জিজ্ঞাসা সিরিজ - Jiggasa Seris
আপনার সুন্দর আগামীর প্রত্যাশায়
জিজ্ঞাসা সিরিজ - Jiggasa Seris
পদার্থ বিজ্ঞান বেসিক জিজ্ঞাসা
রসায়ন বেসিক জিজ্ঞাসা জুন ২০২৪ সংস্করণ বাজারে আসিতেছে...
আলহামদুলিল্লাহ
১৮তম নিবন্ধন ভাইভা এবং সকল চাকরির ভাইভার জন্য নিজ সাবজেক্ট সম্পর্কে বেসিক জানুন। না হলে এই সোনার হরিণ হাত ছাড়া হয়ে যেতেই পারে।
১. ইতিহাস জিজ্ঞাসা
২. ইসলামের ইতিহাস জিজ্ঞাসা
৩. সমাজকর্ম জিজ্ঞাসা
৪. সমাজ বিজ্ঞান জিজ্ঞাসা
৫. রাষ্ট্র বিজ্ঞান জিজ্ঞাসা
৬. দর্শন জিজ্ঞাসা
৭. অর্থনীতি জিজ্ঞাসা
৮. ভূগোল জিজ্ঞাসা
৯. উদ্ভিদ বিজ্ঞান জিজ্ঞাসা
১০. প্রাণিবিজ্ঞান জিজ্ঞাসা
১১. পদার্থ বিজ্ঞান জিজ্ঞাসা
১২. রসায়ন জিজ্ঞাসা
১৩. হিসাব বিজ্ঞান জিজ্ঞাসা
১৪. ব্যবস্থাপনা জিজ্ঞাসা
১৫. মার্কেটিং জিজ্ঞাসা
জুন ২০২৪ নতুন সংস্করণ আসতেছে।
ফোন -01515208474
জিজ্ঞাসা সিরিজের সাবজেক্টিভ বই গুলো পুনরায় নতুন সংস্করণ জুন ২০২৪ বাজারে আসতেছে...
আসছে,,,,,,,
সারা বাংলাদেশে একযোগে পাওয়া যাবে। নিকটবর্তী লাইব্রেরিতে চোখ রাখুন।
ভাইভার জন্য আপনাদের প্রিয় জিজ্ঞাসা সিরিজের বই গুলো এখন আরো উন্নত আরো মানসম্মত।
ভাইভার জন্য দ্রুত সংগ্রহ করুন।
ফোন -01515208474
জিজ্ঞাসা সিরিজের সাবজেক্টিভ বইগুলো আমাদের কাছ থেকে অনলাইনে নিতে পারবেন।
ক্যাশ অন ডেলিভারি নিতে চাইলে যেকোন দুটি বই অডার করতে হবে।
একটি বই নিতে চাইলে আগে বিকাশে টাকা পাঠিয়ে Address দিতে হবে।
বিকাশ-01703407836
ভাইভা প্রার্থীরা মনে রাখবেন আপনি BCS ভাইভা দেন/এসআই ভাইভা দেন/ নিবন্ধন ভাইভা দেন/ এবং অন্য যে কোন চাকুরীর ভাইভা দেন। ভাইভা বোর্ড আপনাকে কোন সাবজেক্টে আপনি অনার্স মাস্টার্স করেছেন তা জিজ্ঞেস করবেই।
সুতরাং অনার্স ১ম বর্ষ থেকে মাষ্টার্স পর্যন্ত সবগুলো বইয়ের এক সাথে রিভিউ পেতে জিজ্ঞাসা সিরিজের বই ছাড়া কোন বিকল্প নেই। মনে রাখবেন আপনার সাবজেক্ট এর উপর ৩০/৩৫ টি বইয়ের ( যা আপনি অনার্স মাষ্টার্সে পড়ে আসছেন) খুঁটিনাটি আলোচনা পাবেন ইনশাআল্লাহ। বইটি পড়লে আপনার ভাইভা বোর্ডে নিজ সাবজেক্ট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে থাকবেন এবং কোন ভয় কাজ করবে না। এমনও হতে পারে ভাইভা বোর্ড আপনাকে নিজ সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন করেই ভাইভা শেষ করতে পারে। নিজ সাবজেক্ট সম্পর্কে যার দুর্বলতা রয়েছে তার Confidence লেভেল খুব কম থাকে। তাই নিজ সাবজেক্ট সম্পর্কে জানুন ভাইভা ভালো করুন।
আপনার সাবজেক্টিভ জিজ্ঞাসা বইটির সূচিপত্র ও ভিতরের পেইজ ইত্যাদি দেখতে আমাদের এই পেইজ ভিজিট করুন ইনশাআল্লাহ পূর্নাঙ্গ রিভিউ পেয়ে যাবেন।
জিজ্ঞাসা সিরিজের বই গুলো আপনার নিকটস্থ অভিজাত লাইব্রেরী গুলো থেকে সংগ্রহ করুন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেতে রকমারি ডট কম অথবা নীলক্ষেত মামুন বুকস ও সোহেল লাইব্রেরি থেকে অর্ডার করুন। এছাড়া যে কোন প্রয়োজনে আমাদের পেইজে ইনবক্স করুন অথবা ফোন করুন 01703-407836 নাম্বারে।
এরকম ভাবে ভাইভা হলে ছাত্ররা অনার্স মাস্টার্সের সময়টা অবহেলায় নস্ট করতো না।
অপরাধ অনেক টা কমে আসতো।
ভাইভার জন্য সাবজেক্টিভ বইগুলো আজই সংগ্রহ করুন
প্রতিটি Student এর এই ভাইটির মতো একটা বেসিক বই দরকার
অনার্স প্রথম বর্ষ থেকেই যে Student মন থেকে চাকুরী চাই তার অবশ্যই একটি বেসিক বই হাতে রাখা উচিত।
কে এই "ভিকারুন নেসা নুন" ?
