Mohammad Maruf Khan

Mohammad Maruf Khan

You may also like

Arham Shikder
Arham Shikder

"ব্যক্তিগঠন ইসলামী শিক্ষা ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসুন।

18/12/2022

আলহামদুলিল্লাহ।

জামিনে মুক্তি পেয়েছেন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

17/12/2022

বোনটাকে রাব্বি কারিম পরিপূর্ণ আরোগ্য দান করুক।
'পা কাটবেন কাটেন,কিন্তু আমার নিকাব খুলবেন না দয়া করে'।

আজ সকালের তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে সাড়ে ৯ মাইল নামক স্থানে বিআরটিসি ও একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়!!
আহতদের অবস্থা খুবই আশঙ্কাজনক।
আহতদের মধ্যে লোকাল বাসটাতে একজন মাদরাসা পড়ুয়া বোন ছিল,
বোনটির বয়স ১৭ বা ১৮ বছরের মতো হবে আনুমানিক।
লোকাল বাসটি দুমড়ে-মুচড়ে যাওয়াতে বোনটির পা দুটি বাসের সাথে চাপা পড়ে আটকে যায় বিধায় পা দুটি বের করা যাচ্ছিল না।
ফায়ার সার্ভিসের কর্মীরা মেয়েটির গোড়ালি কেটে তাকে উদ্ধার করে।
মেয়েটি বারবার বলতেছিলো 'পা কাটবেন কাটেন,কিন্তু আমার নিকাব খুলবেন না দয়া করে'।
কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা তার পরিচয় নিশ্চিতকরণ করতে একজন তার মুখ থেকে নিকাবটা সরিয়ে ফেলে।
মেয়েটি তখন - " এর জবাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে"।
এই কথা বলে মেয়েটি অজ্ঞান হয়ে যায়।

আহ!!
মায়োরা এখনো দুনিয়াতে আছে।

📷 সংগৃহীত

16/12/2022

বিজয়ের অনুপ্রেরণায় জেগে উঠুক ছাত্রসমাজ

13/12/2022

আমি একবার আমার শাইখকে অভিযোগ করলাম, শাইখ! আমি বই পড়ি, কিন্তু পড়া শেষ করার পর আমার কিছুই মনে থাকে না।

শাইখ আমার দিকে একটি খেজুর বাড়িয়ে দিয়ে বললেন, ❝এটা চিবিয়ে খাও।❞ আমি তাই করলাম।

শাইখ: এখন শারিরীক কোনো বৃদ্ধি টের পাচ্ছো কি?
আমি: না তো!

শাইখ: ❝তুমি অনুভব না করলেও খেজুরটি কিন্তু আলাদা আলাদা হয়ে তোমার রক্ত, মাংস, হাড্ডি, চামড়া, চুল ও নখে পরিনত হচ্ছে। ঠিক এমনিভাবে আমরা যখন কোনো বই পড়ি, তখন তা আমাদের অগোচরেই আমাদের ভাষাকে শক্তিশালী করে, জ্ঞানকে সমৃদ্ধ করে, চরিত্রকে শুদ্ধ করে, লেখনী ও বাচনভঙ্গি উন্নত করে।❞

- শাইখ সালমান আল আওদাহ (হাফি.)

11/12/2022

বসে আছেন কেন ?
আপনার দাম কি আসলেই কম
নাকি সিস্টেমের অভাবে পড়ে আছেন
একটাবার নিজেকে যাচাই করে দেখুন,,

কচুরডগা!
যার আন্তর্জাতিক মূল্য ৭.৯৯ ডলার (প্রায় ৯০০ টাকা। তবে স্থানবদলের মধ্যে দিয়ে আপনিও রাস্তার মোড়ে পড়ে থাকা কচুরডগার মতো মূল্যহীন, যদি সুপ্তথাকা প্রতিভা সঠিক স্থানে প্রদর্শন করতে না পারেন!

