গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন

গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন

মানবতার ফেরিওয়ালা।

09/11/2023

রক্তযোদ্ধাদের
নাম:
ব্লাড গ্রুপ:
মোবাইল নম্বর:
কততম ডোনেশন:

দিয়ে সহযোগিতা করুন। আপনাদের জন্য রয়েছে ছোট্ট আয়োজন।

10/10/2023

২য় প্রতিষ্ঠাবার্ষিকী।

09/10/2023

গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন এর
২য় প্রতিষ্ঠাবার্ষিকী।

21/09/2023

যৌবনের প্রথম প্রেম শুরু হোক মুমূর্ষু রোগীকে রক্ত দানের মাধ্যমে ইনশাআল্লাহ। ❤️

29/08/2023

আপনি কততম রক্তদানের অপেক্ষায় আছেন?

25/07/2023

💁রোগীর সমস্যা:-ডেঙ্গু জ্বর, রক্ত শূন্যতা
🔴রক্তের গ্রুপ:-AB+
💉রক্তের পরিমাণ:-৩ ব্যাগ
📆রক্তদানের তারিখ:-26:07:23
⌚রক্তদানের সময়:-আগামীকাল
🏥রক্তদানের স্থান:- ময়মনসিংহ মেডিকেল
💊 হিমোগ্লোবিন :-
☎যোগাযোগ:01733858734
💠রেফারেন্স:-
🎁এক্সচেঞ্জ :-

28/06/2023

সম্মানিত স্বেচ্ছাসেবী, রক্তযোদ্ধা,শুভানুধ্যায়ী সকলকে জানাই গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।
সেই সাথে হাসপাতালেরে বিছানায় শুয়ে থাকা মুমূর্ষু রোগীদের রক্তের প্রয়োজনে পাশে থাকার আহবান করছি।

Photos from গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন's post 25/06/2023

অভিনন্দন ৩নং অচিন্তপুর এবং ৯ নং ভাংনামারী ইউনিটের সকল রক্তযোদ্ধাদের।

Photos from গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন's post 18/06/2023

গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন, রামগোপালপুর ইউনিটের প্রচার সম্পাদক মোমিনুল আলম তুষার ভাইয়ে ৪র্থ বার বি+ রক্তদান।

শত ব্যস্ততার মাঝেও মূমুর্ষ রোগির প্রাণ বাঁচাতে ছূটে যায়, এটাই প্রকৃত ভালোবাসা।

18/06/2023

অভিনন্দন সবাইকে🖤

17/06/2023

অভিনন্দন সবাইকে। 🖤

15/06/2023

দৈনিক যুগান্তরের প্রকাশিত গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন এর নিউজ।
কৃতজ্ঞতা প্রকাশ করছি দৈনিক যুগান্তরের প্রতিনিধি জনাব Raish Uddin Raish ভাইয়ের প্রতি।

14/06/2023

বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে ব্লাড ক্যাম্পিং 🥰🖤

14/06/2023
14/06/2023

আজ ১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবস।
যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাদেরসহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এ দিবসের উদ্দেশ্য।

১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক রক্তদান দিবস পালন এবং ২০০০ সালে ‘নিরাপদ রক্ত’-এই থিম নিয়ে পালিত বিশ্ব স্বাস্থ্য দিবসের অভিজ্ঞতা নিয়ে ২০০৪ সালে প্রথম পালিত হয়েছিল বিশ্ব রক্তদান দিবস। ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের পর থেকে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ দিবস পালনের জন্য তাগিদ দিয়ে আসছে।

প্রতিবছর ৮ কোটি ইউনিট রক্ত স্বেচ্ছায় দান হয়, অথচ এর মাত্র ৩৮ শতাংশ সংগ্রহ হয় উন্নয়নশীল দেশগুলো থেকে, যেখানে বাস করে বিশ্বের মোট জনসংখ্যার ৮২ শতাংশ মানুষ। এ ছাড়া এখনো বিশ্বের অনেক দেশে মানুষের রক্তের চাহিদা হলে নির্ভর করতে হয় নিজের পরিবারের সদস্য বা নিজের বন্ধুদের রক্তদানের ওপর, আর অনেক দেশে পেশাদারি রক্তদাতা অর্থের বিনিময়ে রক্ত দান করে আসছে রোগীদের। অথচ বিশ্বের নানা দেশ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করে জানা যায়, ‘নিরাপদ রক্ত সরবরাহের’ মূল ভিত্তি হলো স্বেচ্ছায় ও বিনামূল্যে দান করা রক্ত। কারণ তাদের রক্ত তুলনামূলকভাবে নিরাপদ এবং এসব রক্তের মধ্য দিয়ে গ্রহীতার মধ্যে জীবনসংশয়ী সংক্রমণ, যেমন এইচআইভি ও হেপাটাইটিস সংক্রমণের আশঙ্কা খুবই কম।

