্রিবিউশন পাওয়ারের রেটিং দেখাও?
উত্তরঃ
জেনারেশন পাওয়ারঃ ১১ কেভি, ৩৩ কেভি, ১৩২ কেভি, ২৩০ কেভি, ৪০০ কেভি।
ডিস্ট্রিবিউশন পাওয়ারঃ ৪০০ কেভি, ২৩০ কেভি, ১৩২ কেভি, ৩৩ কেভি, ১১ কেভি।
প্রশ্নঃ কেন ডিস্ট্রিবিউশন লাইনে ৪০০০ কেভির বেশি ট্রান্সফরমার ব্যবহার করা হয় না?
উত্তরঃ কারন ৪০০০ কেভি উপরের ট্রান্সফরমারের জন্য সার্কিট ব্রেকার নেই তাই ব্যবহার করা হয় না।
আইসোলেটরঃ আইসোলেটর বৈদ্যুতিক সাবস্টেশনের বিভিন্ন যন্ত্রপাতি বিশেষ করে ট্রান্সফরমারকে নো-লোড অবস্থায় বা সামান্য লোড অবস্থায় লাইন হতে বিচ্ছিন্ন করার জন্য আইসোলেটর ব্যবহার করা হয়। অর্থাৎ আইসোলেটর এক ধরনের সুইচ, যা অফ লাইনে অপারেটিং করা হয়।
লাইটিং এরেস্টারঃ লাইটনিং এরেস্টার বা সার্জ ডাইভারটার এক ধরনের ইলেকট্রিক্যাল প্রটেকটিভ ডিভাইস, যা পাওয়ার সিস্টেমে হাই ভোল্টেজকে বা সার্জ ভোল্টেজকে সরাসরি মাটিতে প্রেরন করে।
রিভার্স পাওয়ার রিলেঃ প্যারালেল অপারেশনে কোন অল্টারনেটরের ইনপুট কোন কারনে বন্ধ হলে বা অন্য কোন ত্রুটিতে ঐ অল্টারনেটর যদি বাসবার হতে পাওয়ার নেয় অর্থাৎ উল্টাদিক হতে পাওয়ার নিয়ে অল্টারনেটরটি মোটর হিসাবে কাজ করে তখন যে রিলের মাধ্যমে প্রটেকশন দেয়া হয় তার নাম রিভার্স পাওয়ার রিলে। এরকম অবস্থায় রিভার্স পাওয়ার রিলে এনারজাইজড হয় এবং ঐ অল্টারনেটরের সার্কিট ব্রেকার ট্রিপ করে সিস্টেমকে রক্ষা করে।
বুখলজ রিলেঃ ট্রান্সফরমারের বিভিন্ন ত্রুটির প্রটেকশন ও সতর্কীকরণ ব্যবস্থার জন্য ট্রান্সফরমার ট্যাংক ও কনজারভেটর এর মাঝে পাইপে যে রিলে বসানো থাকে সেটাই বুখলজ রিলে। ত্রুটিজনিত অতিরিক্ত কারেন্ট হতে সৃষ্ট উত্তাপে ট্রান্সফরমার ট্যাংকে যে গ্যাসের সৃষ্টি হয়, তার চাপেই এই রিলে কাজ করে থাকে। অর্থাৎ শুধুমাত্র অয়েল কুলিং ট্রান্সফরমারে এই রিলে ব্যবহৃত হয়।
ডিফারেনশিয়াল রিলেঃ ডিফারেনশিয়াল রিলে এমন এক ধরনের ডিভাইস, যা দুই বা ততোধিক ইলেকট্রিক্যাল মান বা দিকের ভেক্টর পার্থক্য, যখন একটি আগে থেকেই নির্ধারিত মানের চেয়ে বেশি বা কম হয় তখন এই রিলে কাজ করে সিস্টেমকে বা ইলেকট্রিক্যাল যন্ত্রকে রক্ষা করে।
প্রশ্নঃ ড্রপ আউট ফিউজ কি?
যে সব ক্ষেত্রে ফিউজ লিংক, ফিউজ ক্যারিয়ার সহ প্রতিটি অপারেশনের পর ড্রপ আউট হয়। ফিউজ লিংক থেকে যদি ফিউজের ক্যারিয়ার এসে ঝুলতে থাকে এবং লাইনের উভয় টার্মিনাল পৃথকীকরণ হয়, এ ধরনের ফিউজকে ড্রপ আউট ফিউজ বলে।
প্রশ্নঃ ফিউজিং কারেন্ট কি?
উত্তরঃ সর্বনিন্ম যে পরিমান কারেন্ট প্রবাহিত হলে ফিউজ তার গলে যায় তাকে ঐ ফিউজের ফিউজিং কারেন্ট বলে। এই কারেন্টের মান ঐ ফিউজের ফিউজিং এলিমেন্ট কারেন্ট রেটিং এর বেশি হয়।
প্রশ্নঃ কারেন্ট রেটিং অফ ফিউজিং এলিমেন্ট কি?
উত্তরঃ ফিউজ তার অতিরিক্ত গরম না হয়ে বা গলে না গিয়ে ম্যাক্সিমাম যে পরিমান কারেন্ট বহন করতে সক্ষম, তাকে ঐ ফিউজের কারেন্ট রেটিং বলে।
প্রশ্নঃ ফিউজের কাট অফ কারেন্ট কি?
উত্তরঃ শর্ট সার্কিট কারেন্ট সর্বোচ্চ যে মানে পৌঁছার পূর্বে ফিউজ তার গলে যায়, তাকে ঐ ফিউজের কাট অফ কারেন্ট বলে।
প্রশ্নঃ সার্কিট ব্রেকার কাকে বলে?
উত্তরঃ সার্কিট ব্রেকার হলো একটি বৈদ্যুতিক সুইচিং ডিভাইস যা দ্বারা ইলেকট্রিক্যাল সার্কিটকে সাপ্লাই হতে সংযুক্ত ও বিচ্ছিন্ন করা হয়। তবে এটি ইলেকট্রিক্যাল সার্কিটে নিয়ন্ত্রণ ও রক্ষন যন্ত্র হিসাবে কাজ করে। ওভার লোড বা শর্ট সাকিট দেখা দিলে স্বয়ংক্রিয়ভাবে ঐ ইলেকট্রিকাল সার্কিটকে সরবরাহ থেকে বিচ্ছিন্ন করে দেয়। তবে সার্কিট ব্রেকার স্বয়ংক্রিয়ভাবে সার্কিটে সংযোগ করেনা ।
