Home Design Consultant Service
সকল প্রকার বিল্ডিং ডিজাইন ও বিল্ডিং এর হিসাব করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
সিঁড়ির রডের হিসাব
#> স্ট্রেইট বার - 10mm @4" C/C
= 3'-6" ÷ 0.33 = 11+1 = 12 Nos
= 12 Nos X 17'-0" = 204 rft x 0.18 kg
= 36.72 kg X 2 = 73.44 kg
#> বাইন্ডার - 10mm @6" C/C
= 17'-0" ÷ .5 = 34 Nos
= 34 Nos X 3'-6" = 119 rft X 0.18 kg
= 21.42 kg X 2 = 42.84 kg
#>এক্সট্রা টপ - 10mm @4" C/C *
= (4'-0"+2-3") ÷ .33 = 19 + 1 = 20 Nos
= 20 nos X 3'-6" = 70 rft X.18 kg
= 12.6 kg X 2 = 25.2 kg
#> এক্সট্রা বটম - 10mm @4" C/C
= 3'-6" ÷ .33 = 11 +1 = 12 nos
= 12 nos X 6-3"= 75 rft X.18 kg
= 13.5 kg x 2 = 27 kg
#> এক্সট্রা বটম বাইন্ডার - 10mm @6" C/C
= 12.10.12.3") ÷ 5 = 13 + 1 = 14 Nos × 3.6 = 49.rff
= 49 rft x .18 kg = 8.64 kg
#> ল্যান্ডিং,
L=7'-6"
B = 3-10"
#> লং ডিরেকশন - 7'-6" 10mm @4" C/C
= 3-10" ÷ .33 = 12+1= 13 nos X 7'-6" = 97.5 rft
= 97.5 ft X.18 kg = 17.55 kg
#> শর্ট ডিরেকশন - 3'-10" 10mm @6" C/C
= 7'-6" ÷.5 = 15+1=16 nos X 3'-10" = 61.28 rft
= 61.28 rft X.18 kg = 11.03 kg
অতএব, একটি সিঁড়িতে মোট রড দরকার = 213.98 kg
নিয়মিত এইরকম পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন
#শাটারিং_এর_পরিমাণ_নির্নয়_করুন_সহজেই।
শাটারিং কি-শাটারিং হচ্ছে একটা বিল্ডিং এর বিভিন্ন অংশ কন্সট্রাকশন করার জন্যে নির্মিত অস্থায়ী স্ট্রাকচার।যখন কনক্রিট পরিমিত স্ট্রেন্থ পায় তখন শাটারিং খুলে ফেলা হয় ।শাটারিং করার জন্য নিম্নোক্ত ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হয়।
Plywood (শাটারিং প্লেট হিসেবে )
Nails
wooden battens,
beam bottom plates,
shuttering oil etc.
#শাটারিং এর পরিমান নির্নয়
----------------------------------------
একটি স্ল্যাব এর জন্যে শাটারিং এর পরিমান নির্নয়
শাটারিং এর ধরন – কাঠের শাটারিং
ধরি,
স্ল্যাবের লেন্থ = 50 feet.
স্ল্যাবের প্রস্থ = 30 feet.
টোটাল এরিয়া = Length x Width
= 50 feet x 30 feet.
= 1500 sft.
শাটারিং দরকার
-----------------------------------
১। Plywood:
প্লাই-উডের সাধারন সাইজ= 8’x4′ ও থিকনেস= 12 mm.
প্লাই-উড দরকার = এরিয়া x 0.02 (Thumb rule)
= 1500 x 0.02 = 30 no’s
২.কাঠের কাঠামো
কাঠের কাঠামো সাইজ= 3″x3″
কাঠের কাঠামো দরকার = Covered area x Thumb rule = 1500 x 0.04 = 600 rft
৩. Nails ( তার-কাটা/পেরেক )
তার-কাটা/পেরেক দরকার= এরিয়া x 0.02 = 1500 x 0.02 = 30 kg.
৪। বিম এর নিচের কাঠামো
বিম এর নিচের কাঠামোর থিকনেস= 1.5″
বিম এর নিচের কাঠামোর দরকার= এরিয়াx 0.24 = 1500 x 0.24 = 360 rft.
৫. কাঠের গুড়ি বা বাশ
বিম এর জন্য কাঠের গুড়ি বা বাশ দরকার = বিম এর নিচের কাঠামো এরিয়া x 0.5
= 360 x 0.5 = 180 no’s
ছাদ এর জন্য কাঠের গুড়ি বা বাশ দরকার = ছাদ এর নিচের কাঠামো এরিয়া x 0.16
= 1500 x 0.16 =240 no’s
৬. ক্ল্যাম্প :
ক্ল্যাম্প দরকার = এরিয়া x 0.08
=1500 x 0.08 = 120 no’s
৭। তেল
শাটারিং এর তেল = এরিয়া x 0.006 = 1500 x 0.006 = 9 liters
গ্রেড বিম এর কাজ নিয়ে বিস্তারিত ঃ
ফুটিং এবং শর্ট কলাম এর কাজ শেষ হওয়ার পর গ্রেড বীমের কাজ শুর হয়। গ্রেড বিম এর কাজের ক্ষেত্রে কিছু ধাপ ও সতর্কতা মেনে কাজ করতে হয়।
#কাজের_বিবরণঃ
১। প্রথমে ফুটিং এবং শর্ট কলামের মধ্যবর্তী ফাকা জায়গা বালি দিয়ে ফিলাপ করতে হবে এবং ভালো ভাবে কম্প্যাক্ট করুতে হবে ।
২। এবার শর্ট কলামের ঢালাইকৃত টপ থেকে ৩ ফিট পর্যন্ত কলামের রিং লাগাতে হবে।
(কেননা আগে আপনি কলামের রিং না বাধলে গ্রেড বীমের রড বাধার পর আর আপনি গ্রেড বীমের গভীরতার গ্যাপে রিং বাধতে পারবেন না)
৩। এবার গ্রেড বীমের লাইন বরাবর স্যান্ড ফিলিং করে উত্তম ভাবে ব্রিক ফ্ল্যাট সোলিং করুন এবং সিমেন্ট বালির মশলা দিয়ে ইটের জয়েন্ট বন্ধ করে দিন। (সোলিং অবশ্যই ওয়াটার লেভেল মেইনটেইন করে করুন)।
৪। এবার ড্রয়িং অনুযায়ী রড বাধতে হবে এবং পরবর্তীতে ঢালাই এর আগে চেক করতে হবে।
৫। মেইন রডের প্রান্তে অবশ্যই মাটাম ব্যাবহার করুন। এক্সট্রা টপে মাটাম দিতে পারলে ভাল না দিলেও খুব একটা সমস্যা নেই।
৬। গ্রেড বীমের টপ লেয়ারের রডে 30D অনুসরন করে ল্যাপিং দিন। টপ লেয়ারের ল্যাপিং L/4 এর মধ্যে যেন না আসে। টপ লেয়ারের ল্যাপিং মাঝে ফেলার চেষ্টা করবেন।
৭। গ্রেড বীমের বটম লেয়ারের লেপিং 40D অনুসারে দিন। বটম লেয়ারে ল্যাপিং L/4 এর মধ্যে রাখেন এবং বটম লেয়ারের ল্যাপিং মাঝে রাখবেন না।
৮। এবার গ্রেড বীমে স্টিরাপ সঠিক দূর পর পর সোজাভাবে বাঁধুন। স্টিরাপের হুক দেওয়া মাথা গ্রেড বীমের উপরের লেয়ারে রাখুন এবং হুক অল্টারনেট করে বাঁধুন।
৯। এবার সাটারিং শুরু করুন।
১০। কাঠের সাটার ব্যাবহার করলে সাটারে পাতলা পলিথিন লাগান এতে ঢালাই ভাল হবে।তবে স্টিল সাটারিং করতে পারলে সবচেয়ে ভালো। সাটারিং এর পর লিকেজ ভালো ভাবে চেক করতে হবে।
১১। সুন্দর করে সাটারিং করার পর ২ থেকে ২.৫ ফিট পর পর বাটাম দিয়ে মুখ টানা দিতে হবে। এবং ২" * ২" ডাসা দিয়ে সাটার ভালভাবে ঠেলা দিতে হবে ভাইব্রেটিং করলে সাটার ফেটে গিয়ে ঢালাই না বের হয়ে যায়।
১২। সাটার গ্রেড বীমের গভীরতা থেকে অবস্যই ২" বেশি করবেন যাতে ঢালাইয়ের সুবিধা হয়।
