Mufti Jonaid Ahmed
Assalamu alaikum "
Dear freand's this is my islamic motivational page.
"আল্লাহুম্মা আজিরনা/নি মিনান্নার 🤲
হে আল্লাহ্! আমি/আমাদের কে জাহান্নাম থেকে রক্ষা করুন।
সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ❤️
🍀 সকাল ও সন্ধ্যার আমলঃ
কিয়ামতের দিন আল্লাহর সন্তুষ্টি বা জান্নাত পাওয়ার-
জন্য সহজ আমল।
🍀রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ “আল্লাহ (তাঁর বান্দাদের সাথে) ওয়াদা করেছেন যে,
যে ব্যক্তি প্রত্যেক দিন সকালে ৩ বার ও সন্ধ্যায় ৩ বার এই দুআ পড়বে, কিয়ামতের দিন আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকবেন"। [হিসনুল মুসলিম, পৃষ্ঠা ১৩৮]
🍀 رَضِيْتُ بِاللهِ رَبـاًّ، وَبِاْلإِسْلاَمِ دِيْنـًا، وَبِمُحَمَّدٍ نَبِيـًّا
🍀উচ্চারণঃ রদ্বীতু বিল্লা-হি রব্বান, ওয়াবিল ইসলা-মি দ্বীনান, ওয়াবি মুহা’ম্মাদিন সাল্লাল্লা-হু আ’লাইহি ওয়া সাল্লামা নাবিয়্যান। (৩ বার)
🍀অর্থঃ আমি আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দ্বীন হিসাবে ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-
কে নবী হিসেবে গ্রহণ করে সন্তুষ্ট”।
(তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম)
আলহামদুলিল্লাহ!
সালাতুল ফজর (ফজরের নামাজ)
নামাজের মধ্যে সব চেয়ে বেশি ফজিলত রয়েছে ফজরের নামাজে।
নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যে ফজরের সময়ের রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনে ‘ফজর’ নামে একটি সূরাও রয়েছে। ঐ সূরার শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ‘শপথ ফজরের। (সূরা: ফজর, আয়াত : ১)
হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। জুনদুব ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, সে আল্লাহর জিম্মায় থাকবে। (মুসলিম, হাদিস : ৬৫৭)
অন্য হাদিসে ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আবু মুসা আশয়ারি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি দুটি শীতল সময়ে নামাজ আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে। ’ (বুখারি ও মুসলিম)
নিম্নে ফজরের নামাজ পড়ার ১০টি পুরস্কার...
১. ফজরের নামাজে দাঁড়ানো, সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান। ‘যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করলো, সে যেন অর্ধেক রাত জেগে নামাজ পড়লো। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, সে যেন পুরো রাত জেগে নামাজ পড়লো। ’ (মুসলিম শরিফ)
২. ‘যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, সে আল্লাহর জিম্মায় থাকবে। ’ (মুসলিম)
৩. ফজরের নামায কেয়ামতের দিন নূর হয়ে দেখা দিবে - ‘যারা রাতের আঁধারে মসজিদের দিকে হেঁটে যায়, তাদেরকে কেয়ামতের দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দাও। ’ (আবু দাউদ)
৪. সরাসরি জান্নাত প্রাপ্তি - ‘যে ব্যক্তি দুই শীতল (নামাজ) পড়বে, জান্নাতে প্রবেশ করবে। আর দুই শীতল (নামাজ) হলো ফজর ও আসর। ’ (বুখারী)
৫. রিজিকে বরকত আসবে - আল্লামা ইবনুল কাইয়িম (রহ.) বলেছেন, সকাল বেলার ঘুম ঘরে রিজিক আসতে বাঁধা দেয়। কেননা তখন রিজিক বন্টন করা হয়।
৬. ফজরের নামাজ পড়লে, দুনিয়া আখেরাতের সেরা বস্তু অর্জিত হয়ে যাবে - ‘ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে, সবকিছুর চেয়ে শ্রেষ্ঠ। ’ (তিরিমিযি)
৭. সরাসরি মহান রাব্বুল আলামীন আল্লাহর দরবারে নিজের নাম আলোচিত হবে - ‘তোমাদের কাছে পালাক্রমে দিনে ও রাতে ফেরেশতারা আসে। তারা আসর ও ফজরের সময় একত্রিত হয়। যারা রাতের কর্তব্যে ছিল তারা ওপরে উঠে যায়। আল্লাহ তো সব জানেন, তবুও ফিরিশতাদেরকে প্রশ্ন করেন, আমার বান্দাদেরকে কেমন রেখে এলে? ফেরেশতারা বলে, আমরা তাদেরকে নামাজরত রেখে এসেছি। যখন গিয়েছিলাম, তখনো তারা নামাজরত ছিল। ’ (বুখারি)
৮. ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করলে, পুরো দিনের কার্যক্রমের একটা বরকতম সূচনা হবে। প্রিয়নবী (সা.) বলেছেন- ‘হে আল্লাহ! আমার উম্মতের জন্যে, তার সকাল বেলায় বরকত দান করুন। ’ (তিরমিযী)
আল্লাহ তাআলা আমাকে সহ বিশ্ববাসী সকল মুসলিম কে ইহার উপর আমল করার তৌফিক দান করুন।
(ছুম্মা আমিন)
দিনভর মানুষ এমন কিছু সংবাদ তালাশ করে যাহা তার কোন প্রয়োজনই নেই, তবুও সে খোঁজতে থাকে।
আর যখন সে কাঙ্ক্ষিত খবর পেয়ে যায়, তখন তা যাচাই-বাচাই ছাড়াই প্রচার শুরু করে।
রাসুল সাঃ বলেন, যাহা শুনে তাহাই বলিতে থাকা,
এমন ব্যক্তি মিথ্যাবাদি হওয়ার জন্য ইহাই যথেষ্ট।
(আল- হাদিস)
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার
আপনার মত হক্ব কথা আমি বলতে পারিনা হুজুর!
