Sky Light
It’s all about Monir Hossain
কি ক্ষতি কি লাভ পরে হবে সব হিসাব
সব জায়গায় খবর দে
এক দফার কবর দে
ট্রাক মার্কার নির্বাচনী প্রচারণায় সাংস্কৃতিক অনুষ্ঠান ।
সৌজন্যে: ময়মনসিংহ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগ
স্থান:👉 আকুয়া চৌরঙ্গীর মোড়
ট্রাক মার্কার পথসভা ৬ নং ওয়ার্ড
যোগ্য ব্যাক্তি শামীম ভাই ট্রাক মার্কায় ভোট চাই
জয় বাংলা জয় বঙ্গবন্ধু
১৯ জুন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ময়মনসিংহ মহানগর শাখার ত্রিবার্ষিকী সম্মেলন সফল হোক সার্থক হোক।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র জননেতা মোঃ ইকরামুল হক টিটু ভাই এর নির্দেশে আজ টাউন হল নাগরিক সমাবেশে।
সম্পুর্ন হালাল উপায়ে -কিস্তিতে পণ্য কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান - "বিলাস বাজার"। ৩ বছর যাবৎ নিষ্ঠার সাথে গ্রাহক সেবা দিয়ে আসার পর গ্রাহক চাহিদার ভিত্তিতে আজ নওমহলে এর ২য় শাখা উদ্ভোধন করা হয়। উদ্ভোধনী অনুষ্ঠানকে অলংকৃত করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রাণের মেয়র জনাব ইকরামুল হক টিটু ভাই।
সবাইকে তাদের ছোট ছোট স্বপ্ন পুরণের লক্ষ্যে " বিলাস বাজারে" সাদর আমন্ত্রণ। সেই সাথে দোয়া ও সহযোগিতা কামনা করছি।
ময়মনসিংহ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগ কর্তৃক আয়োজিত
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র জনাব, ইকরামুল হক টিটু ভাই।
২৯ জুলাই ২০২১
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনপ্রিয় ও মানবিক মেয়র জনাব ইকরামুল হক টিটু ভাই এর দিক নির্দেশনায়, ৬ নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর জনাব সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুর সার্বিক তত্ত্বাবধানে আকুয়া চৌরঙ্গী'র মোড়ের ১০০ হত দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। এসময় ময়মনসিংহ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগ এর যুগ্ম-আহ্বায়ক মোঃ মনির হোসেন সহ করোনা প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।।
১৬ জুলাই ২০২১
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনপ্রিয় ও মানবিক মেয়র জনাব ইকরামুল হক টিটু' র দিক নির্দেশনায় ৬ নং ওয়ার্ডের ১০০ টি পরিবার কে নগদ ৫০০ টাকা করে প্রদান করেন ৬ নং ওয়ার্ডের আপামর জনসাধারণের আশার বাতিঘর জনাব সৈয়দ শফিকুল মিন্টু। এসময় আরও উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল কদ্দুস, ময়মনসিংহ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসেন,মাহবুব হাসান মুকুল, মোঃ সেলিম মাস্টার, রাফিউল ইসলাম হায়দার, সৈয়দ কামরুজ্জামান রুবেল, নিগার সুলতানা লাকী প্রমূখ
আজ ২২ মে ২০২১
আন্দোলন সংগ্রাম ও গৌরব ও সাফল্যের ১৮ বছরে পদার্পণ করলো বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তৃতাকালে
আজ পবিত্র শবে বরাত
আল্লাহ আমাদের হক ও হালাল চিনে তা অবলম্বন করার এবং হারাম ও বাতিল চিনে তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন
ঘোড়া যেখান থেকে পানি পান করে, সেখানের পানি পান করুন। ঘোড়া কখনও খারাপ পানি পান করে না।
বিড়াল যেখানে ঘুমায, সেখানে আপনার বিছানা পাতুন। বিড়াল কখনও অপবিত্র, নোংরা জায়গায় ঘুমায় না।
যে ফল পোকা ছুঁয়েছে তা নির্ধিতায় খান। পোকা কখনও বিষাক্ত ফল খায় না।
পোকাপ্রাণী মাটিতে যেখানে খনন করে বসবাস করে, সেখানে গাছ লাগান। ভাল গাছ ও ভাল ফলন পাবেন।
পাখির সাথে একই সময়ে ঘুমোতে যান এবং পাখির সাথে একই সময়ে জাগ্রত হন। পাখির মতো সুস্থতা ও স্বস্তির সাথে দিন কেটে যাবে।
মাছের মতো পানিতে প্রতিদিন সাঁতার কাটুন। মাছের মতো আপনি নিজেকে পৃথিবীতে হালকা, ফুরফূরা, সজীব অনুভব করবেন।
যতবারই সম্ভব আকাশের দিকে তাকিয়ে থাকুন। আপনার চিন্তাধারা আকাশের মতো স্বচ্ছ, সুন্দর উদার হয়ে উঠবে।
অনেক শান্ত থাকার চেষ্টা করুন আর অল্প কথা বলুন। আপনার হৃদয়ে দেখবেন নীরবতা আসবে, আপনার আত্মা ও মন শান্ত ও শান্তিতে পূর্ণ হবে।
#সংগ্রহ মনির হোসেন
জুলিয়াস সিজারের হত্যার স্থান, যেখানে উচ্চারিত হয় ‘ব্রুটাস, তুমিও?’...............................................