১৩। গ্রেড বীমে ২.৫" সিসি ব্লক ব্যাবহার করুন।
১৪। এবার গ্রেড বীম পরিষ্কার করে ঢালাই শুরু করুন।
১৫। গ্রেড বীমের ঢালাইয়ে জয়েন্ট দিতে চাইলে অবশ্যই কলাম থেকে L/4 এর মধ্যে যেন না পড়ে, অথবা কলাম থেকে সামান্য দূরে জয়েন্ট রাখবেন। জয়েন্ট কখনো বীমের মাঝে রাখবেন না।
১৬। ঢালাই সঠিক রেশিও তে করুন।
১৭। ঢালাইয়ের আগে সোলিং ভালভাবে পানি দিয়ে ভিজিয়ে নিন যাতে ইট ঢালাই থেকে কোন পানি শোষণ করতে না পারে।
১৮। ঢালাই শেষ হবার ২৪ ঘন্টা পর গ্রেড বীমের উপর পানি দিয়ে কিউরিং করুন এবং ৪৮ ঘন্টা পর গ্রেড বীমের সাইড সাটার খুলে চট পেঁচিয়ে ১৪ দিন কিউরিং করুন।
বিভিন্ন সিভিল ইঞ্জিনিয়ারিং তথ্য পেতে পেজ এ লাইক দিয়ে সাথে থাকুন
মাঠে সিভিল ইঞ্জিনিয়ারিং সামগ্রী পরীক্ষার নিয়মাবলী
----------------------------------------------------------
১.পাথর পরীক্ষাঃ
---------------------------
- ৩/৪” ডাউন সাইজ ঠিক আছে কিনা
- ওয়েল গ্রেডেড পরীক্ষা করতে হবে ( অর্থাৎ ৬০% হবে ৩/৪” , ৩০% হবে ১/২” এবং পাই ১০% )
- বোল্ডার হইতে পাথর ভাংগা কিনা
- সিঙ্গেল থাকবে না বা সিঙ্গেল হইতে ভাংগা হবে না
- কাদা মুক্ত পাথর হতে হবে
- মরা পাথর থাকবে না ( অপেক্ষাকৃত কম হাল্কা পাথর মরা পাথর বলে )
- এক ঘনফুট পাথরের ওজন ১৬০ থেকে ১৭০ পাউন্ড হতে হবে ।
২৷ বালি পরীক্ষা
--------------------------------
- শুকনা বালি এক হাতের তালুতে রেখে অন্য হাতের বৃদ্ধা আঙ্গুল কয়েক বার ঘসে হাতের বালি ফেলে দেই। যদি হাতের তালুতে বালি লেগে থাকে তাহলে বালিতে মাটির উপস্থিতি বুঝা যায়।
- কাচের গ্লাসে এক ভাগ বালি ও তিন ভাগ মিশালে ৩০ সেকেন্ডের মধ্যে সব বালি নিচে পরে যায় এবং উপরে স্বচ্ছ পানি থাকে তাহলে বালি ভালো।
- বালির স্তুপের উপরে পানি স্প্রে করলে কাদা বা জৈব পদার্থের উপস্থিতি বুঝা যায় ।
- প্রথমে ৩% সোডিয়াম হাইড্রো অক্সাইড (৩ গ্রাম সোডিয়াম হাইড্রো অক্সাইড কচের গ্লাসে রেখে পানি দিতে দিতে ১০০ মিলি দাগ পর্যন্ত ) এর সলিউশন ও বালি উত্তমরুপে মিশিয়ে ২৪ ঘণ্টা রেখে দিতে হবে । যদি পানির রঙ গাড় হলুদ বর্ণ হয় তবে বালিতে জৈব পদার্থের উপস্থিতি আছে বুজতে হবে ।
৩.সিমেন্ট পরীক্ষাঃ
--------------------------------
- এক মুঠো সিমেন্ট দিয়ে যদি পিন্ড করানো যায় তবে সিমেন্ট ভাল।
- সিমেন্ট ব্যাগে যদি দুই আঙ্গুল ঢুকালে ঠাণ্ডা অনুভব হয় তাহলে সিমেন্ট ভাল।
- এক গ্লাস পানিতে এক মুঠো সিমেন্ট ছেড়ে দেই যদি ডুবে যায় তাহলে সিমেন্ট ভাল ।
- এক মুষ্টি সিমেন্ট পানির মধ্যে ধরি , যদি কিছুখন পর গরম অনুভুতি হয় তাহলে সিমেন্ট ভাল।
৪.ইট পরীক্ষাঃ
----------------------------------------------
- ভাল ইট ৯-১/২” × ৪-১/২” × ২-৩/৪” আদর্শ সাইজের হবে, (Edge) গুলো তীক্ষ্ণ হবে এবং সমস্ত হবে ।
- দুইটি ইট পরস্পর আঘাত করলে মেটালিক সাউন্ড হবে।
- দুইটি ইটের সাহায্যে টি ( T ) গঠন করে ৫ ফুট উপর হতে সমতল ও শক্ত ভুমির উপর ফেলে দিলে যদি না ভাঙ্গে তবে ইট ভাল। একটি ইট পানিতে ভিজালে উহা তার নিজস্থ ওজনের হায়েস্ট ১৫%-২০% পানি শোষণ করবে , ইটের ন্যূনতম ওজন ৫-৬ পাউন্ড হবে ।
বীমঃ
* বীম কাকে বলে? কত প্রকার ও কী কী?
উ: বীম এক প্রকার আনুভূমিক কাঠামো, যা এক বা একাধিক খুটি,কলাম,পিলার,দেওয়াল ইত্যাদি উপর অবস্থান করে এবং এর আরোপিত লোডকে সাপোর্ট এ স্থানান্তরিত করে।
বীম ৫ প্রকার।যথা-
i)সাধারণভাবে স্থাপিত বীম
ii)ক্যান্টিলিভার বীম
iii)ঝুলন্ত বীম
iv)আবদ্ধ বীম
v)ধারাবাহিক বীম
#সাধারণভাবে_স্থাপিত_বীম(Simply Supported beam):যে সকল বীমের উভয় প্রান্ত মুক্ত অবস্থায় সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে তাকে সাধারণভাবে স্থাপিত বীম(Simply Supported beam)বলে।
#ক্যান্টিলিভার_বীম(Cantilever beam):যে সকল বীমের একপ্রান্ত দৃঢ় ভাবে আবদ্ধ এবং অন্য প্রান্ত মুক্ত অবস্থায় থেকে লোড বহন করে তাকে ক্যান্টিলিভার বীম(Cantilever beam)বলে।
#ঝুলন্ত_বীম(Over hanging beam):যে সকল বীমের এক প্রান্ত বা উভয় প্রান্তই সাপোর্টের বাহিরে বাড়ানো অবস্থায় লোড বহন করে।তাকে ঝুলন্ত বীম(Over hanging beam)বলে।
#আবদ্ধ_বীম(Fixed beam):যে সকল বীমের উভয় প্রান্তই সাপোর্টের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অবস্থায় লোড বহন করে তাকে আবদ্ধ বীম(Fixed beam)বলে।
#ধারাবাহিক_বীম(Continuous beam):যেসকল বীম একাধিক সাপোর্টের উপর অবস্থান করে এর উপর আরোপিত লোড বহন করে থাকে ধারাবাহিক বীম(Continuous beam)বলে।
২.বীমে কী কী ধরননের লোড কাজ করে?
উ: ৩ ধরনের লোড কাজ করে।যথা-
i)কেন্দ্রিভূত লোড
ii)সমভাবে বিস্তৃত লোড
iii)অসমভাবে বিস্তৃত লোড
৩.বীমের উপর কী কী লোড ক্রিয়া করে?
উ: বীমের উপর ৩ ধরনের লোড ক্রিয়া করে।যথা-
i)নিশ্চল ভর
ii)সচল ভর
iii)পারিপার্শ্বিক ভর
৪.বীম কি ধরনের ফোর্স ফেল করে?
উ: টেনশন ফোর্স।
৫. বীমে স্টিরাপ কেন ব্যবহার করা হয়?
উত্তর: শিয়ার ফোর্স প্রতিরোধে এবং ডায়াগোনাল টেনশনকে চেক দেওয়ার জন্য ।
৬.বীমের চাপ এলাকা (Compression zone) ও টান এলাকা (Tension zone)কাকে বলে?
উ: বীমের নিরপেক্ষ অক্ষ থেকে সর্ব উপরি তল পর্যন্ত এলাকা কে চাপ এলাকা বা Compression zone বলে।
নিরপেক্ষ অক্ষ থেকে সর্বনিম্ন তল পর্যন্ত এলাকাকে টান এলাকা বা Tension zone বলে।
৭.স্টিরাপ প্রয়োগ করেও কখন বীমে ব্যর্থ রোধ করা যায় না?