স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানকারী আড়ালে থাকা সেসব মানুষের উদ্দেশে, এসব অজানা বীরের উদ্দেশে, উৎসর্গীকৃত ১৪ জুনের বিশ্ব রক্তদান দিবস। ১৪ জুন দিবসটি পালনের আরও একটি তাৎপর্য রয়েছে। এদিন জন্ম হয়েছিল বিজ্ঞানী কার্ল লান্ডষ্টাইনারের। এই নোবেলজয়ী বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন রক্তের গ্রুপ ‘এ, বি, ও,এবি’।[২] রক্তদান মহৎ দান। রক্তদান করলে শরীরের কোন ক্ষতি হয় না ।এমনিতেই রক্ত কণিকা নির্দিষ্ট সময় পর নষ্ট হয়ে যায়। তাই রক্ত দান করুন, রোগীর প্রাণ বাঁচান।

13/06/2023

আগামীকাল ১৪ ই জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সবার রক্তদানের ছবি দেখতে চাই।

13/06/2023

চলেন সকলে মিলে করি রক্তদান🖤🥰

30/05/2023

৩০০ থেকে ৫০০ লোক নিয়ে বিয়ে করতে যান। বাচ্চা হওয়ার সময় এক ব্যাগ রক্ত জোগাড় করতে পারেন না।
কাদের খাওয়ান?

26/05/2023

রক্তের প্রয়োজনে রোগীর সম্পূর্ণ তথ্য দিয়ে গ্রুপে পোস্ট করুন নতুবা পোস্ট এপ্রোভ করা হবেনা।

25/05/2023

প্রিয় রক্তযোদ্ধাদের নিয়ে আয়োজন।

আপনার ১ম বারের রক্ত দেওয়ার অভিজ্ঞতা গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন এর পেইজে শেয়ার করতে পারেন।
অবশ্যই সেটা ভিডিওর মাধ্যমে শেয়ার করতে হবে।
আপনি ভিডিও করে গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন এর পেইজে মেসেজ করে পাঠিয়ে দিন আমরা পোস্ট করে দিবো।

যাঁর ভিডিও সর্বোচ্চ ভিউ হবে এবং সবাই পছন্দ করবে তাদের মধ্যে থেকে সেরা ৫ জনকে বিজয়ী হিসেবে পুরষ্কৃত করা হবে।

প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ (২৫/০৫/২০২৩ ইং) রাত ১০টা এবং শেষ হবে ২০/০৬/২০২৩ইং) রাত ১০টা।
শর্ত: নাম,বয়স, ব্লাড গ্রুপ, ফোন নাম্বার কততম রক্তদান এবং সর্বশেষ কখন ব্লাড দিয়েছেন। তা লিখে দিতে হবে।

23/05/2023

প্রিয় Hridoy এর লাল ভালোবাসা দান।
বৃষ্টি উপেক্ষা করে অনেক রাত পর্যন্ত অপেক্ষা প্রায় ১২:৩০ এ মুমূর্ষু রোগীকে লাল ভালোবাসা দান করেছেন।
তার সাথে ছিলো গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন এর @সাধারণ সম্পাদক জাহিদ হাসান লিখন
এই হলো আমাদের গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবীরা।

16/05/2023

গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন এর ৭নং রামগোপালপুর ইউনিয়নের কমিটি।
অভিনন্দন সবাইকে।

16/05/2023

পৃথিবীর সবোর্চ্চ সেবা করতে চান, তাহলে মুমূর্ষ রোগীকে করুন- রক্তদান”।

16/05/2023

🖤🥰

15/05/2023

নিয়মিত রক্তদান করে অন্যের বিপদে এগিয়ে আসুন। তাহলে আপনার বিপদেও সবাই এগিয়ে আসবে।

14/05/2023

আপনার এক ব্যাগ
রক্তদান,বাঁচাতে সহযোগিতা
করবে মুমূর্ষ রোগীর প্রাণ।

10/05/2023

Thanks Jamuna Television

05/05/2023

আপনি কি গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন এর সাথে যুক্ত হতে চান?
তাহলে আজই আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, রক্তের গ্রুপ গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন এর পেইজে ইনবক্স করুন।
ধন্যবাদ সবাইকে।

05/05/2023

গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন সবসময় রক্তের ব্যবস্থা করে মুমূর্ষু রোগীর পাশে থাকার চেষ্টা করে।
আপনিও চেষ্টা করুন।

Photos from গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন's post 20/04/2023

দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন এর সংবাদ।
অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি দৈনিক যুগান্তরের গৌরীপুর উপজেলা প্রতিনিধি জনাব Raish Uddin Raish ভাইয়ের প্রতি।

Photos from গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন's post 19/04/2023

গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন।

19/04/2023

গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন ডৌহাখলা ইউনিটের সম্মানিত সভাপতি Prattoy Sarkar এর লাল ভালোবাসা দান।

15/03/2023

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়।
ডৌহাখলা উচ্চ বিদ্যালয়।

Videos (show all)

২য় প্রতিষ্ঠাবার্ষিকী।
গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী।
বিশ্ব রক্তদান দিবস  উপলক্ষে ব্লাড ক্যাম্পিং 🥰🖤
🖤🥰
Thanks Jamuna Television
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়। ডৌহাখলা উচ্চ বিদ্যালয়।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় চলছে...
বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা চলছে....
রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা।'ক' শাখায় ১ম-তরিকুল ইসলাম সৌরভ ২য়-রাফিউ ইসলাম রাজ৩য়-মুশফিকুর রহিম মুশফিক 'খ' শাখায় ১ম-সানজ...

Telephone

Website

Address

Gouripur
Mymensingh