"ভিকারুণ নিসা নুন স্কুল এন্ড কলেজ"
চিনিনা এমন কেউ নেই, কিন্তু এই "ভিকারুণ নিসা নুন" কে ছিলেন? কেমন ছিলেন? তা অনেকেই জানিনা। "ভিকারুণ নিসা নুন" ছিলেন ফিরোজ খান নুনের স্ত্রী।
"ফিরোজ খান নুন" ছিলেন ১৯৫৭-৫৮ এর সময় পাকিস্তানের সপ্তম প্রধানমন্ত্রী। এর আগে তিনি ১৯৫০ থেকে ১৯৫৩ বছর পর্যন্ত পূর্ব বাংলার গভর্নর ছিলেন। তারপর পরের তিন বছর (১৯৫৩-১৯৫৬) পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন। ফিরোজ খান নুন বিয়ে করেন ভিক্টোরিয়াকে (ভিকারুণ নিসার পূর্ব নাম)। জন্মগত দিক দিয়ে ভিক্টোরিয়া অস্ট্রিয়ান ছিলেন। বিয়ের পর ভিক্টোরিয়া ইসলাম ধর্ম গ্রহণ করে 'ভিকার-উন-নিসা' (ایک مسجد ہے) নাম পরিবর্তন করেন।
ফিরোজ খানের এর রাজনৈতিক জীবনেরও সক্রিয় সঙ্গী ছিলেন ভিকারুণ নিসা। ফিরোজ খানের সাথে পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিয়েছিলেন। ইন্ডিয়ার ভাইসরয়ের মন্ত্রীপরিষদ থেকে পদত্যাগ করে স্ত্রীকে নিয়ে লাহোর চলে আসেন ফিরোজ খান নুন। তারপর ফিরোজ খানের পাশাপাশি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন ভিকারুণ নিসা। পাঞ্জাবে যখন Civil Disobedience Movement চলছিল, সে সময় লেডি নুন তিনবার গ্রেফতার হওয়ার পরেও দমে যাননি। ব্রিটিশ সমর্থিত খিজরের মন্ত্রীসভার বিরুদ্ধে পুণরায় আন্দোলনকে সংগঠিত করতে সহযোগিতা করেন।
স্বামীর মৃত্যুর পরেও ভিকারুণ নিসা বিভিন্ন সামাজিক সেবা মূলক কাজে জড়িত থাকেন। পূর্ব বাংলার মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন। এই দেশ থেকে যেন মেয়েরা অক্সফোর্ড, ক্যাম্ব্রিজ এর মতো উচ্চশিক্ষা অর্জনের জন্য যেতে পারে, সেজন্য চেষ্টা করে যান ভিকারুণ নিসা নুন।
সেই ছোট পরিসরের ভিকারুণ নিসা নুন স্কুল এন্ড কলেজ আজ দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ। প্রত্যেকটা মহৎ কাজের পেছনে কারা ছিলেন সেসব জানার জন্যে আমাদের ইতিহাস পাঠ খুবই জরুরি। (ছবিতে ভিকারুণ নিসা নুন)
নিবন্ধন ভাইভা নিয়ে গুরুত্বপূর্ণ Live
ইনশাআল্লাহ আজ রাত 8.30 মিনিটে লাইভে আসছি আলোচনা হবে নিবন্ধন ভাইভা নিয়ে।
বেশি বেশি প্রশ্ন করুন confidence বাড়ান।
প্রতিটি student এর উচিত নিজ সাবজেক্টের একটি বেসিক বই হাতে রাখা।
ভাইভার জন্য নিজ সাবজেক্ট কেন পড়বেন। বিস্তারিত দেখুন।
ভাইভা নিয়ে গুরুত্বপূর্ণ Live হবে আর একটু পর
ঠিক ৭:৩০ মিনিটে।
ভাইভা প্রার্থীরা মনে রাখবেন আপনি BCS ভাইভা দেন/এসআই ভাইভা দেন/ নিবন্ধন ভাইভা দেন/ এবং অন্য যে কোন চাকুরীর ভাইভা দেন। ভাইভা বোর্ড আপনাকে কোন সাবজেক্টে আপনি অনার্স মাস্টার্স করেছেন তা জিজ্ঞেস করবেই।