উ:কোন R.C.C বীমে সৃষ্ট শিয়ার পীড়নের মান কংক্রিট ও স্টীলের অনুমোদনযোগ্য শিয়ার পীড়নের মানের চেয়ে বেশি হলে।
৮.লোডের কারনে R.C.C বীম কিভাবে ব্যর্থ হতে পারে?
উ:৩ ভাবে ব্যর্থ হতে পারে।যথা-
i)প্রসারণ স্টীলে ব্যর্থ
ii)সংকোচন কংক্রিটে ব্যর্থ
iii)প্রসারন স্টিল ও সংকোচন কংক্রিট একই সাথে ব্যর্থ
৯.ক্যান্টিলিভার বীমের প্রধান রড কোথায় ব্যবহার করা হয়?
উ: মোমেন্টের মান সবসময় ঋণাত্মক হয় বলে প্রধান রড বিমের উপরিভাগে দেয়া হয়।
১০.টি-বীম কাকে বলে?
উ: বীম এবং স্ল্যাব একত্রে ঢালাই করলে এবং বীম ও স্ল্যাব সম্মিলিত অংশ দেখতে T এর মত হয়,একে টি-বীম বলে।
১১.বীমে সর্বনিম্ন কভারিং কত ধরা হয়?
উ: ১.৫"।
১২. বীম তদন্ত কেন করা হয়?
উ: বীমের প্রকৃত পীড়নদ্বয় অর্থাৎ fc ও fs এর মান নির্নয় করে বীম আরোপিত লোডে নি
আশা করি নবীনদের অনেক উপকারে আসবে
detail of plaster
পদ্মা সেতু:- কিছু প্রশ্ন ও তথ্য জেনে রাখা ভাল।
১. প্রশ্ন : পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?
উত্তর : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
২. প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর : ৬.১৫ কিলোমিটার।
৩. প্রশ্ন : পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তর : ৭২ ফুটের চার লেনের সড়ক।
৪. প্রশ্ন : পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায়?
উত্তর : নিচ তলায়।
৫. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?
উত্তর : ৩.১৮ কিলোমিটর।
৬. প্রশ্ন : পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?
উত্তর : দুই প্রান্তে ১৪ কিলোমিটার।
৭. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার?
উত্তর : দুই পাড়ে ১২ কিলোমিটর।
৮. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত?
উত্তর : মূল সেতুতে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
৯. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত?
উত্তর : ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
১০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?
উত্তর : প্রায় ৪ হাজার।
১১. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?
উত্তর : ৮১টি।
১২. প্রশ্ন : পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তর : ৬০ ফুট।
১৩. প্রশ্ন : পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
উত্তর : ৩৮৩ ফুট।
১৪. প্রশ্ন : প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?
উত্তর : ৬টি।
১৫. প্রশ্ন : পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?
উত্তর : ২৬৪টি।
১৬. প্রশ্ন : পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে কবে?
১৭. প্রশ্ন : পদ্মা সেতুতে কী কী থাকবে?
উত্তর : গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।
১৮. প্রশ্ন : পদ্মা সেতুর ধরন কেমন?
উত্তর : দ্বিতলবিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হবে।
১৯. প্রশ্ন : পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?
উত্তর : ৪২টি।
২০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?
উত্তর : চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।।
সংগ্রহীত
Spiral Staircase
Estimate for Stair,,,,
ইটের গাঁথুনীর হিসাব,,,,
আশা করি নবীনদের উপকারে আসবে।
#পাইলিং কয়েক ধরনের হতে পারে।
যেমনঃ
কাস্ট-ইন-সিটু পাইল
স্যান্ড পাইল
প্রি-কাস্ট পাইল
শোর পাইল
টিম্বার পাইল
#কাস্ট_ইন_সিটু_পাইল
এগুলোর মধ্যে কাস্ট-ইন-সিটু পাইল সবচেয়ে বেশী প্রচলিত। এটা সাধারনত সিলিন্ডারাকৃতির হয়ে থাকে যার ব্যাস বা ডায়া ১৮ ইঞ্চি থেকে ৩০ ইঞ্চি পর্যন্ত হয়। তবে ক্ষেত্রবিশেষে এটা আরো বেশি হতে পারে। আর দৈর্ঘ্য নির্ভর করে মাটির লেয়ারের উপর যা সয়েল টেস্ট রিপোর্টে পাওয়া যায়। বাংলাদেশে বেশিরভাগ বহুতল স্থাপনার ভিত্তিতে এই পাইলিং ব্যবহৃত হয়েছে।
#স্যান্ড_পাইল
স্যন্ড পাইলের ধারণাটি অপেক্ষাকৃত নতুন হলেও ক্ষেত্রবিশেষে এটি বেশ কার্যকর। সাধারনত কম তলা বিশিষ্ট স্থাপনা যেখানে মাটির ভারবহন ক্ষমতা কম সেখানে স্যন্ড পাইল করে সেটা বৃদ্ধি করা যায়। তবে অনেক তলাবিশিষ্ট ভবনের ক্ষেত্রে এটি ব্যাবহার করা যায় না।
#প্রি_কাস্ট_পাইল
প্রি-কাস্ট পাইলের ক্ষেত্রে সম্পূর্ন পাইল আগে কাস্টিং বা ঢালাই করা হয় সুবিধামত স্থানে (মাটির অভ্যন্তরে নয়) । তারপর এই মেশিনের সাহায্যে বা হ্যমারিং করে সাইটের ভুমিতে যথাস্থানে ঢোকানো হয়।
#শোর_পাইল
শোর পাইল করা হয় মাটির পার্শ্বচাপ প্রতিরোধ করার জন্য। যেই সমস্ত স্থাপনায় বেসমেন্ট থাকে, কিংবা অন্য কোন কারনে মাটি কাটতে হয়, সেখানে পাশের মাটি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তাই এই ব্যবস্থা করা হয়। এটার সাথে শেয়ার ওয়ালের তুলনা করা যায়। এটা প্রি কাস্ট বা কাস্ট ইন সিটু বা টিম্বার পাইল হতে পারে।
#টিম্বার_পাইল :
টিম্বার পাইল হলো গাছকে (সাধারণত শাল গাছের কান্ড) পাইল হিসেবে ব্যবহার করা। এটা ব্যবহার করা হয় কমতলা বিশিষ্ট ভবনে।
#পাইলের_এস্টিমেট
⭕Estimate for Cast-
in-Situ Pile (1:1.5:3).
পাইলটির ব্যাস 18",
গভীরতা 60'-0".
পাইলটিতে উপর থেকে নীচ পর্যন্ত মোট 8 টি 16mm ব্যাসের রড ব্যাবহার করা হয়েছে।
কাট অফ লেভেল আরোও 2'-0" ধরা আছে।
10mm রড দিয়ে স্পাইরাল এর কাজ করা আছে।
প্রথম L/4 এবং শেষ L/4 এ স্পাইরালের স্পেসিং 4"C/C. বাকিটা 6"C/C ধরতে হবে।
কভারিং আদর্শ পরিমান ধরে নিতে হবে।
⭕Estimate
Estimate for 18"Dia Boring.
= 1x62'-0" = 62.00 Rft.
⭕Estimate for RCC (1:1.5:3).
= 1x{(πx1'-6"x1'-6")/4}x62'-0" = 109.56 Cft.
⭕Estimate for Reinforcement.
For 16mm Dia Main Rod.
= 8x62'-0" = 496.00 Rft. = 238.57 Kg.
Lap = 8x2'-0" = 16.00 Rft. = 7.69 Kg.
For 10mm Dia Spiral.
= Nπ{(D+d)+8d}
= 152π{(1'-0"+0.032)+(8x0.032)}
= 152π(1.032+0.256) = 615.04 Rft. = 115.01 Kg.
Lap = 15x1'-0" = 15.00 Rft = 2.80 Kg.
⭕Total Rod = 364.00 Kg. = 3.64 qntl.