জুলিয়াস সিজারকে যে সিনেট কমপ্লেক্সের মধ্যে সিনেট সদস্যরা হত্যা করেছিল; সেই জায়গাটি সনাক্ত করা হয়েছে। জায়গাটি হল রোমের লারগো দা টোরে আর্জেন্টিনা, যেখানে রোমান সিনেট ভবন এবং পাশে বড় পম্পেই থিয়েটার হল। স্প্যানিশ ন্যাশনাল রিসার্স কাউন্সিলের রিপোর্ট থেকে জানা যায়, ঐ বিশেষ স্থানটিতে হত্যাটি সংঘটিত হয়েছিল এবং এর সম্পর্কে বেশ কিছু বস্তুনিষ্ট প্রমাণও উপস্থাপন করেন। জুলিয়াস সিজার ছিলেন একজন কিংবদন্তি রোমান সম্রাট। তিনি ইতিহাসের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যাক্তিদের মধ্যে অন্যতম একজন। তিনি সাম্রাজ্যের মানুষের মঙ্গলের জন্য বিভিন্ন পদক্ষেপ নেন। সেসময় রোমের সংবিধানের ধারাগুলো ছিল অভিজাত শ্রেনীদের পক্ষে। তিনি সেই সংবিধান বাতিল করেন এবং সমস্ত ক্ষমতা তার নিজের হাতে নিয়ে নেন। অর্থাৎ রোমান সাম্রাজ্যকে তিনি একনায়কতন্ত্রের দিকে নিয়ে যান; তাই এই অপ্রতিরোধ্য নেতাকে একনায়কতন্ত্রের সূচনাকারী বলা হয়। সিনেটরদের সিদ্ধান্তের বদলে তিনি নিজেই শহরগুলিতে গভর্নর নিয়োগ দিতেন। জনকল্যাণের জন্য তিনি সিনেটের সদস্য হওয়ার অধিকার সবাইকে দেন। এতে অভিজাত শ্রেনী খুবই নাখোশ হয় এবং তারা ষড়যন্ত্র শুরু করে। সিনেটের সদস্য সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৯০০ করেন। এই বিরুদ্ধচারীদের ষড়যন্ত্রে তিনি ৪৪ খৃষ্টপূর্বাব্দের ১৫ মার্চ গুপ্তঘাতকদের হাতে নিহত হন। আসলে গুপ্তঘাতকদের সবাই ছিল সিনেটের অভিজাত শ্রেনীর সদস্য। এমনকি তার অতি প্রিয় ব্রুটাসও ছিলেন তার হত্যাকারীদের একজন। সিজার ব্রুটাসকে দেখে বলেন- ‘ব্রুটাস, তুমিও?’ ২০০০ বছর পরে আজও গুপ্তঘাতকদের চিহ্নিত করতে “ইউ ব্রুটাস?” শব্দটি উচ্চারিত হয়। হয়ত সিরাজ উদ-দৌলা, চে-গুয়েভারা, মহাত্না গান্ধী, শেখ মুজিব, জিয়া অস্ফুটভাবে এই শব্দটি বলেছিলেন। যাইহোক, জুলিয়াস সিজারের কাছ থেকে আমরা অনেক এরকম মহামূল্যবান বাণী পেয়েছি। তাঁর অমর বাণী ছিল, “এলাম, দেখলাম, জয় করলাম।” তিনি শুধু দক্ষ সেনাপ্রধান, রাষ্টনায়ক ছিলেন না, একজন কবিও ছিলেন। তিনি কবিতা লিখতেন। ল্যাটিন গদ্য সাহিত্যে তার অবাধ বিচরণ ছিল। এছাড়া, তিনি হলেন- বিশ্বসুন্দরী ও নন্দিত রানী ক্লিওপেট্রার স্বামী। জুলিয়াস সিজারকে হত্যা করা রোমের লারগো দা টোরে আর্জেন্টিনার সিনেট কমপ্লেক্সের জায়গাটি আজ পৃথিবীর কলংকিত স্থানগুলোর মধ্যে একটি। এটি সকলের জন্য দেখার একটি ঐতিহাসিক স্থান। রোমে বেড়াতে গেলে সবাই একবার এই জায়গাটি ঘুরে আসতে পারেন।
Site Where Julius Caesar Was Stabbed
নীল আকাশের নিচে বিস্তৃত জমিনে সহযোদ্ধাদের নিয়ে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন আতঙ্ক......মনির হোসেন
রাজনীতিতে পরিবর্তন আসবে সেই আশায় নয়
পরিবর্তন আনবো সেই আশায় মাঠে নেমেছি
…...............................................মনির হোসেন
০৮-০৩-২০২১ ইং
অভিনন্দন ময়মনসিংহ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের ২৯ নং ওয়ার্ডের মোঃ মফিজুল হককে আহবায়ক ও জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন প্রদান করা হইল ।
ঐতিহাসিক ৭ ই মার্চ,
১৮ মিনিটের একটি ভাষণ ৭ কোটি অনুভূতিকে এক সূতোয় গেঁথে বাঙালি জাতিকে এনে দিয়েছিলেন স্বাধীনতার স্বাদ।
হে জাতির শ্রেষ্ঠ সন্তান.... বাঙালি জাতি আপনার কাছে চির কৃতজ্ঞ।
মনির হোসেন
যুগ্ম-আহ্বায়ক
ময়মনসিংহ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগ
১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতিকে স্বাধীনতা উপহার দিয়েছিলেন, আর ২০২১- এ আপনি বাঙালি জাতিকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর অধিকার দিলেন।
ধন্যবাদ জননেত্রী আপনাকে, বাঙালি জাতি আপনার কাছে আজন্ম ঋণী।।
আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াতে তৈয়বা দান করুন।
যুগ্ম-আহ্বায়ক
মনির হোসেন,
ময়মনসিংহ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগ।