The untold story of VGS
Proud to be a VGSian
এইসব শীতকালেই স্কুলে সকাল বেলা 'শরীরচর্চা' হতো। অনেকেই ক্লাসে লুকিয়ে থাকতো, ক্লাসে বসে হোমওয়ার্ক শেষ করতো।
এইসব দিনেই 'ক্রীড়া প্রতিযোগিতা' শুরু হতো, ক্লাস করতে হতো না।
এইসব দিনেই সোয়েটার গায়ে দিয়ে স্কুলে যেতাম, গরম লাগলে সোয়েটার কোমরে বেঁধে 'ভাব' নিতাম!
সুন্দর জানুয়ারীর সুন্দর স্মৃতি!❤️
When Ayesha mam says,"তোরা স্কুলে আসাটা ছেড়ে দিস না প্লিজ"
It hurts>>>>>>>>🥺💔
Me after seeing physics question in vgs....
My inner mind:সুলতানা ম্যাডাম অর কাদের স্যার আপ গ্রেট হো🙂
বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দিবা শাখার ২০২৪ এর প্রথম প্রাত্যহিক সমাবেশ ও নবাগত চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মাঠ প্রদক্ষিণের মাধ্যমে অভিনন্দন জানানো হয়।
বই উৎসব ২০২৪❤️
নতুন বছর জানুয়ারির ১তারিখে নতুন বই, নতুন ক্লাস, নতুন সেকশন আর পাওয়া হবে না!😊🌸
🇺🇲 : Beauty with Brain.
🇧🇩 : Vidyamayee'r Mone hoy🙂
VGSian girls are literally the synonym of beauty>>>💕
💕💙
সুন্দর🖤
🖤💥
🖤🖤🖤
সিনিয়র ভাইয়া আপুদের "The End" লেখাটা দেখে শরীর কাটা দিতেছে😅 এরপরে যেই ব্যাচটা স্কুল থেকে বিদায় নিবে ঐটাই আমাদের ব্যাচ..... স্কুল লাইফ শেষ💔
লাল দালানটা তখন শুধুই হাজার স্মৃতি ঘেরা অতীত হয়ে থাকবে🫶
ভালোবাসার বিদ্যাময়ীর উল্লেখযোগ্য কিছু স্মৃতি।
অন্য মেয়েরা কিসে আটকায় জানিনা,ভিজিএসের মেয়েরা আটকায় CA তে☺️
ক্লাস নাইনে বিদ্যাময়ী তে হাফ ইয়ার্লি তে পাশ করেছি,যা ক্যামব্রিজ থেকে পিএইচডি করার সমান✌️
বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,ময়মনসিংহ হতে ২০২৩ সালের S.S.C পরীক্ষায় ৩১০ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৭৪ জন। সকলকে অভিনন্দন ।
SSC-2022
Vidyamayee Govt Girls' High School
২০২৩ শিক্ষাবর্ষে বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি।
৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান:
___________________________________
২০/১০/২০২২ খ্রিস্টাব্দে সকাল ১০.০০ ঘটিকায় ভাষা সৈনিক রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা. দীপু মনি এম.পি, মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মহিবুল হাসান চৌধুরী এম.পি, মাননীয় উপমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়,জনাব মো: কামাল হোসেন, সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ জনাব মো: শফিকুর রেজা বিশ্বাস, জনাব মো: ইকরামুল হক টিটু, মেয়র, ময়মনসিংহ সিটি কর্পোরেশন,জনাব দেবদাস ভট্টাচার্য, বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেন্জ, ময়মনসিংহ, জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।
বিদ্যাময়ী ❤️❤️❤️
বার বার ফিরে যাই তোমার সেই মায়াবদ্ধ লাল দালানে❤️
তোমার রঙিনতায়,তোমার নীরব উপস্থিতি-তে, তোমার আমেজেই ভালোবাসি তোমায় প্রতিটা মুহুর্তে 🌸
যেন শিশিরে ভেজা মায়ায় জড়ানো বুকে এ এক চিরচিহ্ন...💘
🤍❤
Pc: Sayeema Subaita
Cc:Sumsun Naher
❤️Vgs❤️
স্বপ্নের "বিদ্যাময়ী"🥀
হাজারো বাবা-মা এর স্বপ্ন তাদের মেয়েকে "বিদ্যাময়ীতে" পড়াবে।ঠিক তেমনি আমি Class 2 শেষ করার পর আম্মু বলে তোমাকে বিদ্যাময়ীতে admission test দেওয়াবো।আর তাই আমাকে কোচিং-এ প্রাইভেট-এ ভর্তি করানো হলো।
প্রাইভেট শেষ করে একদিন আম্মুকে বল্লাম...,,আম্মু চলো একটু বিদ্যাময়ী স্কুলটা দেখে আসি।আম্মু আর আমি স্কুলের গেইটের সামনে আসি আর দারোয়ান মামা এসে বলে বিদ্যালয়ে ক্লাস চলাকালিন বিদ্যালয়ের ছাত্রী ছাড়া প্রবেশ নিষেধ তাই আমরা চলে আসি।
আমি পড়তেছি লক্ষ্য একটাই বিদ্যাময়ীতে chance পাইতেই হবে।একদিন দুইদিন তিনদিন করে যেতে exam চলে আসলো।
Exam এর দিন আম্মু আমাকে খুব সুন্দর করে ready করে দিলো।
Exam দিতে আসছি প্রচন্ড Nervous.কি Question আসবে,কি হবে না হবে,আমি কি এই স্বপ্নের বিদ্যাময়ী থেকে যেতে পারবো নাকি আজকেই শেষ দিন?