#পাইল ক্যাপ সম্পর্কে বিস্তারিত :
১। পাইল ক্যাপ বিল্ডিং এর অতিগুরুত্ব পুর্ন অংশ।
২। পাইল ক্যাপ বিল্ডিং এর সকল লোড পাইলে স্থানান্তর করে।
৩। দৈর্ঘ্য প্রস্থ সমান এমন পাইল ক্যাপ কে বর্গাকার পাইল ক্যাপ দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বড় হলে তাকে আয়তাকার পাইল ক্যাপ বলা হয়।
৪। পাইল ক্যাপ এর পুরুত্ব মাটির বিয়ারিং ক্যাপাসিটির ও বিল্ডিং এর লোডের উপর নির্ভর করে।
৫। পাইল ক্যাপ এর রড সাধারন্ত সিঙ্গেল জালী হয়, তবে অনেক ক্ষেত্রে ডাবল জালী হয়।
৬। পাইল ক্যাপ এর রডে এল বা মাটাম লাগে।
৭। পাইল ক্যাপ ঢালায়ের আগে আমরা পাইলের মাথা ভেঙ্গে রড বের করি তারপর পাইল ক্যাপ এর নীচে বালি
দিয়ে ড্রেসিং লেভেলিং পানি দিয়ে কম্পেটিং পলিথিন সোলিং সিসি করে (সিসি করার সময় খেয়াল রাখতে
হবে য়েন পাইলের মাথার উপর না যায়) তার পর রড বাইন্ডিং করে সাটারিং করে ঢালায় করা হয়।
৮। পাইল ক্যাপ এর ঢালায়ের পুরুত্ব বেশী থাকায় ভালভাবে ভাইব্রেটিং করা উচিৎ যেন ভিতরে ভয়েড না থাকে।
৯। পাইল ক্যাপ ঢালায়ের সময় কলামের সেন্টার যেন কোন সমস্যা না হয়।
১০। ভালভাবে কিউরিং করতে হবে।
১১। সাটারিং খোলার সময় খেয়াল রাখতে হবে যেন পাইল ক্যাপ এর কোন প্রকার ক্ষতি না হয়।
#পাইল_ক্যাপ_চেক_লিষ্ট :
• পাইলের উপর থেকে দুর্বল কংক্রিট সরিয়ে ফেলুন
• শাটার এর সকল ছিদ্র বা ফাকা বন্ধ করতে হবে
• সব সাইট শলে (সঠিক উলম্ব) রাখতে হবে
• সাটার এর সাপোর্ট ভালভাবে চেইক করতে হবে যাতে করে সাটার ঢালাই এর সময় খুলে না যায় বা ঢালাই মোটা না হয়
• সাটারে কংক্রিট ঢালার লেভেল মার্কিং করতে হবে
• কলামের রডের আনুভুমিক সাপোর্ট কংক্রিট লেভেল এর উপরে থাকতে হবে
• ক্লিয়ার কভার ভালমত চেইক করতে হবে
• রড বাধাই এর তারের কোন অংশ যেন কংক্রিট কভারের মধ্যে না যায় খেয়াল রাখতে হবে
• কলাম রিং নিচে, মাঝে ও উপরে দিতে হবে। কংক্রিট এর চার ইঞ্চ উপরে একটি রিং দিতে হবে।
• কলামের রড শলে (উলম্ব/খাড়া) রাখতে হবে
• কংক্রিট ঢালার পূর্বে ভালভাবে পরিস্কার করতে হবে।
কালেক্টেড
#সিভিলের_পরিমাপের_কনভার্ট🙃🙃
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার; ১ ফুট = ০.৩০৫ মিটার
১ গজ = ০.৯১৪ মিটার ; ১ মাইল = ১.৬০৯ কিলোমিটার
১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার
১ সেন্টিমিটার = ০.৩৯ ইঞ্চ
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চ = ৩.২৮ ফুট = ১.০৯৪ গজ
১ কিলোমিটার = ০.৬২ মাইল
১ ইঞ্চ (ইঞ্চ) = ১/৩৬ গজ = ১/১২ ফুট
১ ফুট (ফুট) = ১/৩ গজ
১ রড (রড) = ৫ ১/২ গজ
১ ফারলং (ফার) = ২২০ গজ = ১/৮ মাইল
১ মাইল (মাইল) = ১,৭৬০ গজ = ৫,২৮০ ফুট
১ নটিক্যাল মাইল = ৬,০৭৬.১ ফুট
১ মিলিমিটার (মিমি) = ১/১,০০০ মিটার
১ সেন্টিমিটার (সেমি) = ১/১০০ মিটার
১ ডেসিমিটার (ডেসি) = ১/১০ মিটার
১ ডেকামিটার (ডেকা) = ১০ মিটার
১ কিলোমিটার (কিমি) = ১০০০ মিটার
★ ক্ষেত্রফল এর এককঃ
১ বর্গ সেন্টিমিটার = ১/১০,০০০ বর্গ মিটার
১ বর্গ ডেসিমিটার = ১/১০০ বর্গ মিটার
১ হেক্টর = ১০,০০০ বর্গ মিটার
১ বর্গ কিলোমিটার = ১,০০০,০০০ বর্গ মিটার
১ বর্গ ইঞ্চ = ৬.৪৫ বর্গ সেন্টিমিটার
১ বর্গ ফুট = ০.০৯৩ বর্গ মিটার
১ বর্গ গজ = ০.৮৪ বর্গ মিটার
১ একর = ০.৪০৫ হেক্টর
১ বর্গ মাইল = ২.৫৯ বর্গ কিলোমিটার
১ বর্গ সেন্টিমিটার = ০.১৫৫ বর্গ ইঞ্চ
১ বর্গ মিটার = ১.২ বর্গ গজ = ১০.৮ বর্গ ফুট
১ হেক্টর = ২.৪৭ একর
১ বর্গ কিলোমিটার = ০.৩৮৬ বর্গ মাইল
১ বর্গ ইঞ্চ = ১/১,২৯৬ বর্গ গজ = ১/১৪৪ বর্গ ফুট
১ বর্গ ফুট = ১/৯ বর্গ গজ = ১৪৪ বর্গ ইঞ্চ
১ বর্গ রড = ৩০ ১/৪ বর্গ গজ
১ একর = ৪,৮৪০ বর্গ গজ = ১৬০ বর্গ রডs
১ বর্গ মাইল = ৩,০৯৭,৬০০ বর্গ গজ = ৬৪০ একর
★ আয়তনের এককঃ
১ ঘন ইঞ্চ = ১/৪৬,৬৫৬ ঘন গজ = ১/১,৭২৮ ঘন ফুট
১ ঘন ফুট = ১/২৭ ঘন গজ = ১,৭২৮ ঘন ইঞ্চ
১ ঘন গজ = ২৭ ঘন ফুট
১ চা-চামচ = ১/৩ টেবিল-চামচ
১ টেবিল-চামচ = ১/২ আউন্স = ৩ চা-চামচs
১ ইউ এস আউন্স = ১/১২৮ ইউ এস গ্যালন = ১/১৬
ইউ এস পহসট
১ ইমপেরিয়াল আউন্স = ১/১৬০ ইমপেরিয়াল গ্যালন
১ গিল = ১/৩২ গ্যালন = ৪ আউন্স
১ ইউ এস গ্যালন = ২৩১ ঘন ইঞ্চ
১ ইমপেরিয়াল গ্যালন = ২৭৭.৪ ঘন ইঞ্চ
১ ইউ এস বুশেল = ২,১৫০.৪ ঘন ইঞ্চ
১ ইমপেরিয়াল বুশেল = ২,২১৯.৪ ঘন ইঞ্চ
১ ঘন সেন্টিমিটার (সিসি) = ১/১,০০০,০০০ ঘন মিটার
১ ঘন ডেসিমিটার = ১/১,০০০ ঘন মিটার = ১,০০০ ঘন
ডেসিমিটারs
১ মিলিলিটার (এমএল) = ১/১,০০০০ লিটার = ১ ঘন
সেন্টিমিটার
১ সেন্টিমিটার (সিএল) = ১/১০০ লিটার = ১০ মিলিলিটার
কলাম রিং রডের পরিমাণ # #
ধরি,কলামের সাইজ = 12" x 20"
কভারিং =1.5"
হুক 2টি=2x3"=6"
রিং তৈরির সূএ=[{(A+B)-(4x ক্লিয়ার কভার )}x2]+(হুকের পরিমাণ )
=[{(12"+20")-(4x1.5")}x2]+(3"x2)
=[{32"-6"}x2]+6"
=[26"x2]+6"
=52"+6"
=58"
=4'-10"
বি:দ্র:রড ভাজ দিলে বেড়ে যায় অর্থাৎ প্রতিটা ভাজে যত মিমি ডায়া রড তত মিমি বেড়ে যায়।10 মিমি রডের ক্ষেএে রড কাটার সময় 2" কম কাটতে হবে।
রিইনফোর্সমেন্ট বারের একটি ধ্রুবক রেখা তৈরির জন্য দুইটি টুকরা পুনর্বহাল বার (রিবার) ওভারল্যাপ করা হলে ল্যাপের প্রয়োজন হয়। ল্যাপের দৈর্ঘ্য কংক্রিটের শক্তি, রিবারের গ্রেড, আকার এবং ব্যবধান অনুযায়ী কমবেশি হয়ে থাকে। ল্যাপিঙের উদ্দেশ্য হল এক বার থেকে অন্য বারে লোড প্রেরণ করার পাশাপাশি ধারাবাহিকতা বজায় রাখা। এবং এর অসমান্তরাল অবস্থানের কারণে কম্পনের শিয়ার ফোর্স সমরেখায় আবর্তিত হতে পারে না।
কংক্রিট-স্ল্যাম্প-পরীক্ষা(Slump Test)
✪ স্ল্যাম্প টেস্ট বা নতি পরীক্ষা কি? কিভাবে করতে হয় বর্ণনা কর।