বর্তমানে যে স্থানে আছেন তাতে যদি মূল্যহীন হয়ে থাকেন, অথবা আপনার যোগ্যতার অবমূল্যায়ন হচ্ছে বলে মনে করেন তাহলে সুযোগ বুঝে স্থান পরিবর্তন করে ফেলুন। তবেই সুপার শপের কচুরডগার মতো মূল্য বেড়ে যাবে।

(জানিনা কে লিখেছে, তবে আইডিয়াটা ট্রাই করলে মন্দ হয় না।)

11/12/2022
01/12/2022

ছবির এই লোকটিকে হয়তোবা সবাই বোকা ভাবছেন! কী কারণ বা কেন ⁉️

কারন লোকটি তার নিজের মুক্তির চাবিকে বাদ দিয়ে একটা রুটির 🍞 পিছনে সময় নষ্ট করতেছে!

তাহলে আমি আপনি কি ?
আমি আপনিও কিন্তু এই লোকটির মতোই দুনিয়ার সামান্য রিজিকের জন্য আখিরাতের মুক্তি বা জান্নাতের পথকে ছেড়ে দিচ্ছি।

এটা কি একবার ভেবে দেখেছেন ?

আল্লাহ আমাদের সবাইকে বুঝার মতো তৌফিক দান করুন, আমিন। সংগ্রহীত

21/11/2022

কাক হচ্ছে একমাত্র পাখি যে ঈগলের ঘাড়ের উপর বসে ঠোকর মেরে তাকে বিরক্ত করতে পারে, এত সাহস অন্য কোনো পাখির নেই, মজার ব্যাপার হচ্ছে ঈগল কিন্তু কাকের সাথে লড়াই করে বা তাকে মেরে ফেলতে যেয়ে নিজের সময় ও শক্তি নষ্ট করে না,ঈগল যেটা করে সেটা হচ্ছে সে দ্রুত গতিতে উপরে উঠতে থাকে,অতি উচ্চতায় অক্সিজেন স্বল্পতার কারণে এবং ঈগলের প্রচণ্ড গতির কারণে কাক দুর্বল হয়ে পড়ে এবং টিকতে না পেরে ঈগলের ঘাড় হতে দ্রুত খসে পড়ে ||

ঠিক তেমনিভাবে, আপনার জীবন চলার পথে কাছের মানুষ, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব রূপী অনেক কাক আপনার পিছনে ঠোকর মেরে আপনার জীবনকে ব্যহত করবে। এদের সাথে লড়তে যেয়ে সময় এবং শ্রম অপচয় করার কোন দরকার নেই। আপনার চুড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজের গতি আর পরিশ্রম আরও বাড়িয়ে দিন। দেখবেন আপনার গতির সাথে তাল মেলাতে না পেরে এইসব কাকেরা দুর্বল হয়ে এমনিতেই ঝড়ে পড়ে যাবে শুধুমাত্র সময় এর ব‍্যাপার..।

#কালেক্টেড

19/11/2022

আমি গজল বিরোধী নই, গজলকে ভালোবাসি; মুফতি মুস্তাকুন্নাবী #মুফতি_মুস্তাকুন্নবী

পাঁচ মাসে কোরআনের হাফেজ পাকুন্দিয়ার জান্নাতুল, পেল গণসংবর্ধনা 19/11/2022

পাঁচ মাসে কোরআনের হাফেজ পাকুন্দিয়ার জান্নাতুল, পেল গণসংবর্ধনা কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাত্র পাঁচ মাসের মধ্যে সম্পূর্ণ কোরআন হিফজ (মুখস্থ) করে অনন্য কীর্তি গড়েছে জান্নাতুল না...

