Afifa's World
Nearby beauty salons
ঈশ্বরগজ্ঞ
মানিকগঞ্জ
Zila
Mymensingh Baghara
Mymnsingh
ময়মনসিংহ
দাদরা বাবুর বাড়ি
Mymensingh Dhaka, Mymensingh Baghara
2200
Lekapoda
Sankipara
You may also like
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Afifa's World, Beauty, cosmetic & personal care, Mymensingh.
👰👰স্কিন কে যদি ব্রন মুক্ত রাখতে চান তাহলে নিয়মিত তিন বার মুখ পরিস্কার করুন। কোন প্রকার ধুলো বালি তৈল মুখে জমতে দেওয়া যাবে না।
মুখের কালচে ভাব দূর করতে ৪ চা চামচ বেসন, ১ চা চামচ লেবুর রস, ১ চা চামচ টক দই মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। মুখে এবং ঘাড়ে লাগিয়ে শুকান পর্যন্ত অপেক্ষা করতে হবে। শুকালে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটি ত্বক কে নরম এবং উজ্জ্বল করে। ভালো ফলাফলের জন্য সপ্তাহে ৪-৫ বার ব্যবহার করতে হবে।
দারুচিনি এবং মধুর পেষ্ট
দারুচিনি এবং মধুতে প্রাকৃতিক অ্যান্টিমাক্রোবিয়াল উপাদান আছে। এই দুটি মিলে ব্রণের জীবাণু ধ্বংস করে দেয়। ১ চা চামচ দারুচিনি পাউডার এবং ২ টেবিল চামচ মধু মিশিয়ে পেষ্ট করে নিন। এবার এটি ব্রণের ওপর লাগান। শুকানোর পর ধুয়ে ফেলুন। দেখবেন ব্রণ অনেকটা শুকিয়ে বা ছোট হয়ে আসছে।
আলু, টকদই ও হলুদ
রূপচর্চায় হলুদ অনেক সাহায্য করে থাকে। এই প্যাক করতে ১ চা চামচ থেতলানো আলু, ১ চা চামচ টকদই ও ১ চিমটি হলুদ মিশিয়ে ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে।
আলু ও লেবুর রস
আলু ও লেবুর রসের প্যাক ত্বকের জন্য খুবই উপকার। এই প্যাক তৈরিতে প্রথমে ১ চা চামচ থেঁতলানো আলুর সাথে ১/২ চা চামচ লেবুর রস মিশিয়ে নিতে হবে। তারপর মুখে লাগিয়ে রাখতে হবে ১৫ থেকে ২০ মিনিট। এবার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।
শীতে ত্বকের যত্নে টমেটো ও লেবুর মাস্ক
শীতে মৌসুমে খুবই সহজলভ্য সবজি টমেটো। আর ত্বকের পোড়াদাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা ফুটিয়ে তুলতে টমেটো খুবই উপকারী। টমেটো ও লেবুর মাস্ক বানাতে একটি টমেটো নিয়ে ভালোভাবে থেঁতলে নিতে হবে এবার এর সাথে দুই টেবিল-চামচ লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি গলায় এবং মুখে মেখে ২০ মিনিট অপেক্ষা করতে হবে। কিছুটা শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
লেবু প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। যা ত্বকের রং উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা পালন করে। এই মাস্ক ব্যবহারে রোদে পোড়া ভাব দূর করে ত্বকের উজ্জ্বলতা ফুটিয়ে তুলবে।
লেবুর রস ও মধুর ফেইসপ্যাক :
একটি বড় লেবুর অর্ধেক অংশ কেটে তার রস বের করে নিয়ে। তাতে ২ টেবিল চামচ মধু মিশিয়ে মিশ্রণ তৈরী করতে হবে। ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখতে হবে। ত্বক টেনে ধরলে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলতে হবে। মধু যখন আপনার ত্বক উজ্জ্বল করবে, লেবুর প্রাকৃতিক ব্লিচিং গুন ত্বককে করবে আরও ফর্সা।
তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে বেসনের প্যাক :
ত্বকের তৈলাক্ত ভাব যেমন ক্ষতিকর তেমনি অস্বস্তিদায়ক তাই যাদের ত্বক তৈলাক্ত তারা ৩ চা চামচ বেসন এর সাথে ২ চা চামচ কাঁচা দুধ অথবা ২ চা চামচ টক দই মিশিয়ে মুখে লাগিয়ে। ১০মিনিট পর মুখ ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি ত্বকের অতিরিক্ত তেল কমানোর সাথে সাথে ত্বকের ময়লা দূর করবে।
ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে হবে অ্যান্টি পিম্পল বেসন মাস্ক। ২ চা চামচ বেসন, ২ চা চামচ স্যানডালউড পাউডার(চন্দন পাউডার), এক চা চামচ দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে। মুখে লাগিয়ে রাখতে হবে ১০ মিনিট তারপর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
শীতকালে রোদে বের হতে ভালোই লাগে। কিন্তু অতিরিক্ত রোদ আপনার ত্বকের জন্য ক্ষতিকরও বটে! এজন্য একটি টমেটো রস করে এর সঙ্গে দুধ মিশিয়ে ত্বকে লাগিয়ে কিছু সময় অপেক্ষা করে শুকিয়ে নিতে হবে। তবে শরীরের জ্বালা পোড়াভাব অনেকটা কমে যাবে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
2210
Zero Point, Nawdhar, Trishal Mymensingh, Dhaka Division
Mymensingh, 2220
Everyone wants to look good, especially when it is the time to party. The idea behind hosting or goi
Mymensingh, 2200
Authentic Korean Skin care, Beauty products, cosmetic products from all of top brands of korea are available here..
Mymensingh
Mymensingh, 2200
Cosmetics, Sparkle,Sumu,Beauty,Blog,Makeup,Nafisha,Sumu's Sparkle House