▣ কংক্রিট স্লাম্প পরীক্ষা: কংক্রিট এর মধ্য ধারাবাহিকতা বা সমসত্ত্বতা যাচাই এর জন্য এই পরীক্ষা করা হয়। এই পরীক্ষার মাধ্যমে দেখা হয় যে, কংক্রিট এর কার্যউপযোগীতা কতটুকু। স্ল্যাম্প এর পরিমান অবশ্যই নির্ধারিত সীমার মধ্যে থাকবে।
▣ স্ল্যাম্প পরীক্ষায় ব্যবহুত প্রয়োজনীয় যন্ত্রপাতি:
• স্ল্যাম্প কৌণ (উপরের ব্যাস ১০০ মি:মি: x নিচের ব্যাস ২০০ মি:মি: x উচ্চতা ৩০০ মি:মি: )
• ছোট কুর্ণী
• গুলি-মুখ রড ( ৬০০ মি:মি: লম্বা x ১৬ মি:মি: সাইজ)
• স্কেল
• স্ল্যাম্প প্লেট (৫০০ মি:মি: x ৫০০মি:মি:)
▣ স্ল্যাম্প পরীক্ষার ধাপগুলি:
১. কৌণটি পরিস্কার করতে হবে। পানি দিয়ে ভালভাবে মুছে স্ল্যাম্প প্লেট এর উপর রাখতে হবে। স্ল্যাম্প প্লেট অবশ্যই পরিস্কার, শক্ত , সমতল এবং অ-শোষণীয় হতে হবে।
২. পরীক্ষার জন্য প্রয়োজনীয় পরিমান কংক্রিট নিতে হবে (যেই কংক্রিট পরীক্ষা করতে হবে তা থেকে)
৩. পাদানির উপর শক্তভাবে দাড়াতে হবে এবং তিন ভাগের একভাগ কংক্রিট দিয়ে ভরাট করতে হবে। ২৫ বার রড দিয়ে ভালভাবে গুতা দিতে হবে। গুতা সবসময় একই ভাবে দিতে হবে এবং তা হতে হবে বাইরের দিক থেকে মাঝার দিকে।
৪. আবার দ্বিতীয় ভাগ ভরাট করতে হবে এবং ৩ নং ধাপের মত করে রড দিয়ে গুতা দিতে হবে। বে খেয়াল রাখতে হবে যে এবার রড প্রথম ভাগের উপর পর্যন্ত যাবে, এর নিচে না।
৫. এবার বাকি অংশ ভরাট করতে হবে উবু-উবু করে এবং আগের মত রড দিয়ে গুতা দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে এবার রড দ্বিতীয় ভাগের উপর পর্যন্ত যাবে, এর নিচে না। উবু অংশ ফেলে দিয়ে মাথা কৌণ এর সমান করে দিতে হবে।
৬. গড়ানো পদ্ধতিতে রড দিয়ে উপরিতল সমান করতে হবে। স্ল্যাম্প প্লেট এর উপর কোন ময়লা থাকলে তা পরিস্কার করতে হবে। হাতল চাপদিয়ে ধরে পাদানি থেকে নেমে পড়তে হবে।
৭. সাবধানে কৌণটি সোজা উপরে ওঠাতে হবে যাতে করে এর ভেতরের কংক্রিট নড়ে না যায়।
৮. কৌণটি উল্টে ফেলে কংক্রিট এর পাথে রাখতে হবে। রডটি কৌণ এর উপ কংক্রিট এর দিকে মুখ করে বসাতে হবে।
৯. কংক্রিটটির সর্বোচ্চ তলা থেকে রড এর তলা পর্যন্ত মাপ নিতে হবে। কয়েকটি মাপের গড় নিতে হবে। এই গড় মাপটিই নতির মান।
বিভিন্ন কংক্রিট মিশ্রণের জন্য অনুমোদিত নতির মানঃ
ক্রমিক নং নির্মানকাজের ধারা অনুমোদিত নতির মান (মিমি)
০১। রাস্তা তৈরিতে কংক্রিট ২০-৩০ মিমি
০২। আরসিসি স্লাব, বীম এবং দেওয়াল৫০-১০০মিমি
০৩। কলাম, রিটেইনিং ওয়াল ৭৫-১৫০ মিমি
০৪। পানিরোধী নির্মাণ কাজ ৭৫-১২০ মিমি
০৫। ভাইব্রেটেড কংক্রিট ১২-২৫ মিমি
০৬। পুরু কংক্রিট ২৫-৫০ মিমি
০৭। সাধারণ কংক্রিট ফুটিং, কেইশন এবং
উপরি কাঠামো ২৫-৭৫ মিমি
০৮। আরসিসি বুনিয়াদ এবং ফুটিং ৫০-১০০ মিমি
০৯। ব্রিজ ডেক ২৫-৭৫ মিমি
কংক্রিটের Slump Test সাধারণত ৪ ধরণের হয়ে থাকে।নিচে ছবিতে দেখানো হলোঃ
True Slump: কংক্রিট মিক্সের High consistency রয়েছে। একটি সঠিক স্লাম্প পরীক্ষায় কংক্রিট খুব শীঘ্রই হ্রাস পায় এবং কমবেশি ছাঁচের আকৃতি বজায় রাখে। এই ধরনের স্লাম সবচেয়ে কাম্য।
Zero Slump: যদি কংক্রিট ছাঁচের প্রকৃত আকৃতি বজায় রাখে, তবে এটিকে শূন্য স্লাম্প বলা হয় যা কঠোর, সামঞ্জস্যপূর্ণ এবং প্রায় কোন কার্যক্ষমতাকে প্রতিনিধিত্ব করে না।
Collapse Slump: এই ক্ষেত্রে, সদ্য মিশ্রিত কংক্রিট সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। কংক্রিট মিক্স খুব নরম বা উচ্চ কার্যকারিতা মিশ্রণ, স্লাম্প পরীক্ষায় এই ধরনের মিশ্রণ উপযুক্ত নয়।
Shear Slump: কোণ অর্ধেক যদি একটি খাড়া ঝুঁকে পড়ে প্লেনে নিচে স্লাইড হয়, তাকে শিয়ার স্লাম্প বলা হয়। এটি মিশ্রণের সমন্বয়ের অভাবের ইঙ্গিত। শিয়ার স্লাম্প এড়াতে আবার পরীক্ষা করুন।
(সংগ্রহীত)
ভালো রড চেনার উপায় :
রডের গায়ে 500W বলতে কি বুজায়?
72গ্রেড/ 60 গ্রেডের রড় বলতে কি বুজায়?
What does 400W500W mean on rod?
MS = mild steel ( medium carbon steel )
**রড ৩ ধরনের হয়ে থাকে **
1, low carbon steel
2, medium carbon steel
3, high carbon steel
**রডের Grade বলতে কি বুঝায়?**
রডের নমনীয় বিন্দুর সবোর্চ্চ শক্তি কে রডের গ্রেড বলে।
**72 Grade স্টীল বলতে কি বুঝায়?**
72 গ্রেডের স্টীল বলতে রডের নমনীয় বিন্দুর সবোর্চ্চ শক্তি 72 ksi কে বুঝায়।
রডের গায়ে যে লেখা থাকে 400w বা 500wবা 550w এর মানে হচ্ছে mega pascal. 1 mega pascal = ১৪৫ পাউন্ড, এখানে আর একটি বিষয় উল্লেখ করা দরকার যে ১কেজি = ২.২০৬ পাউন্ড। ধরি ৪০০ মেগাপিক্সেল * 145 পাউন্ড = 58000 পাউন্ড। psi হলো pounds per square inches, আমরা জানি 1 kilo = 1000 pounds, 58000 না ধরে আমরা 60000 ধরি বা কম্পানি ধরে রডের শক্তি নির্নয় করে। রডের গায়ে লেখা থাকে 60 G এর মানে হচ্ছে 60 kilo বা 60000 psi= pound per square inches তে এতো লোড নিতে সক্ষম এর বেশি লোড দিলে ভেংগে যাবে। আর w অর্থ হলো weldable মানে এটি ওয়েল্ডিং করা যাবে। অনেক সময় রডের গায়ে tmt ber লেখা থাকে এর অর্থ হলো thermo mechanical treated. বাংলা অর্থ হলো= তাপ যান্ত্রিক চিকিৎসা বা কৌশল।
**রডের গায়ে লেখা থাকে**
ক, MK/500/W/16
খ, ANOWER/415/W/20
ক, MK/500/W/16
MK= COMPANY NAME
500 = 500 mega pascal বা 500 MPA ,
1MPA= 145 PSI ( pound per square inches ) 😞 1ksi ''kilopound per square inch'' = 1000psi )
W= weldable
16= 16mm Rod
500w মানে এটা কত গ্রেডের রড , তা কিভাবে বুঝবো
500*145 = 72500 psi
72500/1000= 72.5 ksi ~72 গ্রেড
আপনার বাড়ী দাড়িয়ে থাকবে রডের কাঠামোর উপর । তাই ভালো রড বেচে নিতে ভুলবেন না ।এখন প্রশ্ন হচ্চে যে রড কিনছেন সেটা যে ভালো তা বুঝবেন কি করে ?