19/11/2022

ইন্না-লিল্লাহ
মুফতি রফি উসমানি ইন্তেকাল করেছেন

২১ জুলাই ১৯৩৬ সালে তিনি জন্ম লাভ করেন।
তিনি ছিলেন একজন পাকিস্তানি মুসলিম পণ্ডিত, আইনবিদ এবং লেখক। যিনি দারুল উলূম করাচির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি দারুল উলূম দেওবন্দ, পাঞ্জাব বিশ্ববিদ্যালয় এবং দারুল উলূম করাচির প্রাক্তন ছাত্র ছিলেন।

তিনি আহকাম-ই-যাকাত, আত-তালিকাত আন-নাফিয়াহ আলা ফাতহুল-মুলহিম, ইসলাম মাআ আওরাত কি হুকমরানি এবং নাওয়াদির আল-ফিকহসহ অসংখ্য সমাদ্রিত গ্রন্থ রচনা করেন। তিনি করাচি বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য, সহ-সভাপতি এবং কার্যনির্বাহী সদস্য ছিলেন।

আল্লাহ তায়ালা হুজুরের সকল দ্বীনি খেদমতকে ওনার মাগফিরাতের ওসীলা করুন। আমীন।

Photos from Mohammad Maruf Khan's post 14/11/2022

#বাণী ও #ডিজাইন এক কথায় অসাধারণ।

আল্লামা কাসেমী রহ:-এর জীবনী সংকলন ‘অজানা কাহিনী’র মোড়ক উন্মোচন 09/11/2022

আল্লামা কাসেমী রহ:-এর জীবনী সংকলন ‘অজানা কাহিনী’র মোড়ক উন্মোচন রাহবরে মিল্লাত আল্লামা নূর হোসাইন কাসেমী রহ:-এর জীবনে ঘটে যাওয়া অজানা সব তথ্য সম্বলিত জীবনীগ্রন্থ ‘অজানা কহিনী’র...

09/11/2022

মাশাআল্লাহ

মুসলমানরাই বাংলা বর্ণমালা উদ্ভাবন করেন | মাওলানা উবায়দুর রহমান খান নদবী | Ourislam tv 26/10/2022

মুসলমানরাই বাংলা বর্ণমালা উদ্ভাবন করেন | মাওলানা উবায়দুর রহমান খান নদবী |

মুসলমানরাই বাংলা বর্ণমালা উদ্ভাবন করেন | মাওলানা উবায়দুর রহমান খান নদবী | Ourislam tv Like our Video Page : https://www.facebook.com/OurislamtvLike News Portal Page : https://www.facebook.com/newsourislamSubscribe Our YouTube Channel : https:/...

25/10/2022

নয়া দিগন্তের দেড় যুগ পূর্তিতে ছাত্র জমিয়তের শুভেচ্ছা

বাংলাদেশের জনপ্রিয় জাতীয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার দেড় যুগ পূর্তি উপলক্ষ্যে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় পত্রিকাটির কার্যালয়ে উপস্থিত হয়ে সম্পাদক আলমগীর মহিউদ্দিনের সাথে এ শুভেচ্ছা বিনিময় করেন ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুযাইফা ইবনে ওমর, প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর হোসাইন ও কেন্দ্রীয় প্রচার সেলের সদস্য তাহমিদ হাসান।

22/10/2022

ভিত্তিহীন বর্ননা-১
সালাম দিলে নব্বই নেকি, আর সালামের জবাব দিলে দশ নেকি।

জাল বর্ননা-২
مَنْ سَلَّمَ عَلَى عِشْرِينَ رَجُلًا مِنَ الْمُسْلِمِينَ فِي يَوْمٍ، ثُمَّ مَاتَ مِنْ يَوْمِهِ ذَلِكَ وجبت له الجنة
কেউ যদি দিনে বিশজন লোককে সালাম দেয় আর সে যদা সেদিন মারা যায় তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব।

ভিত্তিহীন বর্ননা-৩
تخلقوا بأخلاق الله
আল্লাহর গুনে গুনান্বিত হও।

ভিত্তিহীন বর্ননা-৪
الكريم/السخي حبيب الله ولو كان فاسقا
দানশীল ব্যাক্তি আল্লাহর প্রিয়পাত্র, যদিও সে ফাসেক হয়।

13/10/2022

ময়মনসিংহের কৃতি সন্তান, সাবেক তুখোড় ছাত্রনেতা, চৌধুরী নাসির আহমাদ ভাই কে যুব জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

