মেনে নেয়নি মানিয়ে নিয়েছি
সহজ মানুষদের জন্য পৃথিবীটা 'কঠিন'!
-- সজীব আহমেদ
তুমি যেখানেই হাত রাখো আমার উদগ্রীব চিত্র থাকে সেখানেই
আমি যেখানেই হাত পাতি সেখানেই অসীম শূন্যতা, তুমি নেই!
- নির্মলেন্দু গুণ
তোমারে নিয়া এখনো কতকিছু করা বাকি রয়ে গেলো!
তোমাকে ভেবে আর লিখি না
তোমাকে ভেবে লিখতে গিয়ে
বারবার মনে হয় -
তোমাকে ভুলে যাওয়ার মতো
শক্তি আমার নেই।
তোমাকে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো
সক্ষমতা আমার নেই।
তোমাকে জানান দিতে পারিনি-
কি ভিষণ ছোঁয়াছে তুমি;
কি ভিষণ উত্তাপে পুড়ে গেছো আমায়।
তোমাকে ঘৃণা করার থেকে অপ্রিয় আর কিছু নেই।
তুমি নেই, এরচেয়ে তীব্র যন্ত্রণাদায়ক সত্য
আর কিছু হতে পারে না।
কবিতাঃ তোমাকে ভেবে আর লিখি না
কথা ও কণ্ঠেঃ সজীব আহমেদ
আমরা খুব কাছাকাছি গিয়ে বুঝতে পারি,মানুষ আসলে দূর থেকেই সুন্দর।🤍
কবিতাঃ তোমার সাথেই থাকতাম
কবিঃ স্বপ্নীল চক্রবর্ত্তী
কণ্ঠেঃ সজীব আহমেদ
শুভ জন্মদিন 🌸
#মেনে_নেয়নি_মানিয়ে_মিয়েছি
চিঠি দিও, লিখে দিও
গোপন ব্যথা সব!
তোমার একটা চিঠি পেলে
আমার পাড়ায় চেয়ে যাবে
'বসন্ত উৎসব'
-- সজীব আহমেদ
তোমাকে পাওয়ার যুদ্ধে শেষ বাধাটা তুমি ছিলে,😅
সবকিছুর পরেও মানুষ যে আশায় বেঁচে থাকে কখনো কখনো সেই আশাটার মধ্যেও গুড়ে বালি।
সালা চাঁদ উঠেছিলো গগনে 🙂🇧🇷🫶
"তুমিও একদিন আমাকে ভুলে যাবে!"
এর চেয়ে ভারী বেদনা পৃথিবীতে দ্বিতীয়টি নেই।
মানুষ কত সহজেই অচেনা হয়ে যায় তাইনা!
জীবনসঙ্গী যেমনই হোক ব্রাজিলের ফ্যান হওয়া যাবে না, ব্রেইন ইজ ইম্পর্ট্যান্ট 🙂
তোমার কথা মনে পড়লে আমার কিছুই করার থাকে না। না পারি তোমার সাথে কথা বলতে, না পারি তোমাকে দেখতে। শুধু নিরবে পুড়ে যায়।
বিকালের বিষাদ দিলে,
দীর্ঘশ্বাসের আকাশ দিলে
কেবল তুমি হৃদয় দিলে না।
যতটা আক্ষেপ নিয়ে এপিটাফের দেয়ালে মানুষ লিখে দেয় মৃত্যুর ঠিকানা
তোমাকে দেখতে চাওয়ার অসুখ টা ততটায় ছেয়ে গেছে মনে।
ততটায় আক্ষেপে পুড়ে গেছে বুক!
তোমাকে দেখতে চাওয়ার অসুখ টা একদিনের নয়!
-- সজীব আহমেদ
Click here to claim your Sponsored Listing.