ভালো রড চেনার উপায়।
ভবন তৈরিতে নিম্নমানের রড ব্যবহার করলে তাতে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির পরিমাণ বেশি। কিন্তু ভালো রড ব্যবহারের কোনো বিকল্প নেই। ভালো রড ব্যবহার করলে ভবনের ঝুঁকির পরিমাণ কমে যায়। এজন্য রডের মান নিশ্চিত হয়ে তবে রড কেনা জরুরি। বাজারে এখন 3 মিলিমিটার থেকে শুরু করে 4,5,8,10,12,16,20 ও 25 মিলিমিটার পর্যন্ত বিভিন্ন রড পাওয়া যায়। তবে ভবন তৈরিতে সাধারণত তিন ধরনের রডের ব্যবহার দেখা যায়। পাইলিং, স্ল্যাব, বিম বা কলাম তৈরিতে একেক ধরনের রড ব্যবহার করা হয়। তবে যে রড কংক্রিটের সঙ্গে ভালো বন্ধন তৈরি করতে পারে, সেই রড ভালো। বাজারে 40 গ্রেড, 60 গ্রেড ও 72.5 গ্রেড পর্যন্ত রড পাওয়া যায়। 40 গ্রেডের রড এখন খুব কম ব্যবহৃত হয়। ভবন তৈরিতে সাধারণত 60 গ্রেডের রডই বেশি ব্যবহৃত হচ্ছে। 72.5 গ্রেডের রড হচ্ছে এক্সট্রিম গ্রেড। বহুতল ভবন তৈরিতে এই গ্রেডের রডের ব্যবহার বেশি। রড সাধারণ মাইল্ড স্টিল (এমএস) ও এসএস (স্টেইনলেস স্টিল) এ দুই ধরনের হয়।
রডের পরীক্ষা-
★ BSTI সার্টিফিকেট থাকতে হবে, বুয়েটের সার্টিফিকেট থাকতে হবে
প্রতি রডের সাথেই ট্রেডমার্ক থাকতে হবে
বেন্ড টেষ্ট-
★ 90 থেকে 135 ডিগ্রি পর্যন্ত বেন্ড করা যাবে এবং পুনরায় সোজা করা যাবে, না হলে বুঝতে হবে এটি ভাল রড না।
★রিবেন্ড বা পুনরায় সোজা করার পর কোন ক্র্যাক দেখা যাবে না।
★ ভালো রড চেনার উপায় হচ্ছে তাতে মরিচা ধরবে না বা তাতে কোনো ফাটা থাকবে না।
★ প্লেইন রডের চেয়ে ডিফর্ম বা খাঁজ কাটা রডগুলো ভালোভাবে কংক্রিটের সঙ্গে বন্ধন তৈরি করতে পারে বলে সেই রড ব্যবহার করা উচিত।’
সাইটের স্টিল সংরক্ষন-
★ শুকনা জায়গায় সংরক্ষন করতে হবে। মরিচা যেন না পড়ে খেয়াল রাখতে হবে।
★ এক মাসের বেশি খোলা যায়গায় রাখা যাবে না।
★ যদি অল্প মরিচা পড়ে তাহলে ব্যবহারের পুর্বে পরিস্কার করে নিতে হবে.
★ একমাসের বেশি বাইরে রাখার প্রয়োজন হলে সিমেন্ট পানি ধুয়ে নিতে হবে।
**ভালো রডের কিছু বৈশিষ্ট থাকে , সেগুলো সাধারন রডে থাকে না , বৈশিষ্টগুলো নিচে দেওয়া হল -***
টেকসই আর মজবুত ঃ
রডে ইল্ড স্ট্রেংথ (yield strength) নামে একটা বৈশিষ্ট থাকে ।এটা হচ্চে রডের চাপ সহ্য করার ক্ষমতা ।যে রডে ইল্ড স্ট্রেংথ (yield strength) যত বেশি সে রড বাড়ী নির্মানের জন্য তত ভালো ।বর্তমানে বাজারে সবচেয়ে ভালো রডে ৫০০ M.P.A (৭২,০০০ P.S.I ) ইল্ড স্ট্রেংথ থাকে ।
ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি থেকে বাড়িকে রক্ষা করার ব্যাপারে ও রড সাহায্য করে । যে রড কিনছেন সেটা আর্থকোয়েক রেজিস্ট্যান্ট কিনা তা আগে থেকে জেনে নেয়া ভালো ।
ভালো ঝা্লাই উপযোগিতা ঃ
সাধারন রডে ঝালই করার সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় ।এদের মধ্যে
একটা হচ্চে এমব্রিটল টেন্ডেন্সি বা রড ভঙ্গু্র হয়ে যাবার প্রবনতা । সাধারন রড ঝালাইয়ের পর ঠান্ডা হবার সময় বেকে যেতে পারে । এতে নির্মান কাজের অসুবিধা হয় । রড কিনার সময় অবশ্যই এমন রড বেছে নিবেন যেটাতে এই সমস্যা গুলো নেই ।
এমন রড বেচে নিন যেটাতে কার্বন কনটেন্ট কম আছে, এ ধরনের রড সাইজে বাট ওয়েল্ড বা ল্যাপ ওয়েল্ড করা যায় , যাতে আপনার নির্মানে সময় বাচবে ।
ক্ষয় প্রতিরোধ ক্ষমতাঃ
ভালো রড থার্মো-মেকানিক্যাল ট্রিটমেন্ট প্রসেস এ তৈরি করা হয় ।এ কারনে রডে ক্ষতিকারক টরসোনাল রেসিডিঊয়াল স্ট্রেস (torsional Residual stress) থাকে না । এ ধরনের রডে ক্ষয় প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে ।
ডাক্টিলিটিঃ
আপনার বাড়ী নির্মানে যে কংক্ক্রিট ব্যবহার হবে সেটাকে দীর্ঘদিন মজবুত রাখার জন্য আপনার ডাক্টাইল রড প্রয়োজন,ভালো ও ডাক্টাইল রড কংক্ক্রিটে ফাটল ধরতে দেয় না ।আধুনিক কোয়েনচিং আ্যান্ড ট্যাম্পারিং প্রসেস অনুসারে তেরি করা রডে ডাক্টিলিটি বেশি থাকে ।রড কেনার সময় আপনি এটা ও জেনে নিতে পারেন যে রডের কার্বন কনটেন্ট কতখানি , কারন কম কার্বন কনটেন্ট এর রডে বেশি ডাক্টাইল হয় ।
ধারাবাহিকতাঃ
আপনি একেবারে অনেক গুলো রড কিনবেন ,তাই এই সময় খেয়াল রাখা উচিত যে সবগুলো রড ই সমমানের কি না । ভালো রড উৎপাদনের সময় প্রতিবার কোয়েংচিং অ্যান্ড টেম্পারিং (Quenching & Tampering ) প্রসেস একই ভাবে অনুসরন করা হয় ।ফলে রডের উপাদানে ও পরিবর্তন হয় না ।তাই ভালো রডে মানের তারতম্য থাকে না ।
সম্পুর্ন সোজা ঃ
কনস্টাকশন সাইটে রড সোজা করা বেশ সময় সাপেক্ষ এবং পরিশ্রমের কাজ । তাই কেনার সময় খৈয়াল রাখতে হবে রড সোজা আছে কি না ।
সাশ্রয়ঃ
আপনার বেচে নেওয়া রডে যদি ইল্ড স্টেংথ ,ডাক্টিলিটি ,আর ঝালাই ক্ষমতা বেশি থাকে , তাহলে নির্মানের সময় আপনার খরচ কমে আসবে , শ্রমিকদের সময় বাচবে ,পরিশ্রম কম হবে ।
১.রড বা লোহা কি?
উওরঃ Cast iron এবং Wrought iron এর মধ্যবর্তী অবস্হাকে রড বা লোহা বলে।
২.রিইনফোর্সমেন্ট শব্দের অর্থ কি?
উওরঃ শক্তিশালী বা জোরদার
৩.কংক্রিট স্টিল কতভাবে ব্যবহার করা হয়?