অভিনন্দন ভাই।

06/10/2022

গফরগাঁও, ময়মনসিংহ।

05/10/2022

আমি নিজে কিনেছি, আপনিও কিনেন।
দেশে উৎপাদিত ফল কিনলে বাঁচবে কৃষক, সমৃদ্ধ হবে বাংলাদেশ।

02/10/2022

আলহামদুলিল্লাহ....
দীর্ঘ সাড়ে ১৭ মাস কারাভোগের পর আজ ২-অক্টবর-২০২২ইং তারিখে খতীবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবীব (বারাকাল্লাহু ফি হায়াতিহি) জামিনে মুক্তি পেয়েছেন।

30/09/2022

গ্রামের মনোরম দৃশ্য।

Photos from Mohammad Maruf Khan's post 30/09/2022

শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায়

বক্তব্য প্রদান করছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সম্মানিত সহ সভাপতি,জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মুহতারাম প্রিন্সিপাল,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া দাঃ বাঃ

দেশবরেণ্য উলামায়ে কেরামগন উপস্থিত রয়েছেন ।

স্থান - কাজী বশির মিলনায়তন।

26/09/2022

ইন্নালিল্লাহ...
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ৫ জন SSC পরীক্ষার্থী নিহত!!

আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুন।

23/09/2022

বিশ্বজয়ী হাফেজ তাকরীমকে ছাত্র জমিয়তের শুভেচ্ছা

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ টি দেশের প্রতিযোগিদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় স্থান অর্জন করায় বাংলাদেশের গর্ব 'হাফেজ সালেহ আহমদ তাকরীম' কে ফুলের শুভেচ্ছা জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে তাকরীমের শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কুরআনে উপস্থিত হয়ে ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এখলাছুর রহমান অন্যান্য কেন্দ্রীয় নেতাদের নিয়ে সংগঠনের পক্ষে এ শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন মারকাযু ফয়জিল কুরআনের প্রধান পরিচালক মাওলানা মুর্তজা হাসান ফয়জি মাসুম, তাকরীমের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, যাকারিয়া সিদ্দিকী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুযাইফা ইবনে ওমর, সহ সাধারণ সম্পাদক রিদওয়ান মাজহারী, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর হোসাইন, মাদরাসা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ঢাকা মহানগর পশ্চিমের নবনির্বাচিত সভাপতি জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক এনামুল হাসান, সহ সাধারণ সম্পাদক মাহদী হাসান, কলেজ সম্পাদক জুবায়ের আহমদ প্রমুখ।

তাকরিমকে শুভেচ্ছা জানিয়ে বিশিষ্টজনেরা কে কী বললেন? 23/09/2022

তাকরিমকে শুভেচ্ছা জানিয়ে বিশিষ্টজনেরা কে কী বললেন? সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত হয়ে গেল ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা’। বৈশ্...

গভীর রাত তবুও হাফেজ তাকরিমের অভ্যর্থনায় মানুষের উপচে পড়া ভিড় 23/09/2022

গভীর রাত তবুও হাফেজ তাকরিমের অভ্যর্থনায় মানুষের উপচে পড়া ভিড় সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা’য় তৃতীয় স্থ....

বিশ্ব দরবারে লাল-সবুজের পতাকা ৩ বার সমুন্নত করল তাকরিম 22/09/2022

বিশ্ব দরবারে লাল-সবুজের পতাকা ৩ বার সমুন্নত করল তাকরিম

বিশ্ব দরবারে লাল-সবুজের পতাকা ৩ বার সমুন্নত করল তাকরিম বাংলাদেশের ক্ষুদে হাফেজ সালেহ আহমদ তাকরিম। বয়স ১৩ বছর। এরই মধ্যে বিশ্ব দরবারে লাল-সবুজের পতাকাকে সমুন্নত করেছেন ...

সৌদিতে কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের তাকরীম | আন্তর্জাতিক 22/09/2022

সৌদিতে কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের তাকরীম | আন্তর্জাতিক সৌদি সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান ...