যাহোক.....,,
ঘন্টা দিলো প্রশ্ন পেলাম হাতে।"আলহামদুলিল্লাহ" মোটামুটি সবগুলোই পারি।
Exam শেষ করে খুব ভলো করে বিদ্যাময়ীকে দেখে আসলাম।
December মাস....,,
Result দিসে আমি জানতাম না।আম্মু বাসাই ছিল না হঠাৎ sir আম্মুকে call দিয়ে বলে "আপা মিষ্টি ready করেন,নুসরাত বিদ্যাময়ীতে Admission test এ allow হয়ছে"
আমি দুপুরে খেয়ে Tv দেখতেছিলাম।আম্মু তাড়াতাড়ি করে বাসায় আসছে।আম্মুর চোখে পানি কান্না করতেছে আবার সাথে হাসতেছে।বুঝতেছিলাম না কি হয়ছে।কিন্তু কেন জানি মনে হলো ভালো কিছু হয়ছে।না জেনেই জোরে বল্লাম আমি বিদ্যাময়ীতে chance পেয়েছি আম্মু?????
ঠিক তখনি আম্মু আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বল্লো হ্যাঁ আম্মু তুমি পেয়েছো।(আমার life এ আমি ঐদিন এর মতো happy আম্মুকে আর কোনোদিন দেখি নাই)
January মাস....,,
স্কুলের ভর্তির সব কাজ শেষ হলো
বিদ্যাময়ীতে ভর্তির পর 1st দিন স্কুলে.....
সাদা সবুজ uniform ছোট্ট চুলে দুইটা বেনি করে নিচ তলার class 4 এর class room টাতে একদম 1st এই বসলাম।মনে হচ্ছিলো এটাই তো আমার সিট এই একটা সিট এর জন্য এতো কষ্ট,পরিশ্রম এতো পড়াশোনা
মনে অনেক শান্তি সাথপ আনন্দ লাগতেছিল
আর একদিন বিদ্যাময়ীর ছাত্রী না বলে যেই স্কুলের সামনে থেকে চলে আসতে হয়েছে আজ আমি সেই স্কুলেট সেই স্বপ্নের "বিদ্যাময়ীর" ছাত্রী❣️
দুই বছর পর আবার সেই চিরচেনা রুপ বিদ্যাময়ীর💞
চিরচেনা লাল-দালানের মায়ায় আজ আবার....
সবুজ ঘাসের ফাঁক দিয়ে আজ আবার তোমায় ক্যামেরায় বন্দি করা....
ভালোবাসি বিদ্যাময়ী💘
P.C: SSumsun NaherNSumsun Naher
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Mymensingh Dhaka
Mymensingh, 2200
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ❤️ https://heylink.me/themuslimsheart7/
Mymensingh Nursing College
Mymensingh
This magazine is a platform where you can share your memories and experiences gathered during MNC
Trishal
Mymensingh, 2263
© Official page of Crush & Confession Trishal
Golgonda, Kathgola, Mymensingh City
Mymensingh, 2000
শুদ্ধ ও সত্যের পথে থেকে হৃদয়ের কথা বলি
Mymensingh
আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমরা অনেক দূর যেতে চাই। আশা করি সাথে থাকবেন, ধন্যবাদ।
Varsity Road, Trishal
Mymensingh, 2220
Here we publish the beautiful scenes of Jatiya Kabi Kazi Nazrul Islam University, Trishal, Mymensing