উওরঃ ২ ভাগে (রিইনফোর্সিং,প্রি-স্ট্রেসিং স্টিল)
৪.মসৃণতার উপর ভিওি করে রডকে কত ভাগে ভাগ করা যায়?
উওরঃ ২ ভাগে(মসৃণ ও অমসৃণ)
৫.R.c.c কাজে রিইনফোর্সমেন্ট হিসাবে কি কি স্টিল ব্যবহার করা হয়?
উওরঃ প্লেইন,ডিফর্মড,টুইস্টেড,স্কোয়ার বার
৬.বিল্ডিং এর হাড় বা বোন কাকে বলে?
উওরঃ রডকে
৭. কার্বনের উপর ভিওি করে স্টিল কত প্রকার?
উওরঃ ২ ভাগে( মাইল্ড, স্টেইনলেস স্টিল)
৮.নিমার্ণ কাজে রড ব্যবহার করা হয় কেন?
উওরঃ টেনসাইল স্ট্রেস সুরক্ষা করার জন্য
৯. ভবন তৈরীতে ও বহুতল ভবন তৈরীতে কোন গ্রেডের রড ব্যবহার করা হয়?
উওরঃ ৬০ ও ৭২.৫ গ্রেড
১১. 16 mm ব্যাসের 50 m রডের ওজন কত?
উওরঃ
w=d^2/162.2*L
16*16/162.2*50
=78.91 kg
১২.ডির্ফম বা টুইস্টেড বার কাকে বলা হয়?
উওরঃ অমসৃণ পৃষ্ঠদেশ বিশিষ্ট বার সমূহকে ডিফর্মড বা টুইস্টেড বার বলা হয়
১৩.এক সুতা সমান কত মিলিমিটার?
উওরঃ ২৫.৪/৮=৩.১৭৫~৩.২ মি.মি
১৪. বিলেট ও স্ক্যাপ স্টিল বলতে কি বুঝায়?
উওরঃ
# যে স্টীল আকরিকের লোহা হতে তৈরী করা হয় তাকে বিলেট স্টিল বলে।
# যে স্টীল অবাঞ্চিত লোহা টুকরা গালিয়ে তৈরী করা হয়,তাকে স্ক্যাপ স্টীল বলে।
১৫. M.s বার চেয়ে ডিফর্ম বারে বন্ধন শক্তি কত % বেশি?
উওরঃ ৪০%-৮০%
"ছাদ ঢালাই" এর এস্টিমেট......
🏠৩০০০বর্গফুট ছাদ ১:২:৪ অনুপাতে ১.৫% রড হিসেবে ঢালাইয়ে মালামালের পরিমাণ বের কর?????
সমাধানঃ
দেওয়া আছে,
ক্ষেত্রফল=৩০০০বর্গফুট
ধরি,
ছাদের পুরুত্ব=৫"
আয়তন=৩০০০x৫/১২=১২৫০সিএফটি
শুষ্ক আয়তন=১২৫০x১.৫
=১৮৭৫সিএফটি।
অনুপাতের যোগফল=১+২+৪=৭
🔸সিমেন্ট লাগবে-
=১৮৭৫x১x০.৮/৭= ২১৪.২৮ ব্যাগ।
🔸বালি লাগবে-
=১৮৭৫x২/৭= ৫৩৫.৭১ সিএফটি।
🔸খোয়া লাগবে-
=১৮৭৫x৪x৯/৭= ৯৬৪৩টি ইট।
🔸রড লাগবে-
= ১২৫০x(১.৫/১০০)x২২২
=৪১৬২.৫ কেজি।
#ম্যাট_ফাউন্ডেশন:
ম্যাট ফাউন্ডেশন কি? এবং লক্ষ্যনীয় বিষয় সমূহঃ-
যখন বিল্ডিং এর সবগুলো কলাম কে একটি মাত্র ফুটিং দ্বারা সংযুক্ত করা হয় তখন তাকে ম্যাট বা র্যাফট ফাউন্ডেশন বলা হয়ে থাকে।
সাধারণত মাটির ভার বহন ক্ষমতা খুব কাছাকাছি না পাওয়া গেলে এবং সতন্ত্র ফুটিং ডিজাইনের ক্ষেত্রে বিল্ডিং এরিয়ার সিংহভাগ জায়গা সতন্ত্র ফুটিং কর্তিক দখলের সম্ভাবনা থাকলে এ ফাউন্ডেশন ডিজাইন করা হয়।
কাজ চলাকালীন লক্ষ্যনীয়ঃ
১. সর্ব প্রথম ড্রইং অনুযায়ী নির্দিষ্ট পুরুত্বের C.C. ঢালাই করতে হবে।
২. ৭-১০ দিন কিউরিং করতে হবে।
৩. রডের ডাবল জালি/নেট ব্যাবহার করা হলে, মাটির উর্দ্ধমূখী চাপের দরুন, নিচের নেটে লং বার নিচে শর্ট বার উপরে, উপরের নেটে শর্ট বার নিচে লং বার উপরে।
৪. দুইটি নেট ব্যাবহার করলে নেট দুটিকে পরস্পর পৃথক করার জন্য এদের মাঝে রিইনফোর্সমেন্ট চেয়ার ব্যাবহার করতে হবে।
৫. ল্যাপিং এর ক্ষেত্রে ড্রয়িং অনুসরন করতে হবে।
৬. প্রত্যেক পার্শ্বে ক্লিয়ার কভার ৩'' অথবা ড্রয়িং ফলো করতে হবে।
৬. বারগুলোর ডায়া এবং স্পেসিং চেক দিতে হবে।
৭. পাইলের রড বের হয়ে থাকলে তা কেটে দিতে হবে অথবা বেইজমেন্ট রডের সাথে বেকে দিয়ে কাস্টিং করা যেতে পারে।
৮. R.C.C. Wall থাকলে ওয়াল এর রড গুলো এবং রডের মাটাম ড্রয়িং অনুযায়ী চেক করতে হবে। ওয়াল এ দুইটি লেয়ার এ রড ব্যাবহার করার জন্য সেপারেটর দিতে হবে। অবশ্যই ফেসবার ব্যাবহার করতে হবে।
৯.ফাউন্ডেশন এবং কংক্রিট ওয়ালের জয়েন্টের স্থান সতর্কতার সাথে ঢালাই করতে হবে, যাতে কোনভাবে ভবিষ্যতে পানি চুয়ানোর সম্ভাবনা না থাকে।
১০. ঢালাইয়ের রেশিও ইঞ্জিনিয়ারের পরামর্শ বা ড্রইং অনুযায়ী ফলো করতে হবে।
১১.কলামের সেন্টার লাইন যথাযথভাবে চেক করে নিতে হবে।
১২. পুরুত্ব অনেক বেশি হলে কংক্রিট দুই লেয়ারে ঢালাই করতে হবে।
১৩. ২১-২৮ দিন পর্যন্ত কিউরিং করতে হবে।
কাস্ট ইন সিটু পাইল প্রি চেকিং & জেনারেল ইনফরমেশন
#শেয়ার করে রাখুন
==============================================
Deep Foundation বা পাইল ফাউন্ডেশনের মধ্যে Cast-in-Situ পাইল হচ্ছে বহুল ব্যবহৃত, সহজলভ্য ও ইকনোমিক প্রসিডিউর, যেখানে মাটির অভ্যন্তরে নির্দিষ্ট ডায়ার ও দৈর্ঘ্যের গর্ত খনন করে R.C.C Casting করা হয়। এই পাইল দুর্বল ভারবহন ক্ষমতাসম্পন্ন মাটির ক্ষেত্রে কাঠামোর লোডকে মাটির শক্ত স্তরে স্থানান্তর করে যাকে আমরা End Bearing Pile বলে থাকি।
#পাইলিং কয়েক ধরনের হতে পারে।
যেমনঃ
কাস্ট-ইন-সিটু পাইল
স্যান্ড পাইল
প্রি-কাস্ট পাইল
শোর পাইল
টিম্বার পাইল
#কাস্ট_ইন_সিটু_পাইল
এগুলোর মধ্যে কাস্ট-ইন-সিটু পাইল সবচেয়ে বেশী প্রচলিত। এটা সাধারনত সিলিন্ডারাকৃতির হয়ে থাকে যার ব্যাস বা ডায়া ১৮ ইঞ্চি থেকে ৩০ ইঞ্চি পর্যন্ত হয়। তবে ক্ষেত্রবিশেষে এটা আরো বেশি হতে পারে। আর দৈর্ঘ্য নির্ভর করে মাটির লেয়ারের উপর যা সয়েল টেস্ট রিপোর্টে পাওয়া যায়। বাংলাদেশে বেশিরভাগ বহুতল স্থাপনার ভিত্তিতে এই পাইলিং ব্যবহৃত হয়েছে।
#স্যান্ড_পাইল
স্যন্ড পাইলের ধারণাটি অপেক্ষাকৃত নতুন হলেও ক্ষেত্রবিশেষে এটি বেশ কার্যকর। সাধারনত কম তলা বিশিষ্ট স্থাপনা যেখানে মাটির ভারবহন ক্ষমতা কম সেখানে স্যন্ড পাইল করে সেটা বৃদ্ধি করা যায়। তবে অনেক তলাবিশিষ্ট ভবনের ক্ষেত্রে এটি ব্যাবহার করা যায় না।
#প্রি_কাস্ট_পাইল
প্রি-কাস্ট পাইলের ক্ষেত্রে সম্পুর্ন পাইল আগে কাস্টিং বা ঢালাই করা হয় সুবিধামত স্থানে (মাটির অভ্যন্তরে নয়) । তারপর এট মেশিনের সাহায্যে বা হ্যমারিং করে সাইটের ভুমিতে যথাস্থানে ঢোকানো হয়।
#শোর পাইল
শোর পাইল করা হয় মাটির পার্শ্বচাপ প্রতিরোধ করার জন্য। যেই সমস্ত স্থাপনায় বেসমেন্ট থাকে, কিংবা অন্য কোন কারনে মাটি কাটতে হয়, সেখানে পাশের মাটি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তাই এই ব্যবস্থা করা হয়। এটার সাথে শেয়ার ওয়ালের তুলনা করা যায়। এটা প্রি কাস্ট বা কাস্ট ইন সিটু বা টিম্বার পাইল হতে পারে।
#টিম্বার পাইল :
টিম্বার পাইল হলো গাছকে (সাধারণত শাল গাছের কান্ড) পাইল হিসেবে ব্যবহার করা। এটা ব্যবহার করা হয় কমতলা বিশিষ্ট ভবনে।
#পাইলের_এস্টিমেট
⭕Estimate for Cast-
in-Situ Pile (1:1.5:3).