সুতরাং অনার্স ১ম বর্ষ থেকে মাষ্টার্স পর্যন্ত সবগুলো বইয়ের এক সাথে রিভিউ পেতে জিজ্ঞাসা সিরিজের বই ছাড়া কোন বিকল্প নেই। মনে রাখবেন আপনার সাবজেক্ট এর উপর ৩০/৩৫ টি বইয়ের ( যা আপনি অনার্স মাষ্টার্সে পড়ে আসছেন) খুঁটিনাটি আলোচনা পাবেন ইনশাআল্লাহ। বইটি পড়লে আপনার ভাইভা বোর্ডে নিজ সাবজেক্ট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে থাকবেন এবং কোন ভয় কাজ করবে না। এমনও হতে পারে ভাইভা বোর্ড আপনাকে নিজ সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন করেই ভাইভা শেষ করতে পারে। নিজ সাবজেক্ট সম্পর্কে যার দুর্বলতা রয়েছে তার Confidence লেভেল খুব কম থাকে। তাই নিজ সাবজেক্ট সম্পর্কে জানুন ভাইভা ভালো করুন।
আপনার সাবজেক্টিভ জিজ্ঞাসা বইটির সূচিপত্র ও ভিতরের পেইজ ইত্যাদি দেখতে আমাদের এই পেইজ ভিজিট করুন ইনশাআল্লাহ পূর্নাঙ্গ রিভিউ পেয়ে যাবেন।
জিজ্ঞাসা সিরিজের বই গুলো আপনার নিকটস্থ অভিজাত লাইব্রেরী গুলো থেকে সংগ্রহ করুন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেতে রকমারি ডট কম অথবা নীলক্ষেত মামুন বুকস ও সোহেল লাইব্রেরি থেকে অর্ডার করুন। এছাড়া যে কোন প্রয়োজনে আমাদের পেইজে ইনবক্স করুন অথবা ফোন করুন 01703-407836 নাম্বারে।
খুব দ্রুত আসছে,,,,,
বাংলা জিজ্ঞাসা
রসায়ন জিজ্ঞাসা
পদার্থ জিজ্ঞাসা
গণিত জিজ্ঞাসা
ফিন্যান্স জিজ্ঞাসা
নিবন্ধন ভাইভার জন্য সাবজেক্টিভ বইটি
বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ভাইভা প্রার্থীরা সংগ্রহ করে চলছে নিবন্ধন ভাইভার জন্য সাবজেক্টিভ জিজ্ঞাসা বই গুলো।
আপনাদের জন্য শুভকামনা রইল।
যে কোন ভাইভার জন্য পড়ুন আপনার সাবজেক্টিভ বইটি
নিবন্ধন ভাইভার জন্য কি ভাবে পড়বেন
এদিক ওদিক তো অনেক টাকায় খরচ করতেছেন।
নিবন্ধন ভাইভা বোর্ডে যাওয়ার
আগে সাবজেক্টিভ একটি বেসিক জিজ্ঞাসা বই হাতে রাখুন।
নিবন্ধন ভাইভার জন্য আপনি আপনার সাবজেক্টিভ বইটি আজই সংগ্রহ করুন।
আপনি কোন সাবজেক্টের উপর নিবন্ধন ভাইভা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন?
একটা নতুন ড্রেস পরে ভাইভাতে চলে যাবো এই দিন শেষ
নিবন্ধন ভাইভা মানেই আপনার সাবজেক্টিভ প্রশ্ন করবে।
তাই নিজের সাবজেক্ট সম্পর্কে বেসিক ধারণা নিন
নিবন্ধন ভাইভা শুরু হবে সেপ্টেম্বর থেকে চলবে জানুয়ারি পর্যন্ত
নিবন্ধনে উত্তীর্ণ সকলকে অভিনন্দন। ফাইনাল হাসিটা আপনিই হাসবেন। এটাই হোক আপনার অঙ্গীকার।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
2200
Boundary Road , House No 48
Mymensingh, 2200
সাপোর্ট করলে সাপোর্ট পাবেন _/আপনারা সাপোর্ট করলে ইনশাআল্লাহ অনেক ধুর পযন্ত যেতে পারবো√
Mymensingh
Mymensingh, 2240
A 10minite lifestory is one of the best ways to share what happened to you with others, it can be a story of losing / winning / crying / laughing, I am telling this story because w...
Shikarikanda Vativarera
Mymensingh, 2200
my page your page full entertaining videos thanks for visit