আজও এই শ্রাবণ ও নিশি কাটে ক্যামনে
এখনো সে রাধারানি বাশির সুরে পাগলিনী
আমি রাধার মত কলঙ্ক যে চাই
বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা
কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধে রাধে বল
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
অলিরও কথা শুনে বকুলও হাসে
আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে
যদি বারেবারে এক সুরে প্রেম তোমায় কাদায়
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে
ভক্তিগীতি: শ্যাম তোমার বংশি বাজে ধীরে ধীরে