পাইলটির ব্যাস 18",
গভীরতা 60'-0".
পাইলটিতে উপর থেকে নীচ পর্যন্ত মোট 8 টি 16mm ব্যাসের রড ব্যাবহার করা হয়েছে।
কাট অফ লেভেল আরোও 2'-0" ধরা আছে।
10mm রড দিয়ে স্পাইরাল এর কাজ করা আছে।
প্রথম L/4 এবং শেষ L/4 এ স্পাইরালের স্পেসিং 4"C/C. বাকিটা 6"C/C ধরতে হবে।
কভারিং আদর্শ পরিমান ধরে নিতে হবে।
⭕Estimate
Estimate for 18"Dia Boring.
= 1x62'-0" = 62.00 Rft.
⭕Estimate for RCC (1:1.5:3).
= 1x{(πx1'-6"x1'-6")/4}x62'-0" = 109.56 Cft.
⭕Estimate for Reinforcement.
For 16mm Dia Main Rod.
= 8x62'-0" = 496.00 Rft. = 238.57 Kg.
Lap = 8x2'-0" = 16.00 Rft. = 7.69 Kg.
For 10mm Dia Spiral.
= Nπ{(D+d)+8d}
= 152π{(1'-0"+0.032)+(8x0.032)}
= 152π(1.032+0.256) = 615.04 Rft. = 115.01 Kg.
Lap = 15x1'-0" = 15.00 Rft = 2.80 Kg.
⭕Total Rod = 364.00 Kg. = 3.64 qntl.
#পাইল ক্যাপ সম্পর্কে বিস্তারিত :
১। পাইল ক্যাপ বিল্ডিং এর অতিগুরুত্ব পুর্ন অংশ।
২। পাইল ক্যাপ বিল্ডিং এর সকল লোড পাইলে স্থানান্তর করে।
৩। দৈর্ঘ্য প্রস্থ সমান এমন পাইল ক্যাপ কে বর্গাকার পাইল ক্যাপ দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বড় হলে তাকে আয়তাকার পাইল ক্যাপ বলা হয়।
৪। পাইল ক্যাপ এর পুরুত্ব মাটির বিয়ারিং ক্যাপাসিটির ও বিল্ডিং এর লোডের উপর নির্ভর করে।
৫। পাইল ক্যাপ এর রড সাধারন্ত সিঙ্গেল জালী হয়, তবে অনেক ক্ষেত্রে ডাবল জালী হয়।
৬। পাইল ক্যাপ এর রডে এল বা মাটাম লাগে।
৭। পাইল ক্যাপ ঢালায়ের আগে আমরা পাইলের মাথা ভেঙ্গে রড বের করি তারপর পাইল ক্যাপ এর নীচে বালি
দিয়ে ড্রেসিং লেভেলিং পানি দিয়ে কম্পেটিং পলিথিন সোলিং সিসি করে (সিসি করার সময় খেয়াল রাখতে
হবে য়েন পাইলের মাথার উপর না যায়) তার পর রড বাইন্ডিং করে সাটারিং করে ঢালায় করা হয়।
৮। পাইল ক্যাপ এর ঢালায়ের পুরুত্ব বেশী থাকায় ভালভাবে ভাইব্রেটিং করা উচিৎ যেন ভিতরে ভয়েড না থাকে।
৯। পাইল ক্যাপ ঢালায়ের সময় কলামের সেন্টার যেন কোন সমস্যা না হয়।
১০। ভালভাবে কিউরিং করতে হবে।
১১। সাটারিং খোলার সময় খেয়াল রাখতে হবে যেন পাইল ক্যাপ এর কোন প্রকার ক্ষতি না হয়।
#পাইল ক্যাপ চেক লিষ্ট :
• পাইলের উপর থেকে দুর্বল কংক্রিট সরিয়ে ফেলুন
• শাটার এর সকল ছিদ্র বা ফাকা বন্ধ করতে হবে
• সব সাইট শলে (সঠিক উলম্ব) রাখতে হবে
• সাটার এর সাপোর্ট ভালভাবে চেইক করতে হবে যাতে করে সাটার ঢালাই এর সময় খুলে না যায় বা ঢালাই মোটা না হয়
• সাটারে কংক্রিট ঢালার লেভেল মার্কিং করতে হবে
• কলামের রডের আনুভুমিক সাপোর্ট কংক্রিট লেভেল এর উপরে থাকতে হবে
• ক্লিয়ার কভার ভালমত চেইক করতে হবে
• রড বাধাই এর তারের কোন অংশ যেন কংক্রিট কভারের মধ্যে না যায় খেয়াল রাখতে হবে
• কলাম রিং নিচে, মাঝে ও উপরে দিতে হবে। কংক্রিট এর চার ইঞ্চ উপরে একটি রিং দিতে হবে।
• কলামের রড শলে (উলম্ব/খাড়া) রাখতে হবে
• কংক্রিট ঢালার পুর্বে ভালভাবে পরিস্কার করতে হবে।
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Mymensingh
2200
Bhaluka
Mymensingh, 2240
It wil be helpful who people want to be as a good Mechanical Mastercam programmer.
Mymensingh
Mymensingh, 2220
বাড়ি নির্মাণ জনিত সকল প্রকার ডিজাইন ও
Ishwarganj
Mymensingh
HI, we are mazu electric & electronics. one step ahead in ensuring genuine products and services... we are MAZU. now we are in ishwarganj your nearby, it is a online base digital...
Mymensingh Engineering College
Mymensingh, 2200
Alpha Xcience lab is a Student based Scientific Research Lab of Mymensingh Engineering College.It is a Technology Company which provides Scientific & IT-enabled products and ser...
Jamalpur
Mymensingh, 321
fÄçêbøök vÍp ÃççoüÑt ▒▒▒▒▒▒▒▒■▨■▨▧▨■█■█■█■█■█■ █■█■█■... \٠\:I◥█████◣╱◥◣◥██████◣ ║║ ▓∩▓│∩⚀⚀⚀▓∩▓│∩║║
02 No, Saheb Ali Road, Notun Bazar
Mymensingh, 2200
একটি সুন্দর আধুনিক এবং রুচিশীল বাড়ি নির্মাণ করার সঠিক নিশ্চয়তায় আমরা আছি আপনার পাশে
Mymensingh, 2200
Contact us to design architectural and structural construction of homes, offices, shopping malls and any building.
Mymensingh, Sadar
Mymensingh, 2200
I work with HVAC ENGINEERING department. Will upload online blog with some educational topics on HVAC
Mymensingh
Mymensingh, 2200
বিল্ডিং এর Structural, Architectural Drawing & Building Materials Estimate এর
Khadohor C And B, Sadar Mymenshingh
Mymensingh, 2200
সিএনজির সিলিডার বোরিং সহ যাবতীয় ইঞ্জিন, চেসিস, বডি মেরামত ও বডি তৈরি করা হয়।