প্রশ্নঃ সিমেট্রিক্যাল ফল্ট কি?
উত্তরঃ সিস্টেমে যে ফল্টের কারণে থ্রি-ফেজ সিস্টেমে প্রতিটি ফেজে সমান ফল্ট কারেন্ট প্রবাহিত হয়, এ রকম ফল্টকে সিমেট্রিক্যাল ফল্ট বলে।
প্রশ্নঃ বাসবার কি?
উত্তরঃ বাসবার এক ধরনের তামা বা এলুমিনিয়ামের তৈরি পরিবাহী পাত, বার বা রড, যা এক বা একাধিক সার্কিটে ইলেকট্রিক্যাল এনার্জি সংগ্রহ ও বিতরন করে।
প্রশ্নঃ বাস কাপলার কি?
উত্তরঃ বাস কাপলার মূলত: সার্কিট ব্রেকার ও আইসোলেটর এর সমন্বয়ে গঠিত। যা এক বাস এর সাথে অন্য বাসের সংযোগ এর জন্য ব্যবহার করা হয়।
প্রশ্নঃ ক্যাবলের R.M মানে কি বোঝায়?
উত্তরঃ RM=round conductor multi wire or stranded wire.
প্রশ্নঃ কোন ধরনের সুইচগিয়ারে ACB ব্যবহার করা হয়?
উত্তরঃ (LT Switchgear) লো-ভোল্টেজ লাইনে ACB ব্যবহার করা হয়।
প্রশ্নঃ সার্কিট ব্রেকার কত প্রকার এবং কি কি?
উত্তরঃ সাবস্টেশন লাইনে মূলত: চার প্রকার সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়।
LT Switchgear = MCB, MCCB, ACB
HT Switchgear = VCB
প্রশ্নঃ HT/LT সুইচগিয়ারে কোন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়?
উত্তরঃ HT/LT সুইচগিয়ারে মূলত
LT Switchgear = MCB, MCCB, ACB
HT Switchgear = VCB ব্যবহার করা হয়।
প্রশ্নঃ 500 KVA ট্রান্সফরমার HT সুইচগিয়ারের জন্য কোন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়?
উত্তরঃ 500 KVA ট্রান্সফরমার HT সুইচগিয়ারের জন্য VCB সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়।
প্রশ্নঃ 350 KVA ট্রান্সফরমার HT সুইচগিয়ারের জন্য কোন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়?
উত্তরঃ 350 KVA ট্রান্সফরমার HT সুইচগিয়ারের জন্য LBS ব্যবহার করা হয়।
প্রশ্নঃ LBS, VCB, MCCB, MCB, ACB কি?
উত্তরঃ
LBS (Load Break Switch)
MCB (Miniature Circuit Breaker)
MCCB (Moulded Case Circuit Breaker)
ACB (AIR Circuit Breaker)
VCB (Vacuum Circuit Breaker)
প্রশ্নঃ বাস-বার কি?
উত্তরঃ মোটামুটি সবাই জানি বাসবার হচ্ছে এক ধরনের তামা (copper) বা অ্যালুমিনিয়াম (Aluminum) এর তৈরি পরিবাহির পাত বা পরিবাহির বার অথবা পরিবাহির রড। বাসবার একাদিক ইলেকট্রিক্যাল সার্কিট থেকে ইলেকট্রিক্যাল এনার্জি সংগ্রহ করে এবং বিতরন করে।
প্রশ্নঃ কিসের উপরের ভিত্তে করে বাস বার সিলেকশন করা হয়?
উত্তরঃ লাইনের কারেন্টের উপর ভিত্তি করে বাসবার সিলেকশন করা হয়।
প্রশ্নঃ কেন বাসবার সিলেকশনের ক্ষেত্রে কপার নেয়া হয়?
উত্তরঃ কারন কপারের ইফেসিয়েন্সি অনেক বেশি এবং লস কম হয়।
প্রশ্নঃ CT & PT কি?
উত্তরঃ CT কারেন্ট ট্রান্সফরমার আর PT পটেনশিয়াল ট্রান্সফরমার।
প্রশ্নঃ সাবস্টেশন লাইনে CT & PT কিভাবে কানেকশন করা হয়?
উত্তরঃ CT সিরিজে কানেকশন দেয়া হয় এবং PT প্যারালালে কানেকশন দেয়া হয়
প্রশ্নঃ CT কত প্রকার ও কি কি?
উত্তরঃ কারেন্ট ট্রান্সফরমার ৩ ধরনের।
* Wound Current Transformer.
* Toroidal Current Transformer.
* Bar-type Current Transformer.
প্রশ্নঃ CT 5P 20 30VA রেটিং মানে কি বোঝায়?
উত্তরঃ
5= % of Error
P= Protection Class
20=Multiply by 20 line current
30VA= Barden of circuit breaker
প্রশ্নঃ CT & PT কোন ধরনের ট্রান্সফরমার?
উত্তরঃ CT & PT হচ্ছে ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার।