উঠতে বসতে চলতে ফিরতে করছি যে ভয় জুজুর!
কথাঃ কবি আবিদ আযম
সুরঃ জুনাইদ আহম্মেদ
muje kufa walo musafir na samjo কারবালার ইসলামিকনসংগীত 2022
বর্তমান মোবাইল ফোনের ওজন হালকা হলেও এর দ্বারা অর্জিত কিছু গোনাহ্ তার চেয়ে হাজার গুন ভারী! হাম গুনাহগার তো মেরা গফ্ফার হাই।
আলোর পথ খোঁজে পেতে অন্ধকারের বহু পথ একাকী অতিক্রম করতে হবে। সামনে আসবে শত বাধা সে বাধাকে পজিটিভ ভেবে চলতে থাকার নামই সফলতা।
সফলতা আসবেই ইনশাআল্লাহ।
কোন প্রকার বাহাস করে কাউকে ছোট করার চেয়ে-
আমাদের কওমি উলামা মুরব্বিদের উচিত, পরস্পর আন্তরিকতা বজায় রেখে সঠিক সিদ্ধান্ততে আসা।
যায় দিন ভালো আসে দিন খারাপ,
এ কথার সাথে আমি এক মত নই,
বরং যাচ্ছে দিন ভালো আসবে দিনও ভালো,
তবে ভালো-মন্দ সেটা পরিপূর্ণ আপনার অনুভব ও চিন্তা চেতনার উপর নির্ভর করবে।
আসসালামু আলাইকুম "
সকলে কেমন আছেন আশাকরি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
Mujhe Kufa walo Musafir Na Samjho |
M***i Jonaid Ahmed | Karbalar Gojol
Assalamulaikum "
বিশ্ব নবীকে নিয়ে চমৎকার নতুন উর্দূ গজল,
Nate Tazedare Madina .
***iJonaidAhmed
আলহামদুলিল্লাহ "
ফজরের সালাতের পর আজকের সকালটা খুবই আনন্দপূর্ণ লাগছে।
#আমারনবী_আপনারনবী
"সরকারে দু'আলম নবী, সায়্যিদুল কাউনানাইন নবী, দু'জাহানের সরদার নবী,
রাহমাতুলল্লিল আলামিন নবী, দু'জাহানের কান্ডারী নবী, সমস্ত নবীদেরও নবী, সমস্ত আম্বীয়াদের সরদার নবী, আহমদে মোস্তফা নবী, হযরত মোহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) এর অপমান সইতে পারবনা। যদি জীবন দিতে হয় জীবন দিবো তবুও নবীর ইজ্জত রক্ষা করবো ইনশাআল্লাহ।
Assalamu Alaikum,
sokole kemon Achen..?
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Mymensingh
2416
Mymensingh
Mymensingh, MUKTAGACHHA
Hi, I am Naim, I have a YouTube channel, I am a blogger in my page, so all my friends support me,
Mymensigh , Dhaka
Mymensingh
Creativity is your best makeup skill, don’t be afraid to experiment.. Stay connected to youtube channel : LAMIA BINTE
Mymensingh
Mymensingh
❣-༊'ভালোবাসা༊'তাকেই༊দেও'!༊࿐'💙🌺! -༊🌻😻༊┅ღ'যার༊চারপাশে এতো༊ সুন্দর ༊মানুষ ༊থাকা সত্ত্বেও ༊তার ༊চোখ
Gafargaon
Mymensingh, 2233
This page is dedicated to all categori video.specially we make sad and amazing videos
Naha Road
Mymensingh, 2200
Best wishes for everyone. keep your environment clean.