22/09/2022

অভিনন্দন

20/09/2022

চাকরি না পেয়ে হতাশ

ফেসবুক লাইভে একাডেমিক সনদপত্র ছিঁড়লেন নীলফামারীর বাদশা মিয়া।

17/09/2022

মাদ্রাসার অধ্যক্ষ পদে হিন্দু ধর্মাবলম্বীর নিয়োগপ্রাপ্ত হওয়ার মত ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয়

___জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন: হিন্দু ধর্মাবলম্বী কাউকে দেশের একটি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল পদে নিয়োগ দেওয়ার বিষয়টি শুধু অসাবধানতা কিংবা অব্যবস্থাপনা ইত্যাদি শব্দ দ্বারা এড়িয়ে গেলে চলবে না। বরং এটি ইসলামী শিক্ষা ব্যবস্থা দুর্বল করার চক্রান্ত।

নেতৃবৃন্দ আরো বলেছেন: এ রকম অনৈতিক নিয়োগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ইসলামী শিক্ষা-সংস্কৃতির জন্য হুমকি হয়ে থাকবে, তাই এ রকম ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয়। সরকারকে এ সকল অপতৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

গতকাল এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা শায়খ যিয়া উদ্দীন, সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও যুগ্ম-মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া এসব কথা বলেছেন।

বিজ্ঞপ্তি
JUInews BD

17/09/2022

উনার কথার মাঝেও কিন্তু জাদু আছে...

17/09/2022

পৃথিবীতে সব ব্যার্থতার বদলে হলেও আল্লাহর কাছে একজন আদর্শ স্ত্রী চাওয়া দরকার🤲

কারণ আদর্শ স্ত্রীই ব্যার্থতার মাঝেও প্রশান্তি দিতে পরে❤️

15/09/2022

"মূল্যায়ন"

সামাজিক কাজ করুন সকলের পাশে থাকুন।
মূল্যায়ন আপনার এমনিতেই আসবে ইনশাআল্লাহ।

Want your public figure to be the top-listed Public Figure in Mymensingh?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

জেনে নিন চারটি টিপস

Category

Telephone

Address

Mymensingh
MOHAMMADMARUFKHAN

Other Public Figures in Mymensingh (show all)
SN Naim Ahsan SN Naim Ahsan
Mymensingh
Mymensingh, MUKTAGACHHA

Hi, I am Naim, I have a YouTube channel, I am a blogger in my page, so all my friends support me,

Sheikh Tofayel Ahmed Opurbo Sheikh Tofayel Ahmed Opurbo
Mymensingh, 2400

I am indeed a king, because I know how to rule myself.

Ţ Â ŃĴĭĽ  ノシ Ţ Â ŃĴĭĽ ノシ
Mymensingh, 2200

EmotionaL fun&masty EmotionaL fun&masty
Haluaghat
Mymensingh

best father

Hasibul Islam Hasibul Islam
Mymensingh

this is hasibul islam

ʟᴀᴍɪᴀ ʙɪɴᴛᴇ ʟᴀᴍɪᴀ ʙɪɴᴛᴇ
Mymensigh , Dhaka
Mymensingh

Creativity is your best makeup skill, don’t be afraid to experiment.. Stay connected to youtube channel : LAMIA BINTE

MH Zahirul Islam MH Zahirul Islam
Mymensingh

❣-༊'ভালোবাসা༊'তাকেই༊দেও'!༊࿐'💙🌺! -༊🌻😻༊┅ღ'যার༊চারপাশে এতো༊ সুন্দর ༊মানুষ ༊থাকা সত্ত্বেও ༊তার ༊চোখ

তথ্য ও বিনোদন 47 তথ্য ও বিনোদন 47
Gafargaon
Mymensingh, 2233

This page is dedicated to all categori video.specially we make sad and amazing videos

Mohammad  Akbar Ali Ahsan Mohammad Akbar Ali Ahsan
Naha Road
Mymensingh, 2200

Best wishes for everyone. keep your environment clean.

Gaming emon Gaming emon
Mymenshing Mucktagacha
Mymensingh, GAMINGEMON

Alhamdulila

Farzana Mim Farzana Mim
Mymensingh
Mymensingh

Hello, I, Farzana Meem, requested you to like my YouTube channel