প্রশ্নঃ CT & PT পার্থক্য কি?
উত্তরঃ হাই কারেন্ট পরিমাপ করে এবং লাইন কে অনাকাঙ্ক্ষিত কারেন্ট থেকে রক্ষা করে।
হাই ভোল্টেজ পরিমাপ করে এবং লাইন কে অনাকাঙ্ক্ষিত ভোল্টেজ থেকে রক্ষা করে।
প্রশ্নঃ CT & PT তে কোন ধরনের রিলে ব্যবহার করা হয়?
উত্তরঃ IDMT Relay, Deferential relay, Directional relay etc
প্রশ্নঃ সাবস্টেশানে কেন পাথর ব্যবহার করা হয়?
১) Ground Potential Rise (GPR) কমানোর জন্য। উচ্চ ভোল্টেজের লাইন হতে গ্রাউন্ডে কারেন্ট প্রবাহিত হয়। পাথর গ্রাউন্ডের রেজিস্ট্যান্স বৃদ্ধি করে উক্ত কারেন্টকে নিয়ন্ত্রণ করে।
২) Step Potential এবং Touch Potential কমানোর জন্য। উচ্চ ভোল্টেজের কোন ফিল্ডে গতিশীল কোন দু'পায়ের স্তন্যপায়ী প্রাণীর দুইপায়ের মধ্যবর্তী ভোল্টেজকে Step Potential বলা হয়। সাবস্টেশানের গ্রাউন্ডিং দুর্বল হলে অথবা পটেনশিয়াল ইনব্যালেন্স অবস্থার সৃষ্টি হলে; সাবস্টেশানে হাটার সময় দুইপায়ের মধ্যবর্তী স্থানে ভোল্টেজ ডিফারেন্স সৃষ্টি হয়ে শক পাওয়ার সম্ভাবনা থাকে। পাথর থাকলে রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়, শকের ঝুঁকি কমে। Touch Potential হচ্ছে কোন ইলেক্ট্রিক্যাল যন্ত্র হাতে ধরে কাজ করার সময় মানুষের হাত ও পায়ের মধ্যবর্তী ভোল্টেজ। এই ভোল্টেজ বেশি হলে বৈদ্যুতিক শক পায় মানুষ।
৩) সাবস্টেশানে ঘাস ও আগাছা জন্মানো রোধ করে পাথর। পাথরের পরিবর্তে মাটি থাকলে দ্রুত গাছপালা উঠে। বৃষ্টি হলে কাঁদামাটিতে পিচ্ছিল হয়ে যায়।
৪) পাথর ব্যবহারের কারনে সাপ, ইঁদুর, ব্যাঙ এবং অন্যান্য ছোটপ্রানীর চলাচল বন্ধ হয়ে যায়। এদের চলাচলের কারনে উপকেন্দ্রের যন্ত্রপাতি শর্ট সার্কিট হয়ে যেতে পারে।
৫) পাথরে লিকেজ তেল জমতে পারে না। ফলে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমে।
৬) পাথর কংক্রিট ঢালাইয়ের চেয়ে খরচ কম এবং পাথর সরিয়ে সহজে গ্রাউন্ডিং পরিবর্তন ও নতুন গ্রাউন্ডিং করা যায়।
সাব-স্টেশন ক্যালকুলেশন করতে #লোড ক্যালকুলেশান:
আমরা একটি লোড ধরে নিলাম = 624.368 KW = 624.368/0.8 = 780.46 KVA সাব-স্টেশন ক্যালকুলেশন করতে ৪ টি ধাপ অনুসরন করতে হবে।
1.Transformer Selection
2. LT Switchgear Selection
3. HT Switchgear Selection
4. PFI Panel Selection
Selection এখানে আমাদের যত KVA লোড তার কাছাকাছি 3 Phase Transformer Selection করতে হবে।
এখানে আমাদের লোড = 780.46 KVA বাজারে সাধারনত নি¤œ মানের KVA Transformer পাওয়া যায়।
100 kVA, 200 KVA, 250 KVA, 315 KVA,400 KVA, 500 KVA, 630 KVA,750 KVA,800 KVA,1000 KVA, 1250 KVA.
সুতরাং আমাদের 800 KVA Transformer লাগবে।
Switchgear Selection:
Transformer Capacity কে 1.4 (approx.) গুন দ্বারা করলে LT Switchgear এর capacity পাওয়া যায়।
সুতরাং 800 KVA Transformer এর জন্য LT Switchgear লাগবে = 800 x 1.4 = 1120 A
Switchgear Selection :
HT Switchgear Capacity Selection বলতে এখানে মুলত Breaker Selection কে বুঝায় । Transformer 630 KVA এর নিচে হলে LBS আর Transformer 630 KVA বা তার বেশি হলে (VCB- Vacuum Circuit Breaker) ব্যবহার করতে হবে।
সুতরাং এখানে 800 KVA Transformer এর জন্য (VCB- Vacuum Circuit Breaker) ব্যবহার করতে হবে।
Panel Selection :
Transformer Capacity কে 0.6(sine thita) দ্বারা গুন করলে PFI Panel এর capacity পাওয়া যায়। সুতরাং 800 KVA এর জন্য PFI Panel হবে = 800 x 0.6=480 KVAR.

20/02/2022

Exam time amar o amon obosta

Want your business to be the top-listed Computer & Electronics Service in Mymensingh?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Exam time a amar obosta

Telephone

Website

Address

Maskanda
Mymensingh
24.716305436356304,90.4099024950366

Other Electronics Stores in Mymensingh (show all)
Azizul Is Electronics And Telecom shop Azizul Is Electronics And Telecom shop
Haluaghat Shapla Bazar
Mymensingh, 2260

Here all kinds of electronics goods, wholesale and retail are sold, Flexiload, bKash, all kinds of applications are applied online, also pictures are taken,

Genda Collection Genda Collection
Shidly Bazar, Netrokona, Dhaka
Mymensingh, 2400

সততাই ব্যবসার মূলধন!

Akash Gaming Akash Gaming
Mymensingh, 2200

Hi i am Akash. Follow along. I hope I can give something good.

Mobile Candy Mymensingh Mobile Candy Mymensingh
Mymensingh, Dhaka Division
Mymensingh, 2200

Mobile phone, Mobile accessories and Gadget shop in Bangladesh.

Samsung Samsung
23 Rambabu Road
Mymensingh, 2200

Nirob's Nation Nirob's Nation
Trishal
Mymensingh, 2020

HIYA ELECTRONICS HIYA ELECTRONICS
Mymensingh, 2233

"HIYA ELECTRONICS" is an electrical and electronics store. From here you can buy any kind of Electrical & Electronics product for your daily life. We are here "Digitally Yours".

Extra Care Electronics Extra Care Electronics
Mymensingh, 2200

Welcome To Extra Care Electronics � An Authorized Online Shop Of Shawon Telecom Here You Can Find All Of Your Needed Products � Given Delivery To Whole Bangladesh ��

Al Hera Electric & Electronics Al Hera Electric & Electronics
Mymensingh

Al Hera Electric & Electronics

Walton page Walton page
Baypas
Mymensingh, 2006

welcom to walton shop

পাইকারি  LED TV বাজার পাইকারি LED TV বাজার
আফতাব টাওয়ার , জামতলা মোড়
Mymensingh

পাইকারি LED TV বাজার এখানে উন্নতমানের স্?

LG Butterfly Mymensingh LG Butterfly Mymensingh
Mymensingh

A perfect place for consumer electronics like freeze, TV, AC, and many more.